নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বেগম জিয়ার বুড়ো হাঁড় কেন জেলে?

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৪



আমার মনে হয়, উনার কমনসেন্সের অভাব ছিলো, উনি কেক বেশী খেয়ে ফেলেছেন, বিএনপি'র বেকুবদের বেশী বেশী কেক খাওয়ায়েছেন! ড: এমজুদ্দিন সাহেব, গয়েশ্বর রায়, ড: খোন্দকার মোশারফ, মওদুদ, আমান উল্লাহ আমানেরা বেশী বেশী কেক খেয়ে ফেলেছে। বাংলাদেশে ৩ কোটি টাকার এতিমখানা না করলে কেহ জেলে যায়? বাংলাদেশের কোন নাগরিক এতিমের জন্য কাঁদছে? ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়, কত শিশু এতিম হয়েছিলো; ওদের জন্য শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবকে কাঁদতে দেখেছেন? আপনি একবেলা কেঁদেছেন? শেখ হাসিনা কি কিছু এতিমের জন্য কেঁদে সুধা সদন ভাসিয়ে দিচ্ছেন? এতিম মেতিম কিছু না, গলায় কেক লেগেছে!

এতিমদের জন্য বাংগালীরা কাঁদে না, এতিম কিশোরীকে বাংগালীরা চাকরাণী বানায়, যাতে উনাদের সবল স্ত্রীরা দিনের ১২টা অবধি ঘুমাতে পারে; এতিম বালকেরা ঘরের চাকর হয়, না হয় টোকাই হয়; মোল্লারা কিছু এতিমের গতি করেছে, মাদ্রাসায় পড়ায়েছে আরবী টাকায়; ড: মুতাসির মামুনরা এতিমদের জন্য কিছু করেনি, শেখ হাসিনাও কিছু করবেন না; বেগম জিয়ারও কিছু করার কথা নয়। কিন্তু উনার সৌভাগ্য, এতিমদের জন্য জেলে গেছেন।

বাংলাদেশে যারা রাজনীতি করেছে, সবাই কমবেশী রাজনৈতিক থেকে শুরু করে ক্রিমিন্যাল আইনে অপরাধ করেছে; কারো বিচার হয়নি তেমন: হয়েছিলো জেনারেল এরশাদের ও বেগম জিয়ার। জেনারেল এরশাদের হাত সিআইএ অবধি লম্বা, উনি শেষ অবধি বেরিয়ে গেছেন, বাংলাদেশের রস বের করে উহা খেয়ে গেছেন। বেগম জিয়া সব রাজনীতিবিদের সমান অপরাধ করেছিলেন, উহা মেনে নেয়া যেতো; কিন্তু কেক খেয়ে সব গুলায়ে দিয়েছেন।

উনার বিচারটা জাতির জন্য সিম্বোলিক; উনি ১৯৭৫ সালের হত্যাকান্ডের বেনিফিসিয়ারী, ও ২০১৬ সালে অগ্নিবোমার জননী। অগ্নিবোমায় ২ 'শতের বেশী মেয়ে পংগু হয়ে গেছে, এদের বিয়ে হয়নি, হবে না; উনি এদের জন্য সহানুভুতিও প্রকাশ করেননি; এই কারণে উনাকে জেল থেকে মুক্তি দেয়া ঠিক হবে না; উনাকে মুক্তি দিয়ে শেখ হাসিনা সেই অপরাধের ভাগী হবেন।

বাংলাদেশে, বেগম জিয়াই রাজনৈতিক বিচারের একমাত্র সিম্বোল, জাতি এই সিম্বোল হারাতে পারে না; ভবিষ্যতে যে আরেকজন রাজনীতিবিদের বিচার হবে, সেটার নিশ্চয়তা নেই! শুধু সেইদিকে খেয়াল রেখে, ও ২০১৬ সালের আগুনে পোড়া মেয়েদের কথা স্মরণে রেখে উনাকে জেলে রাখা উচিত। উনাকে উনার নিজ বাড়ীতে বন্দী করে রাখা ঠিক হবে। উনি আপোস করলে, উনার কোটী সন্তান অপমান বোধ করবেন; উনি মরলে জেলেই মরুক, উনার কিংবদন্তি বেঁচে থাকুক।

মন্তব্য ৭৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:



চাঁদগাজী ভাই,
লেঃ জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ বেগম খালেদা জিয়াকে ঘর বাড়ী গাড়ী দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন, সন্তানদের শিক্ষার ভার নিয়েছিলেন সরকার তথা দেশ। বেগম জিয়া তার উপকারের শোধ নেন লেঃ জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদকে জেলে পুরে দিয়ে। - just i need to say to the moment “you have to be pay the price”


০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


জেনারেল এরশাদ বেগম জিয়ার গরু মেরে জাতির টাকায় জুতা কিনে দিয়েছিলেন।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




highness begum khaleda zia “you have to be pay the price” whatsoever you have done to the least, there is no excuse for injustice “you have to be pay the price” in this world and rather than - - - -

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


শেখ হত্যার বিচারের আগে জেনারেল জিয়াকে চলে যেতে হয়েছে; বেনিফিসিয়ারী হিসেবে উহা বেগম জিয়ার ঘাঁড়ে এসে পড়েছে।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন:




রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়িয়ে সংসদে বাংলাদেশের সড়কে মহা সড়কে চলার অপরাধে বেগম খালেদা জিয়ার ৫০০ বছরের সাজা হওয়া উচিত। সেটা জেলে হোক আর তার বাড়িতে। সাজা হওয়া উচিত ৫০০ বছরের। এই দেশে রাজাকারের চাষাবাদ করেছেন বেগম খালেদা জিয়া আর আর তার পুত্রধন তারেক জিয়া।

চাঁদগাজী ভাই, সাহসের একটা সীমা পরিসীমা আছে। বেগম খালেদা জিয়া তারেক জিয়া, মামুন, আমান, খায়রুল, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর গং সাহসের সীমা অতিক্রম করেছেন।



০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


রাজাকারদের মন্ত্রীসভায় এনে উনি অমার্জনীয় অপরাধ করেছেন, উনাকে ছেড়ে দিলে শেখ হাসিনা ভুল করবেন।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩৯

রুমী ইয়াসমীন বলেছেন: তাহার মানে আসল দোষ হইল গিয়া বেগম জিয়ার কেক খাওয়া নিয়া! হা হা হা হা....
সবই হিংসাত্মক কাহানি!!!
গুড! দেশ এগিয়া গিয়াছে.... :P

০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


জাতীয় নেতার হত্যার দিনে উল্লাস কি হিংসাত্মক কাজ নয়? আপনিও কেক খাওয়ার দলে?

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বেগম খালেদা জিয়া ১৫ই আগষ্ট কেক খেয়েছেন সদলবলে। রাষ্ট্রের কাছে আবেদন বেগম খালেদা জিয়াকে তিন বেলা তাঁর পছন্দের কেক দেওয়া হোক। অন্য কোনো খাবার নয়।


০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৪

চাঁদগাজী বলেছেন:


বয়স্ক হিসেবে উনাকে উনার বাড়ীতে আসতে দেয়া ঠিক হবে

৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাংলাদেশে এতিমদের টাকা, সাধারণ মানুষদের টাকা মেরে খাওয়ার অপরাধে, রাজনীতিবিদ বা অন্যান্যদের বিচার হয়না; শাস্তি হয়না বলে যারা বেগম জিয়ার শাস্তি চান না; তাদের বেশিরভাগই দলান্ধ!
বেগম জিয়ার বেশকিছু ভুল আছে। এর মাশুল তিনি দিচ্ছেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৬

চাঁদগাজী বলেছেন:


উনার ও অনেক রাজনীতিবিদের অপরাধকে অনেক বাংগালীরা অপরাধ হিসেবে নেয় না; এরা জাতির ভুলাংশ

৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১১

বঙ্গদুলাল বলেছেন: স্যার, আশা করি ভালো আছেন। বাংলাদেশ রক্তের ঋণ(Bangladesh Rokter Rin) অ্যান্থনি মাসকারেনহাস(Anthony Mascarenhas) রচিত গ্রন্থটি পড়া থাকলে আপনার মূল্যায়ন লিখুন সংক্ষেপে।৩,৭ নভেম্বর, বীর মুক্তিযোদ্ধা শাফায়াত জামিল,কর্ণেল তাহের, খালেদ মোশাররফ, জেনারেল জিয়া নিয়ে আপনার মূল্যায়ন লিখুন। সঠিক ইতিহাস নিয়ে কোন ভালো,গ্রহণ‌যোগ্য লেখকের বই থাকলে সাজেস্ট করুন।প্রতিটি ঐতিহাসিক দিন নিয়ে আপনার লেখা চাই।অজস্র সম্মান এবং শুভকামনা আপনার প্রতি।আপনার দীর্ঘায়ু কামনা করি।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৮

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ রক্তের ঋণ(Bangladesh Rokter Rin) অ্যান্থনি মাসকারেনহাস(Anthony Mascarenhas) রচিত গ্রন্থটি আমি পড়িনি। ঐতিহাসিক দিন গুলো নিয়ে লিখবো; ভালো থাকুন

৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১১

রুমী ইয়াসমীন বলেছেন: লেখক বলেছেন:


জাতীয় নেতার হত্যার দিনে উল্লাস কি হিংসাত্মক কাজ নয়? আপনিও কেক খাওয়ার দলে?"

হা হা হা হা.... এমন ভাবে বলছেন চাঁদ দাদু, মনে হচ্ছে জীবনেও কেক খাইনি তাই কেক খাওয়ার দল করব!!! :P :P :P

বুঝাতে ও বলতে চাইছিলাম এতো কাহানি ও শীবের গীত গাওয়ার কী দরকার ছিল, সরাসরি এটা বললেই তো হতো, জাতীয় নেতার হত্যার দিনে উল্লাস করে কেক খাওয়ার দায়ে বেগম খালেদা জিয়ার যাবজ্জীবন কারাদন্ড তাইলে কেউ আর টু শব্দ করারও মুখ থাকত না।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪০

চাঁদগাজী বলেছেন:



পোষ্টের ১ম বাক্যে সেটাই বলেছি; বেগম জিয়ার অন্য অপরাধ শেখ হাসিনাকে নাড়া দেয়নি, মনে হয়; কেকই সমস্যার সৃষ্টি করেছে।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৭

সূচরিতা সেন বলেছেন: মাঝে মধ্যে কেক খাওয়া ভালো । টা কাকু আছেন কেমন ?

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি, ধন্যবাদ।

সমান্য কমনসেন্স না থাকলে, এত বড় দল ও জাতি চালানো কি সম্ভব?

১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৪

সূচরিতা সেন বলেছেন: সমস্যা ওখানেই কাকু দুজনেই বুড়ি হয়ে গেছেন ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:




সমস্যা হলো, উনারা ২ জনই ২ ফুটবল দলের মালিক; নতুন দল করাও সম্ভব হয়নি

১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




১৯৭৫ সালের ১৫ অগাস্ট জাতির জনককে হত্যার দিনটিকে বেগম খালেদা জিয়া তার জন্মদিন হিসেবে পালন করে আসছিলেন ৯০ দশক থেকে। তবে এই দিন আদৌ তার জন্ম হয়েছিল কি না, এ নিয়ে বিতর্ক আছে। বিএনপি নেত্রীর জন্মদিন হিসেবে একাধিক তারিখের তথ্য আছে।

১৯৯১ সালে বিএনপি নেত্রী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেয়া তথ্যে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের করা প্রতিবেদনে জন্মদিন হিসেবে ১৯৪৭ সালের ১৯ আগস্টকে জানানো হয়। তবে তার আরও চারটি জন্মদিবস পাওয়া যায়।

১। বিএনপি নেত্রী মেট্রিক পারীক্ষার নম্বরপত্রে জন্মতারিখ হিসেবে উল্লেখ রয়েছে ৫ সেপ্টেম্বর, ১৯৪৬।

২। বিয়ের কাবিননামায় আছে ১৯৪৪ সালের ৯ আগস্ট।

৩। ২০০০ সালের ভোটার তালিকার তথ্য বিবরণী ফরমে বিএনপি নেত্রী তার জন্মদিন হিসেবে ১৯৪৬ সালের ১৫ আগস্টের কথা উল্লেখ করেন।

৪। খালেদা জিয়ার পাসপোর্টে জন্মদিন হিসেবে উল্লেখ আছে ১৯৪৬ সালের ৫ আগস্ট।


০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:


জন্মদিন যেকোনদিন পালন করা যায়, ইহাই কমনসেন্স।

ড: এমাজুদ্দিন সাহেব, গয়েশ্বর রায়কেও জেলের কেক খাওয়ানোর দরকার ছিলো।

১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
শুনলাম ব্লগ দিবসে ঢাকা আসছেন ...?

০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২২

চাঁদগাজী বলেছেন:



ইচ্ছা ছিল, সম্ভব হবে না, শরীর নিয়ে সামান্য সমস্যা আছে।

১৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
আপনার জ্ঞাতার্থে জানচ্ছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে “কারা বেকারী” আছে। কারা বেকারিতে কেক বিস্কুট ব্রেড কারাগারে বিভিন্ন মেয়াদে কারারত কয়েদী প্রস্তুত করে থাকেন। আশা করি খালেদা জিয়া সহ তার সাঙ্গ পাঙ্গ যারা কারাগারের ভ্রমণ করেছেন তারা কারা বেকারির কেক ভক্ষণ করে থাকবেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৪:২৫

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনাকে কষ্ট দেয়ার জন্য উনারা কেক কাটতেন; এখন বুঝুক।

১৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাকিম নড়ে তো হুকুম নড়ে না,
.........................................................
ছোট বেলায় মুখস্ত করেছি তোতা পাখির মতো,
এখন শিখছি, বাবরী মসজিদ রায় পক্ষে নেবার জন্য
হাকিম নড়েছে, হুকুম ও নড়েছে ।
.............................................................................
রাজনীতি ও স্বার্থর কাছে সর্বত্র আইন ধুলায় গড়াগড়ি

০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৬:৫৩

চাঁদগাজী বলেছেন:



বাবরি মসজিদ, বেগম জিয়ার রাজনীতিতে আগমণ, জেল, সবকিছু রাজনৈতিক ব্যাপার; রাজনৈতিক ব্যাপারগুলো এই রকমই হয়।

১৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

রাবেয়া রাহীম বলেছেন: কেক কাহিনী পড়ে হাসতেই আছি।

আপনার শরীর এখন কেমন আছে?

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



আমি ভালো আছি; আশা করছি, আপনিও ভালো আছেন! নিউইয়র্কে এতো শীত কে আনলো?

উনার আশেপাশে ড: এমাজুদ্দিন সাহবে ছিলেন, ৭/৮ জন জেনারেল ছিলেন, কয়েক'শ সেক্রেটারী ছিলো; এসব বেকুবরা কি কেক নিয়ে সমস্যা দেখেনি?

১৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বেগম জিয়া রাজনীতির কলঙ্ক। তাকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা' অপর্যাপ্ত।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:১৫

চাঁদগাজী বলেছেন:


উনি নিজের ওজন বুঝতে পারেননি।

১৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: এতিমদের জন্য নব্য ধনীরা এবং দূর্নীতিবাজরা এতিমখানা ও মাদ্রাসা করেন।
এমন কি বহু দূর্তিনীবাজদের একটা করে এতিমখানা আছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

চাঁদগাজী বলেছেন:


একেবারে খারাপ নয়

১৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৬

রাজীব নুর বলেছেন: আমার মন হয় খালেদা জিয়ার উপর রাগটা আপনার খুব বেশি।
খালেদা জিয়ার চেয়ে বহু লোক খারাপ কাজ করেছে তারা কিন্তু বেশ ভালোই আছে।
তাছাড়া উনি এখন বৃদ্ধা। যে কোনো সময় চলে যাবেন।
তার প্রতি একটু নমনীয় হোণ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

চাঁদগাজী বলেছেন:



দেশের গরীব মানুষের সন্তানেরা যুদ্ধ করে দেশ এনেছিলো, আশা করেছিলো ভালো থাকবে; যাদের হাতে মুক্তিযোদ্ধারা প্রাণ হারালো, যাদের হাতে আমাদের নারীরা সন্মান হারালো, ঐ রাজাকারদের তিনি সরকারে স্হান দিলেন, আমার রাগার কারণা আছে নিশ্চয়ই।

১৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৪৮

হাবিব বলেছেন: ফখরুল সাহেবদের আন্দোলন হবে ঈদের পর। কোন ঈদ সেটা কিন্তু বলা হয়নি

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



বেগম জিয়া রাজাকারদের সরকারে এনেছিলো, ফখরুল সেই বেগম জিয়াকে মুক্ত করতে চায়? উনাকেও কাশিমপুরে থাকতে হবে

২০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৫

কামরুননাহার কলি বলেছেন: খালেদা জিয়া তো এতিমদের মাত্র তিন কোটি টাকা আত্মসাধ করেছে। কিন্তু এটা তো দেখেন যে, প্রতিদিন এতিম, অসহয় মানুষের কোটি কোটি টাকাগুলো লুটে খাচ্ছে। সেই বিচার টা কিভাবে করবেন,আপনি। এইসব দুর্নীতিবাজদের তো জেল খাটা না সোজা গলায় ফাসি দিয়ে ঝুলানো উচিত। আসলে কি বলবো আপনি তো আবার দেশের বাইরে থাকেন দেশের খবরতো আর ভালো করে রাখেন না। দেশ যে এখন গোল্লায় যাচ্ছে সে খবর তো আর রাখেন না।

দু’তিন বছর ধরে শুনে আসলাম দেশে নাকি দরিদ্র মুক্ত হয়েছে। কিন্তু সেই দিন খবরে শুনলাম বিশ্বব্যাংক তথ্য দিলো ১৫টি দেশের মধ্যে একটি দেশের মধ্যে ও নাই বাংলাদেশ। তাহলে কি মুক্ত করলো তারা, ঐ দলের ফকিরদের দরিদ্র মুক্ত করলো। অন্যদের টাকা নিয়ে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


দেশে সরকার ও সরকারী দল দেশের মানুষের সব সুযোগ ও সম্পদ কেড়ে নিচ্ছে কৌশলে, সেটা দেখছি; ওদেরও বিচার হবে; তবে, ওরা এখন ভয়ংকর শক্তিশালী; কিন্তু এতে বেগম জিয়ার অপরাধ কমছে না।

২১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২৭

নেক্সাস বলেছেন: মুক্তিযোদ্ধারা এমন কোন অপরাধ করেনি যে তাদেরপালিয়ে থাকতে হয়। এদেশে বহু লোকনিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে পালিয়ে থাকে। যাই হোক ২০১৬ সালে অগ্নীবোমা কারা মেরেছিলতা বরিশালের আওয়ামিলীগ নেতা ক্লিয়ার করেছে। বিহিঙ্গ বাসের মালিক পণকজ দেবনাথের পরিকল্পনায় এই হামলা হয়েছিল তা তারাই স্বীকার করেছে।এদেশের মানুষ এসব সত্য জানে। জানে বলেই ভোটচোরদের সুযোগ পেলে উচিত শিক্ষা দিয়ে দিবে। এদেশের পত্র পত্রিকায় সব লেখা হয়েছিল, সবাই জানে এসন নারকীয় কান্ড কারা ঘটিয়েছিল রাতের অন্ধকারে ভোট চুরি করে ক্ষমতা আকড়ে থাকার প্ল্যাটফর্ম তোইরি করার নীল নকশা হিসেবে। কোন মিথ্যাচার জনগন বিশ্বাস করেনা করবে না।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


দেশ স্বাধীন হয়েছিলো, সেটাকে কক্ষচ্যুত করেছিলো মিলিটারী; আজকের আওয়ামী লীগ হলো ১৯৭৫ সালের হত্যাকান্ডের পরবর্তী আওয়ামী লীগ; শেখ সাহেব ও তাজুদ্দিন সাহেব বেঁচে থাকলে আওয়ামী লীগের এই অবস্হা হতো না।

২২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন:


বয়স্ক হিসেবে উনাকে উনার বাড়ীতে আসতে দেয়া ঠিক হবে


কেন ??? কি প্রয়জনে?? তাহলে জেলে যাবতজীবন পাওয়া অনেক পুরানা বৃধ্য আসামি আছে তাদের ও একি সুবিধা দেয়া হোক।

আমিও একমত তাকে সকাল সন্ধ্যা কেক খাওয়ানো অবশ্য পালনীয় কর্তব্য ।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


আইনের দিক থেকে ভাবলে আপনিই সঠিক।

২৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫১

বিএম বরকতউল্লাহ বলেছেন: এতিমের মাথায় হাত রাখাও ছোয়াবের কাজ আর...

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:


উনার ভাবনাশক্তি ছিলো সীমিত, উনি এসেছিলেন একটা জাতি চালাতে

২৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৩

কনফুসিয়াস বলেছেন: দাদু আমাদের এলাকার এক পাতি নেতা ২০০৯ এর পর থেকে এই পযর্ন্ত প্রায় ১০ কোটি টাকার মালিক হয়েছেন। কিন্তু তার তেমন কোন ব্যবসা নেই, বাণিজ্য নেই। তো উনার বিচারটা কবে হবে? আদৌ কি উনি কখনো বিচারের আওতায় আসবেন?

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:



এটা সারা বাংলাদেশে ঘটছে, এদের বিচার হবে, সময় লাগবে।

২৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: যখন ক্ষমতার চোখ অন্ধ হয়ে যায়
তখন অনেক কিছুর অগ্নিদণ্ড পায়
যখন অতীতে কে ভুলে যায়
তখন বর্তমনা তুলশীর পাতা হাসবে
এটাই স্বাভাবিক হালখাতা
মাত্র উড়ায়- অপেক্ষা শুধু
আরেক বার অন্ধ হওয়া দরবার;

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়ার ক্ষমতায় আসার কথা ছিলো না, জে: জিয়ার ক্ষমতায় আসার কথা ছিলো, এরশাদের ক্ষমতায় আসার কথা ছিলো না, শেখ হাসিনার ক্ষমতায় আসার কথা ছিলো না; এত অঘটনের পর দেশ কি করে ভালো থাকবে?

২৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

কিরমানী লিটন বলেছেন: অতি ভক্তি চোরের লক্ষন। এক সময় মোশতাকেরাও আপনার মতো অতি ভক্ত ছিল। তেমনই বঙ্গবন্ধুর খুনী ও খুনের ক্ষেত্র তৈরির মতিয়া মেনন ইনুরা চাঁদগাজী সাহেবদের মতো বলে বলে- দেশে প্রতিহিংসার বিষ ছড়ায়। এরা সুযোগের অভাবে চরিত্রবান। সুযোগে তাদের চরিত্র সবাই জানে। এখনকার প্রেক্ষাপটে একজন মুক্তিযোদ্ধাকে সরকার বিরোধী কেউ অথবা বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারী না হলে তাদের মুখোশের আড়ালে পালিয়ে দেশছাড়া হয়ে বিদেশ ভালোবেসে প্রবাসী হওয়ার কথা না। দেশপ্রমিক মুক্তিযোদ্ধার কাছে দেশের চেয়ে বেশী প্রিয়- বিদেশ হতে পারে না। আপনি এমনই দেশ প্রেমিক, যে কিনা দেশেই থাকেন না। আর যে দেশে থাকেনা দেশের মানুষের পালস কতটুকু সে বুঝে আমরা আমরা কিন্তু তা ঠাহর করতে পারি । আমার সন্দেহ হয় চাঁদগাজী সাহেবতো আবার বঙ্গবন্ধুর খুনী ডালিম টালিমদের কেউ না? ওই খুনীরাও কিন্তু মুক্তিযোদ্ধা। দেশের পানি ঘোলা না হলে তাদের বাঁচার পথ নাই। তাই তাদের দ্বারা সরকারের নজর তাদের দিক থেকে অন্যদিকে সরানোর চেষ্টা করা- অমুলক নয়!! বঙ্গবন্ধুর খুনী ও খুনের ক্ষেত্র তৈরির মতিয়া মেনন ইনুরা চাঁদগাজী সাহেবদের মতো বলে- দেশে প্রতিহিংসার বিষ ছড়ায়। এরা সুযোগের অভাবে চরিত্রবান। সুযোগে তাদের চরিত্র সবাই জানে। একজন মুক্তিযোদ্ধাকে সরকার বিরোধী দলের কেউ হলে অথবা বঙ্গবন্ধু পরিবারের হত্যাকারী না হলে তাদের মুখোশের আড়ালে পালিয়ে দেশছাড়া হয়ে বিদেশ ভালোবেসে প্রবাসী হওয়ার কথা না। দেশপ্রমিক মুক্তিযোদ্ধার কাছে দেশের চেয়ে বেশী প্রিয়- বিদেশ হতে পারে না। আপনি এমনই দেশ প্রেমিক, যে কিনা দেশেই থাকেন না। আর যে দেশে থাকেনা দেশের মানুষের পালস কতটুকু সে বুঝে আমরা আমরা কিন্তু তা ঠাহর করতে পারি । আমার সন্দেহ হয় চাঁদগাজী সাহেবতো আবার বঙ্গবন্ধুর খুনী ডালিম টালিমদের কেউ না? ওই খুনীরাও কিন্তু মুক্তিযোদ্ধা। দেশের পানি ঘোলা না হলে তাদের বাঁচার পথ নাই। তাই তাদের দ্বারা সরকারের নজর তাদের দিক থেকে অন্যদিকে সরানোর চেষ্টা করা- অমুলক নয়!! আবার এটা আপনার বয়েসের বিভ্রমও হতে পারে!

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:




সম্ভবত: আপনারা বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী , বেগম জিয়ার সাথে মিল আছে

২৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৭

নীল আকাশ বলেছেন: @ ঠাকুরমাহমুদ বলেছেন: রাজাকারদের গাড়ীতে বাংলাদেশের পতাকা উড়িয়ে সংসদে বাংলাদেশের সড়কে মহা সড়কে চলার অপরাধে বেগম খালেদা জিয়ার ৫০০ বছরের সাজা হওয়া উচিত।
আর যারা রাজাকারদের সাথে পারিবারিক বৈবাহিক সর্ম্পক করে, মেয়ে বিয়ে দেয়, রাজাকারকে মন্ত্রী বানায় তার কি হওয়া উচিত সেটা বললেন না? নাকি এখন চোখে কালো ঠুলি পরেছেন?
খুশিতে এত বাকবাকুম আর লাফালাফির কিছু নেই। সবার বিচারই হবে! পাপ করার সময় কেউ ভাবে না আমার একদিন বিচার হতে পারে! সেইদিন বেশি দূরে নেই।
নেক্সাস ভাই আগেই উপরে বলে দিয়েছেন দেখে আমি আর বললাম না। মিথ্যা কথা আর সত্য গোপন করে পোস্ট দেয়া আপনার মতো এত সিনিয়ার ব্লগারের পক্ষে মানায় না।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া যাদেরকে মন্ত্রীসভায় এনেছিলো ওরা অস্ত্রহাতে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে; শেখ হাসিনা বেকুব নন যে, রাজাকারের কাছে মেয়ে বিয়ে দিবে; আর যদি দিয়ে থাকে, আপনার খুশী হওয়ার কথা।

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: তার মানে আপনার দৃষ্টিতে খালেদা জিয়া কেক খাওয়ার কারণে ব্যক্তিহিংসার শিকার হয়ে জেলের ভাত খাচ্ছেন, কোন অপরাধের কারণে নয়!

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া মুলত শেখ হাসিনাকে মনোকষ্ট দিতে গিয়ে জেলে গেছেন; বিচার হয়েছে অপরাধকে কেন্দ্র করে।

২৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




@নীল আকাশ বলেছেন: মিথ্যা কথা আর সত্য গোপন করে পোস্ট দেয়া আপনার মতো এত সিনিয়ার ব্লগারের পক্ষে মানায় না। ভাই নীল আকাশ এই দেশে বিড়াট যন্ত্রনা। কারো মন্দ বলা যাবে না্, কারো ভালোও বলা যাবে না। শুধু বাটারিং করতে হতে। শুধুই বাটারিং। ভাই নীল আকাশ আমার কাছে সরিষার তেল নেই আমি সরিষার তেলের ব্যাবসাও করি না। তাই তৈলাক্ত মন্তব্য আমার হয় না। এটি যদি অন্যায় হয় তাহলে অন্যায় মেনে নিচ্ছি।

এই দেশে পাপ বাপকেও ছাড়ে নি। - কি বুঝলেন? কিছু বুঝেছেন? এই মন্তব্য আমার অনেক অনেক আগে করা হয়ে গেছে। “you have to be pay the price” whatsoever you have done to the least, there is no excuse for injustice “you have to be pay the price” in this world and rather than this country or around - - - - - -

ভাই নীল আকাশ,
আমি রাজাকারের সাথে কোনো সম্পর্কে জড়াই না। সেটা বেয়ায় বেয়াইন হোক আর দেবর ভাবী!!! ১৯৭১ আপনি দেখেন নি এটি সমস্যা না। সমস্যা ৩০ লক্ষ মানুষের মৃত দেহ খালে বিলে পড়ে ছিলো কবর দেওয়ার লোক ছিলো না - সেটি বুঝতে না পারা। শরীফুল হক ডালিম বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা তাঁর ইতিহাস আমি জানি। আমি নিজে ইতিহাস পাড়ি দিয়ে এসেছি ভাই।

আফসোস নীল আকাশ ভাই আফসোস। আপনি আমার লেখা “বিএনপি জামাত আওয়ামী লীগ তিনটি ভগ্ন দল নিয়ে একটি পূর্ণাঙ্গ দল”। এই মন্তব্য আপনি কখনো পড়েন নি বলে আজকে আমাকে মনের ঝাঁঝে যা লিখতে পেরেছেন লিখে গেছেন। লেঃ জেনারেল জিয়াউর রহমান আর বিএনপি খালেদা জিয়া তারেক জিয়া গং এক নয়। - এটি বোঝানোর জন্য পাঠশালা নেই নিজে নিজে বুঝতে হবে।

৩০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

কিরমানী লিটন বলেছেন: লেখক বলেছেন:



সম্ভবত: আপনারা বৃহত্তর পাকিস্তানে বিশ্বাসী

তাহলে নামের আগে পিছে চাঁদ- তারা কিছু মিছু থাকতো ভাই।

০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


'চাঁদগাজী ' হচ্ছে ফেনীর দক্ষিণে ১ টি গ্রাম, ওখানে পাকীদের সাথে মুক্তিযোদ্ধাদের সামনাসামনি যু্দ্ধ হয়েছিলো; সেজন্য চাঁদ, পাকিস্তানের হেলালী চাঁদ নয়। যায়গাটা ব্লগার গিয়াসুদ্দিন লিটনের চেনার কথা

৩১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জী গাজী সাহেব জায়গাটা আমি চিনি।
আর যে বললেন এতিমের টাকা ,আপনি নিজেই তো বললেন , ''কেক কাটার জন্যই খালেদা জিয়া জেল খাটছে।'' এতিমের টাকা টুকা এসব উসিলা, তাছাড়া টাকাগুলি ব্যাংকেই আছে এবং ফুলে ফেঁপে কয়েকগুন বেড়েছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহবের ভয়ংকর মৃত্যুর পর, শেখ হাসিনা থেকে বিএনপি কি আশা করেছিলো?

বেগম জিয়া এই আগুনের মাঝে ঝাপ দিয়েছিলেন কি কারণে?

৩২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০১

কিরমানী লিটন বলেছেন: আমার বাবা একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা - তাকে তৎকালীন জামালপুর মহকুমার সরিষাবাড়ির আরামনগর আলিয়া মাদ্রাসার টর্চার সেলে সাতদিন আটক রেখে অমানুষিক নির্যাতনের পর মৃত ভেবে নদীতে ঝিনাই নদীতে ফেলে দিয়েছিল। আমার বড় ভাইয়ের জন্মের সংবাদ শুনে সন্তানকে বাড়ীতে দেখতে এসে যে রাজাকারের নেতৃত্বে বাবা গ্রেফতার হয়েছিলেন সেই কুক্ষাত রাজাকার মৌলানা নুরুল ইসলামকে ১৯৯৬ সালে আওয়ামীলীগ ধর্ম প্রতিমন্ত্রি বানিয়ে তার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। নুরু রাজাকারের শপথের দৃশ্য টিভিতে দেখে বাবা হার্ট এ্যাটাকের শিকার হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। এখন বুঝেন আমরা কতটা বৃহত্তর পাকিস্তানপ্রেমী!! তাই আপনার প্রিয় আওয়ামীলীগের প্রতি ছেলে হিসাবে আমার ক্ষোভ থাকা কি খুব বেশী অযৌক্তিক - প্রশ্ন রইলো আপনার কাছে.....

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আপনার পরিবারের জন্য সন্মান রলো। কোথায়ও সমস্যা আছে, রাজাকার জেনেও শেখ হাসিনা কাউকে ক্ষমতায় আসতে দেবেন, আমার কেন সন্দেহ হচ্ছে।

৩৩| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৯

কিরমানী লিটন বলেছেন: আমি চ্যালেন্জ দিয়ে বললাম। জামালপুর- ৪ আসনের ১৯৯৬ সালে আওয়ামীলীগের মনোনয়নে বিএনপির তৎকালীন মহাসচিব ব্যারিষ্টার আবদুস সালাম তালুকদারকে ৪ হাজার ভোটে পরাজিত করা এমপি- এবং শেখ হাসিনার মনোনীত ধর্ম প্রতিমন্ত্রী। যিনি তখনকার জাতীয় পার্টির উপজেলা চেয়ারম্যান ছিল। তাকে জাতীয় পার্টী থেকে ভাগিয়ে এনে মনোনয়ন দিয়েছিল আওয়ামীলীগ।

আমাদের সমস্যা এটাই- নিজেরটাকে বেদবাক্য আর অন্যেরটা বাতিল করে দেই না জেনেই। তবু নিজের অজ্ঞতাকে স্বিকার করি না। আপনি জানুন- খোঁজ নিয়ে দেখুন। তারপর আমার দেয়া তথ্যকে বিবেচনা করুন। কিছুদিন আগে আওয়ামীলীগের এই রাজাকার এমপি- মন্ত্রী মৃত্যু বরন করেছে। সংসদ ভবনের সামনে তার জানাজা করেনি তারা- নতুন বিতর্ক উস্কে দিতে....

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:



আমি আপনার কথাই মেনে নিচ্ছি; তবে, শেখ হাসিনা বিবিধ কুটচাল দিয়েছেন বিভিন্ন সময়ে; তবে, তিনি জানেন, উনার বাবার হত্যায় কারা খুশী হয়েছিলো

৩৪| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৯

সুপারডুপার বলেছেন:

লেখক বলেছেন:
আপনার পরিবারের জন্য সন্মান রলো। কোথায়ও সমস্যা আছে, রাজাকার জেনেও শেখ হাসিনা কাউকে ক্ষমতায় আসতে দেবেন, আমার কেন সন্দেহ হচ্ছে।
___________

চাঁদগাজী সাহেব ,

মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ' আমার ফাঁসি চাই ' - বইটি নিশ্চয় পড়েছেন। বইটির ১৪৪ পৃষ্ঠা থেকে কিছু কথা আপনার জন্য তুলে ধরছি :


''
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেয়ে পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ড.ওয়াজেদ মিয়া এসে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের (ইঞ্জিনিয়ার মোশাররফ হুসেন, বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী) ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে। মুক্তিযোদ্ধা মেরেছে। তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না।

শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দিব। পারলে তুমি ঠেকাও। ড.ওয়াজেদ বললেন, তাই বলে রাজাকারের ছেলের সাথে বিয়ে দেবে? শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখ নাই ঐ মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার মা বাবা ভাইদের কিভাবে মেরেছে। মেয়ে আমি এখানেই বিয়ে দেব, তুমি পারলে ঠেকাও।

তখন ড. ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে ঠেকাঠেকিতে তো আর আমি পারব না। তবে আমি বলে দিচ্ছি, এ বিয়েতে আমি নাই।

শেখ হাসিনা তার স্বামীর কথা রাখলেন না। রাজাকারের সাথে আবার নতুন করে আত্মীয়তা করলেন !!
''
সূত্র- আমার ফাসি চাই, পৃষ্ঠা ১৪৪, লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু (তিনি ও তার স্ত্রী একটানা ১৭ বছর শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০২

চাঁদগাজী বলেছেন:



আমি বইটি পড়িনি; আমি শুধু শেখ হাসিনাকে জানি উনার পলিসি থেকে।

৩৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৪

নুরহোসেন নুর বলেছেন: সম্ভবত কেকের ভিতরে গরুর হাড় টার ডুকিয়ে দিয়েছিলেন বিএনপির নেতারা,
আর সেই কেক খেয়ে বেগম জিয়া মারাত্মক অসুস্হ্য হয়ে বিশ্বের সব চিকিৎসা শেষ করে জেলের চিকিৎসা নিচ্ছেন!

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৩

চাঁদগাজী বলেছেন:


কেকই প্রমাণ করেছিলো যে, বিএনপি'তে রাজনীতিবিদ ছিলো না

৩৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৯

তারেক ফাহিম বলেছেন: দেশে যতজন ভালো মানুষ আছে, তাদের ৮০ ভাগই সুযোগের অভাবে ভালো আছে।

০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


মানুষ সরকারকে অনুসরণ করে।

৩৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি যা ভেবেছেন তা সবাই জানে - মানে এতিম, ফ্যাতিম কিছু না। রাজনৈতিক ভাবে বিচার হয়েছে। বিচারকরা ন্যায় বিচার করেননি। হয়তো খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার শেষ(অথবা জীবনও), তবে 'তেনার'ও শেষটা ভাল হবে কিনা সেটা সময়ই বলে দিবে...

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হত্যার বেনেফিসারীরা কিভাবে শেখ হাসিনার আমলে কোন বিচার পাবার কথা ভাবতে পারে? তারা নিজেরাই বলতে পারে যে, তারা শেখ হত্যার কারণে রাজনীতিতে, এবং যেকোন সময়, যেকোন বিচারের মুখোমুখী হওয়া সম্ভব।

৩৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:০৮

হাসান রাজু বলেছেন: ব্যাপক বিনোদন পাইলাম মন্তব্য পড়ে।
' T ' মন্তব্য কারিকে দেখলেম লিখতে বেগম জিয়াকে এরশাদের গাড়ি বাড়ি দানের খেয়ানাত করার কারনে বেগমের আজ এই অবস্থা । এইটা নাকি “you have to be pay the price”
চাঁদগাজী সাহেব স্বাভাবিক ভাবেই একমত হবেন না। কিন্তু জনাব ' T ' মন্তব্য কারীর চাঁদগাজী সাহেবের হ্যাঁ তে হ্যাঁ মিলাতেই হবে। বিবর্তিত, আবর্তিত, পরিবর্তিত জনাব ' T ' মন্তব্য কারী এক সময় লেখকের উপর দিয়ে যান । লেখক যদি কেক খাওয়ান তবে মন্তব্য কারী ' T ' বেগমকে কারা বেকারি পর্যন্ত নিয়ে যান।
মনে পড়ে গেল কাজী নজরুলের একটা কবিতা
সাহেব কহেন, “কী চমৎকার,
বলতেই দাও, আহা হা!”
মোসাহেব বলে, “হুজুরের কথা শুনেই বুঝেছি,
বাহাহা বাহাহা বাহাহা!”

তারপর যখন দেখি নীলাকাশ কে সেই ' T ' মন্তব্য কারী বলছেন -
........শুধুই বাটারিং। ভাই নীল আকাশ আমার কাছে সরিষার তেল নেই আমি সরিষার তেলের ব্যাবসাও করি না। তাই তৈলাক্ত মন্তব্য আমার হয় না। এটি যদি অন্যায় হয় তাহলে অন্যায় মেনে নিচ্ছি।

আপনারাই কন, এই মন্তব্য বিনোদন রাইখা ক্যামনে অন্য কাজে ব্যাস্ত হই।

৩৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৮

সোহানাজোহা বলেছেন: @হাসান রাজু কিছু ময়লা আছে জুতোয় লেগে থাকে শত চেষ্টাতেও জুতো থেকে ঝেড়ে ফেলা যায় না। জুতো বদলাতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.