নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি জীবিত হয়ে উঠছে, পাকী আইএসআই মেহমানরা ঢাকা বেড়াতে আসবে শীঘ্রই

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:২৭



১৯৭১ সালের পরাজয় পাকিস্তানের কপোলে কলংকের তিলক এঁকে দিয়েছে; পাকী মিলিটারী ও প্রতিটি পাকিস্তানী নাগরিক এই পরাজয়কে ব্যক্তিগত পরাজয় হিসেবে নিয়েছে; পাকিস্তানীরা এতবড় পরাজয়ের জন্য প্রস্তুত ছিলো না; পাকিস্তানের ৯১ হাজার যুদ্ধবন্দীদের মুখ তারা দেখতে চাহেনি; ভারত থেকে যুদ্ধবন্দীদের মুক্তি দেয়ার পর, ৯১ হাজারের বড় অংশ, ভারত থেকে উড়োজাহাজে সোজা সৌদীতে চলে গেছে; সৌদী আরব তাদের চাকুরী দিয়েছে, সিকিউরিট মিকিউরিটিতে; এসব যুদ্ধবন্দীদের পরিবারও তাদের মুখ দেখতে চাহেনি; এ হলো পাকী জাতি; ওরা মিলিটারী জাতি; মিলিটারীতে প্রত্যেক পরিবারের লোক চাকরী করেছে কোন না কোন সময়; ওদের দেশে, ওরা মিলিটারীকে ক্ষমতায় চায়; ওরা চায় ভোট হোক, ইমরাণ খান সরকার গঠন করুক, কিন্তু মুল ক্ষমতা থাকুক মিলিটারীর হাতে।

পাকী জাতির মিলিটারী ইন্টেলিজেন্স হচ্ছে আইএসআই; ১৯৭২ সাল থেকে আইএসআই'এর মুল টার্গেট ছিলো বাংলাদেশকে পেছনে ফেলে দেয়া, পেছনে টেনে রাখা; শেখ, তাজুদ্দিন সাহেবের মত নেতাদের হত্যা করা।

তারা সিআইএ ও জেনারেল জিয়ার সাথে কাজ করে বাংলাদেশকে পেছনে ফেলে দিয়েছে; তারা শেখ হত্যায় সিআইএর কো-অরডিনেটর ছিলো; শেখ হত্যার পর, তাদের ও বাংলাদেশের মিলিটারীর যৌথ প্ল্যান অনুসারে তাজুদ্দিন আহমেদ'কে হত্যা করা হয়; আইএসআই'এর প্রত্যক্ষ সাহায্যে বিএনপি নামে দল গঠিত হয় শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবের কবরের উপর।

বিএনপি'র শুরু থেকে ২০০৮ সাল অবধি, বিএনপি চালায়েছেন আমাদের মিলিটারীরা; বাহিরে বেগম জিয়া থেকে সাকা চৌধুরীরা ছিলেন সিভিলিয়ান অভিনে্তাদের দল; আমাদের মিলিটারীকে জেনারেল জিয়ার সময় থেকে আইএসআই টাকা থেকে শুরু করে, সব ধরণের সাহায্য করে এসেছে; তারা শুধু টাকা ও মাদক দেয়নি, তারা জাল টাকা ও টাকা চাপানোর মেশিন পাঠায়েছে বাংলাদেশে কনটেইনার ভরে ভরে।

গত কয়েক বছর আইএসআই'এর প্রভাব কমেছে আমাদের কেন্টনমেন্টেগুলোতে; এবার ড: কামালের ঘাঁড়ে চড়ে বিএনপি জামাত আবার জনগণের মাথায় জীবাণুর বাসা তৈরি করছে; এই মরা বিড়াল নড়েচড়ে উঠার সাথে সাথে বিড়ালের মালিক, আইএসআই অবশ্যই বাংগালী জাতির মেহমান হয়ে ঢাকা এসে উঠবে; সাথে নিয়ে আসবেন আফগানী হিরোইন ও টাকা ছাপানোর মেশিন।

মন্তব্য ৭৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪০

রাফা বলেছেন: বি,এন,পি কি ড্রাকুলা নাকি ? ;)

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিএনপি মানে হৃদয়ে এক টুকরা মুসলিম তমদ্দুনের পাকিস্তান

২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৪

ঢাকার লোক বলেছেন: ভাই, মরে ছিল বেশ ছিল, মরা বিড়ালকে আপনারাই না খোঁচায়ে খাড়া করছেন !

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪৯

চাঁদগাজী বলেছেন:


এলিট আওয়ামী লীগার ড: কামাল হোসেন উহাকে কোরামিন দিচ্ছে; উনার রাজনৈতিক গুরু শেখ সাহবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন!

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৫৪

কলাবাগান১ বলেছেন: ১৯৭০ সনের নির্বাচনে ২৩% লোক পাকিদের পক্ষে ভোট দিয়েছিল..তার সাথে আরো ১০-১৫% মিলেই এখন বিনপি

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০৩

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকেরা "বৃহত্তর পাকিস্তানের সাপোর্টার ছিলো, আজো আছে"; এই দুর্বলতা তাদেরকে ঘর থেকে বের হয়ে আসার সাহস যোগায় না: সব সময় ঈদের পর বিপ্লবে করার প্রস্তুতি নেয়।

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: জনগণের উপর আস্থা রাখুন। জনগণ ভুল সিদ্ধান্ত নিবে না...

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:১৫

চাঁদগাজী বলেছেন:



ডা: বদরুদ্দোজা, মওদুদ, ড: মোশারফ, তারেক জিয়া, ফালু, মেজর মান্নান, কর্ণেল ওলি, ডালিমেরা পাকীদের লোকজন, বাংগালীরা এদের মতো নন।

৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনগন সচেতন থাকলে কোন তন্ত্র মন্ত্র কাজ হবে না ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


জনগণ নিশ্চয় সচেতন: শ'তে২০/৩০ জন ভোট বিক্রয় করে, ব্যাচেলর ডিগ্রীর ছাত্র প্রশ্নফাঁস না হলে পরীক্ষা দিতে পারে না; কুকরা নামের ব্লগার পোষ্ট লেখেন ২ লাইনের, পলিটিক্যাল সায়েন্সের ছাত্ররা ক্যাপিটেলিজম ও সোস্যালিজমের ডেফিনেশন জানে না, 'জাতীয়বাদ'এর ডেফিনেশন জানে না ৯৫ ভাগ শিক্ষিত লোকজন; তারা অবশ্যই সচেতন!

৬| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৪৪

অনল চৌধুরী বলেছেন: এবার যদি জামাতিরা ক্ষমতায় আসতে পারে,তাহলে ২০০১ এর চেয়েও বড় হত্যা অার নারী নির্যাতন ঘটাবে।অার যদি আসে তাহলে সেটা হবে শুধু ... নিজেদের দোষে।
সিঙ্গাপুরে ৬৪ বছর ধরে একটা দলই ক্ষমতায় আছে।
মহাথিরও একটানা ২২ বছর ক্ষমতায় ছিলেন।কেউ তাদের তাড়ায় নি।
ভালো কাজ করলে মানুষ বিরুদ্ধে ভোট দেবে কেন?

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:০৪

চাঁদগাজী বলেছেন:



শাহজাহান, মুহিত, লোটাস কামাল, মেনন, ইনু, টুকু, এরা চাইলেও কোনদিন ১৭ কোটী মানুষের জন্য ভালো কিছু করতে পারার কথা নয়; চাকুরী করে নিজ পরিবার চালানোর মতো দক্ষতাও এদের নেই; শেখ হাসিনা কি নিয়ে মেতে আছেন কে জানে! এসব লিলিপুটিয়ান দ্বারা দেশ চালানো যায়?

যাদের মেয়েরা সৌদীতে কাজ করে, তারা শেখ হাসিনাকে কেন ভোট দেবেন? যাদের স্বামীরা বউ'এর হাতের চুড়ি বিক্রয় করে সাউথ আফ্রিকায় যায়, তাদের বউ'রা কি কারণে শেখ হাসিনাকে ভোট দেবেন?

৭| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাই বিষাক্ততায় ভরা। এখানে কোন ভাল জিনিস উৎপাদিত হয় না।

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


কলোনিয়েল সিষ্টমে, বাংগালীরা পড়ালেখা না শিখাতে, ইংরেজদের সাথে ভালো সম্পর্ক ছিলো না, কিছু পায়নি; পাকীরা অন্য জাত হওয়ায়, ওরা বিহারীদের সাহায্য করলেও বাংগালীদের প্রতি অবিচার করেছে। এখন আওয়ামী লীগের গলাকাটা ক্যাপিটেলিজমে বিএনপি'র ফালু, নোমানরা ও এলিট ড: মহীউদ্দিন আলমগীর, বসুন্ধরা উপকৃত হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এখনো কলোনিয়েল সিষ্টেমের সময়ের মতো বন্চিত।

৮| ২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:২৩

সাত সাগরের মাঝি ২ বলেছেন: এখন কি হবে তাহলে?

২২ শে নভেম্বর, ২০১৮ ভোর ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


নতুন "হাওয়া ভবন" হবে, লালু খালুরা রাজনীতি করবে; নতুন বাংলাভাইয়েরা আইন-কানুন, শৃংখলা বঝায় রাখবে; আপনারা আফগানিস্তানে যাবেন মুজাহিদ হিসেবে যুদ্ধ করতে। মুক্তিযুোদ্ধারা পাকিস্তান ভেংগে দেয়ার অপরাধে লো-প্রাফাইলে চলবে, ভাতা ভুতা বন্ধ হবে।

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫২

নজসু বলেছেন:


পাখিরা (পাকী) আসলে বিপক্ষের উচিত
এয়ারগান নিয়ে কিছু শিকারী প্রস্তুত রাখা। :D

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

চাঁদগাজী বলেছেন:



ওদের অনেক ব্রাদার আছে বাংলাদেশে

১০| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৩

রাজীব নুর বলেছেন: আপনি আপনার লেখা গুলোতে ঘুরে ফিরে ৩/৪ টা ছবি সব সময় পোষ্ট করেন।
আজ নতুন একটা ছবি দেখলাম।

লেখা নিয়ে আপাতত কোনো মন্তব্য করবো না। পরে।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৮

চাঁদগাজী বলেছেন:



আমি অপরিচিত ছবি ভালোবাসি না, এই ছবিগুলো আমার কাছে ভালো লাগে।

১১| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

দূরের যাত্রী বলেছেন: গত দশ বছর যাবত কি তবে "র" এর মেহমানরা সক্রিয়? হর্ষবর্ধন অার গোবর্ধনরা প্রকাশ্যেইতো খেলা দেখাচ্ছে। যাহোক নির্বাচনকালীন এই ঘৃণা প্রচারের দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে?

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


ভাই ব্রাদারদের জন্য মন খারাপ? উহারা সহজে আসতে পারছেন না, আপনাকে গিয়ে ঘুরে আসতে হবে।

১৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:০৭

চাঁদগাজী বলেছেন:



আমাকে দায়িত্ব কেহ দেয়নি, আমার ভাবনাচিন্তাটা এই রকমই, আপনার মাথায় সঠিক ভাবনা উদয় হওয়ার সম্ভাবনা কম।

১২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
এমন একটা অথর্ব দলকে মানুষ সাপোর্ট করে কিভাবে?

নেত্রী এইট পাস। এজাবৎ কোন লাইভ সাক্ষাতকার দেয় নি, ইহজনমেও দেয় নি।
সফিকরেহমান, ফালু, শিমুল বিশ্বাস লিখে না দিলে কিছুই বলতে পারে না।

তার পোলা খাম্বারও একই অবস্থা, তবে লেখাপড়া একটু উপরে, ইন্টারমিডিয়েট পাস।
তার অবস্থাও সেইম। মামুন, দাউদ ইব্রাহিম ব আইএসাই লিখে না দিলে কিছুই বলতে পারে না।
লন্ডনের জামাত সমর্থক বাংলা টিভি চ্যানেল বহুবার চেষ্টা করেছে লাইভ সাক্ষাতকার নেয়ার, কিন্তু খাম্বা চেয়েছিল তার রাজনৈতিক এক্সপার্টদের সহায়তা নিয়ে প্রি রেকর্ডেড সাক্ষাতকার। টিভি চ্যানেলের এত টাইম নেই।
বিবিসি বাংলা প্রথমদিকে বহুবার চেষ্টা করেছে তাদের 'ফোন ইন' অনুষ্ঠানে আনার, পরে লাইভ অডিও সাক্ষাতকার নেয়ার।
বিবিসি বাংলা পায়ে ধরা বাকি ছিল, কিন্তু তারেক অজ্ঞাত কারনে রাজি হয় নি।
আলজাজিরা ও সিএনএন চেষ্টা করেছিল কিনা জানা যায়নি, করলেও লাভ হত না, সেটা তো আরো কঠিন ,ইংলিশে।
এখন হয়ত টাকার বিনিময়ে হয়তো প্রি রেকর্ডেড সাক্ষাতকার হবে।
বাংলাদেশের দুর্ভাগ্য সামনে এইসব অথর্ব নেতৃত্তের তান্ডব দেখতে হবে।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

চাঁদগাজী বলেছেন:


মানুষ ওদের সাপোর্ট করে না, বাংলায় মানুষের বাহিরেও কিছু লোকজন আছেন।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩

দূরের যাত্রী বলেছেন: আরেকটি কথা বাংলাদেশের কোন নেত্রী জানি প্রায় ছয় বছর "র" এর আশ্রয়ে লালিত পালিত হয়েছিলে?

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

চাঁদগাজী বলেছেন:



উনার নাম আপনার জানার কথা, উনি আপনার ব্রাদারদের বিদায় করেছেন

১৪| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০০

দূরের যাত্রী বলেছেন: হাসান কালবৈশাখী, আপনাকেই তো টু পাস মনে হয়। শুদ্ধ বাংলায় একটা পুরো বাক্যইতো আপনাকে লিখতে দেখলাম না কখনো।

১৫| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১০

খাঁজা বাবা বলেছেন: এখন যে র এর হাজার হাজার লোক বাংলাদেশের অলিতে গলিতে ঘুরছে? র এর দাদা বাবুরা কি আপনার বিয়াই হন?

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


'র'এর লোকেরা আমাদের আত্মীয় হতে পারে না; কিন্তু ওরা আছে গোয়েন্দা হিসেবে লুকিয়ে টুকিয়ে; আইএসআই জাল টাকার মেশিন নিয়ে বেড়া্তে আসেন বিএনপি অফিসে, সেটা আপনার জন্য খুশীর খবর, ওরা গোয়েন্দাগিরি করে না, টাকা ছাপায়।

১৬| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: Inter Services Intelligence উহা সেই সৃষ্টিলগ্ন থেকেই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করিতেছে

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া জেলে যাবার পর, উহারা ভয় পেয়ে গিয়েছিলো, ড: কামল সাহেবের সাহায্য নিয়ে আবার বেড়াতে আসবে, মনে হয়।

১৭| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

সামিউল ইসলাম বাবু বলেছেন:

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যায় আইএসআই ছিলো, সেটা আনন্দের বিষয় নয়; উনাদের কবরের উপর বিএনপি করা হয়েছে

১৮| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

ব্লু হোয়েল বলেছেন: আমেরিকায় বসবাসকারী বাংগালী চিন্তা-চেতনায় এখনও বেবি ।
বাংলার মানুষ “ র” এর পক্ষে থাকার কথা না।
কারণ ১০১ চুক্তি যখন কোনটিই এদের ফেভারে থাকে না ।
দাদাগিরি মানুষদের পছন্দ না ।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩

চাঁদগাজী বলেছেন:


ভারত আমাদের ৩ দিক থেকে প্রতিবেশী, পড়ালেখায় ভালো, মাথাপিছু আয় বেশী, উজানে থাকে; ফলে, আমাদের অবস্হা বুঝার মতো, সংগীন।

আপনাদের মত বেরাদর পাওয়ায়, পাকিস্তান ১১০০ মাইল দুরে থেকেও জাল টাকা ও মাদকে ঢুবায়ে দেয় বাংলাদেশ

১৯| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

হাসান জাকির ৭১৭১ বলেছেন: শ্রদ্ধেয় চাঁদগাজী ভাই, ওদের নতুন করে আসতে হবে কেন?
ওরা ৭৫ পরবর্তী ২০ বছরে এদেশে যে পরিমান আন্ডা-বাচ্চা রেখে গেছে তারাই এখন বড় হয়েছে। ওদের কাজ চালানোর জন্য এখন এরাই যথেষ্ঠ!
আপনার পোস্টের মন্তব্য দেখলেই অনেক খুজে পাবেন।
ছবিটা চমৎকার হইছে!!

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

চাঁদগাজী বলেছেন:


ছবিটা এই দেশে ওদের ব্রাদারদের।

২০| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

বিজন অধিকারী বলেছেন: ভয় হয় ক্ষমতা পাল্টালে নাজানি এ দেশে সাম্প্রদায়িকতা নেমে আসবে আর সেটি মারাত্মক ভয়াবহ রুপ ধারন করবে।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



বিএনপি-জামাতের লোকেরা অন্য ধর্মের লোকদের প্রতি বিরূপ

২১| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: বিএনপি কী এবার ভোটে পাশ করবে? না করতে দেওয়া হবে না ! কোনটা...


লেখার মূল বিষয় যা, তা থেকে সরকার বা কম কিসের!

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:



এই সরকার বিএনপি'র স্হান দখল করেছে; স্বয়ং শেখ হাসিনা জেনারেল জিয়ার "গলাকাটা ক্যাপিটেলিজমের চ্যাম্পিয়ন"; ফলে, বাগলাদেশ-বিরোধীদের নিয়ে গঠিত বিএনপি'র আর দরকার নেই।

বিএনপি ভোটারদের ভোট দেয়ার অধিকার বাংলাদেশে থাকা উচিত নয়; ওরা পাকিস্তানের ভোটে ভোট দিক।

২২| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১২

খাঁজা বাবা বলেছেন: ৭২/৭৩ সালে একটা নব্য স্বাধীন দেশে রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতায় ভারতীয়রা বাংলাদেশে জাল টাকা ছড়িয়েছি। পরবর্তীতে নোট পরিবর্ত্ন করতে হয়েছিল আমাদের। ভুলে গেছেন বোধয়।

আর আজকে যাদের আপনি পাকি বলছেন তারাই যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। আপনার স্মৃতি শক্তি বোধয় দুর্বল হয়ে গেছে।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


আপনার মতে, "রাজাকারেরা বাংলাদেশ স্বাধীন করেছিল"। আপনার পরিবারও নিশ্চয় বাগলাদেশ স্বাধীন করেছে; আপনার দেশ কিন্তু পাকিস্তান।

২৩| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

রুবে৭১ বলেছেন: যা শুরু হইছে ভাবতাছি টাকা ছাপানোর মেশিনের দুকান দিমু। যে হারে ব্যাংকের রিজার্ভ গেল। যদি কেউ কিনবার চায় সিভি অগ্রীম জমা দিয়েন। জাগামতো সিভি দিয়া কমুনে, এই ছাপায়,ঐ ছাপায়। ছোট বেলায় এমপির বসত ভিটায় দেখলাম রিলিফের টিন ধরা খাইলো। এইবার মতিঝিলের ব্যাংক থিকা ট্যাকা গায়েব হইল। চোরে চোরে মাসতুতো ভাই।



যদি সুযোগ হয়, কোন দল নয়, দেশের স্বার্থে আমি আমার কাজ করবো।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

চাঁদগাজী বলেছেন:



দেখছি, দেশের স্বার্থে কবিতা লিখছেন, ১ দিনে সামুতে ৬টি কবিতা (নভেম্বর, ২০) পোষ্ট করেছিলেন; চালিয়ে যান।

আওয়ামী লীগ সাধারণ মানুষের অধিকার হনন করেছে; জামাত বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে; বিএনপি'র প্রতিষ্ঠা্তা শেখ সাহেব ও তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে; আপনি কোনটার সাথে আছেন?

২৪| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

ব্লু হোয়েল বলেছেন: পাকিরা আমাদের নিয়ে কতটুকু উৎসুক তা জানিন
দাদা বাবুরা যে দাদাগিরি করছে আর আমাদের ভোট নিয়ে উৎসাহ দেখাচ্ছে,
তা পরিষ্কার/টিনের চশমায়ও দেখতে পাচ্ছি ।
শুধুমাত্র তথাকথিত চেতনাধারী ধ্বজারা তা দেখে না ।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


ভারত অবশ্যই বাংলাদেশ নিয়ে খেলবে, কারণ আপনার মত লিলিপুটিয়ানে বাংলাদেশ ভরে গেছে; ইডিয়টকে নিয়ে সবাই খেলে। ভারত কখনো তার পুর্ব পাশে আরেকটা পাকিস্তান চাইবে না, তাই আপনাদের থামাতে ওরা বাংলাদেশের ক্ষতি করবে একদিন।

২৫| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৩

আবু তালেব শেখ বলেছেন: বাংলার মানুষ দশ টাকায় চাল খাচ্ছে,বাহবাহ

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি অর্থনীতি বুঝেন না; শেখ হাসিনাও বুঝে না; সমস্যা হচ্ছে, শেখ হাসিনার হাতে ক্ষমতা, আপনার হাতে ক্ষমতা নেই।

মানুষ চাল কিনবে "আয়ের সাথে" তাল মিলিয়ে: মানুষের দরকার চাকুরী, মানুষের দরকার সুনিশ্চিত আয়; সেটা সরকার করছে না; আপনি চাল নিয়ে ব্যস্ত হয়ে গেছেন; মাথায় চাল ঢুকে গেছে?

২৬| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি অপরিচিত ছবি ভালোবাসি না, এই ছবিগুলো আমার কাছে ভালো লাগে।

আর আমি যেহেতু ছবি তুলি। আমার তোলা হাজার হাজার ছবি আছে- তাই আমি লেখাতে নিজের ছবিই ব্যবহার করি।

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


ছবি অনেক কথা বলে

২৭| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

খাঁজা বাবা বলেছেন: রাজাকার বাংলাদেশ স্বাধীন করেনি
কিন্তু আপনি মুক্তিযোদ্ধাদের রাজাকার বলছেন।
আর আপনি কারো জাতীয়তা নির্ধারনের অধিকার রাখেন কি?

২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



রাজাকার ও তাদের সাপোর্টারদের জাতীয়তা পাকিস্তানী।

২৮| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



সেদিন কাকে যেন বল ছিলাম বিএনপি আসলে বুঝে নিবি এবার ঘরের ভেতর তুই আর নিরাপদ নেই ।

কথাটা যেন সত্য না হয় ।

তারা তো চাইবেই বাংলাদেশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে যাতে এটা আফগানিস্তান, সিরিয়া, ইরাকের মত হয় । আর পাকিস্তান তো তাদের ভাই লাগে ।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র লোকেরা মানসিকতার দিক থেকে পাকিস্তানের লোকজন।

২৯| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৬

আবু তালেব শেখ বলেছেন: আমরা গরীবেরা সরকারের কাছে প্রত্যাশা করি খাদ্য বস্ত্র, নিরাপত্তা। আর (ধনী) রা চাই রাতারাতি গরীবের পেটে লাথি মেরে আরো ধনী হতে। রাজনীনিতিবিধ চাই আজিবন ক্ষমতা।

আপনি গরীবের মনের কষ্ট কিছুটা বোঝেনন বলে আমার ধারনা

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের কষ্টের কথা বুঝতেন মওলানা ভাসানী, শেখ সাহেব হালকাভাবে বুঝতেন হয়তো, কিন্তু কি করতে হবে জানতেন না; শেখ হাসিনা এসেছে উনার পরিবারের বিচার করতে; এখন উনি ছাড়ছেন না; কারণ, বিএনপি এসে যেতে পারে, আবার সাধারণ মানুষের জন্য করতেও জানেন না, তাদের ভালোবাসা উনার জন্য নেই।

৩০| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

প্রামানিক বলেছেন: পাকিরা আসলেও সুবিধা করতে পারবে না।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়ার আমল থেকে, বেগম জিয়ার আমল অবধি জাল টাকা ও মাদক ট্রানজিটের জন্য ওরা বাংলাদেশকে ব্যবহার করেছে।

৩১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

প্রশ্নবোধক (?) বলেছেন: কয়েকদিন আগে এসে আপনার দাদারাও বৈ-ঠক করে গিয়েছেন। এবার নিশ্চই আমাকেও পাকিদের দোশর বানিয়ে দেবেন। আমরা স্বাধীন-স্বার্বভৌমত্বের অধিকারী হতে চাই। কারও হুজুরী-দাদাগিরী খুব বেশিদিন নাই। বাংলাদেশের মানুষ বুঝতে শিখছে। যার কারনে রাজনৈতিক দলগুলোকে লোক ভাড়া করতে হয়।

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:


ভারত মানসিকভাবে আমাদের সরকারগুলোকে অপদার্থ ভাবে, ওরা বুঝতে চায়, এই সরকার টিকবে কিনা; সেজন্য অনেক কিছু ওরা করে; ওরা জানে যে, বিএনপি জামাত এলে, বাংলাদেশ পাকিস্তানী কায়দায় চলে, উলফা সমস্যা দেখা দেয়, সীমানব্ত উত্তেজনা বিরাজ করে।

৩২| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫০

আখেনাটেন বলেছেন: লেখক বলেছেন: ভারত মানসিকভাবে আমাদের সরকারগুলোকে অপদার্থ ভাবে, ওরা বুঝতে চায়, এই সরকার টিকবে কিনা; সেজন্য অনেক কিছু ওরা করে; ওরা জানে যে, বিএনপি জামাত এলে, বাংলাদেশ পাকিস্তানী কায়দায় চলে, উলফা সমস্যা দেখা দেয়, সীমানব্ত উত্তেজনা বিরাজ করে। -- চমৎকার বলেছেন।

আর কতদিন আমাদের 'র' আর 'আইএসআই' এর চিপায় থাকতে হবে। কবে আমাদের নিজেদের মেরুদন্ড সোজা হবে?

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


যতদিন ঘরে চাকরাণী থাকবে, যতদিন রাস্তায় টোকাই থাকবে, য্তদিন ফ্রি পড়তে দেবে না, ততদিন ভারতের চাপে, পানি সমস্যায়, গরু সমস্যায়, মসলা সমস্যায়, ডাক্তার সমস্যায়, টেকনোলোজী সমস্যায় থাকতে হবে।

৩৩| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৫

নূর আলম হিরণ বলেছেন: বিএনপি নামটি শুনলেও ভয় লাগে। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিস গুলোর দরকার ডাঃ কামাল বা এমন কিছু লোকদের ম্যানিপুলেট করে বিএনপিকে রিফর্ম করা, জামায়াত কে ভ্যানিশ করা। তবে মনে হয় না আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসের লোকজন এতটা দক্ষ।

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৪

চাঁদগাজী বলেছেন:


বিএনপি একটা কালচার; বিএনপি ভোটারদের জয় করার দায়িত্ব ছিলো শেখ হাসিনার, সেই সুযোগও ছিলো; উনি সেইদিকটা বুঝার মতো বুদ্ধিমান নন। বিএনপি দল ও উনার নেতারা জাতির জন্য অভিশাপ

৩৪| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:১০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পাকিস্তানের বর্ডার ১৫০০ মাইল জনাব কিন্তু ইন্ডিয়ার বর্ডার ঘাড়ের পিছনে; সুতরাং যত অঘটন ঐদিক হতেই হবে এইটা ধরে নিলেই ভালো থাকবে সবাই। পাকিস্তানি জুজু আর আসবেনা; যত না আসবে ইন্ডিয়ান ভুডু!! তাই, এই ছক্কা,পাঞ্জা, লুডু খেলা বাদ দিয়ে কীভাবে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারে তাই ভাবা উচিৎ! বিএনপির মেরুদন্ড নেই সোজা, আর জামাত তো শুধু অন্তরেই আছে দলিল পত্রে অহেতুক শুধু খোঁজা!!

২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষ ভারতকে প্রতিবেশী হিসেবে ভাবে না, শত্রু হিসেবে ভাবে; তবে, ভারতীয় সরকার কখনো জাল টাকা, মাদক, বাংলাদেশ হয়ে আনা নেয়া করবে না, চরমপন্হীদের হাতে বোমা ও টাকা দেবে না; আমাদের ভেতরে যারা খারাপ আছে, পাকী মিলিটারী তাদের লালন পালন করে।

৩৫| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:১২

পবন সরকার বলেছেন: বাংলাদেশে পাকিদের খাওয়া নাই।

২৩ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনারা যা দেখছেন এটা আসলে বাংলাদেশ নয়, এটা কলোনিয়েল বৃটিশ বাংলা; শেখ ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে, বাংলাদেশকে বিএনপি ও আওয়ামী লীগের বাজার বানানো হয়েছে।

৩৬| ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৯

জাহিদ হাসান বলেছেন: আমার মতে বিএনপি-আওমীলীগ দুটোই দেশপ্রেমিক দল। কিন্তু দুটোতেই দুর্নীতিবাজ ও রাজনৈতিক দুর্বৃত্ত ঢুকে বসে আছে । এই কারণে দুটোই দেশের মানুষের কাছে অজনপ্রিয়। এই ‍দুই দলের বাইরে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বড় কোন তৃতীয় দল না থাকায় বাধ্য হয়ে মানুষ একের পর আরেককে নিয়ে ক্ষমতায় বসায়।

২৩ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হত্যা ও তাজুদ্দিন হত্যা যদি "দেশ প্রেমের অংশ" হয়ে থাকে বিএনপি অবশ্যই দেশপ্রেমিক দল। আওয়ামী লীগ অসৎ ব্যবসায়ী সম্পদ দখলকারীদের দল।

৩৭| ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭

সমালোচক মন্তব্যকারী বলেছেন: যাঁরা বিএনপির প্রার্থী মনোনয়ন না পেলে জোটের পক্ষে নির্বাচন করবেন না বলে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেন, তাঁরা আসলে বিএনপি করেন না।

২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩২

চাঁদগাজী বলেছেন:


কোন বাংগালীর বিএনপি করা উচিত নয়, আমার মনে হয়।

৩৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

হাসান রাজু বলেছেন: কেউ 'র' নিয়ে কথা বললে আপনি মেজাজ কন্ট্রোলে রাখতে পারছেন না। আবার কেউ দাদাদের দাদাগিরি নিয়ে বললে দাদাদের পক্ষে সাফাই গাইতে গিয়ে বাঙ্গালিদের পারলে নিকৃষ্ট কীটে পরিণত করতে ছাড়ছেন না।

হুমায়ুন আজাদ অনেকটা এভাবেই বলেছিলেন - একবার রাজাকার মানে চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয় ।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:



হুমায়ুন আজাদ আমার শিকক ছিলেন; মুক্তিযুদ্ধ করেননি; মুক্তিযো্দ্ধা নিয়ে ঐ বাক্যটি লিখে, নিজকে ইডিয়ট হিসেবে প্রমাণ করেছেন।

৩৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৪

আপেক্ষিক মানুষ বলেছেন: কেউ কি আদৌ ভাল? বিএনপি'র রক্তে মিশে আছে আইএসআই, লীগের রক্তে মিশে আছে 'র। শুনেছি বর্তমান বাংলাদেশ মিলিটারীর আনাচে কানাচে নাকি র'এর এজেন্ট। আবার বিডিআর বিদ্রোহে নাকি র'এর মদদ আছে।

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪

চাঁদগাজী বলেছেন:



র, সিআইএ, মোসাদ, আইএসআই সবাই আছে বাংলাদেশে; কারণ, দেশের মানুষের একাংশ ইডিয়ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.