নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সবাই যদি দেশকে ভালোবাসে, এত ভালোবাসা যায় কোথায়?

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৮



সবাই ভালোবাসা চায়, সবাই ভালোবাসতে চায়, নারীরা হয়তো একটু বেশী চান, এটাই প্রকৃতির নিয়ম! কোন দেশ তার নাগরিকের কাছে কোনদিন ভালোবাসা চাইতে আমি শুনিনি; বিশেষ করে, বাংলাদেশ উনার সন্তানদের কাছে ভালোবাসা চাইতে পারে, এই কথা ভাবতেই যেন কেমন অপ্রাকৃত শোনায়; রাস্তাঘাটের টোকাই মোকাই, হাল-চষা চাষী, রিকসা-ড্রাইবার, ভুমধ্য-সাগরে নোকায় বসা রেমিটেন্স সৈনিক, ক্যাসিনোর মালিক, থানার বড় দারোগা, দেশের চীফ সেক্রেটারী, ইয়াবা-খাওয়া ছাত্র, মুক্তিযোদ্ধা-কোটা-বিরোধী ডাকসু'র সভাপতি, পেটের অসুখে আক্রান্ত প্রেসিডেন্ট, বড় লাঠির মালিক শেখ হাসিনা, ব্লগের কবি বিদ্রোহী ভৃগুর কাছে নাকি বাংলাদেশ ভালোবাসা চায়, আপনাদের বিশ্বাস হয়?

ভালোবাসা চেয়ে, এবং না পেয়ে, আমাদের ব্লগের কবি নঈম জাহাংগীর, রূপক বিধৌত সাধু, সেলিম আনোয়ার ব্লগের সার্ভারের হার্ডড্রাইভ ভরে ফেলেছেন কবিতা লিখে; কিন্তু বাংলাদেশকে হা-হুতাস করতে আমি শুনিনি; হয়তো শুধু আমি শুনিনি, যাদের হাতীর মতো বড় ও গাধার মতো লম্বা কান আছে, তারা হয়তো শোনেন!

দেশের অবস্হা দেখে, মনে হয়, দেশ সীমাহীন ভালোবাসার নীচে চাপা পড়ে, শ্বাস ও বাকহীন হয়ে গেছে! শেখ হাসিনা বলেছেন যে, দরকার হলে প্রাণ দিয়ে দেবেন! শেখ সাহেবকে জীবন দিতেই হয়েছে, এখন কি আমরা শেখ হাসিনার জীবনটা নিয়ে দেশের প্রতি উনার ভালোবাসার প্রমাণ করা ঠিক হবে!

আমাদেরকে কিভাবে দেশকে ভালোবাসতে হবে, ফ্রান্সের জোয়ান অব আর্কের মতো, ভাষা সৈনিক গোলাম আজমের মতো, আতা-তুর্কের মতো, নাকি জে: এরশাদের মতো, শেখ সাহেব কিংবা জে: জিয়ার মতো, মুক্তিযোদ্ধা মনামিয়ার মতো, প্রেডিডেন্ট আবদুর রহমান বিশ্বাসের মতো, নাকি , আমাদের মোল্লা শফি সাহেবের মতো, কিংবা আমাদের ব্লগার রাজিব নুরের মতো? সমস্যা, অনেক বেশী চয়েস, মাথা ঘুরে যাবার উপক্রম!

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪১

ঠাকুরমাহমুদ বলেছেন: বড় আক্ষেপ করে মন্তব্য করছি পোষ্টে নুর মোহাম্মদ নুরু সাহেব ও আমি ঠাকুরমাহমুদ নাম আসে নি। আমরাও দেশের মঙ্গলের চিন্তা করে ঘুম হারাম করে ডেঙ্গু মশা মারছি !!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের প্রতি ভালোবাসা হয়তো, রাজার দীঘির মতো: সারারাত সবাই দীঘিতে দুধ ঢেলেছে, সকালবেলা রাজা দেখে, দীঘি ভর্তি পানি

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সব ভালোবাসা যায় কাসিনো ক্লাবে। বাংলাদেশের সবাই ভন্ড।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:



আমার সোনার বাংলা, "আমি তোমায় ভালোবাসি"

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫২

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সব মানূষের ভালোবাসা বড্ড আত্ম কেন্দ্রিক হয়ে গেছে। নিজের পরিবারের বাইরে এরা কাউকে ভালোবাসতে পারে না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫

চাঁদগাজী বলেছেন:



তা'হলে, জাতীয় সংগীতে কি বলছি?
আমার সোনার বাংলা, "আমি আমার পরিবারকে ভালোবাসি" ...

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
তা'হলে, জাতীয় সংগীতে কি বলছি?
আমার সোনার বাংলা, "আমি আমার পরিবারকে ভালোবাসি" ...

এখনকার জনগন নতুন জনগন। এরা তো ৭১ এর জনগন না।
দেশের প্রতি এদের টান কম। শুধু ক্রিকেট খেলার সময় জাতি এক হয়।
নিজের পরিনার ছাড়া এরা কারো কথা ভাবে না।

২০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২২

চাঁদগাজী বলেছেন:



এখনকারটা প্রশ্নফাঁস ও ইয়াবা জেনারশন, এদেরকে মালয়েশিয়া ও ইটালী পাঠায়ে দিয়ে, দেশ পরিস্কার করতে হবে

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:১৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
বাংলাদেশী মানুষের কাছে ভালোবাসার অর্থ হচ্ছে: - ভালো বাসা। তথা ১২০০ স্কয়ার ফিটের ঢাকা শহরে একটি ফ্লাট বাসার নাম ভালো বাসা। এখন এই ভালো বাসা পাওয়ার জন্য - কেনার জন্য - যৌতুকের জন্য কেউ কালো টাকার পেছনে দৌড়াচ্ছেন, কেউ ঢাকায় বাড়ীওয়ালারে মেয়ের পেছনে দৌড়াচ্ছেন। এখন দেখার বিষয় এই যে, কে কিভাবে কামিয়াবী হাসিল করছেন। কেউ কেউ তো ধর্ম বিলি করে করে গদীনশীন সুপার পওয়ার পীর ও হয়ে গেছেন।


২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪১

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি বাংগালী দেশপ্রেম নিয়ে গর্ব করেন।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৪:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
সবাই দেশকে ভালবাসলেও কারো কারো দেশপ্রেম মরুভুমির দেশে।
কেউ পাকা পায়খানার খোজে সাদাচামড়া দের দেশে।
অনেক মহিলা যেহাদি চেতনায় উজ্জিবিত হয়ে সিরিয়াতে,
মশারীর ভেতর যেহাদ!

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৩

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতার পর, দেশপ্রেম গড়ার জন্য সবাইকে স্বাধীনতার প্রাপ্তির ভাগ দেয়ার দরকার ছিলো

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দেশকে ভালোবাসা এতো সহজ নয় | দেশকে সত্যি ভালোবাসলে কেউ দুর্নীতি, প্রতারণা, দেশের সম্পদ লুটপাট করে অন্য দেশে পাড়ি দেয়া, পাচার করা ও জনগণকে নিপীড়ন করতে পারতো না |

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বে, দরিদ্রদের দেশ বা সরকার থাকে না। ১৯৭২ সালের সরকার, মানুষকে সরকারের অংশ করেননি।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:৪৫

বলেছেন: এত ভালোবাসা যায় কোথায়? - ঢাকার জুয়ার ক্লাবে চলছে ভালোবাসার রঙবেরঙের উৎসব ।।।।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:


দেশ মিলিটারীর হাতে চলে যাবার পর, বাংগালী সংস্কৃতির মৃত্যু হয়েছে।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এখনকারটা প্রশ্নফাঁস ও ইয়াবা জেনারশন, এদেরকে মালয়েশিয়া ও ইটালী পাঠায়ে দিয়ে, দেশ পরিস্কার করতে হবে

না, তাতে লাভ হবে না।
এরা মালোশিয়া ইটালি গিয়ে খারাপ কাজ করে বেড়াতে। তাতে দেশের আরও বদনাম হবে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:



সবার জন্য চাকুরী সৃষ্টি করলে, সবার জন্য শিক্ষা ও থাকার ব্যবস্হা করলে, সব সমস্যার সমাধান হয়ে যাবে।

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

কাজী ফররুখ আহমেদ বলেছেন: বাংলাদেশীর স্বর্গে নরক কোথাও শান্তি নাই, আমরা আজব এক প্রাণী যাদের একমাত্র কাজ গজব ডেকে আনা

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা অনেকটা চীনাদের মতো, এরা নিজের পরিবারের বাইরে, অন্যের জন্য ভালো করতে চাহে না।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

হাসান রাজু বলেছেন: দুই বন্ধু । ঠ্যালা-ঠেলি করে একজন আগে বাসে উঠে গেছেন। আরেক জন উঠে পড়লেন বলে। প্রথম যিনি উঠলেন উনি বন্ধুর জন্য পাশের একটা সিট রেখে দিয়েছেন, হাতের ব্যাগটা ঐ সিটে রেখে দিয়ে। কেউ ঐদিকে ইশারা করলে ফিরতি ইশারায় জানিয়ে দিচ্ছেন বন্ধুর জন্য এটা বুক করা হয়ে গেছে।
১০-১৫ মিনিট পর।
বাসে জুড়ে গপ্পো চলছে। প্রথম বন্ধুটির উত্তেজনা তুঙ্গে। বলছেন, ক্ষমতার অপব্যাবহার করে তারেক এন্ড গং এদেশে কি কি দখল করেছেন ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৭

চাঁদগাজী বলেছেন:



আমাদের মানুষের সাধারণ জ্ঞানের লেভেল খুবই নীচে; এরা নিজেরা অন্যায় করে, একই সাথে অন্যের অন্যায়কে সমালোচনা করে।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৩

এ্যাক্সজাবিয়ান বলেছেন: @হাসান রাজু দিনে কবার জ্ঞান হেন্ডল মার

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার কমেন্ট ভালো হয়নি, ঠিক হয়ে যান।

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সবার জন্য চাকুরী সৃষ্টি করলে, সবার জন্য শিক্ষা ও থাকার ব্যবস্হা করলে, সব সমস্যার সমাধান হয়ে যাবে।

যাদের প্রচুর টাকা আছে, তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে। সেখানে লোকজনের চাকরির ব্যবস্থা হচ্ছে। কিন্তু বেকার লোকদের সংখ্যা এত বেশি যে ব্যবসায়ীরা হিমসিম খাচ্ছে। তাছাড়া যোগ্য লোক খুব কম। সবাই চাকরীর জন্য খুঁজে যোগ্য ও দক্ষ লোক। যোগ্য ও দক্ষ আমাদের নেই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২২

চাঁদগাজী বলেছেন:



চাকুরী সৃষ্টি করে ছোট ব্যবসা; দেশে বিশৃংখলার কারণে ছোট ব্যবসা গড়ে উঠছে না; বিশৃংখলার মাঝেও ক্যাসিনো গড়ে উঠছে।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩

ডার্ক ম্যান বলেছেন: বাংলাদেশের মানুষের মাঝে প্রেম আছে কিন্তু দেশপ্রেম নাই।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



প্রেমের কবিতার বই, ও ক্যাসিনোর সংখ্যা দেখলে, তাই মনে হয়।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:২৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মানুষ অবশ্যই দেশপ্রেমিক। কারণ, সে(দুর্নীতিবাজ, ঘুষখোর) মনে করে সে দুর্নীতি না করলেও আরেকজন করবে, দুর্নীতি তো আর বন্ধ হবে না! কাজেই...

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:



যেই নাগরিক দেশকে ভালোবাসেন, তিনি অন্যায় করতে পারবেন না কখনো; দেশের ৬০% মানুষ জেনে শুনে অন্যায়ের সাথে লিপ্ত

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৪

আখ্যাত বলেছেন: চাঁদাবাজী আর মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষিত হয়েছেে
সত্যিকারের সোনার বাংলা আর বেশি দূরে নয়

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে শুরুটা ছিল নড়বড়ে, তারপরও আশা ছিলো; আজকে যা ঘটছে, ইহা ১৯৭৫ সালের অবদান

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বর্তমান বাঙালী দেশকে যে পরিমাণ ভালবাসে এর চাইতে আর বেশী ভালবাসবে না। দেশকে কিছুটা ভালবাসে প্রবাসীরা তাও যতদিন দেশের বাহিরে থাকে।দেশের মধুর স্মৃতির কথা মনে করে করে কাঁদে।দেশে ফিরলে অবশ্য সেই প্রেম আর থাকে না। বাঙালী নিজের পরিবারকে ভালবাসে, দেশকে নয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


বাংগালীরা নিজের পরিবারের জন্য সব দখল করতে চায়, একই সাথে চায় যে, অন্যের পরিবার যেন ভালো করতে না পারে।

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৯

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,



বিষয়বস্তুর দিক থেকে আপনার সেরা পোস্টগুলোর মাঝে এটাও একটি।
আসলেই তো, এত্তো এত্তো ভালোবাসা যায় কই?
আমাদের সীমাহীন ভালোবাসার নীচে চাপা পড়ে দেশটা বাকহীন হয়ে পড়েছে, নাভিশ্বাস উঠছে তার, হয়েছে ভিখারী।
নজরুল ইসলাম মনে হয় ঠিকই লিখে গেছেন - ভালোবাসা মোরে ভিখারী করেছে ......

২১ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


সঠিক, " ভালোবাসা মোরে ভিখারী করেছে" ।

ভালোবেসে মায়ের স্বর্ণ, রৌপ্য সব খুলে নিয়ে গেছে; মা দীনহীন ১ কাপড়ে আছেন গ্রামে পর গ্রামে

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সত্যিই কি দেশকে ভালোবাসি। বলার আগে একবারও চিন্তা করে দেখিনি। চিন্তা করে দেখলে বুক কেঁপে ওঠার কথা। মুখে আসে আর বলে ফেলি মাত্র।
ভালো থাকবেন শ্রদ্ধেয়।

২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১২

চাঁদগাজী বলেছেন:


দেশের অর্ধেক মানুষ দেশের সাথে সম্পৃক্ত নন, এদের জন্য দেশ কোন ভাবনার বিষয় নয়, ভালোবাসা তো দুরের কথা

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৫৯

মিরোরডডল বলেছেন: ভালোবাসা শুধুই মুখে কিন্তু কাজে নয় ।
দেশের প্রতি ভালোবাসাটা আসলে কি ?
মানুষের প্রতি মানুষের মমত্ববোধ , সবার প্রতি সবার ভালোবাসা , শ্রদ্ধাবোধ এবং সবাই মিলে ভালো থাকা, ভালো করা । এভাবেই দেশ ও দেশের মানুষ উপকৃত হবে ।
সেই ভালোবাসাটা কি আছে কোথাও ?
যেটা আছে সেটা হচ্ছে দুর্নীতি, মানুষের সাথে মানুষের কম্পিটিশান আর শো অফ ।
ভালোবাসা বিলুপ্ত হয়ে গেছে ।

২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৮

চাঁদগাজী বলেছেন:



সরকার ও প্রশাসন যদি দেশ দখল করে, মানুষ দেশকে ভালোবাসে না

২১| ২৯ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৯:০৯

নডতডৃস বলেছেন: আমিও সেখানে যেতে চাই https://heardleunlimited.io

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.