নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়াকে ভোট দেয়া সম্ভব হবে না; আমাদেরকেও মির্জার মত কাঁদতে হবে!

০২ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২



বেগম জিয়ার খবর নিয়ে আপনাদেরকে মিডিয়ার দ্বারস্হ হতে হবে না; ব্লগে, আমি উনার উপর ক্রমাগতভাবে পোষ্ট দিয়ে যাচ্ছি, আপনাদের জীবনটা কিছুটা হলেও সহজ হচ্ছে! বেগম জিয়াকে ৩ আসনের কোন আসনে ভোট দেয়া সম্ভব হবে না, উনার ফাইল করা সব নমিনেশন, সব যায়গায় বাতিল হয়ে গেছে! ২ যায়গায় (ফেনী-১, বগুড়া-৬) উনার বিকল্প প্রার্থী আছে বিএনপি থেকে, বগুড়া-৭ এ বিকল্পও নেই!

বগুড়া-৭ এ উনার বিকল্পও নেই? বাংলাদেশের ২য় বৃহত্তম দলের "থিংক ট্যাংকরা" কোথায়? সামু ব্লগে ম্যাঁওপ্যাঁও পোষ্ট লিখে, আমি জানি যে, উনার সব নমিনেশন বাতিল হয়ে যাবে, সব ব্লগারেরা জানেন যে, উনার নমিনেশন পেপার বাতিল হবে; ড: এমাজুদ্দিন সাহেব, সাংবাদিক মাহমুদুর রহমান, ড: মইন খান কি তা বুঝেননি? আসলে, রাজনীতি এক জিনিষ, বাংলাদেশের ভোট আরেক জিনিষ! বিএনপি'তে রাজনীতিবিদ কখনো ছিলো না, আজও নেই; এরা সবাই জেনারেল জিয়া কর্ত্তৃক ১৯৭৫ সালের হত্যার বেনেফিসিয়ারী।

মির্জা ফখরুল সাহেব বেগম জিয়াকে ৩ আসনে দলীয় মনোয়ন দিয়ে কেঁদেছিলেন; এখন বেগম জিয়াকে ৩ আসনে ভোট না দিতে পেরে ১৫ লাখ মানুষ কাঁদবেন; ব্লগে কাঁদবেন ব্লগার শাহিন-৯৯, ব্লগার বিচার মানি তবে তালগাছ আমার, ব্লগার কিরমানী লিটন, ব্লগার ঢাবিয়ান, ফাবিয়ান। ব্লগে যাঁরা কাঁদবেন, এঁরা সবাই রাজনৈতিক পোষ্ট লেখেন, আমি উনাদের অনুসরণ করি; প্রোটোকল অনুযায়ী আমাকেও কাঁদতে হবে; আপনারা আমাদের যাথে যোগ দিতে পারেন; কেহ যদি না আসেন, কমপক্ষে ব্লগার গিয়াসুদ্দিন লিটন ঠিকই কাঁদতে আসবেন।

রাজনীতির নামে জেনারেল জিয়া যেই সংস্কৃতি চালু করে গেছেন, উহার ফল জাতি পেয়েছেন; গাছে আবারো ফুল এসেছে, সামান্য ঝড় বাতাস জাতিকে নতুন ফল থেকে যেন বন্চিত না করেন, সেজন্য জাতিকে ঝড় তুফানের সাথে লড়তে হবে। আমি নিজেই চিটাগাইংগা নওজোয়ান, বুকে ঠেকাই ঝড়তুফান।

জাতির মানুষের সংখ্যা বেড়ে সাড়ে ৭ কোটী থেকে ১৮ কোটী হয়েছে, আমরা বাংগালী ও পাকী সংস্কৃতির মাঝামাঝি শংকর এক জাতিতে পারিণত হয়েছি; আমাদের মাঝে মিলিটারী গনতন্ত্রের প্রেমিকরা আছেন; বেনিয়া গনত্ন্ত্রের লোকেরা আছেন; হযরত ওমরের ( রা: ) গণতন্ত্রের লোকেরা আছেন; মওদুদী সাহেবের লোকেরা আছেন, শফি সাহেবের লোকেরা আছেন; শুধু পরিস্কার বাংগালী সংস্কৃতির মানুষ কমে গেছেন। আমাদের কি হবে, বলা মুশকিল; তবে, একটা ব্যাপার পরিস্কার, বেগম জিয়ার ব্যাপারে আমাদেরকে মির্জা ফখরুলের মতো কাঁদতে হবে।

মন্তব্য ৬০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০০

নজসু বলেছেন:





হাজিরা। :)

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার জন্য কাঁদলে একা কাঁদবেন না, আমরাও আছি

২| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

নজসু বলেছেন:



জনগণ কাঁদবে না হাসবে তা বোঝা যাবে ৩০ ডিসেম্বরের পরে। :D

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



সেটা বুঝার জন্য ব্লগার হওয়ার দরকার নেই, সকল আবুলেরা ৩০ ডিসেম্বরের পরে সবকিছু জানতে পারবেন।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: দোষ তো আমাদেরই! আমরাই তো ভোট দিয়া ওদেরকে ক্ষমতায় বসাই।
আর তারা ক্ষমতা পাইয়া দেশটারে নিজের বাপের সম্পত্তি মনে করে এবং যা মন চায় তাই করে।

আওয়ামীলীগ বলে জনগণ তাদের সাথে আছে…
বিএনপি বলে জনগণ তাদের সাথে আছে…

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:



আপনার আর আমার ভোটে ওরা ওখানে যায় না, ওরা মিলিটারীর কারণে, ও অশিক্ষিতদের কারণে ওখানে যেতো।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

নজসু বলেছেন:







আমার চোখের অশ্রু জলে,
হয়েছে এক নদী।
সেই নদীতে কষ্টগুলো,
বহে নিরবধি।
নদীর মত নদী চলে,
নেই না তো কেও খোঁজ।
আমি তোমার কথা মনে হলেই,
কেঁদে ফেলি রোজ........... :P

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া সৃষ্টি করেছেন ১ কোটী ৫০ লাখ ফাতেমা; ওদের জীবন মানেই কান্না; ফখরুলও কাঁদেন, ফাতেমাও কাঁদেন

৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কান্নাকাটি করা ভালো। চোখ পরিষ্কার থাকে, মনও হালকা হয়। আমি মাঝেমাঝে কাঁদি।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


কিশোরী মেয়ের জন্য অনেক কেঁদেছেন; এবার বেগম জিয়ার জন্য কাঁদুন

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

ডার্ক ম্যান বলেছেন: আমার নির্বাচনী আসনে ম্যাডামের সৈনিক নোমান সাহেব। তিনিও কাঁদবেন মনে হচ্ছে .।
রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব যত কমছে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তত কমছে। আমাদের তথাকথিত জাতীয়তাবাদী আদর্শের ব্লগাররা এখনো ২০০৪ সালের পূর্ববর্তী সময়ে পরে আছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের জিয়া-জাতীয়তাবাদীরা জিয়ার মৃত্যুর পার পাকী-জাতীয়তাবাদীতে পরিণত হয়েছে; মওদুদীর লোকেরা উনাদের রাজনৈতিক গুরু। বেগম জিয়ার সময়, নোমান যেই ব্যবসা গড়ে নিয়েছে, তাতে উনার আগামী ৪০ জেনারেশন ভোটে দাঁড়াতে পারবে।

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

আবু তালেব শেখ বলেছেন: আপনি হাসেন

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষ ২ ভাগে বিভক্ত, এদের একাংশ নিজের ক্ষতি করে বেগম জিয়াকে টিকিয়ে রেখেছেন; উনারা ক্ষতি মেনে নিচ্ছেন, সেটা ভালো; কিন্তু তাঁদের কারণে বাকীদের যে ভয়ংকর ক্ষতি হচ্ছে, সেটা তারা বুঝে না।

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: খালেদারটা প্রত্যাশিত ছিল। তবে আরো অনেকের মনোনয়ন বাতিল একটু সমস্যায় ফেলে দিবে ঐক্যফ্রন্টকে। আপিলের পর বোঝা যাবে কী অবস্থা দাঁড়ায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে জোবায়দা, শর্মিলা, জায়মা দেশে আসার কথা। তারাও যোগ হবে কান্নার দলে...

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


জোবায়দাও জাতিকে বিভ্রান্ত করতে চায়? উনার বাবা একজন দক্ষ মানুষ ছিলেন!

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

নিউজপ্রিন্ট বলেছেন: আমার সিনিয়র/স্যার ব্লগে লিখেন, সঙ্গত কারণে তাঁর নাম উল্লেখ করতে চাচ্ছি না, নির্বাচন আসবে যাবে, গত নির্বাচনে বিএনপি নিজ ইচ্ছেয় অংশগ্রহণ করেনি আর এবার বিএনপি প্রধাণ খালেদা জিয়া নির্বাচন হতে বরখাস্ত হচ্ছেন যেনে সবাই মরা কান্না কাঁদছেন এটা নিতান্ত হাস্যকর বিষয়, যেখানে পিটিশন করে খালেদা জিয়াকে নিজ বাসায় নেওয়া বিএনপির বড় ইস্যু হওয়া প্রয়োজন সেখানে খালেদা জিয়ার আসন নিয়ে কান্নার রোল - এই সব হিরক রাজার দেশের গল্প আর কতো চলবে ? বেগম জিয়ার ছোট পুত্র কোকো মৃত্যুতেও বিএনপি কর্মীদের এভাবে কাঁদতে দেখিনি - এর অর্থ কি এই দাড়ায় জীবন মৃত্যুর চেয়েও বড় - “নির্বাচন, আসন ও সংসদ” ?

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া লোভী হওয়ায় ইডিয়টরা সেই সুযোগ নিয়েছে; উনাকে চুরিতে লাগায়ে দিয়ে, নিজেরা ডাকাতী করেছে।

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা
হা হা হা
আপনার লিষ্টেড নামগুলো মনে করে আবারও হা হা হা, লিটন ভাই সত্যি খুউব কষ্ট পাবেন ম্যাডামেরটা বাতিল হওনে।

আমারও কষ্ট হচ্ছে এদেশের বোকা জনগোষ্ঠীর সম্পর্কে আরেকবার জানতে না পারার বেদনায়। দেখতাম পাঁচবারের চ্যাম্পিয়ন নিজেও দুর্নীতির অভিযোগ জেল খাটা অবস্থায় জনগণের কি পরিমাণ ভোটে নির্বাচিত হতেন!!
আমরা সোনার বাংলা চাই, কিন্তু সোনার বাংলা গড়ার কারিগর চিনিনা, এটাই দুঃখের।

ভালো লাগলো পোস্ট

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া নমিনেশন পেলে ৩ আসনেই জয়ী হতেন।

এই সমস্যার সমাধান ছিলো শেখ হাসিনার হাতে, উনি বুদ্ধিমান নন, উনি যদি মানুষের জন্য কাজ করতেন "জিয়া" নামটি মানুষ নিজেই মুছে ফেলতো, পার্লামেন্ট ভবনের পেছনের মাজার বাতাসে উড়তো।

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

আলমগীর কাইজার বলেছেন: বেশ লাগলো, মজার।

০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


অর্ধেক ব্লগার মজা পাচ্ছেন, বাকীরা হয়তো ক্ষেপছেন।

১২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৭

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশের আইন কতোটা মজবুত তা ব্লগের ব্লগারদের জানার কথা না, তবে বেগম খালেদা জিয়া গং ও ডাকতর সাব কামাল হোসেন হাড়ে হাড়ে বুঝবেন কতো ধানে কতো চাল ।

বেগম খালেদা জিয়ার আপন নিবাস জেলখানা “ এটা আপাতত ঠেকানো যাচ্ছে না । সাথে সহযোগি ও ইন্ধনদাতা হিসেবে ডাকতর সাহেবের (কামাল হোসেন) জন্য জেলখানা’র একটি রুম খালি করা উচিত বলে জোর দাবী করছি ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা দেখলেন, যেই জেনারেল উনার পরিবারকে হত্যা করলো, সেই জেনারেলের দলের জন্য ড: কামাল সাহেব কাজ করেছেন; এটা হাসিনার জন্য কঠিন।

তবে, শেখ হাসিনা মানুষের জন্য কাজ না করাতে, কামাল সাহেব অতদুর যেতে সাহস করেছে

১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:০২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বিএনপিতে চাটুকার আর গোপালভাড়ে সয়লাব, এই কান্নাও কি এক প্রকার চাটুকারিতা ?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:



এরা আসল বাংগালী নন, এরা আলাদা ধরণের বাংগালী, এরা পাকিস্তানী বা আফগানী টাইপের, বা বিহারী টাইপের লোকজন।

১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৯

রাফা বলেছেন: সবাই কাঁদলেও আমি অন্তত কাঁদবোনা।শুকরিয়া আদায় করতে পারি সৃষ্টিকর্তার কাছে।কারন জাতি অন্তত একজন অপরাধীকে ভোট দিতে পারবেনা।
ধন্যবাদ,চাঁদগাজী।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:১২

চাঁদগাজী বলেছেন:



এরা ১৮৭৫ সাল থেকে জাতিকে মারাঠাদের মতো দখল করেছে

১৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:২২

রাফা বলেছেন: Click This Link এটা পড়ুন সবাই।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ ও ভারতের এত কাছে কোন দ্বীপে আমেরিকানরা আসতে চাইবে না। ওদের ঘাঁটি আছে দিয়েগো গারছিয়ায়; লেখাটা ফালতু

১৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১:২৬

কাজী ফররুখ আহমেদ বলেছেন: দেশের জাতীয় আসামী বেগম খালেদা জিয়া নির্বাচন করার কোনো সুযোগ নেই, আর অন্ধ ১৭ কোটি জনগণও তাকে ভোট দেবার সুযোগ ও পাচ্ছে না ।

***ঠাকুরমাহমুদ ভাইয়ের সাথে আমিও একমত - সহযোগি ও ইন্দনদাতা হিসেবে ডাকতর কামাল হোসেন সাবকে কে আইনের আওতায় আনা হোক এবং অবস্যই নির্বাচনের পূর্বে, এই মাথা মোটা গাধাটা দেশে একটা রঙমঞ্চ তৈরি করে দিয়েছিলো ।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২৪

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল সাহেব শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবের প্রতি মেগা টাইপের অকৃতজ্ঞা দেখায়েছেন

১৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:০৮

অনল চৌধুরী বলেছেন: রূপক বিধৌত সাধুলেছেন- কান্নাকাটি করা ভালো। চোখ পরিষ্কার থাকে, মনও হালকা হয়। আমি মাঝেমাঝে কাঁদি। - হাসবো না কাদবো!!!!!!

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২২

চাঁদগাজী বলেছেন:


জাতির অবস্হা বুঝেন, ভোট নিয়ে দলগুলোর অবস্হা দেখুন, ওরা মানুষ নিয়ে চিন্তিত নয়।

১৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:১১

অনল চৌধুরী বলেছেন: জোবায়দাও জাতিকে বিভ্রান্ত করতে চায়? উনার বাবা একজন দক্ষ মানুষ ছিলেন! [/sbউহার পিতা কে ছিলো?
তারেকের প্রথম শ্বশুর ছিলো জে: অঅতিক।
এরা ১৮৭৫ সাল থেকে জাতিকে মারাঠাদের মতো দখল করেছে -১৮৭৫ সাল থেকে কিভাবে বিস্তারিত বলবেন কি?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:


১৯৭৫ সালের যায়গায় ১৮৭৫ হয়ে টাইপোর কারণে।

জোবায়দার বাবা ছিলেন নেভির প্রধান ছিলেন, নাম ছিল মনে হয়, এমএইচ খান; বিমান মন্ত্রীও ছিলেন যথা সম্ভব।

১৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:১১

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
বিএনপি জামাত একটি ঘাতক ব্যাধি তবে তাকে ইন্দনদাতা হিসেবে কাজ করা ডক্টর কামাল হোসেন সাহেবকে নিয়ে বিস্তারিত আরেকটি পোষ্ট আপনার কাছে আশা করছি “ডক্টর কামাল হোসেনকে কেনো কাঠগড়ায় দাড়াতে হবে ?” ডক্টর কামাল হোসেন প্রফেশনাল উকিল তিনি কতো টাকার বিনিময়ে দেশে বিদেশ এই তামাশা তৈরি করেছেন তা আইনের খতিয়ে দেখা জরুরী। বেগম খালেদা জিয়া নির্বাচনে অনুপযোগী তাাতে ডক্টর কামাল হোসেনের ভাষ্য কি ? তাছাড়া বদরোদ্দজা, আমির খসরু চৌধুরী, মান্না গং তাদের ভুমিকা কি তা নির্বাচনের আগে অবস্যই নতুন করে নথিপত্র করা উচিত ।

আর ডক্টর কামাল হোসেন যেই সাহসিকতা দেখিয়েছেন তার জন্য তাকে অবস্যই অবস্যই বিজ্ঞ আদালতের কাঠগড়ায় দাড়িয়ে জানাতে হবে তার কারণ কি ? ডক্টর কামাল হোসেন সাহেবের জন্য আসলেই জেলখানায় একটি রুম খালি করা উচিত । বেগম খালেদা জিয়াকে দেশ ও জাতি শেষ বারের জন্য টাটা দিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার করতে পারেন।

ধন্যবাদ চাঁদগাজী ভাই, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস্ত থাকুন ।


০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী শেখ সাহেবও তাজুদ্দিন সাহেবকে হত্যা করে জাতিকে কক্ষচ্যুত করেছে; শেখ সাহেবকে হত্যা না করতে পারলে, পাকী সংস্কৃতির বিএনপি দল গঠনের কোন সম্ভাবনা ছিলো না।

মিলিটারী আওয়ামী লীগকেও নেতাশুন্য করায়, আওয়ামী লীগ অর্থনীতির দিক থেকে 'গলাকাটা' ক্যাপিটেলিষ্টদের দলে পরিণত হয়েছে।

ড: কামাল সাহেব এই বিএনপি'কে ভাগাড় থেকে আবার রাজপথে নিয়ে এসেছে; এতে জাতির ভোগান্তির সময় বাড়লো।

২০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:২৭

নূর আলম হিরণ বলেছেন: বেগম জিয়াকে যদি মির্জা ফখরুল, মওদুদ, রিজভি সাহেবরা ভালোবাসতেন তাহলে তারা বেগম জিয়াকে জেল থেকে মুক্ত করার লড়াই না করে তাকে নিজ গৃহে কারাবাস করার জন্য আইনি লড়াই করতে পারতেন। এবং এটাতে সফল হওয়ার চান্স তার মুক্তি হওয়ার চেয়ে বেশি ছিল।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


ওরা বেগম জিয়াকে জেলে দেখায়ে নিজেরা জয়ী হতে চাচ্ছে; বেগম জিয়ার আবার মগজ ছোট; ফলে, সবকিছু কন্ট্রোলের বাহিরে, বেগম জিয়া নিজের দলেরই ভিকটিম।

২১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

হাসান রাজু বলেছেন: এরা সবাই পদলেহনকারী চোরের দল। আজকের চোখের পানির এই বিনিয়োগ কাল ক্ষমতা আর টাকার উৎস। এরা কাঁদে ক্ষমতা, আর খালেদার ডান হাত বাম হাত হওয়ার তরে। পেছনে দাঁড়িয়ে কাঁদে "নেত্রীর তরে কেঁদেছিলাম" এই প্রমান রাখতে। বাকিগুলো কাঁদে " কামে লাগলেও লাগতে পারে " এই বিশ্বাসে।
পদলেহন এক বিশেষ শিল্প কর্ম। এই শিল্পের গুণী শিল্পীর খাতায় নাম আছে, অবায়দুল কাদের, তফায়েল, মির্জা ফখরুল, মওদুদ দের। ভাবছেন আবারো চাঁদগাজী সাহেবের মূল্যায়ন হয় নাই ? এই ব্লগ পাড়ায় আমিতো জানি, কিন্তু হালুয়া রুটির জন্য আরও বড় পরিসরে হাসিনা কীর্তন করিতে হইবে , জনাব।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার কথা লিখলে, উহা পরোক্ষভাবে শেখ হাসিনার পক্ষে চলে যায়, এটা হলো এই ২ জনের আপেক্ষিক অবস্হান।

২২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আমি উনার জন্য কোনদিন কান্দিনাই। উনি আর কত নির্বাচন করতে চান? বয়স হইছে বাসায় বসে টিবি সিরিয়াল দেখুক। স্টার জলসা আর জি বাংলা।শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদে কিছু বই পড়েও সময় কাটাতে পারেন

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


উনাকে বাসায় যেতে হলে, যেই ভাষায় কথা বলার দরকার, সেটা উনি এখনো শেখেননি; নির্বাচনের পরে, শেখ হাসিনা হয়তো নিজের থেকেই পাঠাবেন।

২৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

রানার ব্লগ বলেছেন: ফখরুলের কান্না মাছের মায়ের পুত্র শোক ছাড়া আর কিছুই না।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

চাঁদগাজী বলেছেন:


এইসব কান্ডজ্ঞানহীনদের নিয়ে বিএনপি

২৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৩৭

রানার ব্লগ বলেছেন: সেন্টমার্টিন দ্বীপ আসলেই কোন ইস্যু না। এটা জনাব জিয়াউর রহমানের সৃষ্টি সেই সময় নেভীকে ব্যাস্ত রাখার একটা ফন্দি ছিল। দেশ তখন অনেক অস্থির ছিল নেভী যেন কোন ভাবেই মাথা চারা না দিয়ে উঠতে পারে এর জন্য বছরে পঞ্চাশ বার নেভিকে সেন্টমার্টিন পাঠাতো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া জাতিকে ডুবায়ে দিয়ে, অবশেষে নিজে প্রাণ হারালো; যোগবিয়োগ করলে, একজন বেকুব ছাড়া আর কিছু নয়।

২৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

প্রামানিক বলেছেন: আরো কতজন কাঁদবে।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


এইসব ইডিয়টরা আমাদের রাজনীতির মাঠ দখল করে রেখেছে

২৬| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ফখরুল সাহেবকে তো ভালো মানুষই মনে হয়। ভালোবাসা থেকেই কাঁদছেন মনে হয়, যদিও দলটার বেশিরভাগ নেতা সুবিধাবাদী।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


ভালো মানুষ হলে, তারেক জিয়াকে সভাপতি করে দল করবে কেন?

২৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

অক্পটে বলেছেন: 'কেউ খাচ্ছে মার খাচ্ছে
কেউ মার খেতে খেতে জাগছে।
কেউ ভিক্ষোভে ফেটে পড়বার আগে
একটু একটু রাগছে।'

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


অপরাজনীতি করেছেন বেগম জিয়া, এদেশের মানুষের, বিশেষ করে নারীদের ডুবায়েছেন তিনি, উনার সাথে থাকা ফাতেমাই প্রমাণ

২৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

প্রািন্ত বলেছেন: আপনার ভো্টের দরকার নাই। কারণ আপনি একটি দলের পরীক্ষিত দালাল। আশাকরি ভোট নিয়ে দালালী করেবেন না।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



আপনি জেলে গিয়ে, বেগম জিয়াকে ভোট দিয়ে আসেন, বা কমপক্ষে উনার জন্য শীতের ফল নিয়ে দেখা করে আসেন; যেতে ফাতেমার জন্য ১০০টা টাকা হাতে করে নিয়ে যাবেন।

প্রায় ৫ বছর ব্লগিং করছেন, কিছুই শিখতে পারেননি; আরো কত বছর লাগবে পড়ার মতো কিছু লিখতে?

২৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০০

ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবই তো এই অসহায় জনগণের উপর দিয়েই যায়। শেখ হাসিনা বরাবরের মত দেশের জন্য অনেক করেছে। অনেকটাই উন্নয়ন হয়েছে আমাদের দেশের শিক্ষার, ব্যবসার, রাস্তা ঘাটের। ধীরে ধীরে সবই হবে। উচিৎ সবাই মিলে বর্তমান সরকারকে সাপোর্ট করা।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


১৭ বছরের কয়েদীকে নমিনেশন দিচ্ছে কোন মারাঠারা?

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

প্রািন্ত বলেছেন: পড়ার মত কিছু না লিখতে পারলেও যে দালালী না করি। আমি অশিক্ষিত কিন্তু দালাল নই।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

চাঁদগাজী বলেছেন:



অশিক্ষিতকে কেহ দালাল হিসেবে নেয় না, স্বামী হিসেবে নেয় না, কোন দায়িত্ব দেয়া হয় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.