![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
News Link
বেগম জিয়ার 'মাইল্ড ষ্ট্রোক' হয়েছিল বলে ভাবছেন বেগমজিয়ার ব্যক্তিগত চিকিৎসকেরা; বৈরি পরিবেশে ৭৩ বছর বয়সে এই ধরণের কিছু হওয়া খুবই সম্ভব। মাইল্ড স্ট্রোকের পর, প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে রেষ্ট খুবই দরকার; সাথে সাথে টেনশন কমিয়ে আনার পদক্ষেপ নেয়ার দরকার; না হয়, পুরোপুরি ষ্ট্রোক হবে কিছু সময়ের মাঝে। শারীরিক সমস্যা ও বয়সের দিক বিবেচনা করে, বেগম জিয়াকে উনার ঘরে ফিরে আসতে দেয়া উচিত; রিজভী মিজভী সাহেবদের কথা কানে না নিয়ে, বেগম জিয়ার ইচ্ছানুসারে উনার চিকিৎসা হওয়ার দরকার।
২০১৫ সাল থেকে যাঁরা ব্লগে আছেন, তাঁরা হয়তো লক্ষ্য করেছেন যে, আমার পোষ্টে (ক্যাচাল) ও মন্তব্য আমি বলতে চেয়েছিলাম যে, বেগম জিয়ার জেল হবে, কিংবা হওয়া উচিত! ২০১৫ সালের দিকে ব্লগে বেগম জিয়ার অনেক সমর্থক ছিলেন; তাঁরা আমাকে গণক ইত্যাদিও বলেছেন। আসলে, আমি গণক নই, আমি বেগম জিয়া ও শেখ হাসিনাকে আমার সীমিত বুঝার ক্ষমতার মাঝে পর্যবেক্ষণ করছিলাম। আমার কথায় কেহ উনাকে জেল দেয়নি, আমি ধরণা করছিলাম যে, উনার জেল হওয়ার সম্ভাবনা আছে।
বেগম জিয়া কিভাবে দেশ চালায়েছেন, সেটা মিলিটারী ও ব্যুরোক্রেটরা জানেন; সাধরণ মানুষের জানার কথা নয়; কারণ, তিনি জনগণকে কিছুই জানাতে চাননি কখনো। শিক্ষিতদের জানার কথা ছিলো, কিন্তু শিক্ষিতরা উনাকে বুঝতে পারেননি, কিংবা শিক্ষিতরা নিজদের বিদ্যাবুদ্ধিকে অসন্মান করে, বেগম জিয়াাকে রাজনীতিবিদ হিসেবে সমর্থন করেছেন, উনার কার্যক্রমের পক্ষে কথা বলেছেন; এতে সাধরণ মানুষ বিভ্রান্ত হয়েছেন।
বেগম জিয়ার দেশ চালানোর প্যাটার্ণ বুঝা সাধারণ মানুষের পক্ষে কষ্টকর হলেও, ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফের মতো লোকদের কাছে পরিস্কার ছিলো; এঁরা এই ধরণের প্রশাসনের পক্ষে থেকে দেশের সাধরণ মানুষের ক্ষতি করেছেন; সাথে সাথে এরা বেগম জিয়ার পরিণতি অনুমান করতে অক্ষম হয়েছেন।
বেগম জিয়া যে, ১৫ই আগষ্টে কেক কেটে উনার জন্মদিন পালন করছেন, এবং শেখ হাসিনা যে, তার প্রতিবাদ করছে, সেটা কি ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফেরা দেখেননি? লাখ লাখ তৃণমুল নেতারা বলেছেন, "কারো বাবার মৃত্যু দিবসের জন্য বাংলাদেশ থেমে থাকবে না" তৃণ মানে ঘাস; আসলে বাংলাদেশের তৃণমুলের নেতা মানেই ঘাস-খাওয়া নেতা: এদের মাথায় ঘাস, পেটেও ঘাস; কিন্তু ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফেরা তো তৃণমুল নেতা ছিলো না।
যা হওয়ার তা হয়েছে; এখন শেখ হাসিনার উচিত, বেগম জিয়ার বয়স ও শারীরিক অবস্হার কারণে, অতীতের সবকিছু ভুলে উনাকে উনার ইচ্ছানুসারে নিজের বাড়ীতে থাকতে দেয়া; এবং রিজভী সাহেব, ড: এমাজুদ্দিন, ড: মঈন খান, ড: খোন্দকার মোশারফের মতো লোকদের উনার আশেপাশে আসতে না দেয়া।
১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪৩
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, শেখ হাসিনা উনাকে জামিন দেয়ার জন্য ইংগিত দেবেন; তবে, শেখ হাসিনা রিজভী, ড: খোন্দকার ও বেগম জিয়ার আইনবিদদের কথা পছন্দ করছেন না।
২| ১০ ই জুন, ২০১৮ রাত ১০:৩৭
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: জাশি, দল, লীগ তো আগেই কালার হয়ে ছিল!
এখন কানা বগীরা ছাড়া শেখের বেটিকে আর কেউ পছন্দ করে না!
মহিলা দুটো হিংসা ছাড়া কিচ্ছু বোঝে না!
১০ ই জুন, ২০১৮ রাত ১০:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা চেয়েছিলেন বেগম জিয়াকে শিক্ষা দিতে; তা হয়েছে, এখন শেখ হাসিনাকে মানবিক হতে হবে।
৩| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: বেগম জিয়াকে মুক্তি দেয়া উচিৎ কালবিলম্ব না করে ।
১১ ই জুন, ২০১৮ রাত ১:০৭
চাঁদগাজী বলেছেন:
সেটাই করা উচিত; বাংলাদেশের হিংসা ও গলাকাটা ক্যাপিটেলিজমের রাজনীতিতে জনসাধরণের সকল আশা ভরসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে; উহার অবসান হওয়া উচিত
৪| ১০ ই জুন, ২০১৮ রাত ১১:২৫
শামচুল হক বলেছেন: আমি চাঁদগাজী ভাইয়ের সাথে আছি, খালেদা, হাসিনা, দেশ নিয়ে আমার মাথা ব্যাথা নাই।
১১ ই জুন, ২০১৮ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হচ্ছে, বেগম জিয়ার সময় সাইফুর রহমান, এখন মুহিত মানুষের সকল সুযোগ কেড়ে নিয়ে গেছে; আমরা ব্লগারেরা আর কতটুকু কি করবো!
৫| ১১ ই জুন, ২০১৮ রাত ১২:০৮
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় খুব ভালো কথা বলেছেন। একটা দেশের বিরোধী দলনেতা বা নেত্রী ক্যাবিনেট মন্ত্রীর সমান। কাজেই দেশ ও জাতির সম্মানে এবার ওনাকে অন্তত মুক্তি দেওয়া হোক, মানবিকতার খাতিরে। আর সেটাও মাননীয়া প্রধান মন্ত্রীর একটা মাস্টারস্টোকস হতে পারে। যেহেতু সামনে নির্বাচন আসন্ন ।
শুভেচ্চা নিয়েন।
১১ ই জুন, ২০১৮ রাত ১:১৪
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া বড় দলের নেত্রী ছিলেন আজকে কেহ নন; কিন্তু প্রাক্তন প্রিমিয়ার হিসেবে, ও অসুস্হতার কারণে উনাকে জামিন দেয়া উচিত।
সর্বোপরি, জাতি দেখ্তে চায় যে, হিংসার অবসান হয়েছে।
৬| ১১ ই জুন, ২০১৮ রাত ১:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: গাজী সাহেব এই হতভাগ্য জাতির দেখার শেষ হয়নি আরো কতো যে দেখতে হবে। প্রজন্মের পর প্রজন্ম দেখেই যাবে। কেননা আমরা এখনো মানুষ হতে পারিনি।
১১ ই জুন, ২০১৮ রাত ২:২৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে তাই! আমি মনে করেছিলাম যে, ২০০৯ সালের পর, শেখ হাসিনা মোড় নেবেন; সেটা ঘটছে না, উনার মগজ এটুকুই, আইডিয়াহীন
৭| ১১ ই জুন, ২০১৮ রাত ২:০৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যাক, আপনি খালেদা জিয়ার জন্য মায়া দেখালেন অবশেষে...
১১ ই জুন, ২০১৮ রাত ২:২৭
চাঁদগাজী বলেছেন:
আমি আপনার মতোই একজন ব্লগার ও এই দেশের ১৭ কোটী অধিকারহীন একজন সিটিজেন; আমরা বেগম জিয়ার সময় অসহায়, আমরা এখনো অস হায়।
৮| ১১ ই জুন, ২০১৮ রাত ২:০৭
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার বড় দূর্ভাগ্য আপনার সে আশা কোনোদিন পূরণ হবে না।
১১ ই জুন, ২০১৮ রাত ২:২৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়াকে বাগে আনা ছিল ভয়ংকর প্রচেষ্টার ফল; বেগম জিয়া ছিলেন আসলে "ক্যান্টনমেনট", যারা ১৯৭৫ সালে দেশের ক্ষমতা দখল করে পাকিস্টান ও মিশরের মত দেশ চালাচ্ছিল; আজকে সেটা কন্ট্রোলে এসেছে, বেগম জিয়াকে জামিনে দিলে উদার মনোভাবের উদ্ভব ঘটবে
৯| ১১ ই জুন, ২০১৮ রাত ২:৩৭
কাওসার চৌধুরী বলেছেন: (৫) কলামটা ইউনিক। আমার মনের কথাটি বলেছেন আপনি। এ কলামের প্রতিটি লাইন শিক্ষনীয়। আপনি আমার পোস্টে অনেক সময় খোঁচাখুচি করেন, কিন্তু কখনো মনে কষ্ট নেই না। আমি জানি আপনার কাছ থেকে আমাদের প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে।
আমিও বিশ্বাস করি, ১৫ আগস্টে খালেদার জন্মদিনটা ভূয়া। এমন একটি শোকের দিনে তিনি আর তার চামচারা যে ইতরামি করেছেন; তার রেজাল্ট এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। যাক, একটু বোধেদয় হলেই দলটির জন্য ভাল হবে।
১১ ই জুন, ২০১৮ সকাল ৭:২৫
চাঁদগাজী বলেছেন:
১৫ই আগষ্টে কেক কেটে উনি যেই পাগলামী করেছেন, গ্রামের একজন সাধরণ মহিলা কোনভাবে এই ভুল করবেন না; তিনি সীমানা ক্রস করেছিলেন ভয়ংকরভাবে; ৩/৪ কোটী বিএপি সমর্থকদের একজনও উনাকে থামানোর চেষ্টা করেনি।
১০| ১১ ই জুন, ২০১৮ ভোর ৬:৫৯
অক্পটে বলেছেন: প্রকৃত আসামি তারেক সাঈদ সাত খুন মামলার নায়ক মাসের পর মাস হাসপাতালের এসি রুমে থাকতে পারে কোন রোগ ছাড়াই। কেন? তারেক সাঈদ কি চেতনাবাজদের দুলাভাই লাগে। মায়ার এতো বছরের জেল সেও বাইরে থাকে। কেন? সে কি মুক্তিযুদ্ধ ব্যবসার দালাল? মায়ার পুত্র ইয়াবা কোম্পানীর মালিক সেকি আ.লীগে ভ্রাতুস্পুত্র? হাসিনার আমলে ব্যাংক লুটেরারা বুক ফুলিয়ে হাটে। জোসেফ ২০১৫ সাল থেকে জেলের বাইরে হাসপাতালে থেকেছে বিনা অসুখেই। দয়ার সাগর আমাদের প্রেসিডেন্ট তাকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন। বাহ! কত্ব সুন্দর। এদের তুলনায় খালেদার মামলা বোধ হয় অনেকই বেশী ভয়ানক!
খালেদা জিয়ার শারিরিক অবস্থা আমার মনে হয় সত্যিই সংকটাপন্ন। হাসিনার চিন্তা করা উচিত তার ইচ্ছা পুরনের সাজা সে অলরেডি দিয়ে দিয়েছে খালেদা জিয়াকে। খালেদা জিয়ার কোন অঘটন ঘটার অাগে তাকে জেল থেকে মুক্তি দেয়া হবে এই মুহুর্তের বা বহু বছরের ভাল কাজের একিটি।
যাক সমবেদনা জাগার জন্য ধন্যবাদ আপনাকে। হাসিনার জাগলেই হয়।
১১ ই জুন, ২০১৮ সকাল ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
আমরা ব্লগারেরা যা ভাবছি, তা বলছি; শেখ হাসিনা বা বেগম জিয়া আমাদের মত উদার নন।
১১| ১১ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৩
সিগন্যাস বলেছেন: যথার্থ বলেছেন।আসলে দেশের রাজনীতিবিদরা আবাল গোত্রের।তাদের মাথায় ও ঘাস পেটেও ঘাস।
১১ ই জুন, ২০১৮ সকাল ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
মিলিটারী, ব্যুরোক্রেট ও দলগুলো এই দেশের মানুষের সুখ-শান্তি, সুযোগ, সম্পদ সব কেড়ে নিয়েছ্বে।
১২| ১১ ই জুন, ২০১৮ সকাল ৯:৩৭
রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার রক্ত কিছু কিছু ব্যাপার মিশে গেছে। সেই ব্যাপার গুলো কখনও সহসাই মিটে যাবে না।
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন, তা ঘটেছে; এখন উনার উচিত হবে, দেশে প্রশান্তি আনা; বেগম জিয়াকে উনার মত থাকতে দেয়া, ডা: বদরুদ্দোজা, কামাল হোসেন, কর্ণেল অলিকে অবসরে পাঠানো, মুহিতকে অবসরের পাঠানো; তারপর মানুষকে দেশ গড়তে ডাকা
১৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:০৯
টারজান০০০০৭ বলেছেন: কাহু কি ভয় পাইয়াছেন, খালেদা জিয়া জেলের ভিতরে মরিলে আবার শহীদ হইয়া যান কিনা ?
নোংরা রাজনীতি হইতে আমাদের নেতা নেত্রীরা বাহির হইতে পারিবে না ! সুতরাং ইহাই তাহাদের নিয়তি !! বাঘের পিঠ হইতে নামিয়া কেহ শান্তিতে থাকিতে পারিবে না !
১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, মাঠে কেহ নেই; শেখ হাসিনা বাঘের পিঠের থেকে নেমে, সাধারণ মানুষকে দেশ গড়তে ডাকতে পারেন।
শেখ হাসিনা ভয় পেলে, মিলিটারীর অর্ধেককে অগ্রিম টাকা দিয়ে অবসরে পাঠায়ে দিয়ে আরও নিশচিন্ত হতে পারেন।
১৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:০৫
জাহিদ অনিক বলেছেন:
রাজবন্দীদের মুক্তি চাই !
১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২
চাঁদগাজী বলেছেন:
কি পরিমাণ লোক ড়াজনৈতিক কারণে আটক আছেন?
১৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৮
ব্লগ সার্চম্যান বলেছেন: মুক্তি চাই।
১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনাকে যেই কষ্ট দিয়েছেন, জোর করে কেহ চাইতে পারা মুশকিল; কিন্তু উনার উচিত বেগম জিয়াকে বাড়ীতে ফেরত যেতে দেয়া।
১৬| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪
চিন্তিত নিরন্তর বলেছেন: তিনি যতই দূর্নীতিবাজ হন না কেন, দুই দুইবারের নির্বাচিত প্রধান মন্ত্রী। এই কথা মনে করেই তাকে কিছুটা সম্মান দেখানো উচিত।
১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
তিনি সন্মানের যোগ্য নন, ক্ষমার যোগ্য
১৭| ১১ ই জুন, ২০১৮ রাত ৯:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: স্যার, আজ সকালে লিচু নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম। কিছু পরিমার্জনের জন্য সেটা মুসাবিদায় নিয়েছি। ওখানে আপনার একটি মন্তব্য ছিল যা মুছে গেছে। আমি মনে করেছিলাম উহা মুছবে না। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি একটি কোম্পানীতে কর্মররত আছি। বিস্তারিত পোস্টে জানাবো।
১২ ই জুন, ২০১৮ রাত ১:২৬
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনার প্রফেসানেল ভালো দক্ষতা আছে; ভালো থাকুন।
১৮| ১১ ই জুন, ২০১৮ রাত ১০:৩৪
শহীদ আম্মার বলেছেন: খালেদা জিয়া অপরাধী তাতে সন্দেহ নেই।
কিন্তু এক চোর আরেক চোরের বিচার করতে পারেনা।
এক খুনি আরেক খুনির বিচার করতে পারেনা ।
এক দূর্নীতিবাজ আরেক দূর্নীতিবাজের বিচার করতে পারেনা।
১২ ই জুন, ২০১৮ রাত ১:২৮
চাঁদগাজী বলেছেন:
রাষ্ট্র একটা বিশাল বিষয়, এখানে অনেক অপরাধ করে রেহাই পেয়ে যায়, অনেকের বিচার হয়।
১৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:২৭
কানিজ রিনা বলেছেন: শিরোনাম, সময় হয়েছে শেখহাসিনাকে হিংসার
রাজনীতির অবসান ঘটাবে।
শেষ মেশ শিকার করলেন খালেদার জেল
হিংসাত্বক প্রহসন। যেখানে হাজার হাজার
কোটি টাকার দূর্নীতি লুটপাট দেশের প্রতিটা
মানুষের মুখে সেখানে খালেদার মাত্র কয়
কোটি টাকার দূর্নীতি দেখিয়ে কলঙ্ক নিজেও
বেড়াজালে আকটায় গেছে।
কালকের সংসদে আবুল মাল
নিজের দলের তোপের মুখে পরতে হয়েছে।
একজন তো বলেই ফেলল জনগনের টাকা
বাজেটে এনে ব্যাংক থেকে সে টাকা লুটেরা
পাচার করে এর জবাব মাল মুহিত মুচকি
হেসেই কাটালো।
খালেদাজিয়ার জেলে পুরে খালেদা জনপ্রিয়
হয়েছেন। এমনকি আওয়ামী দলীয়রা বিশ্মিত
হয়েছেন সবাই চুপ শুধু রোড মন্ত্রীবাদে।
এবং কোনও মন্ত্রী এম্পির ভাসন ফেচবুকে
অশ্লীল গালাগালি ভরা থাকে যা আগে কখনও
দেখিনাই।
১২ ই জুন, ২০১৮ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া জেলে যাবার পর, যদি উনার জনপ্রিয়তা বাড়ে, সেসব জনগণকে শেখ হাসিনা ভোট দিতে দেবেন বলে মনে হয় না।
বেগম জিয়া যেভাবে দেশ চালায়েছেন, এগুলো রূপকথায়ও নেই, রূপকথায় রাষ্ট্র চালককে বুদ্ধিমান বা বুদ্ধিমতি হিসেবে দেখা্য; বেগম জিয়াকে বুদ্ধিমতি হিসেবে দেখাতে হলে, পুঁথি লেখক যোগাড় করতে হবে।
বেগম জিয়া মিলিটারী, ব্যুরোক্রেট ও ডা: বদরুদ্দোজা সাহেবদের ষড়যন্ত্রের শিকার।
২০| ১২ ই জুন, ২০১৮ রাত ১২:৫০
জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন:
কি পরিমাণ লোক ড়াজনৈতিক কারণে আটক আছেন? এই পরিসংখ্যান তো জানা নেই !
১২ ই জুন, ২০১৮ রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন:
উল্লেখযোগ্য কোন রাজনীতিবিদ এখন আটক নেই মনে হয়।
২১| ১২ ই জুন, ২০১৮ রাত ২:১৫
কানিজ রিনা বলেছেন: ভোট ডাকাতী হলে ভোট দেওয়ার দরাকার
কি? শেখহাসিনা ভোট দিতে দেবেনা দেশটা
তো মগে মুল্লুক। জোর যার মুল্লুক তার।
১২ ই জুন, ২০১৮ ভোর ৪:২৮
চাঁদগাজী বলেছেন:
যারা শেখ হাসিনার বাবাকে হত্যা করেছে ও শেখ হাসিনা হত্যা করার জন্য গ্রেনেড মেরেছে, শেখ হাসিনা কি তাদেরকে ভোটে জয়ী হতে দেবে?
২২| ১২ ই জুন, ২০১৮ ভোর ৪:২৩
অনল চৌধুরী বলেছেন: কারো মধ্যে কি আচরণ বা চরিত্রের বিন্দুমাত্র পার্থক্য আছে?
১২ ই জুন, ২০১৮ ভোর ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
এখন শেখ হাসিনার হাতে কন্ট্রোল, সে পুরানো ডোমেইন থেকে বের হতে পারবে।
২৩| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৫৫
মিঃ আতিক বলেছেন: আপনার দাবীটা শেখ হাসিনার কাছে সরাসরি প্রেরনের কোন ব্যবস্থা আছে? ভাল পরামর্শ দেয়ার লোক তার পাশে খুব বেশী আছে বলে মনে হয়না।
১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৫০
চাঁদগাজী বলেছেন:
আমরা, ব্লগারেরা যা লিখি তা ব্লগে থাকে; আমার পোষ্ট আওয়ামী লীগের একজন এমপি মাঝে মাঝে পড়তেন; তবে, উনি আমার বর্তমান পোষ্টগুলো পছন্দ করেন না।
২৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ১:৪৩
অনল চৌধুরী বলেছেন: তিনি যতই দূর্নীতিবাজ হন না কেন, দুই দুইবারের নির্বাচিত প্রধান মন্ত্রী। এই কথা মনে করেই তাকে কিছুটা সম্মান দেখানো উচিত। বাংলাদেশের ৯৯% লোকের মানসিকতা এই চিন্তিত নিরন্তর এর মতো,যারা মনে করে প্রধানমত্রী হলেই কারো কোন অপরাধ থাকতে পারেনা।তারা একটু-আধটু চুরি-লুচ্চামি অার মাতলামি করবেই।
তাদের অাবার এসব অপরাধে কারাগারে যেতে হবে কেন?
এই সামন্ততান্ত্রিক মনোভাব থেকে মুক্ত হতে না পারার কারণেই বাংলাদেশের অবস্থার কোন ক্ষেত্রেই কোন পরিবর্তন হচ্ছে না।
পৃথিবীর কোন উন্নত দেশের জনগণ এভাবে চিন্তা করেনা।
১৭৭৯ সালেই ফরাসী বিপ্লবের পর বাজা-রানীর মাথা কাটা হয়েছিলো।রক্ষা পায়নি প্রবল ক্ষমতাশালী রাশিয়ার জার পরিবারও।
বাংলাদেশের গাইয়া মানসিকতার বেশীরভাগ লোক এসব জানেও না,মানেও না।
১৩ ই জুন, ২০১৮ রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
মানুষের বেকুরীর জন্য বেকুব বেগম জিয়াও ৩ বার প্রাইম মিনিষ্টার হলেন, ৩ কোটী লোক আরবে ও মালয়েশিয়ায় ক্রীতদাস হিসেবে জীবন কাটালো।
২৫| ১৪ ই জুন, ২০১৮ ভোর ৪:০০
অনল চৌধুরী বলেছেন: আপনি তো হঠাৎ নিরপেক্ষতা দেখানোর জন্য চুন্নি খালেদার পক্ষে ওকালতি শুরু করেছেন।
তাকে ছাড়া হলে দেশের কোন চোরকে কারাগারে রাখা উচিত হবে না।
এরশাদের মতো সেও দেশটাকে মালয়শিয়া বানাতে পারতো।কিন্ত বানিয়েছে তারেক,কোকো,সাদেক,অাব্বাস,সাইফুর,মোশাররফ,ফালু,অামানসহ অারো অসংখ্য চোর,মদখোর অার লম্পট-খুনীদের আড্ডাখানা।
কি যুক্তিতে এই চুন্নির মুক্তি চান?
১৪ ই জুন, ২০১৮ ভোর ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
উনার মুক্তির কথা বলা হয়নি, বলা হয়েছে, উনি নিজ বাড়ীতে কারাগারে থাকবেন।
২৬| ১৫ ই জুন, ২০১৮ ভোর ৪:০৮
অনল চৌধুরী বলেছেন: কেন?দেশটা কি তার জামাই বাড়ি?
অাইন সবার জন্য সমান।বরং বলেন খালেদার মতো শেয়ার বাজা,ব্যাংক লুটকারী-অর্থপাচারকারী অন্যদেরও বিচার হতে হবে।
১৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৪৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কি করবেন, আমরা জানি না; উনি যখন কিছু করেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি মাত্র।
২৭| ১৬ ই জুন, ২০১৮ রাত ২:১০
ভুল বানান বলেছেন: Democratic clown
১৬ ই জুন, ২০১৮ দুপুর ২:৩১
চাঁদগাজী বলেছেন:
কমপক্ষে ডেমোক্রেটিক!
২৮| ১৮ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪৭
নতুন বাঙ্গাল বলেছেন: দেখুন হিংসার রাজনিতি শুধু একজন বাদ দিলে তো হবে না। বিএনপি /জামাত শুধু একটা সুযোগের অপেক্ষায় । আপনি কি শেখ হাসিনাকে সেই সুযোগের ব্যাবস্থা করে দিতে বলছেন? আপনি কি নিজের হাতে খাচার বাঘ ছেড়ে তার শিকার হতে চাইবেন ? ২০০৪ সালের ২১শে আগস্টের পর রাজনিতি হয়ে গেছে 'মার, নয়তো মর'। আর এটার সুচনা বেগম জিয়া এবং তার পুত্র তারেকই করেছিলেন।তাই এটার শেষ ও হবে তাদের মাধ্যমেই, শেখ হাসিনা জাস্ট এই চক্রের ভিতর ঢুকে পরেছেন ,তার কিছুই করার নেই আপাতোত।
১৮ ই জুন, ২০১৮ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
শেখ হাৈনার উচিত, ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টদল বিএনপি'কে বিলুপ্ত করা; সেটা যখন করবেন, তখন দেশের মানুষকে সাথে নিতে হবে; মানুষকে বুঝাতে হবে যে, ক্যান্টনমেন্ট থেকে পার্টি করা অন্যায় ছিলো।
২৯| ২০ শে জুন, ২০১৮ ভোর ৪:০৮
অক্পটে বলেছেন: "মানুষের বেকুরীর জন্য বেকুব বেগম জিয়া ৩বার প্রধানমন্ত্রী হলেন" যখনই মানুষের শিকল অবমুক্ত হবে তখনই মানুষ এই বীরাঙ্গনাকে ভোট দেবে। আপনার আক্ষেপটা শুধুই কাঠের চশমার জন্য। আপনার নেত্রী কি খালেদার চেয়েও অনেক বেশি জ্ঞানী? চুন্নি তো সে নিজেও তার পুত্রও। খালেদার চেয়ে হাজারগুন অন্যায় আপনার নেত্রী করেছেন সেগুলো আপনার চোখে ধরা পরড়েনি। তো বেকুব কে আপনি নাকি জনগণ।
খালেদা দূর্নীতিবাজ ছিল। তার কাজই ছিল শুধু চুরি করা। রাজাকারদের ক্ষমতায় বসায়েছিল। সে চুন্নি ছিল। তার ছেলেগুলো সব চোর ছিল। তো! হাসিনা কি এরচেয়েও ভালো? তার নিজের বেয়াই! সেইতো রাজাকার। হাসিনা নিজেই রাজাকারের সারেথ আত্মীয়তা করে রাজাকারের বংশ বিস্তার করে চলেছে সেগুলো চোখে পড়েনা? তার মন্ত্রীগুলো সবই মহা দূর্ণীতিবাজ। দূণীতি কার আমলে বেশী হয়েছে হিসেব আছে আপনার? আপনার বিবেক কোথায় জমা দিয়েছেন? আপনার মিথ্যাবাদি নেত্রী বলেছেন বাংলাদেশের গণতন্ত্র এখন সুরক্ষিত একথা শুনে আপনি কি ডুগডুগি বাজাচ্ছেন?
কি ব্যপার ক'দিন ধরে আপনার কোন নতুন লেখা নেই তাই পুরনো লেখাতেই মন্তব্য করতে হলো। সব ভালোত?
২০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
চাঁদগাজী বলেছেন:
আমার নেতা বা নেত্রী নেই।
শেখ হাসিনা নিজের গুণে ও কৌশলে দেশের ক্ষমতায় আছে, আমার বা আপনার অনুমতি উনার দরকার নেই।
৩০| ২০ শে জুন, ২০১৮ দুপুর ১:১০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা যা করতে চেয়েছিলেন, তা ঘটেছে; এখন উনার উচিত হবে, দেশে প্রশান্তি আনা; বেগম জিয়াকে উনার মত থাকতে দেয়া, ডা: বদরুদ্দোজা, কামাল হোসেন, কর্ণেল অলিকে অবসরে পাঠানো, মুহিতকে অবসরের পাঠানো; তারপর মানুষকে দেশ গড়তে ডাকা
আপনিই তো বলেছেন, শেখ হাসিনা তার চেয়ে বেশি বুদ্ধিমান লোক দলে রাখেন না।
২০ শে জুন, ২০১৮ রাত ১১:৪৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, শেখ হাসিনা বিএনপি, জামাত ইত্যাদিকে কন্ট্রোলে রাখার কৌশল জানেন; কিন্তু আধুনিক রাজনীতি বুঝেন না।
৩১| ২৮ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৭
পথিকের পাঁচালী বলেছেন: খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত শেখ হাসিনার।তাঁকে ১৬ ই আগস্ট মুক্তি দেয়া যেতে পারে, কিন্তু ১৫ ই আগস্টের ঘটনাবলীর উপর আমরা লক্ষ্য রাখতে পারি।দেখি ১৫ ই আগস্ট রিজভী মায় ইমাজ উদ্দিন কি করেন।
২৯ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪০
চাঁদগাজী বলেছেন:
রিজভী সাহেব, এমাজুদ্দিন সাহেবেরা যে কেহ নন, এখন তা প্রমাণিত; উনারা কখনো কেহ ছিলেন না।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৮ রাত ১০:৩৬
নাজিম সৌরভ বলেছেন: আপনার পুর্বধারণা অনুযায়ী বেগম জিয়ার জেল হয়েছে । এখন আপনার কি ধারণা ? বেগম জিয়া কি জেলখানার বাইরে মৃত্যুবরণ করতে পারবেন ?