![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
আমরা ব্লগারেরা বেগম জিয়া যাতে সুচিকিৎসা পান, সে নিয়ে অনেক পোষ্ট লিখেছি; কোন বাংগালী চাহেন না যে, ৭৩ বছর বয়স্ক বেগম জিয়া জেলে রোগে ভুগতে থাকুক। আমরা ব্লগারেরা এই দেশের সবচয়ে সচেতন ও ভাবনাশীল জেনারেশন, আমরা বেগম জিয়ার চিকিৎসার অধিকারের কথা বলেছি। অবশেষে বেগম জিয়াকে হাসপাতালে নেয়া হয়েছে, উনার চিকিৎসা শুরু হয়েছে!
কিন্তু আমরা এই দেশের ৬৩ বছর বয়স থেকে শুরু করে, ৭৩ বছর বয়সের ১ কোটী মহিলার চিকিৎসার পক্ষে কোনদিনও লিখিনি; বেগম জিয়া মুলত: বাত রোগে ভুগছেন; উনার চিকিৎসকের কথা সত্য হলে, উনি খুবই মৃদু হার্ট এ্যাটাকে ভুগেছেন। গ্রামের মোটামুটি পরিবারগুলোতে এই বয়সের মহিলারা হয়তো জীবনে একবারও "গাইনী" ডাক্তারের কাছে যাবার সুযোগ পাননি, মৃদু হার্ট এটাক হলে কেহ জানেনি!
বেগম জিয়া জেলে বসে, ভাবার জন্য প্রচুর সময় পেয়েছেন, পাচ্ছেন; উনি কি কখনো ভেবেছেন যে, উনার শাসনকালে, কতকোটী মহিলা জীবনে একবারও "গাইনী" ডাক্তারের কাছে যাবার সুযোগ পাননি? উনি কি আজ ভাবছেন, ৫৩ বছর বা তার বেশী বয়সের কত কোটী মহিলা বাত রোগে ভুগছেন? উনি কি কখনো বুঝতে পেরেছেন যে, রাষ্ট্র চাইলে যেকোন সময়ে ৬৩ থেকে ৭৩ বছরের মহিলাদের ডাক্তারের কাছে পাঠাতে পারে; আমাদর সম্পদ তার
সেইদিন উনার এক আইনবিদ উনার সাথে আইনী আলাপ করতে জেলে গিয়েছিলো, বেগম জিয়া আইনী ব্যাপারে কথা না বলে, বলেছেন, "আমাকে কেন হাসপাতালে নেয়া হচ্ছে না?" বুঝতে পারছেন, উনার কষ্টের কথা! এই কথা শুনে আমি মনে খুবই কষ্ট পেয়েছিলেম; এই ব্লগে বেগম জিয়ার জেল চেয়ে আমি বেশী পোষ্ট দিয়েছি, উনার জেল হওয়াতে আমি খুবই খুশী হয়েছি; কিন্তু উনি অসুস্হ হওয়ায় ব্যথিত হয়েছি, উনি হাসপাতালে যাওয়াতে আমার ভালো লাগছে!
বেগম জিয়া হাসপাতালে থাকা অবস্হায় অনেক রাজনৈতিক বক্তব্য দেবেন, উনি নির্দোষ এই কথা বলবেন, বলবেন যে, উনি হিংসার শিকার; কিন্তু উনার কাছাকাছি বয়সের ১ কোটী মহিলার যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে, এটা কি একবার হলেও বলবেন? ঐ ১ কোটী মহিলা তো কারো যহিংসার শিকার নন, তারপরও ঐসব মহিলাদের চিকিৎসা হচ্ছে না কেন?
উনি যেদিন থেকে উনার নিজের চিকিৎসার কথা বলে আসছেন, সেদিন থেকেই যদি উনি উনার কাছাকাছি বয়সী ১ কোটী মহিলার চিকিৎসার কথা বলতেন, উনাকে একজন বুদ্ধিমান মহিলা বলা যেতো; দুর্ভাগ্যক্রমে সেটা উনার মাথায় আসেনি।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
এখন ভাবেন, এই মহিলা ১০ বছর প্রাইম মিনিষ্টার ছিলেন, ১০ বছর বিরোধী দলে ছিলেন, ৩৭ বছর বিএনপি'র সভাপতি; উনি জাতির জন্য কি ভেবেছেন, উনার সম বয়স্ক মহিলাদের চিকিৎসার জন্য কি ভেবেছেন, একটা কিশোরীর জন্য কি করেছেন ৩৭ বছরে!
২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
স্রাঞ্জি সে বলেছেন:
আপনার আজ এই অত্যধিক পেলাস।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমি প্লাস ম্লাস নিয়ে মাথা ঘামাই না
৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
আরোগ্য বলেছেন: চাঁদগাজী ভাই আপনার বক্তব্য সুন্দরভাবে তুলে ধরেছেন। মূলত কোন নেত্রীই এদেশে মৌলিক চাহিদার সুব্যবস্থা করতে পারে নি।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার কোনদিন কারো মৌলিক চাহিদা পুরণের জন্য রাজনীতিতে আসেননি, উনি এসেছিলেন মুলত: উনার বাবার ও পরিবার হত্যার বিচার করার জন্য, এবং সেটার খুবই দরকার ছিলো
৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪০
সৈকত জোহা বলেছেন: বাংলাদেশের মহিলাদের গড় আয়ু কত। বয়স্কদের নিয়া চিন্তা করে সময় নষ্ট করেননি । কিশোরীদের জন্য সম্ভবত কত ক্লাস পর্যন্ত ফ্রি করেছিলেন
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, আপনি কিশোরী!
উনার আমলে ৮ বছর বয়স থেকে ১৫ বছরের ৬/৭ লাখ কিশোরী "চাকরাণীতে" পরিণত হয়েছে; অথচ ওদের ডিগ্রি অবধি পড়ানোর মত সম্পদ জাতির কাছে ১৯৭২ সাল থেকেই ছিলো।
৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ বেগম জিয়া বলবেন যে, উনি হিংসার শিকার; কিন্তু উনার কাছাকাছি বয়সের ১ কোটী মহিলার যে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে, এটা কি একবার হলেও বলবেন? ঐ ১ কোটী মহিলা তো কারো যহিংসার শিকার নন, তারপরও ঐসব মহিলাদের চিকিৎসা হচ্ছে না কেন?
প্রশ্নটা শেখ হাসিনাকে করা দরকার।
প্রধানমন্ত্রী এসি রুমে বসে উন্নয়নের মহাসড়ক দ্যাখেন। এদিকে জনগণ যে কষ্টে আছে উহা তিনি দেখতে পান না।।
এই মহিলাদ্বয়কে রাজনীতি থেকে অবসর দেয়া হোক। উনারা অনেক দেশ সেবা করেছেন, আর কত?
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
ওটা আরেক মগজহীন! সেটা ভোটের চাপে আছে, এটা তো বসে বসে খাচ্ছেন আর ঘুমাচ্ছেন, হাতে অফুরন্ত সময়।
৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১
সৈকত জোহা বলেছেন: জাতির এত সম্পদ থাকলে ডিগ্রি পর্যন্ত পড়াই নাই কেন।
যার যে ভূমিকা সেটা স্বীকার করতে অসুবিধা কোথায়
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
চাঁদগাজী বলেছেন:
উনি যা সম্পদ দেখেছেন, সেটা দখল করে, লুকানোর চেষ্টা করেছেন; মাথায় মগজ টগজ কিছুই নেই
৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
বাকপ্রবাস বলেছেন: আপনার ভালো চিন্তানে বেগম জিয়ার ছাচে কেন ছেকে নিতে হবে!!! ভালো চিন্তাটা এমনিতেই কিভাবে প্রয়োগ করা যায় সেটা ভাবা উচিত। বিগম জিয়ার কারনে আপার কাছে একটা ভালো চিন্তার জন্ম হয়েছে, বৃদ্ধদের চিকিৎসা সুবিধা প্রয়োজন। ব্যাপারটা হাসিনা সরকারের কাছে আবেদন করা যায়, বেগম জিয়া এখন বৃদ্ধ বয়স। ওনাকে এখানে না জড়ানোই উচিত।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়াকে জড়ানো হচ্ছে না, উনি জড়িয়ে আছেন, এটার থেকে মুক্তি নেই।
শেখ হাসিনাকে কিছু বলা মানে দেয়ালকে বলা; তবে, শেখ হাসিনাও ফল পাবেন।
৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
সৈকত জোহা বলেছেন: শুধু উনি না , ৯৯ভাগ বাংলাদেশীদের মাথায় মগজ নেই।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
মগজ থাকলে জাতি এতো পেছনে পড়তো না।
৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
আবু হাসান লাবলু বলেছেন: উনি এখন রাজনীতির চেয়ে নিজের শারীরিক অবস্থা নিয়ে বেশী চিন্তিত।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
চাঁদগাজী বলেছেন:
উনার একার চিকিৎসার জন্য যেই পরিমান "রিসোর্সের" দরকার হচ্ছে; তাতে ৫ হাজার মহিলার চিকিৎসা করা সম্ভব।
উনার বয়সী ১ কোটী মহিলার চিকিৎসার দরকার আরো জরুরীভাবে।
১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০১
আরোগ্য বলেছেন: আসলেই বাবার প্রতিশোধ নেয়ার সাথে সাথে দেশের শিক্ষা, চিকিৎসা, পরিবহন সব ব্যবস্থা ধ্বংস করেছেন।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা কইছু ধ্বংস করেননি; তবে, দরকার অনুসারে সরকারী টাকাকে কাজে লাগিয়ে জনসাধারণের অধিকার পুরণ করেননি।
২ লাখের সমত পরিবারকে অসম সুযোগ দিয়ে, সম্পদ দখলে সাহায্য করেছেন।
১১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১২
আবু হাসান লাবলু বলেছেন: উনার একার চিকিৎসার জন্য যেই পরিমান "রিসোর্সের" দরকার হচ্ছে; তাতে ৫ হাজার মহিলার চিকিৎসা করা সম্ভব।
উনার বয়সী ১ কোটী মহিলার চিকিৎসার দরকার আরো জরুরীভাবে।
এই কথাগুলো এখন বেগম জিয়ার চেয়ে শেখের বেটী ভাবলেই বেশী লাভবান হবেন।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
শেখের বেটী নামটা বড়, ভাবনাটা অত বড় নয়, বাপের মতই কথা বেশী বলেন, কাজের বেলায় খবর নেই
১২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সৈকত জোহা বলেছেন: শুধু উনি না , ৯৯ভাগ বাংলাদেশীদের মাথায় মগজ নেই।
ব্লগার সৈকত জোহার সাথে একমত।
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
ওটাই সঠিক; না হয়, জাতি কি করে এমন নৈরাজ্যের সৃষ্টি করে!
১৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
সনেট কবি বলেছেন: তাঁরা জনগণের ভাবনার জায়গায় থেকে জনগণের কথা ভাবেননি বা এখনো ভাবেননা।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬
চাঁদগাজী বলেছেন:
সেইজন্য জেলই উনাদের স্হায়ী ঠিকানা হলে ভালো হবে।
১৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
নজসু বলেছেন: আমার মনে হয় বেগম জিয়া এই মুহুর্তে পৃথিবীর মধ্যে
সবচেয়ে অসহায়।
কর্মফল বলে একটা কথা আছে।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
হাতী মরলেও কোটী তাকা দাম; সামান্য বাতের ব্যথা সারতে ৫০ জন ডাক্তার, ২ হাজার পুলিশ, ১০ টা মন্ত্রী কাজ করছে
১৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
রাকু হাসান বলেছেন:
লীগ যতটা অসুস্থ বলছে জিয়া এতটা অসুস্থ না । আবার দল যতটা বলছে সেটাও মনে হয় ঠিক না । বেশি বলছে । তবে চিকিৎসার অবহেলা হচ্ছে আমার মতামত ।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
লীগ ও বিএনপি'র সবাই মিথ্যুক
১৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৫
শাহিন-৯৯ বলেছেন:
হাসপাতাল থেকে বাসায় ফেরার সম্ভাবনা আছে কি?
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
ভোটের আগে উনাকে ছাড়ার সম্ভাবনা কম।
তবে, বিএনপি চাইলে হয়তো উনাকে বাড়ীতে থাকতে দিতো; কিন্তু বিএনপি কৌশলে উনাকে জেলে ও হাসপাতালে রেখে মানুষের সিমপ্যাথী পেতে চাচ্ছে।
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
কানিজ রিনা বলেছেন: খালেদার নিয়ে ম্যাও প্যাও প্যাও প্যাও
বাদ দিন। সেতো এখন সরকার প্রধান না।
যে সে চিন্তা করবে দেশের কয় কোটি বৃদ্ধ
বৃদ্ধা বিনা চিকিৎসায় আছে। আপনাদের মত
বয়স্ক মুক্তি যোদ্ধারা কি সরকারী ভাবে সু
চিকিৎসা পাচ্ছে? অন্তত আওয়ামী সরকারের
তো সেই দায়ীত্ব বোধ থাকা প্রয়োজন ছিল।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের জমিদারের লাঠিয়াল হিসেবে গণ্য করে।
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৪
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: মা, পুত্রের রাজনীতি থেকে অবসর নিয়ে সৌদিআরবে বসবাস করাই উত্তম হবে।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩
চাঁদগাজী বলেছেন:
তারেক বড় বড় অপরাধ করেছে, আওয়ামী লীগ টিকে থাকলে, উহাকে অবসরে যেতে দেবে না; বেগম জিয়া ঘোষনা দিয়ে অবসরে গেলে উনার ও দেশের জন্য ভালো হতো
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
রাকু হাসান বলেছেন:
দেখবেন আশা করি
নিজ দেশে ,এভাবে চাটুকারিতার পরিচয় দেওয়া মানে কি ! অন্যভাবেও বন্ধুদের সম্মান দেওয়া যাই ।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬
চাঁদগাজী বলেছেন:
এগুলো কে, কি নিয়ে বলছে?
২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমরা সামন্য সাধারণ মানুষ আমাদের সাথে বিখ্যাত মানুষের তুলনা মানায় না শ্রদ্ধেয়,
আমাদের কাজই কেবল ভোট দেয়া আর নিজের শরীরের রস বেরকরে জীবন সংগ্রামে নিজেকে ব্যস্ত রাখা।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া বিখ্যাত নন, হয়তো কুখ্যাত হতে পারেন।
২১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি ফাতেমা ছাড়া কথা বলার আর কাউকে পান না। আত্মীয় স্বজন, নেতারাও দেখা করেন ৭ দিন/১৫ দিন পর পর। উনি নিশ্চয়ই একাকী অবস্থায় এসব ভেবেছেন। জীবনের এতটা বছর ক্ষমতায় থেকে কী করেছেন আর কী করা উচিত ছিল দেশের জন্য...
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
নেতারা যদি উনাকে বলতেন যে, আপনি ৩৭ বছর বিএনপি চালায়েছেন; আপনি ঘোষনা দিয়ে অবসরে যান; সেটাই হতো সঠিক। ওগুলো নেতা নন, এগুলো উনার মাথার উপরে বানরের দল।
২২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫
হাসান রাজু বলেছেন: কোন এক ব্লগার মুলত দেশের শাসক গুষ্টির অন্যায় অবিচারের মুখে মৃদু গোসসা করে আমেরিকায় চলে গিয়ে শান্তি সুখে ব্লগিং করে চলেছেন । দেশের এমন হাজারো মানুষ শাসক গুষ্টির অন্যায় অবিচারের অতিষ্ঠ হয়েছেন সেই ১৯৭১ এর ও আগে থেকে । তারা যেখানে আমেরিকা যাবার চিন্তার সুযোগ ও পাননি । কখনো কি তাদের সাহায্য করার কথা চিন্তা করেছেন ?
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৭
চাঁদগাজী বলেছেন:
আমি আমার সামর্থের মাঝে করে যাচ্ছি।
২৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: মন্তব্যসহ আপনার আজকের পোষ্ট টি আমার খুব ভালো লেগেছে।
অন্য পোষ্টও ভালো লাগে।
কাল ফখরুল না রিজভি যেন বলল- ৮০ জাহার বন্ধীর মধ্যে নাকি ৭৬ হাজার'ই তাদের দলের লোক।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'তে নিশ্চয়ই রাজনীতিবিদ কোন কালেই ছিলো না, ছিলো চোর, ডাকত, চাঁদাবাজ, দখলদার; ৮০ হাজারের মাঝে ৭৬ হাজার বন্দী থাকা সম্ভব।
২৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫২
রাকু হাসান বলেছেন:
চাঁদপুরে একটি ডিগ্রি কলেজ উদ্ভোবধন করলো । সেখানে ভারতীয় রাষ্ট্রদূত ছিল । জাতীয় ভারতের সংগীত বাজানো হয়েছে । সাথে পোস্টার টা না হয় মানতে পারলাম । ঐ দিন এক মন্ত্রী বাংলাদেশ নিয়ে হুমকি দিল । অথচ আামাদের লীগ টু শব্দ করলো না । মার্কিন রাষ্ট্রদূত কে তো কাজের মেয়ে মর্জিনা বলে দিতে পারে । বিষয়টা আমার খারাপ লাগছে । প্রতিক্রিয়া জানানো উচিত ছিল বলে মনে করি ।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
ভারতেও বাংলাদেশের মতো কিছু ইডিয়ট আছে সরকারে ও রাজনৈতিক দলে; ওদের প্রতি কথায় রিএ্যাকশন করা ঠিক নয়।
বাংলাদেশের কোন অনুষ্ঠানে কোন দেশের জাতীয় সংগীত বাজালে, কোন অসুবিধা হওয়ার কথা নয়।
বাংলাদেশকে কেহ দখল করে নেবে না; ফ্রি দিলেও নেবে না
২৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী বলেছেন: "মগজ থাকলে জাতি এতো পেছনে পড়তো না। "
মগজ থাকলে ইউরি গ্যাগারিনের (প্রথম মহাকাশচারী) মৃত্যূর ৫০ বৎসর পর হাজার হাজার কোটি টাকা খরচ করে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়ে বিশ্ব জয় করে ফেলার মতো নর্তন-কুর্দন করতে পারে একটি জাতি !!!
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
জাতির সম্পদটা কয়েক জনের পকেটে গেলো, এটাই একমাত্র কাজ
২৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০১
মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাল বলেছেন।
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়াকে নিয়ে বিএনপি সার্কাস করছে, আওয়ামী লীগ চিড়িয়াখানা খুলেছে
২৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৫৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: স্যালুট আপনাকে।
সাধারণ মানুষদের নিয়ে কেউ তেমন লেখে টেখে না। যেনো সবাই মেনে নিয়েছে, গ্রামের বঞ্চিত মানুষগুলো সারাজীবন বঞ্চিতই থাকবে! খেয়ে না খেয়ে জীবন কাটাবে!
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩১
চাঁদগাজী বলেছেন:
খবরের কাগজগুলোতে সাধারণ মানুষদের নিয়ে আরব্য রজনীর রূপকথা লেখেন কিছু লোকজন।
২৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:২৬
অনল চৌধুরী বলেছেন: চাঁদগাজী বলেছেন: "মগজ থাকলে জাতি এতো পেছনে পড়তো না। "
মগজ থাকলে ইউরি গ্যাগারিনের (প্রথম মহাকাশচারী) মৃত্যূর ৫০ বৎসর পর হাজার হাজার কোটি টাকা খরচ করে মহাকাশে একটি স্যাটেলাইট পাঠিয়ে বিশ্ব জয় করে ফেলার মতো নর্তন-কুর্দন করতে পারে একটি জাতি !!! -দুইটা তো দুই জিনিস।
তুলনা করলেন কিভাবে?
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
পুরো টাকাটা কিছু লোকের ও কর্পোরেশনের পকেটে গেছে, জাতি টাকাটা হারায়েছে
২৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:০২
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
প্রতিটিই মানুষই তার মৌলিক অধিকার পেতে চায়। তবে বেশীর ভাগ মানুষই পায় না। এটা কার দোষে কে জানে।
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
বাংলার মানুষের সব সম্পদ দখল করেছে প্রশাসন, সরকার ও ব্যবসায়ীরা; দেশকে কলোনিয়েল সিষ্টেমে চালানো হচ্ছে ৪৫ বছর।
৩০| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর বলেছেন। মানুষের প্রতি মানুষের সহমর্মীতা আরও প্রয়োজন।
মগজ ছাড়াই একটা জাতী যুদ্ধে জয়ী হলো, ৪৭ বছর দেশ চালালো, উন্নয়নশীল দেশে পরিণত করলো, অনেক স্বীকৃত অর্জন করল। সেটা কি বাকি ১% মগজ দিয়ে হয়েছে ?
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২১
চাঁদগাজী বলেছেন:
বেশীর ভাগ বাংগালী কোন না কোনভাবে দেশের ক্ষতি করে থাকে।
৩১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৯
মোস্তফা সোহেল বলেছেন: বাংলাদেশকে কেহ দখল করে নেবে না; ফ্রি দিলেও নেবে না[/sb
এইটা দারুন বলেছেন গাজী ভাই
০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
এটা ১০০ ভাগ সঠিক; ৫৬ হাজার বর্গমাইলে ১৭ কোটী মানুষ বাস করেন, কেহই এই ভুমি চাইবে না; যদি কেহ নেয়, সে বিপদে পড়বে!
৩২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২১
জুনায়েদ বি রাহমান বলেছেন: খবরের কাগজগুলো ক্ষমতাসীনদের চাটুকারিতায় ব্যস্ত থাকে। তাদের কাছে আওয়ামী, বিম্পি বলে কোনো কথা নেই। ক্ষমতাই আসল।
তারা জনগণের অধিকার নিয়ে লিখলে, বললে মানুষ নিজেদের অধিকার নিয়ে সচেতন হতো। ক্ষমতাসীনরা চাপে থাকতো।
তাদের চাটুকারিতা & মগজহীনতার কারণে ক্ষমতাসীনরা তাদের চাপে রাখে। স্বাধীনতার পর থেকেই মগজহীন মিডিয়ার একিই অবস্থা।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন:
ওরা যে লিখতে চাহে না, তা আসলে নয়; বানরদের মাথায় মগজই অতটুকু
৩৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৮
সাাজ্জাাদ বলেছেন: খুব দরকারি কিছু কথা বলেছেন।
আওয়ামি আর বিএনপির গত ২ বছরের কথা পর্যালোচনা করুন,
কেউ কি একবারও জনগণের উন্নয়নের কোনও কথা বলেছে?
তারা আছে শুধু পরস্পরের দোষারুপ করতে।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
মানুষের উন্নয়ন করলে, বছরে শতকরা ১৭.৪ ভাগ হারে দেশে সুপের ধনীর সংখ্যা বাড়তে পারে না; বরং সাধারণ মানুষের জমি চলে গেছে বসুন্ধারা হাতে, আলম ব্রাদার্সের হাতে, মানুষকে গড়ে বেশী ঘন্টা কাজ করতে হচ্চে গার্মেন্টস ও অন্যান্য কারখানায়, বেশী পরিমানে টাকা দিয়ে বিদেশে চাকুরী ধরতে হচ্ছে।
৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৭
তারেক ফাহিম বলেছেন: মিডিয়া একটু বাড়িয়েই বলে।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
কোথায়ও চাকুরী না পেলে, মিডিয়ায় আসে, এগুলো "মেধাবী" বানর
৩৫| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬
রক বেনন বলেছেন: সম্প্রতি আরেক কমেডি শো হয়ে গেল। সেলুকাস, সত্যিই কি বিচিত্র এই দেশ! হীরক রাজার দেশ। বাংলাদেশ।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
উনি নিজেই চোর ও মিথ্যুক, আওয়ামী লীগ সেই সুযোগে উনাকে দেখায়ে রাজনীতিতে বাঘ ভালুক মারছে
৩৬| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৮
হাসান জাকির ৭১৭১ বলেছেন: উনার দল বলে- উনি নাকি আপোষহীন!
তবে এটা ঠিক উনি দেশের জন্য, জনগণের জন্য আপোষহীন বলেই হাজার হাজার মানুষ পুড়িয়ে মেরেছেন, শত শত গাড়ি, স্কুল, কলেজ জ্বালিয়ে দিয়েছেন, তবু আজ অবধি উনার নাকা সেই অবরোধ তুলে নেননি।
কিন্তু নিজের জন্য যে কোন আপোষ করতে প্রস্তুত!
বঙ্গবন্ধু মেডিকেলে যাবেন না বলে কত নাচন-কুর্দন করলেন, কিন্তু শেষ পর্যন্ত শেখানেই গেলেন।
উনার দল এখন শয়তানের সাথেও আপোষ করতে রাজি বলে ঘোষনা দিয়েছে!!!
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫১
চাঁদগাজী বলেছেন:
উনার দলের ২ লাখ পরিবার উনাকে সামনে রেখে বাংলাদেশের সম্পদ দখল করেছে; ফালুর মতে, উনি বিশ্ব সুন্দরীদের থেকেও সুন্দরী, ড: এমাজুদ্দিন সাহেবের মতে উনি "মেধাবী"; উনার নাম বিক্রয় করে, চোর-ডাকাতেরা জাতির সাধারণ মানুষকে ভিক্ষুক বানায়েছে
৩৭| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৭
আমি ব্লগার হইছি! বলেছেন: খালেদা জিয়া ফাইভ পাশ
গণতন্ত্রের পাছায় বাঁশ।
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
উনি রাজনীতিতে ছিলেন ৩৭ বছর, জাতিকে ৭৪ বছর পেছনে নিয়েছেন উনি
৩৮| ০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: মাস দুই আগে ডাক্তার দেখালাম। ওষুধ খেয়ে ভালোই ছিলাম এতদিন। এখন আবার পেটের পীড়ন শুরু হয়েছে। কী যে ভীষণ যন্ত্রণা! ম্যাডামের দেখাদেখি অসুখ করলো কি না কে জানে!
০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনি পেয়ারা গাছের কিংবা ডুমুর গাছে কচিপাতা সেদ্ধ করে, পানিটুকুকে ঠান্ডা করে পান করুন ২ সপ্তাহ; ঢেড়স খান প্রতিবেলায়, ডাল খাবেন না; খাওয়ার ১৫ মিনিট আগে সামান্য "জিনজার আইল" কিংবা সেভেন-আপ খাবেন; বিড়ি খাবেন না
৩৯| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: এবং উনি এই চাওয়ার প্রেক্ষিতে যদি কিছু কথা বলতেন অথবা বক্তব্য দিতেন তাহলে উনি অনেক অসহায় দরিদ্র নারীর মনে অল্পখানি হলেও জায়গা পেয়ে যেত। যাক তাহাঁর জন্য দোয়া করি যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।
আমরা সবাই মানুষ এবং মুসলিম।
০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
চাঁদগাজী বলেছেন:
উনি মিলিটারী অফিসারের ব্উ, নিজকে ব্যতিত অন্য কাউকে দেখেন না, উনি বাস্তবে ডোডো
৪০| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪
নীলপরি বলেছেন: বেশ লিখেছেন
০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনাদের ভাবনার সাথে মিলছে, নাকি আমি অন্ধকারে ঢিল চুঁড়ছি?
৪১| ০৯ ই অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৪
আর্কিওপটেরিক্স বলেছেন: কেমন আছেন?
Now I am a safe blogger
Will research further more on you.
Hope you will help
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪০
চাঁদগাজী বলেছেন:
খুশীর কথা, লিখুন; যে বিষয় আপনি ভালোবাসেন, সেটা নিয়ে লিখুন।
৪২| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৮
আরজু পনি বলেছেন: আপনার মূল বক্তব্য ভালো লেগেছে।
কথাতো সত্যিই। আমি নিজেই বা নারীদের জন্যে কতোটুকু ভাবি!!!!
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪১
চাঁদগাজী বলেছেন:
শিক্ষিত ও ক্ষমতাসীন নারীরা বাকী নারীদের নিয়ে বলা উচিত!
৪৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: চিনেছেন তো
আমার নিকের নাম ছিলো চাঁদগাছী
০৯ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
প্রোপিক থেকে বুঝতে পেরেছি; আপনি যেটা ভালো জানেন, সেটার উপর লিখুন।
৪৪| ১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বুড়োদের কাছে মানুষ যেতে চায়না কারণ বুড়োরা বেশি প্যাচাল পাড়ে, কিছু কিছু অযৌক্তিক কথা বলে (যৌক্তিকও বলে তবে নগন্য) সেই রকম বুড়ো হলেন আপনি । শুধু সবসময় কথা বলেই যাচ্ছেন। থামতে চাননা, অপ্রিয় কথা বলেন বেশি
। ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।
১১ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমার নিজের কাছে যেটা সঠিক মনে হয়, আমি সেটাই বলি
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
সৈকত জোহা বলেছেন: উনি যদি আপনার মত বিবেকবান বুদ্ধিমান হতেন, তাহলে আজ জেলে পচে মরতেন না