নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ডেংগু ধরা পড়লে, রোগীকে হাসপাতালে ভর্তি করানোর দায়িত্ব কার?

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩০



Tragic death of a child without any treatment

তানহা নামের ৭ বছরের একটি মেয়ে ঢাকায় নানীর সাথে থেকে পড়ালেখা করতো, ডেংগুতে গত শনিবার (আগষ্ট, ১৭) তানহা মৃত্যুবরণ করেছে; সে কবি নজরুল ইসলাম স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো; তানহা তার নানীর সাথে জুরাইনে বাস করতো; তানহাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানায়; মনে হচ্ছে, ওর পরিবার গ্রামে থাকে।

বাচ্চাটি গত মংগলবার(আগষ্ট, ১৩) জ্বরে আক্রান্ত হয়, নানী তাকে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে আসে, রক্ত পরীক্ষায় ডেংগু ধরা পড়ে। কর্তব্যরত ডাক্তার বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি না করায়ে বাড়ী পাঠিয়ে দেয়; নানী ডাক্তারকে অনুরোধ করেছিলো মেয়েটিকে হাসপাতালে ভর্তি করানোর জন্য; কিন্তু ডাক্তার তাকে ভর্তি করায়নি।

এই বাচ্চাটির বেলায়, ৭ বছরের শিশু'র যদি ডেংগু ধরা পড়ে, তাকে হাসপাতালে ভর্তি করানোর দায়িত্ব কার, ডাক্তারের, নানীর, নাকি হাসপাতালে ডেংগুর দায়িত্বে থাকা কোন এডমিনিষ্ট্রেটরের? আমাদের ডাক্তারদের সুখ্যাতি পুরো জাতি জানেন! একজন সাধরণ নানী, দাদী আপানাদের সবার আছেন, কিংবা ছিলো; এঁদের কয়জন সাজেদা চৌধুরী, সাহারা খাতুন, মতিয়া চৌধুরী, কিংবা দীপুমনি?

দীপুমনির স্বামী অসুস্হ, উনাকে এয়ার এম্বুলেন্সে ভারত নেয়া হয়েছে, যথাসম্ভব; দীপুমনি ভুক্তভোগী; উনার মাথায় কি ছাত্রদের ডেংগুর কথা একবারও এলো না? উনি কি মিনিষ্টার হিসবে অর্ডার দিতে পারতো না, ডেংগু আক্রান্ত প্রতিটি ছাত্রকে হাসপাতালে ভর্তি করতেই হবে, এবং মিনিষ্ট্র অব এডুকেশন উহার দায়িত্ব নেবে?

মেয়েটির ডেংগু ধরা পড়ার পর, হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ছাড়াও, অন্য আরো কোন কোন ব্যক্তি সেটা জানার কথা আছে কিনা? ঢাকা মেডিক্যালে যদি সেই ধরণের ব্যবস্হা থাকতো, যে ডেংগু ধরা পড়লে, রিপোর্টের ১ কপি কোন 'স্পেশালী নিযুক্ত ব্যক্তির' কাছেও যাবে! প্যাথোলোজী থেকে যদি স্পেশালী নিযুক্ত ব্যক্তিকে রিপোর্টের ১ম কপি দেয়া হয়, এবং সেই ব্যক্তিই যদি রোগী ও অভিবাবকের সাথে কথা বলে, ডাক্তার দেখায়ে, বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করাতো, ব্যাপাারটা কেমন হতো? ডেংগু ইমারজেন্সীর বেলায় এসব পদক্ষেপের দরকার ছিলো; এগুলো কমনসেন্স, হাসপাতাল এই ব্যবস্হা নিতে পারতো, হেলথ মিনিষ্ট্র নিতে পারতো, দেশের প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টার নিতে পারতো।

কিন্তু কেহ ডেংগু'র বর্তমান মহামারীতেও এই পদক্ষেপগুলো নেয়নি; ঢাকা শহরে সাধরণ একজন মহিলাকে যদি ডাক্তার, বা কোন এডমিনিষ্ট্রেটর সাহায্য না করে, কি করে সে ৭ বছরের একটা ছোট বাচ্চাকে হাসপাতালে ভর্তি করাবে?

দেশে কোন বিষয়ে ইমারজেন্সী দেখা দিলে, সাথে সাথে কিছু পদক্ষেপ নিতে হয়; সেগুলোর জন্য সাথে সাথে প্ল্যান করতে হয়; এসব কাজের জন্য বেশ দক্ষ মানুষের দরকার হয়। বাংলাদেশে লাখ লাখ বেকার আছে, ইউভার্সিটির ছেলেমেয়েরা আছে, যারা ভলনটিয়ার হিসেবে এসব কাজ করবে; কোন টাকা পয়সার দরকার নেই; প্রেসিডেন্ট বা প্রাইম মিনিষ্টার এইধরণের ভলনটিয়ার চাইলে হাজার হাজার ছেলেমেয়ে ভলনটিয়ার হয়ে কাজ করতো; কিন্তু আমাদের প্রেসিডেন্ট, প্রাইম মিনিষ্টারেরও ভাবনাশক্তি খুবই সীমিত। আমার দেখা মতে, আমেরিকার একটা সাধারণ স্কুলের ১০ম শ্রেণীর বাচ্চা এদের থেকে অধিক দক্ষ।




মন্তব্য ৪২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৫

ঠাকুরমাহমুদ বলেছেন: আমার দেখা মতে, আমেরিকার একটা সাধারণ স্কুলের ১০ম শ্রেণীর বাচ্চা এদের থেকে অধিক দক্ষ।
বাংলাদেশে এমন মহামারীতে কোনো এনজিও কাজ করছে কিনা এখন পর্যন্ত জানতে পারছি না। কারণ নিউজ টিভি পত্রিকায় তা আসছেনা। ভলনটিয়ার চাইলে সমগ্র বাংলাদেশ থেকে শিক্ষিত ছেলেমেয়ে ঝাপিয়ে পড়বে - সরকার কেনো চুপচাপ বসে শুধু বাণী দিচ্ছেন, কেনো এমন করছেন? তাতে লাভ কার? ডেঙ্গু কি একটা ব্যাবসা???

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা অনেক কৌশল ইত্যাদি জানেন; তবে, দরকারী পরিমাণ বুদ্ধিমান নন। উনার নীচের পদগুলোতে উনি পরীক্ষা করে ডোডদের নেন।

২| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসপাতাল আর ডাক্তারকানা কসাইখানা :(
এসব খবর বড় কষ্ট দেয় :(

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনি ডাক্তার হযলে, অবস্হা হয়তো একটু ভালো হতো!

৩| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১০

ঠাকুরমাহমুদ বলেছেন: ডেঙ্গু আসছে মরছে জনগণ, ধেয়ে আসছে মহামারী এইডস, এইচ বি এস এ জি পজেটিভ ভালোবাসার সোনা বন্ধু রোহিঙ্গা তাদের বাহক। বাংলাদেশকে লেংড়া লুলা করে হাতে ভাঙ্গা বাটি দিয়ে সড়কে ভিক্ষায় বসিয়ে দেওয়ার কৌশলটা পছন্দ হয়েছে।

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:


২০১৭ সালে, রোহিংগাদের চরম ভয় দেখায়ে বাংলাদেশে পাঠানোর পেছনে চীনের হাত আছে।

৪| ১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমেরিকার ১০ শ্রেণীর শিক্ষার্থীরা এত দক্ষ বলেই মাথা মোটা ট্রাম্প আজ তাদের প্রেসিডেন্ট।

সবাই দায়িত্ব এড়িয়ে যেতে চায় বলেই মৃত্যুর মিছিল বাড়ছে।

১৯ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্পের মাথা বেশী মোটা নয়, মাথা মোটা হলে ৮/১০ বিলিয়ন ডলারের মালিক হতে পারতো না; এবং ১০ শ্রেণীর বাচ্চারা ভোট দেয় না।

ট্রাম্পকে ভোট দেয়া হয়েছিলো 'রাজনীতিবিদদের শাস্তি দেয়ার জন্য'।

৫| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:০২

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন: পৃথিবীব্যাপী ডায়াবেটিস রোগ মহামারী আকারে দেখা যাওয়ায়, বাসায় বসে ডায়াবেটিস মাপার যন্ত্র আবিস্কার হয়েছিলো। আর, এতে ব্যবসায়িক স্বার্থও হয়তো জড়িত ছিলো।

ঘরে বসে ডেঙ্গু রোগ মাপা বা প্লাটিলেটের সংখ্যা মাপার জন্যে যন্ত্র আবশ্যিক হয়ে পড়েছে।

১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, বাংলাদেশে বেঁচে থাকতে হলে, নিজকে ডাক্তার হতে হবে, ঘরের ১ রুম ফার্মেসী ও ঘরের আরেক রুমকে হাসপাতাল বানাতে হবে! দেশ আগাছায় ভরে গেছে

৬| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

নাসির ইয়ামান বলেছেন: হাসিনারা কি শয়তানের আরাধনা করে?

১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা একটা কাজে ভালো, আগাছা পরিস্কার করেন।

৭| ১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

লেখক বলেছেন: বাংলাদেশে বেঁচে থাকতে হলে, নিজকে ডাক্তার হতে হবে, ঘরের ১ রুম ফার্মেসী ও ঘরের আরেক রুমকে হাসপাতাল বানাতে হবে!

বাংলাদেশে 'যদি' ডেঙ্গু দীর্ঘস্থায়ী হয়, তাহলে, তা-ই করতে হবে।


লেখক বলেছেন: দেশ আগাছায় ভরে গেছে

তাতে কোন সন্দেহ আছে? ডেঙ্গু মশার রূপ প্রবাসী এক ব্লগারের মাঝে পাওয়া গিয়েছে অনেক আগেই।

১৯ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



পুর্ব দিক থেকে ডেংগু এসেছে বাংলাদেশে।
চীনারা বাংলাদেশে ডেংগু আনতে পারে।

৮| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:১৫

শাইয়্যানের টিউশন (Shaiyan\'s Tuition) বলেছেন:

লেখক বলেছেন: চীনারা বাংলাদেশে ডেংগু আনতে পারে।

অসম্ভব কিছু নয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব চীন, রাশিয়া, ব্রাজিল, ফিলিপাইনের মতো দেশগুলোতেই হয়েছে। তারাও ভুক্তভুগী। তবে, বাংলাদেশের এখনকার ডেঙ্গু একটু ভীন্ন রকমের।

আচ্ছা, বিশেষ ধরণের মশা কামড়ালে তো ডেঙ্গু রোগ হয়। ডেঙ্গুর জীবাণুবাহী কোন মানুষ যদি অন্য মানুষকে কামড়ায়, তাহলে কি অন্য মানুষের ডেঙ্গু ফিভার হবে?

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


না, হবে না।

তবে, কাউকে কামড়ানোর কথা মন থেকে মুছে ফেলেন।

৯| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪১

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই ধরনের পোস্ট নির্বাচিত ফিচারে, সামনে রাখা দরকার। এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


আমি কিছু ব্লগারদের জন্য লিখি, যাঁরা ভাবেন টাবেন। এমনিতে আমার বিপক্ষে অনেক আপত্তি, অনেক চাইবেন আমার পোষ্টকে না ঝুলায়ে যাতে আমাকে ঝুলায়ে দেয়।

১০| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৪৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ঠাকুরমাহমুদ বলেছেন: আমার দেখা মতে, আমেরিকার একটা সাধারণ স্কুলের ১০ম শ্রেণীর বাচ্চা এদের থেকে অধিক দক্ষ।
বাংলাদেশে এমন মহামারীতে কোনো এনজিও কাজ করছে কিনা এখন পর্যন্ত জানতে পারছি না। কারণ নিউজ টিভি পত্রিকায় তা আসছেনা। ভলনটিয়ার চাইলে সমগ্র বাংলাদেশ থেকে শিক্ষিত ছেলেমেয়ে ঝাপিয়ে পড়বে - সরকার কেনো চুপচাপ বসে শুধু বাণী দিচ্ছেন, কেনো এমন করছেন? তাতে লাভ কার? ডেঙ্গু কি একটা ব্যাবসা???
-
ডেঙ্গু দেশের কিছু মানুষ; যেমন ডাক্তার,ঔষধ কারখানার মালিক, বেসরকারি হাসপাতালদের জন্য ব্যবসা। কিছু রাজনীতিবিদ ও সরকারী সচিবদের জব্যও ব্যবসা। এরা বিভিন্নভাবে পার্সেন্টিজ নিয়ে পয়সা কামাচ্ছে।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


ডেংগু শেখ হাসিনার অদক্ষতা সামনে আনছে।

১১| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: আজ দুপুর বি টিভিতে খবরে বলল, ডেঙ্গু পরিস্থিতি অনেক ভালো। হাসপাতাল থেকে সব রোগী বাসায় চলে যাচ্ছে।
এরকম মিথ্যা তারা বলে কি করে?? ছিঃ

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


এগুলো মগজহীন মানুষ, আগাছা

১২| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩২

ইসিয়াক বলেছেন: মানুষের মানবতা বলে আর কিছু নেই । মানুষ হয়ে গেছে অমানুষ ।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:



বাংগালীদের মানবতা নেই, মানুষের মানবতা ঠিকই আছে! আসলে, বাংগালীদের ঠিক মতভাবে মানুষ করা হয়নি মোটামুটি

১৩| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:০০

ভবিষ্যত বলেছেন: প্রথম কথা হলো - ডেঙ্গু যে একটা মহামারী আকার রূপ নিয়েছে সেটা বাংলাদেশী সরকার শিকার করছে না..তার কারন ..সেটা শিকার করলে দেশের বদনামী হবে....সহজ কথায় আপনার আমার সকল বাংলার বলদ জনগনের জীবনে যতই কষ্ট আসুক না কেন মানতে হবে...দেশ এখন বেহেস্ত...কোন প্রকার কোন অসুবিধা নাই...আমরা এই সরকারের আমলে খুব ভাল আছি...

ডেঙ্গু রােগে আক্রান্ত হওয়া বড় কথা নয়, ভয়ংকর কথা হলো ডেঙ্গু আপনারে পাইলে ও আপনি বলতে পারবেন না ডেঙ্গু হইছে...হাসপাতাল গুলান আপনারে ভর্তি নিবো না...

পৃথীবির অষ্টম আশ্চার্য হলো : বাংলাদেশ....

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:



বুদ্ধিহীন, দুষ্টমতি লোকজনের হাতে ক্ষমতা গেছে।

১৪| ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:১৭

আখেনাটেন বলেছেন: সমস্যাকে সমস্যা মনে করে সমাধানের পথে না হাঁটলে এরকম তানহারা চিকিৎসার অভাবেই তো মরবে। সবকিছুতে 'ডিনায়াল সিনড্রোম' নেতা ও প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মস্তিষ্কে বিল্ড ইন হয়ে গেছে।

১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭

চাঁদগাজী বলেছেন:



এখন দেশে অনেক ভালো ছেলেমেয়েরা আছে, যারা ভলনটিয়ার হয়ে ডেংগু রোগীদের সাহায্য করতে পারতো; কেহ তাদের সাহায্য নিচ্ছে না; ছাত্রছাত্রীদের হাসপাতালে ভর্তির দায়িত্ব নেয়ার দরকার ছিলো মন্ত্রী দীপুমনির।

১৫| ২০ শে আগস্ট, ২০১৯ সকাল ৯:৫১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: এডিস মশার প্রাদুর্ভাব বাংলাদেশে আরো অনেক বছর আগের।এর শক্ত প্রতিরোধের ব্যবস্থা সরকার নিচ্ছে না এতবছরে ও।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

চাঁদগাজী বলেছেন:



আমাদের জলবায়ু, মানুষের পরিবেশ সচেনতা, সরকারের স্বাস্হ্য নিয়ন্ত্রণ ব্যবস্হা ইত্যাদি মশা, কিংবা অন্য রোগ বিস্তারে সহায়ক হচ্ছে।

১৬| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১২:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


কি হওয়া উচিত, কি হচ্ছে, এই ব্যাপারে ব্লগারদের ধারণা থাকার দরকার।

১৭| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ১:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এগুলো মগজহীন মানুষ, আগাছা

আপনাকে অনুরোধ করবে আপনার যদি সময় সুযোগ হয় তাহলে একবার হলেও বিটিভির খবর শূনবেন। তারপর একটা পোষ্ট দিবেন।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে; আমাদের পুরো মিডিয়ায় মিডিয়ায় দক্ষ ও নামকরা লোকজন নেই।

১৮| ২০ শে আগস্ট, ২০১৯ দুপুর ২:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মশা আল্লাহর দান। উনি নমরুদ সাহেবকে মারার জন্য মশা সাহেবকে প্রেরণ করেছিলেন।
এই যুগের নমরুদদের মারার জন্য আবার উনি মশা প্রেরণ করেছেন।

মশা মারা উচিত নয়। মশাকে আপ্যায়ন করা দরকার।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের দেশ চালায় ধনীরা; ওদের থাকার পরিবেশ ইত্যাদি মোটামুটি ভালো; ওরা বাকীদের জন্য চিন্তিত নয়।

১৯| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৩:০৮

নজসু বলেছেন:




বাংলাদেশ এবং এদেশের মানুষ আমারা অনেক পিছিয়ে আছি।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

চাঁদগাজী বলেছেন:


সেটা সব সময় পরিস্কার।

২০| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৫

বাংলার জামিনদার বলেছেন: এইদেশের অধিকাংশ লোকের ব্রেন শেখ হাসিনার লেভেলের অনেক নিচে, নাহলে এতদিন পারতোনা। আর সরকারে বা প্রশাসনে আছে কিন্তু সমাজের ভাল চায় এমন লোক এতই দূর্লভ এবং ক্ষমতাহীন যে কোনো কিছু আশা করা হাস্যকর।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


সরকার ও প্রশাসনের লোকজন নিজের পরিবারের বাহিরে কারো জন্য কিছু করার ব্যাপারে আগ্রহী বলে মনে হয় না।

২১| ২০ শে আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এই ডাক্তারের বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে।

২০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

চাঁদগাজী বলেছেন:



এই রকম হাজার ঘটনা ঘটছে নিশ্চয়ই; হাসপাতাল ইত্যাদিতে সঠিক কোন নিয়ম কানুন নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.