নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়া আপনাকে ভোটকেন্দ্র পাহারা দিতে নির্দেশ দিয়েছেন

২৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮


Link to the news

বেগম জিয়া জেলে থেকেও জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে বাণী পাঠায়েছেন, "ভোটকেন্দ্র পাহারা দিতে হবে"; দেশের উন্নত জেনারেশন হিসেবে এই নির্দেশ কিন্তু প্রথমেই বর্তাবে ব্লগারদের উপরে; এই নির্দেশের সর্বনিম্ন লেভেলের বাস্তবায়নকারী হবে, বস্তিবাসীগণ ও টোকাইরা; ওরা কিন্তু পয়সা না পেলে বেগম জিয়া তো দুরের কথা শেখ হাসিনার কথাও শুনবে না; আসলে, ওরা শেখ সাহেবের কথা শোনার মুডে নেই আজকাল! ব্লগারেরা বুদ্ধিমান মানুষ, তাঁদের জন্য কাজটা খুব একটা কঠিন হবে না: যাতে বাক্স না বদলায়, ভোট গণনাটা ঠিক হয়, রেজাল্টটা যেন না বদলায়, এটুকুই; ইহা নির্বাচনী ইশতেহার লিখা থেকে সহজ হবে, মনে হয়!

এসব কাজ খুব একটা জটিল নয়, সামান্য সাহসের দরকার; বাংলাীরা ১৯৫২ সালে, ১৯৬৯ সালে এসব করেছেন, ১৯৭১ সালে একবার করেছেন; আরেকবার করেছেন ১৯৭৫ সালে। এবারের সময়টা কিন্তু আরো গুরুত্বপুর্ণ: একেত ডিসেম্বর, তদুপরি পার্লামেন্টের নির্বাচন, সর্বোপরি হ্যাপি নিউইয়ার!

টেকনাফের মানুষজন বদি'র বউকে ভোট দিচ্ছে? সে মনে হয়, ৫ বছর ফ্রি ইয়াবা দেবে আরাকানের লোকদের! বেগম জিয়া এখন নি:স্ব, উনি টাকা পয়সা দিতে পারবেন না; তিনি ভোটের পর, বেরুতে পারলে ১টা ব্যবস্হা করবেন! উনি অন্য কিছু না পারলে, কমপক্ষে এবার এতিমখানা হলেও করবেন; ব্লগারদের মাঝেও এতিম টেতিম থাকতে পারেন।

বেগম জিয়া জেলে থেকেও গনতন্ত্রের জন্য লড়ছেন; উনি গণতন্ত্রকে এ্ত ভালোবেসেছিলেন যে, ৩৫ বছর বিএনপি'র সভাপতি ছিলেন; এবার বেরুতে পারলে, উনি আমৃত্যু গণতন্ত্র রক্ষা করে যাবেন, দরকার হলে, আবারও সভাপতি হবেন; আপনাদের অত বড়, অত কষ্টের দায়িত্ব দেননি উনি, সামান্য "ভোটকেন্দ্র পাহারা দেয়া মাত্র"।

উনি কি বেশী কিছু চাচ্ছেন মানুষ থেকে? উনি মানুষের জন্য আজীবন কাজ করলেন, আজীবন সভাপতি থাকলেন, সবশেষে জেলও বরণ করলেন; মানুষ কি সামান্য ভোটের ডাব্বাগুলোও পাহারা দিতে পারবে না?

উনি অবশ্য আরেক পথে এগুলে ভালো হতো, তিনি যদি বলতেন যে, প্রতিটি নাগরিক উনার পক্ষে ১ টাকা রিজভী সাহেবের কাছে জমা দিতে; এতে ১৮ কোটী টাকা হওয়ার কথা; পরদিনই রিজভী সাহেব একটা বাড়ী ও কিছু এতিম কিনে "জিয়া এতিমখানা" চালু করলে খারাপ হতো না। উনার মাথায় সোজাবুদ্ধি আসে না, খালি গণতন্ত্র আসে মনে হয়, গণতন্ত্রের কারখানা!




মন্তব্য ৫২ টি রেটিং +১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৬

ডার্ক ম্যান বলেছেন: কয়েকজন ব্লগার ভোটকেন্দ্র পাহারা দিবেন। সেখান থেকে সামু ব্লগে ভোটের নিয়মিত আপডেট দিবেন । প্রয়োজন হলে ছড়া লিখবেন ।
৩১শে ডিসেম্বর দেশনেত্রী ছাড়া পাবেন। ১লা জানুয়ারি বীর ব্লগারদের পদক উপহার দিবেন ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার এখন কিছুই নেই; পুৈশ মুলিশের সাথে গন্ডগোল না করে, আমি বরং টেকনাফে গিয়ে ভোট দেবো, ফ্রি ইয়াভা টিয়াভা পাই কিনা দেখি!

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩

ডার্ক ম্যান বলেছেন: আমিও ভাবছি রাজনীতি করবো । বেকার থাকতে আর ভাল লাগছে না। রাজনীতির চেয়ে বড় ব্যবসা আর নাই ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনাকে একটু চ্যালেন্জ হিসেবে নিতে হবে, আসল রাজনীতি কঠিন আছে; সঠিকভাবে না করলে, রিজভী সাহেব হয়ে যাবেন।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

ডার্ক ম্যান বলেছেন: আপনার পরামর্শ মাথায় থাকবে । ঠিকে থাকার জন্য যা যা করার সবই করবো

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


ভোটকেন্দ্র পাহারা দেয়া কি সম্ভব?

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

ডার্ক ম্যান বলেছেন: আমি তো কোন কালেই জিয়ার সৈনিক ছিলাম না।
বিএনপির কয়জন প্রার্থী ভোট দিতে যায় সেটা দেখার বিষয় । পাহারা তো অনেক দূরের ব্যাপার । পারবে না বিএনপি

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ছাগলের ফার্ম করে গেছেন।

৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪১

অপু দ্যা গ্রেট বলেছেন:




আমি তো ভাবতেছি জেলে গিয়ে ব্যক্তিগত ভাবে তাকে জানিয়ে আসি ভোটটা আমি তাকেই দিয়েছি । পাহারা দেয়া তো কষ্টের কিছু না । শুধু বাড়তি ঝামেলা হবে যে কবে কোথায় আছি কেউ তা জানতে পারবে না ।

আর আদৌ বেচে থাকব কিনা সেটাও প্রশ্ন ।

আর এইসব বীর দের ও তাদের পরিবারের কি হবে ?

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনার নাম পত্রিকায় ও নুরু সাহেবের পোষ্টে থাকব.

৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

ডার্ক ম্যান বলেছেন: ইলেকশনের পরদিন সেই ছাগলদের বারবিকিউ হবে

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা কিন্তু ভয়ে আছেন; উনি যে, নাশকতা, নাশকতা বলছেন; আসলে, উনি কিছুটা গণবিস্ফোরণের ভয়ে আছেন।

৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৯

ডার্ক ম্যান বলেছেন: গণবিস্ফোরণের ভয় নাই। তবে ব্যাপক নাশকতার আশংকা আছে। আমেরিকা ভয়ংকর কিছু একটা করার চেষ্টা চালাছে। বাংলাদেশে বর্তমান মার্কিন রাষ্ট্রদূত বিশেষ মিশন নিয়ে বাংলাদেশে এসেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা শেখ হাসিনাকে এই যুগের ক্যাপিটেলিজমের গুরু মনে করে; ওরা চায়, উনি যেন মরার পরেও থাকেন।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৫

রাকু হাসান বলেছেন:

হাহাহা ব্যঙ্গ ময় ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:



উনার দরকার একটা এতিমখানা করা ১ দিনের ভেতর; মহিলার মাথায় বানরের সমান মগজও নেই

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন:
অনেকেই ভোটার স্লিপ পান নি এবং জানেন না তাঁর ভোট কোন কেন্দ্রে নেয়া হবে।

আপনার মোবাইল থেকে টাইপ করুন:

PCNID Number (১৭ ডিজিটের) এবং 105 এ সেন্ড করুন ।

উদাহরনঃ PC 1234567891234 সেন্ড করুন 105 এ

(যাদের ১৭ সংখ্যার জাতীয় পরিচয়পত্র নাম্বার নেই তারা তাদের ১৩ সংখ্যার আগে তাদের চারসংখ্যার জন্মসাল যোগ করে ১৭ সংখ্যার নাম্বারটি বানিয়ে সেন্ড করুন । )

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০

চাঁদগাজী বলেছেন:


নির্বাচনের পরে কি দেশে গন্দগোল হওয়ার সম্ভাবনা আছে?

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ‌নির্বাচ‌নের আ‌গের দিন প্রধান নির্বাচন ক‌মিশনার জা‌তির উ‌দ্দে‌শ্যে ভাষণ দি‌তেন। এবার সেটা হয়‌নি।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, নির্বাচন নিয়ে অনেককিছু ঘটছে যা সাধারণ মানুষের জানার পরিধির বাইরে।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: নির্বাচ‌নের আ‌গের দিন প্রধান নির্বাচন ক‌মিশনার জা‌তির উ‌দ্দে‌শ্যে ভাষণ দি‌তেন। এবার সেটা হয়‌নি।
এবার দ‌লের সভাপ‌তিরাও জা‌তির উ‌দ্দে‌শ্যে বেতার, টি‌ভি‌তে ভাষণ দেন‌নি। আফ‌সোস!

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


মানুষ হাসাতে চায়নি কেহ; উনাদের সবার মনোবল কম

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭

ডার্ক ম্যান বলেছেন: বেগম জিয়ার ব্লগারদের আজ খুব একটা চোখে পড়ছে না ।
পাবলিক যদি ব্যাপক হারে ভোট কেন্দ্রে উপস্থিত হয় তাহলে বিএনপি জামাত কিছু একটা করার সাহস পাবে অন্যথায় না । আওয়ামীলীগের যাদের নমিনেশন দেওয়া হয়েছে, প্রত্যেকের কাছ থেকে লিখিত নেওয়া হয়েছে।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১১

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের নেতারা মানসিকভাবে শক্তিশালী নয়; এটা সমস্যা হতে পারে।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

নীলপরি বলেছেন: দারুণ লিখেছেন । সোজা করে বাস্তবটা তুলে ধরলেন ।

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৯

চাঁদগাজী বলেছেন:


উনার দরকার এতিমখানা করার, উনি ভোটকেন্দ্র নিয়ে ব্যস্ত

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৩

ডার্ক ম্যান বলেছেন: তারা সতর্কতার সাথে এগুচ্ছেন, সেনাবাহিনীকে যেন পরিস্থিতি সামাল দিতে না হয় সেই পরিকল্পনা আছে। বাদবাকি আল্লাহ্‌র হাতে

২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:


আইএসআই ও বিএনপি-জামাত একেবারে সোজা লোকজন নয়।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

ডার্ক ম্যান বলেছেন: আইএসআই হয়ত বেশকিছু বিএনপি প্রার্থীকে হত্যা করতে পারে। চট্টগ্রামের এক প্রার্থী সেই কারণে জামিন না নিয়েই জেলে থেকে নির্বাচন করছেন

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:


আইএসআই পাকিস্তান থেকে বাংলাদেশ নিয়ে বেশী সময় ব্যয় করে, মনে হয়।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

খায়রুল আহসান বলেছেন: মনে হয়, নির্বাচন নিয়ে অনেককিছু ঘটছে যা সাধারণ মানুষের জানার পরিধির বাইরে (১০ নং প্রতিমন্তব্য) - আপনার এ ধারণাটা হয়তো অমূলক নয়।
এইমাত্র খবর পেলাম যে সরকার মোবাইল ইন্টার্নেট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এতে কি গুজবের প্রচার ও প্রসার বাড়বে না কমবে বলে মনে করেন?
আইএসআই ও বিএনপি-জামাত একেবারে সোজা লোকজন নয় (১৪ নং প্রতিমন্তব্য) - জনগণ সাথে থাকলে আইএসআই ও বিএনপি-জামাত কোন কিছুই করতে পারবেনা। আসল শক্তি তো জনগণ!

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:


এবার বেশীরভাগ মানুষ আওয়ামী লীগের সাথে নেই; বিএনপি ভোটারেরা ভোট দিতে কম যাবে; আওয়ামী ভোটও কম সংগৃহিত হবে। নিরপেক্ষরা সবচেয়ে কম ভোট দেয়ার সম্ভাবনা।

বিএনপি-জামাত বাংগালী জাতির রাজনী্তি থেকে পেছনে পড়ে গেছে। আওয়ামী লীগ দেশকে অনেকটা কলোনীর মতো চালাচ্ছে। এবার জয়ী হলেও আওয়ামী লীগ মানুষের ভয়ে থাকবে।

ভোট থেকে আওয়ামী লীগ মানুষের সাথে নিজেদের সম্পর্ক টের পাবে।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

শরীফ আতরাফ বলেছেন: আপনি এ মাসে দেশে এসে নির্বাচনটা দেখে যেতে পারতেন।দেশে নিরপেক্ষ ব্লগার আর মানুষের সংখ্যা নগণ্য। তাই বিদেশে দেশের সঠিক খবর পাওয়া কষ্ঠসাধ্য ব্যাপার।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


বিদেশে থেকে অনুমান করা সম্ভব, আসল চিত্র বুঝা মুশকিল; আসল চিত্র শেখ হাসিনা টের পাবেন।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নির্বাচন কমিশন কি দূর্বল ?
তার নির্দেশে সেনাবাহিনী আসবে
ব্যাব আসবে, পুলিশ আসবে তারাই
ভোট কেন্দ্র পাহারা দিবে। এত বাহিনী
থাকতে আমি কেন ভোট কেন্দ্র পাহারা দেবো?
তার সময়েকি জনগণ ভোট কেন্দ্র পাহারা দিয়েছে ?

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৯

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া না বুঝেই এসব কথা বলছেন, হয়তো! উনার পপুলারিটি এমন নয় যে, মানুষ উনার কথায় কিছু করার চেষ্টা করবে। তবে, শেখ হাসিনা যদি বুঝেন যে, মানুষ আওয়ামী লীগের সাথে লেগে যাবে যথাসম্ভব।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২৩

উম্মু আবদুল্লাহ বলেছেন: জনগন অন্তত পক্ষে আওয়ামী লীগের সাথে নেই। সাথে থাকলে পুলিশ দিয়ে কেন্দ্র দখলের প্রয়োজন হত না।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৫

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ জয়ী হলেও, এখন থেকে মানুষের ভয়ে থাকবে, এবারই গণবিস্ফোরণ হতো, যদি বিএনপি জামাত চুপ হয়ে থাকতো

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আওয়ামীলিগের জয় নিশ্চিত ওস্তাদ শুধু আপনেরা দোআ কইরেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৮

চাঁদগাজী বলেছেন:


ভোট হলে, আওয়ামী লীগই ভোট পাবে; জামাতকে সাথে নিয়ে বিএনপি নিজের অস্তিত্বই বিপন্ন করে ফেলেছে।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৩০

কাওসার চৌধুরী বলেছেন:



দুই নেত্রী নিজেদের কল্পনার চেয়েও অধিক ক্ষমতা ভোগ করছেন/করেছেন। গণতন্ত্র কাহাকে বলে? উহা কত প্রকার? ইহাকে কিভাবে পরিচালিত করিতে হয়? গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিভাবে কার্যকর করা হয়? রাজনীতি কাহাকে বলে? ইশতেহার কি? সুশাসন আর নাগরিক অধিকার কি? সংসদ/সংবিধান/রাষ্ট্র কাহাকে বলে উহা জানতে হয় নাই।

গায়েবি পথে; পারিবারিক তরিকা মতে ক্ষমতা পেয়েছেন। আর এই ক্ষমতা ঠিকিয়ে রাখতে ছাত্র রাজনীতির নাম করে গুন্ডা পালেন। আমলা-কামলা দিয়ে, চুর-ডাকা, দখলদার-খুনিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। এখানে গণতন্ত্র হলো ক্ষমতায় ঠিকে থাকার রক্ষাকবচ।

এই নেত্রীদের সন্তান-নাতিপুতিরা বিদেশে স্যুট টাই পরে; সর্ট স্কার্ট পরে পশ্চিমা দেশগুলোর নাইট ক্লাবে দামী দামী মদ গিলছে দেশের খেটে খাওয়া মানুষের রক্ত মেশানো টাকায়। দামী গাড়ি, বাড়ি করছে। সুইমিং পুলে বউ বাচ্চা নিয়ে লাফাচ্ছ। বিশ্বের সবচেয়ে বড় চোর ব্যাংকে গচ্ছিত ডলারের ইন্টাস্ট মাস পরে পকেটে পুরছে।

আর, দেশের সোনার ছেলেরা তাদের আম্মার ক্ষমতাকে ফিরিয়ে দিতে/ঠিকিয়ে রাখতে কারাবাস করছে। পুলিশের ভয়ে হাওরে ঘুমাচ্ছে। তাদের পরিবার না খেয়ে মরছে; মামলার ঘানি টানতে টানতে ফতুর হচ্ছে। তবুও ক্ষমতা লাগবে এই মহান নেত্রীদের। আগামী কাল ভোট পাহারা দিতে তাদের অনেকেই মরবে, তাদের পরিবার নিঃস্ব হবে। ডাইনিরা ক্ষমতায় যাবে, তাদের সন্তানরা বিদেশে বসে জুয়া খেলে/নেশা করে দিনটি উদযাপন করবে।

ইহাই এদেশের পারিবারিক গণতন্ত্র।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৪

চাঁদগাজী বলেছেন:



দেশে এখন ধনী সামন্তবাদ চলছে। বিএনপি-জামাতের কার্যক্রমগুলো আওয়ামী-বিরোধী গণবিস্ফোরণকে থামিয়ে দিচ্ছে

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৩

blogermassud বলেছেন: আপনি বরাবর ভালই লেখেন।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:০৭

চাঁদগাজী বলেছেন:



জা্তিকে এরা পেছনে নিয়ে গেছে টেনে' যে মহিলা বিদেশী টাকায় একটা এতিমখানা করতে পারেনি, সে বলে ভোট পাহারা দিতে!

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৫৯

কাওসার চৌধুরী বলেছেন:



আমার কমেন্টের প্রতি উত্তর করলে খুশি হতাম। (ধন্যবাদ)

৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০২

চাঁদগাজী বলেছেন:


স্যরি, আমি বাসা থেকে দুরে; ফলে, ব্লগিং সঠিক মতো হচ্ছে না; কিছুটা শর্টকাট করতে হচ্ছে।

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৫

কাওসার চৌধুরী বলেছেন:
স্যরি, বলছেন কেন? একটু ফান করেছি। ছুটির দিনটি সুন্দর হোক।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


আমি ব্লগার আগের মতো নিয়মিত নই; অন্য এলাকায় অবস্হান করছি; পোষ্ট পড়া কম হচ্ছে, কমেন্টও কম করা হচ্ছে!

২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:
এই নেত্রীদের সন্তান-নাতিপুতিরা বিদেশে স্যুট টাই পরে; সর্ট স্কার্ট পরে হাটাহাটি করলেও
ভাল হোক মন্দ হোক রাজনীতিবিদরাই দেশ চালাবে। অন্য কেহ না
সেনাবাহিনী বা বিদেশী শক্তিও না।

মানুষ গত ৫ টি বছর খুব শান্তিপুর্ন ভাবে কাটিয়েছে।
গত ৫ বছর ছিল শান্তি ও সমৃদ্ধি।
একটানা হাংগামা বিহীন পাকিস্তান আমল থেকে গত ৬৫ বছরেও এমনটা দেখা যায় নি।
রাস্তাঘাটে কোন অবরোধ হরতাল ছিল না। হলি আর্টিজান ঘটনার পর ব্লগার হত্যাকারিদের শক্ত হাতে দমন, এর পর গত ৩ বছর জঙ্গিহামলাও ছিল না। একটানা দির্ঘ শান্তি।

কিন্তু মৃত উগ্রবাদি জঙ্গি রাজনীতি জীবিত করতে সিয়াইএ-আইএসআই এর টাকা খেয়ে একদল ভদ্র শুশিল মাঠে নেমেছিল। কিন্তু মাঝপথেই মুখ থুবড়ে পড়েছে।
বিম্পি সমর্থক ক্ষুদ্র ব্যাবসায়ীরা, কক্সবাজারের টুরিষ্ট রেষ্টুরেন্টগুলো, ঢাকার দোকানদাররাও বলছে - তারা মনে প্রানে চায় এই সরকার থাকুক।
গ্রামের স্কুল শিক্ষকরা বলছে অন্য সরকার আসলে ভয়াবহ বিশৃক্ষলা হবে।

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:


আপনি বলছেন, দেশে মানুষ গত ৫ বছর শান্তিতে ছিলো? বিদেশে কাজ করে ডলার আয় করছেন তো, গায়ে বাতাস লাগে!

২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

নজসু বলেছেন:




ফকরুল সাহেবের মুখটা দেখে মায়া লাগছে। :(

৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩১

চাঁদগাজী বলেছেন:


উনি ২২ জন জামাতীকে নমিনেশন দিয়ে বিএনপি'র পায়ে কুড়াল মেরেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.