![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ঢাকায় সব সময় স্কুল, কলেজ থেকে মসজিদ বেশী ছিলো, এখনো আরবী টাকায় মসজিদ উঠছে ঢাকা শহরে, মানুষের চেয়ে মসজিদ বেশী; এখন ঢাকা ইউনিভার্সিটির শহর, ৫০/৬০ টির মতো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বিশ্বে কোথায়ও এই রকম নজির নেই; এগুলো পংগু শিক্ষিত বাংগালী বানানোর কারখানা; এই ইউনিভার্সিটিগুলোর মালিকেরা দুষ্ট, এরা জানে, এই ধরণের দরিদ্র জাতি এই ধরণের পংগু ইউনিভার্সিটিতে পড়ে আরো পংগুতে পরিণত হচ্ছে! এসব ইউনিভার্সিটির পংগুরা ২১'শের বই মেলায় ৯০ ভাগ গার্বেজ বই লেখে, আর ভারতীয়রা ঢাকায় বড় বড় চাকুরী করে।
মাঝখানে ঢাকা ছিলো বস্তি ও ভিক্ষুকের শহর, পোড়ায়ে পোড়ায়ে বস্তি কমিয়ে এনেছে, ভিক্ষুকও কমছে হয়তো; গ্রামের ভিক্ষুকেরা এখন ঢাকা আসে না তেমন; গ্রামের ও অন্য শহরের দুষ্টরা এখন ঢাকায় এসে জড়ো হয়েছে। এই শহরে বাংলার সব খারাপ লোকজন সমবেত হয়েছে; এদের থেকেই প্রশাসনে, সরকারে, ব্যবসায় লোকজন নেয়া হচ্ছে; এদের থেকেই মেয়র হচ্ছে, এদের থেকেই বসুন্ধরা হচ্ছে! এরাই পুরো দেশের মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে।
এই শহরেই শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেবকে হত্যা করা হয়েছে; এখানে বস্তিতে ৩৬ বর্গফুটে ৪/৫ জন মানুষ বাস করে, এখানে ৬ বর্গমাইলের "ঢাকা কেন্টনমেন্টে" ৪/৫ হাজার মানুষ বাস করে; ঢাকা শহরের অন্য এলাকায় ৬ বর্গমাইলে ১১ লাখ মানুষ বাস করে।
ঢাকা এখন জাতির অন্যায়ের স্হাপত্যে পরিণত হয়েছে; এখানে বিশ্বের সবচেয়ে বড় পার্লামেন্ট, এখানে সেনাবাহিনীর সামান্য কয়েকজন দেশের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক সরকার গঠন করেছিলো; এই শহরে, বিশ্বের সবচেয়ে বড় পার্লেমেন্টে বসে সৈনিকেরা দেশে 'গণতন্ত্র' কায়েম করেছে; এখানে বদি'র বউ বসে বাজেট বক্তৃতায় অংশ নেবে।
এই শহরের মানুষ বাসে বাদুরের মতো ঝুলতে ঝুলতে কাজে যায়, এদের নিজের প্রতি নিজেরই সন্মান নেই; এখানেই দেশের সবচেয়ে বেশী অখাদ্য, ভেজাল, কেমিক্যালযুক্ত খাবার বিক্রয় হয়: এখানে মাছ বিক্রেতাদের টাকা নিয়ে যায় মাফিয়া, মাছ বিক্রতারা বিষ মিশায়ে সেক্রেটারীদের হত্যা করে, তরকারী বিক্রতাকে হত্যা করে; এখানে ফল বিক্রেতারা মাছ বিক্রতাকে হত্যা করে। এখানে হাসপাতালে মরা মানুষকে ইনটেসিভ কেয়ারে রেখে বিল করা হয়; এখানকার ডাক্তারেরা বিযাক্ত ফল খেয়ে ক্যান্সারে মরে সিংগাপুর গিয়ে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
পুরান ঢাকায় কম যাবেন।
জনসংখ্যার তুলনায় মসজিদ বেশী ঢাকায়; মাদ্রাসা থাকার কোন দরকার নেই, সেখানে সঠিকমানের পড়ালেখা হয় না। বিশ্ব ভালো করছে, কারণ তাদের জ্ঞান বেশী, এবং সেই কারণে ঢাকায় ভারতীয়রা চাকুরী করছে।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ জনসংখ্যার তুলনায় মসজিদ বেশী ঢাকায়।
এটি আপনার ভ্রান্ত ধারণা। ঢাকায় নামাজীর সংখ্যা কম তাই
আপনার কাছে মসজিদ বেশী মনে হয়। সবাই নামাজ পড়লে
এই মসজিদে নামাজীদের সংকুলন হতোনা । হিংসা ছাড়ৃন !
আপনি পশ্চিমা বিশ্ব নিয়ে থাকুন। বাংলাদেশে আপনার চাকুরী
নাই কারন আপনি পশ্চিমাদের পদলেহনে মজা পান। দেশে
কাজ করতে বিমুখরাই বিদেশে কাঁচকে হীরা ভাবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২২
চাঁদগাজী বলেছেন:
বিদেশী টাকায় ঢাকা চলে, সেই হোক খয়রাত কিংবা রেমিটেন্স।
ঢাকার অর্ধেক ইমারত উঠেছে বিদেশী খয়রাতের টাকা চুরি করে। ১ কোটী ১০ লাখ বাংগালী বিদেশে থাকে, ওদের স্ত্রীরা আপনার ভাবী হয়।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
মাহমুদুর রহমান বলেছেন: সিংগাপুরে ভবিষ্যতে আরও মরবে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
চাঁদগাজী বলেছেন:
এখন থেকে ওখানেই কবর দেয়ার জন্য চাপ দিতে হবে।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৭
অক্পটে বলেছেন: সত্যিই লিখেছেন। বাংলাদেশ মাফিয়ার দেশে পরিনত হয়েছে। খাবারে বিষ ফলমুলে বিষ। ওষুধে ভেজাল। বিদ্যুৎবিল আসে ভুতের মাধ্যমে। ডাক্তার গুলো সব মাফিয়া হয়ে বসে আছে।
সরকারের উচিত খাদ্যে ভেজালকারি ওষুধে ভেজালকারী ব্যবসায়ি আমলাদের ধরে ধরে মাসে ১০টি ভেজালকারীকে প্রকাশ্য রাজপথে ফাঁসি দেয়া। কত মানুষ মারা যাচ্ছে প্রতিদিন ভেজালকারীদের হাতে জিম্মি হয়ে। সরকার ওদের ১০টি করে ধরে ধরে মাত্র ৩ মাস এই ট্রিটম্যান দিলে তবেই ওরা সিধা হবে নয়তো হবেনা। কারণ বাঙ্গালীর বিবেক দিনে দিনে মরে যাচ্ছে তাইতো ওরা ভেজালকারী হয়ে যাচ্ছে প্রতিদিন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
বড় বড় ভেজালকারীদের লোকজন সরকারে আছে, অথবা সরকারই ভেজালের অবস্হা সৃষ্টি করেছে দেশে
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
আর্কিওপটেরিক্স বলেছেন: ঢাকা ঢেকে গেছে....
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকাতে পুরো দেশের দুষ্টরা জমা্যেত হয়েছে
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২
রাজীব নুর বলেছেন: পুরো বাংলাদেশে ১০২ টা প্রাইভেট ভার্সিটি আছে।
ধনীরা ধনীদের টানে।
এই দেশে শান্তি নাই। আপনি এই দেশ ছেড়ে গিয়ে ভালোই করেছেন।
পোষ্টে যা লিখেছেন প্রতিটা কথা সত্য।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২০
চাঁদগাজী বলেছেন:
ইউনিভার্সিটি থেকে যারা বের হচ্ছে, ব্লগে লিখতে দিলে ২ লাইন লিখতে পারবে হয়তো।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৯
ডার্ক ম্যান বলেছেন: ক্যান্টনমেন্টের ২/১ জন বাসিন্দা এখানেও রয়েছেন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২২
চাঁদগাজী বলেছেন:
ক্যান্টনমেন্ট থেকে এক সময় বিএনপি চালাতো, এখন আওয়ামী লীগে ভাগ বসায়েছে
৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৩২
এম আর তালুকদার বলেছেন: মনের কথা গুলো লিখেছেন। খুব মনযোগ দিয়ে পড়লাম।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
আপনি পড়তে পারেন শুনে খুশী হলাম; আপনাকে নিয়ে নাম লেখার লোকদের হার বেড়ে গেলো।
৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:০৭
হাসান রাজু বলেছেন: ঢাকার অর্ধেক ইমারত উঠেছে বিদেশী খয়রাতের টাকা চুরি করে। ১ কোটী ১০ লাখ বাংগালী বিদেশে থাকে, ওদের স্ত্রীরা আপনার ভাবী হয়।
ওদের স্ত্রীরা আপনার ভাবী হয়। হা হা হা ...... এইটা কি ছিল ?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৪
চাঁদগাজী বলেছেন:
এটা বলেছি নুরু সাহেবকে, এত বেশী ভাবী থাকলে বিয়ে করা হবে না উনার।
১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে দলই ক্ষমতায় আসুক কারো সাহস বা ক্ষমতা নেই ঢাকা থেকে কারখানা, সরকারি অফিসগুলোকে চারিদিকের জেলা ও শহরগুলোতে স্থানান্তর করার - সবাই যার যার ধান্দা নিয়ে ব্যস্ত | অফিস আদালত বিকেন্দ্রীকরণ করলে সরকার ভোট হারাবার ভয় করে | সরকারি আমলাচক্র, চাঁদাবাজরা ভয় করে লুটপাটের মনোপলি বিকেন্দ্রীকরণের | তাই সবাই ঢাকা, চট্টগ্রামসহ বৃহৎ শহরগুলোর ক্রিম খাওয়ার জন্য এই শহরগুলোর মায়া ছাড়তে চায় না | আর রাজনৈতিকদলগুলোও ওই সকল ক্রিম খাওয়া প্যারাসাইটগুলোকে হাতছাড়া করতে চায় না | কারণ তাদের ক্ষমতার উৎসই হচ্ছে দুর্নীতিবাজ আমলা ও লুটেরা ব্যবসায়ী চক্র |
তবে প্রাকৃতিক নিয়মেই অতি দ্রুত ঢাকা বসবাসের চরম অযোগ্য হয়ে পরিত্যক্ত ঘোষিত হবে | তখন মানুষ স্থানান্তরিত হবে আরেক লোকালয়ে - কোথায় কে জানে ?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
কলকারখানার মালিক তো সরকারের লোকেরা, ওদের পরিবারের লোকেরা
১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ১ কোটী ১০ লাখ বাংগালী বিদেশে থাকে, ওদের স্ত্রীরা আপনার ভাবী হয়।
আপনি অনেক দিন যাবৎ প্রবাসী। আপনার স্ত্রীকে ভাবী বলতে আমার আপত্তি থাকার কথা নয়!ে
যেহেতু কিচ্ছু করার নাই স্বামী বিদেশে
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৭
চাঁদগাজী বলেছেন:
আমি কোনদিন ১ টিকিট কিনিনি, সব সময় ২ টিকেট কিনি।
১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৩৯
রাজীব নুর বলেছেন: এই শহরে কেউ সুখে নেই।
তবে যাদের সীমাহীন টাকা আছে তারা কিছুটা ভালো আছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৯
চাঁদগাজী বলেছেন:
ফালু, মালু, আমান উল্লাহ আমান, জয়, কর্ণেল ফারুক, বসুন্ধরাদের দেশ বাংলাদেশ; বাকীদের কাজ রেমিটান্স আয় করা।
১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫
প্রামানিক বলেছেন: যেভাবে মানুষ বাড়ছে সামনে বিপদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা পড়তে পারলে, জাপান, রাশিয়া, কোরিয়া বাংগালীদের নিয়ে নেবে; ওদের বাচ্চা হচ্ছে না।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
চাঁদগাজী বলেছেন:
পশ্চিমের মেয়েরা ভালোবাসে, বিয়ে হয় না, বাচ্চা হয় না।
১৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ফ্ল্যাট-এর দাম কমতে শুরু করেছে। নির্মানাধীন ফ্ল্যাটগুলোর কাজ শেষ হলে আরও বিপুল সংখ্যক মানুষ ঢাকাতে ঢুকবে। সকালে বের হওয়া থেকে ঘরে ফেরা পর্যন্ত আতংক। এই ঢাকাকে কে বাঁচাবে? মাফিয়াগুলোর বিচার কে করবে?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া
১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
কানিজ রিনা বলেছেন: দেশ এখন ডিজিটাল পদ্ধতিতে এগুচ্ছে।
তাই ঢাকা শহর টালমামাল হয়ে চকবাজার
অগ্নিকান্ড ঘটেছে। দেশে নেশাখোররা ধর্ষনের
আনন্দে উন্মত্ত। দূর্নীতিবাজরা দূর্নীতিতে
পারদর্শী। রাজনীতি চলে যাচ্ছে নায়ক
নায়িকার হাতে। ইস্টেশন ফুটপাতে বেওয়ারিস
শিশু কিশোর আমদানি বৃদ্ধি পাচ্ছে।
সরকারী কর্মচারী আমলারা আঙুল ফুটে
কলাগাছ হচ্ছে। এই হোল ডিজিটাল
উন্নয়নের মহাসরকের দেশ বাংলাদেশ।
ডিজিটাল পদ্ধতিতে ভোটে সরকার গঠন
দেশে ক্ষ্যাতি না পেয়ে বিদেশে ক্ষেতি
পেয়েছে। ধন্যবাদ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনার লোকেরা অর্ধেকের কম ভোটে সীল মেরেছে, আপনারা প্রতিবাদ করছেন; জেনারেল জিয়ার হ্যাঁ/না ভোটে শতকরা ৮০ ভাগ সীল মারাকে আপনারা তখন সমর্থন করে, আজকের আগুন আপনারাই লেগায়েছেন।
১৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩
ম্যাড ফর সামু বলেছেন: যেহেতু আপনি বাংলায় কথা বলছেন, সেহেতু আপনিও নিশ্চয় সেই দুষ্ট বাংগালীদের মধ্যে সেরা। আর আপনার যা বক্তব্যের ধরণ তাতে বলার মত কথা একটাই যে নিজে যেমন সে অন্যকেও ঠিক তেমনি মনে করে। সেই যে পুরোনো গল্প, জানেন নিশ্চয়: ইমাম, চোর, আর লু..... ভোরে গোশল করতে গিয়েছে, ইমাম সাহেব ভাবছে তারাও মনে হয় আমার মত গোশল করে নামাজ পড়তে যাবে, চোর ভাবছে. হালায় দাড়ি-টুপি পইরা হারা রাইত চুরি কইরা এখন গোসল করতে আসছে, লু..... ভাবছে হালায় কোন যামানায় আইলাম....
মিয়া অনেক বড় বড় কথা বলেন দেশের বাইরে থাইক্যা, দ্যাশে থাকলে বুঝতে যারা চকবাজারের আগুনে পুইড়া মরছে তারা শান্তি পাইছে আমরা তো সবসময়ই জ্বলতে আছি। আর আপনে মিয়া আইছেন আমার ঘরের আগুনে আলু পোড়ায়া মজা লইতে !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
আপনার নিকটাই ইডিওটিক ভাবনার ফসল; গল্পটা আরো ইডিওটিক।
১৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭
বোকা পুরুষ বলেছেন: বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান লোক হচ্ছে তারা, যারা সকাল সকাল ঘুম থেকে উঠে ফরেন এম্বাসির সামনে লাইনে দাড়ায়।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৬
চাঁদগাজী বলেছেন:
যখন বিদেশে পৌঁছে যায়, তখন বুদ্ধির ঢেকিতে পরিণত হয়।
১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই কষ্টকর কাহিনী শুনাইলেন, তবু্ও লাইক দিলাম কথাগুলো একদম সত্য, বাস্তব। ভালো লাগলো
আসলেই ঢাকা'র মাটি আর সহ্য করতে পারছে না
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯
চাঁদগাজী বলেছেন:
ঢাকার প্রতি দালানে অনেক দুষ্টের বসবাস।
১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
ম্যাড ফর সামু বলেছেন: একমাত্র ইডিওটিকরাই নিজেদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করে, আর অহংকারী ভাব দেখায়, আসলে খালি কলস, যেটা একটু টোকা দিলেই অনেক বেশি আওয়াজ তোলে। অন্যায় করে একজন আর তার জন্য আপনি পুরো জাতিকে অপমান করে পোষ্ট দেন, আপনার যদি জ্ঞান থাকত তাহলে যেমন ল্যাজ গুটিয়ে আম্রিকা পালাইছেন তেমনি গর্ব কইরা বাঙালী পরিচয়টাও ফেলে দেওয়া উচিত।
আমি তো সরাসরি ঘোষণাই দিয়েছি আমি কেমন? এটা আর গর্ব করে বলার মতো এমন কি হলো? কিন্তু আপনি যে নিজেকে জ্ঞানী-মহাজ্ঞানী বলে ভাবেন তাতে ব্যাপক মজা পাই।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
আপনি অবশ্যই প্রশ্নফাঁস জেনারেশনের লোক!
২০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮
ম্যাড ফর সামু বলেছেন: তর্কে হেরে গেলে এটাই কি শেষ অস্ত্র। প্রশ্ন ফাঁস তো মাত্র সেদিন থেকে হচ্ছে, জিপিএ সিস্টেম আর কোচিং ব্যবসার জন্য। আমি তারও অনেক আগেই প্রাতিষ্ঠানিক বিদ্যার্জনের পাঠ চুকিয়ে-বুকিয়ে ফেলেছি মশাই।
তবে যাই বলুন ভাই আপনাকে কিন্তু অল্পতেই অনেক রাগিয়ে দেওয়া যায়! আর তা করে অনেকেই অনেক মজা পায় যেটা দেখে আমার খারাপ লাগে! ভাই শুধু রেগে গিয়ে এই বয়সে কেন নিজের অসুস্থ্যতা বাড়ান বলেন তো! মাঝে কয়েকদিন দেখলাম, বেশ সুন্দর সুন্দর কিছু বিষয় নিয়ে বিতর্কমুক্ত পোষ্ট দিচ্ছেন। ভাবলাম যাক এবার হয়ত ভাই একটু তার প্রেসারটা কমাতে পারছে, কিন্তু দেখছি উল্টো হয়ে গেল।
যাক ভালো থাকবেন, নিজের শরীরের যত্ন নিবেন, আর যতটুকু পারা যায় উত্তেজনা পরিহার করে চলবেন, এটা আবার উপদেশ মনে করবেন না, এটা ছোটভায়ের শুভকামনা!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
চাঁদগাজী বলেছেন:
আপনার সাথে তর্ক করতে যাবো কোন কারণে? আপনার নিক দেখেই আমি বুঝে নিয়েছি যে, ওখানে কিছু নেই।
২১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪
এস এম ইসমাঈল বলেছেন: বাঙ্গালীদের সব কিছুতেই বাড়াবারি। একটা প্রবাদ মনে পড়ে গেল, হেকমতে চীন আর হুজ্জতে বাঙ্গাল। কথাটা কিন্তু মিথ্যা নয়। যাক ভালো থাকবেন, জনাব।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫
চাঁদগাজী বলেছেন:
প্রবাদটা সঠিক।
২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২
এস এম ইসমাঈল বলেছেন: আরে ভাই, রিকসা, যানজট আর আপনার মত সবজান্তা লোককে চির স্মরণীয় করে রাখার মত একটা চিড়িয়াখানা আর যাদুঘর আছে এ শহরে, সেগুলোর কথা লিখা ছাড়া আপনার মহামূল্যবান পোষ্ট অসম্পুর্ণ রয়ে গেলো যে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
চাঁদগাজী বলেছেন:
যানযট হচ্ছে, নির্বুদ্ধতার প্রমাণ।
২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২
আলাপচারী প্রহর বলেছেন: শুকরিয়া ৷
অাপনার লেখনী থেকে পাওয়া সবচেয়ে সুলিখিত রচনা ৷
যেন একটা তীব্র ঝাঁঝের রাগী গদ্য কবিতা ৷
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৪:৩২
চাঁদগাজী বলেছেন:
আমার ভাবনা ঠিক আছে কিনা?
২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪১
আলাপচারী প্রহর বলেছেন: শুকরিয়া ৷
অাপনার লেখনী থেকে পাওয়া সবচেয়ে সুলিখিত রচনা ৷
যেন একটা তীব্র ঝাঁঝের রাগী গদ্য কবিতা ৷
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিশ্বের সাথে তাল মিলিয়ে
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
বাড়ছে স্কুল, কলেজ , মাদ্রাস মসজিদ।
বাংলাদেশের এগিয়ে যাওয়া দেখে
যাদের হিংসে হয় তাদের চোখ হেফাজতে
থাকুক।