নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শেখ হাসিনার জনপ্রিয়তা হয়তো শুন্যের কোঠায় পৌঁছবে একদিন

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮



ভোট পদ্ধতির উপর আওয়ামী লীগের কোন শ্রদ্ধা আর বাকী আছে বলে মনে হয় না; যদিও ইহার পেছনে ঐতিহাসিক অনেক কারণ রয়েছে, অন্য দলসমুহের সমসাময়িক রাজনৈতিক অপকৌশলসমুহ কাজ করছে; তারপরও ভোট নিয়ে একজন আওয়ামী এমপি অন্য আওয়ামী এমপি'কে হৃদয় থেকে সন্মান করবে বলে মনে হয় না। বদি'র বউ কেন ভোট পেলো, এটা সালমান রহমানের মনের মাঝে একটা প্রশ্ন হয়ে থাকবে; পার্লামেন্ট ভবনে বদির বউ'এর সাথে সালমান রহমানের সাথে দেখা হলে, সালমান রহমান সত্যই হতবাক হওয়ার সম্ভাবনা আছে! আবার বদি'র বউ'এর জন্যও ভাবনার বিষয়, শেখ হাসিনা এত দায়িত্ব পালন করে, এত কৌশল করে, এত কথা বলে ভোট পেয়ে, উনার মতোই এমপি হয়েছেন; বদির বউ'কে কিছুই তেমন করতে হয়নি, বদি'কে বিয়ে করেই জনতার ভোটে এমপি হয়ে গেলেন, সত্যই আলাদিনের চেরাগ আছে বিশ্বে, সমস্যাটা হলো, সবাই পায় না।

এবারের ভোট আওয়ামী লীগ অতি সহজেই জয়ী হতে পারতো, এবারের ভোটে আওয়ামী লীগ দেশের ভোট পদ্ধতির পতিত-সন্মানকে টেনে কিছুটা উপরে তুলতে পারতো; সেজন্য গত ভোটে জয়ী হওয়ার পর থেকে জাতির ভোটারদের নাগরিক অধিকারের মান বাড়ানোর দরকার ছিলো; দেশে সরকারী প্রচেষ্টায় নাগরিক অধিকারের মান বাড়ছে বলে মনে হয় না; সরকারী লোকদের ও তাদের পরিবারের ব্যবসায়ীদের জীবনযাত্রার মান বাড়ার বাই-প্রোডাক্ট হিসেবে সাধরণ মানুষের কিছুটা উপকার হচ্ছে।

ভোটের আগে, ওবায়দুল কাদের, ড: হাছানসহ অনেক আওয়ামী লীগার প্রচার করেছে যে, ভোটে বিএনপি-জামাত জয়ী হলে, দেশে ভয়ংকর হত্যাকান্ড ঘটবে; এটা বেশ কাজ করেছে! মানুষ খেয়াল রেখেছে তাদের প্রতিবেশীদের উপর; এতে বিএনপি'র ভোট বেশ কমেছে; কিন্তু এটা বিএনপি'র মুল পরাজয়ের কারণ নয়। এবায়দুল কাছের যদি আওয়ামী লীগের বিজয় সম্পর্কে আত্মবিশ্বাসী হতেন, তিনি এই ধরণের প্রচারণা চালাতেন না। কিন্তু ওবায়দুল কাদেরের আত্মবিশ্বাসহীনতা শেখ হাসিনার জন্য সমস্যা সব সময়।

গত ভোটে বিএনপি ভোটে না আসাতে, আওয়ামী লীগের বিজয়কে আওয়ামী লীগারেরা সঠিক বিজয় হিসেবে নিয়েছিল; তারা বেগম জিয়ার হটকারীতে পরাজিত করে আনন্দিত ছিলো।

বিএনপি ভোট পাবার মতো কোন রাজনৈতিক অবদান রাখেনি জাতির জন্য; এরপরও, যদি ওরা ভোট পেয়ে যাবার সম্ভাবনা বাড়ে, তাতে জাতির ভোট দেয়ার মানসিকতা একটা জাতীয় সমস্যা জন্ম দেয়ার কথা; মনে হয়, জাতি এখন সেই স্তরে অবস্হান করছে।

আওয়ামী লীগ সরকার চালিয়ে, জাতির জন্য যতটুকু করছে, তাতে আওয়ামী লীগ মেন করছে যে, ভোট তাদেরই পাবার কথা; তারা আবার ভাবছে যে, জাতি তাদের ভোট না দেয়ার সম্ভাবনাও আছে; তারা এই ধরণের দোদুল্যতায় ভুগছে। যোগ বিয়োগ করলে, আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের পরিমাণ ও জাতির প্রতি তাদের সার্ভিসের সাথে মিল নেই; তারা কম সার্ভিস দিয়ে বেশী ভোট পেয়ে গেছে, এটা শেখ হাসিনার জনপ্রিয়তা কমাবে।

মন্তব্য ৬৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১

স্রাঞ্জি সে বলেছেন:
জাতি সেই কবে বুঝে গেছে। আপনি মিয়া আজ বুঝতেছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


আমি মনে করি না, জাতি এসব সমস্যার ফলাফল অনুমান করতে সক্ষম; আপনার কোন পোষ্টে এসব বিষয় আমার চোখে পড়েনি

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৪

কবির১২০৩ বলেছেন: হিটলারে চেয়ে স্বৈরাচারী ব্যবহার

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৭

চাঁদগাজী বলেছেন:


নাম একটা শুনেছেন হিটলার, এখন উহার বারোটা বাজান বসে বসে।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো দিনকাল সমান যায়না
তবে আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা
দিন দিন বৃদ্ধিই পাবে। বিরোধী দলেরা
লোকজনও এখন তার গুণকীর্তন করছেন।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



উনার বিপক্ষে যারা ছিলেন ও আছেন, তাদের বেশীর ভাগই রাজনীতির গার্বেজ; ক্ষমতায় থেকে, শেখ হাসিনা জনতার প্রতি দায়িত্ব পালন করছেন না, উনার ভয়ংকর বদনাম হবে।

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

মেহেদী হাসান হাসিব বলেছেন: এ দেশের রাজনীতির কিছুই বুঝি না আমি। কেমন আছেন ভাই। আমার নতুন লেখাটি পড়ার অনুরোধ রইল চাঁদগাজী ভাই।

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



রাজনীতি অনুসরণ করেন, না হয়, দেশের মানুষের জন্য তেমন কিছু করতে পারবেন না। আপনার লেখা পড়ে দেখবো।

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শূন্য হবে.....
টাইটেলের ভুলটা সংশোধন করুন....

পোস্ট নিয়ে কোনো মন্তব্য করবো না B-))

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৮

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪

আমিনভাই বলেছেন: ৫৭ জন হত্যার তারা করে নাতো তাকে???

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১০

চাঁদগাজী বলেছেন:



আপনার মাথায় অপ্রয়োজনীয় পদার্থই লোড করে দিয়েছে প্রকৃতি

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভোট না একটা রাতের বিনোদন হয়েছিলো। জাতি সেই বিনোদন চরমভাবে উপভোগ করেছে। হাউ ফানি!!!

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১১

চাঁদগাজী বলেছেন:


বিনোদনপ্রিয় জাতি, জাতির ভাবীর সংখ্যা বাড়ছে, ভাইয়েরা সৌদী ও মালয়েশিয়া গেছে টাকা আনতে।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৩

ঢাবিয়ান বলেছেন: আওয়ামিলীগ এবার খুব সহজেই জিততে পারত। =p~ =p~ আওয়ামিলীগ আর যাই হোক পাগলতো নয় ,তাই মধ্যরাতেই ভোট সব বাক্সে ভরেছে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



সাধারণ মানুষ সব দেখছেন, সবকিছুর হিসেব হবে; সাধারণ মানুষ এখন কিছু করছে না; কারণ, এতে বিএনপি-জামাত লাভবান হয়ে যেতে পারে; বিএনপি'র কবর নিশ্চিত হলে, মানুষ আওয়ামী লীগের বিচার করবে।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার জনপ্রিয়তা হয়তো শুন্যের কোঠায় পৌঁছবে একদিন- কিন্তু ততদিন তিনি বেঁচে থাকবেন না।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:



আমরা বেঁচে থাকবো, আমাদেরকে উনার গার্বেজ টানতে হবে।

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জাতি অন্ধ হয় তবেই ভোট দিবে বিএনপি জামায়াতের ধানের শীষে, নয়তো চান্স কমই।

শেখ হাসিনা শুধু একা দেশ জাতির জন্য কতটুকুই আর করবে বলেন! এবারের ইশতেহারে যা বলেছে আওয়ামী লীগ তা যদি বাস্তবায়ন করতে পারে তবে আপনাকে আর এমন ক্ষুরধার কথায় পোস্ট লিখবার সুযোগ থাকবেনা, এমনটাই আশা আমার।

চোর, বদমাইশের আঁকড়া হয়ে গেছে দেশের রাজনৈতিক অঙ্গন, দুর্নীতি রাজনীতির রন্ধ্রে রন্ধ্রে। তবুও আশাবাদী আমি নির্মূল করা সম্ভব দেশ থেকে সকল ধরনের দুর্নীতি। যদিও ভোট উৎসবকে ভোট যুদ্ধ ট্যাগ দেয়া মিডিয়া গুলোর দেশপ্রেমে আমার অনেক সন্দেহ। এই অবস্থায় হুযোগে বাঙালির এই দেশে দুর্নীতির পিছনে ছুটতে খুবই তীক্ষ্ণ কৌশল দরকার, দুর্নীতি হটানোর পথটি বড্ড পিচ্ছিলই হবে মনে করি। তবে জনগণের ওপর নির্ভর করবে অনেকটাই, কিন্তু যে দেশের জনগণ এডিট করা ভিডিও দেখে সত্য মিথ্যা না জেনেই মসজিদের মাইকের ডাকে জড়ো হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দ্বিধা করে না, সেই জনগণ নিয়া কতটুকুই বা এগোনো সম্ভব, সেটাও ভাবনার।

তবে হ্যা, শেখ হাসিনা হারবে না আর এই বিশ্বাস আমার আছে, তাঁর জনপ্রিয়তা এখন দেশেই সীমাবদ্ধ নয়, বিশ্ব জুড়ে আলোকিত একটি নাম।

শুভকামনা আপনার জন্য, সুস্থতা কামনায় সবসময়

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার দলে, বিএনপি'র মতো মারাঠা নেই, আছে বসুন্ধরা, সালমান খান, সামিট, ওরিয়ন, আলম ব্রাদাসরা, এরা তিমির মতো বড়, নেকড়ের মতো ক্ষুধার্থ, হায়েনার মতো মমতাহীন।

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

কানিজ রিনা বলেছেন: এবারের ভোট দেশে ক্ষ্যাতি না পেলেওও
আন্তর্জাতীক ক্ষ্যাতি পেয়েছে। এক কথায়
মাহাথীর ক্ষ্যাতি থেকে কমতী না।
তাহাজ্জদের শুরু থেকে ফজর আজান
শেষ হওয়া পর্যন্ত বিম্পির আওমীর ও
অন্য প্রতিকের সকল ভুটে বাকসু এমতেই
ভূতরে ভাবে ভরে ছিল। অবিশ্যি কিছু ভুট
রাখা ছিল লাইনে দাড়িয়ে দেওয়ার জন্যি।
হা হা হা যেখানে ৫০% আদেশ ছিল
সেখানে ভুতেরা ৮০% দিয়ে এক্কেয়ারে
বাকসু টাপটাপ করে ফ্যালে।
বিড়াল চোঁখ বুজে পাতে বসে খাইল আর
ভাবল কেউ জানল না।
তয় কাদের উবাইদুল বুলছেন ভোট
আন্তর্জাতীক ক্ষেতী পেয়েছে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৪

চাঁদগাজী বলেছেন:


যেহেতু উনার বিপরিতে বিএনপি-জামাত আছে, বিশ্ব উনাকেই পছন্দ করে।

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

নীলপরি বলেছেন: এখন তো আছে বলেই মনে হয় ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:



উনার জনপ্রিয়তা ক্রমেই কমছিলো, এবার আওয়ামী লীগারা নিজেদের ওজন বুঝার শুরু করবেন।

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

বলেছেন: বিএনপি আওমীলিগ বাদ দিয়ে আপনি দাঁড়ান তাহলে হয়ত আমরা আপনাকেই ভোট দিব। =p~

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০

চাঁদগাজী বলেছেন:



যেই দেশে বদি বউ, মহিউদ্দিনের ছেলে, সালমান রহমান এমপি হচ্ছে, সেখানে ভোটের মুল্য থাকাতে পারে না; ওরা বিনা ভোটেই হবে।

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের হয়তো জনপ্রিয়তা কমবে হয়তো বাড়বে। তবে শেখ হাসিনার জনপ্রিয়তা কোনো দিন কমবে না, শেখ হাসিনা বাংলাদেশের ব্রান্ড। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট জনপ্রিয় নেতা নেত্রীদের মধ্যে শেখ হাসিনা একমাত্র একজন তার সমকক্ষ কেউ নেই, কেউ কোনো কালে ছিলো না। আজ শেখ মুজিবুর রহমান শেখ সাহেব বেঁচে থাকলে তাঁর সুযোগ্য কন্যার জন্য তিনি গর্ব করতেন । ইন্টেলিজেন্স তথ্যে বলা হয়ে থাকে উপমহাদেশের বিখ্যাত মাননীয় ইন্দিরা গান্ধীজ্বী কে ছোঁয়ে তার সমকক্ষ হয়ে আছেন আমাদের দেশের প্রধাণমন্ত্রী মাননীয় শেখ হাসিনা।

আগামী পাঁচ বছরে পদ্মা সেতু, ঢাকা শহরের সকল সড়ক, ফ্লাইওভার ও দুরপাল্লার সকল মহাসড়কের যেই উন্নতি হবে তার কাজ চলছে এবং দেশের জনগণ তারই সুফল ভোগ করবে।

***যেখানে মতিঝিল হতে নারায়নগঞ্জ দুই থেকে তিন ঘন্টার সড়কপথ ছিলো এখন মাত্র ১৫-২০ মিনিটের সড়ক ।


১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৩

চাঁদগাজী বলেছেন:


কতজন সকালে মতিঝিল থেকে গাড়ী চালায়ে সৌদী যাচ্ছে কাজে ও বিকেল কাজ ফেরত আসছে ?

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
সময়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের হয়তো জনপ্রিয়তা কমবে হয়তো বাড়বে। তবে শেখ হাসিনার জনপ্রিয়তা কোনোদিন কমবে না, শেখ হাসিনা বাংলাদেশের ব্র্যান্ড। বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট জনপ্রিয় নেতা নেত্রীদের মধ্যে শেখ হাসিনা একমাত্র একজন তার সমকক্ষ কেউ নেই, কেউ কোনো কালে ছিলো না। আজ শেখ মুজিবুর রহমান (শেখ সাহেব) বেঁচে থাকলে তাঁর সুযোগ্য কন্যার জন্য তিনি গর্ব করতেন । ইন্টেলিজেন্স তথ্যে মতে বলা হয়ে থাকে উপমহাদেশের বিখ্যাত মাননীয় ইন্দিরা গান্ধীজ্বী কে ছোঁয়ে তার সমকক্ষ হয়ে আছেন আমাদের দেশের প্রধাণমন্ত্রী মাননীয় শেখ হাসিনা।

আগামী পাঁচ বছরে পদ্মা সেতু, ঢাকা শহরের সকল সড়ক, ফ্লাইওভার ও দুরপাল্লার সকল মহাসড়কের যেই উন্নতি হবে তার কাজ চলছে এবং দেশের জনগণ তারই সুফল ভোগ করবে।

***যেখানে মতিঝিল হতে নারায়নগঞ্জ দুই থেকে তিন ঘন্টার সড়কপথ ছিলো এখন মাত্র ১৫-২০ মিনিটের সড়ক ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:


উনাকে ইন্দিরার সমমানের বলতে পারলে, মার্কেলের সমানও বলা চলে; এসব বলতে কোন মানা নেই!

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

অপু দ্যা গ্রেট বলেছেন:




লীগ এখন তার আত্মবিশ্বাসহীনতায় ভুগছে । আর শেখ হাসিনা নিজেই নিজের জনপ্রিয়তা কমিয়ে চলেছেন । একের পর এক নির্বুদ্ধিতার পরিচিয় দিয়েছেন। তার ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি অনেক কিছু দেখেও না দেখার ভান করে ছিলেন ।

জনপ্রিয়তা একে বারে কমে যাবে না তবে তিনি অনেকের রোষানলে পরে যাবেন এটা শিওর । তবে দেখা যাকে এবার তিনি কি করেন । এবার ভাল কিছুর অপেক্ষায় আছি ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:০৭

চাঁদগাজী বলেছেন:


জেনেটিক্যালী তিনি বাবা থেকে অদক্ষতা পেয়েছেন; বাংলাদেশ মিলিটারী ও তলানীতে-থাকা রাজনীতিবিদরা উনাকে "সারবাইবেল ফর দ্যা ফিটেষ্টে'এর মাষ্টার করেছে"; কিন্তু জাতি পাকিস্তানের সমতায় থেকে গেছে; উনার নাম ইতিহাসে খারাপ উদাহরণ হিসেবে আসবে; শোধরানোর সুযোগ সীমিত।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৩

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এখনকার রাজনীতি নিয়ে না লেখালেখীই ভালো ।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৩৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বেহেশতের রাজনীতি নিয়ে লিখেন, আমি বাংলার রাজনীতি নিয়ে লিখি।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ২:২২

কিছুটা অসামাজিক বলেছেন: সহমত ভাই লিখেই ফেলছিলাম। বাট খেয়াল করছেন কিনা জানি না, ফেসবুকে কজন সেলিব্রেটীর করা জরিপ, প্রতিটা নিউজ এর কমেন্ট বক্সে এন্টি আওয়ামীলীগ কন্টেন্ট দেখে শেষরাতের দিকেও আমি বেশ দুঃশ্চিন্তায় ছিলাম একজন নাগরিক হিসাবেই। ইন্টিলিজেন্ট প্রানী হিসাবে আমরা দ্রুত ভালো টা ভুলে গেলেও খারাপ টা মনে রাখি, এবং অতীত নিয়ে মাথা ঘামাই না। সো টোটাল ফেয়ারনেস হলে একটা চান্স থেকেই যাইতো, যেই রিস্ক টা নেয়া হয় নাই। হ্যা এতে সাময়ীক প্রতিবাদ, প্রতিকি প্রতিবাদ হবেই, তবে যেকোন বয়স্ক বাংগালী জানে, বাংগালী দ্রুত ভুলে যায়। ছোটকালের হরতাল গুলার কথা মনে পড়লো, হরতাল মানেই রাস্তায় রিক্সা ভাংগবে, চাকার পাম ছেরে দেবে, এখানে ওখানে আগুন লাগাবে, ভয়ে আম্মা মানা করতো বাইরে যাওয়া যাবে না। ইদানিং ব্যাপার টা কেমন ডালভাত হয়ে গেছে খেয়াল করছেন? সো লীগের মেন্টালিটি "হয়তো" এমনটাই ছিলো, যে হইতে দেও, ভুলায় দিব।
ভালো মন্দ জানি না, তবে আমার ধারনা শেখ হাসিনা বর্তমান পৃথিবীতে মোস্ট এডভান্সড,স্মার্ট পলিটিশিয়ান দের একজন। স্মার্ট হিরো না ভিলেন সেইটা আপনি বলবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ৩:০৮

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাকে রাজনীতিবিদ বলা ঠিক হবে না; উনি দলীয় প্রধান, বাংলাদেশ চালচ্ছেন; উনি ক্ষমতা ধরে থাকায় পাকী সংস্কৃতির লোকেরা দেশটাকে আফগানীস্তানে পরিণত করতে পারছে না; তবে, জাতি পেছনে পড়ে একদিন পাকি মাকীদের দলে চলে যাবে।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২৬

আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: দেশে এখন গণতন্ত্রের চর্চা নেই বললেই চলে।যা আছে তা হচ্ছে গণতন্ত্রের মূলো।তবুও আওয়ামীলীগ সরকারের সুফল কিছুটা হলেও পাচ্ছে মানুষ এটাই আমি মনে করি এই সরকারের ইতিবাচক দিক।বিএনপি-জামায়াতের রাজনীতির একমাত্র মূলধন হচ্ছে এই সরকারের ব্যর্থতা কীর্তন।কারণ তাদের ঝুঁলিতে নেই কোনো অর্জন।সেটা তারা বেশ ভালোই জানে।আমার নাগরিক অধিকার ভোট আমি দিতে পারিনি।এটা নিয়ে আফসোস অবশ্যই আছে।কিন্তু তবুও সমর্থনের পাল্লা এই সরকারের দিকেই যাবে কারণ তাদের বিপরীতে আছে বিএনপি-জামায়াত।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:



বিএনপি-জামাত আওয়ামী লীগের জন্য সার হিসেবে ব্যবহৃত হচ্ছে; এটাই ইডিয়টদের ডেসটিনি

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৬

কানিজ রিনা বলেছেন: আমাদের এলাকায় জনসভায় বলা হোল
মা বোনেরা ভোটের দিন ঘর থেকে বেড়
হইয়েন না। এখন তেঁতুই ছুপি আদেশ
দিলেন কলেজ বিশ্ববিদ্যালয় গুলতে
মেয়েদের পড়া লেখার পরিবেশ নাই তাই
মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয় পড়বেনা।

শুনেছি ছুপি ওহো তেঁতুই সফি হুজুর
পাকির রাজধানীতে জম্ম গ্রহন করেছিলেন।
তারপর নানা দেশে ছুফি সাধনার সার্টিফিকেট
ডকমেন আছে। আহারে ছুফির আদেশ
দেশবাসী মান্য করা উচিৎ। হাজার হইলেও
তেঁতুই বুড়া চোখে তেঁতুই রস জমেছে।
তার মৃত্যর আগ পর্যন্ত তার মনের আশা
পূরন করা দেশবাসীর জরুলী কর্তব্য।
জামাত বিম্পি বাদ,এখন খেপাজোট না না
হেপাজত সরকারী দলে আছে।

১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

চাঁদগাজী বলেছেন:


মোল্লা শফি বাংগালী নন, উনাকে দেশ থেকে বের করে দেয়া, আমাদের নাগরিক দায়িত্ব; রাজনৈতিকদলগুলো, ব্যুরোক্রেসী ও ধর্মীয়রা চায় যে, গরীবের মেয়েরা গার্মেন্টস'এ কাজ করুক, ঝি ও চাকরাণী হোক।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৭

নজসু বলেছেন:




পৃথিবীতে সবার উচিত মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ধরে রাখা।
শেখ হাসিনা অত্যন্ত বিচক্ষণ। ভবিষ্যতে তিনি অবশ্যই তার মান ধরে রাখবেন।

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বিচক্ষণ নন, তিনি বেকুবদের সামনে কৌশলী

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮

অগ্নি সারথি বলেছেন: বদিকে বিয়ে করেই জনতার ভোটে এমপি হয়ে গেলেন বদির বউ! - সবই কপাল। সালমান রহমানের কপাল চাপড়ানোর কিছু নেই এখানে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


সালমান রহমানের কাছে বাংলাদেশ ব্যাংক ২ বিলিয়ন ডলার পাবে; বদির বউয়ের কাছে ১ পয়সাও পাবে না।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বর্তমানে আওয়ামী লীগের বাইরে শেখ হাসিনার জনপ্রিয়তা কমার কোন কারণ নেই। অস্বাভাবিক কিছু না ঘটলে উনি পিতার চেয়ে বেশী সম্মান, জনপ্রিয়তা নিয়ে রাজনীতি থেকে অবসর/বিদায় নিতে পারবেন...

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয় না।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৩

আখ্যাত বলেছেন:
শিক্ষার উন্নয়নের (এ প্লাস এর বাম্পার ফলন) ধারা অব্যাহত রাখতে অন্তত তার আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিলো।
তাছাড়া প্রতিটি পাঠ্যপুস্তকের পেছনের এই লোগেটিকে বাঁচিয়ে রাখার জন্যও তার জেতার দরকার ছিলো।
“মোরা একটি Logoকে বাঁচাবো বলে যুদ্ধ করি”

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫১

চাঁদগাজী বলেছেন:


মুক্তুযুদ্ধ সম্পর্কিত কিছু লিখবেন না; হোক বা সেই সময়ের গান।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমরা বেঁচে থাকবো, আমাদেরকে উনার গার্বেজ টানতে হবে।

এজন্য সব কিছুতেই আমাদের যোগ্য লোক দরকার।

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


গরীবের বাচ্চারা পড়ালেখার সুযোগ আরও ২০/৩০ বছর পাবে না।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ধন্যবাদ এত সুন্দর গভেষনার জন্য।

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:



এগুলো সামান্য পর্যবেক্ষণ মাত্র।

২৭| ১৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯

পুলক ঢালী বলেছেন: রাজনীতি বুঝিইনা সব কিছুকে মিথ্যার ব্যবসা বলে মনে হয়। তবে আপনার এই কথা সমর্থন করি ১। বিএনপি'র কবর নিশ্চিত হলে, মানুষ আওয়ামী লীগের বিচার করবে।
২। আমাদেরকে উনার গার্বেজ টানতে হবে।

হাসিনা কোন রাজনীতিবিদ নন তিনি ঘটনাক্রমে রাজনীতি করছেন। আমি ওনার ব্যক্তিগত সততাকে সমীহ করি।
এদেশে সত্যিকারের দেশপ্রেমিক,পথপ্রদর্শক, রাজনীতিবিদ থাকলে আওয়ামী,বিনপির রাজনীতি হালে পানি পেত কিনা জানিনা।
বর্তমানে শ্যূন্য মাঠে দুর্জনদের খেলা চলছে বলেই মনে হয়।
আপনার সমালোচনামূলক রাজনৈতিক পোষ্টের তুলনায় দিকনির্দেশনা মূলক পোষ্ট সুন্দর।

১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষ শিক্ষিত হলে, ওরাই আওয়ামী লীগ চালাতো; তবে, সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিলুপ্ত হতে পারে।

২৮| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৯

সূচরিতা সেন বলেছেন: খুব ভালো লাগল কাক্কু পর্যবেক্ষণ ।কাক্কু বিএনপি, আওয়ামীলিগকে আর জামায়েত,জাতীয়পাটি বাদ দিয়ে নতুন দল প্রয়োজন আমাদের দেশের জন্য। নতুন দল নতুন নিয়ম কানুন সব মিলিয়ে সবই নতুন তাহলে যদি দেশ ভালো চলে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:


এদের শিক্ষিত ও প্রফেশানেলরা বরাবরই মেরুদন্ডহীন, তারা এখনো নিজেদের রাজনৈতিক দল করেনি; করা দরকার।

২৯| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০

মাহমুদুর রহমান বলেছেন: দেশ এখন উন্নয়নের জোয়ারে ভাসছে,পদ্মা সেতু,ঢাকা শহরের ফ্লাইওভার,সরকারী-সামরিক সহ অন্যান্য শ্রেনীর লোকদের দ্বিগুণ বেতন এবং ভালো সুযোগ সুবিধা দিয়েছেন আর এতে কি শেখ হাসিনার জনপ্রিয়তা বেশী হওয়াটা স্বাভাবিক নয় কি?

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:



উনি ধনী ও লাঠিয়াল বাহিনী সৃষ্টি করে, তাদের সাহায্যে কলোনীনিয়েল সিষ্টেম চালু করেছেন।

৩০| ১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৩

খাঁজা বাবা বলেছেন: বর্তমানে শূন্যের খুব কাছাকাছি আছেন।
খুব বেশি দেরি নেই।

১৫ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনি নিজকে জাতি থেকে আলাদা করে ফেলেছেন।

৩১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:০২

বলেছেন: বদির বউ কেন ভোট পেলো -- হা হা, এপিক


ভোট কি আর জাতির কপালে আছে?

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


বদির বউ এমপি হওয়া বিশ্বের জন্য এক ভয়ংকর সংবাদ

৩২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৫

রানার ব্লগ বলেছেন: এই বার আওমিলিগ ডাকাতি করেছে পরের বার বিএনপি রাহাজানি করবে এটাই ভবিতব্য।

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ যদি বিএনপি'কে থামিয়ে দিতো, তা'হলে এই ভোতটা কাজে লাগতো!

৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

নতুন বলেছেন: দেশের আয়ামীলীগ করে তারা এখন নিজেদের দেশ বলে মনে করে। তারা জনগনের ভোটের অধিকারে বিশ্বাস করেনা।

এই ফ্রাংকাস্টাইন যে তৌরি হচ্ছে সেটাকে নিয়ন্ত্রন করতে শেখ হাসিনা পারবেনা।

এখন অতিউতসাহি আয়ামীলীগের জন্যই্ শেখ হাসিনার বদনাম হচ্ছে।

এখন কোন নেতা যদি তার কমী`কে বলে.... ওমুক ভাইকে আমার সাথে দেখা করতে বলিস.... তখন তার কমী`রা তাকে বেধে নিয়ে আসে....

বিএনপি শেষ হয়ে যাবে কিন্তু জামাত অপেক্ষা করবে কখন শেখ হাসিনার মৃত্যুর পরে আয়ামীলীগের ভেতরের দানবরা একে অপরের সাথে ক্ষমতার যুদ্ধ শুরু করে... তখন জামাত আবার বাঙ্গালীর মাথায় জিহাদী জজবা নিয়ে আসবে।

সব মিলিয়ে দেশের কপালে পরিবত`ন নাই। :(

১৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ভালো কিছু করতে চাচ্ছেন বলে আমার মনে হচ্ছে না

৩৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

রানার ব্লগ বলেছেন:
নতুন ভাই

বিএনপি শেষ হয়ে যাবে কিন্তু জামাত অপেক্ষা করবে কখন শেখ হাসিনার মৃত্যুর পরে আয়ামীলীগের ভেতরের দানবরা একে অপরের সাথে ক্ষমতার যুদ্ধ শুরু করে... তখন জামাত আবার বাঙ্গালীর মাথায় জিহাদী জজবা নিয়ে আসবে।


নিষ্ঠুর সত্য

২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা বন্চনার অর্থনীতি ও নাগরিকের অধিকার হরণ জামাত ও গুহাবাসীদের ফিরে আসার পথ রচনা করছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.