![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
শেখ হাসিনার সরকার এখন পুরোপুরি কলোনিয়েল সরকার, বাংলাদেশে বাংগালী কলোনিয়েল সরকার; বদির বউ আমাদের এমপি, উনি আমাদের সাধারণ মানুষের জন্য ঢাকায় আমাদের পার্লামেন্টে কি 'বিল' আনবেন? উনার ১৪ গোষ্ঠীর মাঝে কেহ বিল শব্দটা কি শুনেছে? উনি হয়তো টেলিফোন বিল সম্পর্কে জানেন!
সালমান রহমান সাহেব কি বিল আনবেন? হয়তো আনবেন, উনার কোম্পানী ব্যতিত অন্যরা বাংলাদেশ ব্যাংক থেকে আর ঋন নিতে পারবে না, এবং বেক্সিমকো যত ঋণ নিয়েছে সব মাফ করে দিতে হবে; কারণ, চাউলের দাম ৫ টাকা বেড়ে যাওয়ায়, বেক্সিমকোর মালিক না খেয়ে থাকার উপক্রম হয়েছে!
যমুনা গ্রুপের ব্উ সালমা কি কি বিল আনার কথা? ওহ, উনি এবার ভোট পাননি, সালমান রহমান উনাকে ভোটের বদলে ১ ডজন গোলাপ ধরায়ে দিয়েছেন; উনি কিন্তু গত ৫ বছর নাকি এমপি ছিলেন! উনি যে গত ৫ বছর এমপি ছিলেন, সেটা আমি শুনেছি এবারের ভোটে উনি গোলাপ পাবার পর। উনাকে ১টা মাত্র লাল গোলাপ দেয়ার কথা সকেফিক রহমানের, নিয়ম বদলে, উনি পেয়ে গেছেন ১ ডজন, হাজার হলেও সলামান রহমান সাহেব দিয়েছেন তো! সালমান সাহেবের কাছে জাতীয় ব্যাংকগুলোর ২/৪ বিলিয়ন ডলার পাওনা আছে; তাই তিনি সবাইকে গোলাপ দিচ্ছেন! শেখ হাসিনার জন্য হয়তো কয়েক ট্রাক পাঠায়েছেন।
এই ধরণের এমপি'রা শুধু কলোনিয়েল সিস্টেমে থাকা সম্ভব; এরা নিজেরাই নিজ চেষ্টায় এমপি হয়েছে; শেখ হাসিনা এত বেশী ভোট আশা করেননি, এসব এমপি'রা ভোটের জন্ম দিয়েছে নিজের চেষ্টায়! যেই ৭/৮ সীটে আ্ওয়ামী লীগ কিংবা এরশাদের লোকেরা ভোট পায়নি, উহাদেরকে জাতীয় বেকুব হিসেবে্ ঘোষণা দেয়ার দরকার।
শেখ হাসিনার সাথে সাধারণ মানুষের সব সাঁকো ভেংগে গেছে; উনার সাথে এখন ধনীদের, বাংগালী 'লর্ড'দের উঠাবসা; সেজন্য উনি ঘোষণা দিয়েছেন যে, দেশের জিডিপি নাকি এই বছর শতকরা ১০ ভাগ বেড়ে যাবে; আলাদিনের চেরাগের জ্বীনকে উনি ভাড়া করেছেন বোধ হয়; বেচারা শেষে মারা পড়ে কিনা কে জানে!
জাতি পরিবার লেভেলে বিভক্ত হয়ে গেছে; মানুষ নিজের পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য নিজে চেষ্টা করে আসছে ১৯৭৫ সাল থেকেই, মানুষের কোন আস্হা নেই সরকারের উপর; বরং সরকার থেকে বেঁচে থাকাই বাংগালীদের জন্য জীবন সংগ্রামে পরিণত হয়েছে।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার শব্দ চয়ন খুবই সুন্দর ছিল সব সময়ে, সমস্যা ছিল ধারণায়! আপনার দেয়া সমাধান মির্জা ফখরুল কাজে লাগায়েছেন এবারের ভোটে।
২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন: যেই ৭/৮ সীটে আ্ওয়ামী লীগ কিংবা এরশাদের লোকেরা ভোট পায়নি, উহাদেরকে জাতীয় বেকুব হিসেবে্ ঘোষণা দেয়ার দরকার। - আপনার লেখা দিন দিন ভয়ংকর ভারী হচ্ছে, জাতি এই ভার সইতে পারবে তো ? বয়ষের ভার বলে কথা ।
বদির বউকে সালমান এফ রহমান যদি গোলাপ দেন তাহলে বিনিময়ে সালমান এফ রহমান পাবেন ইয়াবার পুরিন্দা !!! সখ্য জমবে সালমান এফ রহমানের বান্ধবী বদির বউ । বাংলা সিনেমাতে নামের বড় অভাব “বদির বউ” নামে সম্পূর্ণ রঙিণ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবিও হতে পারে ।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
পালর্লামেন্টে লোকজন এখন থেকে উপস্হিত থাকবেন, বদি'র ব্উ অবশ্যই পালর্লেমেন্ট মেন্বারদের হাসিখুশী রাখবেন।
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা শক্তিশালী ও স্বাধীনতার স্বপক্ষের একটা
সরকারের অধীন আছি। আমাদের ভয় দেখিয়ে কোন
লাভনাই। স্বাধীনতার ৪৭ বছর পরে ঘ্যান ঘ্যান শুনতে
ভাল্লাগে না। গান শুনন, মনটা বড় করুন।
আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি অগ্নিগিরির কাছে জ্বলতে শিখেছি
আমায় আর জ্বালানোর ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো প্রেমের আঁচল
আমি চাই না হতে কারো চোখের কাজল
আমি তটিনীর কাছ থেকে চলতে শিখেছি
আমায় আর পিছু ডাকার ভয় দেখিয়ে কোন লাভ নেই
আমি চাই না হতে কারো মনের অনল
আমি চাই না হতে কারো নয়নের জল
আমি সাগরের কাছ থেকে জানতে শিখেছি
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
কবিতা, ছড়া ও গান হলো বাংগালী স্কুল বালকদের অপুর্ব সৃষ্টি।
৪| ১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
রাজীব নুর বলেছেন: চমত সত্য গুলো আপনি বলেন। অনেকেই এরকম সত্য কথা বলতে চায় কিন্তু পারে না।
সবাই যদি আপনার মতো বলা শুরু করে তাহলে দুষ্টলোক গুলো ভালো হয়ে যাবে।
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২
চাঁদগাজী বলেছেন:
ব্লগারদের অনেকেই জানেন না যে, একজন এমপি'র দায়িত্ব কি; ফলে, সাধারণ মানুষ কারো থেকে সঠিক ধারণা পাচ্ছেন না, কিভাবে দেশ চলা উচিত।
৫| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৬
নাহিদ০৯ বলেছেন: একজন এমপি'র দায়িত্ব এর থেকে একজন এমপি'র সুবিধে বেশি নাড়া দিয়েছে মনে হয়। সবাই এমপি হতে চায়।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের ৫০ বছরে, একজন এমপিও ১টা বিল আনতে পারেনি।
৬| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩
ল বলেছেন:
বদির বউ আমাদের বৌদি বিল শুনেছে কি না জানি না তবে আমজনতার অনেকেই যে তার বিলের জলে ডুবতে হবে তাতে সন্দেহ নেই।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮
চাঁদগাজী বলেছেন:
ইহা শেখ হাসিনার নির্বুদ্ধার আরেকটা প্রমাণ
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭
অপু দ্যা গ্রেট বলেছেন:
বদির বউ বেশি হলে বাবা সরবরাহ করতে পারবে । আর রাতের বিনোদনের ব্যবস্থা হবে ।
এখন বাংলাদেশের মানূষ আর দেশে থাকএ চায় না । তারা এখন অতিষ্ঠ ।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
সুযোগ পেলে, শেখ হাসিনা ব্যতিত সকল বাংগালী দেশ থেকে পালিয়ে যাবে।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭
জাহিদ অনিক বলেছেন:
প্রজার কি সাধ্য রাজাকে ছোঁয় !
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা দেশকে কলোনীর মতো চালাচ্ছে।
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:০২
পুলক ঢালী বলেছেন: শেষ প্যারাটা না থাকলে ১০০% রাজনৈতিক রম্য পোষ্ট বলতে পারতাম । পড়তে পড়তেই দম ফেটে হাসি আসছিলো। রম্যের মধ্যে দিয়ে সঠিক খোঁচাটাই দিয়েছেন।
০১ লা নভেম্বর, ২০২০ বিকাল ৪:৫০
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের জীবনটাই একটা রম্য
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১
এস এম মামুন অর রশীদ বলেছেন: সরকারের সঙ্গে বাঁধন নেই '৭৫-এর পর থেকেই, সবাই জানে, বুঝে। কিন্তু দিন দিন সমস্যা নিয়ে ঘ্যান ঘ্যান করলে হবে? সমাধান বলুন, সমাধান নিয়ে কাজ করুন। আর শব্দ চয়নে আরেকটু সংযত হোন। চায়ের স্টলের ভাষণে সমস্যার গুরুতরতা কমে, সময় নষ্ট হয়।