![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
*** ব্লগারদের নিয়ে আমি গর্ববোধ করি, আপনিও ব্লগার, আমার পোষ্ট রিফ্রেশ করবেন না ***
ওবায়দুল কাদের অসুস্হ হওয়ার পর, যেই পরিমাণ উল্লাস প্রকাশ করা হয়েছে, এটা একটা জাতির মানসিক স্বাস্হ্য বুঝার জন্য ও চিন্তিত হওয়ার জন্য যথেষ্ট ডাটা; শেখ হাসিনা অসুস্হ হলে, আরো পরিস্কার ডাটা পাওয়া সম্ভব হবে। আধুনিক রাজনীতিতে অহিংসার প্রতীক হয়ে আছেন আমাদের উপমহাদেশের একজন মানুষ; আধুনিক রাজনীতিতে হিংসার প্রতীক হয়ে আছেন এই উপমহাদেশের অসংখ্য অসংখ্য রাজনীতিবিদ। অপরাজনীতির কারণে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে হিংসা ছড়িয়ে পড়েছে, এবং সাম্প্রতিক সময়ে বিরাজমান হিংসার ঘনত্ব বুঝার সুযোগ হলো ওয়ায়দুল কাদেরের অসুস্হতাকে নিয়ে উল্লাসের পরিমাণ দেখে।
যেসব জাতি নিজেদের মানুষকে হিংসার চোখে দেখে, বাংগালী জাতির নাম সেই লিষ্টে থাকার কথা। হিংসা জাতীয় ঐক্য ধ্বংস করে দেয়, সেটা আপনারা বাংলাদেশে দেখছেন। বাংলাদেশ ব্যতিতও এই ধরণের জাতি বিশ্বে আরো আছে; আমি ইয়েমেনিদের কথা বলতে পারবো; ওরা বাংগালীদের চেয়ে একটু বেশী হিংসুক; সেজন্যই ওরা আরবদের মাঝে সবচেয়ে পেছনে পড়ে-থাকা জাতি। নিজেদের মাঝে অহিংসার প্রতীক হচ্ছে, ইহুদী জাতি!
এক নাগরিক অন্য নাগরিককে হিংসা করার বিবিধ কারণ থাকতে পারে: সামজিক বৈষম্য, ধর্মীয় কারণ, পারিবারিক প্রতিযোগীতা, অন্যের অধিকার খর্ব করা, আরো অনেক অনেক কারণ থাকতে পারে; কিন্তু রাজনীতিই হিংসা বৃদ্ধির কারণ হলে, এটা সাংঘাটিক ধরণের সমস্যার সৃষ্টি করে; কারণ, রাজনীতি হলো জাতির বিকাশের নিয়ামক; বিকাশের নিয়ামকই যদি বিষাক্ত হয়ে যায়, জাতি ভয়ানক মানসিক যাতনায় ভোগে।
অপরাজনীতির হিংসার কবলে পড়েছে সামু ব্লগও; সকল রাজনীতিবিদ সামুর ব্যাপারে উৎসাহী হওয়ার কথা; কিন্তু সামুর পক্ষে কথা বলার জন্য জামাত, বিএনপি ও আওয়ামী লীগের একজন নেতাকে পাওয়ার কোন সম্ভাবনা হয়তো নেই! সামু যে আছে, সেটা সব দলের নেতারা জানেন; বিশেষ করে, আওয়ামী লীগের কয়েকজন নেতা জানেন; তারা মিডিয়ায় নিশ্চয় সামুর প্রতি প্রতিহিংসার থাবা দেখছেন; কেহ কিছু বলেছেন বলে মনে হয় না। অপরাজনীতি হিংসার ঘনত্ব বাড়াচ্ছে, এবার উহা পরিমণ বুঝার মতো ডাটা আপনারা পেয়েছেন!
২| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:০৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এ জাতীর মধ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আত্মসমালোচনার খুব অভাব।
রাজনীতিবীদরা যেসব আকাম করেছে তাতে আমাদের লেখা তাদের সহ্য হবার কথা না।
ব্যান নিয়ে আপনাকে কি সান্ত্বনা দেব, আমার দুটো আইডিই সংকটে আছে
০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৯
চাঁদগাজী বলেছেন:
আমাকে শান্ত্বনা দেয়ার কিছু নেই, এগুলো ব্লগিং'এর অংশ; আমাদের আজকের সকল কষ্টের কারণ, অপরাজননীতি ও অপরাজনীতিবিদদের মাঝে প্রতিহিংসার চাষ।
৩| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জাতি হিসাবে বাঙালিরা শুধু হিংসুক নয়, নিষ্ঠুরও বটে। আর এর মধ্যে আগুনে ঘি দেয়ার মতো রাজনীতিবিদরা গোটা জাতিকে দুইভাগে ভাগ করে ফেলেছেন যা খুবই অসুস্থ মানসিকতার পরিচায়ক । জাতিকে বিভক্ত রেখে দেশকে বেশিদূর এগিয়ে নেয়া সম্ভব নয় কখনোই ।
০৯ ই মার্চ, ২০১৯ রাত ৯:১৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা নিষ্টুর জাতির লিষ্টে আছে।
জাতি আসলে অকারণে ভয়ংকরভাবে বিভক্ত হয়েছে অপরাজনীতির কারণে; দ্বিতীয় কারণ হচ্ছে, অশিক্ষা ও নিরক্ষরতা।
৪| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:০৫
রাজীব নুর বলেছেন: প্রথম কথা হলো- আপনাকে কমেন্ট ব্যান্ড করা হয়েছে জেনে খুব খারাপ লাগছে। এটা প্রচন্ড দুঃখজনক।
এই দেশ নিয়ে আমি আজও আশাবাদী। দেশকে এগিয়ে নিতে হলে আগে পজেটিভ চিন্তা করতে হবে। দেশের ভালো ভালো বিষয় গুলো নিয়ে আলোচনা করতে হবে।
০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:১০
চাঁদগাজী বলেছেন:
দেশে এখনো ভালো বাংগালীর সংখ্যা বেশী; ফলে, দেশ অপরাজনীতি থেকে মুক্ত হবে; বেগম জিয়ার জেল, অপরাজনীতি থেকে মুক্তির আরম্ভ।
৫| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: ব্লগের এই দুঃসময়ে সমস্যা কিভাবে কাটিয়ে ওঠা যায় তা নিয়ে একটা পোষ্ট দেন। প্লীজ।
০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:১২
চাঁদগাজী বলেছেন:
ব্লগের মালিক পক্ষকে শেখ হাসিনার কাছে লবিং করতে হবে; কিংবা, মালিক পক্ষের কেহ, অথবা ব্লগারদের থেকে কেহ জয়ের সাথে কথা বলার জন্য পথ বের করতে হবে।
৬| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:২১
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ব্লগের মালিক পক্ষকে শেখ হাসিনার কাছে লবিং করতে হবে; কিংবা, মালিক পক্ষের কেহ, অথবা ব্লগারদের থেকে কেহ জয়ের সাথে কথা বলার জন্য পথ বের করতে হবে।
শেখ হাসিনা বা জয়ের সাথে দেখা করা সম্ভব হবে?
আমার মনে হয়, বেশ কয়েকটা পত্রিকায় বিজ্ঞাপন আকারে সরাসরি শেখ হাসিনার কাছে চিঠি লিখলে অবশ্যই তার নজরে পড়বে।
০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা যদি নিজে পত্রিকা পড়েন, তা'হলে আপনার ভাবনা কাজ দেবে; যদি উনাকে প্রেস-ব্রিফিং করা হয়, উনার লোকেরা ইহা উনার গোচরে আনবে না।
৭| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনা যদি নিজে পত্রিকা পড়েন, তা'হলে আপনার ভাবনা কাজ দেবে; যদি উনাকে প্রেস-ব্রিফিং করা হয়, উনার লোকেরা ইহা উনার গোচরে আনবে না।
চুপ করে বসে থাকলে হবে না।
কোনো না কোনো পদক্ষেপ নিতে হবে।
মানব বন্ধন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে স্মারকলিপি দেওয়া।
সব ক'টা দৈনিক পত্রিকায় শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করার জন্য চিঠি অথবা সংবাদ সম্মেলন ইত্যাদি করা যেতে পারে।
০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
আপনার ধারণাগুলো সঠিক; আপনি ঢাকায় আছেন, দেখেন ১৫/২০ জন ব্লগারকে নিয়ে, প্রেসের লোকদের নিয়ে কিছু করা সম্ভব কিনা; তবে, কিছু করার আগে, সামুর মালিক পক্ষের অনুমতি নেবেন।
৮| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১০:৪৫
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার ধারণাগুলো সঠিক; আপনি ঢাকায় আছেন, দেখেন ১৫/২০ জন ব্লগারকে নিয়ে, প্রেসের লোকদের নিয়ে কিছু করা সম্ভব কিনা; তবে, কিছু করার আগে, সামুর মালিক পক্ষের অনুমতি নেবেন।
সামু এখন ব্লগারদের ডাকুক। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। এই সিদ্ধান্ত আমি দেওয়ার কেউ না। আমার মনে হয় তথ্যমন্ত্রীর কাছে গেলেও কাজ হবে।
১০ ই মার্চ, ২০১৯ রাত ১২:১২
চাঁদগাজী বলেছেন:
সমুর মালিকানা ঠিক করুক, উনারা কিভাবে এগুতে চান; প্লাটফরম'এর ( যেমন সামু) কথা উল্লেখ না করে, আপনারা সাধারণ ব্লগার হিসেবে মন্ত্রি ইত্যাদির সাথে কথা বলতে পারেন; চেষ্টা করতে হবে, ব্লগিংকে জাতির লেখকদের মিলনমেলা হিসেবে তুলে ধরার।
৯| ০৯ ই মার্চ, ২০১৯ রাত ১১:০১
নীলপরি বলেছেন: যেভাবেই হোক সব ঠিক হোক । এই আশা রাখি ।
১০ ই মার্চ, ২০১৯ রাত ১২:০৬
চাঁদগাজী বলেছেন:
এখনো ঠিক হওয়ার দিকে যাচ্ছে না; বেগম জিয়ার জেল হওয়াটা আশার সন্চার করেছে; অপরাজনীতির প্রভাব কমানোর জন্য আরো কিছুর দরকার আছে।
১০| ১০ ই মার্চ, ২০১৯ রাত ২:৩৯
স্বপ্নের আগামী বলেছেন: প্রতিহিংসা তৈরির প্রধান মিশিন হলো রাজনীতি, এবং তা বেশ সফলভাবে বর্তমান সরকার করে দিয়েছেন ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। রাজনীতির হিংসা এখন প্রতিটি ঘরে পৌঁছে গেছে। ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রতীকে নির্বাচন মারাত্মক হিংস্রতা বাড়িয়েছে। বড় হিংসা ৩০ জানুয়ারির দিবারাত্রির নির্বাচন।
রাজনীতিববিদদের দ্বারা এ দেশ এতো উন্নত হচ্ছে। শুধু মানসিকতা তলানিতে যাচ্ছে হিংসার কারণে। হিংসাটা যদি ত্যাগ করা যেতো....
১০ ই মার্চ, ২০১৯ রাত ৩:৫৪
চাঁদগাজী বলেছেন:
আপনি বলেছেন, "প্রতিহিংসা তৈরির প্রধান মিশিন হলো রাজনীতি"।
-এটা ভুল ধারণা।
বর্তমান সরকার যা করছে, সেটার শুরু ছিল ১৯৭৫ সাল; বর্তমান সরকার এর থেকে অনেক ভালো করতে পারতো, তাদের মাথা অত বড় নয়।
১১| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৪০
জগতারন বলেছেন:
সুন্দর পোষ্ট।
প্রিয় ব্লগার চাঁদগাজী -এর সাথে সহমত !!!
১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০২
চাঁদগাজী বলেছেন:
অপরাজনীতি করে তথাকথিত রাজনীতিবিদরা অপমামানিত হচ্ছে, তাদের জন্য কারো সহানুভুতি থাকবে না।
১২| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৪
হাসান কালবৈশাখী বলেছেন:
তুচ্ছ কারনে কমেন্ট ব্যান্ড করা খুব খারাপ কাজ হয়েছে।
সামু কতৃপক্ষকে কৈফিয়ত তলব।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৪
চাঁদগাজী বলেছেন:
এবারের ব্যানটায় আমার মন খারাপ হয়েছে; মনে হচ্ছে, সামুতে কমেন্ট করার আগে অজু করে আসতে হবে।
১৩| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ৮:৪৮
ঢাবিয়ান বলেছেন: যেভাবে চলছে সেভাবেই চলুক। আমারতো ধারনা এই ব্লগের জনপ্রিয়তা দিনে দিনে আরো বাড়বে।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
সামু প্রচার পাচ্ছে; মোস্তফা জাব্বার নিজ পায়ে কুড়াল মেরেছে; শেখ হাসিনা এই ঘটনা জানলে, মোস্তফা সাহেব যে লিলিপুটিয়ান, সেই কথা শেখ হাসিনা উহাকে স্মরণ করায়ে দেবেন।
১৪| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৮
আকতার আর হোসাইন বলেছেন: পুরো লেখা পড়ালমা যদিও লেখাটি দীর্ঘ নয়। আপনার লেখা প্রায়ই বুঝি না। কোন এঙ্গলে কিভাবে লিখছেন তা না বুঝার কারণে লেখাও খুব একটা পড়ি না।
ওবায়দুল কাদেরের অসুস্থতা নিয়ে যারা ট্রল করেছে তারা অসুস্থ মস্তিষ্কের মানুষ বলে আমি মনে করি।
তবে এটাও সত্য যেকোন অন্যাকারীর বিচার যখন ফাঁসি হয়, এবং ফাঁসি হবার পরে সেটা আনন্দ মিছিল করে তারাও অসুস্থ মস্তিষ্কের মানুষ।
এখন একটা মানবন্ধন দরকার.... যে অধিকার সমঝোতায় আদায় করা সম্ভব না সেই অধিকার বিদ্রোহ করে বিপ্লবের মাধ্যমে আদায় করতে হয়।
দেখা যাক, হয়তো এর দরকার হবে না। ওর আগেই হয়তো বিটিয়ারসি সিদ্ধান্ত বদলাবে।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১২
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিতে অবদানের জন্য, বাংলাদেশের বর্তমান কোন রাজনীতিবিদকে কেহ মনে রাখবে না।
১৫| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪০
বোকা পুরুষ বলেছেন: শুধূমাত্র ওবায়দুল কাদের অসুস্থতা দিয়ে জাতির হিংসার ঘনত্বের পরিমাপ করা বোকামি। এই বাঙালি জাতি কয়দিন আগে চকবাজারের ঘটনায় দলমত নির্বিশেষে কেদেছিল, নিরাপরাদ সড়ক চাই আন্দোলনে একমতে যেতে পেরেছিল। ওবায়দুল কাদেরের অসুস্থতায় জাতি যে উল্লাস করেছে এটা ওবায়দুল কাদেরের রাজনৈতিক ব্যর্থতার বহিঃপ্রকাশ মাত্র।
১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
চকবাজারের ঘটনায় বাংগালী কেঁদেছে? খবরটা কি কোন বোকা বাংগালী থেকে পাচ্ছি?
১৬| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:১৭
ঢাবিয়ান বলেছেন: আম্রিকার জনগন একজন ট্রাম্প্রে নিয়া অনলাইনে যে মাত্রায় ট্রল করে বেড়ায়, তা মনে হয় লেখকের চোখে কোনদিন পড়ে নাই।!! মানসিকভাবে তারাই অসুস্থ যাদের অবস্থান বিশাল জনগোষ্ঠির বিরুদ্ধে।
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
চাঁদগাজী বলেছেন:
লেখকের চোখে পড়েনি আপনার চোখে পড়েছে, ভালো! আপনি মনে করেন, আপনি ও বাকী বাংগালীরা আমেরিকান এবং ঢাকা ওয়াসশিংটন ডিসি?
১৭| ১০ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৩০
মৃত্যু হবে একদিন বলেছেন: জামাত, বিএনপি তাদের দল ও তাদের মামলা নিয়ে ব্যাস্ত আর আওয়ামীলীগ ভোট নিয়ে চিন্তিত আর সুচিল দেশের বাহীরে থেকে ৫ জি নেটওয়ার্কে চিল্লায়।
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনার নিকটা থেকে কমেন্ট পাওটাই কেম অশুভ অসুভ অনুভুতি।
১৮| ১০ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৪১
আঁধার রাত বলেছেন: আজকের ইবলিশ একদা ফেরেস্তাদের সরদার ছিল!!! কোন পরিচয়কে বিবেচনা করব?
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
ওগুলো আদি গল্প, বিত্তিহীন রূপকথা
১৯| ১০ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:২৬
গরল বলেছেন: জাতিগতভাবে যেসব জাতি হিংসুক তারাই সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ে ও সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায়। এমনকি নির্বিচারে বিনা কারণে পশু-পাখি হত্যায়ও তাদের হিংসাত্মক রুপের পরিচয় পাওয়া যায়। এই সবই বাঙ্গালীদেরই গোটা উপমহাদেশেরই চিত্র।
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
চাঁদগাজী বলেছেন:
বাংগালী জাতিকে সুজাতি হিসেবে গড়ে তোলার জন্য টাকা ব্যয় করাটাই জাতির ১ম কাজ, সবাইকে ফ্রি পড়ানোর দরকার।
২০| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিহিংসাই তো এদেশের বড় সমস্যা, আপনার আলোচনা খুব ভালো লাগলো, সত্যি কথাগুলোই বলেছেন।
১৯, ২০, ২১ নং মন্তব্য গুলো মুছে দিবেন তাড়াতাড়ি, এ কেমন মনমানসিকতা মানুষের বুঝলাম না, কেন এমন সব করতে হবে!!
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
পর্ণ দিয়ে পরিবেশ অশুচি করা প্রসংগে: প্রচুর বাংগালী তরুণের মানসিক সমস্যা আছে, তারাও ব্লগে আসছে; এরা ব্লগের মান বুঝার, কিংবা নিজকে সন্মান করার অবস্হানে নেই
২১| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ, আমি মন্তব্য লিখতেই আপনার নজরে এসেছে। এমন অযৌক্তিক মানসিকতার মানুষও ব্লগে আছে!!
১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
ব্লগে আমরা লিখি, আমরা এসব দুরাচারদের শাস্তি দিয়ে ছাড়বো একদিন।
২২| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭
আরোগ্য বলেছেন: ধন্যবাদ স্যার মন্তব্যগুলো মুছে দেয়ার জন্য।
আমি যদি সতর্ক না হতাম তবে আমার পোস্টটিও নোংরা ষড়যন্ত্রের শিকার হত।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনাদের কিছু অভিজ্ঞা হচ্ছে; এগুলো বেশ কমে গেছে; দেশে ইডিয়ট ব্লগারদের সংখ্যা কমে আসছে।
২৩| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শাস্তি দেয়া উচিৎ, এখানে যে এমন মন্তব্য রেখেছিল তাকেও শাস্তি দেয়া উচিৎ, আমি তো সামনে পেলে কান পেচিয়ে দিতাম একটা। কতবড় বড় বেহায়া হলে এমনটা করতে পারে!!!
সামুর ভিজিটর নিয়ে চিন্তায় আছি, এভাবে চলতে থাকলে সামুর ব্যয় বহন করা অনেকটাই কষ্টকর হবে....
১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৩
চাঁদগাজী বলেছেন:
সামুর মালিকপক্ষ ব্লগারেদের সাথে তেমন মেলামেশা করেন বলে মনে হয় না; উনাদের নিজস্ব প্ল্যান আছে।
২৪| ১০ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২২
শরীফ আতরাফ বলেছেন: ইয়েমেনিরা তো বোমা আর গুলি খেয়েই টিকতে পারছেনা হিংসা করার সময় কোথায়? আপনি নিজে বাংগালী বিধায় নিজেদের হিংসা বিদ্বেষের ব্যাপারটা জানেন ইয়েমেনিদেরটা কিভাবে বুঝলেন? নাকি দু'একজনকে দেখে গোটা দেশ বিচার করে ফেলেছেন।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
আমি ইয়েমেনিদেরটা বুঝতে পারছি, কারণ আমার মাথায় মগজ আছে; আপনার মাথায় মগজটা অটুকু নয়!
২৫| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৪
হাবিব বলেছেন: একবার এসেছিলাম পোস্টে। দেখি বাজে অবস্থা। মুছে দিয়েছেন দেখে ভালো লাগছে। কেউ অসুস্থ হলে তাকে নিয়ে উল্লাস করা দেখে বুঝা যায় উল্লাসকারীরা কতটা বুদ্ধি প্রতিবন্ধি। শুভবুদ্ধির উদয় হোক।
১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৫
চাঁদগাজী বলেছেন:
দেশে অনেক আগাছা জন্মেছে।
২৬| ১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:২৬
আখ্যাত বলেছেন:
লাইব্রেরির মধ্যে আমরা সহস্র পথের চৌমাথার উপরে দাঁড়াইয়া আছি।
কোনো পথ অনন্ত সমুদ্রে গিয়াছে,
কোনো পথ অনন্ত শিখরে উঠিয়াছে,
কোনো পথ মানবহৃদয়ের অতলস্পর্শে নামিয়াছে।
যে যে-দিকে ধাবমান হও, কোথাও বাধা পাইবে না।
মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জাগয়ার মধ্যে বাঁধাইয়া রাখিয়াছে।
ঠাকুরের লাইব্রেরির মত অবাধ হোক সামু
১০ ই মার্চ, ২০১৯ রাত ৯:৩৬
চাঁদগাজী বলেছেন:
সামু আগের থেকে ভালো পজিশনে চলে যাবে; সফরকারের ১ মন্ত্রী তার চাকুরী হারাবে।
২৭| ১১ ই মার্চ, ২০১৯ সকাল ১০:৪৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেশ দুই পরিবার মুক্ত না হলে এসব বাড়তেই থাকবে...
১২ ই মার্চ, ২০১৯ ভোর ৬:২১
চাঁদগাজী বলেছেন:
এক পরিবার আউট হওয়ার পথে; দেখা যাক, শেখ হাসিনা কি করেন; যদি উনি এখনো সঠিক পদক্ষেপ না নেন, উনার নাম ভয়ানকদের তালিকায় চলে যাবে।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
আমি আপনাদের পোষ্ট পড়ছি, কমেন্ট করা হচ্ছে না, আমাকে কমেন্ট-ব্যান করা হয়েছে; মুক্ত হওয়ার অপেক্ষায় আছি।