নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ডাক্তার যখন বলে, \'দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই\'

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪


News Link

ডাক্তার যখন বলে, 'দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই', উহা অবশ্যই ডাক্তার নয়; ওবায়দুল কাদের সাহেব অসুস্হ হয়ে, ঢাকার সবচেয়ে বিখ্যাত হাসপাতালে আছেন; উনাকে যারা চিকিৎসা করছেন, তাদের চীফ কার্ডিওলোজিষ্ট, অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেছেন, 'উনার অবস্হা উঠানামা করছে, দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই'! এই ধরণের কথা একজন রোগীর জন্য ভয়ংকর খারাপ কথা, এই ধরণের ডাক্তারের হাতে পড়লে, অবস্হা কোনদিকে যাবে বলা মুশকিল; এই ধরণের লোক ডাক্তার হওয়া সমাজের জন্য ভীতিকর।

ওবায়দুল কাদের সাহেব নিশ্চয় সৌভাগ্যবান, উনার জন্য হয়তো কয়েকটা রুম বরাদ্দ করেছে, কিংবা উনার রুমের আশপাশের রোগীকে সরায়ে দিয়ে কয়েকটা রুম খালি করা হয়েছে; উনাকে নিশ্চয় হাসপাতালের করিডোরে, কিংবা ফ্লোরে থাকতে হচ্ছে না! যেভাবে দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে, সকল মন্ত্রী, সেক্রেটারী, হাসপাতালে গিয়ে উঠছেন ওবায়দুল কাদেরকে সাহেবকে দেখার জন্য, নতুন কোন রোগী হাসপাতালের আশেপাশে যাবার সুযোগ পাবে না; ২/৪ জন হয়তো হাসপাতালের আশেপাশের রাস্তায় প্রাণ হারাবেন।

যেই ডাক্তার বলেছেন দোয়া করতে, উনি জানায়েছেন যে, কাদের সাহেবকে ভালো, কিংবা দোয়াবিহীন চিকিৎসা দেয়ার জন্য সিংগাপুর নিতে হবে! আমার পোষ্ট লেখা শেষ হওয়ার আগেই হয়তো এয়ার এ্যামবুলেন্স এসে যাবে; এটাও ভালো, দোয়া করতে বলা চিকিৎসকের অধীনে থাকা ভয়ংকর ব্যাপার!

ক্ষমতাশীল বাংগালীরা অসুস্হ হলে বিদেশে গিয়ে চিকিৎসা করায়, কেহ কেহ ওখানে মৃত্যুবরণও করেছেন; কিন্তু এদের একজনও সাধারণ মানুষের চিকিৎসার জন্য কিছু করেনি; অনেকে সেটা ভাবার সময়ও পাননি পরে। আমাদের প্রেসিডেন্টগুলো মোটামুটি চিকিৎসার জন্য বিদেশেই অবস্হান করেন, সিংগাপুর অনেকটা এদের অফিস! আমাদের বর্তমান প্রেসিডেন্ট কখন ঢাকায় আছেন, সেটা বের করাই একটা সমস্যা! তবে, আজকে ঢাকায় আছেন, উহা বুঝা যাচ্ছে!

ওবায়দুল কাদের সাহেব সুস্হ হয়ে উঠুক; আশাকরি, এই ধরণের কঠিন রোগের ভালো চিকিৎসা বিদেশে হলে, তিনি দোয়া করার উপদেশ দেয়ার ডাক্তারদের বুঝতে পারবেন; যারা দোয়ায় বিশ্বাস করে, তাদেরকে জাতীয় মসজিদে ভালো পোষ্টের ব্যবস্হা করে দিয়ে, হাসপাতাল থেকে বের করে দেয়া সঠিক হবে।


মন্তব্য ৪৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: এদেশে ভালো ডাক্তার যদি সত্যিই থাকতো তাহলে বিদেশে পাড়ি দিতে হত না কাউকে।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


মেডিক্যাল কলেজগুলোতে কি পড়াচ্ছে, কারা পড়ছে, কেহ বলতে পারবে না; তবে, ছাত্রদের পড়তে হচ্ছে না।

২| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০১

নয়া পাঠক বলেছেন: দু'একজন ভিভিআইপি কে বাঁচাতে সাধারণ জনগণ ক'জন মরল কি তাদের কি অসুবিধা হলো তাতে ক্ষমতাবানদের কি কিছু আসে যায়, তারা তো কিছুক্ষণের মধ্যেই হয়তো সিঙ্গাপুর বা অন্য কোথাও পাড়ি জমাবেন চিকিৎসার জন্য। আর আমাদের ভাগ্যে কিন্তু সেই প্রার্থনা করার প্রেসক্রিপশন দেওয়া ডাক্তারও জোটানো অনেক কষ্টসাধ্য ও ব্যয়সাধ্য। যা অনেকের পক্ষেই বহন করা সম্ভব না হওয়ায় অকালে চলে যেতে হয় চিরতরে সকল বন্ধন ছিন্ন করে।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


মেডিক্যালের পড়ালেখা অনেক লম্বা; তাই, ছাত্ররা ফেসবুক নিয়ে সময় কাঠায়! সময় মতো সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সবাই।

৩| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

নাহিদ০৯ বলেছেন: ওবায়দুল কাদের সুস্থ হয়ে রাজনীতিতে আবার ফিরে আসুক সেই প্রার্থনা করি।

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

চাঁদগাজী বলেছেন:


প্রফেসর ডাক্তার সেটাই বলেছে, প্রার্থনা করা ছাড়া উপায় নেই!

৪| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

নাহিদ০৯ বলেছেন: 'হাসপাতালে অন্য রুগীদের অবস্থা খুবই খারাপ। কারন কাউকে ঢুকতে এবং বের হতে দেওয়া হচ্ছে না। রুগীদের প্রয়োজনীয় মেডিসিন আনতে পারছে না।' - রোগীর এক আত্মীয় এই মন্তব্য করেছে।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


রোগীদের উচিত উনার জন্য দোয়া করা; তাতে নিজেদের অবস্হা ভালো দিকে যাবে।

সবার দোয়া করার দরকার প্রেসিডেন্ট যেন অসুস্হ না হোন; উনি অসুস্হ হলে, অবস্হা আরো খারাপের দিকে যাবে।

৫| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: May Allah SWT help the doctors.

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:


দোয়ায় মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নেই; যেসব ডাক্তার দোয়ায় বিশ্বাস করে, তাদেরকে ডাক্তারী থেকে বের করে দেয়ার দরকার।

৬| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৬

কানিজ রিনা বলেছেন: চাঁন্দু আপনিও দোয়া করুন তিনি সুস্থ
হয়ে উঠুন। কারন তাহার বক্তব্য মিস
করিতেছি।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৩

চাঁদগাজী বলেছেন:


আমার দোয়া শুনলে খোদা রেগে যেতে পারেন।

খোদাকে মানুষ যতভাবে দয়ালু বানায়েছেন, উনি রোগ দেয়ার কোন সম্ভাবনা নেই; উনাকে অকারণে দায়ী করা হচ্ছে!

৭| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: উনি সুস্থ হোক এটাই চাই।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


উনি কমপক্ষে সঠিক চিকিৎসা পাবেন, এটুকুর নিশ্চয়তা আছে!

৮| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: কাদের আমলে মেডিক্যালের প্রশ্ন ফাঁস হয়েছে , গাজী সাহেবের জানা থাকার কথা।
ফাঁস প্রজন্ম ডাক্তার হলে আগামীতে তারা ওষুধের বদলে ঝাড়ফুঁক দিবে।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:


কাদের সাহেবের ডাক্তারই বলেছে যে, "দোয়া ছাড়া করার কিছুই নেই"; এই ধরণের বেকুব লোকজন আবার প্রফেসর হয়ে গেছে; এরা পড়ালেখা করেনি, তাস খেলেছে অনেক হয়তো।

৯| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনিও একদিন মরবেন পারলে আপনি বিজ্ঞান উপায়ে নিজেকে বাঁচিয়ে রেখেন । আপনার মত অকৃতজ্ঞ লোক পৃথিবীতে খুব কমই
আছে। =p~

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, " আপনার মত অকৃতজ্ঞ লোক পৃথিবীতে খুব কমই আছে"!

-আমার প্রশ্ন, আপনি পৃথিবীর কতজনকে জানেন, যারা কৃতজ্ঞ?

১০| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:২২

মৃত্যু হবে একদিন বলেছেন: দোয়ার পক্ষে আমিও নয় তবে আল্লাহ কে বিশ্বাস করলে দোয়াও জরুলী।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


আল্লাহকে মানুষ যেভাবে দয়ালু ভাবেন, উনি কাউকে রোগ দেয়ার কথা নয়; মানুষ চিকিৎসায় ভালো হয়, দোয়ায় ভালো হয় না।

১১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:১৫

ঢাবিয়ান বলেছেন: ‘সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তিন সদস্যের চিকিৎসক প্রতিনিধিদল এসেছে।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


এগুলো আমরা গত ৪০ বছর দেখে আসছি, বাংলার শিয়াল কুকুরেরাও এসব অনুমান করতে পারার কথা।

১২| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:১২

নতুন বলেছেন: এটা কথার কথা বলেছেন ডা: সাহেব।

তারা সবাই মিলে যেটা করনীয় তা করেছেন....। ৩টা ব্লক এবং একটা রিং দিয়েছে এবং বাকি গুলি বেলুন থেরাপী দিয়েছে.... তাই তারা এখন অপেক্ষা করছে শরীর কিভাবে রেসপন্স করে.... সেই সময়ে অপেক্ষা করা ছাড়া উপায় থাকেনা।

আর আমাদের বিশ্বাস যেহেতু প্রথ`না করা তাই সবাইকে প্রথনা করতে বলেছেন।

দেশের এমপি মন্ত্রীদের দেশের বাইরে চিকিতসার জন্য না যাইতে নিয়ম করা দরকার। তাইলে দেশের চিকিতসা ব্যবস্তা ঠিক করার জন্য এরা কাজশুরু করবে।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ২:৩৮

চাঁদগাজী বলেছেন:


আমরা ভাবি এমপি'দের সুযোগ সুবিধা কমাতে; ওরা আমাদের লেখাপড়া কমাচ্ছে, ব্লগ বন্ধ করছে; ওরা বাংলাকে কলোনী বানায়েছে।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:১৬

ঢাবিয়ান বলেছেন: নাম প্রকাশ না করার শর্তে ওই চিকিৎসক জানান, সন্ধ্যা পর্যন্ত ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছিল যে চিকিৎসকরা এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে বাংলাদেশে পৌঁছানো পর্যন্ত তিনি বেঁচে থাকবেন কিনা তা নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখে যাওয়ার পর থেকে অনেকটা ‘মিরাকল’ ঘটনার মতোই তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হতে থাকে। সুত্র ঃ আমাদের সময়
https://www.amadershomoy.com/bn/2019/03/04/811160.htm

০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:৫২

চাঁদগাজী বলেছেন:


ডাক্তার দোয়া করেছেন।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৯:২২

Hafiz Anwar বলেছেন: দূরে থেকে অনেক কথাই বলে।বাট একজন রুগী আর রুগীর সাথে মানুষই জানেন একজন চিকিৎসক কতটা কষ্ট করে থাকেন।আর চিকিৎসকেরও চিকিৎসা জ্ঞান ও তা প্রয়োগের একটা সীমানা আছে।যখন রুগী সেই সীমানা পার হয়ে যায় তখন আর চিকিৎসকের কিছু করার থাকেনা।তখন চিকিৎসক বাধ্যহয়ে বলে,উপরওয়ালার কাছে দোয়া করুন।একমাত্র উপরওয়ালাই পারেন মিরাকল ঘটাতে।আর গতকাল অধ্যাপক সৈয়দ আলী আহসান এর মন্তব্য পত্রিকায় পড়ে জানলেও আমি সেটা প্রাক্টিক্যালী আমার বাবার মাধ্যমে জানতে পারি যখন আমার বাবা ল্যাবএইড হসপিটালে ডঃ লুৎফুর রহমান স্যারের তত্বাবধানে হার্টসার্জারীর জন্যে ভর্তি হয়েছিলেন।কিন্তু আমার বাবার অবস্থা এতটাই নাজুক ছিলো যে উনার অপারেশন করা কোন অবস্থাতেই সম্ভব ছিলনা।আর আমার বাবার অবস্থা তখন মানুষ-আজরাইল মারামারি অবস্থা।
এমতাবস্থায় ডঃ লুৎফর রহমান বললেন,আপনার বাবার সাথে শেষ দেখা করে আসেন।আর আল্লাহর কাছে দোয়া করুন।আমাদের করার মত আর অবশিষ্ট কোন কিছুই বাকি নেই।
আল্লাহু আকবার,এরপরও আজ প্রায় একবছর হলো আমার বাবা বেচে আছেন।আলহামদুলিল্লাহ্‌,এখন তিনবেলা খাবার খেতে পারেন।পাচ ওয়াক্ত নামাজ পড়েন।টুকটাক হাটাহাটি ও করতে পারেন।ও হ্যা আশাকরি ডঃলুৎফর রহমান স্যারকে পরিচয় করে দিতে হবে না?শুধু এতটুকু এই ব্যক্তি এখন পর্যন্ত দশহাজারের উপর সফল হার্টসার্জারী করেছেন।

পরিশিষ্টঃনভেম্বর মাসে আমার বাবাকে পিজিতে(BSMMU) DSE WITH MPI পরিক্ষা করাই।আর তার রিপোর্ট ডাক্তার দেখে বলেন যে,উনি যে বেচে আছেন এটা অনেক বড় মিরাকল!!!
এরকম কঠিন অবস্থার রুগীর বেচে থাকাটাই অস্বাভাবিক।

০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১১

চাঁদগাজী বলেছেন:



আপনার বাবা ভালো থাকুক, আপনিও বাবার সাথে ভালো থাকুন

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৩:১৬

নীলপরি বলেছেন: আপনি এখানে সুচিকিৎসকের কথা বলেছেন ।তবে মানুষের আস্থাটাও গুরুত্বপূর্ণ ।

০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশে যে ভালো চিকিৎসক নেই, তা নয়; তবে, এদের সাথে কথা বলার পর, কিংবা এদের আচরণ দেখলে, এদের উপর আস্হা রাখা মুশকিল।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওবায়দুল কাদেরের ফেরত আসার সম্ভাবনা কম। অনেক আগে এক পোস্টে বলেছিলাম ভিআইপ রা আইসিইউ/বিদেশ গেলে সাধারণত ফেরত আসে না। যদিও আমার বলায় কিছু যায় আসে না। ধর্মবিশ্বাস থেকে ডাক্তার দোয়া করার কথা বলেছেন। আমিও বলি, আল্লাহ চাইলে ওবায়দুল কাদের সুস্থ হয়েও যেতে পারেন...

০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১৬

চাঁদগাজী বলেছেন:


ধর্মগুলো, ও ইসলাম আল্লাহের দয়া সম্পর্কে যা বলেছে, আল্লাহ কাউকে রোগ, শোক দেয়ার প্রশ্নই উঠতে পারে না; উনি রোগ শোক নিয়ে কোনভাবে যুক্ত বলে মনে হয় না।

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার জন্য... :P
ইস্পেসাল ব্যবস্থা....

০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি সহজ ও নাটকীয় কিছু করতে চান, এগুলো আসলে দরকারী কিছুর পত্তন করবে না।

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উনি কমপক্ষে সঠিক চিকিৎসা পাবেন, এটুকুর নিশ্চয়তা আছে!


তবু কেউ বলে না এবার আমরা একটা ভালো মানের হাসপাতাল বানাই। যেন আমাদের আর বিদেশ যেতে না হয়।

০৫ ই মার্চ, ২০১৯ ভোর ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



দেশে ভালো মানের হাসপাতাল বানানোর ভাবনা আসার মতো মগজ তো মাথায় থাকতে হবে!

১৯| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পরিশিষ্টঃনভেম্বর মাসে আমার বাবাকে পিজিতে(BSMMU) DSE WITH MPI পরিক্ষা করাই।আর তার রিপোর্ট ডাক্তার দেখে বলেন যে,উনি যে বেচে আছেন এটা অনেক বড় মিরাকল!!!
এরকম কঠিন অবস্থার রুগীর বেচে থাকাটাই অস্বাভাবিক।

কোন ডাক্তারেরই উচিত নয় রোগীর স্বজনদেরকে এমন কথা বলা। এটা কষ্টদায়ক কথা।

০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:২৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের ডাক্তারদের প্রফেশানেলিজম নেই বললেই চলে।

২০| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

বৃষ্টি বিন্দু বলেছেন:
আসলে বাঙলাদেশের অবস্থা সত্যি খুব খারাপ।


আচ্ছা চাঁদগাজী ভাই,

উবায়দুল কাদের অসুস্থ হওয়ার পূর্বে আপনি এই বিষয়ে লেখার কোন প্রয়োজন মনে করেননি কেন?

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৪

চাঁদগাজী বলেছেন:


আমি এসব বিষয়ে আগেও লিখেছি।

২১| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৮:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক সময় পানি পড়া আর তাবিজ খুব কাজ দিত।

আমি ছোট বেলায় দেখেছি কারো পা মচকে গেলে ছাইপড়া দিয়ে পা মালিশ করতো। বিরাট কার্যকরী ওষুধ। এখন এই সবের কোন কদর নেই। আফসোস!

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৭

চাঁদগাজী বলেছেন:



মানুষকে অশিক্ষিত করে রেখে, এই দেশের একটা শ্রেণী উপরে থাকছে; এরা সিংগাপুরে, লন্ডনে চিকিৎসা নেয়, বাকীরা তাবীষ ও পানিপোড়ার উপর নির্ভরশীল ছিল, এখন ফার্মেসীতে গিয়ে নিজে ঔষধ কিনে।

২২| ০৬ ই মার্চ, ২০১৯ সকাল ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন:


কাদের সাহেবের ডাক্তারই বলেছে যে, "দোয়া ছাড়া করার কিছুই নেই"; এই ধরণের বেকুব লোকজন আবার প্রফেসর হয়ে গেছে; এরা পড়ালেখা করেনি, তাস খেলেছে অনেক হয়তো।

কথা সত্যি। জ্বালো জ্বালো আগুন জ্বালো মিছিল করা ডাক্তারী ছাত্ররা আর কি শিখবে। বড় হয়ে আবার বিএমএ সিএম এ নিয়ে রাজনীতি। তাদের কাছে বড় কিছু আশা করার চেয়ে সিঙ্গাপুর আর চেন্নাই ই ভরসা।

০৬ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৯

চাঁদগাজী বলেছেন:


মেডিক্যাল কলেজগুলোতে ডাক্তারদের ছেলেমেয়েরা পড়ে আজকাল; সময় কাটায় তাস খেলে ও ইয়াবা খেয়ে

২৩| ০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

মেডিকেল কলেজের ছাত্ররা যখন লাঠিসোটা হাতে মিছিল করে তখন তাদেরকে আর হবু ডাক্তার মনে হয় না। হবু কসাই মনে হয়।

মেডিক্যাল সায়েন্স একটা সাধনার বিষয়। আমাদের দেশে সাধক মানুষ কম।

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



এখন দুষ্ট পরিবারের ছেলেমেয়ে মেডিক্যালে, এগুলো অপদার্থ।

০৭ ই মার্চ, ২০১৯ সকাল ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


ডাক্তারী নিয়ে আপনার পোষ্ট পড়েছি, কমেন্ট করতে পারছি না।

২৪| ০৭ ই মার্চ, ২০১৯ রাত ৯:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন:


ডাক্তারী নিয়ে আপনার পোষ্ট পড়েছি, কমেন্ট করতে পারছি না।


আপ‌নি প‌ড়ে‌ছেন আ‌মি তা‌তেই ধন্য। বাংলা‌দে‌শের ডাক্তার‌দের‌কে আমার কা‌ছে অদ্ভুত এক ভিনগ্র‌হের প্রাণী ম‌নে হয়।

০৯ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৯

চাঁদগাজী বলেছেন:



পড়ালেখা শেখার কারণে যারা অমানুষ হয়ে যায়, বাংলাদেশে তাদেরকে ডাক্তার ডাকা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.