নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কমেন্ট নিয়ে দুনিয়ার ঝামেলা

০৫ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮



সামুকে যারা ব্লক করেছে, তারা সাময়িকভাবে মোটামুটি সফল; গড়ে লগিন-করা ব্লগারের সংখ্যা ৩০ জনের কাছাকাছি; তবে, ভালো খবর হলো, কমেন্টের সংখ্যা সামানুপাতিকভাবে কমেনি; কম লোকজন, কমেন্ট বেশী: ড: আলী, শায়মা, খায়রুল আহসান, বিদ্রোহী ভৃগু, আহমেদ জী এস, হাসান মাহবুব, পদাতিক চৌধুরী, কাওসার চৌধুরী, ঠাকুর মাহমুদ, রাজিব নুর ও অনেক ব্লগারেরা সহজেই ৩০, ৪০, ৫০, ১০০, ১২০ টা কমেন্ট পেয়ে যাচ্ছেন; ইহা ভালো লক্ষণ।

এখন ১ম পাতায় শুন্য (০) কমেন্টের পোষ্ট নেই বললেই চলে; কিছু না লিখে, শুধু একটা ছবি দিয়ে দিলেই অনেক সময় অনেক কমেন্ট পাওয়া যাচ্ছে; এটাও উৎসাহের উদাহরণ।

কমেন্টের শারীরিক আকারও বেড়েছে, ব্লগার 'করুণাধারার' মাতৃবিয়োগ সক্রান্ত এক পোষ্টে, এক ব্লগার ৩/৪ পৃষ্টার এক কমেন্ট করেছেন, কমেন্টটি আকারে পোষ্টের বাবার চেয়ে অনেক বড়; প্রতিউত্তরে করুণাধারা বলেছেন যে, উনি ইহাকে প্রিন্ট করে উনার সংগ্রহে রাখবেন, ঐতিহাসিক কমেন্ট! তবে সেই পোষ্টে, অনেক ব্লগারের ১ লাইন কমেন্টে অনেক বেশী সহানুভুতি ও স্নেহের ফল্গুধারা ছিলো।

পদ্মাসেতুর টোল নিয়ে লেখা এক পোষ্টে ব্লগার বিলুনী আরেকটি ঐতিহাসিক কমেন্ট করেছন; কমেন্টেটা হনুমানের লেজের আগুণের মতো, ইহার শুরু ও শেষ কোথায় কে জানে! তবে, কমেন্টটি পোষ্টে আগুণ লাগায়ে দিয়েছে! ঐ কমেন্টের পরের কমেন্টগুলো পোষ্টের বদলে, বিলুনীর কমেন্টের উপর কমেন্ট করেছেন। সেই পোষ্টে ২৫ জনের মতো ব্লগার কমেন্ট করেছেন, কিন্তু কেহই খেয়াল করেননি যে, পোষ্টে বারবার লেখা ছিল, "পদ্মাসেতুর দৈর্ঘ্য ৬.১ বর্গ কিলোমিটার", এবং এক মন্তব্যের উত্তরে লেখা ছিলো, "পদ্মাসেতুর আয়তন ৬.১ বর্গ কিলোমিটার"।

সেদিন দেখলাম, এক ব্লগার ব্লগারদের বিবিধ ক্যাটেগরীতে ভাগ করে পোষ্ট দিয়েছেন, ভালোই কমেন্ট হচ্ছে; কিন্তু পাঠকেরা পোষ্টের শেষ লাইনটা নিয়ে কিছু বলছেন না; ওখানে কিছু ব্লগারকে কুকুরের ক্যাটেগরীতে ফেলা হয়েছিলো; ১৭ জনের কমেন্টের পর, আমি কমেন্ট করে সেটা নিয়ে লাগলাম; আগের ১৭ জন কি পুরো পোষ্ট পড়েননি? সম্ভবত, ১৭ জনের মাঝে কুকুর ক্যাটেগরীর কোন ব্লগার ছিলো না।

আরেক কবির কবিতায় দেখি, শেষ লাইনে লিখা ছিল, প্রথমে ভালো করে ভালোবাসেন, তখন দেহ (প্রেমিকার) আপনার কন্ট্রোলে চলে যাবে! আপনারা জানেন, আমি এসব ব্যাপরে একটু ছোট আকারে লেগে যাই, বিশেষ করে কবিতার ব্যাপারে; কারণ, আমার মতে, কবিদের জীবন-দর্শন সঠিক হওয়ার দরকার আছে, উনারা মানুষের কন্ঠস্বর! আমি ব্যতিত, আরেক নারী ব্লগারও আপত্তি জানালেন। একটু পরে দেখি, কবি ও সেই কমেন্টকারী নারী ব্লগার পরস্পরের 'আপুনি', এবং কবি উনার আপুনিকে বুঝিয়ে দিলেন যে, ইহা বিবাহিতদের জন্য লেখা কবিতা; কমেন্টকারী আপুনি সেটা মেনে নিয়ে, ধন্যবাদ দিয়ে নতুন কমেন্ট করলেন; আর আমাকে নিয়ে কবি কমেন্ট করলেন যে, আমি ক্যাচালের লোক! আমি চুপ হয়ে গেলাম, হয়তো এই ধরণের কবিতা বুঝতে হলে, আমাকে আবার বিয়ে করতে হবে!

মন্তব্য ৫৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইহা কি ঠিক হইল? আপনার নামখানা সংযুক্তি আবশ্যক ;)
কারণ আপনি প্রচুর কমেন্ট পাইয়া থাকেন।

শেষ লাইন খানায় হাসিতে হাসিতে শেষ- কবিতা বুঝতে হলে বিয়ে করতে হবে ;) :D B-)
হা হা হা

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:


ভাবছি, সেই কবি বেশী কবিতা লিখলে, ব্লগারদের ঘর বড় হয়ে যাবে আপনা থেকেই

২| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৯

শাহিন-৯৯ বলেছেন:


বাহ! আপনি দেখি সব বিষয় বেশ খেয়াল রাখেন। এটা ভাল।
ব্লগারকে কুকুর হিসাবে গন্য করা ঠিক না এটা ছোট মানুষিকতার পরিচয়। দ্বি-মত থাকবে, পক্ষ-বিপক্ষ থাকবে। তর্ক-বির্তক থাকবে তাই বলে কুকুর বলতে হবে!!
উপরের যাদের নাম বলেছেন তাদের চেয়ে আপনার পোস্টে মন্তব্য পড়ে বেশি। খায়রুল আহসান সাহেব একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকতা (এখন উনি মনে হয় অবসরপ্রাপ্ত সেনা অফিসারদের বই মেলা নিয়ে ব্যাস্থ আছেন ওখানে উনার স্টল আছে দেখলাম ছবিতে) তাঁর ব্যাক্তিত্ব বেশ চমৎকার এই জন্য উনি জনপ্রিয় এখানে। কাওসার চেীধুরী অনেক শ্রম দিয়ে লিখেন অনেক তথ্য থাকে। পদাতিক চেীধুরী দাদা উনি সাহিত্য ভাল বুঝেন।
ডাঃ আলী, শায়মা এনারা নিজ গুনে ব্লগকে সমৃদ্ধ করেছেন।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


আমি সমসাময়িক অনেক বিতর্কিত বিষয়ে লিখি; ফলে, অনেকের বকতব্য থাকে; ফলে, সংখ্যা বাড়ে।

শতশত ব্লগার ভালো লেখেন, আমি উদাহরণ হিসেবে কয়েকজনের নাম দিয়েছি মাত্র

৩| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:২৩

চাঁদগাজী বলেছেন:


ব্লগারের আগের থেকে এ্যাকটিভ বেশী, প্রোডাক্টিভিটি বেড়েছে

৪| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৯

আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,




আপনার "ব্লগ মোটা তাজা করন প্রকল্প" সব সময়ই সাধুবাদ পাবে। ব্লগকে সতেজ করতে আপনার চেষ্টার বিরাম নেই, এটা ভালো লক্ষন ও প্রশংসার দাবী রাখে।
আর এই পোস্টে যা বললেন তা এক হিসেবে ঠিকই আছে। লগইন করা ব্লগারদের সংখ্যার তুলনায় কমেন্টের হারও বেশী।

শেষের লাইনটি এপিক.... ;)

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫

চাঁদগাজী বলেছেন:



যাক, কমেন্টের দিক থেকে হলেও কিছুটা রক্ষা!

৫| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১০

ডার্ক ম্যান বলেছেন: আমার কমেন্ট কেমন হয়???

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:


ভালো, বিষয়েরফ উপর

৬| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:১২

প্যারাসিটামল খবিশ বলেছেন: আপনি ব্লগের সম্পদ।প্রানখুলে লিখুন

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

চাঁদগাজী বলেছেন:




ব্লগিং'এর জন্য সঠিক কমেন্ট দরকার

৭| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আপনি অত্যাধিক একজন রসিক মানুষ।
আপনার রসিকতায় আমি মুগ্ধ!!

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি মাঝে মাঝে রসের চেষ্টা করি, সময় সময় কস বের হয়ে যায়

৮| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আমাদের বেশির ভাগ লোক জনের ই ভাবনা শক্তি সীমিত। তারার একটি নির্দিষ্ট দলের বলয়ের বাইরে কোনো চিন্তা করতে পারে না। এমনকি তাদের নিজস্ব মতামত ও নেই।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:


মতামতহীন লোকদের ভোটাধিকার থাকে না

৯| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৭

বলেছেন: এতে বুঝা যায় আপনি কতটা মনোযোগ দিয়ে পোস্ট পড়েন।।।

ঐতিহাসিক কমেন্ট আর দেহতাত্ত্বিক কবির পোস্ট দেখতে হবে।।।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



দেহতত্ব ও কুকুরতত্বের লাইনগুলো মুছেছেন লেখকেরা (চাপের মুখে), পোষ্টগুলো আছে

১০| ০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ব্লগে যারা আজেবাজে ভাবনা, ধারনা বা আলোচনা সমালোচনার বিরুদ্ধে দাঁড়ান; কিছু ব্লগার তাদের ক্যাচাল ব্লগার ট্যাগ দিতে চান। আপনার ক্ষেত্রেও এটা ঘটে। উপরে একজন বলেছেন, 'আপনি ব্লগের সম্পদ'। এটা সত্য।

১৮+ মানুষদের জন্য, ছোটদের জন্য, নারীদের জন্য, পুরুষদের জন্য, বিবাহিতদের জন্য... ইত্যাদি ক্যাটাগরির মানুষদের আলাদা আলাদা কবিতা থাকার কথা নয়। কবিতা হবে সবার জন্য।
শিশুতোষ ছড়া কনিতা পড়েও কিন্তু সব ক্যাটাগরির পাঠক মজা পায়।

আপনার পোস্ট পড়ে অনিয়ত ব্লগারগণ ব্লগের বর্তমান হালচাল বুঝতে পারবেন।

০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৪

চাঁদগাজী বলেছেন:



বেশীরভাগ ব্লগারদের সম্পর্কে আমার কিছুটা ধারণা হয়েছে ইতিমধ্যে, কে কি বলতে চাচ্ছেন, সেটা বুঝার চেষ্টা করি; অনেক লেখকই একই বৃত্তে দীর্ঘ সময় ধরে ঘুরছেন।

১১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:১৬

শায়মা বলেছেন: ভাইয়া

এখন থেকে তোমার কবিতা পড়া বন্ধ। মানে কোনোই দরকার নেই কবিতা টবিতা পড়ার।
নয়ত কবিতা পড়ে শেষ মেষ বুঝেই গিয়ে যদি আবার বিয়ে করার ইচ্ছা হয়ে যায়! #:-S এই বয়সে কি সেটা ভালো হবে? :(

এছাড়াও ভাবীর মারধোর খাবারও সম্ভাবনা আছে। মানে তুমিসহ আমাদের নতুন ভাবীটারও। আহারে থাক বেচারার জন্য আমার এখুনি দুঃখ হচ্ছে।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:০০

চাঁদগাজী বলেছেন:



সেটাই ভালো হবে।

তবে, কবিরা যদি নিজেদের কবিতার রেটিং ও রিকোয়ারমেন্ট বলে দেন, তখন জেনে শুনে নিজেরগুলো পড়লাম।

১) সবার জন্য
২) বিবাহিতদের জন্য
৩) অবিবাহিতদের জন্য

১২| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:২১

কথার ফুলঝুরি! বলেছেন: দাঁড়ান চাঁদগাজী সাহেব আগে একটু হেসে নেই তারপর মন্তব্য করি :P

যে কোন বিষয় মানুষের বোঝার ক্ষমতা কিংবা তা বোঝার ধরন প্রতিটি মানুষের ক্ষেত্রে একরকম হয়না । একটি বিষয় একেকজন একেকভাবে নিবে, একেক জনের একেক মতামত হবে এটাই স্বাভাবিক । একভাবে নিলে তো সবাই চাঁদগাজী হয়ে যাবে, সবাই কথার ফুলঝুরি হয়ে যাবে । পার্থক্য রইলো কই । এবং সবকিছু আপনার মনের মত হবেনা এটাও স্বাভাবিক ।

বিবাহ পরবর্তী ভালোবাসার ক্ষেত্রে লাইনটি আমার কাছে বেঠিক মনে হয়নি ।

গল্প উপন্যাস কবিতা এগুলো আমাদের জীবনেরই অংশ । আমরা সাধারণত পড়তে খারাপ লাগবে বলে তেমন কোন বিষয় বা শব্দ ব্যাবহার করিনা লেখায় কিন্তু তাই বলে ব্যাবহার করা যাবেনা তাতো নয় ।

সেই ১৭ জন ব্লগারের মধ্যে আমিও একজন কিন্তু সেই শব্দটি আমার চোখে কেন পরেনি তা নিয়ে ভাবছি কারন আমিতো পোস্ট পড়েই মন্তব্য করেছিলাম ।
:|| তবে আমি যে মন্তব্যটি করেছিলাম তাঁর জন্য অবশ্য পোস্ট টি পড়ার প্রয়োজন পরেনা ।

আপনার আজকের পোস্ট এর ছবিটি সুন্দর ।

"চাঁদগাজী আপনার পোস্টে মন্তব্য করেছেন" এই নোটিফিকেশন টি দেখলেই আতঙ্কিত লাগে :|| এখন অবশ্য প্রতিমন্তব্য নিয়ে টেনশনে আছি :||


০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৩:০৫

চাঁদগাজী বলেছেন:



"চাঁদগাজী আপনার পোস্টে মন্তব্য করেছেন", দেখে টেনশন করার কারণ নেই, আমি যেটুকু পড়ি, বেশ আগ্রহ নিয়ে পড়ি।

আপনার আপুনির কবিতা পড়ার জন্য, আপনাকে বিয়েটা সেরে ফেলতে হবে কিন্তু

১৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:
কমেন্ট নিয়ে আসলেই ঝামেলা ।
ইদানিং আমিউ দেখতে পাচ্ছি লগ ইন কারী ব্লগারদের থেকে কমেন্টকারী ব্লগারদের সংখ্যা অনেক বেশী ।
অনেকেই হয়তবা বিবিধ কারণে ব্লগে বেশীক্ষন লগ ইন অবস্থায় থাকেন না । তবে তাঁরা এসে তাঁদের মুল্যবান মতামত রেখে যান । আমি আরো একটি বিষয় বিস্ময়ের সাথে লক্ষ করি যে অনেকেই বিষয় ভিত্তিক মতামত রাখলেও অনেকেই একেবারে প্রসঙ্গের বাইরে গিয়ে গসিপ টাইপের কথাবার্তা বলে থাকেন । এটা নিঃসন্দেহে বিনোদেন দেয় , পোষ্ট দাতাকেও উৎসাহিত কিংবা অনুপ্রাণীত করে, ব্লগকে সচল ও প্রাণবন্ত রাখে, এ জন্য সকলেই সাধুবাদের যোগ্য বলে মনে করি । তবে আমার কাছে সে সমস্ত কমেন্টই বেশী উপযোগী বলে মনে হয় যে গুলি বিষয় সংস্লিষ্ট হয় ও পাঠকৃত বিষয়েরর প্রতিফলন ঘটে কমেন্টে । কোন পোষ্টের বিষয় বস্তুর উপরে সে গল্প, কবিতা , প্রবন্ধ, নিবন্ধ , ভ্রমনকাহিনী বা ছবিব্লগ যাই হোক না কেন সেগুলির আলোচনা , সমালোচনা কিংভা সেলেখায় প্রয়োজনীয় কোন সম্বনয়তার জন্য কোন নতুন তথ্য , ছবি বা রেফারেন্স যুক্ত করে যদি বিয়য়টির উপরে মতামত দেয়া হয় তাহলে লেখাটির ভিতরে থাকা যৌক্তিক তথ্য নির্ভর পজিটিভ দিক সম্বলিত মুল লক্ষ্য গুলিকে আরো জোড়ালো হয় । অনুরূপভাবে পোষ্টের লেখার ভিতরে থাকা অযৌক্তিক ও অগ্রহনযোগ্য নিভেটিভ দিক গুলিকে ম্লান বা খন্ডানোর জন্য ভদ্রজনোচিত ভাষায় শিষ্টাচারের ভিতরে থেকে কমেন্ট করা হলেও ব্লগিং একটি যতার্থ ভুমিকা রাখে ।

সকলের সাথে আমিউ সহমত যে আপনার পোষ্টগুলিও প্রায় ক্ষেত্রেই ব্লগের এই দৃর্দিনেও মন্তব্যের পরিমান নিয়ে অনেক বেশী এগিয়ে থাকে বলেই দেখা যায় ।

শুভেচ্ছা রইল

০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



আমি শিক্ষনীয় কিছু নিয়ে লিখি না, আমার বিষয়গুলো চলমান ঘটনাপ্রবাহের উপর; এগুলো নিয়ে বিবিধ ধারণা ও ভিন্নমত থাকে, সেজন্য কমেন্ট আসে সহজে; অবশ্য, অনেকে ক্ষিপ্ত টিপ্তও হয়ে থাকেন।

আমার পোষ্টে, বক্তব্যহীন কমেন্টকে আমি নিরুৎসাহিত করছি আজকাল।

শিক্ষনীয় বিষয় নিয়ে এখন আপনি, মাঝে মাঝে আহমেদ জী এস, শায়মা ব্যতিত তেমন কেহ লিখছেন না; অবশ্য আপনার পোষ্টের পরিমাণ খুবই কমে গেছে।

১৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি মন্তব্যের জন্য । আপনি ভাবলেন কিভাবে যে আপনার পোষ্টে শিক্ষনীয় কিছু থাকেনা । একটু মনযোগ দিয়ে দেখলে যে কেও দেখতে পাবে যে এর ভিতরে, পক্ষে বা বিপক্ষে যে যেভাবেই নিক না কেন তাতে অনেক গুলি দিকের প্রতি অতি সংক্ষেপে কিছু নিগুঢ় তথ্য ও তত্ব সম্বলিত কথা থাকে । আপনার লেখার ভিতরে থাকা বেশ কিছু বিষয় নিয়ে আমাকে যথেষ্ট পড়াশুনা করতে হয় , আপনি পড়াশুনার দিগন্তটা দেখিয়ে দেন , সেই দীগন্ত ধরে হেটে হেটে আমি চলে যাই আরো অনেক দুরে , আমাকে ইতিহাস ঘাটতে হয়; প্রাচীন ভারত , মিশরীয় সভ্যতা , বাইজেন্টাইন , ইসলামী খেলাফত , আমিরিকা ,রাশিয়া চীন, বাংলাদেশ , গনতন্ত্র। সমাজতন্ত্. স্বৈরাচার , মুক্তিযুদ্ধ এমনকি ধর্মতত্ব নিয়েও পড়াশুনা করতে হয় । আপনার পোষ্ট টি পাঠের পরে তার প্রভাবে আরো যে কত বিষয় পরবর্তীতে বিভিন্ন লিটারেচার রিভিউ করে জনতে পারি তা বুঝাব কিভাবে । আপনার পোষ্টে মন্তব্য়ের ঘরে তার অনেক কিছই বলা হয়না তবে আমার জানার পরিধি বাড়ে বিবিধ প্রকারে ।

হ্যাঁ ইদানিং লেখার পরিমান কমে গেছে । তবে একটি গুরুত্বপুর্ণ বিষয়ের উপর লিখছি, দু এক দিনের মধ্যেই পোষ্ট দিব বলে ভাবছি ।

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনাকে ধন্যবাদ; আমি সাধারণত পোষ্টের বিষয়কে পরিচিত স্তরে রাখি, পাঠকেরা যেন একটা সাধারণ ধারনা পেতে পারেন; আমি ডিটেইলস'এ যাই না। আপনি প্রধানত একাডেমিক দিক থেকে দেখেন; পাঠকদের মাঝে যাঁরা চান, তাঁরা একটা পরিপুর্ণ চিত্র পেতে পারেন।

সময় করে লিখুন।

১৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৬

ডার্ক ম্যান বলেছেন: একটি সঠিক মন্তব্য অনেক সময় পুরো পোস্টকে ছাড়িয়ে যায়।
কবিতা আমি তেমন বুঝি না তাই মন্তব্য কম করা হয়

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:




মন্তব্যের মুল উদ্দেশ্য হলো আলোচনায় অগশ গ্রহন, লেখককে সাহায্য করা; অনেকেই বুঝে, না বুঝে ইহাকে ফেসবুকের মতো চালায়ে আসছেন।

১৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক দিন পর আপনার কোন পোস্টে হাসির উপকরণ পেলাম। অবশ্য সত্য সবসময়ই তিতা।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৪

চাঁদগাজী বলেছেন:



কিছু পড়ে হাসতে আমারও ভালো লাগে।



১৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৮

নূর আলম হিরণ বলেছেন: সামুর ব্লক থেকে মুক্তি সম্পর্কে তেমন আফডেট আসছে না। কর্তৃপক্ষ কি হাল ছেড়ে দিয়েছে?

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপডট দিলে ভালো হতো, আমরা জানতাম, কি হচ্ছে

১৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: সাধারণত সব পোস্টে আপনার একখানা কমেন্ট থাকবেই !

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৫

চাঁদগাজী বলেছেন:


সময় আছে হাতে, পড়ছি

১৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৪

কর্ণফুলী এক্সপ্রেস বলেছেন: কমেন্ট নামক পোস্টে কমেন্ট পড়ছি

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭

চাঁদগাজী বলেছেন:


ভালো কমেন্ট ব্লগারদের লেখার মান বাড়ায়

২০| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমি মাঝে মাঝে রসের চেষ্টা করি, সময় সময় কস বের হয়ে যায়

আমি বিনা দ্বিধায় বলতে পারি আপনি সামু ব্লগের প্রান। সামু ব্লগের হিরো।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৮

চাঁদগাজী বলেছেন:


আমি আসলে কেহ নই, তরুণ বাংগালীরা কি ভাবছেন, সেটা বুঝার চেষ্টা করছি

২১| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:১৪

বিজন রয় বলেছেন: কয়েক বছর আগেই বলেছিলাম আমাদের চাঁদগাজী সাহেব অনেক জিনিয়াস আর বুদ্ধিসম্প্ন্ন মানুষ, আমার কথা অনেকেই বিশ্বাস করেনি। এখন করে।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


ইহা নিশ্চয় আপনার শেষ ভুল ছিলো না, আরো ভুল হয়েছে ইতিমধ্যেই

২২| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫১

ঠাকুরমাহমুদ বলেছেন:






বিচিত্র কারণে নানা কাজেকর্মে, ব্যাবসায়, পরিবারে, সমাজে আমার নাম সবসময় আগে চলে আসে আমি প্রস্তুতিও নিতে পারিনা - আমার নাম চলে আসায় আমার হাজিরা দেওয়ার জন্য আমাকে দাড়াতে হয়। তবে ব্লগে অনেকে ভালো ভালো কিছু লিখেন ব্লগারদের নাম উল্লেখ করেন, সেখানে আমার নাম আমি মাঝে মাঝে খুঁজি - পরিক্ষার রেজাল্টের মতো নিজের রোল নাম্বার বা গরু হারিয়ে যাওয়া রাখালের মতো নিজের গরুটি সন্ধ্যা নাগাদ খোঁজেও পাই না। শেষে ভাবি যাক বাঁচা গেলো আমার নাম নেই।।

সম্প্রতি সেলিম আনোয়ার ভাই আমাকে কবিতা উৎসর্গ করে চিরো ঋণী করেছেন, চিরো ঋণী করেছেন ব্লগার নিজন রয়, আজ চিরো ঋণী করেছেন আপনি চাঁদগাজী ভাই। এছাড়া আমি ব্লগে আমার পোষ্টে যে কয়েকজনের মন্তব্য খুব আশা করি তাঁরা হচ্ছেন ডঃ এম আলী ভাই, খায়রুল আহসান ভাই, আহমেদ জি এস ভাই, ব্লগার ল, আর একজন তিনি প্রামানিক।

আমার পোষ্ট তেমন একটা মন্তব্য আসে না, মন্তব্যর জন্য আসলে আমি লেখিও না। তবে লিখে আমি আনন্দ পাই, আমার লেখা যারা পড়ছেন তারাও আনন্দিত হোক - এটি আমারও আশা ও প্রত্যাশা।

সবাই ভালো থাকুন-সুস্থ থাকুন-ব্যাস্ত থাকুন। ধন্যবাদ চাঁদগাজী ভাই, ধন্যবাদ সবাইকে।



০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আমি উডাহরণ হিসেবে ২/৪ জনের নাম দিয়েছি মাত্র; এখনও শ'তের বেশী শক্তিশালী ব্লগার এই ব্লগকে জীবন্ত রেখেছেন।

২৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বিশ্লেষণ ধর্মী পোস্ট। পড়ে বেশ আনন্দ পেলাম।

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি ও জাহিদ অনিক ব্লগের ভালোবাসার কবি, প্রেমের কবি; উদাহরণে আপনাদের কথাও বলার দরকার ছিলো; আপনাদের ২ জনের কমেন্ট সুন্দর, মেদহীন।

২৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সামুর মনযোগী পাঠক চাঁদ্গাজী।
আপনার 'ছোট আকারে লেগে যাওয়া'টা আমরা উপভোগ করি।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


কিছু ব্লগার নিজের থেকেও বেশী ওজনের ভারী পোষ্ট দিয়ে থাকেন, এদেরকে সাহায্য করতে হয়।

২৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সবাইকে সার্টিফিকেট দেবার ঠিকাদারি ব্যবসা নিছেন? পপুলার ব্লগিং আর আজাইরা কমেন্ট দিয়ে সামুর হার্ডড্রাইভ ভরানো ছাড়া কাজের কোন পোস্ট তো দিতে দেখি না।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনি মাছির মতো বিরক্তির মানুষ; কিছু লেখেন, সবাই পড়ুক।

২৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এর প্রতি তো দেখলাম ব্লগাররা খুবই নাখোশ। বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ১৯৫২ সালের মানুষেরা অনেক বেশি প্রগতিশীল ছিল। আবদুল্লাহ আবু সায়ীদকে নিয়ে ওই পোস্টটি দেখে আমার তাই মনে হয়েছে।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪০

চাঁদগাজী বলেছেন:


জাতির প্রতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ'এর অবদান বিরাট; উনাকে ড: হুমায়ুন আজাদ, ও জাফর ইকবালের মতো টার্গেট করছে রগকাটারা

২৭| ০৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিয়ে না করে লিভ টুগেদার করলে কি
সেই অনুভূতি আসবে না ???
..............................................................................

০৭ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:১০

চাঁদগাজী বলেছেন:



ঐ কবি থেকে জানতে হবে

২৮| ০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৫

খায়রুল আহসান বলেছেন: ব্লকের কারণে ব্লগে পাঠকের উপস্থিতির সংখ্যা প্রায় এক-অষ্টমাংশে নেমে গেছে, তা সত্ত্বেও কমেন্টের সংখ্যা কমেনি, এটা এই দুঃসময়ে ব্লগারদের জন্য অনেক আশার কথা। যারা অনেক কাঠ খড় পুড়িয়ে ব্লগে এসে আমাদের লেখা পড়ে যাচ্ছেন, মন্তব্য/প্রতিমন্তব্য করে যাচ্ছেন, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। তাদের কারণেই ব্লগটা খুঁড়িয়ে হলেও, পথ চলছে।

আমার পোস্টে গড় পড়তা মন্তব্যের সংখ্যা ৩০-৩৫টি, বিদ্যমান পরিস্থিতিতে আমি এটাকেই সন্তোষজনক গণ্য করি। অন্য যাদের সাথে আমার নামোল্লেখ করেছেন, তারা আমার চেয়ে এ ব্যাপারে অনেক এগিয়ে রয়েছেন। বিশেষ করে ব্লগার শায়মা তো আদিকাল থেকেই মন্তব্য প্রাপ্তির ব্যাপারে সর্বোচ্চ শিখরে তার আসন পাকাপোক্ত করে রেখেছেন, অবশ্যই তার লেখার গুণে এবং মন্তব্যের আন্তরিকতায়। তার প্রতিটি লেখায় হৃদয়ের ছোঁয়া থাকে। আপনার এ পোস্টেও তার মন্তব্যটি (১১ নং) ভাল লেগেছে।

পোস্টের শেষ লাইনটি পড়ে না হেসে পারলাম না! আমি মাঝে মাঝে রসের চেষ্টা করি, সময় সময় কস বের হয়ে যায় - এটা এবং ১২ নং প্রতিমন্তব্যটি পড়েও! :)

পোস্টের ছবিটাকে প্রতীকি মনে হলো। সুন্দর প্রকাশ।

মোটের উপর, আপনার অন্যান্য পোস্ট ও মন্তব্য/প্রতিমন্তব্যের তুলনায় এ পোস্টের বক্তব্য প্রকাশে এবং প্রতিমন্তব্যগুলোতে কস কম বের হয়েছে, তিতাও কম হয়েছে। :)

আমার নামোল্লেখ করে ইতিবাচক কথা বলার জন্য ব্লগার শাহিন-৯৯ এবং ঠাকুর মাহমুদ কে আন্তরিক ধন্যবাদ। সকল ব্লগারের জন্য শুভেচ্ছা---







০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, সামুর চলমান জীবন প্রবাহের উপর আপনার পরিস্কার ধারণা ও অভিজ্ঞতা আছে।

২৯| ১৭ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: কথার ফুলঝুরি! বলেছেন:"চাঁদগাজী আপনার পোস্টে মন্তব্য করেছেন" এই নোটিফিকেশন টি দেখলেই আতঙ্কিত লাগে :||
শ্রদ্ধেয় চাঁদগাজী কথাটি আমার ক্ষেত্রেও প্রযোজ্য ।তবে সেটা শ্রদ্ধা মিশ্রিত ভয় ।আপনার প্রতিটি কমেন্টেই মূল্যবান দিক নির্দেশনা থাকে । আপনার প্রতিটি পোষ্ট আমি পড়ি কিন্তু ভয় মিশ্রিত একটা অনুভূতি কাজ করে।তাই মন্তব্য করি না ।কে জানে কি না কি ভূল করে ফেলি।ব্যপার এরকম যেমন আমার বাবার সাথে আমার সম্পর্ক ছিলো। সেখানে ভয় ভালোবাসা সব কিছু আছে ।
খুব দ্রুত আপনি সেফ হন এই কামনা করি।
ভালো থাকবেন

১৭ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


আমি পোষ্ট পড়লে, পোষ্টের গুণাবলীর উপর কমেন্ট করার চেষ্টা করি; নিজের লেখার মানের কথা না ভেবেই অনেক ব্লগার শুধুমাত্র সুন্দর মন্তব্য আশা করেন, সেখানে কিছু কিছু ব্লগার হতাশ হয়ে থাকেন।

সামু আমাকে জেনারেল করেছে, সামু আবার ছেড়ে দেবে, এটা তেমন কোন সমস্যা নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.