![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
** পোষ্টটি সাময়িক হিসেবে দিয়েছিলাম; কিন্তু অনেক ব্লগার অর্থপুর্ণ মন্তব্য করেছন; তাই, মুছে দিচ্ছি না। **
না হয়, ইংল্যান্ড ৩৮৬ রান করলো কিভাবে? আমি ক্রিকেট খেলা পছন্দ করিনা, খেলা দেখা হয় না; বাংলাদেশ খেললে অন-লাইনে রেজাল্ট দেখি; আজকের শুরু থেকেই ইংরেজরা অনেক রান করে আসছিলো! আপনারা, যারা খেলা দেখছেন, তাদের কাছে বাংলাদেশের বোলিং ও ফিল্ডিং কেমন মনে হলো, কোন বিশৃংখলা চোখে পড়লো, নাকি আমাদের খেলোয়াড়দের দক্ষতাই এতটুকু?
২| ০৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, ১ম ১২ বলে ১ রান, দেশে কি ঘটতে পারে?
৩| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, ১ম ১৮ বলে ৮ রান, ব্যাপারটা কি?
৪| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:০৭
চাঁদগাজী বলেছেন:
২২ বলে ৮ রান, ১ জন আউট, নুরু সাহেব খেলা দেখছেন, মনে হয়!
৫| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
৩০ বলে ১৮ রান।
৬| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:১৪
খায়রুল আহসান বলেছেন: ওগুলো কি কাঁঠাল? (আমারও আপনার মত চোখে কিছু সমস্যা আছে)। ওগুলো এখানে কেন?
আপনার প্রশ্নের উত্তরে পরে আবার আসার চেষ্টা করবো।
০৮ ই জুন, ২০১৯ রাত ৮:২৭
চাঁদগাজী বলেছেন:
১ গাছেই অনেক কাঁঠাল ধরার মতো অবস্হা, ইংল্যান্ড বেশী রান পেয়ে গেছে!
৭| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:১৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের ব্যাটিং লাইন ভালো, কিন্তু বোলিং খুবই সাদামাটা আর ফিল্ডিং নিম্নমানের | দলে কিছু পরিবর্তন দরকার - একজন বিধ্বংসী বোলার দরকার | বাংলাদেশের খেলোয়াড়রা খুব নার্ভাস হয়ে পড়ে বিপক্ষ দল একটু ভালো খেললেই ! নিউজিল্যান্ডের সাথে খেলোয়াড়দের মধ্যে কিছুটা দোদুল্যমানোতা দেখা গেছে, সিরিয়াসনেস থাকা দরকার |
০৮ ই জুন, ২০১৯ রাত ৮:২৯
চাঁদগাজী বলেছেন:
১ম ১২ বলে ১ রান, আমি ভাবছিলাম, ঢাকায় গন্ডগোল শুরু হয় কিনা!
৮| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:২৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আমাদের নখদন্তহীন টাইগারদের দক্ষতাই এতটুকু..
আপনার দক্ষতাও কি কমে যাচ্চে? দুই লাইনের পুস্টিহীন পুস্ট ক্যান? ইদানিং দেখছি পুস্ট দিয়ে ড্রাফট কচ্ছেন। লাইক কমেন্ট না পেয়ে হতাশ নাকি?
নির্বাচিত পোস্টের একি হাল! ২৯তারিখের পর কোন আপডেট নেই। মডুরা কই? ইদের ছুটিতে?
মননীয় চাঁদগাজী দই খাবেন, দই.
০৮ ই জুন, ২০১৯ রাত ৮:৫৪
চাঁদগাজী বলেছেন:
আমার পোষ্টে কমেন্ট কমেছে কিছুটা; কারণও আমি জানি, আমি কমেন্ট পাবার মত গলায় কথা বলছি না; ব্লগিংকে আড্ডা না ভেবে, ইহাকে লেখার প্লাটফর্ম হিসেবে ভাবছি।
৯| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:৩৬
চাঁদগাজী বলেছেন:
৬০ বলে ৪৮ রান, কিছুটা আশার আলো।
১০| ০৮ ই জুন, ২০১৯ রাত ৮:৪৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তামিম ক্রিজে টিকে থাকার ব্যাপারে মোটেও সিরিয়াস নয় | যেভাবে আত্মহত্যা করে আসে নিজের উইকেটটা বিলিয়ে দিয়ে ! বাংলাদেশ দলকে জয় নিয়ে চিন্তা না করে কোনোমতে ৫০ ওভার শেষ করতে হবে | তাহলে আর যায় হোক চরম অসম্মানজনক হারের লজ্জা নিয়ে মাঠ ত্যাগ করতে হবে না |
০৮ ই জুন, ২০১৯ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
যাক, অবস্হা একটু ভালো: ৮০ বলে ৬৯ রান।
১১| ০৮ ই জুন, ২০১৯ রাত ৯:২৪
খায়রুল আহসান বলেছেন: অন্য আরো অনেকের মত আমারও মনে হয়, বাংলাদেশ খেলা শুরুর আগেই আজ দুটো বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেঃ
* টসে জিতে ব্যাটিং না নেওয়া।
* ইংল্যান্ডের সাথে তুলনামূলকভাবে ভাল রেকর্ডের অধিকারী রুবেল হোসেনকে দলে না নেয়া।
আর খেলা শুরুর পর বাংলাদেশের নির্বিষ বোলিং আর ঢিলেঢালা ফিল্ডিং ইংল্যান্ড দলকে তাদের পজিশন সুসংহত করতে সুযোগ করে দেয়। বিশ্বকাপে বিপক্ষ দলের খেলোয়াড়েরা দৌড়ে দৌড়ে চার রান তোলেন, এটাই দলের ফিল্ডিং এর অবস্থা বোঝানোর জন্য যথেষ্ট।
০৮ ই জুন, ২০১৯ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনার ভাবনা সঠিক আছে, বাংলাদেশ ব্যাটিং'এ ভালো; তাই, প্রথমে ব্যাটিং'এ যাওয়ার দরকার ছিলো। ৩৮৬ রান দেখে, খেলোাড়রা মানসিকভাবে চাপে আছে; ফলে, শুরুতে ব্যাটিংও কন্ট্রোলের বাহিরে ছিলো।
যাক, ১৫০ বলে ১৩৯ মোটামুটি ভালো।
১২| ০৮ ই জুন, ২০১৯ রাত ৯:৫৭
চাঁদগাজী বলেছেন:
১৮০ বলে ১৭১, খুবই ভালো মনে হচ্ছে; কিন্তু ৪ জন আউট খুবই ভয়ের ব্যাপার!
১৩| ০৮ ই জুন, ২০১৯ রাত ১০:০২
খায়রুল আহসান বলেছেন: ক্রিকেটে একটা থাম্ব রুল আছে, ৩০ ওভার শেষে হাতে যদি ৭/৮ টি উইকেট বা তার বেশী থাকে, তবে ৩০ ওভারে যত রান তোলা হয়েছে, ৫০ ওভারে তার দ্বিগুন রান তোলা সম্ভব এবং সমীচীন। ইংল্যান্ডের পক্ষে হয়েছেও তাই। ৩০ ওভার শেষে ওদের হাতে ছিল ৯টি উইকেট, ওরা করেছিল ১৮৫/১। আমি তখনই ভেবেছিলাম, ওরা কমপক্ষে ৩৭০ করবে।
৩০ ওভার শেষে বাংলাদেশ করেছে ১৭০/৪ রান। এ মন্তব্যটি লিখতে লিখতে এর মধ্যে মুশফিকুর ৫০ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরে গেছে। মিঠুন নামে এক নতুন ব্যাটসম্যান আসছে আর ০ রান করে ফিরে গেছে। সে হিসেবে ওদের যদি আর মড়ক না লাগে, তবে হয়তো ওরা ৩২০ থেকে ৩৩০ রান পর্যন্ত পৌঁঁছাতে পারে। সে ক্ষেত্রেও ৫০/৬০ রানের এক বিরাট পরাজয় বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বলে মনে করি। অবশ্য সাকিব যতক্ষণ উইকেটে আছে, ততক্ষণ বিরাট একটা ভরসাও থাকে।
০৮ ই জুন, ২০১৯ রাত ১০:১১
চাঁদগাজী বলেছেন:
আমিও ইংরেজদের অনুসরণ করছিলাম; ৩০ ওভারের পর, তারা বিনা ভয়ে খেলেছে! আমাদেরও এখন ওভাবে খেলা উচিত; আশাকরি, আমাদের কোচ সঠিক সিদ্ধান্ত নেবেন; তবে, ওভারের আগে 'অল আউট' হয়ে গেলে খেলার মান নিয়ে সবাই হতাশ হবেন; এখন ভালো আশা ছাড়া, অন্য কিছু করার নেই!
১৪| ০৮ ই জুন, ২০১৯ রাত ১০:২০
মেমননীয় বলেছেন: ICC হোস্ট কান্ট্রি ও ইন্ডিয়াকে প্রায়োরিটি দেয়! মনে হয় সে কারনেই অচেনা বাংলাদেশকে দেখছি।
শ্রীলংকা, পাকিস্থান, ওয়িন্ডিজ বা অস্ট্রেলিয়ার সাথে খেলা দেখার অপেক্ষায় আছি।
শুভকামনা!
০৮ ই জুন, ২০১৯ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
ICC নিশ্চয় ইন্ডিয়ার হয়ে ব্যাটিং করে না, কিংবা বোলিং ও ফিল্ডিং করে না।
১৫| ০৮ ই জুন, ২০১৯ রাত ১০:৫০
আর্কিওপটেরিক্স বলেছেন: বাংলাদেশ বোধহয় বিশাল রানের ব্যবধানে হারবে !
০৮ ই জুন, ২০১৯ রাত ১০:৫৯
চাঁদগাজী বলেছেন:
সেটাই দেখা যাচ্ছে! তবে, এি মহুর্তে ভালো করছে; ব্যাটিং'এর শুরুতে তারা দিশে হারা হয়ে গিয়েছিলো। আপনি খেলা দেখছেন?
১৬| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:০৬
আর্কিওপটেরিক্স বলেছেন: দেখছি। সাকিবের আউটের পর ব্যাট্সম্যানদের আসা যাওয়া চলছে। হার সুনিশ্চিত
কেবল সাকিবেরই ১০০+ রান। বাকিরা টোটালি ফেইল।
০৮ ই জুন, ২০১৯ রাত ১১:০৯
চাঁদগাজী বলেছেন:
মনে হচ্ছে, অল-আউট হয়ে যাবে?
১৭| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:১৪
চাঁদগাজী বলেছেন:
না, অল-আউট হচ্ছে না; যাক, সব ওভাে খেলতে পারবে।
১৮| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:১৭
চাঁদগাজী বলেছেন:
এখন ১০ বল বাকী, ৯ জন আুট! ১০ বল অবধি ২ জন টিকবে?
১৯| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:১৮
আর্কিওপটেরিক্স বলেছেন: অলআউট !
আসলে শুরুতেই টসে জিতে ফিল্ডিং নেওয়াটা বড়ো একটা ভুল। বাংলাদেশের বোলিং এখনো ততটা পরিণত নয়।
বিশাল রানের ব্যবধানে হারলো বাংলাদেশ
০৮ ই জুন, ২০১৯ রাত ১১:৩৩
চাঁদগাজী বলেছেন:
ব্যাটিং করলে, মানসিক জোর থাকতো; ইংরেজদের ৩৮৬ রান হতাশার কারণ হয়ে গেছে।
২০| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:১৮
চাঁদগাজী বলেছেন:
ডেম, অল-আউট হয়েই গেলো! ব্লগার নুরু সাহেব খেলা দেখছিলেন, মনে হয়!
২১| ০৮ ই জুন, ২০১৯ রাত ১১:২১
চাঁদগাজী বলেছেন:
যাক, প্লেয়ারেরা চেষ্টা করেছেন; মনে হয়, বোলিং ও ফিল্ডিং'এ সমস্যা ছিলো; সাথে ইংরেজদের বেশী রানের কিছু হতাশাও যোগ হয়েছিলো
২২| ০৯ ই জুন, ২০১৯ রাত ১২:০৪
রাজীব নুর বলেছেন: আজ আমাদের খেলোয়াড়দের আন্তরিকতার বড় অভাব ছিল।
০৯ ই জুন, ২০১৯ রাত ১:০৫
চাঁদগাজী বলেছেন:
খেলার আগের রাতে, বিপক্ষ দলের খেলা দেখে (ভিডিও) প্ল্যান করতে হয়; এসব কথা বাংলাদেশের ক্রিকেট টিম থেকে লেখা টেখা হয় না; ফলে, বুঝার উপায় নেই, তারা সঠিকভাবে চেষ্টা করছে, নাকি ভুল চেষ্টা করছে।
২৩| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:১৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: রাজীব নুর বলেছেন: আজ আমাদের খেলোয়াড়দের আন্তরিকতার বড় অভাব ছিল |
শুধু বাংলাদেশি খেলোয়াড়রাই নয়, বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তাদেরও আন্তরিকতার অনেক অভাব রয়েছে | বাংলাদেশ টিমে কিছু পরিবর্তন প্রয়োজন | মাশরাফির প্রতি আমার অগাধ শ্রদ্ধা রয়েছে, তারপরও বলতে হবে শুধু কেপ্টেন্সির জন্য তাকে দলে রাখার মতো গ্যাম্বলিং করা অন্তত: এই বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলোতে নেয়া উচিত হবে না | তার পরিবর্তে রুবেলের মতো একজন কার্যকরী বলার প্রয়োজন | মিথুঁনকে সরিয়ে লিটন দাশকে দলে নেয়া প্রয়োজন |
মনে রাখতে হবে বিশ্বকাপে এটি বাংলাদেশের একটি অন্যতম সেরা দল | এই দলের যে সকল দূর্বলতা আছে সেগুলো দূর করতে পারলে এটি যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারবে |
০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৬
চাঁদগাজী বলেছেন:
সঠিক খেলোয়াড়দের নিয়ে টিম গঠন একটি বিশাল দক্ষতা; আপারা যারা ক্রিকেট দেখেন, তাদেরও বক্তব্য থাকা সম্ভব!
২৪| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:২৪
ডঃ এম এ আলী বলেছেন: সবাই বলতে গেলে যথাযথ দক্ষতার ছাপ রেখেছে। দুদলের খেলোয়ারই সেন্চুরীর দেখা পেয়েছে ।
তবে আজকের খেলায় টসে জিতে ব্যাটিং বান্ধব উইকেটে ইংল্যান্ডকে ব্যটিং এ পাঠানোর সিদ্ধান্তটি ছিল মারাত্বক ভুল । এর ফলে ইংল্যান্ড এক রকম চাপমুক্তভাবেই খেলার সুযোগ পেয়েছে । মনে রাখা উচিত ছিল উইকেট নেয়াটা ঘটে বাইচান্সে, আর রান তুলা যায় একটু সচেতন হলে । ইল্যাংন্ডের বর্তমান ব্যাটিং ক্ষমতাটি মাথায় রাখা উচিত ছিল । টসে জিতে ইংল্যান্ডকে ব্যটিং এ পাঠানোর সাথে সাথে অনেকটা নিরাশ হয়ে আমি খেলা দেখাই বন্ধ করে দিয়েছিলাম। আমার আশংকাটাই পরিনামে দারনভাবে সত্যিতে পরিনত হয়েছে। গতকাল মাসরাফি বলেছিলেন তারা নাকি ইংল্যান্ডের বিপক্ষে রক্ষনাত্বক খেলার কৌশল নিবেন , বোলিং যে রক্ষনাত্বক হয় তা আমার জানা ছিলনা , বোলিংকে যে আক্রমনাত্বক করতে হয় সে জ্ঞানটুকু এ খেলা হতে অর্জন করতে পারলে ভাল হয় ।
০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১০
চাঁদগাজী বলেছেন:
প্রতিটি দলের প্রোফাইল আছে, প্রতিটি দলের কাছে; কোন দলের বিপক্ষে কিভাবে খেলবে, সেটার প্ল্যান থাকার কথা; দলের সবাই কি জানতো, ইংল্যান্ডের বিপক্ষে টস জিতলে, এরা বোলিং'এ যাবে?
২৫| ০৯ ই জুন, ২০১৯ রাত ১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বোলার রা ম্যাচটা শেষ করে দিয়েচে। সাকিব ভালো ব্যাটং করেন্।ে
০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১১
চাঁদগাজী বলেছেন:
যাক, এটাই রেজাল্ট, এটাকে এনালাইসিস করে, তারা সামনের খেলাগুলোর জন্য প্ল্যান তৈরি করবে।
২৬| ০৯ ই জুন, ২০১৯ সকাল ৯:৪৬
নজসু বলেছেন:
সাকিব এক ওভারে ১৭ রান পর্যন্ত দিয়েছেন।
রান সংগ্রহও করেছেন সন্তোষজনক।
বাংলাদেশ বোলিং ও ফিল্ডিং'এ একটু ভালো করলে গতকাল একটা আশার আলো দেখতে পেতাম আমরা।
০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
চাঁদগাজী বলেছেন:
ক্রিকেট খেলা চলাকালীন কিভাবে খেলোয়াড়দের ম্যানেজ করতে হয়, সেটা আমার জানা নেই; তবে, ফুটবল খেলা চলাকালে খুব সহজেই খেলোয়াড়রা নিজেদের খেলাতে পরিবর্তন আনতে সক্ষম হয়।
২৭| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১০:৪১
মোঃ ইকবাল ২৭ বলেছেন: সৌম্যকে আপাতত বাদ দেওয়া দরকার।লিটন দাসকে ওপেনিং করানো ঠিক হতে পারে।
০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
চাঁদগাজী বলেছেন:
দলের খেলার ব্যাপারে, ম্যানেজমেন্ট কি কোন প্রকার ফিডব্যাক নেন?
২৮| ০৯ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৮
জুন বলেছেন: গতকাল খেলায় বাংলাদেশের বোলিং বিশেষ করে ফিল্ডিং দেখে অনেক আগের বাংলাদেশ টিমের মত লাগলো।
মুস্তাফিজ ১ উইকেটে ৬৫ না কত রান জানি দিলো, ইংল্যান্ডের রানের পাহাড় দেখেই আমি ঘুমাতে গেলাম ।
বোলিং আর ফিল্ডিং এর মত ব্যাটিং এর অবস্থাও করুনই হবে এটাই মনে হলো কেন জানি।
যাইহোক কাপ্তান ম্যাশ এর মত বলতে চাই আর কোন খেলায় হারা চলবে না যদি দ্বিতীয় রাউন্ডে ওঠার ইচ্ছা থাকে ।
০৯ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
এরাই আমাদের খেলোয়াড়, এরা যতটুকু খেলতে পারে, এটুকুই আমাদের পাওনা।
২৯| ০৯ ই জুন, ২০১৯ রাত ১১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খায়রুল আহসান স্যারের সাথে আমিও একমত ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ, ১ম ৭ বলে ১ রান, ওখানে হচ্ছেটা কি?