![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
Link To The News
বাংলাদেশে যারা রাজৈতিক দলগুলোর সাথে যুক্ত, তাদের মাঝে ড: কামাল সাহেবই সবচেয়ে বড় প্রফেশানেল মানুষ; কিন্তু উনি প্রফেশাল রাজনীতিবিদ নন, তিনি পার্ট-টাইম রাজনীতিবিদ, ভোটকালীন রাজনীতিবিদ। ভোটের ঠিক ২ সপ্তাহ পরে তিনি টের পেয়েছেন যে, জামাতকে ধানের শীষ নিয়ে নির্বাচন করতে দেয়া ভুল হয়েছে; সামু ব্লগে, ভোটের ১ মাস আগের থেকে বলা হচ্ছে যে, জামাতীরা বিএনপি'কে পরাজিত হতে ও অস্তিত্ববিলীনে সাহায্য করবে মাত্র।
যাক, ড: কামাল সাহেব টের পেয়েছেন ভোটের ২ সপ্তাহ পরে; আর মির্জা সাহেব এখনো টের পাননি, হয়তো ৬ মাস লাগবে টের পেতে। রাজনীতিতে ঐতিহাসিক ও লজিক্যাল প্যাটার্ণ বুঝতে হয়, অতীতকে বুঝতে হয়, ও ভবিষ্যতকে অনুমান করতে হয়; না হয়, ২৯৯ সীটে ভোট করে, নীরব বিপ্লবে ফলাফল হিসেবে ৭ সীট নিয়ে ম্যাঁওপ্যাঁও করে সময় কাটাতে হয়।
এই ভোট বিএনপি-জামাতকে রাজনৈতিক দল হিসেবে কবর দিয়েছে, আওয়ামী লীগ ও এরশাদকে প্রত্যাখান করেছে; শেখ হাসিনা বুঝেছেন উনি মানুষের রায় পাননি, উনাকে বিজয়ীর অভিনয় করতে হচ্ছে!
ড: কামাল সাহেবদের দেরীতে বুঝাটা, উনার জন্য ও জাতির জন্য কিভাবে কাজ করছে? বাংলাদেশের স্বাধীনতা, দেশের জন্য সস্তা সংবিধান রচনা, দেশের মন্ত্রী হওয়ায় উনাকে বিশ্ব চিনেছে; মুল্য হিসেবে ৩০০ কোটী ক্যাশ আয় করেছেন, দেশের উপর তলার ১৫ ভাগের মাঝে ভুয়া এলিট হয়ে, ভালো জীবন যাপন করছেন; কিন্তু জাতি উনাদের ভুলের জন্য মুল্য দিয়ে চলেছে! উনি জামাতীদের ব্যাপারে আগের থেকে বুঝলে জাতি কি কোনভাবে উপকৃত হতো? অবশ্যই হতো, কমপক্ষে কামাল সাহেবকে জাতি এমপি হিসেবে পেতেন! ড: কামাল এমপি হলে, হয়তো বদি'র বউয়ের এমপি হওয়ার সম্ভাবনা কমে যেতো! বদি'র বউ নিশ্চয় উনার মতো প্রফেশাল নয়! কেহ যদি বদির বউয়ের নাম জানেন, কেমন্টে জানাবেন।
এবার আওয়ামী লীগ ভয়ংকর অসুবিধায় ছিলো; তারা আত্মবিশ্বাসী ছিলো না; কিন্তু জামাতীদের ধানের শীষে নমিনেশন দেয়ার পর, তারা বিজয়ে এতবেশী আত্মবিশ্বাসী হয়ে যায় যে, আওয়ামী লীগ মানুষকে নির্বাচনী ওয়াদাও দেয়নি, মানুষকে গণ্য করেনি, ভোট কেনারও চেষ্টা করেনি। অসৎ প্রার্থীদের কাছে ভোট বিক্রয় করাটা অন্যায়ের কিছু হতো না।
ড: কামাল সাহেবের ভুলের জন্য বিএনপি কিছু পদ হারায়েছে; কিন্তু দেশের সাধারণ মানুষ নাগরিক হিসেবে সব সুযোগ হারায়েছেন; ড: কামাল কিছুই হারাননি; উনি এই বয়সে কমপক্ষে ভালো জীবন যাপন করে, বেকুবী রাজনীতি করে ভালো সময় কাটাচ্ছেন; আশাকরি, শেখ হাসিনা উনাকে ট্যাক্স ম্যাক্স নিয়ে লেজ ধরে টান দেবেন না।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
ড: কামালেরা বুঝেন না যে, উনি, মির্জা, বসুন্ধরা, সামিট, ডা: জাফরুল্লারা ব্যতিত আরো ১৪/১৫ কোটী মানুষ এই দেশে বাস করেন।
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এখানেি দেখার শেষ নয় আরো কতো কিছু দেখতে হবে। এই জাতি স্বাধীনতা দেখেছে, দেখেছে সামরিক শাসন ও স্বৈরশাসন।
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১২
চাঁদগাজী বলেছেন:
আমরা সামরিক শাসন, স্বৈরশাসন, ও আওয়ামীতন্ত্রের দাসে পরিণত হয়েছি
৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
ডার্ক ম্যান বলেছেন: আমি আওয়ামী পদ প্রত্যাশী । কিছু পরামর্শ দিন
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী রাজনীতি অনেকটা "ফ্রেনসাইজ" কেনার মতো; "বংগবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন লীগ" নামে একটা ফোরাম খুলে, একটা কনভেনশন করেন, দীপুমনিকে নিয়ে আসেন।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
ডার্ক ম্যান বলেছেন: ফ্রেঞ্চাইজ কেনার মত টাকা নাই । ফোরাম না খুলে সরাসরি নেতৃত্বের কাছে যাওয়া যাবে , সেই পরামর্শ দিন।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৭
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগে নেতা নেই, আছেন একজন মালিক।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬
রাজীব নুর বলেছেন: কামাল সাহেবের বয়স হয়েছে।
সাবেক অর্থ মন্ত্রী যেমন বয়সের বাড়ে নুয়ে পড়েছেন। কামাল সাহেবও ঠিক তাই।
রা বিশ্রামে থাকলেই দেশের জন্য ভালো।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৭
চাঁদগাজী বলেছেন:
লংকা পুড়ে ছাই করে গেছেন মুহিত সাহেব।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭
এম.এ.জি তালুকদার বলেছেন: দির্ঘদিন পর ব্লগে এসে আপনার লেখাটি পড়লাম। ভালোলাগার চিহ্ন রেখে গেলাম।