![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
কিছু কিছু বাংগালী মানুষ নিজের মায়ের থেকে শাশুড়ির খবর নাকি বেশী রাখে; এর পেছনে কারণ থাকতে পারে, কিছু কিছু বাংগালী বউ নাকি জল্লাদের মতো; তাই হয়তো, শিকড়ে পানি ঢালে যাতে লাউগাছ সবুজ থাকে। ড: কামাল সাহেবের অবস্হাও অনেকটা সেই রকম, উনার উচিত টুংগী পাড়া যাওয়া, উনি ডালিম হাতে কাশিমপুরের জেলের গেটে দাঁড়িয়ে আছেন।
উনি হয়তো বটতলার উকিল হতেন, শেখ সাহেব উনাকে ধরে এনে বাংলাদেশের সবচেয়ে বড় বড় পদ দিয়েছেন; সেসব কাজে লাগায়ে উনি বিশ্বের বড় বড় উকিলদের খাতায় নাম লেখায়ে ৩০০ কোটীর মতো ক্যাশ বানায়ে, উহার উপর শুয়ে বসে দিন কাটাচ্ছেন। সুখে থাকলে ভুতে কিলায়; উনার গুরুকে যেই পক্ষ বিনাশ করেছে, সেই পক্ষের বউ'এর জন্য চোখের পানি ছাড়ছেন!
উনি নাকি বিএনপি'র মাথা থেকে জামাতকে নামানোর জন্য বেগম জিয়ার সাথে আলপ করবেন! বেগম জিয়া আছেন নিজ কষ্ট নিয়ে, এসব নিয়ে মাথা ঘামানোর দায়িত্ব দিয়েছেন ছেলেকে; ছেলে হলো ডিজিটাল সভাপতি, লন্ডনে বসে ইন্টারনেট দিয়ে বিএনপি চালায়! ড: সাহেব মরা গাছ জড়ায়ে ধরে কাঁদতে গেছেন।
বিএনপি এখনো ড: কামাল হোসেনের দলের তুলনায় হাতী, আসলে মরা হাতী; এই মরা হাতির সাময়িক মাহুত হয়েছেন আমাদের ড: সাহবে; উনার সমস্যা হচ্ছে, মরা হাতি এমনিতে হাঁটে না, উহার আবার উপর সওয়ার হয়েছে জামাত; জামাত হলো আরব্য উপন্যাসের দৈত্যের মতো, ঘাঁড়ে চড়লে আর নামে না। ইহাকে উনি নিজে সরাতে পারছেন না, বেগম জিয়ার সাহায্যের দরকার।
ড: সাহেব বুঝতে পারছেন না, বিএনপি'র এই অবস্হা কেন, ঘষা দিলে কাজ হয় না কেন? উনি ভুল যায়গায় দৌড়াচ্ছেন, বিএনপি'র শক্তি বেগম জিয়া ছিলো না কোনদিন; বরং বিএনপিই ছিলো বেগম জিয়া ও ডা: বদরুদ্দোজা সাহবেদের জন্য আলাদিনের প্রদ্বীপ, আর উহার মুলশক্তি ছিল ঢাকা কেন্টনমেন্টের দৈত্যরা; উহারা এখন এই প্রদ্বীপের মালিকের চাকর নন।
ড: কামাল আসলে কিছুই ছিলো না, অন্ধকারের উপগ্রহ ছিলো, শেখ সাহেবের আলোয় উনাকে আকাশ দেখা গিয়েছিলো; এখন আলোকের উৎস নেই, উনি আধারের উপগ্রহ, নিজের কোন আলো নেই। এখন আলো ধার করতে যচ্ছেন আরেক মৃত উপগ্রহের কাছ থেকে।
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
মাঝখানে বিভ্রান্তি ছড়াচ্ছেন
২| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০১
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিএনপির জামাত ঘাড় থেকে নামাতে চাইলে অনেক আগেই নামিয়ে দিতো।
এখন নামাবে না, ড: সাহেব ভুল স্বপ্ন দেখছেন।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
জামাত বিএনপি'কে হজম করে ফেলেছে, ড: কামাল সাহেব বিএনপি'র হাঁড়গুলোকে নিয়ে হযরত শাহ জালালের মাজারে যাবার কথা ভাবছেন বোধ হয়।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন: একটি শিক্ষিত মানুষ কতোটুকু লোভী হতে পারেন তার উজ্জল দৃষ্টান্ত! - না, আসলে বলতে হবে “নিকষ কালো অন্ধকার দৃষ্টান্ত ড: কামাল হোসেন সাহেব”।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৩
চাঁদগাজী বলেছেন:
এরা বাংগালীর ১ম ধনী জেনারেশন, যক্ষ হয়ে বেঁচে থাকবেন।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪০
মোঃ ইকবাল ২৭ বলেছেন: ভাষা গুলো খুবই মজার। ভাল লাগল, মজা পেলাম।ডঃ সাহেব ছাড়াও আরো কয়েক জন আছে যাদের নিজস্ব কোন আলো নেই, মাঝে কিছু আলোকিত হয়েছিল অন্যের আলোতে। এখন আবার আঁধারের উপগ্রহ।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
এরা স্বাধীনতার সুযোগটা ভালো করে উপভোগ করছে।
৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫৪
শাহিন-৯৯ বলেছেন:
পোস্টোর বাহিরে দুইখানা প্রশ্ন করি, ১) বঙ্গবন্ধু যদি নির্বাচনে জয়লাভের পরে ক্ষমতা হাতে পেত মানে প্রধানমন্ত্রী হতেন তাহলে উনি স্বাধীনতার ডাক দিতেন? আলাদা রাষ্ট্রের কথা ভাবতেন?
২) বঙ্গবন্ধু মধ্যবিত্ত ঘরের সন্তান ছিল, তাঁর পূর্বপুরুষরা কেউ বড় আকারের নেতা ছিল বলে জানা নেই, তিনি কিভাবে এত বড় নেতা হয়েছিলেন?
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
১) ১৯৭১ সালে সরকার গঠন করতে পারলে, তখন স্বাধীনতার কথা বাংগালীরা তুলতেন না, শেখ হসাহেব স্বাধীনতার ডাক দিতেন না; তবে, আলাদা রাষ্ট্রের ভাবনা থেকে যেতো; কারণ, বাংগালীরা আলাদা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলো
২) ১৯৪৮ সাল থেকেই বাংগালীরা 'জাতীয়বাদীতার' দিকে ঝুঁকছিলেন; আইয়ুবের ভুলগুলো উহাকে ত্বরান্নিত করে; বাংগালীরা তখ জাতীয়বাদী নেতা হিসেবে উনাকে সামনে পেয়েছিলেন; বাংগালীরা উনাকে নেতা বানায়েছিলেন।
৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: পোষ্টে যা বলেছেন তার সাথে দ্বিমত করার প্রশ্নই আসে না।
এরকম ঝরঝরে সত্য কথা আজকাল খুব কম লোকই বলে।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা কম বুঝেন, কিংবা অধিক বুঝেন, স্বাভাবিক বাংগালীর পরিমাণ আসলেই কম।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:০৬
আবদুল মমিন বলেছেন: আলোচনা সমালোচনা যে যাই করুন না কেন পোস্টে দেয়া ফটো টা দেখে ই কেন যানি কামাল সাহেবের কথা মনে পড়ল ।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৩
চাঁদগাজী বলেছেন:
রাজনীতিবিদ হিসেবে এটাই উনার প্রতীক।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৮
কিরমানী লিটন বলেছেন: সহমত পোসন করছি.....
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২২
চাঁদগাজী বলেছেন:
দেশের যেই কঠিন রাজনৈতিক অবস্হা, সেখানে ড: কামাল সাহেবের করার কিছু নেই; করার থাকলে উনি শেখ হাসিনার সাথে করলেই ভালো হতো; কারণ, শেখ হাসিনাকে সরায়ে উনি করবেন, সেটা সম্ভব নয়, উনার ঐ রকম ইমেজ নেই।
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫৫
আল ইফরান বলেছেন: এ কে ব্রোহী সাহেবের কন্যাকে বিবাহের সুবাদে (মেধাবী অবশ্যই ছিলেন) উনি স্বাধীন বাংলাদেশের আদালত অংগনে আলাদীনের চেরাগ পেয়ে যান।
২৭ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:০৩
চাঁদগাজী বলেছেন:
সঠিক, উনি বিয়ে করে এলিট হয়েছিলেন।
১০| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: উনি নিজের প্রথম সর্বনাশ করেছেন শেখ হাসিনাকে রাজনীতিতে এনে। তেনারা যদি তখন সুপারিশ করে শেখ হাসিনাকে রাজনীতিতে না আনতেন তাহলে বাংলাদেশে পারিবারিক রাজনীতি শুরু হত না। দ্বিতীয়বার উনি সর্বনাশ করেছিলেন বড় দল ছেড়ে গণফোরাম করে। এরপর জাতিকে তেনার আর কিছু দেয়ার ছিল না। তারপরও ২০১৮ সালের নির্বাচনে তেনার সর্বশেষ একটা সুযোগ ছিল বৃহৎ কিছু করার। কিন্তু সেটা আর হল না ইলেকশান ইঞ্জিনিয়ারিং-এর কারণে। এখন উনার উচিত অবসরে যাওয়া। জীবনটা ৯০+ হওয়াটাই সেরা সাফল্য...
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, উনি শেখ হাসিনাকে রাজনীতিতে আনেননি; শেখ হাসিনা নিজের চেষ্টায় এসেছেন; উনি শেখ হাসিনাকে যদি আনার চেষ্টা করলে, জে: জিয়া কোনভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশে আসতে দিতেন না।
উনার যদি মানুষের জন্য সামান্যতমও ভালো কিছু করার ইচ্ছা থাকতো, উনি সেটা শেখ হাসিনাকে জানাতেন।
১১| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০১
রাজীব নুর বলেছেন:
বর্তমানে আমাদের দেশের অবস্থা এরকম।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
চাঁদগাজী বলেছেন:
সরকার ও জনতা বিপরিতমুখী হয়ে গেছে; দেশে বাংগালী সংস্কৃতির বিপক্ষের লোকজন বেড়ে গেছে।
১২| ২৭ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৩
শোভ বলেছেন: ......যেহেতু পানি থেকে উঠেছেন সেহেতু দেখা করতে যেতে পারেন আবার নাও পারেন । শাহিন ৯৯ সাহেব কে বলছি আপনি কি ৬ দফা পড়ে দখেছেন ? চাঁদগাজি সাহেব (ভাই) বিগত ৭ -৮ মাস আপানার কোন লিখে খেতে পারিনি , আজ পেটপুরে খেলাম । খুব ভাল লাগল ।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
শাহীন-৯৯'দের রাজনৈতিক ধারণা, দেশ চালাবে মিলিটারী, মিলিটারী গণতন্ত্র টাকা প্রসব করে
১৩| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১২
তারেক ফাহিম বলেছেন: সামু বন্ধ থাকায় পড়া ও লিখার অভ্যাস কমে গেল।
উহাকে জিবীত করার জন্য টিপস্ চাচ্ছি।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
চাঁদগাজী বলেছেন:
সামু ব্লকমুক্ত হওয়ার পর, আমি সেটা নিজ চোখে দেখছি: আগের অনেক অভিজ্ঞ ব্লগার কিছুটা হোঁছট খাচ্ছেন; এটা কেটে যাবে। আপনি যেই বিষয়ের উপর পরিস্কার ধারণা রাখেন, সেই বিষয়ে লেখেন, তা'হলে সমস্যা তেমন হবে না।
১৪| ২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আরেক জন রাষ্ট্র বিজ্ঞানী সাবেক ভাইস চ্যান্সেলর মহোদয়কে আজকাল চুপ হয়ে গেছেন। তাকে কোনো কথাই বলতে শোনা যায় না। মনে হয় রাষ্ট্রপতি হবার আশা ছেড়ে দিয়েছেন।
২৭ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
চাঁদগাজী বলেছেন:
ইনি ১৫ই আগষ্টের কেক বেশী খেয়ে ফেলেছেন; এখন অজগরের ন্যায় হজমের জন্য সময় নিচ্ছেন।
১৫| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:২০
অপু দ্যা গ্রেট বলেছেন:
স্যার আপনার কি মনে হয় না । দেশের জনগন এখন এক প্রকার রোবটের মত বেচে আছে ।
২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৫২
চাঁদগাজী বলেছেন:
দেশের মানুষ রাজনীতি থেকে উপকৃত না হয়ে, ক্ষতিগ্রস্ত হচ্ছে; ইহা থেকে বের হওয়ার দরকার আছে; কিন্তু ড: কামাল মানুষের মুক্তির কেহ নন, উনি ডা: জাফর উল্লাহ, বসুন্ধরা, বেক্সিমকো, ডা: বদরুদ্দোজাদের রাজনীতির লোক, সাধারণ মানুষের কেহ নন।
১৬| ২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ২:২০
ডঃ এম এ আলী বলেছেন:
ড.কামালকে যারা কিছুকাল আগেও মাকাল ফল বলে বলে মুখে ফেনা তুলে ফেলত, তারাই এখন তার পিছে কেন ঘুরে
সকাল বিকাল, আর কি করলে জনতা এটা বুঝবে। অনেকেই বলাবলি করছে কামালের চারদিকের রত্নগুলি সকলেই
নাকি সরকারের অনুকম্পাপ্রাপ্ত একটি বিরোধি প্লাটফরম যাদের মুল কাজ হলো দেশে সত্যিকারভাবে বড় মাপের কোন
রাজপথের আন্দোলন গড়ে উঠতে না পারে ।
২৮ শে অক্টোবর, ২০১৯ ভোর ৪:৩১
চাঁদগাজী বলেছেন:
ড: কামাল হোসেন ন্যায়ভাবে ৩০০ কোটী আয় করেছেন, উনি কোন আন্দোলনে যাবেন না; ডা: জাফর উল্লাহ বাংলাদেশে সরকারের অনুগ্রহে ডলারের আধা বিলিও নিয়ার, উনি আন্দোলনে যাবেন না; আমান উল্লাহ আমানের পুরো টাকাই বিনা চাকুরীতে অর্জিত, উনি আন্দোলনের কথা শুনলে বিদেশে চলে যাবেন।
এরা বাংলাদেশের এলিট; এলিটারা কি মানুষের অধিকারের জন্য আন্দোলন করে?
১৭| ২৯ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৪
বিষাদ সময় বলেছেন: “ড: কামাল হোসেন” না “ড. কামাল হোসেন” হবে?
২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৩
চাঁদগাজী বলেছেন:
২ টাই তো ব্যবহার করা হয়, মনে হয়
১৮| ২৯ শে অক্টোবর, ২০১৯ ভোর ৬:৪১
ঠাকুরমাহমুদ বলেছেন: চাঁদগাজী ভাই,
একটি কথা প্রচলিত ছিলো - “যে যতোবড় অভিনেতা, যে যতোবড় মিথ্যাবাদী সে ততো বড় রাজনীতিবিদ” এই কথার সত্যতা কতোটুকু?
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২৮
চাঁদগাজী বলেছেন:
এটা অসৎ মানুষের বেলায় সত্য।
রাজনীতিবিদরা বিশ্ব চালান, আধুনিক সভ্যতায় ওদের বড় অবদান আছে
১৯| ২৯ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাই তো রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা-মাতা, সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই। ’ বুখারি। হাদিসের এ দাবি প্রতিফলিত হয়েছিল সাহাবিদের বাস্তব জীবনে। রসুলুল্লাহ (সা.) ছিলেন সাহাবিদের কাছে তাঁদের জীবনের চেয়েও প্রিয়। হজরত ওমর (রা.) রসুল (সা.)-কে বললেন, ‘হে রসুল! আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি তবে আমার নিজের চেয়ে বেশি নয়
রসুল (সা.) বললেন, আল্লাহর শপথ! তোমার নিজের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে হবে। তখন ওমর (রা.) বললেন, এখন আমি আপনাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। অতঃপর রসুল (সা.) বললেন, হে ওমর! তাহলে এখন ঠিক আছে। ’ বুখারি।
২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
তখনকার আরবে, লেখা পড়া জানতো কেহ না, কি ঘটেছে সঠিকভাবে জানা সম্ভব নয়; তবে, অনুমান করা সম্ভব। আরবদের ইতিহাস বলছে, ঐ সময় আরবরা অত ভালো ছিল না, যা মানুষ এখন বলছেন।
২০| ৩০ শে অক্টোবর, ২০১৯ ভোর ৫:১৫
মেঘলা আকাশ বিষন্ন মন বলেছেন: পাপনের ফাসি চাই
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:২৭
চাঁদগাজী বলেছেন:
রশিটা কে কিনে দেবে?
২১| ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৭
বাংলার জামিনদার বলেছেন: উনি ময়লা ঘেটে কিছু ইনকামের ধান্দায় আছেন।
২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:০৮
চাঁদগাজী বলেছেন:
উনার টাকা যক্ষের ধনে পরিণত ক্সহবে।
২২| ১৭ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩০
ল বলেছেন: চমৎকার কথা।।।
২২ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:১০
চাঁদগাজী বলেছেন:
এই লোকগুলো নিজের জন্য ভাবেন শুধু
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন: ড: কামাল আসলে কিছুই ছিলো না, অন্ধকারের উপগ্রহ ছিলো, শেখ সাহেবের আলোয় উনাকে আকাশ দেখা গিয়েছিলো; এখন আলোকের উৎস নেই, উনি আধারের উপগ্রহ, নিজের কোন আলো নেই। এখন আলো ধার করতে যাচ্চেন আরেক মৃত উপগ্রহের কাছে। - এটিই সত্য। চিরো সত্য।