নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

পুরাতনদের বাদ দেয়ায় শেখ হাসিনা রোষের শিকার হতে পারেন

১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৫



আমু, নাসিম, তোফায়েল, ইনুকে বাদ দেয়ার দরকার ছিলো, বাদ দেয়া হয়েছে; কিন্তু এই মানুষগুলো সহজ মানুষ নয়; শেখ হাসিনা এদের রোষের শিকার হতে পারেন। শেখ হাসিনা যেভাবে বিএনপি-জামাত ও আইএসআই'এর বিপক্ষে সংগ্রাম করে টিকে গেছেন, সেটা উৎসাহজনক, তবে এসব আওয়ামী লীগারদের সম্পর্কে সতর্ক থাকার দরকার আছে।

শেখ হাসিনা তাঁর কেবিনেটে নতুনদের স্হান দিয়েছেন, পুরাতনদের অবসরে পাঠায়েছেন, পুরাতনরা পরীক্ষিতভাবে অসফল; নতুনদের গুণ হচ্ছে, এরা একজনও নিজের গুণে ভোটে জয়ী হওয়ার মতো নন, এবং এরা জীবনে পড়ালেখা করেছেন কিনা সন্দেহ, এরা সবাই ছাত্র রাজনীতি করেছেন; এদের মুল পড়ালেখা ১২ ক্লাশ অবধি; বাংলাদেশের ১২ ক্লাশ অবধি পড়ুয়ারা বিশ্বে কি হচ্ছে বুঝার কথা না; আজকাল বিশ্ব সংবাদগুলোতে অনেক কঠিন টারমিনোলোজী ব্যবহৃত হয়, এদের বড় অংশ উন্নত বিশ্বের সংবাদও বুঝবে না।

মুহিত সাহেবের বাজেট, লোটাস সাহেবের ইম্প্লিমেটেশন ছিলো কলোনিয়েল যুগের লংগরখানা, কিংবা শেখ হাসিনার সরকার; সব মন্ত্রীর পেট ছিলো, মাথায় টাক ছিলো, সবাই ছিলেন আলোচক, টেলিভিশনে দুধ ও মধুর ফোয়ারা বইতো, নীচে বালতি বসালে বালতি খালিই থাকতো।

এখন শেখ হাসিনা এনেছেন নতুনদের! শেখ হাসিনা যেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোট চেয়েছিলেন, সেটা তো শুরু করেছিলেন পুরাতনেরা, উহাদের বাদ দিলে, সেই উন্নয়নের ধারাবাহিকতা থাকছে কিভাবে? এখানে ধারাবাহিকতা বাজায় রাখার জন্য শেখ হাসিনার নিজস্ব কোন ফর্মুলা আছে, উহা গোপনীয় কিছু হবে টবে?

দেশের টাকা ও শিক্ষা নিয়ে ৩ জন মন্ত্রী কাজ করবেন; ফাইন্যান্স মিনিষ্টার, ইমপ্লিমেনটেশন মিনিষ্টার ও এডুকেশন মিনিষ্টার হলেন দরকারী পোষ্ট; বাকীদের কাজ হলো ঢুলা ধরা।

লোটাস কামাল সাহেবকে ফাইন্যান্সে এনেছেন শেখ হাসিনা; গত সরকারে উনি ইমপ্লিমেনটেশন ছিলেন, বাজেটের টাকা কোন বছরই খরচ করতে পারেননি; এখন উনিই বাজেট করবেন? গাধার বদলে বাচ্চা গাধা। উনার ইমপ্লিমেনটেশনে এবার কে আছে কে জানে?

দীপুমনিকে শিক্ষায় দেয়ায় ভালো হয়েছে, শিক্ষার কি অবস্হা হবে কেহ জানার কথা নয়; ফলে, সমালোচকেরাও চুপ থাকবে; নাহিদের সময় প্রশ্নফাঁস হতো, এবার হয়তো প্রশ্ন ও পরীক্ষারই দরকার না হতে পারে!

শেখ হাসিনা হয়তো বছর খানেকের মাঝে অনেক পুরাতনদের ফেরত নিয়ে আসবেন; লোটাস কামাল বাজেট জানার কথা নয়, দীপুমণির ভুবনে পড়ালেখা নেই। ইমপ্লিমেনটেশন কে আছে, কে জানে? উহা দুদকে যাওয়ার সময় নাম জানা যাবে পরে।

মন্তব্য ৬৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৮

শাহিন-৯৯ বলেছেন:



কোথায় যেন পড়লাম বর্তমান মন্ত্রীসভা নাকি চীনের রেসিপিতে হয়েছে। পুরানোরা সব ভারতপন্ত্রী তাই চীন চাচ্ছে না তাঁরা আবার মন্ত্রীসভায় বসুক।

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৪

চাঁদগাজী বলেছেন:


চীন চাচ্ছে যে, বাংলাদেশের কেবিনেট তাদের ইচ্ছানুসারে হোক, এবং শেখ হাসিনা চীনের ইচ্ছা পুরণ করছেন? এসব কারণে আপনারা বিএনপি'র সাপোর্টার; কোথায় যেন পড়েছেন, কে একজন যেন বলেছে, ব্লা ব্লা, নিজের মগজ নেই?

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

মাহমুদুর রহমান বলেছেন: সহমত।

১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫

চাঁদগাজী বলেছেন:


৩৮ বছরের ফলাফল তেমন নেই, দেশকে পেছনে নিয়ে গেছেন; দুনিয়ার গবুদের এনে জাতির চলার পথে ব্লক সৃষ্টি করে যাচ্ছেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩

শাহিন-৯৯ বলেছেন:


নিজের মগজ নেই?

মগজ হালকা-পাতলা কিছু হয়তো ছিল তবে তা ৩০ তারিখে ডাকাতি করে নিয়ে গেছে। এই ডাকাতরা আর তাদের মুরিদরা যতদিন আছে ততদিন আমার তিলসম মগজ দিয়ে এখানে লিখে তেমন কিছু করতে পারব না।
জনাব, চীনের ইচ্ছায় যে এবার মন্ত্রী সভায় কিছু উলাট-পালট হয়ে তা চীনের শেখ হাসিনাকে বিশাল আকারের ধন্যবাদ দেওয়া দেখে বুঝা যায়। চীনকে বিএনপি ভক্ত হিসাকে সবাই জানত হঠাৎ তাদের ইউটার্ণ এমনিতেই?
তাঁরা এখানে বিশাল বিনিয়োগ করে বসে গেছে তাই মন্ত্রীসভায় একটু হাত দিবে তাদের স্বার্থের কারণে এটাই কি স্বাভাবিক নয়?
চীন আঞ্চলিক মোড়ল হতে মরিয়া পথে বড় বাঁধা ভারত, খুবই স্বাভাবিক হিসাবে আওয়ামলীগের সিনিয়রা ভারত ঘেঁষা টাইপের তাই চীন যেভাবে হোক এবার মন্ত্রীসভায় তাদের ছায়া রেখে গেছে। সবচেয়ে বড় কথা চীনও বুঝতে পেরেছে যে ডাকাতী হয় বাংলাদেশের বর্তমান নির্বাচনে তাতে অন্য কারোর ক্ষমতার কাছাকাছি আসা মুশকিল তাই তারাও তাদের সুচটি এবার মন্ত্রীসভায় ঢুকিয়ে সূচনা করেছে।

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


চীনারা ব্যবসায়িক চোর, ১০০ ডলারের কাজ করে, ১০০ ডলার পেয়ে, ১০ হাজার ডলারের ইনভয়েস দেয়, সেজন্য বিএনপি ও ম্যাডচামের সাথে ভালো ছিলো, এখন শেখ হাসিনার মারাঠাদের সাথেও ভালো! আপনার রাজনৈতিক ধারণা জাটির জন্য ক্ষতিকর।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১

শোভ বলেছেন: নতুনদের পথ ছেড়েদেয়াই পুরাতনের কাজ কিন্তু আমাদের দেশে মুখে এক রকম বলে অন্তেরে আরেক রকম জিনিস পুষণ করে ।

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


প্রশ্রফাঁস জেনারেশন নতুন হিসেবে গণ্য হবে না, উহাকে বাতিল হিসেবে গণ্য করার দরকার; উঃাদের চাকুরী হবে আরবে।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: বিশ্লেষণ ভালো করেছেন । আর কি সে যে ভালো ।অনেকসময় সমাজে শিক্ষিতরাই চতুরতার সাথে অনৈতিক কাজ করে । হয়ত অনেক ভেবেচিন্তেই এই একসপেরিমেন্ট করেছেন । এখন সময় বলবে ।

শুভকামনা

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


উনার পতন হতে পারে আও্য়ামী লীগের হাতে।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০০

আবু তালেব শেখ বলেছেন: পুরনো রা অনেক কামায়ছে এবার নতুনদের কামাতে সুযোগ দেয়া ভালো হয়েছে। কয়েকবছর পর দুই তিনশো কোটির উপর ঘুমাবে।

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



উনি এবার যাদের বানায়েছেন, এরা সবাই অন্যায়ভাবে ধনী; এদের অনেকের বাবারা অন্যায়কারী ছিলো

৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: চমৎকার লিকেহছেন।
আপনি সব সময় সাধারন মানূষদের মনের কথা গুলোই লিখেন।
তবে অর্থমন্ত্রী খুব বড় ব্যাপার। বিশাল ব্যাপার। লোটাস কি পারবেন?

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:



অর্থমন্ত্রী আগেরগুলো গাধা ছিলেন, এবার খচ্চরের ফার্ম খুলেছেন শেখ হাসিনা

৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

অনল চৌধুরী বলেছেন: ইমপ্লিমেনটেশন মিনিষ্টার নামে কোন মন্ত্রী দেশে অাছে নাকি?????

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


বাজেটের বিপরিতে প্ল্যানিং, বা ইমপ্লিমেনটেশন মিনিষ্টার নামে কোন মন্ত্রী থাকতে হয়।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

রাকু হাসান বলেছেন:

হুম কিছু সম্ভবনা আমিও দেখছি ।তবে তারা খুব বেশি রোষানলে ফেলতে পারবে বলেও মনে হয় না । হাসিনার একটি চোখ ওদের দিকে থাকবে আশা করি । ক্রিয়ার প্রতিক্রিয়া দেখবে না ,এমন রাজনীতিবিদ নিশ্চয় হাসিনা না । সাবধান থাকতে হবে ।

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


তবে, শেখ হাসিনার পতন আওয়ামী লীগ থেকে আসবে

১০| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

নূর আলম হিরণ বলেছেন: ধর্মমন্ত্রী ভালো হয়েছে, উনি কোরানে হাফেজ।

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:



প্রত্যেকটি মন্ত্রীকে কোরাণে হাফেজ হওয়া উচিত; আসলে, প্রতিটি মুসলমানকে কোরানে হাফেজ হওয়া উচিত; কাজই যদি না করবে, কমপক্ষে অকাজ হলেও করা হোক।

১১| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

চিটাগং এক্সপ্রেস বলেছেন: মনে হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব । শেখ রেহানা বনাম জয় । এতদিন শেখ রেহানার লোকজন ছিল আর এখন সব জয়ের লোকজন

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:


কিছুটা কাছাকাছি, পুরাতন আওয়ামীরা জয়ের বুদ্ধির ঝোলা ওজন করে দেখেছে।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

ইসিয়াক বলেছেন: চমৎকার পোষ্ট।ধন্যবাদ

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


পোষ্ট পড়েন টড়েন তো? প্ল্যানিং মিনিষ্টারের নাম কি?

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

ইসিয়াক বলেছেন:

১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

জুনায়েদ বি রাহমান বলেছেন: আমাদের এম্পি সাহেব এবার বন ও পরিবেশ মন্ত্রী।
১০ বছরে রাস্তাঘাট যেমন ছিলো তেমন আছে। হাসপাতাল, কলেজ, থানা প্রধানমন্ত্রী ওয়াদা করায় হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ গেছে।
এই হলো জনগণের পাওয়া।

আর তিনার ভাগনা, কর্মী সমর্থকরা হয়েছেন ব্যবসায়ী, কোটিপতি। এবার তারা হবেন বনভূমি পতি।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


উনি ইডিয়টদের ভোটে জেতান

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

আলাপচারী প্রহর বলেছেন: শেখ হাসিনার সোজা হিসাব ৷
ক্যাবিনেটে কোনো ভবিষ্যত প্রতিদ্বন্দী , কোনো বেশী পাকনা রাখা যাবে না ৷
ক্যাবিনেট মিটিংয়ে শুধু জ্বী অাপা, জ্বী অাপা বললেই হবে ৷

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


হবুরাজ্য

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৭

কানিজ রিনা বলেছেন: আওয়ামী আবার দুগ্রুপ যে গ্রুপের নেতার
জিত হয়েছে অন্য গ্রুপরা মনে মনে বিম্পির
দলে যোগ দেবে বলে প্রকাশ করছে।
আপনি ঠিকই বলেছেন আওয়ামী ডুববে
আওয়ামীর কারনে। বেশ হয়েছে পোষ্ট।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


বিএনপি'তে যাবে কেমনে, উহা কি এখনো আছে?

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১২

অপু দ্যা গ্রেট বলেছেন:




স্যার লোটাস সাহেব কে আমার পছন্দ না । উনি ব্যবসায়ী মানুষ এমপি হয়েছেন এটাই বেশি । এখন মন্ত্রীত্ব বাড়াবাড়ি । এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পড়ে ব্যাংকের ফাইন্যান্স চালানোর মতো অবস্থা । তিনি ব্যবসাই করবেন বলে আশা রাখি ।

শিক্ষার ব্যাপরাটা এখন ই করতে চাচ্ছি না । কারন সামনেই দুটো পরীক্ষা আছে । দীপুমনি নাকি একজন ডাক্তার উকিল দুটোই । তাই ওনার উপর একটু আস্থা রাখতে চাচ্ছি । তবে সেটা শুন্যের কোঠায় । আমি ভালো কিন্তু আমার নিচের লোক ও যে ভালো এমন নাও হতে পারে ।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনি যদি ছাত্র হন, এবং টেক্সট বই পড়তে না অনিচ্ছুক হন, দীপুমনি হবে আপনার জন্য আদর্শ মহিলা।

লোটাসেরা এই দেশের মানুষের সব সুোগ কেড়ে নিয়েছে; সেটাকে ওরা বলে ব্যবসা

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

এস এম ইসমাঈল বলেছেন: আমি রাজনীতি বুঝি না তাই রাজনীতি বূঝিনা, ব্যাপারটা কিছুতেই কিনতু সেরকম নয়। বরং আমি এখানে দুইটা প্রবাদ উল্লেখ করবো। কারন আকলমন্দ কি লিয়ে ইশারাহি কাফি হায়।
১। ঘরের শত্রু বিভীষণ, আর
২। যে লন্কা যায় সেই রাবন হয়।
ওকে লেটস হোপ ফর দ্যা বেস্ট।
ভাল থাকবেন জনাব।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার ক্ষমতায়ন দৈত্যের পর্যায়ে চলে গেছে, উহা কোনদিনও সুফল দেয়নি, দেবেও না

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:১৭

ইলি বলেছেন: রতনে রতন চেনে সুয়ারে চেনে কচু, ইস্টিমারের সারেং চেনে চিংড়ি মাছ আর কদু।
জানিনা কি হবে। ধন্যবাদ গাজী ভাই।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার রাজনৈতিক কোন গুণ নেই, উনি কৌশলী মানুষ

২০| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০৯

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শিরোনাম যথোপযুক্ত । এবারের মন্ত্রীপরিষদে অনেক নতুন আছে ঠিক । অনেক অনুপযুক্ত লোক ও আছে । অর্থ মন্ত্রী ঠিক হয়নি । অনেক বিশৃঙ্খলা আছে ।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:



আন্তর্জাতিক এক ক্রিকেট এডমিনিষ্ট্রেটর লোটাস সাহেবকে গর্দভ ডেকেছিলেন, এবং সেটাই সঠিক আছে এখনো

২১| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চাঁদগাজী ভাই,
আপনার পোস্টে অনেক ভুল তথ্য দেয়া হয়েছে।

"নতুনদের গুণ হচ্ছে, এরা একজনও নিজের গুণে ভোটে জয়ী হওয়ার মতো নন, এবং এরা জীবনে পড়ালেখা করেছেন কিনা সন্দেহ, এরা সবাই ছাত্র রাজনীতি করেছেন; এদের মুল পড়ালেখা ১২ ক্লাশ অবধি;"

এখানে আপনি যে দাবীটুকু করেছেন, তার অনেকটাই ভুল। দেখুন, আওয়ামীলীগ এবং বিএনপির পরিবারতন্ত্র আমার কাছে বাঙালির উন্নয়নের প্রধানবাধা বলেই মনে হয়।


আবুল মালের ভাই, ড. মোমেন সাহেব একজন শিক্ষিত মানুষ। উনি সাবেক রাষ্ট্রদূত, জাতিসঙ্ঘের কাজেও উনি ছিলেন। তাছাড়া একজন পিএইচডি লেভেলপ্রাপ্তকে আপনি নিজের জানা এরিয়ার ভেতর বন্ধি করে নিলেন!
এছাড়া নতুন আরো অনেকে আছেন যারা আপনার ভুল পোষ্টের উলটো।


যাক, বাদবাকি অনেক কথার সাথে আমি একমত বটে।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



মুহিত সাহেবের ভাই সম্পর্কে আমার মতামত, এত ইডিওটিক লোক কোথায় পিএইচডি করেছে সেটা জানার দরকার আছে; আমি উনার উনার মিটিং'এ উপস্হিত ছিলাম, গার্বেজ

২২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

ইব্‌রাহীম আই কে বলেছেন: শুনলাম দীপুমণি নাকি ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করেছে। :(

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


ওদের জ্যাক ছিলো পার্টি

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫০

মেহেদী হাসান হাসিব বলেছেন: অনেক তো খেললো খেলা পুরাতনরা। নতুনরা একটু খেলে নিক। |-)

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:


আসলে, শেখ হাসিনা ক্ষমতা নিয়ে মারামারি করতে করতে, রাজনীতি ও মানুষের কথা মগজ থেকে হারায়ে ফেলেছেন, অনেকটা রোবোটিক প্রক্রিয়া

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: শেখ হাসিনা পুরো এক টার্ম(২০০৯-২০১৩) তোফায়েল, আমু, জলিল, রাজ্জাকদের মন্ত্রীত্ব বঞ্চিত রেখেছিলেন। আবার দীপু মনি, হাসান মাহমুদ, মুন্নুজানদের পরের টার্ম(২০১৪-২০১৮) বসিয়ে রেখেেছিলেন। এসব রদবদল মনে হয় না উনার রাজনৈতিক ক্যারিয়ারে কোন প্রভাব ফেলবে। উনাকে চ্যালেঞ্জ করার মত কোন নেতা, উপদেষ্টা আওয়ামী লীগে নেই...

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


উপর থেকে বলা কঠিন, তবে উনি সমস্যায় আছেন; সুবিধার ব্যাপার হলো, উনি ইনুপিনুদের সবার সন্নিলিত কৌশলের থেকে অনেক কৌশলী

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৪

বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রীরও ৭৫ বছর বয়স হয়েছে এখন তারও রেষ্টে থাকা প্রয়োজন। সজীব জয়তো আছেই তাকে এখন রাজনীতি সংযোগ হওয়া প্রয়োজন।

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:



মা না থাকলে সজীব আমেরিকায় গ্যাস পাম্পে কাজ করার সুযোগ পেতেন।

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

বলেছেন: ছি ছি এভাবে বলবেন না প্লীজ অনেক কষ্ট লাগে।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



উনি এক সময় আমেরিকায় ছিলেন; আমেরিকায় কাজ পেতে হলে কিছু বেসিল স্কিল থাকতে হয়।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

কানিজ রিনা বলেছেন: ২৫ নং উত্তর যতপযুক্ত।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:



আমি বাস্তবতার কাছাকাছি উত্তর দেয়ার চেষ্টা করি।

২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: বাংলাদেশ সরকারের কেবিনেট বিভাগের সরকারী ওয়েবসাইটে
https://cabinet.gov.bd/site/page/c3a1d735-abd6-4655-89ff-9e506d7537d7/মাননীয়-মন্ত্রিগণ
পরিকল্পনা মন্ত্রীর নাম দেখা যায় এম এ মান্নান ।
কাজ শুরুর সাথে সাথেই নতুন মন্ত্রীগন বিশেষ করে অর্থ মন্ত্রী বলেছেন এবছর বাংলাদেশের
জাতীয় প্রবৃদ্ধির হার হবে বিশ্বসেরা । তাঁর বাগারম্বর আখেরে ডাক ডোক সার না হলেই হয় ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:

আপনি বলেছেন, " অর্থ মন্ত্রী বলেছেন এবছর বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধির হার হবে বিশ্বসেরা ।"

-উনি পরিকল্পনা মন্ত্রী থাকাকালীন কোন বাজেটবর্ষ শেষে, বাজেট ও ইম্পিমেন্টশনের "শ্বেতপত্র" দেননি জাতিকে; উনিও মুহিত সাহেব বোগাস ও ফ্রড ধরণের ডাটা দিয়ে জাতিকে ও বিশ্ব সংস্হাগুলো বিভ্রান্ত করে আসছেন।

২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: দেশে মাথা মোটা ছেলেটাকে মাতাপিতা যখন কোনো স্কুলে দিতে পারে না তখন দেয় মাদ্রাসায় - এটি চিরন্তন সত্য। তাও না পারলে কোনো গ্যারেজে বা গ্রিল মিস্ত্রীর দোকানে পরবর্তীতে সেই হয় রাজনীতিবিদ !!! এই হচ্ছে বাংলাদেশে ।।

দিপু মনি তারানা হালিম তারা কোন কালের কোন উকিল ডাক্তার ছিলো জানি না, তারানা হালিম টিভি নাটকে তৃতিয় শ্রেণীর নায়িকা ছিলো ( নায়কের বোন, গ্রাম থেকে আসা ভাগ্নী) পার্কে পালিয়ে বাদাম খেয়ে প্রেম করে বেড়াতো - এই ছিলো তার তৃতিয় শ্রেণীর অভিনয়, ভালো উকিল হলে নাটক করার সময় পেতো না - এটি ৯০% ব্লগারদের মাথায় যাওয়ার কথা না। আর ডাক্তার দিপু মনি একজন ভালো ডাক্তার হলে রাত ০২০০ পর্যন্ত রোগী দেখতেন রাজনীতির মহড়া করার সুযোগ পেতেন না ।

দিপু মনি, তারানা হালিম এরা কোন দেশের এ্যালিয়েন ? এরা কারা, চিনি না তো। - ইন্না - - - - উন

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


তারানা হালিম ইত্যাদির কাজগুলো জাতিকে কোনভাবে লাভবান করেছে কিনা কে জানে! দিপুমনি কোন কাজের লোক বলে মনে হয়নি, কোনদিন

৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

নজসু বলেছেন:



শিক্ষার ক্ষেত্রে দীপুমণিকে নিয়ে আপনার ভাবনায় মজা পেলাম।
তবে, এটাও সত্য যে উনার উপর আমারও কেমন যেন ভরসা নাই।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


উনার উপর একা শেখ হাসিনা ব্যতিত কারো ভরসা থাকার কথা নয়।

৩১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৫২

রানার ব্লগ বলেছেন: এবারের মন্ত্রী পরিষধ অনেকটা বিম বিহিন ছাদ এর মতো। কখন যে ভেঙ্গে পরে কে জানে ?

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:


কোনমন্ত্রী মানুষের জন্য কিছু করে না; ওদের কাজ বিএনপি-জামাত ঠেকানো

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯

নতুন বলেছেন: পরিবত`ন দরকার আছে... এই মন্ত্রীসভায় শেখ হাছিনার নিয়ন্ত্রন থাকবে... মুরুব্বিদের ( বেশির ভা্গই তো চাচা,মামার সম্পকের) বেশির ভাগ সময়েই কিছু বলতে পারেন না তাই এই পরিবত`ন।

শেখ হাসিনার দূনিতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করা উচিত এবং সেটা নিয়ে সবার সমথ`ন দেওয়া দরকার।

যদিও এই কাজে তার জীবনঝুকি আসবে... কিন্তু এই একটা কাজ তাকে বাবার নামের পাশে বসাতে পারে।

উনার উচিত ছিলো আরো কিছু টেকনোক্রাট মন্ত্রী বানানো.... দেশে বা দেশের বাইরে অনেক ভালো মানুষ আছে যাদের ২-৩ জন গুরুত্বপূণ` মন্ত্রানালয়ের দায়ীত্ব দিলে ভালো হতো।

পরিবত`ন আশা দরকার.... দেখি আসে কিনা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা আমাদের জাতীয় মাদক সম্রাটের বউকে এমপি পদে নমিনেশন দিয়ে দুর্নীতির বিপক্ষে অবস্হান নিয়েছেন, এটা উনার আসল অবস্হান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.