![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
যেসব মায়েদের বাচ্চারা এতিম, টোকাই, খেতে পায় না, রাস্তায় ঘুমায়, তারা জানে না যে, ১৯৯১ সালে কুয়েতের কোন শেখ না মেখ, বেগম জিয়াকে এতিমখানা বানাবার জন্য টাকা দিয়েছিলো, এবং তিনি উহা বানাননি; তারা জানে যে, বিদেশী টাকা আসে, রিলিফ আসে, বড় লোকেরা সেগুলো নিয়ে যায়, গরীবদের তেমন দেয় না, ছিটেফোটা দেয়; বড় লোকেরা ঐ রকমই; সেজন্য তাদের জেল কেন হবে? আর জেল হলে, একা বেগম জিয়ার কেন হবে, শেখ হাসিনার কেন হবে না? বেগম জিয়া কি সাধরণ মহিলাদের মতো যে, জেলে থাকতে পারবে? বেগম জিয়ারা মোমের তৈরি, ডালিমের রস খায়, গোলাপ জলে গোসল করে, পায়ে ঘি মাখে; উনাকে কেন জেলে দেয়া হবে?
বিএনপি হলো বাংলার আবর্জনা নেতাদের ক্লাব; তাই বলে, বাংলার গ্রামের মহিলারা, কৃষকেরা, বস্তির লোকেরা, বেগম জিয়াকে আবর্জনা ভাবেন না, তারা উনাকে রাণীর মতো ভাবেন; রাজা রাণীদের অনেক খরচ আছে, টাকার দরকার, প্রাসাদের দরকার, চাকর চাকরাণী, খানসামার দরকার, তারা টোকাই বা তাদের মায়েদের মতো না; এরশাদ সাহেবের অনেকবার বিয়ে করার দরকার।
বেগম জিয়া নিজেই বলছেন যে, উনি খুবই অসুস্হ, ২ পায়ে সমস্যা হাঁটতে পারেন না, হাতে সমস্যা, খেতে অসুবিধা হচ্ছে; এটা ম্যাঁওপ্যাঁও রিজভী সাহেব, বা চোর ড: খোন্দকারের কথা নয়; স্বয়ং বেগম জিয়ার কথা। বেগম জিয়া যখন বলছেন উনি অসুস্হ, শেখ হাসিনার উচিত, উনাকে নিজে বাড়ীতে থাকতে দেয়া, ও উনার নিজের ডাক্তারদের দেখাতে দেয়া; ঐ বাড়ীতে রিজভী মিজভী, মির্জা ইত্যাদিদের যেতে না দিলেই হলো।
বেগম জিয়া পড়ালেখা জানেন না, দুই হাতে টাকাপয়সা ওদিক ওদিক করেছে সত্য; তবে, উনি বাংলাদেশে শেখ হাসিনা ব্যতিত সব রাজনীতিবিদ থেকে হাজার গুনে জয়প্রিয়; বাংলার মানুষ উনার দোষকে দোষ মনে করে না; মানুষ জানে উনি গোলমাল করেছেন, না হয় ফালু মালুরা আমেরিকান ডলারে বিলিওনিয়ার হতে পারে না; তবে, মানুষ মনে করে, বাংলার নেতানেত্রীরা এই রকমই।
বেগম জিয়াকে বাসায় আসতে দিলে কিছুই বদলাচ্ছে না; উনার অসুস্হতা নিয়ে বিএনপি'কে বিশ্বাস করা ঠিক হবে না; তবে, উনি নিজে চিকিৎসার কথা বললে, সেটা সাথে সাথে করা উচিত। শেখ হাসিনা বতিত, মানুষ এখন আওয়ামী লীগের কাউকে নেতা হিসেবে গণনা করে না; বেগম জিয়া কিছু না জানলেও, মানুষ উনাকে পছন্দ করেন। বেগম জিয়া যদি কোন কারণে জেলের ভেতর প্রাণ হারান, উনি শেখ সাহেব থেকেও জনপ্রিয় হয়ে যেতে পারেন, শেখ হাসিনাকে এটা বুঝতে হবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪১
চাঁদগাজী বলেছেন:
মানুষের এসব কান্ড-জ্ঞানের কারণেই তো দেশে বউ রেখে সৌদীতে উট চরাচ্ছে
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৪
স্রাঞ্জি সে বলেছেন:
শিরোনামে বলেছেন আওয়ামীরা বিপদে পড়বেন। কাদের হাতে বিপদে পড়বেন, জানতে বড়ই ইচ্ছা করে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭
চাঁদগাজী বলেছেন:
আপনার হাতে, সাধারণ মানুষের হাতে।
বেগম জিয়া নিজে বলছেন যে, উনি অসুস্হ; এখন উণি মানুষের সিমপ্যাথী পাবেন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: মানুষ রাজনীতি বলতেই আওয়ামী,বিম্পি বুঝে। আর আওয়ামী, বিম্পি মানেই বেগম জিয়া আর শেখ হাসিনা।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৯
চাঁদগাজী বলেছেন:
সেটা শেখ হাসিনাকে বুঝতে হবে; মানুষ বেগম জিয়াকে অসুস্হ অবস্হায় জেলে দেখতে চাইবে না।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫০
আরোগ্য বলেছেন: স্রাঞ্জি সে ভাইর সাথে একমত প্রকাশ করছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৫
চাঁদগাজী বলেছেন:
২ বাংগালী "একমত" হয়েছেন, এটা ঐতিহাসিক ঘটনা
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১
বাকপ্রবাস বলেছেন: কোন দিন আবার খালেদা জিয়ার প্রেমে পড়ে যান সেটাই ভাবছি। নাটক সিনেমায় দেখা যায় নায়ক নায়িকা ঝগড়া করে পরে প্রেম হয়ে যায়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া যে জেলে আছেন, এটা নাটকের দৃশ্য নয়
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫১
স্রাঞ্জি সে বলেছেন:
মানুষ উনারে দেখিলে এখন ভয় পাবে.... কেম্নে সিমপ্যাথী পাবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাংলায় আপনি একা বাস করেন না, আরো লোকজন আছেন।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৫৯
স্রাঞ্জি সে বলেছেন:
তারা কি করতেছে। কিংবা করবে কি ভবিষ্যৎ এ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
তারা আওয়ামী লীগের গণেশ উল্টায়ে দেবে একদিন।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১২
বিচার মানি তালগাছ আমার বলেছেন: তিনি এই রিস্ক নিবেন না। উনি ঠিকই ক্ষণে ক্ষণে খলেদা জিয়ার শরীরের খোঁজ নিচ্ছেন। তবে যদি কিছু হয়, তাহলে তেনাকে কেউ বিশ্বাস করবে না। তবে শেষ কিছুর শেষ আছে। উনাদের দুইজনেরই শেষ হবে। সময়ই বলে দিবে কে জয়ী...
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা অনেক দিক থাকে বেশ মানবিক; উাকে বেগম জিয়ার বেলায়ও সেটা করতে হবে।
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:২৮
স্রাঞ্জি সে বলেছেন:
পারলেই ত হয়। কিন্তু আওয়ামীররা এখন যে ঘাঁটি করতেছে, সুদূরপ্রসারীর জন্য। তা কি হবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ব্যতিত, উনার দলে নেতা নেই, ফলে উনাদের ভবিষ্যত নেই!
১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৭
স্রাঞ্জি সে বলেছেন:
তাই যদি হয়, তাহলে ভাল কথা ।
১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৪
এম এ কাশেম বলেছেন: এখন বাঁশ ও তেল বাংলাদেশে খুব সস্তায় পাওয়া যায়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
আপনার জন্য সবকিছুই সস্তা, রেশন কার্ড আছে?
১২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
১০০ শতাংশ সহমত।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া দোষী, তবে মানুষ উনাকে অসুস্হ অবস্হায় জেলে দেখতে চাইবে না
১৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৩
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
যৌবনে এই মহিলা খুব সুন্দরী ছিলেন। সেই কারণে বাংলাদেশের ভোটাররা তাকে রাণীমা মনে করে। আসলে উনি যে কি তা ফকরুল আর রিজভীই জানেন।
তবে উনাকে উনার বাসায় রাখা উচিত।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২০
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের মানুষ এই লেভেলের বুদ্ধিমান, এই ধরণের জীবনই তাদের প্রাপ্য
১৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২০
আমিনভাই বলেছেন: আপনি হাসিনাকে বাদ দিয়ে কথা বলেন। হাসিনা সব চেয়ে বড় পতারক !
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১
চাঁদগাজী বলেছেন:
সমস্যা হচ্ছে, শেখ হাসিনা জেলেও নয়, অসুস্হও নয়।
১৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০৫
সনেট কবি বলেছেন: বি এন পি কোন মতে আবার মসনদের নাগাল পেলে বিপদতো হবেই। আর আওয়ামী লীগ সেটা ঠেঁকাবার জন্যই সব করছে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৮
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া আসলেই অসুস্হ, মনে হচ্ছে! উনি অসুস্হ হলে, উনার চিকিৎসার দরকার
১৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২১
জগতারন বলেছেন:
বেগম জিয়াকে বাসায় যেতে না দিলে, আওয়ামীরা বিপদে পড়বে!
অবশ্যই না।
এই ডাইনী মহিলা বাহির হলেই দেশী ও বিদেশী (যেমন; পাইক্কা'দের বিভিন্ন ষঢ়যন্ত্রে সামিল হয়ে শত শত বাংলাদেশীদের হতাহত-এর কারন হবে। যা আগে আমরা প্রতক্ষ করেছি।
এই হারামজাদীর জেলে পচাই ভালো বলে আমি মনে করি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:২৩
চাঁদগাজী বলেছেন:
উনার বাসাকে জেলে পরিণত করা হবে; উনি অসুস্হ অবস্হায় জেলে থাকলে, সমস্যা হবে, আমার মনে হয়
১৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১০
ডার্ক ম্যান বলেছেন: আর দশ বছর পর বাংলার মানুষ ভুলে যাবে খালেদা নামক কোন প্রধানমন্ত্রী ছিলেন
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
চাঁদগাজী বলেছেন:
মানুষ যেই বিশৃংখলার মাঝে, যেই মানসিক চাপে আছেন, নিজের বাবার নামও ভুলে যাবেন আগামী ১০ বছরে
১৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: ওস্তাদ গায়ে ঘি মাখলে কি হয়?
ফালু যা করেছে, এখন তার ১৪ গুষ্ঠির খাওয়া পড়ার চিন্তা করতে হবে না।
জেলের ভিতর খালেদা জিয়া মরলেও কিচ্ছু হবে না। এটা বঙ্গ দেশ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া জেলের ভেতর প্রাণ হারালে, সেটাকে কাজে লাগিয়ে খারাপ মানুষেরা রাজনীতি করবে।
১৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
মোস্তফা সোহেল বলেছেন: খালেদা-হাসিনা মরে গেলে এদেশের মানুষ কাকে ভোট দিবে?
আর খালেদা -হাসিনা বাদে এদেশের রাজনীতির ভবিষ্যৎ কি একটু বলবেন গাজী ভাই?
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
চাঁদগাজী বলেছেন:
এখন থেকে ভোট হয়তো দেয়া লাগবে না।
বেগম জিয়া হচ্ছে অন্যায়ের প্রতীক।
২০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
প্রামানিক বলেছেন: এম এ কাশেম ভাইয়ের মতামত মন্দ নয়।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
চাঁদগাজী বলেছেন:
এম এ কাশেম সাহেবের ব্লগিং প্যাটার্ণ দেখলাম, কিছু জানেন বলে মনে হলো না।
২১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
রক বেনন বলেছেন: বেগম জিয়ার মৃত্যু আর তারেক জিয়ার যাব্বজীবন কারাদণ্ড মনে হয় নিশ্চিত। আর শেখ হাসিনার কিছু হয়ে গেলে বাংলাদেশ সংকটে পড়বে বলে মনে হচ্ছে।
৩২ ধারা ব্যাপারে আপনার কাছ থেকে একটি পোস্ট আশা করছি।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
চাঁদগাজী বলেছেন:
১০ তারিখে তারেকের শাস্তি হবে; তবে শেখ হাসিনার পর, আওয়ামী লীগ জনপ্রিয়তা হারাবে, তারেকের শাস্তি কার্যকরী হবে না।
২২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
রক বেনন বলেছেন: এদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হয় না কেনো??
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩
চাঁদগাজী বলেছেন:
তিতাসের টাকা ডাকাতী করে হাজার হাজার ধনী ডাকাত হয়েছে, সরকারের সবাই ভাগ পায়, মনে হচ্ছে
২৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৯
রাকু হাসান বলেছেন: শেষ লাইনটি খুব কঠিন লাইন বলেছেন । অব্যশ সে অবস্থা আশার আগেই শেখ হাসিনা পদক্ষেপ নেওয়ার কথা । তবে আপনার সাথে একমত আল্লাহ্ না করুক সেটা হলে তিনি সে জনপ্রিয় হতে পারেন । আর সে দিন থেকেই লীগ কয়েক দশক ক্ষমতার বাইরে চলে যাবে বলার অপেক্ষা রাখে না ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া লোভ করে বড় পদ দখল করে, বাংলার মানুষের ভয়ংকর ক্ষতি করেছেন; জেলে মরেও ক্ষতি করতে পারেন।
২৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
এভো বলেছেন: এতো দেখছি রোম্য রচনা !!
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬
চাঁদগাজী বলেছেন:
আপনি বলছেন, ইহা "রোম্য"? আপনার কাছে সবকিছুই "রোম্য" মনে হয়?
২৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
প্রািন্ত বলেছেন: বিএনপিকে আবর্জনা নেতাদের ক্লাব বলেছেন। ফখরুল ইসলাম আলমগীরা কী শামীম ওসমানদের চেয়ে খারাপ? এই গ্রহের সবচেয়ে নিকৃষ্ট আপনারদের চরিত্র। আপনি ব্লগে দালালি শুরু করেছেন। ধিক্কার আপনার বহুরূপি চরিত্রকে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩
চাঁদগাজী বলেছেন:
মির্জা ফখরুল শামীম ওসমান, হাজারী ও ড: হাচান মাহমুদ থেকে ভালো হবেন; তবে, অপদার্থ।
আমি ব্লগে দালালী করছি,আপনি ৭ বছর ৭ মাসে ব্লগে কোন ঘোড়ার ডিম তা দিচ্ছেন? নিজের পোষ্ট নিজে পড়ছেন?
২৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
ব্লু হোয়েল বলেছেন: আপনার লিখনী ভাল লাগে । চার নং প্যারার পোষ্টমর্টেমঃ
০১। বেগম জিয়া পড়া লেখা জানেন না;
একসময় ভাবতাম তিনি অশিক্ষিত, অর্ধশিক্ষিত । রাজনীতিতে এরচেয়ে বেশি শিক্ষার প্রয়োজন নেই । আমেরিকায় থাকেন ভাল জানেন ।
০২।তিনি দুই হাতে টাকা পয়সা এদিক সেদিক করেছে সত্য ;
কথাটা পুরোপুরি সঠিক বলে মনে হয় না । সরকার প্রধান হিসেবে একটু-আধটু ভুল ত্রুটি থাকাটাই স্বাভাবিক । যদি তার একাউন্টে বিলিয়ন ডলার থাকত তাহলে লন্ডন থেকে ফিরে না জেলের ঘানি টানার প্রয়োজন ছিল না । তবে ভুল ছিল এক জায়গায় তা ছিল তার ছেলেকে কন্ট্রোল করেননি । ছেলে এদিক সেদিক কিছু করেছে তা ঠিক বর্তমানে যা হচ্ছে সে তুলনায় নস্যি ।
০৩। উনি বাংলাদেশে শেখ হাসিনা ব্যতিত সব রাজনীতিবিদের থেকে হাজার গুনে জনপ্রিয় ;
কথাটা হবে উনি সবার চেয়ে জনপ্রিয় যেমন আগে আমারও অপছন্দের তালিকায় ছিলেন । না হলে ৫ কিংবা ৩ আসনে নির্বাচন করে কোন আসনে পরাজিত হওয়ার রেকর্ড তার নেই ।
০৪। বাংলার মানুষ উনার দোষকে দোষ মনে করে না;
দোষ থাকলেই তো মানুষ মনে করবে । হ্যাঁ যেহেতু তিনি বাংলার জন মানুষের রাজনীতি করেন তাই সকলেই মনে করে তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে এই কাজ করা হয়েছে ।
০৫। মানুষ জানে উনি গোলমাল করেছেন, না হয় ফালু মালুরা আমেরিকান ডলারে বিলিওনিয়ার হতে পারেন না ;
আসলে বাংলার মানুষ এখনও ভাল করেই বুঝে যে তিনি কোন গোলমাল করেননি । আর ফালু-মালুদের আমেরিকান ডলারের বিলিওনিয়ার হওয়ার তথ্য উপাত্ত জাতির কাছে নেই । সম্প্রতি সিঙ্গাপুরের ৩৪ তম শীর্ষ ধনীর নাম পত্রিকায় প্রকাশিত হতে দেখেছি ।
অখাদ্য মন্তব্যটি পড়ার জন্য ধন্যবাদ ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
সামিট পাওয়ার বিদ্যুৎ ব্যবসার নামে ডাকাতি করে, টাকা বিদেশে নিয়ে গিয়ে সিঙ্গাপুরের ৩৪ তম শীর্ষ ধনী হয়েছে।
রাজনীতি সম্পর্কে ১৭ কোটী বাংগালীর মতো আপনিও পেছনে আছেন: রাজনীতি করতে হলে, পলিটিক্যাল সায়েন্স, সোস্যাল সায়েন্স, ফিলোসফি, লজিক, অংক, ফাইনেন্স, পলিট ইকোনমি, ইকোনমি, বিজ্ঞান, টেকনোলোজী ও ইটিহাসে বড় ধরণের দখল থাকতে হয়।
রাজনীতি সম্পর্কে আপনার ও ১৭ কোটীর ভুল জ্ঞান থাকাতে এই দেশে ৪৭ বছরে ১ কোটী কিশোরীকে চাকরাণী ও ঝি হতে হয়েছে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৩৮
জুনায়েদ বি রাহমান বলেছেন: বেগম জিয়ার জনপ্রিয়তা আছে এটা সত্য। বাংলাদেশের বেগম জিয়া, ফখরুল, ওবায়েদুল বা এরশাদ লেভেলের কেউ অপরাধ করে জেলে গেলেও মানুষ মনেকরে সব রাজনৈতিক প্রতিহিংসা। ক্ষমতাসীনদের ষড়যন্ত্র।
নোংরা রাজনীতি, বিচারের নামে প্রহসন, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের শাসকগোষ্ঠীর জন্য ডালভাত।