নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ঢাকা মেগা সমস্যার শহর, ইহার জন্য দরকার অভিজ্ঞ এডমিনিষ্ট্রেটর

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২০



ঢাকায় শতশত ক্যাসিনো খুলেছিলো যুবলীগের মাফিয়ারা; মেয়রেরা ও কমিশনারােরা জানতো? অবশ্য জানতো! ডেংগুর প্রকোপ ক্রমেই বাড়ছে, ইহা মেয়রেরা জানতো? সম্ভাবনা কম! রাজনৈতিক দলের লিলিপুটিয়ানরা মেগা সমস্যার শহর ঢাকা কোন অবস্হায়ই চালাতে পারবে না, ইহার জন্য দরকার বিশাল অভিজ্ঞতার লোকজন; এদেরকে আনতে হবে পাবলিক ওয়ার্ক, পাবলিক কর্পোরেশন থেকে। খোকন, মোকন, তারিথ মারিথ, তাপস মাপস সোয়া ২ কোটী মানুষের শহর চালাতে পারবে না; এরা আসলে সৎভাবে আয় করে নিজের পরিবারও চালাতে পারবে না।

ঢাকার মানুষের মৌলিক সমস্যাগুলো হচ্ছে: বাসা ভাড়া নিয়ন্ত্রণ, পরিস্কার পানি, জ্যাম কমানোর ভাবনা, চাকুরী সৃষ্টির আশ্বাস, মানুষের জীবনের নিরপত্তা, বাজারদর নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্হার উন্নয়ন, পানি-নিস্কাশন, শহরকে ধুলামুক্ত করা, মশা নিয়ন্ত্রণ, ডেংগুর জীবাণু নিয়ন্ত্রণ, বস্তির মানুষের জন্য বাসস্হান গড়ে তোলা, মানুষের জন্য পাবলিক পার্ক গড়ে তোলা, বাসস্হানের আশেপাশ থেকে কলকারখানা সরিয়ে দেয়া, শহর সম্প্রসারণ বন্ধ করা। আমাদের ব্লগার নুরু সাহেব এগুলোরর সমাধান করতে পারবেন? উনি না পারলে, কোন আওয়ামী লীগার পারবে না।

ঢাকার ২ মেয়র মারা গেছেন ক্যানসারে, ইহা ভয়ংকর তথ্য; প্রকৃতির সাথে চালাকী প্রকৃতি পছন্দ করে না; ঢাকা ক্যানসার ও ডেংগুর শহর। বর্তমান বিশ্বের নিয়মানুসারে ঢাকা শহর মানুষের বসবাসের অযোগ্য; ইহাকে ক্রমেই বসবাসের যোগ্য করে তোলার জন্য অনেক অনেক অভিজ্ঞা লোকের দরকার; এদেরকে বেচে নিতে হবে, এখানে দলের ম্যাঁওপ্যাঁওদের করার কিছু নেই।

শীতে শহর ঢেকে গেছে ধুলার চাদরে; ওবায়দুল কাদের বলেছে যে, উন্নয়ন চলছে, ধুলা ইহারই প্রমাণ! শেখ হাসিনা গর্দভ পোষেন। বর্ষায় ঢাকা শহর যে ঢুবে যায়, গত বছর সেটা নিয়ে মানুষ কথা বলেননি, মানুষ "ডেংগুর ভয়ে" ঢুবে যাওয়া শহর নিয়ে ভীত হওয়ার সময় পায়নি।

ঢাকা শহরে এখন ২ কোটী ২০ লাখের মতো মানুষ বসবাস করেন; ইহার আসল সীমানা ও আয়তন আমি ঠিক জানি না; আপনারা যারা ঢাকায় থাকনে, তারা একটু এই তথ্যগুলো জানাবেন। ইহা ক্যানসার টিউমারের মতো প্রতিদিনই বেড়ে চলেছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: বছরের ১২ মাস ৩৬৫ দিন রাস্তা খোদাই করে খাল করে রাখে টিএন্ডটি, ওয়াসা, পিডিবি - সব পাগল। সব পাগলকে ধরে পাগলা গরাদে দেয়া উচিত আগে। সাথে পাহাড়ি বেতের মাইর তিন বেলা।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:


এরাও ঢাকার লোকজন, এসব ইডিয়টরা ওখানেই বাস করে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



দেশে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি “টেন্ডার রাজ” রাস্তায় কাজ নামক কলঙ্ক ঢাকা সহ সমগ্র বাংলাদেশে ১৯৯০ থেকে শুরু হয়েছে যা আজ ২০১৯ এ ও শেষ হয়নি। এই সিনেমা শেষ হবে না।

বাংলাদেশের সরকারি প্রতিটি সংস্কার ও নির্মান বাজেটের অপর নাম “রাবার” যা টানলেই লম্বা হয় - চওড়া হয়। এ্ই “রাবার বাজেট” দিয়ে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ হবে কাজের কাজ কিছুই হবে না। যে কোনো রাস্তা দু বছরের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যায়।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা এসব লোকদের বিপক্ষে কোনদিন ব্যবস্হা নেননি; উনি ব্যতিত অন্য কেহ কিছু করছে না

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৬

রাজীব নুর বলেছেন: ঢাকা শহরের অবস্থা ভালো না। গজব অবস্থা।
আমাদের দুই মেয়র সাহেব ঢাকা শহর বদলে দিতে পারবেন না। তারা এত দিন কি কি কাজ করেছে কে জানে! ভালো কিছু করার যোগ্যতা তাদের নেই। তাদের দুইজনের চেয়ে নারায়নগঞ্জের মেয়র আইভি আপা বেশি যোগ্যতা রাখে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


দলের লোকদের কোন ব্যাপারে কোন অভিজ্ঞতা নেই, ওরা মশার ঔষদের টাকা চুরি করে; ঢাকা চালানোর জন্য পাবলিক ওয়ার্কের লোকজন আনতে হবে

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৮

রাজীব নুর বলেছেন: এই শহরে সমস্যার শেষ নেই। ঢাকা শহরের আরেক নাম হওয়া উচির সমস্যার শহর। এই শহর সুন্দর পরিস্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব। খুব সম্ভব। আমাদের দরকার যোগ্য ও দক্ষ লোক এবং পরিশ্রমী লোক।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২

চাঁদগাজী বলেছেন:


দলে পরিশ্রমী মানুষ নেই, এরা জীবনে চাকুরী করেনি, ওদের দক্ষতা আসবে কোথা থেকে?

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: আমার বাসার সামনে আজ তিন মাস ধরে রাস্তা ভাঙ্গা। অথচ এই কাজ সব্বোর্চ একসপ্তাহ লাগার কথা।
ফুটপাত দিয়ে হাঁটা যায় না। হয় ফুটপাত ভাঙ্গা অথবা ফুটপাতে দোকানপাট।
স্থানীয় থানা থেকে পুলিশ এসে প্রতিদিন টাকা নিয়ে যায়। ঢাকা শহরের এই অবস্থার জন্য শুধু মেয়র না পুলিশও দায়ী।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


নীচের লেভেলের লোক খুঁজতে গেলে ২ কোটীর মাঝে ১ কোটী অপরাধী পাবেন; ঢাকায় জাতীর সবচেয়ে ধুর্ত থেকে সবচেয়ে শিক্ষিত মানুষ বাস করেন।

মেয়র যেভাবে চলে, শহর সেভাবে চলে; শেখ হাসিনা যেভাবে ভাবেন, বাংলাদেশ সেইভাবে চলে

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিক্ষিত মানুষরাই বড় বড় দুর্নীতি করে যা মুর্খদের কম্ম নয়।
একটি জাতির নীতি-নৈতিকতা ও মূল্যবোধ সেই জাতির সামাজিক-
সাংস্কৃতিক গতি-প্রকৃতি ও অবস্থানকে তুলে ধরে। যে জাতি যতো বেশি
নৈতিক শিক্ষায় শিক্ষিত এবং নিজস্ব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সে জাতি
ততো বেশি সুসংহত। নৈতিকতা ও মূল্যবোধ মানুষকে ন্যায়ের পথে,
কল্যাণের পথে পরিচালিত করে। অন্যায়-অবিচার করা থেকে মানুষকে দূরে রাখে।
যে ব্যক্তি নৈতিক শিক্ষায় শিক্ষিত, যে নিজের মূল্যবোধকে সম্মান করে
সে ব্যক্তি সর্বদাই নিষ্কলুষ থাকে।

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের বেলায়, বড় শিক্ষিতরা বড় চুরি করে আসছে; আমাদের ইউনিভার্সিটিগুলো তাদের গ্রেজুয়েটদের এই বিশাল গুণটুকুকে কোনভাবে কন্ট্রোল করার চেষ্টা করেনি আজো।

৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০৯

নতুন বলেছেন: পুরান ঢাকায় গেলে বোঝা যায় এই এলাকাকে আধুনিক শহরে পরিনত করা কতটা অসম্ভব কাজ।

তেমনি ঢাকা শহরকে আধুনিক সুবিধা দেওয়ার মত শহরে পরিনত করা অসম্ভব।

মেয়রের জন্য যারা লড়ছে এরা বড় বড় ব্যবসায়ী, মেয়রের পদ বাগাতে পারলে ব্যবসায় আরো সাফল্য আসবে, নাম ডাক বাড়বে, দলের পোলাপাইনকে আরো বেশি টাকা খাওয়ার পথ বানিয়ে দেওয়া যাবে।

এরা সমস্যা অনুধাবন করতেই পারেনা সমাধান কি করবে?

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা নিজেও জমিদারী আমলের বুদ্ধিমান মহিলা; ঢাকায় প্রতি ১০০ জন মানে ৮০ জন খারাপ মানুষ।

৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ক্যাসিনো খুলেছিলো যুবলীগের যে মাফিয়ারা,এদের এখন কি অবস্থা চাচাজান ।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০০

চাঁদগাজী বলেছেন:



এখন হয়তো ইয়াবা "হোলসেল" ব্যবসা, আদম বেপারী, এসব কিছু করছে।

৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:২৯

আকতার আর হোসাইন বলেছেন: কেমন আছেন আপনি?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


আমি ভালো আছি, ধন্যবাদ

১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

সুপারডুপার বলেছেন: ঢাকা মেগা সমস্যার শহর, ইহার জন্য দরকার অভিজ্ঞ এডমিনিষ্ট্রেটর। যে এডমিনিষ্ট্রেটর ঢাকাকে ডিসেন্ট্রালাইজড করতে পারবে।

এই রকম এডমিনিষ্ট্রেটর কি লীগ -বিএনপিতে আছে?

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৮

চাঁদগাজী বলেছেন:


লীগ ও বিএনপি'র কেহ জীবনে চাকুরী করেনি; এরা জীবনে আয় করতেও জানে না; এরা চুরি করা ব্যতিত অন্য কিছু জানে বলে আমার মনে হয় না।

১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা যেভাবে ভাবেন, বাংলাদেশ সেইভাবে চলে।

একদম খাঁটি কথা বলেছেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

চাঁদগাজী বলেছেন:


উনার ভাবনাটুকু জমিদার বাড়ীর বউ'এর সমান।

১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:২৮

জুন বলেছেন: মেয়র খোকনের কান্না দেখে খুব খারাপ লাগলো চাদগাজী :(

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

চাঁদগাজী বলেছেন:


সে মাফিয়া ছিলো।
আতিক ও তাপস ২ হাজার লোক চালানোর মত দক্ষ নয়; শেখ হাসিনা ওদেরকে রাজধানীর সোয়া ২ কোটী লোক চালানোর জন্য মনোয়ন দিচ্ছেন।

১৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:১৪

নয়ন বিন বাহার বলেছেন: ইনকাম করা আর চুরি করার পার্থক্য খুব কম মানুষই বোঝে।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

চাঁদগাজী বলেছেন:




৪৯ বছর মানুষ সরকার ও প্রশাসনে চোরই দেখে আসছে

১৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৭

বাকপ্রবাস বলেছেন: শেখ হাসিনা কিছু বলদ পোষেণ ইচ্ছে করে। যারা ম্যাও প্যাও কর‌ে হাসিনাকে খুশি করে আর লীগকে ধর্ম জ্ঞানে। লীগ দ্বারা যে পরিমাণ উন্নয়ন, লুট, সন্ত্রাষ সম্ভব বিএনপি দ্বারা তার অর্ধেক ও সম্ভব না,কেরানি লুটবাজ দিয়ে দেশ চালানো সম্ভব না।

২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ঢাকায় থাকেন, উনার অফিস ঢাকায়; এই ঢাকা পানির নীচে থাকে, বালুর চাদরের নীচে থাকে; রাজধানীর প্রতি উনার কোন সন্মান নেই।

১৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল বলেছেন।

কিন্তু যোগ্য লোককে দায়িত্ব দেবেন কিভাবে? সিস্টেমটাই যে গলদে ভরা।
প্রেসক্লােবর সামনে যনজট নিরসনে দারুন সব প্রস্তাব নিয়ে বহু লোক দাড়িয়ে থাকে।
তাদের দিকে কোন মিডিয়ারও দৃষ্টি পড়েনা। একসময় ক্লান্ত হয়ে ঘরে ফিরে যায়!

অথচ সেগুলো যেমন ইফেক্টিভ তেমনি স্বল্প ব্যায়ের পরিকল্পনা।
ঠিক এখানেই মফিয়ারা চুপ থাকে। কারণ কমিশন ভাগের কোন সুযোগ নেই।
তাই যত আগ্রহ মেগা প্রজেক্টে বিন্দু মাত্রও নেই সত্যিকারের জনগনের কল্যানের কাজে।

++++

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা দেশকে সাহায্য করার মতো মানুষ যদি খুঁজতে চান, উনাকে প্রফেশানেল সোসাইটিগুলোতে খুঁজতে হবে, প্রাইভেট সেক্টরে খুঁজতে হবে; প্রেস ক্লাবের সামনে থেকে, মানব বন্ধন থেকে, বিএনপি'র অফিসে খুঁজে বের করতে পারবেন না।

১৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যোগ্য ব্যক্তি মনোনয়ন পায় না। বিপক্ষ মতের প্রার্থী জিতে গেলে রানিং সরকার তাকে সাহায্য করে না। এভাবে ঢাকার উন্নয়ন হবে না বরং ক্যানসার বেড়েই চলবে...

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


১ জন এমপি তার এলাকার ৬/৭ লাখ মানুষকে চালাতে অক্ষম, সেখানে ঢাকার মতো কমপ্লেক্স শহরে তাপস, মাপস, তারিথ, খোকার ছেলেমেলে কি করবে? এরা একজনও কোন বিষয়ে দক্ষ নন, এগুলো হাউকাউ। শেখ হাসিনার দরকার ছিলো, যারা প্রাইভেটে বা কোন পাবলিক-ওয়ার্কে দক্ষতা দেখায়েছে, তাদেরকে খুঁজে আনা।

১৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উনার ভাবনাটুকু জমিদার বাড়ীর বউ'এর সমান।

তাহলে দেশ চলছে কেন??

২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩১

চাঁদগাজী বলেছেন:


আধুনিক বিশ্বের সাথে তুলনা করলে, এটাকে দেশ চালনা বলা হয় না, এটাকে কলোনিয়েল দেশ চালনা বলা সম্ভব।

১৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




বিশেষ দ্রষ্টব্য: -
এই পোষ্টটি যদি ঢাকা সিটি কর্পোরেশসন/ প্রশাসনিক সরকারি কর্মকর্তা/আমলা/রাজনীতিবিদ কারো চোখে চোখে পড়ে তাদের কাছে অনুরোধ ঢাকা শহরের সকল সড়কের সংস্কার, নির্মান, পূনঃ নির্মান কাজ ১ বছরের জন্য বন্ধ রাখুন শুধু সিটি কর্পোরেশন দিয়ে নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। আপনারা বুঝে যাবেন ঢাকার রাস্তায় মূল সমস্যা কোথায়?



২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৪২

চাঁদগাজী বলেছেন:



আপনি কি ইমোশানেল হয়ে গেলেন?

১৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




২। রাস্তায় যে সকল কাজ অসম্পূর্ণ আছে গত ৩০ বছর যাবত তা আগামী ৩০ দিনে শেষ করুন। বাংলাদেশী ওয়ার্কার প্রবাসে ২৪ ঘন্টা কাজে করেন ০৮ ঘন্টা ডিউটি রোষ্টার হিসেবে। তাহলে নিজের দেশে বাংলাদেশে বাংলাদেশী ওয়ার্কার কেনো ২৪ ঘন্টা কাজ করবেন না?

৩। একটি দেশের উন্নতির মূলে একটি হচ্ছে সড়ক ও যাতায়াত ব্যবস্থা, আমাদের দেশে বনানী থেকে মতিঝিল যেতে ২ ঘন্টা থেকে ৩ ঘন্টা সময় লাগে যার দুরত্ব মাত্র ১৫ কি: মি: চীনে ৩ ঘন্টায় মানুষ সড়কে ১৫০ - ২০০ কি:মি: অতিক্রম করেন। বিদেশের সাথে বাংলাদেশের তুলনা চলে না। তুলনা দেওয়ো ঠিক ও নয়। তারপর ও বলছি নিজের দেশের ক্ষতি করে প্রবাসে কতোজন আরামে আছেন তা খোঁজ নিতে মঙ্গল গ্রহে যেতে হয় না। এমনি এমনি জানা যায়।

চাঁদগাজী ভাই, দেশের জন্য সব সময় ইমোশনাল। নয়তো ব্লগে দেশের জন্য কষ্ট করে না লিখে কপিপেষ্ট বিজ্ঞান ও ধর্ম নিয়ে লিখে ব্লগ সার্ভার ওভারলোড করতাম - তাতে ম্যাকানিজম করে মিনিমাম ৫০ টি মন্তব্যও পেতাম। আমার মনে হয় না আমি ব্লগিং জীবনে অকারণ একটি পোষ্ট দিয়েছি।



৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা ঢাকায় থাকেন, উনার চোখ কানা, যথাসম্ভব।

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

(লাইলাবানু) বলেছেন: কি আর বলবো কিছু বলার নাই।ক্ষমতার চেয়ারে যারা বসে আছে সবগুলো অপদার্থ দেশের অচল পয়সা।

৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



ঢাকা ঠিক করতে হলে, নতুন পয়গম্বরের দরকার হবে।

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ডঃ এম এ আলী বলেছেন:
সমস্যার গভীরে না গিয়ে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করি ।
বিষয়টি নিয়ে কথা বলতে হলে অনিবার্যভাবেই দেশের শিক্ষাহারের কথাটি চলে আসবে । তাইএ বিষয়ে কিছু তথ্য দিয়ে পরে আলোচনায় আসব ।
দেশের শিক্ষার হারের বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য নিন্মরূপ

বলা হয়ে থাকে পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনেক সময় ফেব্রিকেটেট হয় , হতে পারে নাও হতে পারে তবে এটাই দেশের জাতীয় পরিসংখ্যান , উপায় কি মেনে নেয়া ছাড়া ।
তবে আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানও ্কএর ছাকাছি ।
ডাকা ট্রবিউনে প্রকাশিত সংবাদ ভাষ্যে দেখা যায় আন্তর্জাতিক সংস্থা Unesco বলেছে
Unesco: Bangladesh literacy rate reaches all-time high of 72.76% in 2016
Unesco আরো বলেছে
The literacy rate for men and women aged between 15 to 24 years increased to 92.24% in 2016, up from 61.87% in 2007.

তারমানে দাঁড়ায় বর্তমানে দেশে যুবসমাজের শতকরা ৯২ জনই শিক্ষিত ( অক্ষর জ্ঞান সম্পন্ন লোক ধরে নিয়ে )
এই যুব সমাজের একটি উল্লেখযোগ্য সংখ্যাই দেশের মোট ভোটারের মধ্যে অন্তর্ভুক্ত । ধরে নিতে পারি তারা সজ্ঞানে সুস্থ মস্তিক্যে ভোট দান করে থাকেন । এটাও ধরে নিলাম ভোটে জালিয়াতি হয়, শুধু ধরে নেয়া কেন জলিয়াতি যে হয় তার বহু প্রমান রয়ে গেছে । তার পরেও নিকট অতীত হতে দেখা গেছে দেশের প্রায় সব কটি সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে বিরোধি দল হতে বিভিন্ন সময়ে মেয়র নির্বাচিত হয়েছে ।

এখন একজন মুক, বধির, অন্ধ, বোধ, নির্বোধ শিক্ষিত অশিক্ষিত সকলেই জানেন বিরোধিদল হতে মেয়র নির্বাচিত হলে নগরের উন্নয়ন কাজের জন্য সরকার হতে প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা ও অর্থ বরাদ্ধ পাবেনা । বিরোধি পক্ষ হতে মেয়র নির্বাচিত হলে কমপক্ষে তার সময়ে উন্নয়ন বাধাগ্রস্থ হবে । এটা জেনে শুনেও অন্যদের কথা বাদই দিলাম দেশের শিক্ষিত সমাজ বিরোধিদলের মেয়রকে ভোট দিয়ে নির্বাচিত করে, এটা আওয়ামী বিএনপি সব আমলেই দেখা গেছে। এখন বলেন এই বিপুল জনসংখ্যা কি নগরের উন্নয়ন চায় নাকি উন্নয়ন যাত্রাকে স্থবির করে দিয়ে নীজ মতের উন্নয়ন চায় । এমন হলে নগরীর উন্নয়ন কিভাবে আশা করা যায়?

সকলেই জানে স্থানীয় সরকারে বিরোধি দল থাকলেও সরকারের গদির নড়চড় হয় না। ভিভিন্ন কায়দা কানুন করে সাদেক হোসেন খোকাকে আওয়ামী আমলেও মেয়র হিসাবে রাখা হয়েছিল । আসলে খেলাটা অন্য জায়গায়, বিরোধি পক্ষ থেকে মেয়র হলে সরকার নীজের দায় এড়াতে পারে । আর রাতের আধারে সুযোগ সুবিধা উভয়েই শেয়ার করে , শুধু মাঠে মারামারি করে সাধারণ কর্মী সমর্থকে । তবে অবস্থা এখন পাল্টে গেছে ভোট কোন ফেকটর নয় ,যা চায় তাই হবে ।

তাই বিষয়টি ভেবে দেখতে হবে গলদটি কোথায়। জনতাকেই ঠিক করতে তারা আসলেই কি চান ।নগরীর উন্নয়ন না নীজের মতের প্রতিফলন । নীজের মত প্রতিফলনের ফসলতো নগরবাসী প্রত্যক্ষ করতেছে যুগের পর যুগ ধরে।

জনগনকে সত্যিকারের শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে । তাঁদেরকে ভাবতে হবে নীজের ভালটা কি ।

ধন্যবাদ ভাল একটি বিষয়ে আলোচনার সুযোগ করে দেয়ার জন্য ।




৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় শিক্ষার হার বেড়েছে; তবে, ঢাকার মানুষ সবচেয়ে অসৎ: এখানে অসৎ ধনী, অসৎ ব্যবসায়ীরা, অসৎ ব্যুরোক্রেট, অসৎ প্রশাসন ও সরকারের অসৎ লোকেরা বাস করে; ফলে, ঢাকার সমস্যা খুবই কঠিন। সাদেক হোসেন খোকা খুবই অসৎ মেয়র ছিলেন, উনার ৪২ জন কমিশনার ছিলো মাফিয়া, মাদক ব্যবসায়ী, ভুমিদস্যু ও অস্ত্র ব্যবসায়ী; ওরা নিজেদের মাঝে মারামারি করে ৫ জনকে হত্যা করেছিলো।

ঢাকার জমি ও রিয়েলষ্টেট ভয়ংকর দামী হওয়ায়, দেশের অন্য এলাকার তুলনায় এখানকার মানুষ অসৎ ও সৎভাবে ধনী; এরা সবকিছু ঘুষের মাধ্যমে করে; মেয়রের লোকেরা মশার ঔষধের টাকা চুরি করে, এরা গার্বেজের টাকা চুরি করে, এরা নর্দমা পরিস্কারের টাকা চুরি করে, এরা রাস্তা মেরামতের টাকা চুরি করে।

আওয়ামী লীগের আমলে, বিএনপি থেকে মেয়র নির্বাচন ভুল হবে।

২২| ০৫ ই মার্চ, ২০২০ দুপুর ১২:৩৫

আমি সাজিদ বলেছেন: যতোদূর মনে হয় এবারও ডেঙ্গুর প্রকোপ বাড়বে। কারন সিটি করপোরেশন বিগত ছয় মাস নিষ্ক্রিয় ছিলো আবার। এর মধ্যে মেয়রদের শপথ গ্রহন অনুষ্টানে প্রাইম মিনিস্টারের কথার টোনটাও ভালো লাগে নি। উনি বলেছেন, 'মশা যেন ভোট খেয়ে না ফেলে '৷ কি লজ্জা! এতো বড় ঘটনার পরেও ডেঙ্গু উপরের মহলে হাসি তামাশা আর ভোটের হিসাব নিকাশ! আর উন্নয়নের কথা কি বলবো! মেগাসিটিগুলোতে সিটির আশেপাশে এক্সটেনশন হয় দেখেছি, ঝামেলাবিহীন যোগাযোগব্যবস্থা যদি একইসাথে নিশ্চিত করা যেতো তাহলে বোধহয় ঢাকার আশেপাশের এলাকার মানুষ ঢাকায় থাকতেন না, চাপটা কমতো। একটা কথা আমার বারবারই মনে হয়, রাজধানী ভিত্তিক সুযোগ সুবিধা বিকেন্দ্রীকরন করা দরকার। দুইটা তিনটা ফ্লাইওভার বানিয়ে কেউ যদি ব্যাংকক সিঙ্গাপুর প্যারিস ভাবা শুরু করে নিজের শহরকে তাহলে সে প্রশাসককে বদ্ধপাগল ছাড়া কিছু বলার নাই! এই বারের মেয়রের মধ্যে তাপসের উপরে আলাদা চোখ থাকবে। আতিক আগে থেকেই একটা জোকার।

০৬ ই মার্চ, ২০২০ ভোর ৪:৩০

চাঁদগাজী বলেছেন:


সরকরের ও দলের লোকেরা চিকিৎসার জন্য সিংগাপুর যায়; এদের আস্হা আছে সিংগাপুরের মানুষের উপর; কিন্তু এদের উপর দেশের কারো আস্হা আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.