নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল যদি শেখ হাসিনার সমালোচনা করতেন, দুনিয়াতে কি ঘটতে পারতো?

২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২



নতুন জাতীয় সন্মেলনে শেখ হাসিনা সভাপতি হয়েছেন বিনা-প্রতিদ্বন্দ্বীতায়; ওয়ায়দুল কদের সাহেবও উনার পদে আছেন বিনা-প্রতিদ্বন্দ্বীতায়; এদিকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের "নতুন কমিটকে" স্বাগত জানিয়েছেন, ভালো। শেখ হাসিনা আওয়ামী লীগের ৩৮ বছরের সভাপতি, শেখ হাসিনার পুনরায় দলের সভাপতি হওয়াকে কেন্দ্র করে মির্জা সাহেব যদি বলতেন, "৩৮ বছর থাকাটাই ছিল অগণতান্ত্রিক, এবং এবার নির্বাচনে অংশ নেয়া ছিল সত্যই অন্যায়ের সামিল"; তা'হলে কি ঘটতো? মির্জা ফখরুলকে গুম করে দিতো, ধরে নিয়ে ক্রস-ফায়ারে দিতো? আসলে, কোনটাই করতেন না, সারা বাংলাদেশ জানতো যে, মির্জা ফখরুল এবার একটি সঠিক কথা বলেছেন; মানুষ ভাবার শুরু করতেন যে, উনার মাথায় হয়তো মগজ আছে!

মির্জা ফখরুল একজন শিক্ষক ছিলেন, জ্ঞানের অভাব নেই; উনি শিল্পপতি পরিবারের মানুষ, টাকার অভাব নেই; তিনি বেগম জিয়া কর্ত্তৃক "নিযুক্ত করা সেক্রেটারী"; উনার কিসের অভাব আছে? উনি যদি সত্য কথা বলতেন, শেখ হাসিনা উনাকে কি বলতে পারতেন? কিছুই বলতে পারতেন না; ড: হাছান ইত্যাদিরা কয়েকদিন গলাবাজী করে থেমে যেতো, এবং ভাবার শুরু করতো, আসলে তো ঠিকই বলেছে!

গত সংসদ নির্বাচনে, প্রতি সংসদীয় এলাকায় আওয়ামী লীগের গড়ে ১৮ জন নমিনেশন কিনেছিলেন; ওদের মারামারিতে কত আওয়ামী লীগার অক্কা পেয়েছে, আর পুরো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সেক্রেটারী হওয়ার জন্য মাত্র ২ জন মানুষ পাওয়া গেছে! এগুলো হবুর দেশের রূপকথা। এই কথাটা যদি মির্জা বলতেন, কি ঘটতে পারতো? মির্জা তো ফালু, মালু, দুদু, মধুর মত ক্রিমিন্যাল ব্যাকগ্রান্ডের লোক নন; উনার হয়তো বেকুব হিসেবে সুনাম আছে, কিন্তু ক্রিমিন্যাল হিসেবে নাম নেই! এখন উনি যেভাবে বাদুরের মতো ঝুলে আছেন, ইহার শেষ কোথায়? শেষ ঈদের পরে?

উনাকে আওয়ামী লীগ কি বলে অপবাদ দিতো? সর্বাধিক বলতে পারতো যে, আপনার এক সভাপতি জেলে, আরেকজন পলাতক! উনি যদি বলতেন, "তা ঘটেছে; কিন্তু আমি কয়েদী নই; আমি বিএনপি'র গঠনতন্ত্র অনুয়ায়ী নিযুক্তি পাওয়া একবারের সেক্রেটারী। আমি ঐ ২ কয়েদীকে বাদ দিয়ে, বিএনপি'র গঠনতন্ত্র বদলায়ে উহাকে পুণর্গঠিত করবো"। তা'হলে কি ঘটতো? আমার মনে হয়, শেখ হাসিনা একটু নড়েচড়ে বসতেন! দেশের মানুষ উনাকে শিক্ষক ও রাজনী্তিবিদ হিসেবে ভাবার শুরু করতেন।

**** মনে হয়, আমি সামান্য অসুস্হ, সামনের কিছুটা সময় ব্লগে একটু কম আসা-যাওয়া হবে; আমি চিন্তিত নই ****





মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: আমি একবার ফখরুল সাহেবের উত্তরার বাসায় গিয়েছিলাম।

২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৩৮

চাঁদগাজী বলেছেন:


উনি কি ধরণের মানুষ?

২| ২২ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:২০

নয়ন বিন বাহার বলেছেন: এটাই উনার টিকে থাকার যোগ্যতা, হয়তবা।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



রাজনীতিতে বাদুরের মতো টিকে লাভ নেই

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০২

অক্পটে বলেছেন: সঠিক এবং নির্মোহ আলোচনা।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


আজ হোক, আর কাল হোক, উনাকে রাজনৈতিক পথে যেতে হবে; কোন আশায় উনি ঝুলে আছেন?

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৮

কামরুননাহার কলি বলেছেন: গুজবে বাঙ্গালী, হুজুগে পাগল।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

চাঁদগাজী বলেছেন:



আপনি কোনটাতে পড়ার সম্ভাবমা?

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১১

কামরুননাহার কলি বলেছেন: কোনটাই না। মানুষ হিসেবে বাচতে চাই। খাটি বাঙ্গালি হয়ে থাকতে চাই এই স্বাধিন দেশে।

২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

চাঁদগাজী বলেছেন:



ভালো বাংগালী

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




ফখরুল সাহেব তারেক জিয়ার ভয়ে তটস্থ থাকেন সব সময়।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


কয়েদীর ভয়ে থাকে ইডিয়টরা

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

ঠাকুরমাহমুদ বলেছেন: সু সংবাদ ব্লগার সেলিম আনোয়ার ভাই প্রবল শীতে প্রেম বিরহ ভুলে গেছেন - তাঁকে স্বাগত জানাই।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



সেলিম আনোয়ার মনে হয়, একটা ভাবনাকে কবিতাকে হাজার কবিতায় লিখে যাচ্ছেন

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মির্জা ফখরুল সাহেব পরে আবার হতাশা ব্যক্ত করেছেন ।
.....................................................................................
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন এরপরের বার নূতন নেতা খুঁজে নিতে ,
যদি দল যোগ্য নেতা খুঁজে পান তো ভালো , না হলে বর্তমান সভাপতি
সিলেকশন করে দেন তখন কি হবে ???
.........................................................................................
সেই নেতা কে হতে পারে !?

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১

চাঁদগাজী বলেছেন:


মির্জা সাহেব বাদুরের মত, পশুও না, পাখীও না

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উনি কি ধরণের মানুষ?

তা আমি বলতে পারবো না। অফিসের কাজে সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। বেশ ঘরোয়া ভাবে কথা বললেন।
আমাকে সকালে নাস্তা খাওয়ালেন জোর করে।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০২

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ধনী ইডিয়ট খুঁজতেন সব কিছুতে

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০২

সাহাদাত উদরাজী বলেছেন: তিনি জ্ঞানী কারন তিনি আগেই বুঝে ফেলেছেন, এই সব কথা বলল বড় বিপদ হতে পারে! হা হা হা.।। সবাই ভয় বিপদ এড়াতে পারে না!

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


উনি যদি কয়েদীদের সাথে সম্পর্ক কেটে দিতেন, উনি রাজনীতিবিদ হিসেবে পরিচিত পেতেন, এখন উনি বাদুরের মত মাথা নীচের দিকে দিয়ে ঝুলছেন।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

হাসান রাজু বলেছেন: মির্জা ফখরুল যদি শেখ হাসিনার সমালোচনা করতেন, দুনিয়াতে কি ঘটতে পারতো?
তখন হাসিনা সমালোচনার জবাবে জনাব চাঁদগাজী একটা পোস্ট দিয়ে এর কড়া জবাব দিতেন । সেই লেজ ধরে ঠাকুরের হাম্বিতাম্বি চলত। মানে যা হত তা আজাইরা টাইপেরই কিছু হত।

আমি ঐ ২ কয়েদীকে বাদ দিয়ে, বিএনপি'র গঠনতন্ত্র বদলায়ে উহাকে পুণর্গঠিত করবো
আপনার বাংলাদেশের রাজনীতি নিয়ে জ্ঞান দেখে মাঝে মাঝে ভাবি, এত আত্মবিশ্বাস আসে কোথা থেকে আপনার। মির্জা ফখরুল এমন কথা বলার পর পিছনে তাকিয়ে একটা মানুষ পাবেনা । হাসিনার কিসসুই হবে না, হাসবে। বরং মির্জা ফখরুলের নড়াচড়া তো দূর, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে সাথে সাথে। আপনি এলিসের কল্পনার জগতের মানুষ আপনি হাসিনা বিহীন আঃলিগ আর খালেদা বিহীন বিএনপি কল্পনা করতেই পারেন । বাঙালি জাতি গত ৩০-৩৫ বছরে তা পারেনি।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৫

চাঁদগাজী বলেছেন:



ঐ ২ কয়েদীকে বাদ দিলে, জীবনে রাজনীতিবিদ হিসেবে পরিচয় পেতেন।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
"খাবারের আগে আর
মাইরের শেষে"
প্রবাদে
বিশ্বাসী বলেই সমঝে
চলেন তিনি।

২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০৬

চাঁদগাজী বলেছেন:


কারণ উনার মাথায় লিলিপুটিয়ান ফর্মুলা

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মির্জা ফখরুল এখনও আশা করে খালেদা জিয়া মুক্তি পাবে, তারেক রহমান দেশে আসবে, জামায়াত শিবির তাদের ক্ষমতায় এনে দেবে...

২৩ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

চাঁদগাজী বলেছেন:


এরা বাতাসে বড় হয়েছে, নিজের উপর বিশ্বাস নেই।

১৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার সুস্থতা কামনা করছি ও ব্লগে থাকুন সবসময়।
আমাদের রাষ্ট আছে জনগন আছে সম্ভাবনাও অনেক কিন্তু একজন ভালো শাষক নেই, নেতা নেই হবে হয়তো একদিন আশা করে যাই।

২৫ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


আমরা বলতে পারতাম, আমাদের দেশ আছে, যদি আমরা আমাদের নির্বাচিত লোকজনদের পার্লামেন্টে পাথাতে পারতাম; সেখানে সবাইকে পাঠাচ্ছে শেখ হাসিনা একাই। ফলে, রাষ্ট্র একা উনার হয়ে গেছে। আবার উনার এমন দক্ষতা নেই যে, উনি একা সব পারেন।

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:
মনে হয় আরো একটি পোষ্ষ্টট ছিল । সেটি কি ড্রাফটে নিয়ে গেছেন ?

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৩

চাঁদগাজী বলেছেন:



সাময়িকভাবে নিয়েছি

১৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৩

বাংলার জামিনদার বলেছেন: উনি এসব কিছু বলবেন না, কারন এই সব কথা বার্তার মার্কেট নাই।

২৭ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, মার্কেট আছে, উনি সেটাকে কাজে লাগাতে পারবেন না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.