নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনাকে এবারের প্রতিবাদে যুক্তদের জন্য এ্যামনেষ্টী ঘোষণা করতে হবে

০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৮



বাচ্চারা ঘরে ফিরেছে, বস্তির টোকাই ছাত্ররা বস্তিতে ফিরেছে, ইউনিভার্সিটির বড় ভাইয়েরা ইউনিভার্সিটিতে ফিরেছে; সরকার জয়ী(?) হয়েছে, সবকিছু আগের মত, ব্যবসা চলছে, শাহজাহান তার বাহিনী নিয়ে উৎসব করছে, সরকারের পতন হয়নি, মির্জা সাহেব বেগম জিয়া সমস্যা নিয়ে বয়স্ত হয়ে যাবেন শীঘ্রই! এখন ছাত্রদের ধরাধরি করলে পুলিশের পকেটে টাকা যাবে, যে ছাত্র কোনভাবে দায়ী নয়, পুলিশ তাকে ধরেও টাকা আয় করবে; শেখ হাসিনা এগুলো জানার ক্থা।

যেহেতু, ধরাধরি করলে পরিবারগুলো সমস্যায় পড়বে, তাদের বাচ্চার জন্য তারা চিন্তিত হবে, হয়রাণী হবে, টাকা হারাবে, আওয়ামী লীগের লোকদের পেছেন দৌঁড়তে হবে; এসব ভেবে টেবে শেখ হাসিনা এ্যামনেষ্টী ঘোষনা করতে পারেন। ২ প্রতিবাদে যখন শেখ হাসিনার পতন হয়নি, ভোটের আগ অবধি উনার পতন হওয়ার সম্ভাবনা নেই।

উনি সাথে শুধু একটি শর্ত জুড়ে দিতে পারেন, স্কুলের ছাত্রদের আশেপাশে যেন জামাত-শিবির ঘোরাফিরা না করে; স্কুলের বাচ্চাদের মাঝে যারা শিবিরে নাম লিখায়েছে, তারা বাড়ীতে থেকে পড়ালেখা করবে, পরীক্ষার সময় পরীক্ষা দেবে স্কুলে এসে; শিশুদের কষুষমুক্ত রাখার জন্য এটা দরকার।

প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের নিয়ে বেশী টানাটানি করলে বিপদ হবে, ওখানে মন্ত্রী শাহজাহানের সাগরেদদের ছেলমেয়েরা আছে, সরকারী চাকুরেদের ছেলেমেয়েরা আছে, ব্যবসায়ীদের ছেলেমেয়েরা আছে; ওরা মাঝেমাঝে চে'গয়েভারার পোষ্টার কিনে, এটুকুই।

বাসের নীচে বাচ্চা মরলে বাচ্চারা রাস্তায় আসা অন্যায় নয়; চাকুরী না থাকলে, চাকুরীর জন্য রাস্তায় আসা অন্যায় নয়; রাস্তায় নামলে কেহ মিলাদ ও নামায পড়ে না মওলানা ভাসানীর মতো; ছেলেপেলে রাস্তায় নামলে পুলিশকে ইট পাথর মারবেই; পুলিশও তাই চায়, টাকা আসে ইট পাথর মারার পর, বাস পোড়ানোর পর।

এসব কিছু হিসেবে নিকেশ করে, শেখ হাসিনা এ্যামনেষ্টী দিলে ভালো হবে; হাজার হলেও এটা রাজতন্ত্র নয়, ইহা মরাধরা রিপাবলিক!

মন্তব্য ৬৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫১

বলেছেন: গুঁজবে কান দেবেন না
ছাত্রলীগ কোন সাংবাদিককে
পিঠায় নাই কুপায় নাই চুমুও দেয় নাই

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


নাগরিকদের চরিত্র গড়ে উঠনি বলে, চরিত্রবান লোক সরকারে নেই; সরকারের চরিত্র নেই দেখে, নাগরিকদের গন্তব্যের ঠিক নেই।

২| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

ফারগুসন বলেছেন: গাজী সাহেবের চিন্তাভাবনায় সমস্যা আছে। আরে ভাই ছাত্রদল ছাত্রলীগ ছাত্রশিবির এদের আলাদা করেন কোন আক্কলে! নাম ছাড়া আর কোনো পার্থক্য আছে এদের মাঝে। বয়স হয়ছেতো, চোখ থেকে চল্লিশ বছর আগের চশমাটা নামিয়ে বর্তমানটা দেখার চেস্টা করেন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


এদের সবার নিজস্ব ইতিহাস আছে; যেটা ছাত্রলীগ, সেটা ছাত্রলীগই আছে; ছাত্রদলকে নাম বদলাতে হয়নি; শিবিরের আসল নাম ইসলামী ছাত্র সংঘ, ইহারা ইতিহাসের বড় ২'টি গণহত্যা করেছে।

৩| ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৫৯

স্রাঞ্জি সে বলেছেন:

গোবরে ফুল ফল বেশি হয়।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২১

চাঁদগাজী বলেছেন:


কোন ফুলের গন্ধ গোবরের মতো নয়।

৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১

প্রশ্নবোধক (?) বলেছেন: ৭১রের মা-জননী কোথায় তোমার মুক্তি সেনার দল????

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৩

চাঁদগাজী বলেছেন:


সময়ের সাথে সব বদলায়ে যায়

৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উনি এক জন নেতা ছিলেন। মজলুম জননেতা।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:


১৯৬৯ সালে, বাংগালীরা উনার সাথে গেলে জাতি লাভবান হতো।

৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: হুম। এটা করলে ভালো ফল আসতো। কিন্তু, তিনি করবেন না। তিনার আশেপাশের মানুষগুলো করতে দেবে না।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:


উনি যদি শাহজাহান, ইনু, মুহিতদের রাখেন আশেপাশে, কোন কাজই সঠিকভাবে শেষ হবে না

৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২২

শাহারিয়ার ইমন বলেছেন: তিনি এই কাজ কখনো করবেন না <

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৪

চাঁদগাজী বলেছেন:


ভুল সিদ্ধান্ত নিতে মাথা ঘামাতে হয় না; উনি যদি, নিজের দায়িত্ব বুঝেন, উনাকে ভাবতে হবে।

৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: চে গুয়েভারা কিননেওয়ালা গুলার ফুটানি ওই মুরগীর খোপের ভেতর! রাস্তায় যারা আন্দোলন করেছে ওরা এদেশে হয় আলোতে ভরে দেবে নয় অন্ধকারে.....


আমি আশাবাদী হতে গিয়ে ভয় পাচ্ছি! প্রবৃদ্ধি চায়নিজরাও করেছে, সমস্যা হল পুরোটাই কপিপেষ্ট...


খ্যাঁক খ্যাঁক খ্যাঁক........

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের আয়ের উৎস, ও শ্রম দেয়ার প্যাটার্ণ বিশ্বের বাকীদের মত নয়; সরকারী চাকুরী পেলে, এই দেশের মানুষ কাজে এসে নিজের কাজ করে; দেশের অর্ধেক মানুষ অন্যদের আয়ের উপর ভাগ বসাতে চায়; আধুনিক বিশ্বে এগুলো গ্রহনযোগ্য নয়।

৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন:


যেমন কুকুর তেমন মুগুর.... বাংগালির মানসিকতাই তাকে শাসিত করে রেখেছে! গনতন্ত্রের মুল্য বেশির ভাগ নাগরিক বুঝে না। তারা ভোট বিক্রি করে টাকা গুনতে ব্যস্ত প্রার্থী বাছাইয়ে নয়! এত আশা করলে চলবে! দেশে তৃনমূল বলে একটা জিনিস আছে। সবাই দেখছি সেটাকে ছেঁটে শুধু ঢাকা নিয়েই পড়ে আছে!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭

চাঁদগাজী বলেছেন:


যে পরিমাণ মানুষকে অশিক্ষিত করে রেখেছেন শেখ সাহেব, তাজুদ্দিন সাহেব, জিয়া, এরশাদ, বেগম জিয়া ও শেখ হাসিনা, মানুষ নিজের নামই লিখতে পারে না, কিসের গণতন্ত্র?

১০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

আলআমিন১২৩ বলেছেন: Amnesty অর্থ রাজক্ষমা।তারমানে আপনার ভাষায় কি শিশুরা অপরাধ করেছে? শেখ হাসিনা কি রাজা? গনতান্ত্রিক রাষ্টের প্রধানমন্ত্রি নয়?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা রাজা বা রাণী নন, এ্যামনেষ্টী একটি প্রচলিত শব্দ, যা বুঝায় যে, কোন ধরণের শাস্তিমুলক পদক্ষেপ থেকে বিরত থাকা

১১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি মনে হয় প্রকারান্তরে বারবার 'বাকশাল'কে মনে করিয়ে দিতে চান...

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনার রাজনৈতিক পোষ্টগুলো পড়ে, উনার বাকশাল প্রীতি নিয়ে আপনাকে চিন্তিত দেখলে আমি নিজেই চিন্তিত হয়ে যাই; উনি, শেখ সাহেবের ২ বড় কীর্তি: ৬ দফা ও বাকশাল'কে মুছে ফেলার জন্য "ডিজিটাল বাংলাদেশ" নামে হাউকাউ কি একটা চালু করেছেন। উনি নিজে বাকশালকে জামাতীদের চেয়েও বেশী ভয় পান; উনি জেনারেল জিয়ার ক্যাপিটেলিজমকে উপরের স্তরে নিয়ে গেছেন।

১২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: 'বাকশাল' না হলেও উনি যেভাবে বিরুদ্ধ মতকে দমন করছেন (যেমন - আজকে ২২ ছাত্র, শহীদুল আলম) সবাই কিন্তু ভালো চোখে দেখছেনা। ভাবছে এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ...

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:


আজকের সব নেতার বুদ্ধিমত্তাকে যোগ করলে, শেখ সাহেবের কাছেও যাবে না; এরা কি কি করে বলে, " এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ... "; উনি দেশ চালনায় "দক্ষ" ছিলেন না; তবে, আজকের লোকদের চেয়ে হাজার গুণে দক্ষ ছিলেন, ও হিংসুক ছিলেন না; আজকের রাজনৈতিক দলগুলোতে, অর্ধেক লোকজন ডাকাত, বাকীরা চোর।

১৩| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০২

ভ্রমরের ডানা বলেছেন:


আবার সরকারদের উপর বিষেদাগার করছেন! ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর! উনি ছাত্র বয়সে দুধ বেচে পড়েছেন। আর আপনি বলছেন সরকারদের কথা। এদেশের জনগন শিক্ষায় উদাসীন, কুশিক্ষায় আগ্রহী! আরো গভীরে জান গাজী সাহেব! এতো আবছা আবছা লেখায় দেশের সমিস্যার মূলে যেতে পারবেন না!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৪

চাঁদগাজী বলেছেন:



১৯৭২ সালে যদি শেখ সাহেব, পরিবার প্রতি ৫ টাকা দিয়ে, সবাইকে স্কুলে পাঠাতেন, আজকে এই দেশ হতো সিংগাপুর।

১৪| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:০৪

কানিজ রিনা বলেছেন: কোটা আন্দলনের ছেলেমেয়েরা সব রাজাকারের
বাচ্চা, সবই বিশ্ববিদ্যালয়ে পড়ে এখন বুঝুন
কত ধানে কত চাউল। আর চাঁপাতী হাতুরী
হাতে যারা ছিল তারা কেউ পড়াশুনা করেনা।
এবার স্কুল কলেজের ছেলেমেয়েরা নিরাপদ
পরিবহন সড়কের দাবী করেছে টাকা সব
খরচ করেছে তারেক জিয়া রোড কাদেরের
সত্য ভাষন। এখন বলুন স্কুল কলেজের ছাত্র
ছাত্রীরাও বিম্পির কথায় রাস্তায় নেমেছিল
তাহলে আমলিগের কেউ কি স্কুল কলেজে
বিশ্ববিদ্যালয়ে পড়েনা? তাহলে তারা কই?

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


সরকারকে হতে হয় সহনশীল; প্রোপাগাণ্ডা জাতির আস্হাকে বিনষ্ট করে; উনি যদি এ্যামনেষ্টী দেন, উনার সামান্য গুণ মানুষের চোখে পড়বে।

১৫| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৪

আলআমিন১২৩ বলেছেন: নিজকে অতিজ্ঞ্যানী অতিচালাক ভাবতে যাবেন না । Amnesty মানে একধরনের ক্ষমা। যদি কেউ অপরাধ করে ও তা প্রমানিত হয় তখন ক্ষমার প্রশ্ন আসে। Amnesty শব্দটি সরিয়ে ফেলুন। নইলে ইতিহাস একসময় ক্ষমা নাও করতে পারে।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি সঠিক, এবার অন্য ব্যবসায় মন দেন।

১৬| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:২২

ভ্রমরের ডানা বলেছেন:



মনে লাড্ডু ফুটা আর পকেটে ৫ টাকা ফুটার মধ্যে তফাৎ আছে! সালটা ১৯৭২ বলে কথা!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:



তখন ফল গাছ রোপন করলে আজকে ফল দিতো, তখন আগাছা লাগায়েছেন বলে, আজকে জংগল হয়েছে।

১৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:


আপনি জানেন তখন দেশের বাজেট কত ছিল? হুদাহুদি কথা বলেন কেন? চোর যারা ছিল তারা কি ভিনদেশি ছিল! সবাই চুরি করতে প্রস্তুত ছিল! ঠগ বাছতে গা উজাড়! এমন সিচুয়েশনে দায়ী করা যায় হাজারবার কিন্তু বাস্তবতা ভিন্ন! আপনি ঘোরের মধ্যে আছেন। প্লিজ ঘুম দেন!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনি জানেন, একা শেখ সাহেবের মুল্য ছিলো "ট্রিলিয়ন ডলার"? উনি জানতেন না, আপনিও উনার মুল্য বুঝতে পারছেন না

১৮| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:০০

রাকু হাসান বলেছেন:



বলার অপেক্ষা রাখে না দুটি আন্দোলন কঠোর হস্তে সামলিয়েছেন । নির্বাচনের আগে পতনের সম্ভবনা দেখছি না । নুয়ে পড়া বিএনপি পারবে বলে মনে হয় না । তবে চেষ্টা করবে ..

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার অন্যতম কাজ পড়ে আছে, বিএনপি'কে অবৈধ ঘোষণা করা।

১৯| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকার এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না। কারন সব গ্যাঞ্জাম ইতিমধ্যেই নস্যাৎ হয়ে গেছে।
সবাইকেই ছেড়ে দিবে। মুল হোতাদের খুজে পাবে না। এরা পরিস্থিতির শিকার। ছেড়ে দেয়াই উচিত।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:


পুলিশ ব্যবসা শুরু করেছে।

২০| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৬

প্রামানিক বলেছেন: দেশ ভালোভাবে চলূক এটাই কামনা করি।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:



রাজনৌতিক দলের নেতারা সবাই ষড়যন্ত্রকারী, এদের থেকে মুক্তি না পেলে দেশ চলবে না

২১| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৫

অনল চৌধুরী বলেছেন: ১৯৬৯ সালে, বাংগালীরা উনার সাথে গেলে জাতি লাভবান হতো। সোহরাওয়ারর্দী চক্র স্বায়ত্বশাসন প্রস্তাবের সাথে বিশ্বাসঘাতকতা করায় মাওলানা ভাষাণী ১৯৫৭ তেই কাগমারী সম্মেলনে সালাম জানিয়ে তার নিজের প্রতিষ্ঠিত দল ত্যাগ করেছিলেন।

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৩:৪৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের বাংগালী ব্যবসায়ীরা, সোহরাওয়ারর্দী ও শেখ সাহেব সবাই চাচ্ছিলেন যে, মওলানা কেটে পড়ুক।

২২| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:২৭

Mohammad Israfil বলেছেন: আওয়ামী লীগ বুঝতে পারবে। তবে এখন না, ভোটের সময়।
আবার নাও বুঝতে পারে, যদি জেলে থাকা এবং মৃত ভোটারদের ভোট তারা নিজেরাই দিয়ে দেয়।
তবে ইতিহাস দেখুন, উত্থান যেমন আছে ঠিক তেমনি পতনও আছে।
ইতিহাসের এর থেকে বাঘা বাঘ শাসকই টিকে থাকতে পারে নি।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


ইতিহাসে একজন প্রাইম মিনিষ্টার কতবার টিকে থাকার কথা? তিনি ৩ বার টিকলেন, ৩৭ বছর একদলের সভাপতি থাকলেন; একজন মানুষের ইতিহাস আর কত লম্বা হতে পারে?

২৩| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: একটা দেশের হাজারো সমস্যা থাকে। কিছু ছোটো বড় আন্দোলনে মাঝে মাঝে দেশ রাজনীতি সরগরম হলেও পরে আবার যাতাই। মাননীয়া প্রধানমন্ত্রী যেভাবে বর্তমান পরিস্থিতি সামাল দিয়েছেন তা ওনার বিচক্ষণতার পরিচয়। এতে রে রে বলে আওয়াজ তোলার কোনও কারন নেই। যে কারনে সবকিছু আবার স্বাভাবিক হয়ে গেছে।

শুভেচ্ছা নিয়েন।

১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:



তিনি অস্বাস্হ্যকর চতুর কৌশল খাটায়ে প্রতিবাদ থামাতে সমর্থ হয়েছেন।
পুলিশেরা নিজেদের আয়ের জন্য অনেক যায়গায় হানা দিবে নিশ্চয়।

২৪| ১০ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৫

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: নোংরা রাজনীতি থেকে মুক্তি পাবার কোন পথ আপনার জানা আছে কি? আমার মনে হয় রাজনৈতিক সিস্টেমটা ই অনেক নোংরা। একজন নেতা এখানে তার দলের চোখ দিয়েই দেখতে বাধ্য। বিপদে আপদে তার দলের ওপর নির্ভর করতে হয়।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:

বেশীর ভাগ বাংগালী রাজনীতি বুঝে না; শেখ হাসিনও রাজনীতি জানেন না, তিনি দল চালনা ও সরকার চালনার কিছু কৌশল আয়ত্ব করেছেন।

সাধারণ বাংগালীরা প্রকৃতি ও সমাজ থেকে সুন্দর জীবন সম্পর্কে ধারণা লাভ করে থাকেন; সেটাকে রাজনীতির অংশ হিসেবে প্রয়োগ করলে, আমরা ভালো থাকতে পারবো।

২৫| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ইহা মরাধরা রিপাবলিক! =p~ =p~

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া দেশটাকে কক্ষ থেকে বিপথে নিয়ে গেছে; পরে, ইডিয়ট এরশাদ, স্নো-পাউডার বেগম, ও লৌহহস্ত বুবু ইহাকে গরুর বাজারে পরিণত করেছে।

২৬| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১০

ভ্রমরের ডানা বলেছেন:



আপনি কি দেশে দীর্ঘস্থায়ী আন্দোলন পছন্দ করছেন?

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


আন্দোলন হলো একটি রাজনৈতিক প্রক্রিয়া, উহাতে সময় লাগতে পারে, কম সময়ে উদ্দেশ্য উপনীত হতে পারে, অসফল হতে পারে; কেহই আগের থেকে কিছু বলতে পারার কথা নয়, কখন কত সময় লাগবে; কারণ, ইহা অনেক "ভেরিয়েলেবলস"এর উপর নির্ভরশীল

২৭| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৩

সনেট কবি বলেছেন: সবাইকে একদিন বিদায় নিতে হয় এটা অমোঘ সত্য। পুলিশি হয়রানি বন্ধ করা অতীব জরুরী।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


পুলিশ বাহিনীর নামটা বদলায়ে রাখার দরকার, "রাষ্ট্রীয় ডাকাত বাহিনী"

২৮| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৬

লায়নহার্ট বলেছেন: {সব ধরনের বিপ্লবেই মানুষের মাঝে কিছু সহজাত প্রতিক্রিয়া সৃষ্টি হয়; তবে একদল মানুষ সেই বিপ্লবের মুখ অন্যদিকে ঘুড়িয়ে দেয়। আন্দোলন থেকেই বিপ্লবের আগুন ছড়ায়, শেখ হাসিনা এবং পুলিশ এসব ভালো করেই জানেন}

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


বেশীর ভাগ বাংগালী প্রতিবাদ, আন্দোলন, বিপ্লবের মাঝে কি পার্থক্য বুঝে বলে মনে হয় না। দেশের মানুষ কিছু চাচ্ছে না, ফলে বিপ্লবের সম্ভাবনা নেই।

২৯| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:০৮

আনখী১৯৯২ বলেছেন: m.somewhereinblog.net/mobile/blog/dimvaji6/30249051#comments

৩০| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

অনল চৌধুরী বলেছেন: ১৯৭২ সালে যদি শেখ সাহেব, পরিবার প্রতি ৫ টাকা দিয়ে, সবাইকে স্কুলে পাঠাতেন, আজকে এই দেশ হতো সিংগাপুর। মনে হয় না।১৯৭২ এ এসএসসি পাসও কম ছিলো অার এখন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের কারণে ঘরে ঘরে এমএ।
কিন্ত অধ:পতন ছাড়া উন্নতি কই?
চীনা,মালয় অার বাঙ্গালীর পার্থক্যটা অবশ্যই জানেন।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


আপনি আধুনিক ফাইন্যান্স ও ইকোনমি বুঝার চেষ্টা করেন, আপনার চিন্তাশক্তি বদলে যাবে। কম সম্পদের জাতির জন্য শিক্ষাই সম্পদ

৩১| ১০ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: ভোর চারটায় ঘুম ভেঙ্গে গেছে।
কি যে কি??
মাথা কাজ করছে না।

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


ভয়ের কিছু নেই, সারাদিনে মিলে আপনি ৭ ঘন্টা ঘুমালে হলো; আমিও ভোর ৪/৫ টায় ঘুম থেকে উঠি।

৩২| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মিথ্যাচার প্রচার করে দেশের বদনাম করলে কি হবে বললেন না তো!!
নাকি ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলনকে সহিংস করে তোলার চেষ্টা করা হয়েছে তা আপনার নজরে পড়েইনি!!?
সে কি চেষ্টা, যেমনটি মরার আগে মানুষ করে বাঁচার চেষ্টা, তেমনি চেষ্টা ছিল দুচারটি লাশ ফেলার!!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:


লাশের রাজনীতি ২০১৫ সালেই কাজ করেনি, ২০০ জনের বেশী মৃত ৪০০ জন পংগু; ফলাফল, বেগম জিয়া ফ্রি লজিং ও ফ্রি খাবার পাচ্ছেন।

৩৩| ১১ ই আগস্ট, ২০১৮ রাত ৩:২৯

অনল চৌধুরী বলেছেন: কম সম্পদের জাতির জন্য শিক্ষাই সম্পদ কোন দ্বিমত নাই।কিন্ত মানুষ নীতিবান না হলে নির্দিষ্ট কিছু ব্যাক্তির উন্নয়ন হবে,যেমন এখনো হচ্ছে।
জাতীয় উন্নয়ন কোনদিনও হবেনা।

১১ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৬

চাঁদগাজী বলেছেন:

কেহ জাতিকে উন্নত করার চেষ্টা করেনি এখনো

৩৪| ১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

অক্পটে বলেছেন: "আওয়ামী লীগের বাংগালী ব্যবসায়ীরা, সোহরাওয়ারর্দী ও শেখ সাহেব সবাই চাচ্ছিলেন যে, মওলানা কেটে পড়ুক।"

অসম্ভব সত্য কথাটি বলেছেন।

মাত্র গতকালই আমরা ক'জন চা খেতে খেতে মাওলানা ভাসানীর আ.লীগ নিয়ে কথা বলছিলাম। তাঁর নিজের গড়া আ.লীগ তার হাতে নেই চলে গেছে চতুরদের হাতে।

১১ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব কম বুদ্ধিমান ছিলেন, মওলানাকে দলে রাখলে ইতিহাস অন্যরকম হতো; উনাকে হয়তো অকালে প্রাণ দিতে হতো না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.