![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
২০ হাজারের বেশী মানুষকে ঢাকায় এনে, প্যান্ডেল ম্যান্ডেল বানায়ে ( আসলে উহা কোথায় হয়েছে, আমি ঠিক জানি না), মাইক ফাইক লাগায়ে, বিরানী মিরানী খাওয়ায়ে ঘোষণা দিলেন যে, আপা সভাপতি আছেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারী থাকছে! ইহা ঘোষণা করার জন্য এত আয়োজন, এত প্রচার, এত যাতায়াত ও হোটেল ভাড়া দেয়ার কোন দরকার ছিলো? মিডিয়েতে একটা বিজ্ঞপ্তি পাঠিয়ে দিলে চলতো না? কেহ কি টু শব্দ করতো?
গত শুক্রবারে, ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলো, "সেক্রেটারী পদে আপনি থাকছেন কিনা?" উনার উত্তর ছিলো, "আপা ও আল্লাহ জানেন"। আওয়ামী লীগের সেক্রেটারী কে হবেন, তা আল্লাহ জানেন! এই লোকের মাথায় যদি ২ পয়সার মগজ থাকতো, সে নিজের দলের লোকদের কথা ভাবলে, নিজের দলকে সমীহ করলে, সে বলতো, "সেটা ডেলিগেটদের হাতে"।
ওবায়দুল কাদেরের সময়, আওয়ামী লীগ পুরোপরি পিরামিড ব্যবসার কর্পোরেশনের আকার ধারণ করেছে, নেতারা পাতি নেতা নিয়েছে নিজের অধীনে, সবাই পরস্পরের "কানেকশান" অনুযায়ী দলে পদ পেয়ে আসছে। ওবায়দুল কাদের সেক্রেটারী হিসেবে ভালো করেনি, সেতুমন্ত্রী হিসেবেও ভালো করেনি: বিশ্ব ব্যাংকের ৩ বিলিয়ন ডলারের পদ্মাসেতুতে সাড়ে ৬ বিলিয়ন ডলার আপাতত যাচ্ছে, পরে আরো যোগ হবে; এগুলো ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর প্রোজেক্ট। বাংগালীরা করলে ইহাতে কোনভাবেই ৩ বিলিয়নের বেশী খরচ হতো না।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীতে নতুন যুক্ত হয়েছে প্রাক্তন মন্ত্রী শাহজাহান খান; এই লোক বাংলাদেশের যোগাযোগ ব্যবস্হার বিশাল মাফিয়া। উহাতে নতুন হিসেবে আরো স্হান পেয়েছে নানক; নানক সম্পর্কে পুরো দেশের মানুষের খারাপ ধারণা আছে; নানক যুব লীগও চালায়েছিলো, যুব লীগের সব নেতাই ছিলো মাফিয়া সর্দার।
শেখ হাসিনা এসব করে দলকে রাজনীতিহীন দলে পরিণত করেছেন, দলে গণতন্ত্রের লেশমাত্র চিহ্নও রাখেননি, উনার নাম ইতিহাসে ভালোভাবে প্রবেশ করবে বলে মনে হয় না। দলের ডেলিগেটদের সমীহ করতে হয়, দলের লোকদের মতামত প্রকাশের পথ বন্ধ করা ভয়ংকর ভুল; এসব ডেলিগেটরা এই ধরণের পদ্ধতি পছন্দ করছেন না, তারা হয়তো মুখে কিছু বলছেন না, কিন্তু অপমান বোধ করছেন নিশ্চয়ই।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩
চাঁদগাজী বলেছেন:
সময় যাচ্ছে, শেখ হাসিনা নিজকে বুদ্ধিহীন নেত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
অক্পটে বলেছেন: শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছে বর্তমান আওয়ামীলীগ। শেখ সাহেব বাকশাল গঠন করে সব পত্রিকার গলা টিপে ধরে বিরোধি দমন করে লালঘোড়া দাবড়িয়ে সবে মাত্র যাত্রা শুরু করেছিলেন এরপর যে কি হতো তা ঈশ্বরই জানেন। শেখের সেই স্বপ্ন পূরণে কাজ করছে তার অগ্নিকন্যা শেখ হাসিনা। বাবার স্বপ্ন ছিল গণতন্ত্রের বারটা বাজানো সেটা তিনি বাজিয়ে ছিলেন। সব মাফিয়াদের নিয়ে উনি তার কেবিনেট সাজিয়ে ছিলেন। মহান নেতার সেই স্বপ্ন পূরনে এখন রাতে ভোট হয় আগের চেয়ে নাকি রাতের গণতন্ত্র শক্ত ভীতের উপর দাঁড়িয়ে আছে!
আপনার কথা ঠিকই আছে, শেখ হাসিনা এসব করে দলকে রাজনীতিহীন দলে পরিণত করেছেন, দলে গণতন্ত্রের লেশমাত্রও রাখেননি' এসব ডেলিগেটরা মুখে কিছু বলছেন না তবে অপমান বোধও করছেন না। কারণ কোন অপমানবোধ আ.লীগের গায়ে লাগেনা।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০০
চাঁদগাজী বলেছেন:
ঈশ্বর ঘোড়ার ডিম জানেন, যা জানার ওবামারা জানেন, মার্কেল জানেন। আপনি নিউটনের ২য় সু্ত্রের প্রমাণ না বুঝলে, উহা ভুলে পরিণত হয়নি, আপনি বাকশাল না বুঝলে, উহা গার্বেজ ছিলো না, আপনি মরে গেলেও আমি বিশ্বাস করবো না যে, আপনি শেখ থেকে বেশী বুঝেন।
আপনি গণতন্ত্রের ডেফিনেশন বুঝেন বলেও আমি বিশ্বাস করি না।
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
একাল-সেকাল বলেছেন: ইংরেজিতে formalities বলে একটা কথা আছে, সেটাই পালন করা হল মাত্র, বাকীটা গণতন্ত্রের নিচে চাপা পড়ে গেছে।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২
চাঁদগাজী বলেছেন:
উনি নিজকে নিজে হেয় করছেন, নিজ দলের ডেলিগেটদের ১ পয়সা মুল্য দেননি; ওদের ভোটটা ডিমের মতো পঁচে গেছে; ডেলিগেটরা পঁচা ডিম বুকে করে বাড়ী ফেরত গেছেন
৪| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ওবায়েদুল কাদের সাহেবের জন্য খাঁটি পোড়াবাড়ির চমচম। ওবায়েদুল কাদের সাহেবকে এবার তিন কেজি চমচম মিষ্টি এক বসায় খেতে হবে। না না বললে চলবে না। গরিবের দাবী মানতে হবে।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের প্রতি মানুষের আস্হা আরো কমতে থাকবে।
৫| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
ছদরুল ভাই বলেছেন: এটা হল বুবুজানের খারিশ্মা...
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
উনি একটি রাজননৈতিক দলকে হাসির পাত্র বানায়েছেন; ৩৮ বছর সভাপতি থাকার পর, আবারো নিজে থাকছেন; কয়েক হাজার ডেলিগেইট এসেছে ঢাকায়, ওদের ভোটের মুল্য না দিলে, ওদের কি কোন মুল্য আছে দলে?
৬| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: সময় যাচ্ছে, শেখ হাসিনা নিজকে বুদ্ধিহীন নেত্রী হিসেবে পরিচয় দিচ্ছেন।
কিন্তু জরিপ বলে অন্য কথাঃ
১। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশরত্ন শেখ হাসিনা অদ্বিতীয়
২। বিশ্বের বিস্ময় শেখ হাসিনা
৩। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ক্ষমতাধর নারী শেখ হাসিনা: ফোর্বস
৪। ক্ষমতাধর নারীর তালিকায় শেখ হাসিনা আরো উপরে, সু চি’র অবনমন
৫। শেখ হাসিনা: একজন নেতা, একজন স্টেটসম্যান
৬। বিশ্বের ২৯তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
৭। বিশ্বে ৩০তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা
৮। বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকার ২৯তম শেখ হাসিনা
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
চাঁদগাজী বলেছেন:
ইডিয়টদের লেখাগুলো দেখেন, সেখানে সবাই "অন্যের উক্তি" ব্যবহার করে; এসব গার্বেজ পড়ে সময় নষ্ট; আমার পোষ্টে আমার উক্তি ও যুক্তি থাকে; আমারগুলো পড়েন, সময়টা কাজে লাগবে।
৭| ২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪
অক্পটে বলেছেন: আপনি রাগলে বড় ভালো লাগে দাদু। রাগানো গেল এতেই আনন্দ। বাকশাল ত আমার বুঝার কথা না। কারণ ওটা আন্ডা হিসেবে ছিল আন্ডা থেকে বের হয়নি তাই আমি ও আমরা বুঝিনি। আপনি সেই না ফোঁটা আন্ডাকে কল্পনার ফানুস দিয়ে আবীর মেখে আপনার মনের মতো একটা আশা দাড় করিয়ে বসেছিলেন কিন্তু শেষঅবধি সেটা ফোটেনি।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
চাঁদগাজী বলেছেন:
আন্ডা সম্পর্কে এক সময় অভিজ্ঞতা হয়ে যায়; কোন কোন আন্ডায়, একাধিক কুসুম থাকে, কিছু মানুষ সেই আন্ডাগুলোকে অনুমানে বুঝতে পারেন।
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
চাঁদগাজী বলেছেন:
বাকশাল ছিলো "সর্বদলীয় প্লাটফরম", সেখানে সীমিত সোস্যালিষ্ট অর্থনীতি ও ফাইন্যান্সের কথা ছিলো; আমি সোস্যালিষ্ট অর্থনীতি ও ফাইন্যান্সের সমর্থক।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০০
(লাইলাবানু) বলেছেন: বাংলাদেশে এখনো গণতন্ত্র আছে বলে আপনার মনে হয় ?
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০৫
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালে, বনাগলাদেশ মিলিটারী বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিদায় করেছিলো; আওয়ামী লীগের উচিত ছিলো উহাকে আবার প্রতিষ্টিত করা; আওয়ামী লীগ "আপা গণতন্ত্র" চালু করে বসে আছে।
৯| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৬
সাইন বোর্ড বলেছেন: টিকে থাকার জন্য নীতিহীন, নির্দয় এবং লাঠিয়াল দরকার ।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
আপনাদের জ্বালায় হয়তো, উনার জন্য টিকে থাকাই আসল কাজে পরিণত হয়েছে?
১০| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন: ইডিয়টদের লেখাগুলো দেখেন, সেখানে সবাই "অন্যের উক্তি" ব্যবহার করে; এসব গার্বেজ পড়ে সময় নষ্ট; আমার পোষ্টে আমার উক্তি ও যুক্তি থাকে; আমারগুলো পড়েন, সময়টা কাজে লাগবে।
আপনাকে বড় বলে বড় সেই নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়।
মানবিক সৎগুণাবলী বিদ্যমান থাকলে লোকেই বড় বলে স্বীকৃতি দেয়। নিজেকে বড় বলে প্রচার করতে হয় না। যারা নিজেকে বড় বলে প্রচার করে, তারা প্রকৃতপক্ষে নিজেদেরকে সমাজে ছোট করে। তাদের জীবনের মাহাত্ম্য বাড়ে না, বরং কমে।
২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৫
চাঁদগাজী বলেছেন:
"আপনাকে বড় বলে বড় সেই নয়,
লোকে যারে বড় বলে বড় সেই হয়। "
-এই ২ লঈন কিছুতেই মনে থাকে না; এখন থেকে মনে রাখবো।
১১| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: লেখক বলেছেন:
-এই ২ লঈন কিছুতেই মনে থাকে না; এখন থেকে মনে রাখবো।
আপনার সুমতি হোক।
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৪
চাঁদগাজী বলেছেন:
নীতিকথা কেহ মুখস্হ রাখতে পারে?
১২| ২১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৪৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
নূর মোহাম্মদ নূরু ভাই,
আপনাকে বড় বলে বড় সেই হয়
লোকে যারে বড় বলে বড় সেই নয়
বড় হওয়া সংসারেতে সহজ ব্যাপার
নেতাগিরি গুন্ডাগিরি সম্বল যার।।
১৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: নীতিকথা কেহ মুখস্হ রাখতে পারে?
ঠাকুর ভাই কেমন পেরেছেন দেখেন !!
২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
ঠিক আছে, ঠিক আছে, ২ লাইন তো? হাতে ২/৩ সপ্তাহ সময় নিয়ে লেগে যাবো
১৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:২৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সোশ্যালিজমের এজেন্সি নিয়ে সোশ্যালিজমের সবচাইতে ক্ষতি করেছে মাফিয়া চক্র | শাহজাহান, নানক, গওহর রিজভী, দরবেশ বাবা এদের দিয়ে সোশ্যালিজম হবে ? গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হবে ?
২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৩
চাঁদগাজী বলেছেন:
সোস্যালিজমের কথা বলা হয়েছিলো শাসনতন্ত্রের ভেতর; তবে, বাংলাদেশের কেহ উহাকে অনুধাবন করার মতো জ্ঞানী ছিলো না; লেনিন উহা বুঝেছিলেন, তিনি করেছিলেন।
১৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ঠিক আছে, ঠিক আছে, ২ লাইন তো? হাতে ২/৩ সপ্তাহ সময় নিয়ে লেগে যাবো
বড় মাপের মাথা ে মোটা ছাত্র। ২ লাআন ২ সপ্তাহ !!!
২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
চাঁদগাজী বলেছেন:
২ লাইন কবিতামুখস্হ করতে আপনার কত দিন লাগতে পারে?
১৬| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
রাজীব নুর বলেছেন: বাস্তব সত্য কথা লিখেছেন।
আপনি কোনো দল করেন না তাই এমনটা লিখতে পেরেছেন।
২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৪
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে আর রাজনৈতিক দল বলার কোন কারণ নেই
১৭| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ইডিয়টদের লেখাগুলো দেখেন, সেখানে সবাই "অন্যের উক্তি" ব্যবহার করে; এসব গার্বেজ পড়ে সময় নষ্ট; আমার পোষ্টে আমার উক্তি ও যুক্তি থাকে; আমারগুলো পড়েন, সময়টা কাজে লাগবে।
ভালো বলেছেন। একদম যিশুর বানীর মতোন।
২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা সম্পর্কে বিদেশীরা তেমন জানেন না, বাংগালীরা উনার চাল বুঝে না
১৮| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২০
কনফুসিয়াস বলেছেন: আমি এখনো শিখছি। ঠেকে ঠেকে শিখছি। তাও শিখছি।
২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬
চাঁদগাজী বলেছেন:
দেখিয়েন, ১০০ বছর অবধি শিখার প্ল্যান নিয়ে বসে থাকিয়েন না; শেষে মির্জা সাহেবের মতো ঝুলতে থাকবেন
১৯| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭
কামরুননাহার কলি বলেছেন: আঙ্কেল এদের না নিলে যে আপার জন্য ক্ষতি হয়ে যাবে। তখন এরা আপাকে হুমকি দিবে যা আাছে সব ফাস করে দিবো কিন্তু আপা। ঐ যেমন ভাই বোনের ঠুনকো ঝগড়া-ঝাটির মতো। যেমন-বোন প্রেম করলে ভাই বলে “আপা আমি কিন্তু বলে দিবো মাকে বাবাকে তুই সেই দিন কাকে নিয়ে ফুসকা খেয়েছিলি, আর ভাই প্রেম করলে বলে ভাই আমি কিন্তু বলে দিবো মাকে বাবাকে তুই সেই দিন কোন মেয়েকে কসমিটিক্স কিনে দিয়েছিস”
২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
আপনি যেই ধরণের উদাহরণ টেনেছেন, ইহা সেই ধরণের আপা নন। উনার মুখে হাসি, হাতে লাঠি
২০| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আল্লার গজব পরে না কেন এই দেশটার ওপরে এখনো ?
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
চাঁদগাজী বলেছেন:
গজব তো পড়েছে, বউ ফেলে মানুষ সৌদীতে উট চরায়, এর থেকে বড় গজব কি আছে?
২১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২২
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী,
ব্রাভো...... দেশীয় রাজনীতির স্বরূপ উন্মোচন করেছেন চরম বাস্তবতা তুলে ধরে!
চমৎকার অবজার্ভেশান ----
" গত শুক্রবারে, ওবায়দুল কাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলো, "সেক্রেটারী পদে আপনি থাকছেন কিনা?" উনার উত্তর ছিলো, "আপা ও আল্লাহ জানেন"। আওয়ামী লীগের সেক্রেটারী কে হবেন, তা আল্লাহ জানেন! এই লোকের মাথায় যদি ২ পয়সার মগজ থাকতো, সে নিজের দলের লোকদের কথা ভাবলে, নিজের দলকে সমীহ করলে, সে বলতো, "সেটা ডেলিগেটদের হাতে"। "
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
চাঁদগাজী বলেছেন:
বাঁশের সাঁকো মন্ত্রী দলের "ডেলিগেটদের" সামান্য সমীহও করলো না, লিলিপুটিয়ান।
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: কম্পিউটারে ভাষা বিভাগে থাকে - ইংরেজির অনেক টাইপ।
english (us)
english (uk)
english (aus)
english (africa)
english (canada)
আরবীতেও এরকম থাকে। মূল ভাষা আরবী। কিন্তু এক এক আরব দেশের জন্য এক এক টাইপ।
আমাদের গণতন্ত্র’র মূল কিন্তু এক। কিন্তু এটা বাংলাদেশী টাইপ গণতন্ত্র। এখানে নেত্রী-ই সব জানে। এমনকি কেউ অসুস্থ হলেও তিনি নাকি দূর দেশ থেকে তার চিকিৎসা নেয়ার জন্য নির্দেশ দেন। যেন তিনি না বললে ডাক্তাররা ভাল চিকিৎসা দিবেন না...
২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩
চাঁদগাজী বলেছেন:
বাংগালী গণতন্ত্র হঠাৎ করে উঁচু স্তরে যাবে না; কারণ, শিক্ষিতদের জীবন ভাবনা নীচু মানের।
আবার, আমরা শেখ হাসিনা ও বেগম জিয়ার দক্ষতার লেভেল নিশ্চয় মাপতে পেরেছি।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
নতুন বলেছেন: যেই সব দলে গনতন্ত্র নাই সেই দল দেশে কিভাবে গনতন্ত্র কায়েম করে বুঝিনা।