নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চলেন, বিএনপি\'র দলীয় মনোয়ন-প্রার্থীদের টাকার অংক টংক করি কিছুক্ষণ

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২



দলীয় মনোয়নের জন্য, বেগম জিয়ার নামে ৩ টি ফরম কেনা হয়েছে, যিনি আসলে ভোটে দাঁড়ানোর যোগ্যতা হারায়েছেন; মরা-ঘোড়া বিক্রয় করে উনার দল ১৫ হাজার টাকা পেয়েছে; ফরম পুরণ করে, জমা দেয়ার সময় বেগম জিয়ার হয়ে কেহ আরো ৭৫ হাজার টাকা দেবে! এবার, বিএনপি টাকা পাচ্ছে বেগম জিয়া থেকে, আগে সবাই বেগম জিয়াকে টাকা দিতো; এবার ভোটের সময়, বেগম জিয়া হাজার কোটী আয় করতে পারতেন; জেলে গিয়ে উনার আমও গেছে ছালাও গেছে!

দলীয় মনোয়নের জন্য, সংসদের ৩০০ আসনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ৫৮০টি; প্রতি আসনে মনোনয়ন প্রত্যাশী গড়ে ১৫ জনেরও বেশ!৷ আওয়ামী লীগ বিক্রয় করেছে ৪ হাজার ২৩টি; প্রতি আসনে, ওদের গড় প্রার্থী হচ্ছে সাড়ে ১৩ জন। ২ দলেরই ফরমের মুল্য ৩০ হাজার টাকা; আওয়ামী লীগ ৩০ হাজার টাকা করে নিয়েছে নগদ; বিএনপি দেশের ব্যাংক স্টাইলে নিয়েছে, নগদ ৫ হাজার, জমা দেয়ার সময় ২৫ হাজার; জমা দিলে মনোয়নের জন্য ইন্টারভিউতে যেতে পারবে!

যদি সবাই ফরম জমা দেয়, বিএনপি প্রায় ১৪ কোটী টাকা পাবে; এখন নগদ পেয়েছে ২ কোটী ৩০ লাখ; আওয়ামী লীগ ১৩ কোটীর কাছাকাছি ন গদ পেয়ে গেছে! ৩০০ আসনে, আওয়ামী লগের গড়ে ১৩ জন, ও বিএনপি'র ১৪ জন প্রার্থী থাকলে, এগুলোকে কি রাজনৈতিক দল বলে মনে হয়? আসলে, বেগম জিয়া ও শেখ হাসিনার দল এরকমই, আপনারা এদের মাঝে বাস করছেন; এই দেশে যে, এখনো মানুষ টিকে আছে, এটা প্রকৃতির রহস্য ব্যতিত আর কিছু নয়!

ড: কামাল সাহেবের লেজ ধরে বিএনপি সংলাপে গেছে, এখন ৩০০ আসনের জন্য কি করে মনোয়ন ফরম বিক্রয় করছে? ড: কামাল, রব, মান্না, জামাত, কাদের সিদ্দিকীকে কি কোন সীট দেয়া হবে না? সেটার মীমাংসা হয়েছে, নাকি ড: কামাল ও বাকীরা ভুতের বেগার খাটছেন?

২ দলের প্রাথীর সংখ্যা, ফরমের মুল্য, ইত্যাদি বলছে যে, এগুলো আসলে রাজনীতিবিদ হতে পারে না, এগুলো দলও নয়; মির্জা ফখরুলের মত লোক কি করে, গড়ে ১৩ জনকে থামিয়ে মাত্র ১ জনকে মনোয়ন দেবেন; উনার দলের লোকেরা গত ভোট মিস করেছে, ৫ বছরে নতুন লোকজন ভোট করার জন্য তৈরি হয়েছে।

একা বেগম জিয়া যদি ৩ সীট নিয়ে যায়, এবং অবশেষে ভোটেই দাঁড়াতে না পারেন; সেটার হিসেব না করে যারা ফরম বিক্রয় করছে, তাদেরকে কেহ রাজনীতিবিদ বলবে?

মন্তব্য ৬২ টি রেটিং +০/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বাকপ্রবাস বলেছেন: এসব উল্টা পাল্টা হিসেবে কাজ হবেনা মনে হচ্ছে। হাওয়া বলছে ড.কালামালরাই বাজিমাত করবে যদি সুষ্ঠু নির্বাচন হয়। তারচে বরং একটা হিসাব নিকাশ করা যায়, নির্বাচনে কী মেজিষ্ট্রেসি পাওয়ার দিয়ে সেনা মোতায়ন হবে? ব্যাট এবং বক্স সুরক্ষিত থাকবে? সবাইকী ভোট দিতে পারবে? জাল ভোট হবেনাতো? এসব কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এমন সব গুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে আপনি শুধু শুধু হালকা বিষয় নিয়ে গুরুগম্ভির আলোচনা করতে চাচ্ছেন, এগুলো কিন্তু চালাকি, মানুষের মনযোগ অন্য দিকে ঘুরে যাবার আশংকা থাকে এতে করে।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


আপনি যত প্রশ্ন করেছেন, মনোয়নের প্যাটার্ণ থেকে সবগুলোর উত্তর পাবেন! এই পংগোপাল আক্রমণ থেকে বেঁচে থাকাই হবে 'সারভাইবেল কাহিনী', ভোটকে জাহান্নামে যেতে দেন!

যিনি ভোটে দাঁড়ানোর যোগ্যতা হরায়েছেন, উনার জন্য ৩ সীট? এটা কি ভোট, নাকি মারাঠা আক্রমণ?

২| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

নাহিদ০৯ বলেছেন: আসলে, বেগম জিয়া ও শেখ হাসিনার দল এরকমই, ব্যক্তি বেগম জিয়া ও শেখ হাসিনা আলাদা। এটা দল মত নির্বিশেষে বিবেকবান প্রতিটা মানুষ ই স্বীকার করবে।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


জাতি এসব অক্টোপাসদের থেকে সহজে মুক্তি পাবে না; শেখ হাসিনার শক্তি এবার ছিল তুংগে, এবার উনি সুস্হ নির্বাচন করতে পারতেন; ভয়ে তিনি করেননি।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কি গাজী সাব?
প্রথম আলো পত্রিকা পড়া হয়? প্রথম পেজ দেখুন।
গত ৭ বছরে বেকার তরুণের সংখ্যা দ্বিগুন।
পাকিতে-১৬%
বঙ্গতে-১০%
বার্মাতে-২.৭%




দেশে আসেন, দুজনে নেতা বানানোর কোচিং খুলি। :P

নাহলে পড়া লেখাটা আবার শুরু কত্তে হবে....:(

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনি কি সঠিক সংখ্যা দিয়েছেন, বাংলাদেশে তরুণ বেকারত্বের হার ১০%? আমেরিকায় তরুণ বেকারত্বের হার এর থেকে বেশী! সংখ্যা যদি ঠিক হয়, শেখ হাসিনার দলকে ৩০০ সীটে জয়ী করা দরকার!

৪| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ফাঁকিবাজি না করে পেপার পড়েন!X(


বর্তমানে ২৭.৪% তরুণ নিষ্ক্রিয়।

১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "বর্তমানে ২৭.৪% তরুণ নিষ্ক্রিয়। "

-শুনুন, কোন কিছু সঠিক ভাষায় বলতে ও লিখতে শিখুন, চাকুরীর ইনডেক্স হচ্ছে, "বেকারত্বের হার", এখানে "নিষ্ক্রিয়" বলতে কোন শব্দ নেই!

৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪

নজসু বলেছেন:


এই বিষয়টাই কাল অবাক হয়েছিলাম।
এতো টাকা খায় কে? :-B

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বাংলাদেশে, যারা দলের উপরি ভাগে আছে, তাদের জন্য এগুলো টাকাও নয়; বেগম জিয়া থাকলে, এবার উনার পকেটেই কয়েক'শ কোটী টাকা যেতো!

৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: আলহামদুলিল্লাহ! আল্লাহ্‌ মহান!
আল্লাহ্‌র রহমতে নৌকার জয় হবেই। এই দেশের জনগণ নৌকায় ভোট দিবেই, ইনশাল্লাহ।
জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের কলোনিয়েল সরকার আরো ৫ বছরের জন্য দেশের লীজ পাবেন।

৭| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৫

আমি রাজপথের সৈনিক বলেছেন: ভোটচুরি ছাড়া বিএনপি’র নির্বাচনে জেতার কোনো সুযোগ নাই।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


তারেক জিয়া সভাপতি থাকাকালীন বিএনপি ভোটে অংশ নেয়ার সুযোগ পাবারই কথা নয়; সরকার ও ইসি কমনসেন্স খাটাচ্ছে না।

৮| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮

হাবিব বলেছেন: এতিমদের টাকা কি সব শেষ?

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ সরকার বিদেশ থেকে এতিমদের জন্য অনেক টাকা পেয়েছিলো, সেগুলো এতিমদের দেয়া হয়নি; শতশত এনজিও এতিমদের নাম দিয়ে টাকা এনে নিজেরা ইমারত গড়ছে; এতিমদের জন্য টাকা এনে,শফি মোল্লা সাহেব তাদের জন্য অনেক খরচ করেছেন।

৯| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

হাবিব বলেছেন: এতো খবর রাখেন কেমনে দাদা?

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


এগুলো দৃশ্যমান, সবার সামনেই ঘটছে।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০১

হাবিব বলেছেন: কিছু মানুষ সব দেখেও না দেখার ভান কেন করে?

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


বেশীরভাগ মানুষ অশিক্ষিত, তারা এগুলো কম্পাইল করতে অক্ষম।
শিক্ষিতদের অনেকের শিক্ষার মান বেশ নীচু, ফলে, তারা এগুলোকে এনালাইসিস করে, ঠিক মতো মনের মাঝে সাজাতে পারে না, মনে হয়।

১১| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এদেশের মানুষ এখনো টিকে আছে, সুখে আছে - এটা প্রকৃতির রহস্য ব্যতীত আর কিছু নয়...

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


প্রকৃতি বাংগালী জাতিকে অনেক কিছু দিয়েছিলো; ব্যুরোক্রেট, ব্যবসায়ী, রাজনীতিবিদরা মিলে সব কেড়ে নিয়েছে।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪

খাঁজা বাবা বলেছেন: ভোট, ফর্ম সব ভাওতা বাজি।
কোন কোন আসন থেকে কে কে সংসদে যাবে তা তফসিলের আগেই শেখ হাসিনা রেডি করে রেখেছেন।
১% ও এদিক সেদিক হবে না।

১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা তার লিষ্ট নিশ্চয় করেছেন, বদলাচ্ছেন! কিন্তু দল যে রাজনৈতিক দল হিসেবে নিজকে সন্মান করছে না, সেটা স্পষ্ট

১৩| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

হাসান কালবৈশাখী বলেছেন:
বেকারত্ব কমছে এটা বুঝতে অন্যান্ন পরিসংখান দেখলে কিছু আচ করা যায়।

প্রতিবছর গড়ে দেড় লাখ তরুণ করদাতা যোগ হচ্ছে। এই অক্টোবর মাস পর্যন্ত হিসেব।
এরা প্রায় সবাই বেসরকারি চাকুরিজীবি। কিছু তরুন উদ্যক্তা।
গত চার বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে (টিআইএন) চেক করে ছয় লাখ নতুন চাকুরিজীবি করদাতা পাওয়া গেছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দায়িত্বশীল সূত্রগুলো থেকে এই তথ্য। যেসব করদাতার বয়স ৪০ বছরের নিচে, তাঁদের তরুণ করদাতা হিসেবে ধরা হয়েছে।
সুত্র - প্রথম আলো
প্রতিবছর গড়ে দেড় লাখ তরুণ করদাতা যোগ হচ্ছে

১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


বেশীর তরুণের ভালো চাকুরী হচ্ছে পারিবারিক ব্যবসায় ও বিদেশী কোম্পানীতে

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৮

হাসান রাজু বলেছেন: ডঃ কামাল + বিএনপি চাঁদগাজি সাহেবদের কান দিয়ে ধোঁয়া বের করে দিয়েছে।
রাজনীতির এনালিস্ট ! হা হা হা ..... এরচেয়ে ফালতু বিষয় নিয়ে মনে হয়না সামুতে কোন পোস্ট আছে। দ্রঃ বাকপ্রবাস ও পাঠকের প্রতিক্রিয়া ! উনাদের মন্তব্য ।

১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


সামুতে আমি ব্যতিত আরো কয়েকজন রাজনৈতিক পোষ্ট দেন; তাঁদের পাঠক আছে; উনারা আগে এটা সেটা নিয়ে লিখতেন, তেমন পাঠক ছিলো না তখন।

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০১

বলেছেন: বাংলাদেশ কি আদৌ একটি গনতন্ত্রিক দেশ?
ভোটাাাধিকার কি আছে?
ব্যাংকে আমানত রাখা কি সেইফ?
দুই দল ছাড়া কি কোন বিকল্প আছে?
এসব নিয়ে লেখেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ গণতান্ত্রিক দেশ নয়, ১৯৭৫ সালে জেনারেল জিয়া গনতন্ত্রকে কবর দিয়েছেন।

আচ্ছা,লেখার চেষ্টা করবো

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫

রাফা বলেছেন: ব্যাপার-না ।আসল টাকা লন্ডনে ট্রান্সফার হয়ে গেছে অলরেডি।ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


তারেক ২/৪ কোটী টাকা নিচ্ছে, নাকি ভেতরে ভেতরে তারেকের লোকেরা প্রার্থীদের থেকে টাকা নিচ্ছে, এখনো জানা যাচ্ছে না।

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

হাসান রাজু বলেছেন: বিএনপি টাকা পাচ্ছে বেগম জিয়া থেকে, আগে সবাই বেগম জিয়াকে টাকা দিতো ।
ক্রেতা শূন্য দুপুরে বাজারের সবজি বিক্রেতারা রাজনৈতিক আলাপ করে । মনোনয়ন ফরম বিক্রির টাকা খালেদা হাসিনার পকেটে যায় ?!?! এমন বক্তব্য ওদের মুখ থেকে শুনলে স্বাভাবিক লাগত। এখন এদের আপনার মত বিরাট এনালিস্ট মনে হয়। রাজনৈতিক এনালিস্ট হা হা হা .......
. .

সামুতে আপনার প্রচুর পাঠক এই গর্ব আপনি করতেই পারেন। এদেশে স্বঘোষিত অনলাইন হিরো আছে, স্বাভাবিক। তারা লাঙলের ফরম ও কিনেছে। বড় ও প্রতিষ্ঠিত নায়ক ও দলের উপরের দিকের নেতা ধন্য হয়ে ফটো তুলেছেন হিরোর সাথে। আপনি ও আমাদের সামু হিরো। একটা মনোনয়ন ফরম আপনার ও দরকার।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি সামুর হিরো মিরো কিছুই নই; তবে, আমি সামুর ব্লগারদের ভাবনাশক্তি ও সৃজনশক্তিতে বিশ্বাসী।

বেগম জিয়াকে পাকী আইএসআই এখনো টাকা দিয়ে যাচ্ছে।

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

শাহাদাত নিরব বলেছেন: নির্বাচনের আগে দুই দলের মধ্যেই দলীয় কোন্দল দেখা দিবে ১৩/১৪ জন থেকে একজন নির্বাচিত করা সবার ক্ষেত্রেই প্রভাব ফেলবে।

আমার শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই বলেছেন জেনারেল জিয়া ১৯৭৫ গণতন্ত্র হত্যা করেছে
যদি কথা সত্যও হয়ে থাকে আমরা এর পরবর্তি সময়ে ভোট দিয়েছি ।
কিন্তু বিগত নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাইনি।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের প্রায় সবাই ১৯৭৫ সালের হত্যাকান্ডের কথা ভুলে গেছেন, কিন্তু শেখ হাসিনা ইহা ভুলেননি; উনি জানেন, ১৯৭৫ সালের হত্যাকারীরা এখনো প্রবল শক্তিশালী, সুযোগ পেলে উনাকে খতম করে দেবে; শেখ হাসিনা ওদেরকে কন্ট্রোলে রাখতে গিয়ে অনেক কৌশল অলম্বন করেছেন; এর ফলে, কখনো ভোট হচ্ছে, কখনো ভোটকেও কন্ট্রোল করা হচ্ছে।

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: বাংলাদেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিয়ে যদি কিছু বলতেন। বাংলাদেশের অধিকাংশ জনগন মনে করে তিন বারের প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার রাজনীতিতে আসার কথা নয়; সেখানে তিনি ৩ বার প্রাইম মিনিষ্টার হয়ে, জাতিকে ঢুবায়েছেন, কোটী অন্যায় করেছেন; উনাকে যেটুকু শাস্তি দে্যা হয়েছে উহা উনার অপরাধের তুলনায় ধুলিকণার চেয়েও কম।

২০| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

রক বেনন বলেছেন: এইবার যা কিছু বাকি আছে খাওয়ার তা ও খেয়ে ফেলবে!! একদল হচ্ছে পুরাই খারাপ আরেকদল হচ্ছে মন্দের ভালো!! আর জাতীয় ডিগবাজি পার্টি বসে বসে অপেক্ষা করছে কোন কোর্টে বল ফেলা যায়!!

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



এরশাদের দলের লোকেরা শেখ হাসিনার কথায় চলে, এরশাদ এখন অভিনেতা।

২১| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

হাসান জাকির ৭১৭১ বলেছেন: ড. সাব এক্য ফ্রড এর প্রধান নেতা!
তিনি সহ যারা বেগার খাটতে এসেছেন সবাইকেই অ-নে-ক পে করতে হয়েছে, আরো করতে হবে!
তাই অ-নে-ক টাকা দরকার!
নাজিমুদ্দিন রোডের ভাগটি ওখানে যাবে!

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:


তারেকের লোক্বেরা কিছু টাকা সংগ্রহ করতে পারবে হয়তো; তবে, বিএনপি'তে যারা আছে, এরা তারেক থেকে কম ক্রিমিনাল নয়; ফলে, বেশী টাকা যোগাড় করতে পারবে বলে মনে হয় না।

২২| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

আবু তালেব শেখ বলেছেন: সেনাবাহিনী কে পূর্ন ম্যাজিট্রি ক্ষমতা প্রদান করে নির্বাচন দেওয়া হোক। আমরা ভোটাধিকার চাই গাজিসাহেব। আপনার রিচার্স আপাতত কাজের না।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


নাকি সেনা বাহিনী জিয়ার মতো ক্ষমতা নিয়ে নিলে আরেকটু সহজ হয়?

আপনারা শেখ সাহেব হত্যার বিচার চাইলে, আজকে ভোট দেয়া নিয়ে চিন্তা করার দরকার হতো না।

সাধারণ শিক্ষিত বাংগালীরা দল গড়ে না তুললে, বাংলায় রাজনীতি ফিরে আসবে না।

২৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

ব্লু হোয়েল বলেছেন: চলেন, বিএনপি'র দলীয় মনোয়ন-প্রার্থীদের টাকার অংক টংক করি কিছুক্ষণ

চাঁদগাজী ৥ সরল অংক করলে ভাল হয় ।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের ৪০২৩ জন, বিএনপি'র ৪৫৮০ জন, জাপারটা আমি জানি না; এগুলো প্রমাণ করছে, বাংলার মানুষ ডাকাতদের হাতে আটকা পড়েছে।

২৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: দুটি দলই শেষে ২০০-২৫০ সীটে প্রার্থী ঘোষণা করবে। এবং ৫-৭ টা ছোটখাটো গণ্ডগোল ছাড়া বাকিরা মেনে নেবে।
আমাদের এলাকায় আওয়ামী থেকে ১জন মনোনয়ন নিয়েছেন; আর বিএনপি থেকে ১৫ জন। শেষখবর পাওয়া পর্যন্ত ৭ জন নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সবাই জনপ্রতিনিধিত্ব করার জন্য ফরম কেনেন না, কেউ কেউ দলের কেন্দ্রীয় নেতাদের সাথে সংলাপ বা পরিচিত হওয়ার জন্য মনোনয়ন ফরম কেনেন।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


আপনি "প্রাইমারী নিরবাচন" বুঝেন? বাংগালীদের অধিকার সংরক্ষণের জন্য, দলগুলোকে প্রাইমারী করতে বাধ্য করতে হবে

২৫| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

জাতির বোঝা বলেছেন:
এবারে নির্বাচন জমবে।
তবে কার ঠেকা পড়েছে লাইনে দাড়িয়ে ঠেলাঠেলি করে ভোট দিতে।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


কি হবে কেহ জানে না, ভোটের পরেরদিন থেকে বিএনপি'র অভিযোগ শুরু হলে, তখন হয়তো অনুমান করা যাবে, ও ঘটনা পরিস্কার হবে।

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মুসাফির নামা বলেছেন: প্রার্থী বেশী মানে গণতন্ত্র পাতিষ্ঠানিক রুপ পেয়েছে।এখন এদের মধ্যে উন্মত্ত বিতর্ক দিয়ে তারপরের দলের কর্মীদের প্রার্থী বাচাই করতে দিলে আরো সুন্দর হত।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


এগুলোকে বলে, হবুচন্দ্রের গণতন্ত্র

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ব্যক্তিগতভাবে আমি অনলাইন ভোটিং এ বিশ্বাসী। কোন কঠিন লাইনে দাড়িয়ে পুলিশের লাঠি কিংবা কর্মীদের প্যাদানী খেয়ে ভোট আমি দিতে চাই না।

১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:



যেই দেশের বড় রাজনৈতিক দলের সভাপতি "যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত", ষেই দেশ কোন লেভেলে আছে?

২৮| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

বিদেশে কামলা খাটি বলেছেন:
আমার মতো কামলাদের নিয়ে পোস্ট লিখুন।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



বিদেশে আদম বেপারী করে ৫০ হাজার সুপার ধনী হয়েছে বাংলাদেশে

২৯| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

প্রামানিক বলেছেন: অনেক দিন পর এবার ইলেকশনটা জমবে মনে হয়।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার বাবার ভুলের জন্য বাংগালীরা মুল্য দিয়েছে, জন্ম নিয়েছে বিএনপি; শেখ হাসিনার ভুলের জন্য বাংগালীরা মুল্য দিচ্ছেন;, বিএনপি এখনো ভোটে যাচ্ছে; দরকার ছিলো বিএনপি'কে বিলুপ্ত করা।

৩০| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এবারো আওয়ামীলীগ সরকার ক্ষমতা পাবেন বলে আশা করছি....
ভালো লিখেছেন স্যার। আপনার জন্য শুভ কামনা নিরন্তর। :)

২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা জন্য অন্য পথ নেই; ধন্যবাদ, ভালো থাকুন।

৩১| ২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

তিক্তভাষী বলেছেন: পোস্ট থেকে আপনার ছবিটা সরিয়ে ফেলুন।
;)

২০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন পর আপনি ব্লগে এসেছেন, ভালো থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.