![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
News Link
ব্রিটিশ আইনজীবী লর্ড আলেকজান্ডার কার্লাইল নিশ্চয় নিজ প্রফেশনে বিরাট সফল ব্যক্তি, তিনি ব্রিটিশ পারলামেন্টের উচ্চ-কক্ষ, হাউস অব লর্ডস'এর সদস্য; তিনি বেগম জিয়ার মামলার দেখাশোনা করার জন্য ঢাকা আসতে চেয়েছিলেন, ভিসা দেয়া হয়নি; মনে হচ্ছে, এটা আওয়ামী লীগের কাজ। যাকগে, ঢাকা আসতে না দিলেও সমস্যা নেই, তিনি ভারতে আসছিলেন; সেখান থেকে বুদ্ধি পরামর্শ দেয়ার কথা, ২/১টা সাংবাদিক সন্মেলেন করার কথা; মির্জা, আলাল-দুলালরা গিয়ে দেখা করার কথা; কিন্তু তাঁকে ভারতেও ঢুকতে দেয়া হয়নি, 'ভিসা সমস্যা'!
ভারত কি আওয়ামী লীগের অনুরোধে শেষাবধি বৃটিশ লর্ডকে বিমান বন্দর থেকে ফেরত দিলো? ভারতের জন্য আওয়ামী লীগের শেখ হাসিনা বড়, নাকি বৃটিশ বড়? কোন সাহসে তারা এই কাজ করলো? ১৯৪৭ সালের পুর্বে এইসব লর্ডেরাই বৃটিশের হয়ে ভারত শাসন করতো; মনে আছে না, লর্ড মাউন্ট ব্যাটেন, লর্ড কর্ণওয়ালিস প্রমুখ!
মির্জা ও রিজভী সাহেব ইতিমধ্যে প্রেস রিলিজ দিয়েছেন যে, ভারতকে দিয়ে অবৈধ সরকার এই কাজ করায়েছে; তারপর বাকী কান্নাকাটি, গণতন্ত্রের অতন্দ্র-প্রহরী, আপোষহীন নেত্রীকে অবৈধভাবে জেলে রেখে গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণ এসব সহ্য করবে না, এদেরকে আস্তাকুড়ে নিক্ষেপ করবে; একদিন গণতন্ত্র মুক্তি পাবে।
সরকারের উচিত ছিলো লর্ড আলেকজান্ডার কার্লাইলকে বাংলাদেশে আসার ভিসা দেয়া; যেহেতু বিএনপি'র অধিকার ও পয়সা আছে বিদেশী আইনজীবী আনার, তারা আনুক; বিদেশী আইনজীবির ঢাকা কোর্টে মামলা চালনার লাইসেন্স থাকার কথা নয়; এরপরও উনাকে পারমিশন দিলে ভালো হতো! লোকটা লর্ড হিসেবে আসতো, ঢাকা থেকে পাগল হিসেবে লন্ডন ফেরত যেতো!
মনে হচ্ছে লোকটা মনে করেছিলো যে, ভারত এখনো আগের মতো বৃটিশ কলোনী; দিল্লী পৌঁছলে পাখা হাতে আর্দালী উপস্হিত থাকবে; লর্ডকে গভর্ণর হাউসে নিয়ে যাবে; সেটা ঘটেনি। মিডিয়া থেকে পরিস্কার হয়নি যে, কোন ক্যাটেগরীর ভিসা নিয়ে তিনি দিল্লি এসেছিলেন; কি কারণে এয়ারপোর্ট থেকে ফিরায়ে দিয়েছে! হতে পারে, উনি যেই ক্যাটেগরীর ভিসা নিয়েছেন, ও ভারত ভ্রমণের কারণ হিসেবে যা লিখেছেন বা বলেছেন, ক্যাটেগরীর সাথে মিলেনি। এরপর, সাধারণ কোন ইমিগ্রেশন অফিসার উনার ব্যাপারে নিশ্চয় সিদ্ধান্ত নেয়নি, একজন লর্ডের ব্যাপারে নিশ্চয় উপরের লোকজন এতে যুক্ত হয়েছে, এবং উনাকে হয়তো জানানো হয়েছে যে, উনি উনার প্রফেশানেল কার্যক্রম চালতে পারবেন না, এই ভিসায়; হয়তো, কোন ধরণের পারমিশন ও লাইসেন্স লাগবে; তখন হয়তো লর্ড নিজেই ভেবেছেন যে, এগুলো পোষাবে না। ভারত নিশ্চয় উনাকে ফেরত দেয়নি, অবশ্যই দেশে প্রবেশ করার অনুমতি দেয়ার কথা, এবং সাথে সাথে জানায়েছে যে, উনি টুরিষ্ট হিসেবে স্বাগত; তবে, প্রফেশানেল কাজকর্মের জন্য উাকে অন্য ক্যাটেগরীতে রূপান্তর করতে হবে।
উনার সাথে নিশ্চয় বিএনপি'র লোকজন ছিলো; তারা এই ঘটনাকে হয়তো ড্রামাটিক করেছে, উনাকে হয়তো অনুরোধ করেছে, 'বিমান বন্দর থেকে ফিরে যেতে', যাতে মির্জা সাহেব, রিজভী সাহেব একটা বিবৃতি দিতে পারেন। ভারত কোনভাবেই ১ জন লর্ডকে এয়ারপোর্ট থেকে ফেরত দেয়ার মত বেকুবী করবে না; ওরা মিলিয়ন মিলিয়ন বিদেশী পর্যটক থেকে কয়েক বিলিয়ন ডলার আয় করে।
এই লর্ড নাকি লন্ডনে জামাত ও বিএনপি'র লবিং করেন; এরপর, উনি কি করে বাংলাদেশে আসার ভিসা পাবেন?
১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র লোকেরা রাজনীতি বুঝে না; কখনো রাজনীতি করতে পারবে না; অপেক্ষা করছে কোনদিন ঢাকা ক্যানটনমেন্ট এসে বেগম জিয়াকে জেল থেকে বের করবে!
২| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনার ভিসা-তে আসল কারণ উল্লেখ করা ছিল না। আর যে ক্লাবে উপস্থিত থাকার কথা বলা হয়েছিল সেই ক্লাবও সেই অনুষ্ঠান বাতিল করেছে। তাই ভারত সরকার ঢুকতে দেয়নি উনাকে। বিএনপি একটা বেকুব দল। কোন এক লর্ড কিছু বললেই শেখ হাসিনা খালেদা জিয়াকে ছেড়ে দিবে - এটা ভাবা বোকামী। তবে লর্ড কার্লাইলকে ঢুকতে না দেয়ার পেছনে আওয়ামীলীগের ভারত লবিং প্রভাব বিস্তার করেছে এটা বলা যায়...
১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
ভারত কোন অবস্হায় ১ জন লর্ডকে এয়ারপোর্ট থেকে ফেরত দেবে না; সেই হোক আওয়ামী লীগ কিংবা আমেরিকান ট্রাম্পের লবিং; উনার ভিসার ক্যাটেগীর ও ইন্টারভিউতে মিল না থাকায়, উনাকে হয়তো টুরিষ্ট বা কাছাকাছি কোন ক্যাটেগরীতে প্রবেশের জন্য উপদেশ দেয়া হয়েছে; উনি হয়তো সেটা করতে চায়নি। সাংবাদিক সন্মেলন বাদ দিলেও উনি নিশ্চয় ভেতরে গিয়ে ২/১ বেলা খেতেন। মনে হয়, অবস্হার পরিপ্রক্ষিতে বিএনপি'র বুদ্ধিতে তিনি এয়ারপোর্ট থেকে চলে গেছেন, টাকা টুকার ব্যাপার স্যাপারও আছে!
৩| ১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
স্রাঞ্জি সে বলেছেন: আস্তাগফিরুল্লাহ।
আমি যতটুকু মনে করি বিএনপি অত নিচু জাতের না।
তারা নেত্রী শেখ হাসিনার মত একটু কৌশলী না। এই আর কি।
যাক বিএনপি ক্ষমতার স্বপ্ন না দেখলেও, বেগম জিয়াকে বের করার বিরাট স্বপ্ন দেখতেছে।
উপরওয়ালা তা কবুল করুক।
১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
উপরওয়ালাই রিজিকের মালিক; আপাতত লালঘরের ভাত বেগম জিয়ার জন্য বরাদ্দ করা আছে।
৪| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০০
পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় ,
দুটি কথা বলবো, প্রথমত - আপনার আজকের পোষ্টটি নিয়ে আমি অনেকটা কনফিউজ। তবে খুশিও হলাম রাজনৈতিক পক্ষপাতহীন পরিচয় দেখে।
দ্বিতীয়ত - আমার ক্ষুদ্র বুদ্ধিতে আওয়ামীলীগের পরামর্শে না দেখে প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরীন বিষয়ে অহেতুক নাক গলানোর মত পরিস্থিতি বা বিতর্ক হতে পারে ভেবে নয়াদিল্লী যদি কাউন্সিলরকে ভারতে প্রবেশের অনুমতি না দেয় তাহলে সেটা সৌজন্য দেখানো হল নয়কি। আমি খবরটি দেখিনি, তবে আপনার পোষ্ট পড়ে মনে হল আগাম ঝঞ্জাট এড়িয়ে ভারত বুদ্ধিমানের কাজই করেছে।
শুভেচ্ছা নিরন্তর ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৯
চাঁদগাজী বলেছেন:
এসব ব্যাপার উপস্হিত না থাকলে বুঝা মুশকিল; কারণ, বিএনপি'তে সবাই রাজনৈতিক অভিনেতা ও ষড়যন্ত্রকারী।
আমার মনে হয়, লর্ডের ভিসা ও ইন্টারভিউ'এ ভ্রমনের কারণ মিলেনি; এতে উনাকে হয়তো টুরিষ্ট হিসেবে ভ্রমণের জন্য বলা হয়েছিল ইমিগ্রশনে, যা উনার পোষায়নি; এটা আমার অনুমান। এয়ারপোর্ট থেকে ভারত কোন অবস্হায় ১ জন লর্ডকে ফেরত দেবে না; উহা লর্ড নিজেই করেছেন "ফি"এর জন্য; এটা আমার অনুমান।
৫| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:১৪
স্রাঞ্জি সে বলেছেন: যাক বাবা, আপাতত লালভাত খেয়েও হলেও অভিনেত্রী হওয়ার পারফরমেন্স রাখুক।
জাতিকে দেখাতে হবে।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
জাতির রাজনীতির লেভেল পিগমীদের লেভেলে পৌঁছেছে; বেগম জিয়া ও মিলিটারী মিলে জাতিকে অজাতিতে পরিণত করেছে।
৬| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশে কি উকিল মোক্তারের আকাল পড়েছে যে বিদেশে থেকে লর্ড ফর্ড ধরে আনতে হবে।
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
বিএনপি হলো আগাছার বাগান
৭| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৪
রাজীব নুর বলেছেন: বিএনপির এই দুর্দিনে আজ কোথায়- ফালু, হারিস?
১২ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
ফালু আওয়ামীদের বাড়ীতে দাওয়াত খাচ্ছে; হারিস চৌধূরী নেতার দেশে, লন্ডনে
৮| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৩
হাসান কালবৈশাখী বলেছেন:
কিছুদিন আগে দেখেছিলা।
বাংলাদেশ মোটামোটি খোলামেলা ভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল।
বাংলাদেশ এখন আর নিজেদের মাটিতে ভারতবিরোধী (উল্ফা আইএসআই) কর্মকান্ড চালাতে দিচ্ছে না।
বাংলাদেশও আশা করে ভারতও নিজেদের মাটিতে কোন বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড প্রশ্রয় দিবে না।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেবের আগরতলা মামলায়, টমাস উইলিয়ামস নামে এক বৃটিশ আইনবিদ পাকিস্তানে এসেছিলো।
৯| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০
লায়নহার্ট বলেছেন: {তাহলে বুঝার চেষ্টা করুন, আওয়ামীলীগের কেমন ক্ষমতা আর দেশবাসী তাদের নিয়ে কি পরিমাণ আতঙ্কে থাকে}
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২৭
চাঁদগাজী বলেছেন:
ছাত্ররা পড়ালেখার নাম দিয়ে পালাচ্ছে, তরুণরা চাকুরীর নাম দিয়ে পালাচ্ছে, মেয়র খোকা রোগের নাম দিয়ে পালাচ্ছে; সবাই এই সরকার থেকে কিছুটা দুরে থাকতে চায়।
১০| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩২
রাকু হাসান বলেছেন: জানতাম না এটা ,জানলাম শ্রদ্ধেয় স্যার । ইদানিং সরকার বেশ কিছু সাহস দেখাচ্ছে ,হিতে বিপরীত না হলেই হয় ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা বুলডজারের মত সামনে যাচ্ছে; উনার ভয় ডর আছে বলে মনে হয় না; অবশ্য উদ্দেশ্যও কিছু নেই!
১১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৬
সিগন্যাস বলেছেন: রাজনীতি বুঝিনা । তবে ভারত ভালোই এগোচ্ছে । জাতিসংঘের স্থায়ী সদস্য হতে চলেছে ভারত । চীনের সাথে ক্রমশ সম্পর্ক উন্নয়ন হচ্ছে ।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
পুরো ভারত খুঁজলে বেগম জিয়া, শেখ হাসিনা, রওশন, সাজেদা চৌধূরীর মত লোকদের ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর পদেও পাবেন না।
১২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২
হাসান কালবৈশাখী বলেছেন:
বিএনপির জন্য কান্নাকাটি করতে আবার ভারত যাওয়া লাগে নাকি?
টেলিভিশন ও স্যাটেলাইটের যুগে যে কোন দেশের শহরেই করা যায়।
সবচেয়ে বেষ্ট স্থান ছিল সৌদিয়ারব বা করাচি।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি চাচ্ছে "নাটক সাজাতে"; মৃত জিয়ার বউ নিয়ে কার মাথা ব্যথা; যতদিন দরকার ছিলো "ঢাল" হিসেবে সামনে রেখেছে, এখন সেটা নিয়ে কান্নাকাটি করছে, যদি বজ্রপাতে বক মরে!
১৩| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩২
সূচরিতা সেন বলেছেন: সুন্দর উপস্থাপন করেছেন ভাইয়া।
১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
সংবাদ পড়ে, উহাকে বুঝার চেষ্টা করছি।
১৪| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:২৬
অনল চৌধুরী বলেছেন: শেখ সাহেবের আগরতলা মামলায়, টমাস উইলিয়ামস নামে এক বৃটিশ আইনবিদ পাকিস্তানে এসেছিলো। কার সাথে একটা খুনী-চুন্নির তুলনা করছেন?তখন এই অঞ্চল উপনিবেশ ছিলো কিন্ত এখন স্বাধীন।অার বাংলাদেশের আভ্যন্তরিণ বিষয় নিয়ে ইংরেজ পাউন্ডখোর উকিল ভারত গেল কি উদ্দেশ্যে?বাংলাদেশের কেউ কি বিশ্বের দেশে দেশে ইংল্যান্ডের এখন পর্যন্ত চালিয়ে যাওয়া ষড়যন্ত্র,গণহত্যা,লুটপাট নিয়ে কথা বলার জন্য অন্যদেশে যায়?
ভারত-রাশিয়া সবাই সরকারের পক্ষে।
সুতরাং ট্রাম্প অার ঢাকার অাফ্রিকান-এ্যামেরিকান কুটনীতিক কিছুই করতে পারবে না।
১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৬
চাঁদগাজী বলেছেন:
খবর পেলাম ঐ লর্ড নাকি লন্ডনের পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের লবিষ্ট! উহা কি করে ভিসা পাবে?
ভারতে, ভিসার দরকাস্ত ও ইন্টারভিউ'এর কথায় মিলেনি নাকি! আবার বাংলাদেশের থেকেও নজরে রাখা হয়েছিলো।
১৫| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ২:৩০
অনল চৌধুরী বলেছেন: পুরো ভারত খুঁজলে বেগম জিয়া, শেখ হাসিনা, রওশন, সাজেদা চৌধূরীর মত লোকদের ইউনিয়নের ওয়ার্ড কাউন্সিলর পদেও পাবেন না। মায়াবতী,বাবরি দেবী অার জয়ললিতার নাম শুনেছেন?
তিনজনই তিন ভারতের তিন রাজ্যের সাবেক মূখ্যমন্ত্রী।
এদের অবস্হা প্রায় খালেদার মতোই।
দুইজন অাবার তার মতোই দুর্নীতির দায়ে জেল খেটেছে।
১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০১
চাঁদগাজী বলেছেন:
ভারতে তো মমতাও আছে; ওদেরকে রাজনীতি করে আসতে হয়েছে। বাংলাদেশে শেখ সাহেবকে হত্যা করায় বেগম জিয়া, রওশন, মওশন, কে ক্ষমতায় আসেনি?
১৬| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৮
সচেতনহ্যাপী বলেছেন: একমাত্র মেয়ের বিয়ে দিয়ে এসে দেড়মাস অসুস্থথ ছিলাম।।
আপনি ভাল তো??
১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০৩
চাঁদগাজী বলেছেন:
সব সময় ভাবছিলাম আপনার কথা; ভাবছিাম, একটা পোষ্ট দেবো; আবার ভাবলাম, নিশ্চয় বাংলাদেশে।
এখন শীর ভালো?
যাক, বিয়ে ইত্যাদি ঠিক মতো সেরেছেন তো?
১৭| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১১
সচেতনহ্যাপী বলেছেন: এখন একটু ভাল।। কৈ আপনার কথাতো বললেন না??
১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আমি ভালো আছি ধন্যবাদ; চোখের সমস্যা দেখা দিয়েছে, এখনো ভালো হইনি; চিকিৎসা চলছে; আশাকরি ভালো হয়ে যাবো।
দেশে সময় কেমন কাটলো?
১৮| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৭
সচেতনহ্যাপী বলেছেন: মেয়ের বিয়ের ব্যাস্ততায়।।কামনা করি চোখ ভাল হোক।। অবশ্য আমারও এক চোখে ছানি পড়েছে।।
১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
আশাকরি, শীঘ্রই পুরোপুরি ভালো হয়ে যাবেন; ব্লগে আসিয়েন, লিখিয়েন, মন ভালো থাকবে।
১৯| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৩
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
ঢাকার ঝানু উকিল নোয়াখালী জেলা কোর্টে গিয়ে হিমশিম খায় স্থানীয় উকিলের সহযোগিতা নিতে হয় ! আর তিনি লন্ডনের উকিল !!! প্রসঙ্গত বলতে চাই ঢাকায় ব্যাস কয়েকটি চাঞ্চল্যকর মামলায় “ইন্টারপোল ও এফ বি আই” এসে গিয়েছেন তারা মালিবাগ সি আই ডি অফিস আর হেড কোয়ার্টারে উদরপূর্তি কাজটি ছাড়া আর কিছুই করতে পারেন নি - আজ পর্যন্ত তাদের রিপোর্ট তারা দাখিল করতে পারেন নি, ঢাকার গুলিস্তান সম্পর্কে পুলিশের সাধারণ কন্সটেবল যতোটুকু ধারণা রাখে ইন্টারপোল ও এফ বি আই এর পক্ষে কিভাবে সম্ভব !!!
লন্ডনের উকিলকে ঢাকায় আসতে দিলে ভালো হতো কেনো না লন্ডনের ক্ষ্যাতিমান উকিল ঢাকায় আসলে ঢাকার কোর্টরুমে তার ঘাম ছুটে যেতো শুধু যখন শুনতো তার “কেস নম্বর ১৫২”!!!!!! কবে এই কেস মাননীয় বিচারকের টেবিলে উঠবে !!!!!!
১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
লর্ড ঢাকায় এলে, বিএনপি'র হাজারখানেক আইনজীবি উনাকে বুদ্ধি দেয়ার চেষ্টা করতো; লর্ড বাবার নাম ভুলে ঢাকা থেকে পায়ে হেঁটে ল্ডন রওয়ানা দিতো।
২০| ১৩ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: মন ভাল থাকে না।। সব মনে হয় "ভেঁপুর আওয়াজ)
কিছু মনে করবেন না।।
১৩ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৮
চাঁদগাজী বলেছেন:
ব্লগের ভালো দিক হলো, বাংলাদেশের কিছু ভালো মানুষের সাথে সময় কাটানো
২১| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ফালু আওয়ামীদের বাড়ীতে দাওয়াত খাচ্ছে; হারিস চৌধূরী নেতার দেশে, লন্ডনে
এই হারিস একসময় আমাদের বাড়িতে ভাড়া থাকতো। ঘর ভাড়ার টাকাও দিতে পারতো না।
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩০
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়ার শাসনের শেষদিকে হারিস চৌধুরী ২৫ কোটী টাকা মুল্যের সরকারী সম্পত্তি কিনেছিল ৫ কোটী টাকায়; এজন্য সবার দরকার ছিলো বেগম জিয়ার সার্ভিস।
২২| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫
টারজান০০০০৭ বলেছেন:
আমি বুঝিনা , দেশি ঠাকুররা কিছু করিতে পারিতেছে না নাকি যে বিদেশী কুকুর আনিতে হইবে ? আইন ও বিচার বিভাগ নিয়ন্ত্রণের নাটাই যেখানে সরকারের হাতে তখন দেশি ঠাকুর বা বিদেশী কুকুরই বা কি করিবে ?
এই আবালীয় কামের বুদ্ধি কোন ঢেকি দিয়াছে !!!
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৭
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'তে রাজনীতির চর্চা কখনো ছিলো না; মিলিটারী দেশের ঘটনাপ্রবাহকে কাজে লাগিয়ে দেশ চালায়েছিলো; শেখ হাসিনা সেগুলো আপাতত কন্ট্রোল করছে। সিভিলিয়ান অভিনেতারা আওয়ামীদের সাথে পেরে উঠবে না; তাদেরকে অপেক্ষা করতে হবে, আবার কখন মিলিটারী ক্ষমতা নেয়।
২৩| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯
নতুন বাঙ্গাল বলেছেন: এটা সত্যি একটি অবিশ্বাস্য ঘটনা, শেখ হাসিনার ভারতিয় লবিং এতটা স্ট্রং তা কখনও ভাবিনি।নির্বাচনের বছর রাজনিতির মাঠে এই ঘটনা আওয়ামি লিগ কে সুবিধা দিবে নি:সন্দেহে। এই বিষয়টি এই ঘটনার পরেও যদি কোন পাগল ভাবে ভারত আগামি নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে চায়, বা আওয়ামী লীগকে নামাতে চায়, তার জন্য পাগলা গারদও হারাম। অথচ বিএনপির খসরু, হুমায়ুন রা এখনও ভারতে বসে কান্নাকাটি করছে।
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৫
চাঁদগাজী বলেছেন:
ভারত বেগম জিয়া ও জামাতকে পাকীদের চেয়েও বেশী ভয় করে।
২৪| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮
সিগন্যাস বলেছেন: আহা ভারত যদি এখন বাংলাদেশ আক্রমণ করে তবে তো কিছু করার থাকবেনা । বাংলাদেশের তো কোন এলাই নাই
১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ কি কোন কারনে ভুটান, নেপাল বা ভারত আক্রমণ করবে?
তা'হলে, ভারত কেন বাংলাদেশ আক্রমণ করবে?
২৫| ১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
নীলপরি বলেছেন: ঠিকই । রাজনীতি এতো জটিল যে বাইরে থেকে বোঝা দায় । অনুমানই সম্ভব ।
১৩ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
চাঁদগাজী বলেছেন:
বিএনপি কোনদিন রাজনীতি করার কথা ভাবেনি, তাদের ভরসা কেন্টনমেন্ট; এখন আওয়ামী লীগ ওদের লেভেলে যাচ্ছে।
২৬| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: ভারত এবং শেখ হাসিনার সম্পর্ক যে কতটা অটুট তাই আরেকবার প্রমান হল। শেখ হাসিনা ভারতকে উজাড় করে দিয়েছেন, প্রতিদানে এইটুকু তো আশা করতে পারেন।
১৩ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ভারতকে কিছু দেয়নি, দেয়ার মতো কিছু নেই; আমরা ভারতের বাজার; আমরা চাইলে ইউরোপের বাজার হতে পারবো না, আমাদের সেই অর্থনীতি নেই।
এরশাদ, শেখ হাসিনা ও বেগম জিয়া হচ্ছেন জাতির প্রতি জেনারেল জিয়ার উপহার
২৭| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বাংলাদেশ হচ্ছে ভারতের একটি অন্যতম খোলা বাজার যেখানে “টিভি চ্যানেল, চাল, ডাল, গম, পেয়াঁজ, রশুন, আদা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, সহ সকল প্রকার গরম মসলা ইত্যাদি আর কাপড়ের মধ্যে শাল, চাদর, শাড়ী, থ্রিপিস সহ প্রসাধনী সামগ্রী, এছাড়াও আছে শত শহস্র পণ্য সহ মটর সাইকেল ও ট্রাক, গাড়ী’র খোলা বাজার তথা বাংলাদেশ নামক বদ্বীপ যার দুই দুই টি প্রকান্ড সমুদ্র বন্দর সহ পায়রা বন্দর থাকা সত্তেও ভারত নির্ভর বাজারকৃত দেশ- ভারত কি পাগল !!! উম্মাদ !!! যে বাংলাদেশের মতো সুন্দর সাজানো বাজার আক্রমণ করে বিক্রি বাট্টা নষ্ট করবে ??? !!!
ভারতকে বৃটিশ দুইশত বছর শাসণ করেছে তারপরও ভারতের সাথে বৃটিশের সম্পর্ক কতোটুকু গভীর তা বলা বাহুল্য, আর পাকিস্তান পরিস্থিতি আজকে যা তার মুল নায়ক ভারত !!!
১৩ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৩
চাঁদগাজী বলেছেন:
পাকিস্তানীরা সামরিক জাতি, ওরা বুটের লাথি না খেলে সঠিক থাকে না।
২৮| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: উনি হয়তো ভেবেছিলেন, ইন্ডিয়াতে এখনো লর্ড/রবার্ট ক্লাইভরা আছেন। সাথে আছে মীর জাফর আলী খান। কিন্তু তিনি তো আর জানেন না যে, এটা ভারত। ওটা বাংলাদেশে। সেটা পাকিস্তান।
১৪ ই জুলাই, ২০১৮ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
লোকটার ইতিহাস ভালো নয়; আসলে, সে লবিষ্ট
২৯| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ১:৫২
ডঃ এম এ আলী বলেছেন: আওয়ামীদের থেকে মনে হয় বিএনপির হাতই বেশী লম্বা , আওয়ামীরা বিএনপির মত কোন লর্ড , ফর্ড বা কংগ্রেসমেনদেরকে নাকে দরি বেধে এখনো ঘুরাতে পারে নাই । যাহোক, এয়ারপোর্ট হতে লর্ড মহাসয়ের ফিরে যাওয়ার পিছনে আপনার ভাবনাকে
একেবারে উড়িয়ে দেয়া যায়না ।
১৪ ই জুলাই, ২০১৮ রাত ২:১৫
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র জন্ম হয়েছে শেখ হত্যার মাধ্যমে; তারপর ষড়যন্ত্র করে ২০০৬ সাল অবধি চলে গেছে; এখন আওয়ামীরা রাজনীতি ভুলে বিএনপি হচ্ছে।
আপনি কেমন আছেন?
৩০| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ২:৪২
ডঃ এম এ আলী বলেছেন: আমার শেষ পোষ্টে করা আপনার মন্তব্যের প্রতিউত্তরটা দেখে আসতে পারেন ।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
দেখেছি, ধন্যবাদ
৩১| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৪
অনল চৌধুরী বলেছেন: বিএনপি'তে রাজনীতির চর্চা কখনো ছিলো না; মিলিটারী দেশের ঘটনাপ্রবাহকে কাজে লাগিয়ে দেশ চালায়েছিলোকোন দলে গণতন্ত্র অাছে?শুধু নামেই অালাদা,কাজে সব এক।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ এক সময় গণতান্ত্রিক দল ছিলো; তারা বিএনপি'কে থামাতে গিয়ে নিজেরাও ২য় বিএনপি'তে পরিণত হয়েছে।
৩২| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:১৮
অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশের বেশীরভাগ চিকিৎসক নামধারী ডাকাতদের কারণে কলকাতা-চেন্নাইয়ের হাসপাতালগুলি বাংলাদেশী রোগীতে ভর্তি।ভারত কি এদেশের চিকিৎসকদের অপ-চিকিৎসা করতে বলেছে?
ভারতের টিভি চ্যানেল না দেখলে কি হয়?
ভারত তো প্রায় এদেশের কোন চ্যানেলই দেখতে দেয়না গত ২৭ বছর ধরে।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
১৯৮০ সাল থেকে আমি ভারতের মুভি দেখি না, কিছু কিনি না
৩৩| ১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০২
অক্পটে বলেছেন: আপনি বলছেন ভারতকে হাসিনা কিছু দেয়নি, হাসিনা বলছে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে।
১৪ ই জুলাই, ২০১৮ ভোর ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
ভারতকে দেয়ার মতো কোন কিছু বাংলাদেশের নেই; বাংলাদেশ ভারতের বাজার; ১৮ কোটীর ভারত বিদ্বেষী বাংগালীর ভেতর শেখ হাসিনার নামও আছে।
৩৪| ১৪ ই জুলাই, ২০১৮ সকাল ৭:৪৭
অক্পটে বলেছেন: ভারত বিদ্বেষী হওয়ার যথেষ্ট কারণও আছে। ওরা একটা বাঙ্গালীরও ভাল চায়না, দেখতেই পারেনা দু চোখে। শুধু হাসিনাকে ভালবাসে অন্য কারণে। ২৬ বছর ধরে ওদের সাথে আমার চলাফেরা উঠা বসা। যেমনই হোক যতটুকুই হোক বাংলাদেশের কোন ভালো খবর ওদের খুব পিড়া দেয়।
১৪ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯
চাঁদগাজী বলেছেন:
ওরা জন্ম থেকে জানে যে, পাকিস্তানীরা ও বাংগালীরা তাদের পছন্দ করে না; সম্পর্ক সব সময় দ্বিপাক্ষিক। ভারত অনেক বড় দেশ, অনেক জাতি; আবার ভারতের বেশর ভাগ জাতি ঠিক বাংগালীদের মতো নিষ্ঠুর; ওরা জাপানী কিংবা নরওয়ের বাসিন্দা নন।
৩৫| ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: ।"অক্পটে বলেছেন: ভারত বিদ্বেষী হওয়ার যথেষ্ট কারণও আছে। ওরা একটা বাঙ্গালীরও ভাল চায়না, দেখতেই পারেনা দু চোখে। শুধু হাসিনাকে ভালবাসে অন্য কারণে। ২৬ বছর ধরে ওদের সাথে আমার চলাফেরা উঠা বসা। যেমনই হোক যতটুকুই হোক বাংলাদেশের কোন ভালো খবর ওদের খুব পিড়া দেয়।"
অকপটে, আমার ক্ষেত্রে এই অভিজ্ঞতা পাকিস্তানীদের জন্যেও প্রযোজ্য। তবে পাকিদের বিষয়টা না হয় বোধগম্য কারন পরাজয়ের গ্লানি এর সাথে জড়িত। ভারতীয়দেরটা খুবই কষ্টদায়ক। বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা স্বেচ্ছায় ভাল থাকার আশায় ভারতে চলে গিয়েছে তাদের দেশত্যাগকেও রং চড়িয়ে সংখ্যালঘু নির্যাতন হিসেবে প্রচার করে। আরে সংখ্যালঘু নির্যাতন যদি এতই বেশী হবে তবে কি করে বাংলাদেশ ভারতের ৫ম রেমিটেন্স দেশে পরিনত হল?
১৪ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫৪
চাঁদগাজী বলেছেন:
ভারত প্ল্যান করেই বাংলাদেশ থেকে রেমিটেন্স আয় করছে; বাংলাদেশ ওদের বাজার; তাছাড়া এখন ওরা জয়েন্ট ভেন্চারে টাকা খাটাচ্ছে, যেখানে টাকার বিপরিতে জনবল পাঠাচ্ছে। বাংলাদেশ থেকে কিভাবে মানুষ গিয়ে ওখানে কাজ করবে?
সামান্য কিছু বাংগালী ভারতে কাজ করেন; ওদের রেমিটেন্স আসে কাঁটাতারের উপর দিয়ে মই লাগায়ে।
৩৬| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৪০
অনল চৌধুরী বলেছেন: পশ্চিমবঙ্গের লোকজনের মধ্যে ঘটির চেয়ে বাঙ্গালই এখন বেশী মনে হয়।ভালো খারাপ-দুইরকমই আছে।তবে ভারত নামের অাজব রাষ্ট্রটাই টিকে আছে মুসলিম বিরোধিতার উপর ভিত্তি করে।
পশ্চিমবঙ্গ,বিহার,উড়িষ্যা,তামিলনাড়ু,কেরালা,কর্ণাটক,গুজরাট অার পান্জাবের মানুষ একে অন্যের ভাষা না বুঝলেও শুধু বোধঝে মুসলিম বিরোধিতা।ওরা চায়না বিন কাসিম,খিলজী,ঘোর,বাবর,অাকবর অাবার ভারতে শাসন করুক।
এজন্যই ইউরোপের মতো একাধিক স্বাধীন রাষ্ট্র সৃষ্টি না করে ছাগলগুলি ধর্মের ভিত্তি ইসরাইলের চেয়েও বড় সাম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি করেছে।
১৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১৬
চাঁদগাজী বলেছেন:
ঐতিহাসিকভাবে, ভারত হিন্দুদের ভুমি; মুসলমানেরা আগত।
৩৭| ১৫ ই জুলাই, ২০১৮ রাত ২:৪৩
অনল চৌধুরী বলেছেন: উহা কি করে ভিসা পাবে?সাধু চলিত মিশ্রণ বিরক্তিকর ও অশুদ্ধ।
উহার পরিবর্তে সে বা তিনি ব্যবহার করেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৬
স্রাঞ্জি সে বলেছেন: জানি না আর কত ড্রামাটিক দেখব আবাল রাজনৈতিক দলগুলো থেকে।