নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গোলাম মাওলা রণির প্রার্থিতা ফিরিয়ে দেয়া সঠিক হয়নি!

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২



'রাজনৈতিক কলাম লেখক' কি যেন নাম, গোলাম মাওলা রণি, নাকি ধনী; ছিলেন আওয়ামী লীগে, বাদ পড়েছিলেন বিএনপি'র প্রার্থী হিসেবে; উনি উনার প্রার্থীতা ফিরে পেয়েছেন, এখন অপেক্ষা করতে হবে পরাজিত হওয়ার জন্য। উনর আবেদনপত্র অসম্পুর্ণ ছিলো; সাংসদ পদে আবেদনপত্র অসম্পুর্ণ থাকলে উহাকে কোন অবস্হায়ই প্রার্থীতা ফিরিয়ে দেয়া উচিত নয়, ইহা ১ম শ্রেণীর ১ম সাময়িক পরীক্ষার ১ম দিন নয়।

আমার স্কুলে যাবার শুরুটা ছিল আনন্দের; মাস তিনেক পর, আমাদের মৌলভী স্যার বললেন যে, আগামী সপ্তাহে ১ম সাময়িক পরীক্ষা; ১ আনা পয়সা পরীক্ষার ফি হিসেবে দিতে হবে; যারা ফি দিবে না, তারা পরীক্ষা দিতে পারবে না; তখন চালের সের ৬ আনা। ৪২ জনের মাঝে ১৫/১৬ জন পরীক্ষায় অনুপস্হিত, ফি দিতে পারেনি পরিবার; পড়ালেখার আনন্দ একটুখানি কমে এলো।

পরীক্ষার শুরুতে, আমাদের সাবের আলী স্যার ব্ল্যাক বোর্ডে লিখলেন:

প্রথম সাময়িক পরীক্ষা
প্রথম শ্রেণী
বিষয়: বাংলা
নাম: কুদরত ই খুদা
রোল নং: ১
ছাগলনাইয়া প্রাথমিক বিদ্যালয়
তাং ১/৬/১৯৫৮

লেখা শেষে উনি সবাইকে ২ পাতা কাগজ দিলেন, ও প্রথম পাতার মাঝামাঝি অংশে ব্ল্যাকবোর্ড যা আছে, তা লিখতে বললেন; সাথে সাথে ব্যাখ্যা করলেন যে, নাম ও রোল নং'এর স্হানে নিজের নাম ও রোল নং লিখতে হবে, কুদরত ই খুদা ও ১ নং লিখার দরকার নেই। সবার লেখা শেষ হলে, উনি চেক করার শুরু করলেন। ৩/৪ জন নামের যায়গায় 'কুদরত ই খুদা' ও রোল নং ১ লিখেছিলো। স্যার বললেন, আগামীকাল ধারপাত পরীক্ষা; যারা আজকে নাম ও রোল নং সঠিক লিখেনি, তারা আগামীকাল একই ভুল করলে, শাস্তি দেয়া হবে, বেত আনা হবে। পরেরদিন কেহ ভুল করেনি, হাজার হলেও ছাত্র মানুষ।

গোলাম মওলা রণি ১ম শ্রেণীর ছাত্র নয়; মনে হয়, একবার সাংসদ ছিলো, বা দলে বেশ পরিচিত মুখ ছিলেন; বিডি-২৫ ডট কমে, কিসব ম্যাওপ্যাও লিখেন; সামুতে লিখলে হয়তো নুরু সাহেবের ১টা মন্তব্য পেতেন। যাকগে, কোন একদিন নুরু সাহেবের পোস্টে উনার নাম আসতেও পারে। কিন্তু উনাকে এত বড় পদের জন্য এই ভুল মাফ করা ঠিক হয়নি; যদি মাফ করা হয়, কমপক্ষে বেত দিয়ে কয়েকটা ঘা দেয়ার দরকার ছিলো।

আজকে বেগম জিয়ার প্রার্থিতার নিস্পত্তি হওয়ার কথা; উনার আবার প্রার্থিত ১টা নয়, ৩টা; ফলাফল আপনারা সবাই জানেন নিশ্চয়ই।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২

হাসান রাজু বলেছেন: আপনার উদাহরণ। আপনার যুক্তি। আপনার চেয়ে ও অনন্য।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


আপনি অবশ্যই নামের জায়গায় 'কুদর‌ত ই খুদা' লেখকদের দলের একজন!

২| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫০

ইলি বলেছেন: মন্তব্য নিস্প্রয়োজন।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি রণির পক্ষে বললে ভালো হতো; দরখাস্ত পুরণ করতে জানে না, দেশের বৃহত্তম পদে ভোট চায়!

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

রাজীব নুর বলেছেন: রনি সাহেব রাগে দুঃখে কেমন পাগল পাগল হয়ে গেছেন।

আসল সংবাদ হলো- শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি আশানুরূপভাবে এগিয়ে যাচ্ছে। ৬২ শতাংশ নাগরিক মনে করেন অর্থনৈতিক অগ্রযাত্রায় দেশ সঠিক পথে আছে। ৬৭ ভাগ নাগরিক দেশ পরিচালনায় শেখ হাসিনার নেতৃত্বের ওপর আস্থা রাখেন।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনার অফিসের যেই অবস্হা বলছেন, তাতে মনে হয় না, শেখ হাসিনা ভালো কিছু করছেন! জয়ী উনি হবেন, তবে উনি দেশ চালাতে জানেন না

৪| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০৫

সনেট কবি বলেছেন: সহমত।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


লোকটা যেই পদের দরখাস্ত পুরণে মনোযোগী নয়, সে কিসের কি? সে অবশ্যই ডামী লিলিপুটিয়ান

৫| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৬

নজসু বলেছেন:



সেই এক আনার যুগেও অর্থের কারণে অনেক পরিবার
তাদের ছেলেমেয়েদের ঠিকমতো পড়ালেখা করাতে পারেনি।
দুঃখজনক।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


জাতির শিশু থেকে ১ আনা, বা ১ লাখ কোন ধরণের ফি নেয়ার দরকার ছিলো না; ইডিয়টরা অন্যদের পড়ালেখা বন্ধ করার জন্য ফি চালু করেছে।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: !কেন? ওই আসনের উপর আপনার বদ নজর পরছে নাকি?

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


না, সংসদে নিশ্চয় এত নীচু মানের ইডিয়টের অভাব হচ্ছে না

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

হাবিব বলেছেন: ওনার গায়ে কি জামাতের গন্ধ লাগছে????

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ও জামাত আলাদা নাম, একই ধরণের মানুষ

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোলাম মাওলা একটা পল্টিবাজ নেতা। এসব নেতাকে পেট্রোনাইজ করা উচিত না বড় দলগুলোর...

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:২৩

চাঁদগাজী বলেছেন:


এইবারের পরাজয়ের ভারটা বিএনপির ঘাঁড়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.