![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
হ্যাঁ, এঁরা অন্য সাধারণ মুক্তিযোদ্ধাদের থেকে আলাদা; এঁদের কাছে দেশ থেকে জেনারেল জিয়ার ইমেজ বরাবরই বড় ছিলো; এঁরা কমশিক্ষিত হওয়ায় জেনারেল জিয়াকে ও মিলিটারী শাসন সম্পর্কে তেমন বুঝতেন না। শুরুতে, জামাত নিয়ে এঁদেরকে ভাবতে হয়নি: জেনারেল জিয়া জীবিত থাকাকালীন জামাতের লোকেরা জেনারেল জিয়াকে "জাতীয় নেতা" হিসেবে মানার অভিনয় করতো; কিন্তু তারা জেনারেল জিয়াকে মনের থেকে ঘৃণা করতো, ও ভয় করতো; দুর থেকে জিয়ার দলে ভোট দিতো, কাছে ভিড়তো না; জেনারেল জিয়া এসব লোকদের উনার কাছে ঘেঁষতে দিতেন না; ফলে, জেনারেল জিয়ার ইমেজের প্রতি আকৃষ্ট মুক্তিযোদ্ধাদের কোন অসুবিধা হয়নি জামাত নিয়ে।
বেগম জিয়া যখন ২ রাজাকারকে মন্ত্রী বানালেন, জামাতকে সরকারে নিলেন, তখন এসব মুক্তিযোদ্ধার মনের অবস্হা কি হয়েছিলো? আমার ধরণা উনারা ভয়ংকর আঘাত পেয়ে বিএনপি থেকে দুরে সরে যাওয়ার কথা! তারা কিন্ত সরেননি; বিএনপি'র ছোট জিয়া ছিলেন কর্ণেল ওলি, উনি অন্য কারনে সরে গেছেন; জেনারেল মীর শওকত আলী সরে যাননি; কর্ণেল ওলি ও মীর শওকাত আলী শুরুতে ১ নং সেক্টরে, ও পরে যেডফোর্সে জেনারেল জিয়ার ঘনিষ্ঠ ছিলেন।
জেনারেল জিয়া ১নং সেক্টরে থাকাকালীন, ১ নং সেক্টরের গেরিলারা উনাকে গড়ে ৫/১০ মিনিট দেখেছেন, যখন তাঁরা ভারতীয়দের অধীনে, ভারতীয় কেন্টনমেন্টে ট্রেনিং'এ থাকতেন জিয়া সেখানে গিয়ে ৫ মিনিটের বক্তৃতা দিয়ে খোঁজ খবর নিতেন। উনি ১ নং সেক্টরের কমান্ড থেকে সরে যাবার পর, যেডফোর্সের ৩০০ মানুষ ব্যতিত অন্যেরা উনাকে দেখার সুযোগ পাননি; কিন্তু যেডফোর্সের সাফল্যের কারণে অন্য সেক্টরের মুক্তিযোদ্ধারা উনার সম্পর্কে জানতেন।
দেশ স্বাধীন হওয়ার পর, তাজুদ্দিন সাহেব অস্ত্র নিয়ে ৯০ হাজার সাধারণ মুক্তিযোদ্ধাকে যখন খালি হাতে ঘরে পাঠিয়ে দেন, তখন এঁরা সবাই ভয়ংকরভাবে আহত হয়েছিলেন; এঁরা ধরে নিয়েছিলেন যে, যুদ্ধের পর দেশ চালনায় এঁরাই থাকবেন। এঁরা গ্রামের অশিক্ষিত ও দরিদ্র পরিবারের লোকজন হওয়ায়, দেশে কি হচ্ছে কিছুই বুঝতে পারেননি; তবে, ক্রমেই পরিস্কার হয়ে উঠছিলো যে, দেশের অবস্হা ভালো দিকে যাচ্ছে না। তাদের বিরাট অংশ অনুমানও করতে পারেনি যে, মুক্তিযোদ্ধাদের সকল সন্মান, সকল অধিকার "বিএলএফ" দখল করেছে, একা কাদের সিদ্দিকী, তোফায়েল আহমেদরা দেশ স্বাধীন করেছে। শেখ সাহেব গ্রামের ৮০ হাজার মুক্তিযোদ্ধাদের তেমন কোন খোঁজ খবর নিতেন না।
শেখ সাহেবকে হত্যা করে জেনারেল জিয়া যে, কৌশলে দেশকে মিলিটারী রাজ্য পরিণত করেছে, সাধারণ মুক্তিযোদ্ধারা সেটা বুঝার মতো শিক্ষিত ছিলেন না; মুক্তিযোদ্ধাদের একাংশ মনে করেছিলো যে, তাদেরই এক যোদ্ধা ক্ষমতায় এসেছে, উনি তাঁদেরই লোক; এটা ছিল ভয়ংকর ভুল। আসল ব্যাপার জেনারেল মীর শওকত জানতেন, কর্ণেল ওলি জানতেন, কর্ণেল মাহফুজ জানতেন; কিন্তু গ্রামের মুক্তিযোদ্ধার কাছে জেনারেল জিয়ার ক্ষমতা দখল কখনো পরিস্কার ছিলো না; এখন তাঁদের বয়স ও দেশের অবস্হা মিলে হিসেব করলে, বিএনপিতে মুক্তিযোদ্ধারা কেহ নন, তার থেকে জামাতের মুল্য অনেক বেশী বিএনপি'র কাছে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
আমি শুনেছি এটা সেটা; কথা সত্যি হলে, শেখ হাসিনা আত্মীয়তা করতেন না; তবে, লোকটার মানসন্মান বোধ নেই, ভালো মানুষ নন।
২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৬
আবু তালেব শেখ বলেছেন: বিএনপি যারা করে এরা মানুষের তালিকায় নেই
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি যারা করেন, তারা মানুষ; ইয়াবা, ফেনসিডিল যারা বিক্রয় করে তারাও মানুষ; যারা বুঝে না বিএনপি যে, শেখ হত্যার ফসল, তাজুদ্দিন হত্যার ফসল, তারা বিএনপি করে; এরা মানুষ, তবে পুরোপুরি বাংগালী নন।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১১
হাবিব বলেছেন: সবাই সঠিক পথে আসার চেষ্টা করছে
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২০
চাঁদগাজী বলেছেন:
এগুলো কথার কথা
৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখাটা ভালোই ছিল কিন্তু ফিনিশিং হয় নি। লেখার সারমর্ম কী?
মেজর জিয়ার মুরীদদের মগজ বরাবরই কম।
বঙ্গবীরকে একবার প্রধানমন্ত্রী করলে কেমন হয়?
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২২
চাঁদগাজী বলেছেন:
বংগবীর যোদ্ধা মানুষ, শিক্ষা দীক্ষা নেই; দেশ স্বাধীন হওয়ার পর পুরো টাংগাইল উনি প্রায় দখল করে নিয়ে ছিলো, মগজের অভাব আছে।
৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
বিচার মানি তালগাছ আমার বলেছেন: শাহ আজিজুর রহমানকে যখন প্রধানমন্ত্রী করা হয় মীর শওকত আলী উনাকে 'স্যার' ডাকতেন না মুক্তিযুদ্ধ কালীন ভূমিকার জন্য। ১/১১'র সময় মীর শওকত আলী বিএনপি-তে নিস্ক্রিয় হয়ে যান। ২০০৮-এর নির্বাচনের আগে আবার সক্রিয় হয়ে যান। তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেন, আপনি এতদিন বিএনপি-তে সক্রিয় না থেকে এখন কেন সক্রিয়? উনি জবাব দেন, "কারণ, বিএনপি'র সাথে জামায়াত ছিল, এখন নেই"...
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
শাহ আজিজ মাজিজ জাতির জন্য সমস্যা, এরা নিজ পরিবার চালানোর মতোও যোগ্য নন।
২০০১ সালের পর, মুক্তিযোদ্ধারা বিএনপি'কে সাপোর্ট করা ঠিক হয়নি; তবে, শিক্ষার অভাবে যা ঘটে, তা ঘটেছে, বেগম জিয়ার কারণে, উনাদের সাপোর্ট উনাদের নিজের বিপক্ষে গেছে
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩০
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: লেখকবলেছেন:বংগবীর যোদ্ধা মানুষ, শিক্ষা দীক্ষা নেই; দেশ স্বাধীন হওয়ার পর পুরো টাংগাইল উনি প্রায় দখল করে নিয়ে ছিলো, মগজের অভাব আছে।
খালি বড় বড় কথা! মগজওয়ালা একজনের নাম বলেন দেখি, যাকে প্রধানমন্ত্রী বানালে দেশ ঠিক মত চলবে???
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ ঠিক মতো চালানোর মত লোক জাতির ভেতর নেই, বাহির থেকে আনতে হবে।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪১
রাজীব নুর বলেছেন: নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে রিজভী দাবি বলেন, রাজধানীর অফিসার্স ক্লাবে কর্মকর্তাদের নিয়ে নির্বাচন কমিশন গোপন বৈঠক করেছে।
জিয়া সাহেব কিন্তু সৎ লোক ছিলেন।
প্রচুর খাল কেটেছেন।
সৌদির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। সেই সময় সৌদি থেকে আমাদের দেশে অনেক কিছু আসতো। বালু উত্তোলনের মেশিন এসেছিল অনেক গুলো।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫
চাঁদগাজী বলেছেন:
সৌদীর সাথে উনি সম্পর্ক করায় ভালো হয়েছে, ৬০ হাজার বাংগালী মেয়ে ওখানে চাকরাণীর কাজ করছে আজকে; যখন আপনি সামুতে ব্লগিং করছেন।
৮| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
জাহিদ অনিক বলেছেন:
বিনএনপি নেতা কর্মীদের নামে ৭৮ হাজার মামলা আছে।
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
এরা জাতির সমৃদ্ধির জন্য বাধা, জাতির সমস্যা
৯| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১০
রসায়ন বলেছেন: জামাত বিএনপিকে ডোবাবে
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
২টাই অপরাধী তৈরির কারখানা
১০| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- জনাব, আপনার জন্য একটি আনন্দ ও খুশীর খবর আছে।
নতুন আবিষ্কৃত তথ্য অনুযায়ী জেনারেল জিয়া মোটেও মুক্তিযোদ্ধা ছিলো না। সে ছিল পাকিস্তান ইনটেলিজেন্সের একজন .....গোপন চর !
বলেন, আলহামদুলিল্লাহ্ !
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
আপনারা জাতির জন্য বোঝা; জাতি আগাছায় ভরে গেছে
১১| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৩
আপেক্ষিক মানুষ বলেছেন: অ্যান্থনি ম্যাসকার্নহাসের এ লিগ্যাসি অব ব্লাড বইতে পড়েছিলাম মেজর জিয়ার ক্ষমতার লোভ থাকলেও ব্যক্তিগতভাবে নাকি সৎ ছিলেন, মৃত্যুর পরে তার সঞ্চয় নাকি ছিল শূন্য!
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার পোষ্টে জিয়া সন্পর্কে কি লিখেছেন, সেটা আমি জানতে চাই; অ্যান্থনি ম্যাসকার্নহাসে সাথে নিশ্চয় আপনি চলেননি, উনি আমাদের দেশ সম্পর্কে কি জানতে পারেন?
১২| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৭
আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২
চাঁদগাজী বলেছেন:
ভালো। কিছু বুঝে থাকলে আরো ভালো
১৩| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: ভাই দেশে আসেন,আপনার জন্য মন্ত্রীত্ব রেডী।আপনার মত তৈল মর্দনকরীর অভাব অনূভব করছি।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমার জন্য কিছু একটা সব সময় থাকবে; আপনার জন্য জেল থাকবে।
১৪| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: @ চাঁদ গাজী- জনাব,সকাল-সন্ধ্যা যে ভাবে জিয়া-র নাম নিয়ে জিকির করেন, তারবদলে আল্লাহ্-খোদার নাম নিলে এতদিনে মাকামে মাহমুদে পৌঁছে যেতে পারতেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের জীবনে, খোদা থেকে জেনারেল জিয়ার প্রভাব বেীি
১৫| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২
আপেক্ষিক মানুষ বলেছেন: আমি মেজর জিয়াকে নিয়ে কোন পোস্ট লিখিনি। রাজনীতি নিয়ে কিছু লেখার ইচ্ছাও নেই।
আমি বয়সে খুবই ছোট। আমি কৌতুহল বশত ঐ বইটি পড়েছিলাম।
আমি অ্যান্থনি ম্যাসকার্নহাসের সাথে আমি চলিনি। চলার কথাও না। তিনি বইতে যেভাবে লিখেছেন আমি শুধু সেটা মন্তুব্যে তুলে ধরেছি। মেজর জিয়া কেমন, চোর না ডাকাত ছিল তাতে আমার কোন মাথা ব্যথা নেই। সেটা আপনি সম্ভবত ভাল জানবেন। আপনি মুক্তিযুদ্ধ করেছেন, বীর মুক্তিযোদ্ধা। আপনাকে সম্মান জানাই।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
একটা জাতির কালচার, রাজনীতি, অর্থনীতি, ইতিহাস, ইত্যাদি অন্য জাতির লোকেরা পুরোটা ঠিক মত বুঝে না।
১৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৩
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: একজন সিপাহি ও একজন বাংলাদেশী রাজনীতিবিদের দেশপ্রেম এক না।জিয়াউর রহমান সেটা দেখিয়ে দিয়ে গেছেন ।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো ডোডো কি দেখেছেন, কি বুঝেছেন, আপনার লেখা পড়লে সেটা বুঝতে পারবো; তবে, আপনার মন্তব্য থেকে আপনাকে বুদ্ধিমান বলে মনে হচ্ছে না।
১৭| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১২
ফারিহা হোসেন প্রভা বলেছেন: নিজ দেশ হয়েই তো যুদ্ধ করেছিলেন। যাইহোক আমি বুঝিনা কেন এত বৈষম্য!
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪২
চাঁদগাজী বলেছেন:
নিজের দেশের জন্য যুদ্ধ করেছিলেন; ক্যু'এর বেনেফিসারী হয়ে, দেশের সামরিক প্রধান হয়ে, দেশে মিলিটারী সরকার চালু করে, দল করে রেখে গেছেন, যারা এ জাতির বিপক্ষে ছিলেন, তারাই উনার দলের নেতার অভিনয় করেছেন।
১৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০০
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম। কাদের সিদ্দিকী সম্পর্কে আপনার এমন মতামত।।আর এই লোককে কে জানি রাজাকার বলে গালি দিয়েছিল? যাই হোক। দেশে কে কি করেছে তারাই জানে। যারা যুদ্ধ করেছে। আমি কাদেরিয়া বাহিণীর একজনের দেখা পেয়েছি।। সে এমন বলেনি। তারাতো বলে অন্য কথা। আর আপনি বলেন সে বোকা। জানিনা এ দেশে কা কাকে কি বলতে চায়।
কয়দিন পর কোন শিশু যখন এতো বিতর্ক দেখবে এরা কি ভাববে আমাদের ইয়িহাস সম্পর্কে? কে জানে।।।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
আপনি পড়লে পুরোটা হয়তো বুঝেন না; উনি যুদ্ধ করেছেন, টাংগাইল মুক্ত রেখেছিলেন; যুদ্ধের পর অনেক যায়গা দখল করে রেখেছিলেন; সেটা ছিলো অন্যায়; উনার পড়ালেখা কম; উনাকে আমি বেকুব বলিনি; বরং আপনাকে বেকুব বলা সম্ভব।
১৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:২৬
শাহরিয়ার কবীর বলেছেন: মহান মুক্তিযুদ্ধে ইতিহাস, এখন এই নোংরা রাজনীতির কারণে বিকৃত হচ্ছে...!
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৩
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযুদ্ধের ইতিহাস হলো:
১) ২৫ শে মার্চ রাতে, পাকিস্তান সেনা বাহিনী বাংগালী জাতিকে আক্রমণ করেছিলো
২) বাংগালীরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন; ১ লাখ ২০ হাজার সাধারণ মানুষ অস্ত্র ধরেছেন, বাকীরা সাহায্য করেছেন; এঁদের থেকে ২২ হাজার শহীদ হয়েছে
৩) জাতির ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন স্বাধীনতার জন্য
৪) জামাত পাকীদের পক্ষে যুদ্ধ করেছে, জামাত পাকীদের ৫৫ হাজার মিলিশিয়া দিয়েছে
৫) বাংগালীরা জয়ী হয়েছেন; যারা বৃহত্তর পাকিস্তান চেয়েছিল, উহার পক্ষে যুদ্ধ করেছে, তারা পরাজিত হয়েছে
এটাই ইতিহাস।
২০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ২:৫৪
অনল চৌধুরী বলেছেন: দেশ স্বাধীন হওয়ার পর, তাজুদ্দিন সাহেব অস্ত্র নিয়ে ৯০ হাজার সাধারণ মুক্তিযোদ্ধাকে যখন খালি হাতে ঘরে পাঠিয়ে দেন, তখন এঁরা সবাই ভয়ংকরভাবে আহত হয়েছিলেন; এঁরা ধরে নিয়েছিলেন যে, যুদ্ধের পর দেশ চালনায় এঁরাই থাকবেন-ক্যাষ্ট্রো এই পরামর্শই দিয়েছিলেন।শোনা হয়নি।
শুনলে কেউ ১৫ই আগষ্ট ঘটাতে পারতো না।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
৯ মাস যাঁরা প্রাণ দিয়েছেন, বেতন নেননি, খবার চাননি, তাঁদেরকে আরো ৯ বছর বিনা বেতনে দেশ গড়তে রাখা যেত;, তাজুদ্দিন সাহবে ও শেখ সাহেব আসলেই ছাত্রনেতা ছিলেন, ভাবনাশক্তি খুবই দুর্বল ছিল উনাদের।
২১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৩:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: লেখক বলেছেন:
শাহ আজিজ মাজিজ জাতির জন্য সমস্যা, এরা নিজ পরিবার চালানোর মতোও যোগ্য নন।
তাহলে যশোর ক্যানটমে্টের হত্যাকান্ড কি ভাবে সামাল দিয়েছিলেন!!
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০
চাঁদগাজী বলেছেন:
কেহ কোন হত্যাকান্ড সামাল দেননি, মিলিটারীরা নিজেদদের সহজে হত্যা করতে চাহেন না।
২২| ২৫ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৯
মাহমুদুর রহমান বলেছেন: আপনি বয়স্ক হতে পারেন কিন্তু সবসময় সঠিক নন।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪১
চাঁদগাজী বলেছেন:
আমি বেশীর ভাগ সময় ঠিক, আপনি কোন একদিন, একবারও ঠিক হওয়ার সম্ভাবনাও নেই।
২৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৪৬
নজসু বলেছেন:
দেশ স্বাধীন হইয়াছে
রাজাকারমুক্ত হয় নাই।
সর্বত্র ইহারা বিদ্যমান।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪২
চাঁদগাজী বলেছেন:
এ জাতীতে ভালো মানুষ থেকে আগাছা বেশী থাকে সব সময়
২৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
নতুন-আলো বলেছেন: তাই নাকি?
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
তাই
২৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৩
খাঁজা বাবা বলেছেন: ভাই, আওয়ামীলীগ এ পর্যন্ত কতজন রাজাকার কে মন্ত্রী ও এম পি করেছে সে হিসাব কখনো করেছেন কি?
করা উচিৎ। তাতে আপনার ভুল ধারনা হয়ত ভাঙবে।
আর, আপনি কি চশমা পরেন? টিনের চশমা?
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৪
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ জেনেশুনে কোন রাজাকারকে মন্ত্রী হতে দেয়ার কথা নয়, শেখ হাসিনা উনার বাবার কথা ভুলেননি কোনদিন
২৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ওস্তাদ ভালো ।আরো বেশি বেশি লেখুন। পারলে আরো বেশি বেশি বাড়িয়ে লিখুন। যাতে ওরা আর কোমর
সোজা করে দাঁড়াতে না পারে।
ক্ষমতা কারো জন্যই চির স্থায়ী নয়।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
চাঁদগাজী বলেছেন:
ক্ষমতা না যহয় আপনাকে দিলো, উহা দিয়ে আপনি কি করবেন? শেখ হাসিনাকে ভালো হতে হবে; মির্জারা ভালো হওয়ার সম্ভাবনা নেই।
২৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৫
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ১৯ এপ্রিল ২০১৪ মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে জামায়াত-শিবিরের ৭০ কর্মীকে বরণ করে নিয়েছেন পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা। গতকাল শুক্রবার রাতে মুলাডুলির বাঘহাচলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে তাঁরা আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় ওয়ার্ড নেতাসহ বিএনপির তৃণমূলের কিছু কর্মীও আওয়ামী লীগে যোগ দেন। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগ সবকইছু নিয়ে ব্যবসা করে; ফলে, জামাত বিএনপি ক্রয় বিক্রয় সম্ভব।
২৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২
হাসান রাজু বলেছেন: দেশ স্বাধীন হওয়ার পর, তাজুদ্দিন সাহেব অস্ত্র নিয়ে ৯০ হাজার সাধারণ মুক্তিযোদ্ধাকে যখন খালি হাতে ঘরে পাঠিয়ে দেন, তখন এঁরা সবাই ভয়ংকরভাবে আহত হয়েছিলেন; এঁরা ধরে নিয়েছিলেন যে, যুদ্ধর পর দেশ চালনায় এঁরাই থাকবেন।
হা হা হা ...... আমার এনালাইসিস খারাপ না। বেশ আগেই আপনার মর্মবেদনা টের পাইছিলাম ।
বুঝতে পারছেন তো প্রসেসর কিন্তু সেইরাম কাজ করে। পেন্টিয়াম টু কি আই৭ এর কার্যকারিতা মাপতে পারে?
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৩
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধারাই ছিলো জাতির মাঝে শ্রেষ্ঠ মানুষজন; তাঁরা অনুভব করেছিলেন যে, যুদ্ধ লাগলে, জাতির হয়ে যুদ্ধ করতে হয়; উনাদেরকে দুরে সরায়ে দেয়াতে, শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করা সম্ভব হয়েছিলো; না হয়, মেন্টনমেন্টের ২০/২২ জন ইডিয়ট কোনদিনও এসব করার সুযোগ পেতো না।
২৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
কিরমানী লিটন বলেছেন: আপনার পোস্ট গুলির বেশিরভাগি একপেশে- তবুও সেগুলি আমাকে টানে- খু উ ব...।
মন্তব্য নিষ্প্রয়োজন ...।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯
চাঁদগাজী বলেছেন:
আমার লেখাগুলো "যেইদিকে একপেশে হয়", আপনি সেইদিকে থাকুন; তা'হলে আপনার পক্ষে হয়ে যাবে।
আপনি নিশ্চয় মুক্তিযো্দ্ধা নন, ততকালীন মেজর জিয়া আপনার কেহ ছিলো না।
৩০| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাংলাদেশ ঠিক মতো চালানোর মত লোক জাতির ভেতর নেই,
বাহির থেকে আনতে হবে।
...................................................................................
বক্তব্যর সাথে একমত হতে পারলাম না,
আমাদের ব্যর্থতার মাঝ থেকে, সফলতার উত্তরন ঘটাতে হবে ।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের গত বাজেট ছিলো ৫৫ বিলিয়ন ডলার, আপনার লাগবে ১০ মিনিট ৫৫ বিলিয়নকে সংখ্যায় লিখতে; মির্জা ফখরুলের লাগরে ৩০ মিনিট; বেগম জিয়া এই জীবনেও লিখতে পারবেন না।
৩১| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৫
শাহাদাত নিরব বলেছেন: বরাবরের মত এবারো কিছু লুকিয়েছেন।
৭১'৭৫ এর পর সোজা চলে এসেছেন রাজাকারদের মন্ত্রী বানিয়েছে এই কথায় কিন্তু এর মাঝখানে আরো কারো সাথে মিলিত হয়েছে সেটা উল্যেখ করেন নাই ।
শেষ কলামে লিখেছেন শেখ সাহেবকে হত্যা করে জেনারেল জিয়া যে ........ এই কথা মনেহয় আজ পর্যন্ত কোনো আদালতও বলেনি ।
২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯
চাঁদগাজী বলেছেন:
আমি যদি আদালতে চাকুরী করতাম, আমার মুখে শুনতে পেতেন; আমি কোনদিন ওখানে চাকুরীর চেষ্টা করিনি।
৩২| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১২
হাসান জাকির ৭১৭১ বলেছেন: প্রকৃত অর্থে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তাদের কারোরই জিয়ার দলে থাকার কথা নয়।
যারা বঙ্গবন্ধু হত্যার পরে ক্ষমতার ভাগিদার হয়ে নিজের ধান্দায় ব্যস্ত ছিলেন তারাই জিয়ার সাথে গেছেন।
আর এখন যারা আছেন, তারা কিছু পাবার আশায় পুরোপুরি আদর্শচ্যুত হয়ে এক পাকিস্তানী ভাবধারায় ফিরে গেছেন।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
আজকে যেভাবে, বাংগালীদের মাঝে কয়েককোটী মিলিটারী শাসনের পক্ষে আছেন, মুক্তিযোদ্ধাদের মাঝেও মিলিটারী শাসনের পক্ষের মুক্তিযোদ্ধা আছেন, তাঁরা জেনারেল জিয়ার দলে চলে গিয়াছিলের, আজকে "জামাতের সাথে একই দলে আছেন"।
৩৩| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
এই সব ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি। বিধায় জাতি অনেক কিছু থেকেই বঞ্চিত। তারা সবাই স্বাভাবিক মৃত্যু বরণ করলে কি হতে পারতো সেটা ভেবে দেখা যেতে পারে।
মারামারি আর কাটাকাটি সব শেষ করে দিয়েছে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
চাঁদগাজী বলেছেন:
সিআইএ ভেবেছিলো যে, শেখ সাহেব নতুন বাংলাদেশকে সোভি্যেত ব্লকে নিয়ে যাচ্ছে; সেটা ছিলো ভুল ধারণা, সেই ধারণার বশবতী হয়ে, সিআইএ জেনারেল জিয়ার সঝায্য নিয়ে শেখ সাহেব ও তাজুদ্দিন সাহবেক হত্যা করে; মুক্তিযোদ্ধা অফিসারেরা জেনারেল জিয়াকে হত্যাা করে।
৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: আপনার কথাটি ভাববার মত এরা আসলেই কি ভিন্ন প্রজাতির মুক্তিযোদ্ধা? একে খন্দোকারের ব্যাপারটি আমার কাছে বোধ্যগম্য হঠাৎ কি এমন হল যে এ ধরনের একটি বই তাকে লিখতে হল, আজ আবার শুনছি কামাল সাহেবের দলে যোগ দিচ্ছেন
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
সবাই মুক্তিযোদ্ধা; এক শ্রেণীর বাংগালী, তাদের পাকী মতো মিলিটারী শাসনে বিশ্বাস করে, ওরা জেনারেল জিয়ার দলে চলে গেছে।
৩৫| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০১
তারেক_মাহমুদ বলেছেন: সংশোধনী: একে খন্দোকারের ব্যাপারটি আমার কাছে বোধগম্য নয়
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
খন্দোকারকে আওয়ামী লীগ অপমান করেছে, ভয় লাগায়েছে; আওয়ামী লীগের হানিফ, ইনু, নাসিম, এগুলো ভয়ংকর অমানুষ, এরা যার বিপক্ষে লাগে, তাকে ভয়ংকর ভয়ের মাঝে থাকতে হয়।
৩৬| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮
সেলিম৮৩ বলেছেন: দলীয় দৃষ্টিকোন থেকে দেখলে আওয়ামীলীগ প্রকৃত মুক্তেযোদ্ধা। বাকী সব রাজাকার অথবা ভুয়া মুক্তিযোদ্ধা।
১৯৭১ সালে সব দারিদ্র, অশিক্ষিত ছিলো। এজন্য বঙ্গবন্ধুর ডাকে তারা সাড়া দিয়েছিলো; ভুল করেনি। ভুল ছিলো শুধু মেজর জিয়ার ক্ষেত্রে। ভাগ্যিস মুক্তিযুদ্ধে অাপনার মত এলিট শ্রেনীর বড্ড অভাব ছিলো। তা না হলে বঙ্গবন্ধু বড় কষ্টে পড়ে যেতেন। মেজর জিয়াকে মঙ্গলে পাঠিয়ে দিতেন। গন্ডমূর্খ, অশিক্ষিত লোক নিজের ভালোমন্দ বোঝার ক্ষমতা ছিলো বিধায় তারা বঙ্গবন্ধুর ডাকে তারা সাড়া দিয়েছিলেন। জিয়া বঙ্গবন্ধুকে খুন করেছিলেন এই ইতিহাসটা অাপনাকে অাবার পড়তে হবে।
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
আপনার মগজের অভাব আছে; বাংগালীদের সবচেয়ে বড় সংগ্রাম ছিলো মিলিটারী শাসনের বিপক্ষে, আইয়ুব খানের বিপক্ষে; তারপর ইয়াহিয়ার বিপক্ষে; সেটার ফলাফল বাংলাদেশ।
মেজর জিয়া অন্যান্য সেক্ট কমান্ডারদের মত বিখ্যাত কমান্ডার ছিলেন। পরে, শেখ ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করেছেন। আপনার পরিবারের ইতিহাস নেন, আপনার পরিবার অবশ্যই বাংলাদেশ চাহেনি।
৩৭| ২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হেইটা ঠিক কইছেন
২৫ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার বাবার শেষ স্বপ্ন ছিল বাকশাল, উনার সরকার প্রসব করছে "সুপার ধনী"; উনাকে চাপ দিতে হবে এই ব্যবসা যেন বন্ধ হয়।
৩৮| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৬
তারেক ফাহিম বলেছেন: বর্তমান মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে কিছুটা সন্দেহ আছে।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
প্রতি ৪ জনে ১ জন আসল মুক্তিযো্ধা থাকার সম্ভাবনা, বাকীগুলো ভুয়া
৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৮
হাসান রাজু বলেছেন: মুক্তিযোদ্ধারাই ছিলো জাতির মাঝে শ্রেষ্ঠ মানুষজন; তাঁরা অনুভব করেছিলেন যে, যুদ্ধ লাগলে, জাতির হয়ে যুদ্ধ করতে হয়।
কথা সত্য । সেই যোদ্ধাদের অর্জন ছিল স্বাধীনতা। তারা একবারের জন্য চিন্তা ও করেনি, যুদ্ধ আমরা করেছি দেশ এখন আমরাই চালামু (যেই যন্ত্রণায় আপনি পুড়ছেন)। অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা অধিকার থাকা স্বত্বেও কোন ধরনের কোঠা বা অন্যান্য সুযোগ নেন নি কখনো। চেয়েছেন যোগ্য লোক যেন দেশটাকে এগিয়ে নিয়ে যায়। যে বাংলাদেশ চেয়েছিলেন তারা সেটা হয়ত পাননি কিন্তু তাদের গর্বে বুক ফুলে যায় পাসপোর্টে জাতীয়তা ' বাংলাদেশি ' লেখাটি দেখতে পেরে । কারন মুক্তিযোদ্ধ করার সময় মাথায় স্বাধীন দেশ ছাড়া আর কিছুই পাওয়ার চিন্তা তাদের মাথায় ছিল না।
দেশ যারা লুঠেছে, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে এদের বেশিরভাগই এমন সুযোগের লোভে মুক্তিযোদ্ধা । তারা কেউ না পাওয়ার হতাশা, কেউ বেশি পাওয়ার লোভে এই কু-কর্ম করেছেন। এখনো যত কু-কর্ম হচ্ছে তা স্বাধীনতার চেতনার নাম নিয়েই হচ্ছে। সত্যিকারের নির্মোহ মুক্তিযোদ্ধারা কষ্ট পান যখন দেখেন যারা মুক্তিযোদ্ধের কাণ্ডারি হিসেবে যারা বসেছিলেন ক্ষমতায় (আঃলীগ) তারাই বেশি অপমান করেন এদেশের স্বাধীনতা কে মুক্তিযোদ্ধাদের কে।
দেশপ্রেমী মুক্তিযোদ্ধারা চেয়েছেন যোগ্যরা দেশ চালাক মুক্তিযোদ্ধা হলেই দেশ চালানোর দায়িত্ব দিয়ে দিতে হবে এটা কখনই সত্যিকারের হিরোরা চান নি। সুযোগ সন্ধানীরা চেয়েছে।
২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
চাঁদগাজী বলেছেন:
মুক্তিযোদ্ধারা কিউবা, চীন, ভিয়েতনাম চালায়েছে; বাংগালদেশ চালায়েছে অমুক্তিযোদ্ধারা ও ২ জন রাজাকারও তাতে ছিলো। আপনার মগজের প্রসেসিং ক্ষমতা কম।
৪০| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০১
হাসান রাজু বলেছেন: কিউবা, চীন, ভিয়েতনাম আধুনিকরাষ্ট্রের উদাহরণ না। আপনি যেসব রাষ্ট্রের উদাহরণ দেন সেগুলো কিউবা, চীন না। প্রফেশনালদের নমিনেশন দিতে বলেন কোন যুক্তিতে? স্ব-বিরোধী বক্তব্য। পেন্টিয়াম ২ প্রসেসর দিয়ে আমাকে বিচার করতে পারবেন না। হার্ডডিস্ক ব্যাড সেক্টরে ভরে গেছে নিজের বক্তব্যে ঠিকে থাকতে পারছেন না। যাদুঘরে রাখার মগজ দিয়ে রাষ্ট্র পরিচালনার মন্ত্র দিতে গেলে এমন ই হয়।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি কথার পিঠে কথা বলেন, আসলে কোন বিষয়ে সঠিকভাবে আলোচনা করার চেষ্টা করেন না।
৪১| ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
স্যার অন্যভাবে নিয়েন না
আসলে গ্রাম থেকে বা মাঠ থেকে উঠে আসা মুক্তিযোদ্ধারা এসব ধরতে পারেনি । তারা আসলে তাদের নিজেদের জায়গা থেকে ভেবেছে । কিন্তু সামগ্রিক ভাবে তারা সেটা চিন্তা করতে পারেনি ।
২৬ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১০
চাঁদগাজী বলেছেন:
৯৯% মুক্তিযোদ্ধারা ( ইপিআর, বেংগলস হ সবাই) মোটামুটি কমশিক্ষিত ও দরিদ্র পরিবারের সন্তান ছিলেন; তাঁরা যুদ্ধের সময় বিচ্ছিন্ন ছিলেন; বাড়ীতে ফিরে এসে নিজদের বিরাট অবদানের মুল্যও বুঝতে পারেননি; ফলে, উনারা দেশ স্বাধীন করলেও, উহাকে গড়ার সুযোগ পাননি।
৪২| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সংসদের নারী কোট বাদ দিতে হবে সবার আগে।
কোটা কেন থাকবে?
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৩
চাঁদগাজী বলেছেন:
৩০০ জন সাংসদের মাঝে সরাসরি ভোটে ৫/৬ জন হয়তো নিরবাচিত হয়ে থাকেন নারী, সেজন্য কোটা রেখেছে সম্ভবত:
৪৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ রাত ১:৪০
অনল চৌধুরী বলেছেন: হাসান রাজু বলেছেন: আধুনিকরাষ্ট্রের উদাহরণ না। আপনি যেসব রাষ্ট্রের উদাহরণ দেন সেগুলো কিউবা, চীন না। প্রফেশনালদের নমিনেশন দিতে বলেন কোন যুক্তিতে? স্ব-বিরোধী বক্তব্য। পেন্টিয়াম ২ প্রসেসর দিয়ে আমাকে বিচার করতে পারবেন না। হার্ডডিস্ক ব্যাড সেক্টরে ভরে গেছে নিজের বক্তব্যে ঠিকে থাকতে পারছেন না। যাদুঘরে রাখার মগজ দিয়ে রাষ্ট্র পরিচালনার মন্ত্র দিতে গেলে এমন ই হয়। কিউবা, চীন, ভিয়েতনাম যদি আধুনিক রাষ্ট্র না হয় তাহলে আধুনিক রাষ্ট্র কোনটা? সৌদি অার ভারত?
নাকি গিনি,সোমারিয়া,কঙ্গো অার অাইভরিকোস্ট?
আধুনিক রাষ্ট্রের সংজ্ঞা কি?
চীন কোথায় চলে গেছে,সেটা একবার দৈনিক পত্রিকা বা গুগুল খূজে দেখেন।
২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৫৬
চাঁদগাজী বলেছেন:
হাসান রাজু নিজের প্রো-পিকটাও ঠিক মতো চয়েস করতে পারেননি।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: শেখ হাসিনার বেয়াই নাকি বিশেষ প্রজাতির লোক? জানেন কিছু??