নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা দৈবচক্রে বেঁচে যাওয়ায়, কমপক্ষে, শেখ হত্যার বিচারটা হলো

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৯



এবার কমপক্ষে কেক কাটা হয়ে উঠেনি; পত্রিকায়, কেক হাতে ড: এমাজুদ্দিন সাহেব, ড: খোন্দকার, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, নোমান, আমীর খসরুদের চেহারা দেখতে হয়নি; জন্মদিনের কেক হাতে এসব লোকদের মানায় না; আসলে, বেগম জিয়াকেও আজকাল আর কেক হাতে মানায় না; উনি জেলে থাকাতে ভালো হলো; উনি আজীবন জেলে থাকলে এই বিশ্রী পরিস্হিতি থেকে বাঁচা যাবে।

শেখ হাসিনা দেশ চালানোতে, দেশ যে ভালো চলছে তা নয়; দেশ ভালো চললে, লাখ লাখ তরুণ বেকার থাকার কথা নয়, শাহজাহান মন্ত্রী হওয়ার কথা নয়; তবে, প্রতি শুক্রবারে মসজিদে বোমা পড়ছে না, কমপক্ষে; শিয়া ও আহমেদিয়াদের দেশ ছেড়ে পালাতে হচ্ছে না; কিছু হিন্দু এখনো আছে দেশে; ইলেকশানের প্রার্থীসহ ৫০/৬০ জন ভোটার একত্রে মরছে না। আমাদেরকে বাংগালীদের ক্যু'এর পিতা জেনারেল জিয়ার জন্মদিন পালন করতে হচ্ছে না; ফ্রিডোম পার্টির কোন অফিস নেই দেশে; কমপক্ষে ১টা পার্টি কমেছে।

শেখ হাসিনা বেঁচে না থাকলে, এই আওয়ামী লীগ জীবনেও শেখ সাহেবের হত্যার বিচার চাইতো না; শেখ সাহেবের হত্যার বিচার চায়নি এই রকম ৪/৫ কোটী বিশ্রী লোকজন এখনো দেশে আছে; কিন্তু লাঠি দেখে চুপ মেরে আছে; শেখ হাসিনা না থাকলে ওরা লাঠি নিয়ে এই বিচারের বিরুদ্ধে রাস্তায় নামতো।

দেশে এখনো বিচার বলতে তেমন কিছু নেই: গরীবের মেয়ে তনু হত্যার বিচার হয়নি, সাগর-রুণির বিচার হয়নি; তবে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহের হত্যার বিচার না হলে, জাতিকে পাকীদের চেয়ে খারাপ জাতি মনে হতো।

জেনারেল জিয়া হত্যার বিচার চাহেননি বেগম জিয়া; মনে হয়, হত্যায় উনার হাত থাকতে পারে; তবে, জেনারেলের মৃত্যুতে বেগম জিয়া অশেষ খুশী হয়েছেন। জেনারেল জিয়া পাশ করায়েছিলো যে, শেখ হত্যার বিচার করা যাবেনা; শেষে, শেখেরটার বিচার ঠিকই হলো, বেচারার মৃত্যুর বিচারই হলো না।

শেখ হাসিনা না থাকলে, দেশ আল-কায়েদা ও উলফার রাজধানী হয়ে যেতো; ভারত ও বার্মা মাঝে মাঝে বাংলাদেশ আক্রমণ করতো মনে হয়। অবশ্য সেনাবাহিনী আরো অনেক বড় হতো, সীমান্তে বাড়ীগুলোতে মেসিনগান থাকতো, হয়তো।

দেশে জেনারেল জিয়ার মৃত্যুদিবস পালন করলে ভালো হতো, লোকজনের শিক্ষা হতো, মানুষ মারলে কিভাবে মরতে হয়; এতে ভিক্ষুকেরাও অবশ্য একদিন কিছুটা মাংস খাওয়ার সুযোগ পেতো। জেনারেল জিয়ার মৃত্যুর দিনকে জাতীয় শোক দিবস হিসেবে পালন না করায় অবশ্য এখন অনেকের মন খারাপ হচ্ছে!

মন্তব্য ৭৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১০

বিজন রয় বলেছেন: অন্য কেউ করতো না?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:


না, উনি বেঁচে না থাকলে, উনার বোনও বিচার করতো না, মনে হয়!

২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বিজন রয় বলেছেন: রাজাকারদের বিচারও তিনিই করেছেন।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


রাজাকারেরা বেগম জিয়াকে মা ডাকে

৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৮

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: শেখ হাসিনা না থাকলে, দেশ আল-কায়েদা ও উলফার রাজধানী হয়ে যেতো; ভারত ও বার্মা মাঝে মাঝে বাংলাদেশ আক্রমণ করতো মনে হয়। অবশ্য সেনাবাহিনী আরো অনেক বড় হতো, সীমান্তে বাড়ীগুলোতে মেসিনগান থাকতো, হয়তো। এ কথার সাথে আমি একমত না। বিএনপি ও তার আমলে জঙ্গিবাদ দমনে বিশেষ ভূমিকা পালন করেছে। আর বাংলাদেশের প্রকৃতি জঙ্গিবাদ বিস্তারের বিরোধী। এ দেশের আলেম-ওলামাদের যথেষ্ট ভূমিকা আছে জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:

গোলাম আজম, মুফতি হান্নান, এরা জংগিবাদ দমন করেছেন, থাকলে আপনাকেও দমন করতেন।

৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

বিজন রয় বলেছেন: বিএনপি ক্ষমতায় এলে আমরা জাতীয় শোকদিবস ও তারেকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর একটি করে পাবো!!

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


তা' ভালো হবে, গরীবেরা একদিন খিঁচুড়ি খেতে পারবে

৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

জোবাইর বলেছেন: শেখ হাসিনা না থাকলে মুজিব হত্যার বিচার কোনদিন হতো না। —একমত।
শেখ হাসিনাও দোষে-গুণে মানুষ, রাস্ট্র পরিচালনায় তাঁরও ভুল-ত্রুটি আছে। তারপরেও এই মুহুর্তে বাংলাদেশের জন্য শেখ হাসিনার বিকল্প নেই। অন্যদের হাতে ক্ষমতা গেলে দেশের অবস্থা আরো খারাপ হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে ছাত্র, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী মানুষ আন্দোলন করেছে তাদের দাবী-দাওয়া আদায়ের জন্যে, সরকার পরিবর্তনের জন্যে নয়। আম জনতা কিছু কিছু ব্যাপারে নাখোশ, তবে ভালো-মন্দ যাচাই করে এখনো মনে করে শেখ হাসিনাকে আরো কিছুদিন সময় দেওয়া যায়।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



৩৭ বছর আওয়ামী লীগের সভাপতি, ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধীদলীয় নেত্রী; যোগ করলে অবদান খুবই কম।

৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

শাহিন-৯৯ বলেছেন:



ইনু মন্ত্রী, জাসদ এখনো রাজনীতি করে তাহলে কিভাবে তিনি বিচার করলেন, মাঠের কয়েকজন কর্মীর বিচার করলেই বিচার হল। পরিস্থিতি অনুকুলে আনা ইনু গংদের বিচার কেন হচ্ছে না।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:


ইনু পিনুদের বিচার করতে গেলে, উনার দল ছোট হয়ে যাবে।

৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

শাহিন-৯৯ বলেছেন:




খোন্দকারের শপথ অনুষ্টানের ছবি। আপনার কাছে জিয়া ভিলেন কিন্তু খালেদ, শফিউল্লাহ নায়ক হল কিভাবে?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমার কাছে জিয়া ভিলেন নন; উনি জাতির কাছে ক্রিমিনাল। শেখ সাহেবকে মিলিটারীর কেহই পছন্দ করতো না, ওদের নেতা ছিলো আইয়ুব খান।

৮| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯

জাহিদ অনিক বলেছেন: আমাদের সকলের "অসমাপ্ত আত্মজীবনী" বইটা একবার পড়া উচিত।
শেখ মুজিব কতটা উদার ছিলেন-- কতটা ভাগ্য ভালো হলে এরকম একজন নেতা একটা দেশে জন্মায় সেটা ভাবাও যায় না।
যদিও এখন আর কেহ তার আদর্শের ধারে কাছেও নাই।
১৯২০ সালে শেখ সাহেবের জন্ম না হলে ২০২০ সালেও বাংলাদেশ স্বাধীন হত কিনা সন্দেহ আছে।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাও শেখ সাহেবর ৬ দফা, কিংবা বাকশাল অনুসরণ করেননি; শেখ হাসিনা হচ্ছেন," জিয়ার গলাকাটা ক্যাপিটেলিজমের অনুসারী"।

৯| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

শাহিন-৯৯ বলেছেন: বঙ্গবন্ধু হত্যা মামলার জবানবন্দি থেকে।

প্রথম আলোর এই লেখাটা উপর আপনার একটা ব্যাখামূলক লেখা চাচ্ছি।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


আচ্ছা, আমি পড়ার পর জানাবো।

শেখ সাহবের মৃর‌্যুর বিচার করা যাবে না, সেটা পাশ হয়েছিলো বিএনপি'র পার্লামেন্টে, সেটা জানেন তো?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



প্রথম আলোতে মালোতে বরাবরই ইডিয়টরা লিখে, ওরা লিখে ২/৪ পয়সা কামাতে; বেশীর ভাগ লেখা গার্বেজ

১০| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

শাহিন-৯৯ বলেছেন:




শেখ সাহেবকে মিলিটারীর কেহই পছন্দ করতো না, ওদের নেতা ছিলো আইয়ুব খান।
একমাত্র কাদের সিদ্দিকী ছাড়া বীরউত্তম ও বীরশ্রেষ্ট উপাধি সবতো বাহিনীর লোকদের দিয়েছিলেন তিনি। মুক্তিযুদ্ধে এসব আইয়ুব শিষ্যদের অবদান বিষয়ে আপনার মত কি?

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


পুর্ব পাকিস্তানে থাকা, ও ২৫ শে মার্চে আক্রান্ত হওয়া সৈনিকেরা স্বাধীনতাযুদ্ধ শুরু করেছিলেন; তাদের মাঝে অফিসারেরা শেখ সাহেব নিয়ে মাথা ঘামাতো না, দরিদ্র সৈনিকেরা শেখ সাহেবকে মানতেন, ভালোবাসতেন।

১১| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

শাহিন-৯৯ বলেছেন:



বঙ্গবন্ধুর খুনিদের রেহাই দেওয়ার জন্য দায়মুক্তি (ইনডেমনিটি) অধ্যাদেশ জারি করে খন্দকার মোশতাক সরকার।
বঙ্গবন্ধুর পাশের লোক। জিয়ার ঐ সিধান্ত বিএপির অনেক সমর্থক পছন্দ করে না।

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


সকল প্রকার প্রেসিডেন্ট অর্ডিন্যান্স একদিন পার্লামেন্টে পাশ করাতে হয়; উহা পাশ করানো হয়েছিলো বিএনপি'র পার্লামেন্টে

১২| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

আরণ্যক রাখাল বলেছেন: শেখ হাসিনা না থাকলে থাকত খালেদা কিংবা সামরিক শাসন। রেজি'র দলের জন্ম ক্যান্টনমেন্ট হতে আর সামরিক শাসকেরা তো একই মতের। বিচার কোনদিন হত না।
তনুর হত্যা করেছে সেনাবাহিনী। ওরা নায়া করে অন্য কেউ করলে, বিচার হত

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

চাঁদগাজী বলেছেন:



তনুর ব্যাপারেও তাই, আমাদের দৈত্য হচ্ছে সেনা বাহিনী, ও তাদের বউ'রা।

আমাদের দরকার ২০ হাজার সৈনিকের একটা ছোট বাহিনী, আর পুরো জাতির সমারিক ট্রেনিং; দেশের দুষ্ট ছেলেদের অফিসার বানায়ে, জাতি তাদের লালন পালন করছে;

১৩| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বি এন পি আবার ক্ষমতায় আসলে ১৫ ই আগস্টের শোক দিবস চালু রাখা উচিত। তবে বি এন পি জিয়াকে নিয়ে ব্যবসা করেনি। তাই খালেদা জিয়া ২ বার ক্ষমতায় থাকলেও জিয়ার ছবি নোটে দেয়নি এবং জিয়ার মৃত্যুদিন শোক দিবস ঘোষণা করেনি। সামনে কী করে জানি না...

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


জিয়ার ছবি দিয়ে নোটকে অপবিত্র করেনি, সেটা একটা ভালো দিক। শেখ সাহেবের হত্যা জাতিকে ব্যথিত করেছে; জেনারেল জিয়ার হত্যায় বেগম জিয়াও খুশী হয়েছেন।

১৪| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইনডেমনিটি অধ্যাদেশ মুশতাক সরকার করেছিল। জিয়া সেই আইন বাতিল করেনি বলতে পারেন। জিয়া খুনীদের চাকুরি দিয়েছিল বলতে পারেন। জিয়া 'সময়ের' সুযোগ নিয়েছিল বলে সব কিছুতে জিয়াকে জড়িত করা উচিত নয়...

১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


মুশতাক কি শেখ সাহেবের পক্ষে সেটা করেছিলেন, নাকি জিয়ার পক্ষে তা করেছিলেন; মুস্তাক কোন পক্ষে ছিলেন?

প্রেসিডেন্ট'এর অর্ডিন্যান্স একদিন পার্লামেন্টে পাশ করাতে হয়; উহা পাশ করানো হয়েছিলো বিএনপি'র পার্লামেন্টে

১৫| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

জহিরুল ইসলাম সেতু বলেছেন: শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যার বিচার আংশিকভাবে হলেও করেছেন, এটা যেমন মন্দের ভাল, তিনি কতিপয় যুদ্ধাপরাধীদেরও বিচার করেছেন। জঙ্গীবাদীদের পুরোপুরিভাবে দমন করতে না পারলেও অনেকটা নিয়ন্ত্রণ করেছেন। তিনি ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদীদেরও দমন করে দুদেশের জন্যই স্বস্তি এনেছেন। দেশের উন্নয়নে তিনি ভাল কিছু উদ্যোগও তিনি নিয়েছেন। তবে তাঁর বেশ কিছু কার্যক্রম জনগণের তথা গণতন্ত্রের পথে বড় অন্তরায়। যেমন সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়কে অকার্যকর করার উদ্যোগসহ বিচারপতিকে নির্বাসিত করা, তথ্য প্রযুক্তির কালো আইন ৫৭ ধারা প্রণয়ন ( আপনিও জানেন একসময়ে আওয়ামী লীগের সৃষ্ট বিশেষ ক্ষমতা আইনের নামে একটি কালাকানুন করে পরবর্তিতে এরই শিকার এবং ভোগান্তি পোহিয়েছিল স্বয়ং এ দলটির নেতা কর্মীরাই)।
শেখ হাসিনা কিছুটা গণতান্ত্রিক হলে খুব বেশি ক্ষতি হতো না আওয়ামী লীগের। বরং সকল অগণতান্ত্রিক দলগুলোই নীতিগতভাবে কোনঠাসা হতো, এবং দেশেও গণতন্ত্রের ভাল একটি আবহ বিরাজ করতো।
শেখ হাসিনা এখনো মন্দের ভালো।
আপনি বলেছেন, "শেখ সাহেবকে মিলিটারীর কেহই পছন্দ করতো না।" সেজন্যই কি তিনি মিলিটারীদের বিকল্প রক্ষীবাহিনী গড়ে তুলেছিলেন? ওরা কতোটা নিরাপদে রেখেছিল বঙ্গবন্ধুকে, এবং জাতিকে?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


'উনার বাবার হত্যা থেকে তিনি একটা বিষয় শিখেছেন যে, সাপকে খাঁচায় রাখতে হয়।

১৬| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

আবু হাসান লাবলু বলেছেন: আমার একটা বিষয় জানার ছিলো
জিয়া দেশের অনেক ক্ষতি করেছে? যদি তাই করে তবে দেশের অনেক মানুষ তাকে এত ভালবাসেন কেন?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


ইডিয়টরা কাকে ভালোবাসে সে নিজেও জানে না; তবে, বেশীর ভাগ ইডিয়টের ভালোবাসার মুল্য নেই

১৭| ১৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

প্রািন্ত বলেছেন: চাঁদগাজী বলেন- জিয়ার ছবি দিয়ে নোটকে অপবিত্র করেনি, সেটা একটা ভালো দিক। আপনারা কিভাবে এতটা কুলিন হলেন?

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা কুলিন, বিহারীরা অকুলীন

১৮| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৮

আবু হাসান লাবলু বলেছেন: ইডিয়টরা কাকে ভালোবাসে সে নিজেও জানে না; তবে, বেশীর ভাগ ইডিয়টের ভালোবাসার মুল্য নেই
ভাই তাইলেতো দেশে লীগ পন্থি ছাড়া সবাই ইডিয়ট

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:



লীগের ৮০% ইডিয়ট

১৯| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৯

মিঃ আতিক বলেছেন: প্রমাণ বিহীন কিছু মানুষের অনুমান নির্ভর তথ্য বঙ্গবন্ধুর খুনী জিয়া, দুঃখজনক।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


হযরত মুহাম্মদের (স: ) জন্মের সময় আপনি নিশ্চয় তাঁবুর বাহিরে দাঁড়িয়ে ছিলেন না?

আপনি লজিক না বুঝলে, উহা নেই ধরে নেয়া ঠিক নয়; মানুষ জানে কিভাবে ফারাওন টুটানকাওমের মৃত্যু হয়েছে, এগুলো মেটেরিয়েল উিটনেস ও ভাবনার বিষয়।

২০| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:১৩

শাহারিয়ার ইমন বলেছেন: জাতীয় শোক দিবসে বর্নাঢ্য কেক কাটা চরম মূর্খতা

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের আগের সব নেতা খুশী হয়েছিলো যে, শেখ নেই; বর্তমানের ইডিয়টরা উনার নামে চাঁদা তুলে খেয়েদেয়ে ভালো আছে; সামনে হয়তো, নাচগানের ব্যবস্হাও থাকবে।

২১| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালো পোস্ট। ইহা সবারই পাঠ করা উচিত।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বেঁচে না থাকলে, দেশকে এরা পাকিস্তান/আফগানিস্তান বানাতো মিলিটারী

২২| ১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২২

রাজীব নুর বলেছেন: বরাবরের মতো চমৎকার পোষ্ট। চমৎকার সব মন্তব্য।

১৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৪

চাঁদগাজী বলেছেন:


শেখদের অনেকেই দেখতে পারে না; কারণ, তারা ফজলুল কাদেরদের মতো নয়।

২৩| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

আজ উনার জন্মদিন! ব্লগে অনেকেই উইশ করতে চেয়েও পারেনি!

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:০৭

চাঁদগাজী বলেছেন:


কিছু ব্লগার কিছুতেই নতুন ভাবনাচিন্তা শিখতে পারলো না।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:



একটু কেক খেতে চাওয়া অপরাধ নয়।

১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:


ড: এমাজুদ্দিন সাহেব, ঢাকা ইউনিভার্সিটির ভিসি ছিলেন; উনি বুঝতে পারেননি যে, ১৫ই আগষ্টে এই ধরণের পার্টিতে গিয়ে মিডিয়ার সামনে ছবি তোলা বেমানান; এসব পিগমীরা কি করেছে ঢাকা ইউনিভার্সিটিতে?

২৫| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ৩:১৮

ভ্রমরের ডানা বলেছেন:
ফকরুল সাহেবও ছিলেন!

১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


ফখরুল সাহেব একজন মগজহীন মানুষ; এগুলো হাউকাউ বাংগালী, লতাপাতা; বেগম জিয়া থেকেও কম স্মার্ট

২৬| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
টকশোতে কিছু সমর্থক তর্কে কুলতে না পেরে বলত জিয়া না মোশতাক তথা আওমিলিগ মুল হোতা।
ইদানিং কিছু ব্লগারও বলছেন

১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


মোস্তাক ও যারা হত্যাকান্ডে অংশ নিয়েছে, তারা ক্যু'এর অংশ; ব্লগাররা এখনো সবকইছু সঠিকভাবে ভাবতে পারছেন না; টকশো ইডিয়টদের বকবক

২৭| ১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: শেখ হাসিনার বর্তমান সরকার শেখ সাহেবের স্মৃতিকে পূণর্জীবিত করেছেন। নাহলে হত্যার বিচার তো দূরে থাক, শেখ সাহেব বলে কেউ যে ছিলেন তা তরুণ প্রজন্ম জানতোই না। বাংলাদেশের ইতিহাসের বড় একটি দিক উহ্য থেকে যেতো।

এই বেকাগুলোকে হয়তো তাদের নিজেদের দক্ষতা মোতাবেক চাকরী দেওয়ার ব্যবস্থা নেই সেটাও একটা কারণ বেকারত্বের।

তবে, দেশের লাখ লাখ শিক্ষিত তরুণ বেকার তাদের নিজেদের কারণে। বেকারগুলো শুধু সার্টিফিকেটধারী, মাথায় তেমন একটা কিছু নেই। এই বেকারদের কর্ম সংস্থান হয়ে গেলে তাদেকে নিয়ে আর কুরাজনীতি করা যাবে না।

সামরিক বাহিনী বাইরের কোন শত্রু দেশ না পেয়ে অবশ্য নিজেই নিজের পথ করে নিচ্ছে। আগের শত্রু দেশ এখন বন্ধুতে পরিণত হওয়ায় সেখানে নিয়মিত ভ্রমণ করছেন তারা। সেনাকল্ল্যাণ সংস্থা অনেক ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে। এতে করে সামরিক বাহিনীর সদস্যরা মানসিক ভাবে চাঙ্গা আছেন।

তবে, সেনাবাহিনী'র উচিৎ কোর্ট মার্শাল সিস্টেমকে আরো শক্তিশালী করা। তাহলে, সকল ক্যু এর বিচার হবে।

১৬ ই আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


মাত্র ২টি ক্যু আমাদেরকে পুরোপুরি পংগু জাতিতে পরিণত করেছে; আমাদের এই ধরণের সেনাবাহিননির দরকার নেই আমাদের দরকার সব মানুষকে সামরিক ট্রেনিং দেয়া।

২৮| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: একজন বঙ্গবন্ধু না থাকলে ‘অসমাপ্ত আত্মজীবনী’র মত পৃথিবীর ইতিহাসটা অসমাপ্ত থেকে যেতো। জাতির পিতাসহ ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডে নিহতদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



জিয়া জীবিত থাকলে উনার বিচারও হতো

২৯| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

নূর আলম হিরণ বলেছেন: সিআইএ এ হত্যাকান্ডের পিছনে অনেক বড় ভূমিকা রেখেছে। সেনাবাহিনীর অফিসারদের তারাই মোটিভেট করেছে। শেখ হাসিনা কি এখন সিআইএ এর বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারবে এই হত্যাকান্ডের জন্য?

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


না, আমাদের সরকারগুলোর সথে সিআইএর যোগাযোগ থাকার কথা।

৩০| ১৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: স্রষ্টার উপর কোন বিচারক নেই। শেখ হাছিনা না থাকলেও বিচার হতো। শেখ হাছিনা স্বৈরাচারিতা কঠোর পরিণতি কেউ থামাতে পারবে না। অবশ্য আপনি নাস্তিক হলে বিচারের জন্য মানুষ খুঁজে বেড়াবেন।মানুষ ছাড়াতো কেউ বিচার করতে পারে না। #:-S

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


দেশ, জাতি, রাজনীতি, অর্থনীতিতে আপনার বক্তব্যগুলো পরিপক্ক নয়

৩১| ১৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:১৬

নতুন বাঙ্গাল বলেছেন: শেখ হাসিনা বেচে না থাকলে ,আরো ওনেক কিছুই হতো না এদেশে। যেমন ধরুন- যুদ্ধাপরাধিদের বিচার, জংগি দমন,শিক্ষার প্রসার, জিবন যাত্রার মানউন্নোয়ন, নারী অগ্রযাত্রা, দেশের মানুষকে নিজের আত্মপরিচয়ে স্বাছন্দ্য এনে দেয়া, সর্বোপরি সামরিক শাষন বিদায় করে বংগভবন ক্যু মুক্ত করা। উনার কিছু ব্যার্থতা আছে অবশ্যই, তবে এই মুহুর্তে এবং আগামি এক দশকে উনার বিকল্প কেউ নাই।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


উনি নাই মামার চেয়ে কানা মামা; উনি শেখ সাহেবের মতো, রাজনীতিতে শুন্যতার সৃষ্টি করছেন; এতে বেগম জিয়ার মত স্নো-পাউডারেরা চলে আসতে পারবে।

৩২| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ছাঁদগাজী ভাই,
বাস্তব জীবন: - প্রত্যেন্ত গ্রাম অঞ্চলে কিছুটা অবহেলিত ও শোষিত পরিবারের ছেলে মঞ্জু (ছদ্ব নাম) যখন পুলিশে এস আই পদে জয়েন করে (আমার ব্যাচ ম্যাট ছিলো) তার গ্রাম সহ তার আশে পাশের গ্রাম সোজা (সিরাতুল মুস্তাকিম) করে দেওয়া সে দায়িত্ব ও কর্তব্য বলে ধরে নিয়েছিলো তাতে সাহায্যে করে স্থানিয় থানা ও পুলিশ প্রশাসন - সরকারী আইন যা আছে তা প্রয়োগ করা হয়েছিলো, আইনের বাইরে কিছুই হয়নি - আমার নিজ চোখে দেখা ঘটনা !!!

মাননীয় প্রধাণমন্ত্রী শেখ হাসিনা তিনি মহামানব - ধৈর্যের অগ্নি পরিক্ষা তিনি তাঁর জীবনে অসংখ্য বার দিয়েছেন । আমাদের মতো সাধারন মানুষ হলে - স্বপরিবারে হত্যা হওয়ার অভিযোগে সমস্ত বাংলাদেশ তিনি সোজা (সিরাতুল মুস্তাকিম) করে দিতেন । জামাত, বিএনপি, মদ্যপ বিদ্রোহী ডিফেন্স অফিসার, আন্দোলোনরত ছাত্রছাত্রী ঘটি হাতে বাথরুমে প্রবেশ করতো - এই জীবনে আর বের হতো না !!! বিশেষ করে জামাত নিশ্চিন্ন হয়ে যেতো বাংলাদেশে !!!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


জামাত নিশ্চিন্ন হয়নি; ওরা শুধু বাংলাদেশে নয়, ওরা এশিয়া, আফ্রিকা ও ইউরোপে আছে; উনি ভালো করেছেন; তবে, সেটা উনার বাবার কীর্তির মতো ডুবে যাতে পারে।

৩৩| ১৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: শাহিন-৯৯ বলেছেন: খোন্দকারের শপথ অনুষ্টানের ছবি। আপনার কাছে জিয়া ভিলেন কিন্তু খালেদ, শফিউল্লাহ নায়ক হল কিভাবে?

চাঁদগাজী ভাই, থানা ইউনিয়ন জেলা পর্যায়ে “সাংসদ কে, সাংসদের সহযোগতিায়, সাংসদের নিরাপত্তায় থানার পুলিশ অফিসারগণ নিযুক্ত থাকেন” - যদিও থানায় পুলিশের কাছে সেই সাংসদের পক্ষে বা বিপক্ষে সমস্ত সাদা/কালো/লাল ফাইল সংরক্ষিত আছে, তারপরও তাদের ডিওটি তাদের করতে হয়, খন্দকার মুস্তাক শপথ গ্রহনে ডিফেন্স অফিসার ডিওটি করেছেন তার পক্ষ নেননি - জিয়াও পক্ষ নেননি - জিয়া নিজের দল তৈরি করেছেন ।।

চাঁদগাজী ভাই, আমার মনে হয় নতুন প্রজন্মের সাথে ১৯৪৭-২০০০ সন অব্ধি ঘটনা কথা বলা উচিত নয় । এটি পরিত্যাগ করা উচিত, নতুন প্রজন্মের দরকার এন্টারটেইনমেন্ট, ইতিহাস না !!!

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



জিায় মুক্তিযো্দ্ধা হত্যা করেছে, এরশাদ মুক্তিযোদ্ধা হত্যা করেছে; খালেদ মোশারফ, শফিউল্লাহ এঁরা মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলেননি।

৩৪| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

অপর্ণা মম্ময় বলেছেন: ইতিহাস, পাতিহাঁস কম বুঝি। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে ১৫ অগাস্ট কারো জন্মদিন পালনের ঘটা দেখলে ভালো লাগতো না। আর বর্তমান সরকার ব্যবস্থা নিয়ে কিছু বলার থাকলেও বললাম না। তাহলে জেলে যেতে হতে পারে।

তবে আমাদের সবার ভালো ভাবে ইতিহাস পড়া দরকার। মনগড়া কাহিনী তাহলে বাবানাবার সুযোগ কমে আসবে।

১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি ধুমকেতুর মত মাঝে মাঝে উদয় হয়ে থেকেন।

আমরা ১৯৭৫ সালের ঘটে যাওয়া ঘটনার ভিকটিম এখনো; ১৯৭৫ সালে নিহত পরিবারের একজন দেশ চালাচ্ছেন; দেশবাসী অনেক কিছু ভুলে গেলেও শেখ হাসিনা প্রতিটি পদক্ষেপে সেটাকে স্মরণে রেখে কাজ করেন; এতে দেশের ক্ষতি হচ্ছে।

৩৫| ১৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:০১

অপর্ণা মম্ময় বলেছেন: ধুমকেতুর মোট! হা হা। অফিস থেকে বের হবার টাইম হয়ে এলো। শনিবার দিন লগিন হবো, তখন কথা বলা যাবে।

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:১১

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখুন।

৩৬| ২৩ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অত্যন্ত সুন্দর ও উপযুক্ত কথা বলেছেন, খুব ভালো লাগলো আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা,
মারলে মরতে হয় এটার প্রমাণ পৃথিবীর মাঝে অনেকবার রেখে গেছেন মানুষ নামের অমানুষ গুলো, মেজর জিয়াও খুব সুন্দর প্রমাণ রেখে গেছেন,
ভালো লাগা জানবেন

২৪ শে আগস্ট, ২০১৮ রাত ২:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বেঁচে যাওয়ায় বাংগালী জাতি বিচার দেখেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.