![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
যদি শেখ হাসিনা নিজের চেষ্টায় বিএনপি'র ১ জন মেয়রকে জয়ী করান; তা'হলেও বিএনপি'র মানুষজন বলবেন যে, এটাও 'কৌশল'; যদি তিনি বিএনপি'র ২ জনকে জয়ী করাতে পারেন, তখন বিএনপি'র লোকেরা বলবে, ভোট সঠিক হয়েছে। তা'হলে, ভোটকে সঠিক করতে হলে, শেখ হাসিনাকে এবার বিএনপি'র হয়ে কাজ করতে হবে; এবং বিএনপি'র ২ জনকেই জয়ী করাতে হবে।
ঢাকাতে কমপক্ষে ২ কোটী ২০ লাখ মানুষ বাস করেন; ভোটার হয়েছেন মাত্র ৫৪ লাখের মতো (সংখ্যায় গোলমাল আছে মনে হয়)। দেশের জনসংখ্যা, গত ভোটের সময় ১৮ কোটী ধরলে, ১০ কোটীর বেশী ভোটার ছিলো। সেই অনুযায়ী ঢাকার ভোটার হওয়ার কথা ১ কোটী ২৩ লাখেরও বেশী; নাকি ঢাকাতে শিশু ও কিশোর বেশী? যাক, ভোটারলিষ্ট বেরুলে ইহা নিয়ে সঠিক ধারণা পাওয়া যাবে।
যদি ৫৪ লাখ মাত্র ভোটার হয়, ঢাকার মানুষ যেভাবে ধনী, যেই রকম দুষ্ট, যেই রকম অসৎ, যেই রকম শঠ, তদের ৪০/৪৫ লাখ বর্তমান সরকারকে সাপোর্ট করবেই করবে; ওরা চাইবে না যে, বিএনপি'র মেয়র ভোট পেয়ে সরকারের সাথে সৎপু্ত্র হয়ে শহরের ক্ষতি করুক। সঠিকভাবে ভোট হলে, শেখ হাসিনা চাইলেও বিএনপি'র কেন্ডিডেটদের জয়ী করতে পারবে না; ৫৪ লাখের মাঝে সরকারের সাপোর্টার বেশী হবেই হবে।
বিএনপি ভালো প্রার্থী দিতে পারেনি; তারিথের বাবাকে ঢাকার মানুষ জানে অসৎ ধনী হিসেবে; সেইদিক থেকে তারিথকেও অসৎ হিসেবে জানবে; ফলে, বাড়ীর মালিকেরা, ব্যবসার মালিকেরা, প্রশাসনের লোকেরা তারিথকে ভোট দেবে না।
সাদেক হোসেন খোকা ঢাকার ১ম সবচেয়ে অসৎ মেয়ের ছিলো; সে নিজের থেকে বেশী পরিচিত ছিলো নিজের দলের কাউন্সিলরদের কারণে; খোকা মেয়র হওয়ার সময়, সবগুলো কাউন্সিলরকে সে মনোয়ন দিয়েছিলো;এরা সবাই ছিলো ততকালীন সময়ের ভয়ানক সন্ত্রাসী, এরা মাদক ও অস্ত্র ব্যবসা করতো এবং ভুমিদস্যু ছিলো; তার কাউন্সিলারেরা নিজেদের মাঝে গোলাগুলি করে ৫ জন নিহত হয়েছিলো। সাদেক হোসেন খোকার ছেলের মেয়র হওয়ার পথ খোকা নিজেই বন্ধ করে গেছেন।
আওয়ামী লীগের প্রার্থী ২ জনেই অযোগ্য; তবে, তারা জানে ভোট কি করে বাক্সে আনতে হয়; তাদের অন্তত সেই ক্ষমতা আছে।
এই বদনাম থেকে বের হওয়ার একটি পথ হলো, শহরের ডেংগু পরিস্হিতি, পরিবেশ দুষণ, জ্যাম, খাবারে ভেজাল, চিকিৎসা সমস্যাকে জরুরী হিসেবে দেখায়ে অভিজ্ঞ এডমিনিষ্ট্রেটর নিয়োগ করা।
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন:
পোষ্ট পড়েছিলেন?
২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:১০
বিজন রয় বলেছেন: ছেলেবেলার কথা বললেন.....
হা হা হা....
পোস্ট না পড়ে মন্তব্য করি না কখনো।
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:১৬
চাঁদগাজী বলেছেন:
ভালো, শুভ নববর্ষ।
৩| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:২৪
ব্লগ মাস্টার বলেছেন: ওরা চাইবে না যে, বিএনপি'র মেয়র ভোট পেয়ে সরকারের সাথে সৎপু্ত্র হয়ে শহরের ক্ষতি করুক।
এর আগের দুইজন মেয়র মাননীয় প্রধান মন্ত্রী হাসিনার লোকইতো ছিলেন তারা একেবারে কি করে ফেলছেন ?
আর আওমীলিগ কি বিএনপি কি সব বেটা বেটিরাই জনগনের মাল নিয়া আগে নিজেগো পেত ভরে সেখান থেকে
কিছু বাচলে সেটা দিয়া হয়ত জনগনের জন্য কিছু করে তবে বেশি কিছুনা ।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৭
চাঁদগাজী বলেছেন:
ঢাকা চালানোর মত দক্ষ বাংগালী কখনো জন্ম নেয়নি।
ফলে, এসব ম্যাঁওপ্যাঁও কিছু করতে পারবে না; তারিথ, তাপস, ইশরাক, মিশরাক মিলে, সামান্য ডেংগুও থামাতে পারবে না; আগামী ১০ বছরের ভেতর, এই ৪ জনের ১ জন মারা যাবে ক্যান্সারে (যদি ঢাকায় থাকে)।
৪| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি দ্বিমত পোষণ করছি।
তিনি কোন ভাবেই বিতর্কিত
হবেন না। যোগ্য উত্তরসূরী
নির্বাচিত হলে ঢাকাকে
তিলোত্তমা নগরীতে
পরিবর্তন করা
সহজতর হবে।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
ঢাকার জমির মুল্য আমেরিকার অনেক বড় শহর থেকে বেশী; ঢাকার বাতাসে জীবাণু, পানিতে বিষ ও পায়খানা; ঢাকার খাবারে কেমিক্যাল, ঢাকার কোন ডায়াগোনিসটিকে কোন প্যাথোলোজিক্যাল টেষ্ট করা হয় না; ঢাকার শতকরা ২০ জনের ক্যানসার হবে; ১০ বছরের ভেতর প্রতিটি মানুষের ডেংগু হবে।
ঢাকায় শেখ হাসিনা, সব মিলিটারী অফিসার, সব ব্যরোক্রেট, সব রাজনীতিবিদ, সব এমপি, সব ব্যবসায়ী, সব শঠ, সব জেচ্ছোর বাস করে।
৫| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৫৯
অগ্নি সারথি বলেছেন: বি এন পি-র মেয়রদের জয়ী করানোর দরকার কি?
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
বিএনপি'র মেয়রেরা জয়ী না হলে, বিএনপি বললে যে, ইলেকশানে কারচুপি হয়েছে।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:০৫
বিজন রয় বলেছেন: সহমত।