নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বিএনপি-নীতি শুরু হয়ে গেছে, শপথ নিচ্ছে না ৭ নির্বাচিত সদস্য

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৯



ভোটে জয়ী হওয়ার পর, বেগম জিয়াকে মুক্ত করাই ছিল বিএনপি'র ১ম উদ্দেশ্য, তাদের ২য় উদ্দেশ্য ছিলো, জামাতকে সাথে নিয়ে জয়ী হওয়া; এই ২টি উ্দ্দেশ্য তাদেরকে নাকাল করে পরাজিত করার জন্য যথেষ্ট ছিলো; তারা ৫টি সীট পেয়েছেন; রাজনীতি জানলে ১ সীট থেকেও রাজনীতি করা সম্ভব; কিন্তু উনারা রাজনীতির বদলে বিএনপি-নীতি শুরু করেছেন, যা উনাদেরকে ও জাতিকে কোনদিকে নিবে বলা মুশকিল; উনারা শপথে অংশ না নিয়ে, ড: কামাল সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেবেন; নির্বাচন কমিশন উনাদের প্রেমপত্রের জন্য পথ চেয়ে বসে আছেন।

আমার ধারণা, আওয়ামী লীগ বসে থাকবে না, তারা হয়তো ব্যবস্হা নেবে, পরে যেন নির্বাচিত এই ৭ জন শপথ নিতে না পারে; এবং সেটা করাই সঠিক হবে; তখন এই ৭ জন ঝুলতে থাকবে।

বাংগালীরা এখন অপরাজনীতি করছে, তাদের কাছে অপরাজনীতিকে রাজনীতি মনে হচ্ছে; বিএনপি'র শুরুতে, জেনারেল জিয়া ততকালীন অপরাজনীতিবিদদেরই বেকার-রাজনীতিবিদ হিসেবে পেয়েছিলেন; ১৯৭০ সালের ভোটে পরাজিত, ও ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করে যারা অপরাজনীতিবিদে পরিণত হয়েছিলো, জিয়া তাদেরকে ২য় জীবন, ৩য় জীবন দিয়েছিলেন; তবে, তারা অপরাজনীতিবিদ হিসেবেই বিএনপি'তে ছিলেন, সেটার ধারাভিকতা চলে এসেছে আজ অবধি; আজকে এমপি'দের শপথের সময়ে তারা স্মারকলিপি নিয়ে ব্যস্ত, ৭ পদ আপনা থেকেই হারিয়ে যাবে।

বিএনপি ও আওয়ামী লীগের ইতিহাস হলো, বিরোধীদলে থাকলে তারা সংসদে যায় না; তারা যেতো, সংসদ বর্জন করতে; কারণ, সংসদে সরকারী দলও কিছু করে না; বসে বসে বিপক্ষকে গালি দেয়, বিরোধীদল সেখানে কি করবে, সরকারী দলকে গালি দেবে? সরকারী দল লাঠিপেটা করে ছেড়ে দেবে!

বিএনপি যে জয়ী হতে পারবে না, সেটা পরিস্কার ছিলো; অপরাজনীতি এমন লেভেলে এসেছে, যেখানে সরকারে না থাকলে জয়ী হওয়া মোটামুটি অসম্ভব। অপরাজনীতিবিদদের মাঝে কে কি কারণে জয়ী হবে, তার কোন সঠিক প্যাটার্ণ নেই; কি কারণে বদি'র বউ জয়ী হচ্ছে, আর কি কারণে ড: মইন খান পরাজিত হচ্ছে, সেটার রাজনৈতিক ব্যাখ্যা নেই, আছে অপরাজনৈতিক ব্যাখ্যা।

মনে হয়, বিএনপি তাদের মতে সঠিক নীতিতে আছেন, স্মারণলিপি দেয়াই সঠিক কাজ; আওয়ামী লীগের সঠিক কাজ হবে, এই ৭ জনের জন্য শপথটা ঝুলিয়ে দেয়া; পার্লেমেন্ট ভবনে ফ্রি খাওয়ার মতো লোকের অভাব নেই।

মন্তব্য ৫০ টি রেটিং +১/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

নূর আলম হিরণ বলেছেন: ৯০ দিনের ভিতর শপথ না নিলে নির্বাচন কমিশন সেসব আসন শূন্য ঘোষণা করবে। এগুলো সংসদে গিয়েও কিছু করতে পারবে না। শামীম ওসমান, হাজী সেলিমের ভয়ে ঝিমিয়ে থাকবে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২০

চাঁদগাজী বলেছেন:


বিএনপি ৫ সীটের যায়গায় ১৪৯ সীট পেলেও সংসদে যেতো না, সেটা আওয়ামী লীগেরও রাজনীতির অংশ; তবে, আওয়ামী লীগের উচিত হবে, এদের শপথ ঠেকিয়ে দেয়া

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২২

জোহা প্রকাশন বলেছেন: সবার শুভবুদ্ধির উদয় হোক

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫

চাঁদগাজী বলেছেন:


অপরাজনীতি করার মত শুভবুদ্ধি সবার আছে; আপনার কি অবস্হা?

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩০

শাহাদাত নিরব বলেছেন: এই ৭ জনের জন্য শপথটা ঝুলিয়ে দেয়া; পার্লেমেন্ট ভবনে ফ্রি খাওয়ার মতো লোকের অভাব নেই।

আমার মতে নোয়াখালীর সুবর্নচরে বি এন পি কে ভোট দেওয়ার কারনে পারুল বেগম কে যারা গন ধর্ষন করেছে এই ৭ জনের বদলে সেই ধর্ষকদের সংসদে আমন্ত্রণ জানানো হোক ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


এটাও একটা ভালো বিকল্প

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


ধর্ষণের জন্য নোয়াখালী কঠিন জায়গা, স্হানীয়রা এটাকে সহজে ছেড়ে দেবে না।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫

বাকপ্রবাস বলেছেন: রাজনীতির ব্যাপারে আপনার ন্যায্য কথার যুক্তি হিসেবে অন্যায্যতাকে দাঁড় করান, এটা একটা ভয়াবহ বদভ্যাস, এমন স্বভাব থেকেই স্বৈর বা এক নায়ক দানব গড়ে উঠে। ভোট ডাকাতি হয়েছে সেটা সবাই দেখেছে, তায় তাকে মেনে নিয়ে সংসদে যাওয়াটা ঠিক হবেনা।
আর আপনার ন্যায্য কথা হল ৫/৭ জন নয় ১৪০ জন হলেও তারা প্রকৃত সংসদ এর আচরণ করবেনা, কারন যাদের নমিনেশন দেয়া হয় তারা কতটুকু কী বিচারে যোগ্য সেটা বিবেচনার বিষয়, এবং সেটা সব দলের ক্ষেত্রেই।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

চাঁদগাজী বলেছেন:


আসলে, এবার বিএনপি জয়ী হওয়ার কথা ছিলো; নির্বাচনের আগেরদিন আমার একটি পোষ্ট সবকিছু বদলায়ে দিয়েছে; টেক্সট বইটই কেনার শুরু করেন, সামনে প্রশ্নফাঁস করার সম্ভাবনা কমে আসবে।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

ডার্ক ম্যান বলেছেন: সাতজন ব্লগারকে সংসদে পাঠানো যেতে পারে । যারা ছড়া কবিতায় বিএনপির পক্ষে সোচ্চার ছিলেন

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৪

চাঁদগাজী বলেছেন:


সম্প্রতি, ব্লগে রাজনৈতিক পোষ্ট বাড়ছে, এটা ভালো লক্ষণ, দেশকে বুঝতে সহজ হবে।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪২

খাঁজা বাবা বলেছেন: এটা একটা নির্বাচন ছিল? আপনার কি মনে হয়?
বিবেক থাকলে এসব হাবি জাবি লিখতে লজ্জা লাগা উচিৎ

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

চাঁদগাজী বলেছেন:



না, এটা আমার মতে সঠিক নির্বাচন ছিলো না; তবে, বিএনপি ও আওয়ামী লীগের মতে সঠিক ছিলো; বিএনপি'র শুরুতে, জেনারেল জিয়া এই রকম "হ্যাঁ/না" ভোটে জয়ী হয়েছিলেন!

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৩

জাহিদ অনিক বলেছেন:

ঐ ৭ আসনে আবার উপনির্বনাচন হবে !

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৭

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, সেটাই সঠিক হবে; বিএনপি'কে নিশ্চিহ্ন করে দেয়াই একটা সঠিক কাজ।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫০

ডার্ক ম্যান বলেছেন: জেনারেল জিয়া এই ধরনের নির্বাচন জাতিকে হাতে কলমে শিখিয়েছিলেন । আপনি বোধহয় তখন চট্টগ্রামে ছিলেন

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৩

চাঁদগাজী বলেছেন:


শতকরা ৬০/৭০ ভাগ মানুষ "হ্যাঁ/না" ভোটে যাননি, জেনারেল শতকরা ৯০ ভাগ ভোরট পেয়েছিলেন; এটা বিএনপি'র শুরু ছিলো।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

ঢাবিয়ান বলেছেন: বিএনপি এখন আর খালেদা জিয়া বা তারেক রহমান দ্বারা পরিচালিত দল নয়। এই দলের নিয়ন্ত্রন এখন দেশের জৈষ্ঠ রাজনীতিবিদদের হাতে। গত দুই দিন জনগনের রাগ, ক্ষোভ , হতাশা যে পর্যায়ে পৌছেছিল যে চাইলেই ঐক্যফ্রন্ট একটা বিড়াট গনআন্দোলন ঘটাতে সমর্থ হত। কিন্ত তারা সম্পুর্ন নিশ্চুপ থেকে জনগনের ক্ষোভের আগুনে ঘি না ঢেলে বরং পানি ঢালার কাজ করেছেন।কারন ডঃ কামাল, মির্জা ফখরুল জনগনের রক্তের হোলি খেলা দেখতে চায়নি। দেশকে সিরিয়া বানাতে চাননি।

ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারা বা নৌকায় ভোট দিতে বাধ্য হওয়া এদেশের প্রতিটি মানুষ এখন জানে কারা এই দেশের আসল শত্রূ, কারা নব্য রাজাকার, কার হাতে জনগনের রক্তের ছাপ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়ার মুক্তির জন্য ও জামাতকে নিয়ে জয়ী হওয়ার ভোট এরকমই হওয়ার কথা। বিএনপি'র লোকজন রাস্তায় নামবে না; একদিন আওয়ামী লীগের বিপক্ষে তৃণমুল আওয়ামী সাপোর্টারেরা রাস্তায় নামবেন; সেইদিন এই আওয়ামী লীগের পতন হবে।

০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৮

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল হোসেন সাহেব, আবদুর রব, মান্নারা হচ্ছেন পরীক্ষিতভাবে অসফল রাজনীতিবিদ।

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৪

ঢাবিয়ান বলেছেন: এই দেশের ষোল কোটি মানুষই এখন বিএনপি/ ঐক্যফ্রন্ট।জনগনের মধ্যে এইমুহুর্তে ছদ্মনামে করেকজন ব্লগার ছাড়া আর কোণ আওয়ামিলীগের সাপোর্টার আর নাই।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:



এটাকে বলে বিএনপি-নীতি: জেনারেল জিয়া ততকালীন সময়ে তলানীর লোকজনকে নিয়েছিলেন বিএনপি'তে, এখনো তলানীরগুলো ওখানে জমা হয়।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

রাজীব নুর বলেছেন: আমি সহজ সরল মানুষ।
সহজ সরল মানুষ নির্বাচন বুঝে না, রাজনীতি বুঝে না।
তবে একটু একটু শিখতে শুরু করেছি। একদম সহল স্বীকারোক্তি করলাম আপনার কাছে।

আর একটা কথা সামুতে আমি অবহেলিত হচ্ছি দিন কে দিন। আপনি কি ব্যাপারটা লক্ষ্য করেছেন?

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:




স্যরি, আমি নিজেই সামু থেকে দুরে, পড়া হচ্ছে না, কমেন্ট করা হচ্ছে না। সামুর লোকজন আপনাকে অনেকভাবে পছন্দ করেন।

১২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

শাহাদাত নিরব বলেছেন: সামু কতৃপক্ষের প্রশংসা না করে পারছি না
আমার থেকেও অনেক উৎকণ্ঠা আছে যারা সরকারের বা বিরোধীদলের সমালোচনা করে যায় কিন্তু তাদের প্রতি কোনো আইন প্রয়োগ করছে না।
আমি শুধু একটা পোষ্ট করার কারনে আজ এক মাসের অধিক সময় আমার পোষ্ট বন্ধ করে রেখেছে।
কোনো অভিযোগও গ্রহন করছে না।
যদি সবাইকে মনের ভাব প্রকাশ করতে না দেন তবে এখানেও একতন্ত্র হয়ে যাবে ।


ধন্যবাদ সামু কতৃপক্ষ ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনি সাময়িক ব্যানে আছেন? সামুকে লিখুন, নিজের ভুল বুঝতে পারেছেন বলুন। আপনার কষ্ট অনুভব করছি।

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

স্বপ্নীল ফিরোজ বলেছেন: Ok

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া নিজের জন্য দল করেছিলেন, উহা হাজার জেনারেল জিয়ার জন্ম দিয়েছে, এখন উহার বার্ধ্ক্যকাল।

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৮

রাকু হাসান বলেছেন:

আমার মনে হয় শপথ নেওয়াই ভালো । পাশাপাশি আন্দোলন করতে পারলে সেটা করতে থাকুক । তখন আবার লীগ বলবে

-অবৈধ সরকারের অবধৈ নির্বাচন মেনে নিয়েই তাহলে বিম্পি আসছে সংসদে । এখন বৈধ হয়ে গেল । ক্ষমতার লোভ । --কাদেরর যে না কথা B-)) =p~

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


মির্জা ফখরুল নির্বাচিত হয়েছেন, উনি যদি পার্লামেন্টে জাতির জন্য কথা বলেন, পার্লামেন্টের বাহিরে জাতির সাথে কাজ করেন, সেটা নতুন বিএনপি'র জন্ম দিবে। মির্জা ফখরুলের উচিত এই দলের নাম ও গঠনতন্ত্র বদলায়ে, নতুন করে দল করা।

আপনি ঠিক ভেবেছেন, ৭ জনের উচিত ছিলো শপথ নিয়ে কাজ শুরু করা। উনারা যা ভাবছেন, সেটা ঘটবে না; কোনদিন আওয়ামী লীগের পতন হলেও, বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শপথ নিতে গেলে বলতেন, বেতন আর সুবিধার লোভে সংসদে গিয়েছে। আর এখন না যাওয়াতে বলছেন, বিএনপি নীতি শুরু করেছে! যাই হোক, বিএনপি-কে হত্যা করা হয়েছে। এখন মৃত দলকে নিয়ে কিছু বলে আর লাভ নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখুন...

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র ৭ জন এমপি কি আপনার আর আমার জন্য নির্বাচিত হয়েছেন? আপনি ইমোশানেল হয়ে গেছেন; ওরা নির্বাচিত হয়েছেন বেগম জিয়া, বসুন্দরা, ফালু, জাফর উল্লাহ সাহেব, নোমানদের জন্য; উনারা ঠিকই মহিইদ্দিন আলমগীরের বাসায় যাবেন, উনার ব্যাংকের খবর নিবেন; ইমোশালেন হইয়েন না। ওদের সমস্যা আওয়ামী লীগ, ওদের সাথী আওয়ামী লীগ; আমার ও আপনার নাম ওদের খাতায় নেই, বদি'র বউ'য়ের খাতায় নেই, মাশরাফির খাতায়ও থাকবে না।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আপানাদের দুটি মুখ দিয়েছে মনে হয় আল্লাহু। তো কেমন আছেন ? দেশে এসে নির্বাচন সচোখে দেখে যেতে পারতেন।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগে ২/৩ শত ব্লগার নিয়মিত লিখছেন, বিশ্ব মিডিয়া লিখছে, আমাকে বাংলাদেশে থাকতে হবে না; আপনি মনে করেছিলেন যে, বিএনপি জিতবে, আমি মনে করেছিলাম যে, আওয়ামী লীগ জিতবে; আমি ভোট দিইনি; কারণ, আমি জানি ১৯৭৫ সাল থেকে ভোট দেয়ার উপর জয় নির্ভর করে না। আমার কাছে, অপরাজনীতিবিদদের জয় মানে জনতার পরাজয়; আপনি আগে বুঝুন, কোনটা রাজনীতি, কোনটা কি, তারপর লিখুন ১০০ হাত লম্বা মানুষের কবর কোন দেশে!

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

সোনালী ঈগল২৭৪ বলেছেন: আচ্ছা ড্. কামাল হোসেনের এই মুহূর্তে কি করা উচিত বলে আপনি মনে করেন

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



উনি রাজনীতিবিদ নন, উনি প্রফেশানেল আইনবিদ, এলিট ধনী; উনার অবসরে যাওয়ার দরকার; উনি দেশে সীমীত আকারে গৃহযুদ্ধ লাগাতে পারেন।

১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:




লীগ ভাল করেই জানে এখন তাদের কি করতে হবে । এটা তারা আগে থেকে প্ল্যান করে রেখেছে । তবে তারা বুঝতে পারেনি ধর্ষনের ঘটনা ঘটে যাবে । যদিও এতে তাদের কোন প্রভাব পরবে না । কারন ক্ষমতা তাদের হাতে ।

আর ওই ৭ জন যদি শপথ নেও তারা কি সংসদে যাবে বলে মনে হয় । ৭ জন সংসদে গিয়ে কি করবে । সেই তো গালি খেতে হবে । আর এখন বাংলাদেশের মানূষ মনে হয় চায় আমি ভাল থাকি ।

দেশ যায় যাক । যদিও এটার জন্য আমাদের রাজনীতি ও রাজনীতিবিদেরা দায়ী ।

বাংলাদেশে কোন অপরাজনীতি নেই । যা আছে সব হচ্ছে ক্ষমতার লড়াই ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২০

চাঁদগাজী বলেছেন:


জেনারেল জিয়া ৯৫% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন; প্রাণ হারায়েছেন নির্মভাবে; এখন উনার দলের মৃত্যু হবে।

১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
তারা সংসদে যাবে, সপথও নিবে। অপেক্ষা করেন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


সবার সাথে শপথ না নেয়ার পর, ওদের শপথ নেয়ার সুযোগ বন্ধ করে দেয়ার দরকার।

২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
সবা্ই আপনাকে প্রশ্ন করে যাচ্ছে : এই মুহুর্তে ডাকতর কামাল সাহেবের কি করা উচিত বলে মনে করেন ? বিএনপির কি করা উচিত বলে মনে করেন ? ফখরুল মিয়ার কি করা উচিত বলে মনে করেন ? আওয়ামী লীগের কি করা উচিত মনে করেন - আমি মনে করি সবাই মারা যাক - হয় জাহান্নামে যাবে নয়তো স্বর্গে এই তো - যাক না।

*** কেনো আপনারা ব্লগে লেখেন কি আর পড়েন কি ? নিজে কিছু চিন্তা করেন তা লিখেন আমরা পড়ি। চাঁদগাজী ভাই ও পড়ুক আপনাদের প্রেমের কবিতা পড়ে পড়ে সবাই ক্লান্ত/ভারাক্রান্ত/ ব্লগে প্রতিবাদী কিছু লিখুন সবাই । চাঁদগাজী ভাই তো কন্ট্রাক্ট নেয় নাই দেশে কার কি করা উচিত। দেশের ১৭ কোটি মানুষ সহ বিএনপি আওয়ামী লীগ জামাত সবাই এক সাথে স্বর্গে গিয়ে হুর নিয়া হিপ হপ ডান্স করুক অথবা জাহান্নামে গিয়ে এই তিন দল সহ ১৭ কোটি মানুষ নর্দমায় পরে থাকুক দুইশত কোটি বছর - কি আসে যায় ।।।

রাজনীতি এই দেশের একমাত্র পন্থা হয়ে গেছে ।


০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:


ড: কামাল সাহেব একন আর সঠিকভাবে ভাবতে অক্ষম, উনার অবসর দরকার।

বিএনপির দরকার নাম ও গঠনতন্ত্র বদলায়ে অপরাজনৈতিক দল থেকে রাজনৈতিক দল গঠন করা।

আওয়ামী লীগের উচিত দখলকৃত সম্পদগুলো জাতিকে ফেরত দেয়া, যেভাবে ২০০৭ সালে ফেরত দেয়ার শুরু করেছিলো; তারপর, দলটাকে তৃণমুলের নেতাদের কাছে হস্তান্তর করা।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ঠাকুর মাহমুদ বলেছেন "রাজনীতি এই দেশের একমাত্র পন্থা হয়ে গেছে ।"

সহমত |

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৯

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব দ্রুত সামনে চলছে, বাংগালীরা আফ্রিকানদের অনুসরণ করছে।

২২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

রানার ব্লগ বলেছেন: হাসির জোকস শুনেন তারেক চোর বলে সে নাকি বিচারক হবে একদিন তার পর বিচার করবে। ইহা শুনিয়া আমার একটা গান মনে পরল। লিংক দিচ্ছি।

চোরে করবে ছ্যাঁচড়ার বিচার। চোরা তারেকের আকাশে স্বপ্ন দোষ !! সে নাকি বিচার করবে দেশে বিচারকের খুবি অভাব পরছে হায় আল্লাহ এখন চোরে ও বিচার করার আগ্রহ দেখায়।

লিংক

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

চাঁদগাজী বলেছেন:


তারেক ইডিয়ট টাইপের ডাকাত।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: আ‌মি চাই ক্রস ফায়ার!

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার একমাত্র আবিস্কার, "ক্রস ফায়ার"।

২৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

কানিজ রিনা বলেছেন: আপনার কথা হোল এসরকার কোনও
অপনীতিকে খালেদা আর জিয়ার দোষ
ধরে তা ঢাকতে চাওয়া। এবারের ভোট
নাটক কখনও জিয়ার হ্যা না ভোটের
সাথে তুলনা করা ঠিক না। এবারের ভোট
সর্ব দলীয় হলেও প্রহসনের নাটক হয়েছে।
জিয়ার হ্যা না ভোট কোনও কোনও দল
ছিলনা শুধু জিয়াকে কে চায় কে না চায়।
আপনি আছেন জিয়ার প্রসংগ ভুল ভাবে
উপস্থাপন করে সব দোষ খালেদা ও জিয়ার
ঘারে চাপানো।
এবার ভোট হ্যাকার হয়েছে, আপনার কি
মনে হয়? ব্যাংকিং হ্যাকার শিয়ার বাজার
হলমার্ক আরও অনেক হ্যাকারের অভ্যস্ততায়
ভোট হ্যাকার আলাদা? লজ্জার মাথা খাওয়া
ভোট নির্লজ্জতার সরকার গঠন জনগন
বাকরুদ্ধ অবস্থায় অবলকন করছে।
আর আপনি আছেন খালেদা ও জিয়ার
দোশে হাসিনাও দোশান্তরি রুপ মিলাতে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ হওয়ার পর, ১ম জেনারেল জিয়ার "হ্যাঁ/না" মানুষের বিনা উপস্হিতে কয়েক কোটী সীল মারা হয়েছে; এবারের ভোটে বিএনপি'র লোকেরা ভোট দিতে তেমন যায়নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.