নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পদ্মাসেতুর নাম হচ্ছে, \'পদ্মাসেতু\'; শেখ হাসিনাকে অপ্রিয় করার ষড়যন্ত্র চলছে?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩



পদ্মাসেতুর নাম 'পদ্মাসেতু' কাহারা দিয়েছেন? উত্তর হলো, মানুষ, সাধারণ মানুষ! এখন সেতুকে কি অন্য নাম দিতে হবে? কাহারা সেতুর নতুন নাম দেবেন, কেন? সেতু কি নিজের নাম পছন্দ করছে না? যদি কেহ পদ্মাসেতুর নাম বদলায়ে 'শেখ হাসিনা' সেতু নাম দেন, বিপুল পরিমাণ মানুষ বিরক্ত হবেন! শেখ হাসিনা কি তা চাচ্ছেন? উনি না চাইলে, কাহারা উনার নামে সেতুর নাম দেয়ার চেষ্টা করছে? আমার তো মনে হচ্ছে, কিছু লোকজন কৌশলে শেখ হাসিনার জনপ্রিয়তা কমাচ্ছে!

আর শেখ হাসিনা যদি আসলে চান যে, পদ্মাসেতুর নাম বদলায়ে উনার নামে দেয়া হোক, তা'হলে উনি সেতুর মালিক, দেশের মানুষকে বলুক! মনে হয় না, মানুষ কার্পণ্য করবেন, যদিও মনে মনে উনাকে লোভী ভেবে ভালোই বিরক্ত হবেন।

এই সেতু নিয়ে নিয়ে বেশী নাড়াচাড়া করা ঠিক হবে না, উহাতে এমনিতেই অনেক গন্ডগোল আছে; উহার যেই অবস্হা উহাকে 'আবুলের সেতু' নামও দেয়া যেতে পারে! তা'ছাড়া ২ বিলয়ন ডলারের সেতুতে সাড়ে ৬ বিলিয়ন ডলার খরচ হবে শেষ অবধি; বেশী নাড়লে, ডলার ভাসতে থাকবে পদ্মার পানিতে!

আওয়ামী লীগের কিছু লোকজন শেখ হাসিনাকে উনার বাবার মতো সুক্ষ্মভাবে অপ্রিয় করার ষড়যন্ত্র করছে বলে মনে হচ্ছে! শেখ হাসিনা যখন একটা সন্মানজনক ডক্টরেট ডিগ্রী পেয়েছিলেন, মানুষ উনাকে সন্মানের চোখে দেখেছিলেন; এরপর, সেক্রেটারিয়েটের কিছু লোক উনার জন্য ডজন খানেক সন্মানজনক ডক্টরেট ডিগ্রির ব্যবস্হা করেন, মানুষ হেসেছে! সেই দিকটা থেমেছে, কিন্তু কিছু লোকজন এখনো থামেনি, উনাকে আবারো অপ্রিয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে; এগুলো ভালো কাজ নয়।

শেখ হাসিনাকে অনেকে অনেকভাবে মনে রাখবেন; বাংলার ইতিহাসে এখনো উনি স্হিতিতে আসেননি, এক সময়ে উনি উনার স্হানে অধিষ্ঠিত হবেন; উনার নাম সেতুর গায়ে লেখা থাকার দরকার নেই, উহা বদলানো যায়; উনার নাম মানুষের মনে থাকুক, যা মোছা যায় না সহজে।

মন্তব্য ৯৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

আবু হাসান লাবলু বলেছেন: শেখ হাসিনা যদি এই বিষয় গুলো বুঝতে না পারে ভুল শোধরানোর সময় পাবে বলে আমার মনে হয় না। উনার বাবার জীবন থেকে আরো শিক্ষার প্রয়োজন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


উনার নিজেরও বেশ সমস্যা আছে, অনেক ীছুতে শেখ সাহেবের নাম যোগ করা হয়েছে, যেখানে মানুষ উৎসাহ দেখায়নি। সেতুতে উনার নাম দেয়ার সাথে সাথে অনেক মানুষ বিরক্ত হবে।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ইফতেখারুল মবিন বলেছেন: পদ্মা সেতুর নাম যদি "শেখ হাসিনা-পদ্মা সেতু" হয়,তাহলে সমালোচনার কোন জায়গা দেখি না!সমালোচনা যারা করার,তারা করবেই!সমালোচনাকারীদের মুখে ছাই দেওয়ার জন্য এই নামই যুক্তিযুক্ত!শেখ হাসিনা যখন পদ্মা সেতু নির্মানের সাহসিকতা দেখিয়েছিলেন,তখনও অনেকেই সেটারও সমালোচনা করেছিলেন!সমালোচনাকারীদের কাজ সমালোচনা করা!আর তারা সেটা করবেই!শেখ হাসিনা যদি সমালোচনাকারীদের গুরুত্বই দিতো,তাহলে পদ্মা সেতুর কাজ শুরুই করা হতো না!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু সম্পর্কে আপনার জ্ঞান পদ্মের বুকে ভাসমান কচুরীপানার সমান; পদ্মাসেতু মানুষের টাকায় হচ্ছে, মানুষের দেয়া নামটা থাকুক; পদ্মাসেতু হতে গিয়ে অনেকের লালনীল সুতা বের হচ্ছে, উহা ২ বিলিয়ন থেকে ৩ বিলয়নের সেতু, বাকীটুকু লালনীল সুতা।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ওমেরা বলেছেন: আপনি সঠিক কথাই বলেছেন সেতুর গায়ে নাম লিখলে সেটা বদলানো যায় যেমন জিয়া বিমান বন্দর এখন আর নেই।
কিন্ত উনি মনে হয় এটা বুঝবেন না উনারও এসবের প্রতি একটু শখ আছে মনে হয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


উনি আকাশেও বাবার লিখতে ভুলেননি; ফলে উনার হবুগিরি সমস্যা আছে, বুঝা যায়; তবে, মানুষের দেয়া, নদীর দেয়া নামই সঠিক নাম।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

সৈয়দ ইসলাম বলেছেন:
বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। কিন্তু বঙ্গবন্ধু তার চতুর্পার্শে প্রশংসাকারীদের টাই দিতেন। তিনি 'জয় বঙ্গবন্ধুর' শ্লোগানধারীদের মাঝে ভালবাসা খোঁজতেন। কিন্তু বাঙালিরা এসবে খুবই পটু ছিল। আর বঙ্গবন্ধুর কন্যাও ঠিক তেমনই প্রশংসা পাগল।

যদি উনি একটু দীর্ঘমেয়াদী চিন্তা মাথায় রাখেন, তবে পদ্মা সেতুর নামের নিয়ে আশাকরি টানাটানি করে নিজেকে বিপদে ফেলবেন না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


উনি যদি আসলেই চান যে, সেতুর নাম উনার নামে দেয়া হোক, তা ভেবে দেখা যেতে পারে; তবে, যারা উনার নামে সেতু দিতে চাচ্ছে, সেতু তাদের না।

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

শাহাদাত নিরব বলেছেন: পদ্মা সেতুর নাম "শেখ হাসিনা সেতু" দেওয়া হোক
কেননা শেখ হাসিনার আমলেই তার কাজ শুরু হয়েছে কিন্তু শেষ কি তার আমলে হবে ?
এখন আমার প্রশ্ন তার আমলে শেষ না হয়ে যদি অন্য সরকারের আমলে শেষ হয় তবে তাদের আপত্তি থাকবে তাদের নামও বসাতে হবে এমত অবস্থায় কার নাম কোথায় বসাবে ?
অবশ্য সেতুর দুটি মাথা থাকে দুই মাথায় দু-জনের নাম বসানোর একটা সুযোগ আছে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


সেতুর কোনটা মাথা, আর কোনটা লেজ? লেজে হনুমানের নাম থাকার দরকার।

আসলে, মানুষ যে নামটি দিয়েছেন, সেটাই সেতুর নাম, সেটা হলো "পদ্মাসেতু"।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

সূর্যালোক । বলেছেন: ব্যক্তিনামে সেতুর নাম করাটা আমার কাছে ভালো লাগেনি ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনেককের নাম লিখা হবে, মুছবে; অবশেষে থাকবে "পদ্মাসেতু"

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: "শেখ হাসিনা-পদ্মা সেতু" নামকরণ করলেও মানুষ একে ''পদ্মা সেতু" নামেই চিনবে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:


এটুকু বুঝতে পারছে না "আওয়ামী থিংক ট্যাংকরা"; মনে হয় প্রশ্নফাঁস-করা নেতাগুলো দলের প্রেসিডিয়ামে ঢুকে গেছে

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫

হাফ হাতা শার্ট বলেছেন: যে নামেই সেতু হোক না কেওন,জনগণ এটাকে পদ্মাসেতু নামেই চিনবে,ডাকবে

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

চাঁদগাজী বলেছেন:


সর্বাধিক গানের লিরিকে "কীর্তিনাশার সেতু" নামে থাকবে।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১২

পদাতিক চৌধুরি বলেছেন: বিষয়টা অনেকটা শাঁখের করাত এর মত। ক্ষমতায় থাকলে সবকিছুকে নিজেদের মত করে নামকরণ, আবার পরে যারা পাওয়ারে আসবে তাঁরাও তাঁদের মত করে নামকরণ করবে। গনতন্ত্রের এ একটা নোংরা প্রবনতা। ভারতের ব্রিটিশ আমল থেকে চলে আসা মুজাফ্ফরপুর স্টেশনের নাম পাল্টে বিজেপি সরকার নামরাখলো দীলদয়াল উপাধ্যায় স্টেশন। পরে যারা ক্ষমতায় আসবে তারা আবার এ নাম রাখবে কিনা সন্দেহ ।

কং সরকারের গরীবদের গৃহনির্মাণ প্রকল্পের নাম ছিল ইন্দিরা আবাস যোযনা। বিজেপি প্রকল্পটা রেখে নামকরণ করেছে অটল আবাস যোযনা ( প্রয়াত বাজপেয়ীর নামে)

কাজেই স্থানের নামে নামকরণ হলেও পরে যারা ক্ষমতায় আসবে নিজেদের ঢাক পেটাতে এরকম নামকরণকে হাতিয়ার করবে এমটা আর সন্দেহের কী।



৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্রে, মানুষের দেয়া নাম থাকার কথা।

ব্রিটিশেরা নিজেরা ছিল গণতান্ত্রিক, ওরা ভারতে চালাতো অন্য সংবিধানে, সেটা ছিলো, "কলোনিয়েল সিষ্টেম"; সেজন্য ভারতে, ওরা লর্ড ফর্ডদের নামে, রাজা মাজাদের নামে এটাসেটা চালিয়ে দিতো।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাকু হাসান বলেছেন:




এটা ভুল করছে । শেখ হাসিনা নিজেরও মৌন সম্মতি আছে এতে আমার ধারণা । আর হাসিনার সাথে যারা আছে তারা সব সময় চাইবে এমন কিছু করতে যাতে হাসিনার সাথে আন্তরিকতা বৃদ্ধি পাই । বুঝি না এমন নাক করণের কারণ ! ভালো কাজ করে গেলে আগামি প্রজন্ম ঠিকই তার নামে অনেক কিছু করবে । এই সব নাম পরিবর্তন তো হবেই । যমুনা সেতুর নাম ও তো বঙ্গবন্ধু সেতু ছিল । আমরা এখন তা যমুনা সেতু নামেই জানি । নাম পরিবর্তনের জন্যও টাকা খরচ ,এভাবে আমাদের টাকা সুষ্ঠ ব্যবহার করছে না । ভালো লাগে না এইসব ।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:


গত সপ্তাহে পদ্মা ৮/১০ টা গ্রাম ও কয়েক'শ বিল্ডির গলাধকরণ করে ফেলেছে; কোন সাহসে শেখ হাসিনা ওখানে উনার নাম লিখতে চায়? পদ্মা হলো 'কীর্তিনাশা"; শেষে, রেগেমেগ আমদের সেতুটাও খেয়ে ফেলবে।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৭

জুন বলেছেন: আজকাল এদেশের মানুষের আর কিছুই মনে হয় না চাঁদগাজী । তারা সর্বংসহা হয়ে উঠেছে । চামড়ার পুরুত্বে গন্ডারকেও হার মানিয়েছে । সুতরাং কিসের নাম কার নামে হলো সেসব নিয়ে চিন্তা করার অবকাশ নেই যাদের ঘরে ঘরে লক্ষ লক্ষ বেকার ছেলেদের বসবাস, সেখানে অসহায় বাবা মা চোখের জল ফেলে শেষ ভরসা সেই সর্বশক্তিমানের কাছে হাত পেতে থাকে।
আপনি এসব নিয়ে লেখা ছেড়ে গল্প কবিতা লিখুন । সেগুলো আপনার হাতে খোলতাই হয় দারুন ।
+

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

চাঁদগাজী বলেছেন:


আসলেই, গল্ল টল্প লিখলেই ভালো হতো, অনেকই আমার টুকটাক কাহিনীগুলোর জন্য বেশ উৎসাহ দিয়েছেন আমাকে!

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৩২

বালাম সিটিকে বলেছেন: স্মৃতিতে থাকিব অমলিন, তাতে নামে কিবা আসে যায়
জাতীর হৃদয়ে তুমিযে অমর,নামে কিবা আসে তায়

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


পদ্মার আরেক নাম "কীর্তিনাশা", কারো কীর্তি রাখবে না পদ্মা

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যে কোন রাষ্ট্রপ্রধান বড় স্থাপনা নিজের নামে রাখতেই পারেন। এটা দোষের কিছু নয়। বিশ্বের অনেক জায়গায় নেতাদের নামে স্থাপনা আছে। তাছাড়া পদ্মা সেতু'র জন্য আওয়ামী লীগ লুটপাট করলেও কৃতিত্ব দাবী করতে পারে...

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু আওয়ামী লীগের অমর কীর্তি নয়, সমস্যার কীর্তি; উহাতে নাম থাকলে সমস্যা হবে; অনেককেই সেতু হওয়ার পর, নিজের নাম মুছতে ব্যস্ত থাকবেন।

১৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

সনেট কবি বলেছেন: নামে নয় গুণে পরিচয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


পদ্মা গ্রামের পর গ্রাম খেয়ে ফেলেছে, রাজার বাড়ী খেয়ে ফেলেছে্, আমাদের ৩ বিলিয়ন ডলার বেশী খেয়ে ফেলেছে।

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা বলেন নি- পদ্মা সেতুর নাম তার নামে রাখতে হবে। এটা কাদের সাহেবের আবদার।
নামে কিছু যায় আসে না, কর্ম টাই আসল। যার কর্ম সুন্দর তার সব সুন্দর।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


মানুষ চাইলে একদিন উনার নাম যোগ হতে পারে! এখন উনার নামে এসব বলে কাদের সাহেব শেখ হাসিনার জনপ্রিয়তা কমাচ্ছে।

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: একটা বিশ্ব‌বিদ্যালয় হ‌তে চ‌লে‌ছে উনার না‌মে জা‌নেন?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


উনাকে উনার বাবার মতো অপ্রিয় করার ষড়যন্ত্র চলছে, মনে হয়

১৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ওবায়দুল কাদেরের ঘিলু এত কম কেন???

"ব্যক্তিনামে সেতুর নাম করাটা আমার কাছেও ভালো লাগেনি । এতে শেখ হাসিনার জনপ্রিয়তা কমবে।



মোহাম্মদ সাজ্জাদ হোসেনবলেছেন: একটা বিশ্ব‌বিদ্যালয় হ‌তে চ‌লে‌ছে উনার না‌মে জা‌নেন?
উনি নিজের নামে, সেনানিবাসও করেছেন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


সেতু নিয়ে লিখতে বলার জন্য ধন্যবাদ।

আওয়ামী লীগের ইতিহাসে এই ধরণের কোন ব্যবসায়ী পরিবার থেকে কোন সেক্রেটারী নেয়া হয়নি; শেখ হাসিনা গবুচন্দ্রদের পছন্দ করেন।

১৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৫

মিখু হোসাইন তিতু বলেছেন: কথা ঠিক..
পদ্মা সেতুই শ্রেয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


মানুষ যেই নামে ডাকে, সেটাই নাম; বাকীগুলো অকাম

১৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৮

পুলক ঢালী বলেছেন: ব্যক্তি তোষনের রাজনীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাড়ায় এবং তার ফলাফল কি হয় দেখার অপেক্ষায় থাকা ছাড়া গত্যান্তর নেই। নির্বোধ প্রস্তাব।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিাকে ভিলেজ পলিটিক্সে পরিবর্তন করা হয়েছে; এখন উহার প্রয়োগ চলছে

২০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫

নূর আলম হিরণ বলেছেন: ওবায়দুল কাদের সেক্রেটারি, পার্টির প্রধানকে খুশি করতে চাচ্ছেন।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, ওয়ায়দুল কাদের সুক্ষ্ম ষড়যন্ত্র করছে; শেখ হাসিনা অযোগ্য লোককে আওয়ামী লীগের সেক্রেটারী করেছেন। ওবায়দুল কাদের নিজগুণে ভোটে জয়ী হতে পারবে না।

২১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: পদ্মাসেতু মানুষের টাকায় হচ্ছে, মানুষের দেয়া নামটা থাকুক; ভাল লেগেছে কথাটা। দেশের উন্নয়ন দেশের মানুষের টাকা দিয়ে হয় আর দেশের মানুষের জন্যই করা হয়। তাহলে কেন সেই মানুষগুলই বা বঞ্চিত থাকবে?

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:


মানুষের সম্পত্তি, মানুষ প্রাকৃতিকভাবে যে নাম দিয়েছেন, মানুষ সেটাই মনে রাখবেন; যার নামই জোর করে দেয়া হবে, সেই নাম মানুষ উচ্চারণ করবেন না।

২২| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
৭১এ মুক্তিযুধের পর কোন কিছুই নামকরন মুজিবের নামে হয় নি।

৭৫এ মুজিব হত্যার পর হত্যাকারি ও দোসররা নামকরন রাজনীতি শুরু করে।
কুর্মিটোলা বিমানবন্দরের নাম বদলে জিয়ার নাম দেয়া হয়, চন্দ্রিমা উদ্দ্যান জিয়াউদ্দ্যান হয়ে যায়।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৩

চাঁদগাজী বলেছেন:


জিয়া উদ্যানের পুরানো নাম ফিরিয়ে আনা হচ্ছে না কেন, বুঝা মুশকিল।

২৩| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৪

ভ্রমরের ডানা বলেছেন:



নাম নিয়া চুলকানি যাচ্ছে না। কাম দেখেন না আইছেন নাম নিয়া.... টিপিক্যাল ব্যাংগালি!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


বাচ্চারা বালুচরে নাম লিখে

২৪| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ২:০১

সূর্যালোক । বলেছেন: বলেছিলেন অনুগল্পের পাশাপাশি ছোট গল্প লিখতে চেষ্টা করতে । করলাম । কিছু বলার অনুরোধ ।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৭

চাঁদগাজী বলেছেন:



আপনার গল্প পড়েছি; ভয়াল প্লটের গল্প মোটামুটি ছোট গল্পের মাঝে পড়ে না; সামাজিক প্লট দেখতে পারেন।

২৫| ০১ লা অক্টোবর, ২০১৮ ভোর ৪:০৯

কাওসার চৌধুরী বলেছেন:



এদেশে 'গণতন্ত্র' দলীয় প্রদানের পদলেহন করা; বাকি নেতাদের নিজেকে উনার সবচেয়ে উপযুক্ত খাস গোলাম হিসেবে উপস্থাপন করা। এজন্য "ম্যাডামদের' সুনজরে পড়ার জন্য কত কীর্তিকলাপ জাতি দেখেছে, সামনের দিনগুলোতে তা আরো বাড়বে। এদেশে গণতন্ত্র হলো, নেতা/নেত্রী পূজা আর নিজের চৌদ্দ গোষ্ঠীর জন্য আখের গোছানো; এখানে আবাল পাবলিক শুধু ভোটার মাত্র।

আমি মনে করি, পদ্মা সেতু কোন ব্যক্তির নামে নামকরণ করা ঠিক হবে না। কারণ, এ সেতুর মালিক দেশের জনগণ। সরকার হলো ঠিকাদার মাত্র।

০১ লা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ ইহাকে 'পদ্মাসেতু' নাম দিয়েছেন, ওখানে কারো নাম ঝুললে মানুষ তা পছন্দ করবে না নিশ্চয়ই

২৬| ০১ লা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৯

আমিনভাই বলেছেন: আমি আওয়ামীলীগ এর আদরশ বলতে প্রথম দেখি জগরা ফেসাদ করো আর অহংকার করো । এইটাই প্রথম দরশন আওয়ামীলীগ এর। আর হাসিনার আদরশ বলতে হিংসা আর প্রসংসা প্রীয় আর মিথ্যা বলা। যেভাবেই হোক হ্মমতায় এসেছেন কাটালেন ১০ বছর। যদি মনে কোন ভাল আদরশ থাকতো তবে পাতো ১০ বছরে মানুষের মন জয় করতে। আমরা ভুলে যেতাম যে আমার ভোট নেই তো কি হয়েছে। ১০ বছরে ওনার দল কয়েএক লহ্ম প্রসংসাই করেছেন । একবারো বলেনি আপনারা কি করছেন আমি বাচবো করমে। বরতমানে যেইসব মুরুখ্য দের দিয়ে চালাচ্ছেন একটু ভেবে দেখবেন আসলে তিনি দেশ প্রেম করেন নাকি পতিশোধের নেশা পুরা জাতিটার প্রতি?

০১ লা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



শুরুতে, শেখ হাসিনা ঠিক দেশ চালাতে আসেননি, উনি এসেছিলেন দুষ্টদের বিচার করতে; সেটা হয়ে গেছে; এখন উনার দরকার মানুষের জন্য দেশ চালানো; নাম বদলানো ইত্যাদি মানুষের জন্য কোন দরকারী কাজ নয়, এগুলো বরং উল্টো কাজ; উনাকে সেটা বুঝতে হবে নিজের থেকে; কারণ, উনি মানুষের কথা শোনার মত ইনস্ট্রুমেন্ট রাখেননি।

২৭| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

রক বেনন বলেছেন: কর্ণফুলীর উপর এই পর্যন্ত তিনটি সেতু করা হয়েছে। সর্বশেষ সেতুর নাম - তৃতীয় কর্ণফুলী সেতু। তাতে তো কারোর জাত যায়নি। তো পদ্মা নদীর উপর নির্মিত সেতুর নাম পদ্মা সেতু হলে ক্ষতি কোথায়? কাদের সাহেব মনে হয় সাঃ সম্পাদকের পদ পেয়ে খুশিতে আটখানা!! বুঝি বুঝি। আমরাও কিছু কিছু বুঝি!!

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:


কাদের সাহেব শেষে খোন্দকার মোস্তাকে পরিণত না হলেই হলো

২৮| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

কানিজ রিনা বলেছেন: পদ্মাসেতু বনাম শেখহাসিনা দিলে খারাপ
হয়না। যেসব মানুষ হাসিনাকে পছন্দ করেনা
তারা পদ্মা সেতু বলবে। পছন্দ করা মানুষ
হাসিনা সেতু বলবে। এখনো যমুনা সেতু
বলতে শুনেছি নব্বইভাগ মানুষকে, বঙ্গবন্ধু
সেতু খুব কম মানুষই বলে। সেইহেতু
প্রধান মন্ত্রীর বিবেচনা বোধই যথেষ্ট।
এই উবাদুল কাদের মাঝে মাঝে এমন
সব বুলি আওরায় যা আওয়ামীলীগ দলের
খাটো করা ছারা আর কিছুনা। ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের ইতিহাসে এমন অদক্ষ সেক্রেটারী আর ছিলো না; শেখ হাসিনার জনপ্রিয়তা কমানোর চেষ্টা হচ্ছে, মনে হয়।

২৯| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

এস এম ইসমাঈল বলেছেন: ওবায়দুল তুমি কাদের? মানে আমি বলতে চাইছি ওবায়দুল কাদের, কাদের পক্ষের হয়ে এটা করতে চাইছেন।
মাওলানা ভাষানীর নামে করা নভোথিয়েটার
চীন বাংলাদেশ মৈত্রী আন্তরজাতিক সম্মেলন কেন্দ্র,
বঙ্গবন্ধুর নামে করার আদৌ কোন প্রয়োজন ছিল কী?
বেহুদা নামকরণের এসব বাজে ঝামেলা থেকে জাতি নিস্তার চায়।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২

চাঁদগাজী বলেছেন:


সাড়ে ৬ বিলিয়ন ডলারের সেতু হচ্ছে, টাকাটা তারা ভাগযোগ করে নিচ্ছে, জাতিকে 'উপহার' দিচ্ছে নামটা

৩০| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১০:৫৬

ব্লু হোয়েল বলেছেন: ষোল কোটি মানুষের দেশে চৌদ্দ কোটি মানুষকে মোবাইল ফোন কে দিয়েছে ?
দালালদের উত্তরঃ শেখ হাসিনা.......
এটাই নির্লজ্জ চাটুকারিতার উৎকৃষ্ট উদাহরণ ।

০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:০০

চাঁদগাজী বলেছেন:


বিনা প্রয়োজনে জাতি বেশী মোবাইল ব্যবহার করছে, ৪/৫ বিলিয়ন ডলার অন্যেদের পকেটে চলে যাচ্ছে, জাতি অকারণে বকবক করছে, পর্ণ দেখছে।

ওবায়দুল কাদের আওয়ামী লীগের ইতিহাসে, সবচেয়ে অদক্ষ সেক্রেটারী

৩১| ০১ লা অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যমুনা সেতুর কত নাম হল। মানুষ সেই যমুনা সেতু নামেই ডাকে। লাভ আছে কোন? নাই।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:


লাভের মাঝে একটা হবে, শেখ হাসিনার প্রতি বিরক্ত হবেন অনেক মানুষ

৩২| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৩

হাসান রাজু বলেছেন: আমি নিশ্চিত, আপনি একজন সাচ্চা আওয়ামী সমর্থক। কোন ভাবেই চান না হাসিনার নাম ডুবোক ।
কিন্তু ব্যাপার হল, রাজনীতিতে আপনার যুক্তি টিকে না।
আপনি যেটা বললেন, নেত্রি ডজন খানেক সন্মানজনক ডক্টরেট ডিগ্রি বগলদাবা করায় মানুষ হেসেছে ! এটা সাময়িক । আওয়ামী সমর্থক এটাকে হাতিয়ার হিসেবে ব্যাবহার করেছে। তাদের নেত্রি বেগমের মত এইট পাশ না (আপনিও এটা বলে শান্তি পান)। আর ভবিষ্যতে আওয়ামী ইতিহাসবিদরা তার ডজন খানেক ডিগ্রির সার্টিফিকেট দেখিয়ে বলবে যে, বাঙালি কত শিক্ষিত, উদার আর শান্তিপ্রিয় একজন নেত্রি পেয়েছিল।
শেখ হাসিনা সেতু'র ইতিহাসে লিখবে, পদ্মার বুকে একটা সেতু কেউ করতে পারেনি। শেখ হাসিনা বিশ্বব্যাংক, আমেরিকার মত শক্তিধরদের ষড়যন্ত্র জয় করে এই সেতু করেছেন। জনগণ শেখ হাসিনাকে ভালবেসে এই সেতুর নাম দিয়েছে শেখ হাসিনা সেতু। তখন এই ইতহাস পড়ে মনে জাগবে, যাক এদেশের পূর্বতনরা অন্তত শেখ হাসিনাকে এতটুকু সম্মান অন্তত দেখিয়েছে ।

তখন একটু বেশি ইতিহাস ঘাঁটা লোক (যার প্রফাইলে থাকবে লাঙলের অতি উন্নত প্রযুক্তির কোন যন্ত্রের ছবি, আর পোস্টে সাঁটা থাকবে অপ্রাসঙ্গিক ভাবে কোন নিশাচরের ছবি।) ব্লগে ম্যাওপ্যাঁও করে বলবেন, এই জাতির একটা অংশ সব সময় ছিল নেমক হারাম টাইপের । তারা পদ্মার বুকে একটা সেতু আর সেতু সেটা ও শেখ হাসিনার নামে করতে দিতে চায় নি । কিন্তু ইতিহাস বলে, হাসিনার মত রাষ্ট্র নায়ক না থাকলে এই সেতুর জন্য আরও অন্তত ৫০ বছর অপেক্ষা করতে হত।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা শিক্ষিত হচ্ছেন, তাদের এনালাইসিস ক্ষমতা হবে অনেক শক্তিশালী। পদ্মাসেতু নিয়ে ভয়ংকর বদনাম হবে অনেকের।

গতকাল কবি জালাল উদ্দিন রুমির উপর একটি পোষ্ট ছিল ব্লগে, উহাতে ব্লগার লিখেছিলেন যে, কবি রুমি ও দরবেশ শামস তাবযেয়ীর ১ম সাক্ষাতের সময়, কবির হাতে একটি বই ছিল দর্শেনের উপর; দরবেশ বইটিকে স্পর্শ করেন, উহা কোরানে রূপান্তরিত হয়ে যায়; ৭০০ বছর আগের ঘটনা; কিন্তু ৭০০ বছর পরেও, উহা যে, ভুল ছিল তা বুঝতে আমার অসুবিধা হয়নি

৩৩| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: যে নামেই হোক সেতুর কাজটি সমাপ্ত হওয়া দরকার।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


সেতু হচ্ছে, সেতু পাবেন, সাথে পাবেন ৫০/৬০ জন সুপার ধনী

৩৪| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৪

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আসসালামুআলাইকুম,
আপনাদের আলোচোনার মাঝে আমি ও কিছু বলতে চাই,
শেখ হাসিনা ও শেখ রেহানা চেয়েছেন পদ্মা নদীর নামে সেতুর নামকরণ, কিন্তু নামকরণ বিষয়ে জনগণের মতামতকেই সমর্থন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী
বিস্তারিত জানতে চাইলে এই খবরটি পড়তে পারেন।
ধন্যবাদ
জনমতের ভিত্তিতে পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: কাদের

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


ওবায়দুল কাদের, রিজভী সাহেব, মির্জা ফখরুলদের জনতা হলো উনারা নিজেই, এগুলো পিগমী বুদ্ধিজীবি

৩৫| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫২

আখেনাটেন বলেছেন: চাটুকারীতায় পুরো জিহ্বা ডুবিয়ে দিয়ে ফায়দা তোলায় তো তাঁবেদারী নেতাদের কাজ। নেত্রীও এতে পুলকিত হন। আপনি শুধু শুধু বেজার হয়ে বাজার গরম করতে চাচ্ছেন। আপনি লোক সুবিধার না।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


ওবায়দুল কাদের সাহেবকে খোন্দকার মোস্তাকের ভুমিকায় দেখলে মানুষ হতবাক হবে না

৩৬| ০১ লা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আসসালামুআলাইকুম
আমি দুঃখিত আমার আগের মন্তব্যটিতে আমি লিংকটি সঠিক ভাবে সন্নিবেশ করতে পারি নি
আপনাদের আলোচোনার মাঝে আমি ও কিছু বলতে চাই,
শেখ হাসিনা ও শেখ রেহানা চেয়েছেন পদ্মা নদীর নামে সেতুর নামকরণ, কিন্তু নামকরণ বিষয়ে জনগণের মতামতকেই সমর্থন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী
বিস্তারিত জানতে চাইলে এই খবরটি পড়তে পারেন।
"জনমতের ভিত্তিতে পদ্মা সেতুর নাম হবে ‘শেখ হাসিনা পদ্মা সেতু’: কাদের"
অথবা আজকের প্রসঙ্গ এই সাইটিতে দেখুন
ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


আমি বিডি-নিউজে ওবায়দুল কাদের সাহেবের "জনতা যদি চায়" ইত্যাদি ম্যাঁওপ্যাঁও কথা পড়েছি, উনি এই যুগের গবুচন্দ্র

৩৭| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: পদ্মাসেতু সম্পর্কে আপনার জ্ঞান পদ্মের বুকে ভাসমান কচুরীপানার সমান; পদ্মাসেতু মানুষের টাকায় হচ্ছে, মানুষের দেয়া নামটা থাকুক।
এই মানুষই যদি ভালোবেসে শেখ হাসিনা পদ্মা সেতু রাখে তাতে কার মাথায় ঠাডা পরবে!! বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে যেমন বাংলাদেশ স্বাধীনতার স্বাধ পেতনা্ তেমনি বিশ্ব ব্যাংক যখন পদ্মা সেতুর অর্থায়নে মুখ ঘুরিয়ে নিলো তখন শেখ হাসিনার সাহসী উদ্যোগ না নিলে জীবনেও পদ্মা সেতু চোঁখে দেখতেন না। অবশ্য আপনার চোঁখের মাথাতো আগেই খেয়েছেন!

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু ভেসে গেলে আপনার পো্ষ্ট শুরু হওয়ার কথা, চীনারা সুইংগামের গ্লু ও প্লাষ্টিক দিয়ে খেলনা তৈরি করছে, শীঘ্রই আপনার পোষ্ট লেখার সময় আসবে।

পদ্মার ফাইন্যান্স আপনার এই জীবনে বুঝবেন না; হিন্দুদের মতো পুর্ণজন্মে বিশ্বাস করেন, নবজন্মে যদি গাজীচাঁদ হয়ে জন্মান, তখন বুঝতে পারবেন।

৩৮| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৬

নতুন নকিব বলেছেন:



আপনি কেমন আছেন? অনেক দিন আপনার খোঁজ নিতে পারিনি। চোখের অবস্থা উন্নতির দিকে যাচ্ছে তো, ইনশাআল্লাহ?

পরবর্তী পোস্ট আপনাকে উপহার দেব, ভাবছি।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪১

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, আমি ভালো আছি! চোখ কোনভাবে ভালোর দিকে যাচ্ছে না এখনো, আপনাদের শুভকামনায় ভালো হয়ে যাবো একদিন। আপনাকে নিয়মিত দেখছি ব্লগে, তাই ধরে নিয়েছি যে, আপনি ভালোই আছেন।

৩৯| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: পদ্মাসেতু ভেসে গেলে আপনার পো্ষ্ট শুরু হওয়ার কথা, চীনারা সুইংগামের গ্লু ও প্লাষ্টিক দিয়ে খেলনা তৈরি করছে, শীঘ্রই আপনার পোষ্ট লেখার সময় আসবে।

হায়রে ডিজিটাল যুগের ডেড হর্স!! সুইংগামের গ্লু ও প্লাষ্টিক দিয়ে তৈরি হচ্ছে পদ্মা সেতু !!
এমন উদ্ভট চিন্তা শুধু আপনার উর্বর মস্তির্কেই জন্ম নেয় !! লোক হাসাবেন না!! ভুল বলার চেয়ে
চুপ থাকা ভালো। মূর্খের সাথে তর্ক করা গুণীজনের মানা। তাই আপনাকে করুণা করলাম।

০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

চাঁদগাজী বলেছেন:


আমার মনে হয় না, আমি মুর্খের সাথে তর্ক করছি; আমি আপনার সাথে তর্ক করছি।

সেতু উদ্বোধনের আগে "মেরামত" শুরু হবে; তার জন্য ১/২ বিলিয়ন ডলার বরাদ্দ হবে, তাতে ৫/৭ জন নতুন সুপার ধনী জন্ম নেবে পদ্মায়।

৪০| ০১ লা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৮

তারেক ফাহিম বলেছেন: পরিবর্তন টু পরিবর্তন হয়ে আসছে।

সামনেও পরিবর্তন টু পরিবর্তন ঘটবে :(

০১ লা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


আমরা সেতুর নীচ দিয়ে নৌকা বাইব, উনারা সেতু মেরামত করবেন, নাম লিখবেন।

৪১| ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

মোটা ফ্রেমের চশমা বলেছেন: তামাশার বলিহারি!
তামাশার বলিহারি!

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


পদ্মাসেতু ১৯৭২ সালে শুরু করা যেতো, আমাদের সেই সম্পদ ছিলো।

৪২| ০৫ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০২

অক্পটে বলেছেন: মনের কথাটি জুন বলেছেন ১০ নং কমেন্টে। একদম খাটি কথা।

০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২১

চাঁদগাজী বলেছেন:


ওকে

৪৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: "উহাতে এমনিতেই অনেক গন্ডগোল আছে; উহার যে অবস্থা উহাকে আবুল সেতুও নাম দেয়া যেতে পারে" - :)
উনার নাম মানুষের মনে থাকুক, যা মোছা যায়না সহজে - এটাই আসল লক্ষ্য হওয়া উচিত।
সময়োপযোগী পোস্ট। আপনার এ পোস্ট পরেই হয়তো বা ও,কা সাহেব পিছু টান মেরেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একবারে অযোগ্য লোকের হাতে আওয়ামী লীগের দায়িত্ব দিয়েছেন, ওবায়দুল কাদের নিজে একা ভোটে কখনো জয়ী হতে পারবে না, শেখ হাসিনার নামে ভোট চাইতে হবে।

৪৪| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৫:০২

ভোরের সূর্য বলেছেন: হে হে হে.....একজন পুরাতন অপ্রিয়কে মানুষকে আবার সুক্ষভাবে অপ্রিয় করার ষড়ন্ত্রের কি আছে।

বেক্সিমকোর জন্য অগ্রণী ব্যাংকের বড় ছাড়:৩০০ কোটি টাকা দিলেই বেক্সিমকোর ৫৩০ কোটি টাকার দায় সমন্বয় হবে।
সালমান এফ রহমান বর্তমানে আওয়ামীলীগ সভানেত্রীর(দেশের প্রধান মন্ত্রীও বটে) বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা। মজার বিষয় হচ্ছে বেসরকারি উদোক্তা হিসেবে যার প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠান ঋন খেলাপি। জালিয়াতি করে কাগুজে কোম্পানি করে ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দেয় না, সেই ঋণখেলাপি ব্যাক্তি কিসের যোগ্যতায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন বা থাকেন সেটা খুব জানতে ইচ্ছা করে। :) :)

নিয়োগ বিজ্ঞপ্তি
ভাই আমার একটি তথ্য প্রযুক্তি কোম্পানী আছে। আমিতো ইনফরমেশন টেকনোলজির কিছুই জানিনা তাই আমাকে সাহায্য করার জন্য উপদেষ্টা হিসেবে একজন আইটি বিশেষজ্ঞ দরকার।
আপনার খোঁজে কেউ আছে কি? তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞের যোগ্যতা হিসেবে ইতিহাস,আন্তর্জাতিক সম্পর্ক, সমাজ বিজ্ঞান, রাষ্ট্র বিজ্ঞান ইত্যাদি বিষয়ে স্নাতক এবং স্নাকোত্তর করা কাউকে চাচ্ছি। আপনার পরিচিত কিংবা আত্মীয় কিংবা আপনার ছেলে বা মেয়ে কেউ থাকলে বলবেন। আমার কোম্পানীটি ঢাকায় অবস্থিত কিন্ত তিনি যদি এন্টার্কটিকা মহাদেশের স্থায়ী বাসিন্দাও হয়ে থাকেন তাতেও সমস্যা নাই। বছরে ২/১ বার আমার অফিসে আসলেই হবে।

পুনশ্চ: যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানোর কিছু নাই। কিছু জায়গায় হাত দেয়ার ক্ষমতা ওবায়দুল কাদেরেরও নাই। যার হাত দেয়ার ক্ষমতা একমাত্র সেই দ্বায়ী। মনে আছে বাচ্চা দুটো যখন বাস চাপায় মারা গেছে, তীব্র আন্দলন শুরু হয়েছে নৌমন্ত্রীর মাফ চাওয়া এবং নিরাপদ সড়কের দাবি নিয়ে, তখন মমতাময়ী মা তার ছেলেকে সাথে নিয়ে ছেলের নামে ভূ-উপগ্রহ কেন্দ্র উদবোধনে ব্যস্ত!!!

০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:১৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার চারিদিকে দুষ্ট লোভীরা লবিষ্ট লাগিয়ে রেখেছে, এইগুলো বুঝার মতো মগজ উনার আছে বলে আমার মনে হয় না।

৪৫| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৫

ভোরের সূর্য বলেছেন: যে দুটো উদাহরণ দিয়েছি সেটি তার একান্ত নিজের ডিসিশান। ওখানে অন্য কারো লবিষ্ট কিংবা তোষামোদকারীর দরকার নাই। এসবের জন্য মিনিমাম মগজ থাকাই যথেষ্ট।
খুব স্পষ্ট এবং পরিস্কার নিয়োগ। একমাত্র সুনির্দিষ্ট কারণ ছাড়া কোনভাবেই আন্তর্জাতিক সম্পর্ক থেকে পাশ করা ছাত্র একটা দেশের প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা!!!! আর প্রমাণিত ঋন খেলাপি যে কিনা প্রাক্তনও নয়, এখনও ক্রমাগত চালিয়েই যাচ্ছে সেই দেশের প্রধানমন্ত্রীর বেসকারীকরণ উপদেষ্টা কিভাবে সম্ভব!!! তোষামোদকারি, চাটুকাররা বল্লেও তো এ নিয়োগ সম্ভব না।যার বোঝার বয়স কেবল শুরু হয়েছে সেও বুঝবে কি কারণে এই নিয়োগগুলো।

০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা "বিষয় ও দক্ষতা" ভিত্তিক নিয়োগ দেন বলে মনে হয় না; উনার দরকার, উনার সিকিউরিটি, লয়েলিটি ও তল্পীবাহক

৪৬| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০

গগণ আলো বলেছেন: এটা কি তারা বুঝেই করছে নাকি চাটুকারিতার অংশ হিসাবে করছে?

০৯ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


এটা আসলে ছিল শেখ হাসিনাকে অপ্রিয় করার প্রচেষ্টা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.