নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনা ৩৮ বছর আওয়ামী সভাপতি, বিএনপি\'র কারা প্রতিবাদ করেছেন?

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩



ড: এমাজুদ্দিন সাহেব, ড: মইন খান, ড: মোশারফ হোসেন, আমান উল্লাহ আমান, ইলিয়াস আলী, হারিস চৌধুরী, মির্জা ফখরুল, এবং বিএনপি'র নতুন পথ-প্রদর্শক ড: কামালকে কোনদিন বলতে শুনেছেন যে, শেখ হাসিনা কেন ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি? এরা সবাই কিন্তু 'গণতন্ত্র' চান! শেখ হাসিনার ৩৮ বছর সভাপতি থাকাটা যে গণতন্ত্র-বিরোধী কাজ, এটা একটা ১০ম শ্রেণীর বাচ্চাও বুঝে; কেন মির্জা ফখরুল, ড: এমাজুদ্দিন, ড: কামাল হোসেন, মির্জা আব্বাস বুঝেন না? শেখ হাসিনা, এদের রাজনীতির দৌঁড় বুঝেন, উনি উনাদের জ্ঞানের হাড়ি মেপে ফেলেছেন, এদের ইডিওটিক রাজনীতির ফলে শেখ হাসিনার জন্য জীবনটা সহজ হয়ে গেছে!

শেখ সাহেবের মৃত্যু ততকালীন আওয়ামী লীগকে খুবই সমান্য কয়েকদিনের জন্য নাড়া দিয়েছিলো; তারপর, ততকালীন আওয়ামী লীগের বেশীর ভাগ নেতা মনে মনে ভয়ংকর খুশী হয়েছিল, তারা জেনারেল জিয়াকে হয়তো মনে মনে ধন্যবাদ দিয়েছিলো। স্বাধীনতার পরদিন থেকেই আওয়ামী লীগের বেশীরভাগ নেতা দেশের সম্পদের উপর হামলে পড়েছিলো; সব সুযোগ দখল রে বসেছিলো; সামান্য প্রাইমারী স্কুলের হেড মাস্টার পাহাড়তলীর এক ভেজিটেবল তেলের কারখানার "পারসেজ অফিসার" হয়েগিয়েছিলো, নাম লিখতে পারে না, এমন আওয়ামী লীগারেরা আলমাস সিনেমা হল দখল করে নিয়েছিলো। শেখ সাহেব ক্রমেই যখন এগুলোকে ঠিক করার চেষ্টা করছিলেন, আওয়ামীরা উনার উপর ক্ষেপছিলো; ঠিক সেই সময়, শেখ সাহেবকে হত্যা করা হয়, এসব আওয়ামী লীগারেরা এতে খুশী হয়েছিলো।

শেখ হাসিনা দেশে এসে এসব আওয়ামী লীগারদের পেয়েছেন; তিনি এদের হাভাতে অভ্যাসকে মেনে নিয়েছেন; তিনি নিজেও বিশ্বাস করেন যে, বিএনপি'র মিলিটারীদের সাথে টিকে থাকতে হলে, আওয়ামী লীগের নেতাদের হাতে টাকা পয়সা থাকতে হবে, তাদেরকে দেশের সাধারণ মানুষ থেকে উপরের স্তরে থাকতে হবে; তিনি এও বুঝেন যে, আওয়ামী লীগের লোকেরা নিজেরা আয় করতে জানে না; এমন কি মাল মুহিতের মত মানুষও নিজ পরিবারের জীবনযাত্রার মান রেখে চলার মত আয় করতে কোনদিনও সক্ষম হবে না; তিনি এদের কিনে নিয়েছেন সহজে; শেখ হাসিনা দলের মাঝে এমন অস্হার সৃষ্টি করেছেন যে, উনি যেদিন থাকবেন না, সভাপতির চেয়ারে উনার খড়ম থাকবে।

এগলেো আওয়ামী লীগের দিক, এটা ব্যাখ্যা করতে সক্ষম কেন তিনি ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি; কিন্তু বিএনপি'র ড: এমাজুদ্দিন সাহেব, দেশের সবচেয়ে পলিট প্রফেশানেল আইনবিদ ড: কামাল হোসেন, সুজন নাকি কুজনের ড: বদিউল আলমের মুখে এই প্রশ্ন নেই কেন, কেন শেখ হাসিনা ৩৮ বছর আওয়ামী লীগের সভাপতি? কেন বিএনপি'র মির্জা ফখরুল থেকে বেগম জিয়ার মুখে শেখ হাসিনার ৩৮ বছর নিয়ে কোন প্রতিবাদ নেই?

মন্তব্য ৬৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪০

রাজীব নুর বলেছেন: আমি শুনেছি মন্ত্রীর মুখে কত কুৎস, দেখেছি সরকারী আমলার কত অবহেলা, শুনেছি অসহায় নারীর যত চিৎকার।
দেখিনি অনেকদিন সহজ সরল হাসিমুখ।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা যে, ৩৮ বছর সভাপতি, এ নিয়ে আপনার কি ভাবনা?

২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে নিয়ন কানুন হলো দরিদ্র মানূষদের জন্য।
ধনী অর্থ্যাত রাজনীতিবিদদের কোনো নিয়ম কানুনের প্রয়োজন নাই। তারা রাজা। তারা ভুল বা অন্যায় করলেও সেটাও সঠিক। এটা অলিখিত নিয়ম।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র ডক্টরেটদের, এমাজুদ্দিন সাহেব, মইন সাহেব, খোন্দকার সাহেবকে বলতে শুনেছেন, শেখ হাসিনা কেন ৩৮ বছর সভাপতি?

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

হাবিব বলেছেন: একজন মানুষ ৩৮ বছর সভাপতি থাকলে দোষের কিছু দেখি না,
তবে প্রধানমন্ত্রী হয়ে তাঁর উপর যে গুরুদায়িত্ব আছে এই পদে থাকাটা তার জন্য অনুচিত বলে আমি মনে করি...

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১০

চাঁদগাজী বলেছেন:



এই জন্যই আপনার ভোটাধিকার নেই! আপনি শুধু নিজের জন্য নয়, ১৮ কোটীর জন্য সমস্যা

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

ঢাবিয়ান বলেছেন: সবইতো এক গোয়ালের গরু। কে প্রতিবাদ করবে? শেখ হাসিনা এই দেশের সুবিধাবাদী শ্রেনীটাকে খুব ভাল করে চিনেছে। দেখেন না কেমন টোপ ফেলল গনফোরামের দুই প্রার্থীকে জিতিয়ে দিয়ে। সুষ্ঠু নির্বাচনে জামানত হারানো এই ব্যক্তিরা শেষমেষ স্মরনকালের এবারের বিতর্কিত ভোট ডাকাতির নির্বাচনে দুই সিট পেয়ে এখন ধেই ধেই করে নাচতে নাচতে সংসদে যাচ্ছে শপথ নিতে !!!!!

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


শপথ নেয়াটা একটা বড় দায়িত্ব; বিএনপি'র যারা শপথে নেয়নি, তাদের শপথ ঠেকিয়ে দেয়াটা ঠিক হবে।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

হাবিব বলেছেন:





এই জন্যই আপনার ভোটাধিকার নেই! .........
দেশে কার ভোটাধিকার আছে?
দেশে কার ভোটের মূল্য আছে?

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



দেশের বেশীভাগ লোকজন আপনার মতোই লিলিপুটিয়ান

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা যে, ৩৮ বছর সভাপতি, এ নিয়ে আপনার কি ভাবনা?

আমার ভাবনা অনেক কঠিন। অনেক কঠিন। কিন্তু আমি কিছু বলতে পারবো না। আমি ভীতু মানুষ। যদি আমি বলি- তাহলে জীবন নিয়ে টানাটানি পড়ে যেতে পারে। সব দিকেই সবার নজর আছে। আর লেখা তো দলিল। প্রমান হাতে হাতে। মাইর মাটিতে পড়বে না। যদি দূর দেশে থাকতাম তাহলে ইচ্ছা মতো বলতে পারতাম। লিখতে পারতাম।
এখন অনেক কিছু ইচ্ছা থাকলেও লিখতে পারি না। বলতে পারি না।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


এত কিছু টাইপ না করে, যদি লিখতেন, "১০ বছরের বেশী থাকা অন্যায়, অগণতান্ত্রিক"; তা'হলেই চলতো

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বিএনপি'র ডক্টরেটদের, এমাজুদ্দিন সাহেব, মইন সাহেব, খোন্দকার সাহেবকে বলতে শুনেছেন, শেখ হাসিনা কেন ৩৮ বছর সভাপতি?


না, তা তারা কহকনও বলে নাই। বলবেও না। তাহলে থলের বিড়াল বের হয়ে যাবে। সবচেয়ে বড় কথা এই ৩৮ বছর নিয়ে তাদের কোনো চিন্তা ভাবনা আছে বলে মনে হয় না।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

চাঁদগাজী বলেছেন:


এসব থেকেই শেখ হাসিনা বুঝতে পেরেছেন যে, ওরা পিগমী

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৫

আবু তালেব শেখ বলেছেন: মহা গনতন্ত্রের বাংলাদেশ

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২০

চাঁদগাজী বলেছেন:


শিক্ষিতরা, ডক্টরেটরা যদি সামান্য বেসিক বিষয়ে দায়িত্বশীল না হয়ে থাকেন, এসব ডোডদের শেখ হাসিনা এভাবেই নাকানী চুবানী খাওয়াবেন; বদি'র বউ এমপি হবেন, ড: মইন খান জামানত হারাবেন।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রধানমন্তী বর্তমানে এক্সপায়ার্ড।
দেশের প্রবীন সব মন্ত্রী এমপিদের মক্কায়/গয়ায় বনবাস দেয়া হোক।



স্বাধীনতার পরদিন থেকেই আওয়ামী লীগের বেশীরভাগ নেতা দেশের সম্পদের উপর হামলে পড়েছিলো;
ঘটনা সত্য। এসব সালা সুবিধাবাদী নেতা, আমলা আর বেকুব আর্মি অফিসারের জন্য বঙ্গবন্ধুদের প্রাণ দিতে হল।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


ওদের কন্ট্রোলে রাখে মানুষ বানাতে পারতেন শেখ সাহেব। শেখ হাসিনা ওদের চুরির অভ্যাসকে কাজে লাগায়ে ৩৮ বছর টিকে আছেন।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন: সংসদে অনেকে আছেন ছিলেন থাকবেন যাদের মুদির দোকানে কেরোসিন তেল বিক্রি করলে মানাবে তাদের মধ্য অন্যতম - “মাল মালামাল আবুল মাল মুহিত”!!! - ***কতোগুলো মাল জানা নেই !!! মঙ্গল গ্রহ হতে আমদানী করা মাল।।

মালামালকে দুই টিন কেরোসিন দেওয়া উচিত গ্রামে গ্রামে পায়ে হেটে বিক্রি করে আসুক।

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



শেখের মৃত্যু, মাল মুহিত, সাইফুর রহমান, ডা: বদুরুদ্দোজাদের মত পিগমীদের জন্য সুযোগ করে দিয়েছিলো, জিয়া একা নিজে ক্ষতি করেনি, এসব পংগোপালদের জন্য সুযোগের সৃষ্টি করে গেছে

১১| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: এটাতো একটা বিশ্ব রেকর্ড।সভাপতি পদে বহাল থাকলে সমস্যা কোথায়?

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

চাঁদগাজী বলেছেন:


এতদিন সভাপতি থাকলে যদি সমস্যা মনে না হয়, সমস্যা উনার থাকাতে নয়, সমস্যা হচ্ছে আপনার মগজে

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

আলাপচারী প্রহর বলেছেন: শেখ রাজার দেশে রাজ কণ্যা হাসিনা ৩৮ বছর কেন ৮৩ বছর অাসনে থাকবেন ৷ তাতে কেউ কিছূ বলতে পারবেন না ৷
কারন উনি প্রতিদিন আমাদের স্মরণ করিয়ে দেন তার বাবা দেশ স্বাধীন করেছেন,

"তো গদিতে উনি থাকবেন নাকি আপনি থাকবেন ?"

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'র নেতাদের বলা উচিত ছিলো, ৩৮ বছর সভাপতি থাকা অন্যায়

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ;)

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

চাঁদগাজী বলেছেন:



আপনি শেখ হাসিনার ৩৮ বছরের বিপক্ষে কোনদিনও কিছু বলবেন না; আপনার সমস্যা আছে

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ফুটবল খেলাতে নিজের গোল পোষ্টে নিজে বল ছোড়ে মারাকে আত্মঘাতী গোল বলা হয়ে থাকে। গর্ধব মাথা মোটা “মাল মালামাল আবুল মাল মুহিত” জঙ্গল হতে আমদানীকৃত জন্তুটি (এ্যালিয়েন) কে অর্থমন্ত্রী করা হবে আত্মঘাতী ।।

*****প্রয়োজনে মৃত্যুপথযাত্রী একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কে অর্থমন্ত্রী করা হোউক - তিনি মৃত্যুশয্যা থেকে উঠে আসবেন আরো পাঁচ বছর বেঁচে যাবেন দেশের জন্য নিরলস কাজ করে যাবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৬

চাঁদগাজী বলেছেন:


বাজেট হলো অর্থনীতির আর্ট, সভ্যটার সরন্জাম ও মানব জীবন নিয়ে সুক্ষ্ম খেলা; মুহিত হলো জীবন্ত গর্দভ

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

অপু দ্যা গ্রেট বলেছেন:


স্যার একটা জোকস দিয়ে শুরু করি

ইংল্যান্ডের একটা কোম্পানিতে দুটি রুলস আছে , ১ বস ইজ অলওয়েজ রাইট এবং ২ ইফ বস ইজ রং, দেন সি রুল নাম্বার ওয়ান ।

এই প্রশ্নটা করার মত সাহস আছে নাকি এনাদের । এরা নিজেরাও তো বসে আছে কয়েক যুগ ধরে । আমাদের দলের জন্য কোন নিয়ম লাগে না । কোন গঠনতন্ত্র লাগে না । রাজা বলেন সেটাই সব । এর বাইরে কেউ কিছু বলে না । অন্য দিকে শেখ হাসিনা নিজের পরিবার কে স্থাপিত করে যাচ্ছেন । জয়কে নিয়ে এসেছেন মেয়ে পুতুল কে এনেছে। বোন শেখ রেহানাও হয়ত আগামীতে কোন পদ পেয়ে যাবেন ।


কথা হচ্ছে পদ ছাড়া যাবে না । যেমন বদির বউ এমপি হয় কিন্তু বফি এমপি হয় না । পাগলেও তো এটা বুঝবে । ৩৮ বছর কেন আরো ২০ বছর তিনি সভাপতি থাকবেন ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'তে ছিলো বাংলার তলানীর লোকেরা, ওদের থেকে যে নতুন প্রজন্ম বেরিয়ে এসেছে, সেগুলো খচ্চর। আমি জানি, বেগম জিয়া ৩৫ বছর থাকাতে ওরা প্রতিবাদের কাছেও যায়নি; এসব খচ্চরেরা এমপি হতে ভোট চায়।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রধাণমন্ত্রী শেখ হাসিনা এরশাদ সাহেব কে প্রেসিডেন্ট করে দিতে পারেন, এটি এরশাদ সাহেবের পাওনা অধিকার পর্যায়ে পরে বলে আমার ব্যাক্তিগত ধারণা, আপনি পজেটিভ প্রত্তুত্তর করলে আমি এ নিয়ে একটি বিষদ পোষ্ট দিতে চাই । তাছাড়া এরশাদ সাহেবের অবদান এই দেশে সকল সরকারের বিশেষ বিশেষ মন্ত্রী মাঝী মাল্লাদের চাইতে অনেক অনেক গুন বেশী বলে ইতিহাস স্বাক্ষী দেয়।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১১

চাঁদগাজী বলেছেন:



আমি ভেবেছিলাম, শেখ হাসিনা পজিশনে আসার পর, এরশাদকে আজীবনের জন্য জেলে পাঠাবে। শেখ সাহেব ও জেনারেল জিয়া ২ জনের মৃত্যুতে এরশাদের সমর্থন ও প্রয়োজনীয় সাহায্য ছিল।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

নূর আলম হিরণ বলেছেন: বেগম জিয়াকে শেখ হাসিনা রুখে দিয়েছে, শেখ হাসিনাকে মোটামুটি এখন আর কেউ রুখতে পারবে না। শেখ হাসিনার পরে কে আসবে, শেখ রেহানা নাকি ওয়াজেদ মিয়ার ছেলে?

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার পর? শেখদের কাউকে আসতে দেবে না আওয়ামী লীগ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার অধীনে প্রতিটি আওয়ামী লীগার লাভবান হচ্ছে; তবে, তারা বুঝে যে, এটা রাজনীতি নয়, দল এখন রাজনৈতিক দল নয়, সমমনা মানুষদের দল।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫১

নাহিদ০৯ বলেছেন: বিএনপি গড়েছিলেন জিয়াউর রহমান। তিনি যেতেন মানুষের কাছে, ঢিল-পাটকেল উপেক্ষা করে। খাল কাটায় অংশ নিয়েছেন নিজ হাতে। কিন্তু বিএনপির নেতারা কেবল বিবৃতি দিয়েছেন পত্রপত্রিকায়। :-P

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:


উনাকে ঢিল পাটকেল মারা ঠিক হয়নি; উনাকে যেটা মারার দরকার ছিলো, সেটাই মারা হয়েছে অবশেষে; কিন্তু একটু দেরীতে। আপনারা বুটের নীচের জেনারেশন।

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৮

খাঁজা বাবা বলেছেন: আপনি বাসায় লুঙ্গি পরবেন নাকি পাজামা পরবেন তাতে পাসের বাসার লোকের কি?
লুঙ্গি পাজামা নিয়ে যদি আপনি বউয়ের সাথে ঝগড়া করেন তো পাশের বাসার মানুষের লাভ হতে পারে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


জাতীয় রাজনীতিকে বুঝার দরকার আছে, জাটীয় রাজনীতিতে 'বাসা, পাজামা, লুংগী' ইত্যাদি নেই; আপনার ধারণা যেই রকম, শেখ হাসিনা সেই রকমভাবে ৩৮ বছর আছেন; আপনাদের ব্যাখ্যা ও ভাবনা লিলিপুটিয়ান টাইপের। রাজনৈতিক দল একার নয়, সেটা সব নাগরিকের, ওরা পুরোদেশ চালায়; বিএনপি একা বিএনপি'র লোকদের জন্য নয়, বিএনপি'র রাজনীতি পুরো জাতির জন্য।

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হাসিনা হউক আর খালেদা কিংবা এরশাদ; সকলেই যেন সংগঠনকে নিজেদের পৈতৃক সম্পদ মনে করছেন কেউই দলীয় প্রধানে পদ ছাড়তে চায়না। দলীয় প্রধান পদ ছেড়ে দেখুক কার কত জনপ্রিয়তা সেটা এক সেকেন্ডেই জানা যাবে। কিন্তু সেটা কি সম্ভব?

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একা নিজের যোগ্যতার কারণে জয়ী হবেন; বেগম জিয়াও নিজেও নিজের অযোগ্যতার জন্য জয়ী হবেন; এরশাদ রংপুরে জয়ী হবেন ওখানকার লোকজনের ইডিওটিক ভাবনার কারণে।

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৪

খাঁজা বাবা বলেছেন: বাহ, ভাল বলেছেন।
বি এন পির রাজনিতি পুরো জাতীর জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনার বুদ্ধিমত্তা রাজনীতির জন্য উপযুক্ত নয়; দেশের আপনার মতো কোটী লোকজন আছেন।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
হাসিনা কেন ৩৮ বছর জাবত সভাপতি?
আপনার সমস্যাটা কি। সে তো সফলতা, দেখাইতে পেরেছে, দেখাইছে।
সাম্যাজ্যবাদি শক্তির একের পর এক বাধার পরও ১০ বছরে অর্থনীতির ভলিয়ুম ১৭ বিলিয়ন ডলার থেকে ২৫০ বিলিয়নে পরিনত করেছে।
সাম্যাজ্যবাদি চক্রান্তে রিজার্ভ লুটের পরও রিজার্ভ বেড়েই চলেছে, ৩ বিলিয়ন থেকে বাড়তে বাড়তে এখন ৩০-৩৫ বিলিয়ন ডলার নগদ রিজার্ভ।

আপনার ট্রাম্পের সরকার শাটডাউন হয়ে গত মাস থেকে, মাত্র দেড় বিলিয়ন ডলার ছাড় করে নি কংরেস।
ট্রাম্প হাসিনার কাছে এই দেড় বিলিয়ন ভিক্কা চাইলে এই মুহুর্তে মাত্র দেড় বিলিয়ন ডলার ক্যাস দেয়ার ক্ষমতা রাখে হাসিনা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

চাঁদগাজী বলেছেন:


১ বিলিয়ন সংখ্যায় লিখতে আপনাকে অনলাইনে যেতে হবে, না হয়, ১০ দিনেও পারবেন না; এটাই আমার সমস্যা; ৩৮ বছর কোন মানুষ গণতন্ত্রে নির্বাচিত পদে থাকতে পারে না; আপনাদের মতো বেকুবেরা ৩/৪ কোটী মানুষকে ক্রীতদাস হিসেবে সৌদী ও মালয়েশিয়ায় বিক্রয় করেছেন; ২ লাখ মেয়ে একনো বিদেশে পতিতা হয়ে কাজ করছে।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রতিবাদ করার কথা আওয়ামী লীগারদের। বিএনপি ওয়ালারা প্রতিবাদ করবে খালেদা জিয়ার ৩৫ বছরের সভাপতিত্ব নিয়ে...

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


ভারতীয় অথবা পাকিস্তানীরা প্রতিবাদ করলে কেমন হয়?

২৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

এম.এ.জি তালুকদার বলেছেন: আমাদের বোবায় ধরেছে।কিছুই বলার নাই।বিকল্প যুতসই না থাকলে,কোন কিছু করার দৃঢ় সংকল্প কেউই করেন না।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব সাড়ে ৩ বছর সময় পেয়েছিলেন, উনি কিছুতেই হাত দেননি; কাজের ভেতর একটা করেছিলেন, দুর্ভিক্ষ এনেছিলেন; বাকী মগজহীনরা আর কি করবে?

২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৪০

যবড়জং বলেছেন: আপনি বি এন পি তে যোগ দিয়ে কথাটা তুলুন :)

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:



যোগ তো দিতে চাই, উহা কি এখনো আছে?

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬

কাজী ফররুখ আহমেদ বলেছেন: শেখ সাহেব ও জেনারেল জিয়া হত্যায় এরশাদ ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেয়েছেন মাত্র । এরশাদ এই দুই মহানায়ক হত্যার সাথে দুর দুরান্তে সম্পর্ক নেই, বাংলাদেশের মানুষ নারী লোভী তাই যা শুধু ভাবনায় স্বপ্ন দেখে, এরশাদ নারী সম্পর্কে ভাবেন কম তিনি কাজে বিশ্বাসী তাই বাংলাদেশের তাবত নারী লোভীরা এরশাদকে হিংসা করে রম্য করতে পছন্দ করে। বিদিশা বিদেশী বিলেতী লোকের স্ত্রী ছিলেন তাকে এরশাদ জোর জবরদস্তি করে বিয়ে করেন নি, বলা যায় তথাকথিত আধুনিক মেয়েদের ভাষায় বিদিশা ক্রাশ খেয়ে হুমড়ি মেরে পরেছিলেন এরশাদের উপর ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনার সবই ঠিক আছে, শুধু অবজারভেশন ক্ষমতা, বিশ্লষণ ও বিচারবুদ্ধিটা কম; ১৮ কোটীর মাঝে ১২ কোটীর অবস্হা আপনার মতো।

২৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

নজসু বলেছেন:




কেমন আছেন?
আশা করি ভালো আছেন।
অনেকদিন পর আপনাদের সাথে সাক্ষাত হলো।
ব্লগে লগইন আছি, কিন্তু কম্পিউটারের সামনে বসার সময় পাচ্ছিনা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনি কি চাকুরী করেন, নাকি অন্য কিছু করেন? ভালো থাকুন।

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বর্তমানে বাস্তবতা এটাই যে, উনি বেঁচে থাকলে আরো এক বার প্রধমানমন্ত্রী হবেন। সেটা ২০২৪ সালে হলেও।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগে একজন মানুষ আছেন, বাকীরা রাজনীতিবিদ

২৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

মোঃ মঈনুদ্দিন বলেছেন: পোস্ট আপনার তাই সাহস করেই বলি; সম্ভবত যতদিন সম্ভব ততদিনই মাননীয় প্রধান থাকবেন। প্রকৃত গণতন্ত্র এখানেই। ডক্টর কামাল বা জনাব ফখরুল সাহেবরা নাহয় ইডিয়ট কিন্তু আওয়ামীলীগের এই সভাপতির পদ কী তিনি নিজেই ছেড়ে দিয়ে গণতন্ত্র রক্ষা করতে পারেন না? কথা হচ্ছে এ দেশের সাধারণ মানুষের মাথায় লবণ রেখে বড়ই খাওয়ার এ কাজ প্রধান দুই দল (এক দল তো বিলুপ্তির পথে) সেকুয়েন্সিয়ালী করেই গেছেন, যাচ্ছেন এবং যাবেন।। আর, এর কারণ,(আপনার ভাষায়) আমরা বাঙ্গালীরা ১২ কোটিই বেকুব, স্বল্পবুদ্ধি সম্পন্ন। (এটা আমিও বিশ্বাস করি)। ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০

চাঁদগাজী বলেছেন:



আপনি আমার কথা বুঝার শুরু করেছেন।

৩০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিকই ধরেছিলেন যে, তিনি দেশ লাভ করে চোরের খনি পেয়েছেন। সেই চোরেদেরই বিরাট একটা অংশ অদ্যকার বিরাট বিরাট নেতা। যাদের গায়ে কোন ফুলের টোকাও পড়েনি আর ভবিষ্যতে পড়বে ও না। কামানের গোলায় ছিন্ন বিচ্ছিন্ন দেহ ছিল সাধারণের; অসাধারণের গায়ে ছিল স্যুট কোট, পকেটে গোলাপ ফুল।আর,হাতে শোভা পায় ফরাসি শ্যাম্পেইন, রাশান ভদকা, ভারতিয় রাম।। কোন জবাব নাই।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১২

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা শ্রেণীতে বিশ্বাসী: আছেন এলিট বাংগালী, ধনী এলিট, ও দাস( প্রবাসে ও গার্মেন্টস এ চাকুরী করেন), আছে চাষী

৩১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

কানিজ রিনা বলেছেন: ৯ নং মন্তব্যের উত্তর উত্তম হয়েছে।
আপনার এই পোষ্ট ইয়ারকী মসকরা,
মন্তব্য গুলও খাসা হয়েছে।

আপনি কথায় কথায় মিলেটারী মিলেটারী
বকে বেড়ান আসলে এবার ভোটে মিলেটারীর
দায়ীত্ব্য ছিল কোনও কেন্দ্রে মাড়া মাড়ী
হলে সেটা থামানো তাছারা ভোট কেন্দ্রের
ভিতর কি হচ্ছে তা দেখার দায়ীত্ব্য ছিল
পুলিশদের। আর এই সেনাবাহীনি নামাতে
বিএনপি বা অন্য দলের বিশ্বাস ছিল সেনা
বাহীনি নামলে হয়ত ভোট অধিকার ফিরে
আসবে। অথচ পুলিশ বাহিনীর তেলেছমাতী
সেনাবাহিনী বুঝতে পারলেও তাদের উপর
আদেশ ছিলনা অন্য কোনও দল ভোট
কেন্দ্রে ভোট দিল কিনা তা দেখার।

আপনি সেনা বাহিনীর ধুয়ে মুছে দিলে তো
হবেনা। ভাবুন এই সেনাবাহিনী যদি না
নামতো আপনি কি মনে করেন?পুলিশ
বাহিনীকে অন্যদল ছেড়ে দিত? কথা হোল
তেলেছমাতী কাহাকে বলে সেনাবাহিনীর
উপর আস্থা রেখেছিল বিম্পি অন্যান্য দল।
অথচ সেনাবাহিনীর মাড়ামাড়ি ঠেকানো
ছাড়া আর কোনও দায়ীত্ব্য ছিল কি না
তা এখন আকাশের মত পরিস্কার।
এখন সেনা বাহিনীর কাঁধে ভর করে
শেখহাসিনা আওমী কেমন তেলেছমাতী
দেখালো। আপনি কি নিশ্চয় জানেন
ফহিরুদ্দীন সরকার সেনা বাহিনীকে অর্ডার
দিয়ে কেমন হাসিনা খালেদার দুর্নীতির
সাজা দিয়েছিল? দেশটার ফুটপাত সরকারী
জায়গা গুল আমেরিকার মত পরিস্কার করে
দিয়েছিল। তাহলে তাদের কে কি বলবেন।

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি কি এখন সেনাপ্রধান?

৩২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮

কানিজ রিনা বলেছেন: আপনি তো ব্লগার প্রধান তাইনা? তাহলেই
চলবে।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

চাঁদগাজী বলেছেন:



বাংগালীরা আইয়ুব খান থেকে শুরু করে, ইয়াহিয়া খেনের বিপক্ষে যুদ্ধ করেছেন; আপনিসহ আরো কয়েক কোটী লোক সামরিক শাসনের পক্ষে।

৩৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

বাকপ্রবাস বলেছেন: আপনার এই প্রশ্নটা জাতির মগজে ঢুকতে আরো দেড়শো বছর লাগবে কমপক্ষে। একাত্তর এর পর এই প্রথম নির্বাচনী ম্যালোফেষ্টোতে আসছে যে পরপর দুইবারের বেশী প্রধানমন্ত্রী হওয়া যাবেনা, সেটা সংবিধানে ঢুকতে আরো ৫০ বছর যদি লাগে তাহলে সেই সূত্রে একটা দলের দলীয় প্রধান ১০ বছরের উর্ধ্বে থাকতে পারবেনা সেই চিন্তা মাথায় ঢুকতে আরো ১৫০ বছর লাগবে।

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


২ বারের কথা এবার বিএনপি বলছে; কারণ, বেগম জিয়া লালঘরে আছেন।

৩৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪

জাতির বোঝা বলেছেন: মির্জা সা‌হেব কখ‌নো নৌকায় ভোট দেন‌নি। ডঃ কামাল সা‌হেব সপ‌রিবা‌রে ধা‌নের শী‌ষে ভোট দি‌য়ে‌ছেন।

১১ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



ড: কামাল বার্ধ্যকে ভুগছেন, মনে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.