নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ইরান-আমেরিকা যুদ্ধ শুরু হচ্ছে আজকেই?

০৮ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৩১



এখন আমেরিকান সময়: সন্ধ্যা ৭:২০, ৭ই জানুয়ারী; সিএনএন বলছে, কিছুক্ষণ আগে ইরাকে অবস্হিত আমেরিকান সৈন্যদের ২টি অবস্হানের উপর ১ ডজনের বেশী বেলাষ্টিক মিশাইল এসে পড়েছে; হতাহতের খবর এখনো পাওয়া যায়নি; এখনো নাকি মিসাইল ছুঁড়ছে। ইহার পর কি ঘটবে বলা মুশকিল।

*** ২/৩ মিনিট আগে আমেরিকান ডিফেন্স সেক্রেটারী ও ষ্টেইট সেক্রেটারী হোয়াইট হাউজে এসেছে। ন্যাশনাল সিকিউরিটির লোকজন হোয়াইট হাউজে আছে।

*** সময় ৭:৪০, মিসাইল আসার ভিডিও দেখাচ্ছে সিএনএন।

*** হয়তো যুদ্ধ শুরু হয়েছে (অনুমান); প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। (সময়: সন্ধ্যা, ৭:৫৯)

*** ইরাকী সৈন্য এয়ারবেইজে ইরাকী সৈন্যদের মাঝে হতাহত হয়েছে; আমেরিকান কোন সৈন্য হতাহতের মাঝে নেই।

*** ইরান টেলিভিশন থেকে মিসাইল আক্রমণের কথা ঘোষণা করেছে; তারা বলেছে যে, তারা আমেরিকান পজিশন আক্রমণ করেছে। (সময়: ৮:২২)

*** প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেবে না; মনে হয়, আজ রাতে যুদ্ধ না লাগার সম্ভাবনা। (সময়: ৮:৪০)
*** মনে হচ্ছে, ট্রাম্প কিছু সময় অপেক্ষা করার নীতি অনুসরণ করছে। তবে, এই প্রেসিডেন্টকে বুঝাও মুশকিল; হয়তো, সে ইরানকে বুঝতে না দিয়ে আক্রমণ করার জন্য টেলিভিশনে কথা বলছে না; আমেরিকানরাও অন্ধকারে।

*** মিডিয়াতে ৩ জন কংগ্রেসম্যান আজ রাতেই ইরান আক্রমণের জন্য প্রেসিডেন্টকে অনুরোধ করেছে।

*** ইরাকীদের মাঝে হতাহতের ঘটনা ঘটেনি। (সময় রাত: ১০:২৯)

*** ট্রাম্প আজকে কোন এ্যাকশানে না যাবার ঘোষণা দিয়েছে। (সময়: রাত ১১:৫৮)

আজ বিকেল ৪টার দিকে, সিএনএন'এ ইরানের ফরেন মিনিষ্টার ইন্টারভিউ দিয়েছে, সে যেভাবে তাচ্ছিল্যের সাথে, হাসিহাসি মুখে আমেরিকাকে ও বিশ্বকে ভয় দেখায়েছে, আমেরিকাকে শেষ অবধি হয়তো এটমবোমা ফেলতে হবে। সে আমেরিকান ডিফেন্স মিনিষ্টারের রেফারেন্স দিয়ে কথা বলছিলো; আমেরিকান ডিফেন্স মিনিষ্টার কোথায় যেন বলছে যে, আমেরিকা প্রতি বছর ২ ট্টিলিয়ন ডলার ব্যয় করে মিলিটারী ইকুইপমেন্টে; এটাকে নিয়ে সে তাচ্ছিল্যের সাথে বললো যে, ইকুইপমেন্ট কিছুই না, মানুষই হলো আসল; ইরানের কাছে শক্ত মনের ও ইরানের প্রতি ডেডিকেইটেড মানুষ আছে, যা আমেরিকার নেই। সে কথা শেষ করার সময় বললো, "আমেরিকা জেগে উঠো"।

জ্ঞান, বিজ্ঞান, টেকনোলোজী ও মরালের দিক থেকে ধরলে, পাকিস্তান থেকে শুরু করে, আফ্রিকা অবধি মানুষগুলো এখনো আসলে গুহাবাসী; এদের কথাবার্তা শুনলে মনে হবে, এরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান জাতি। আসলে, এদের দীর্ঘদিনের ইতিহাস আছে বইপত্রে; মধ্যযুগে এরা কিছুটা ভালো ছিলো; কিন্তু এরা বর্তমান বিশ্বের জন্য বোঝা ছাড়া কিছুই না; তারা নিজের মতো বাস করলে কেহ তাদের কিছু বলার কথা নয়; কিন্তু তারা অন্য জাতিকে পংগু করার জন্য মরিয়া হয়ে উঠে।

জাপানে আমেরিকা কেন এটমবোমা ফেলেছিলো? কারণ, পার্ল-হার্বারে অকারণে আমেরিকানদের হত্যা করেছিলো বেকুব জাপানীরা। ২য় বিশ্বযুদ্ধের সময়, জাপান কোন অবস্হায় পার্ল-হার্বার দখল করে রাখতে পারার কথা নয়; যদি উহা দখল করতে না পারে, কিংবা দখল করে ধরে রাখতে না পারে, কি কারণে এক রবিবার সকালে, যখন সবাই চার্চে গেছে, তখন কেন ভয়ংকরভাবে আক্রমণ করে মানুষ মারা হলো ও জাহাজ ঢুবানো হলো? আমেরিকানরা ক্ষোভে দু:খে ২টি জাপানী শহর মুছে দিয়েছিলো।

লেবাননের হেজবুল্লাহ বাগদাদে গিয়ে আমেরিকান দুতাবাস আক্রমণ করে অনেকটা দখল করে নিয়েছিল গত সপ্তাহে; তখন ইরানের ২য় ক্ষমতাধর ব্যক্তি বাগদাদে এসে হিজবুল্লাহ'র কমান্ডারের সাথে কিসের মিটিং করছিলো? আমেরিকা কি ওকে হত্যা না করে, দুতাবাসের মানুষগুলোকে সোলেমানীর লোকদের ছুরির নীচে ছেড়ে দেবে? আমেরিকা সঠিক কাজ করেছে।

ইরান থেকে জাপান ছিলো হাজারগুণে শক্তিশালী; সেই জাপানের ২টি শহর মুছে দিয়েছিলো আমেরিকা; ইরানের লিলিপুটিয়ানরা আরব দেশগুলোকে সন্ত্রাসী দিয়ে পংগু করে দিয়েছে; এখন আমেরিকাকে নিয়ে হাসছে? আসলে, এটমবোমা না খেলে শান্ত হবে না।

কিছুক্ষণ আগে আমেরিকান পজিশনে বেলাষ্টিক মিসাইল এসেছে; বলা হচ্ছে, এগুলো ইরান থেকে ছুঁড়েছে; (এটা কে করছে বলা মুশকিল); কিন্তু ইরান যদি করে থাকে, মহা ভুল করছে।

মন্তব্য ৬৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৬৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪০

রানার ব্লগ বলেছেন: Ami songkito

০৮ ই জানুয়ারি, ২০২০ ভোর ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:


ইরান ভুল করলে, ইরানের রিফাইনারী থাকবে না; হয়তো সৌদীও শেষ হবে।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল ইরান।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:


আজকে বেঁচে গেছে, মনে হয়; আমেরিকা আক্রমণ করেনি, মনে হচ্ছে; আক্রমণ করলে ট্রাম্প জাতির উদ্দেশ্য বক্তৃতা দিতো। তবে, বুঝা মুশকিল, কখন কি হয়।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫৭

খায়রুল আহসান বলেছেন: মনে হচ্ছে, মধ্যপ্রাচ্যে এক চিরস্থায়ী আঁঁধার নেমে আসছে। একদিন সে আঁধার বাকী পৃথিবীকেও গ্রাস করতে পারে।
টেকনোলজী যদি কোনদিন ফেইল করে বসে, তবে আমেরিকানদের অবস্থা এবং পৃথিবীর অন্যান্য স্থানেও বর্তমান প্রজন্মের অবস্থা গুহাবাসীদের চেয়েও অধম হয়ে যেতে পারে। কারণ ওরা মাত্র তিন অঙ্কের তিনটি সারির সংখ্যার যোগফলও মুখে মুখে বের করতে পারেনা, টেকনোলজির সাহায্য ছাড়া।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:০২

চাঁদগাজী বলেছেন:



সঠিক, আমােরিকানরা টেকনোলোজী বির্ভরশীল; টেকনোলোজী ব্যতিত ওরা অকেজো।

ইরান সুইসাইড করার চেষ্টা করছে; ইরানে কয়েক কোটী সাদ্দাম হোসেন আছে। যাক, এখনো আমেরিকা আক্রমণ করেনি।

আপনি বুশ-ফায়ার এলাকা থেকে দুরে আছেন তো?

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:১৯

নুরহোসেন নুর বলেছেন: ইরানের লোকজন জল্লাদ,
তাদের মাথা থেকে জঙ্গীর বোঝা নামানোর জন্য ২/১টা এটম বোমা ফেলানোর দরকার।
যুদ্ধ নয় প্রয়োজন সমাধান।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


ইরান, ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া ও ইরাকের মানুষগুলো বিশ্বের জন্য ভয়ংকর; এরা মানব সমাজকে বিযাক্ত করছে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: যুদ্ধ কোনো সমাধান না।
যুদ্ধ মানুষের কোনো কল্যান করে না।
মধ্যপ্রাচ্যের দেশ গুলো নির্বোধ। আমেরিকাও কি নির্বোধ?

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা ঠিক নির্বোধ নয়; ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লেবাননের লোকজন জন্মগতভাবে জল্লাদ ও সন্ত্রাসী।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

মেমননীয় বলেছেন: fools!
its a begining of 3rd world war!

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩১

চাঁদগাজী বলেছেন:


তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না; তবে, ইরানের সন্ত্রাসীদের মানুষ করার দরকার আছে।

৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৪

কূকরা বলেছেন: পাঁদগাজীকে আমেরিকা থেকে ইরানে পাঠাই দেওয়া হউক, ইরান এমনেই সোজা হইয়া যাবে। যুদ্ধ করা লাগবে না।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমার সময়ের সবচেয়ে বড় ও সন্মানী যুদ্ধ আমি করেছি।
আপনি নিজকে সন্মান করেন, ব্লগারদের নিক বদলাবেন না, এটা সামান্য জ্ঞানের বিষয়।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

রাজীব নুর বলেছেন: যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধ। বোমা পড়ছে ইরাকের মাটিতে! দুই দেশই শক্তি প্রদর্শন করছে আরেক দেশে গিয়ে। ইরাক যেন যুদ্ধের ময়দান।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


দু:খের বিষয়, মিডল ইষ্টের লোকজনের মাথা আছে, মগজ নেই; ওরা জন্মগতভাবে সন্ত্রাসী।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৪

রাশিয়া বলেছেন: আপনার গুরুদেব আমেরিকার যদি এতই খ্যামতা, তাহলে সোলাইমানিকে চোরের মত হত্যা করল কেন? সেই লোক তো এরকম ভীরু কাপুরুষ ছিলনা! যেখানে গেছে বুক ফুলিয়েই চলেছে। আপনার ট্রাম্প বাবাজি যেখানেই যায়, সেখানেই ধরা খায়। ইরান সেরকম নয়। আপনি বারবার বলেছেন ইরান যুদ্ধ শুরু করলে আরেকটা ইরাকের সৃষ্টি হবে। যুদ্ধের উসকানি কি ইরান দিয়েছে নাকি আমেরিকা দিয়েছে তাদের সেনাপতিকে চোরের মত হত্যা করে?

সত্য জেনে রাখুন। আমেরিকা যাকে আক্রমণ করতে চায়, তার জন্য কোন বাহানা সৃষ্টি করেনা। আফগানিস্তান ও ইরাকে যে লজ্জাজনক আক্রমণ করেছিল, তারা হাজার চেষ্টা করেও তা রুখতে পারেনি। আমেরিকার ইরান আক্রমণের খায়েস যদি সত্যিই থেকে থাকে - ইরান ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে তা রুখতে পারবেনা।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি মনে হচ্ছে, সন্ত্রাসী মনোভাবের লোক; বাংলাদেশের অনেকই, পাকিস্তান, আফগানিস্তান, অনেক আরব ও ইরানীরা আপনার মতো।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


সোালাইমানী বিষাক্ত জল্লাদ ছিলো; ওকে আরো অনেক আগে সরানোর দরকার ছিলো; সাথে সুপ্রীম লীডারকে জাহান্নামে পাঠানোর দরকার ছিলো।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৬

খাঁজা বাবা বলেছেন: "পাকিস্তান থেকে শুরু করে আফ্রিকা অবধি মানুষ গুলো আসলে এখনো গুহা বাসী"

আপনার আর ট্রাম্পের ভাবনা একই দেখা যাচ্ছে। B-)

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৮

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ক্রিমিনাল নয়, সে সাধারণ ভাবনার মানুষ। আফগানিস্তান, ইরান ও ইয়েমেনীদের ব্যাপারে আপনার ধারণা কি?

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:২১

চাঁদগাজী বলেছেন:


বিশ্বের মানুষ বিপদে পড়লে ইরান ও আরব যায় না; তারা আমেরিকা, কানডা কিংবা ইউরোপ যায়।

১১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

খাঁজা বাবা বলেছেন: ট্রাম্প সোলায়মানীকে হত্যা করে অলরেডি ক্রিমিনাল।
সোলায়মানী ইরাকের রাষ্ট্রিয় অতিথি ছিল।
আফগান, ইরান, ইয়েমেনের মানুষ অতি সাধারন সহজ মানুষ। এক এক দেশের মানুষের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকে।
এমনকি আমাদের ছোট বাংলাদেশের এক এক এলাকার মানুষের এক এক জীবন, আচার।
ইরান গত ২০০ বছরে কোন রাষ্ট্রকে আক্রমন করেনি। আমেরিকা গত ১০০ বছরে কতগুলি দেশ আক্রমন করেছে?
আমেরিকান জাতী এত ভাল তো সবার সাথে তাদের শত্রুতা কেন?

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


জল্লাদ কারো অথিতি হতে পারে না।

ইরান ইরাকে ৬ লাখ মানুষকে হত্যা করেছে ৮ বছরের যুদ্ধে; আপনি নিজেই জল্লাদ মনে মানুষ, হয়তো।

১২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

রাবেয়া রাহীম বলেছেন: অতিত দেখে মানুষ বুঝছে আমেরিকা নিজের স্বার্থের জন্য কতটা ভয়ংকর হতে পারে। যুদ্ধ শুরু হলে ইরান ও দেশটািতে বসবাসকারী মানুষের ভবিষ্যত কতটা করুন আর নির্মম হতে পারে সেটা ভেবে আপনার টেনশন দেখে আতংক হচ্ছে । সত্যি ভিষণ এক ভয়াবহ সময় খেয়ে আসছে ইরানের সামনে। Old Testament বা হিব্রু বাইবেল ( তাওরাত ) এ পারস্য এবং ইসরায়েল যুদ্ধের ভবিষ্যৎ বাণীর কথা বলা আছে ।
Old Testament এ এটাও বলা আছে - গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে । লেবানন থাকবেনা , ইরাক কয়েকখন্ড হবে , সৌদি আরবও ভেঙ্গে যাবে ( মক্কা মদীনা ব্যতীত ) ।

অফটপিক— আপনার এত সুন্দর একটি বিশ্লেষণ ধর্মি লেখায় মানুষজন কেনো আজেবাজে কমেনট করলো বুঝতে সমস্যা হচ্ছে । মানুষের বুদ্ধিলোপ হচ্ছে নাতো!!!!

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



আপনি কুসংস্কারে বিশ্বাস করেন। Old Testament ইত্যাদি বেকুব মানুষেরা লিখেছে।

আপনাকে আমেরিকা মানুষের মত বাঁচতে দিয়েছে; ইরান থেকে সব বিধর্মীদের এক কাপড়ে বের ক্সকরে দিয়েছে।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: যুদ্ধ কাহারো জন্যই কাম্য নয়। তবে সম্মানীত আপনি সবসময়ই আমেরিকার পক্ষেই বলবেন কারণ হলো আপনার পিছনে এফবিআই সবসময় কাজ করছে যে দেশবিরোধী কিছু করছেন কিনা; আপনিও সেটা নিঃশ্চয় অবগত আছেন আর সেজন্যই আমেরিকার শত অন্যায়ের প্রতি আপনার অকুন্ঠ সমর্থন থাকবেই।




ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



আমেরিকায় বিশ্বের যেকোন মানুষ এসে বাঁচতে পারবে; ইরানের সব অন্যধর্মীদের ১ কাপড়ে বের করে দিয়েছে; আপনি যান, আপনাকে ১ দিনও থাকতে দেবে না। ওরা নিজের মানুষকে বেকার রেখে ৪/৫ দেশে সন্ত্রাসী পালন করে।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইরান বোকামী করেছে। যদিও ইরানী মন্ত্রীর সর্বশেষ টুইটে জানা গিয়েছে অভিযান সমাপ্ত হয়েছে, তেনারা আর যুদ্ধ চান না। মনে হয় অল্প'র উপর দিয়ে এটার সমাধান হয়ে গিয়েছে...

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


একমাত্র এটম বোমা ব্যতিত ইরানকে থামানো যাবে না; ইরান মিডলইস্টের কোন মানুষকে স্বাভাবিক জীবন যাপন করতে দেবে না।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩২

রানার ব্লগ বলেছেন: আমি পুরো ব্যাপারটা নিয়ে অন্ধকারে ছিলাম, এর পর একটু ঘাটাঘাটি করে নির্জাস যা জানলাম তা হোল, সোলাইমানি মোটেও ইরাকে বিরিয়ানী খেতে যায় নাই। তিনি সেখানে অন্য একটা গোপন যুদ্ধের ছক কাটতে গিয়েছিলেন। ইরান ইরাক যুদ্ধের যে ইস্যু ছিল সেই যুদ্ধটার নতুন বিজ বপন ছিল তার উদ্দেশ্য। ইরাক তুরস্ক সিরিয়া লেবানন ভিত্তিক শিয়া সংগঠন গুলকে একত্রিত করে তারা ইরাকে ইরানি শাসন কায়েম করতে চেয়েছিল, যার পরক্ষ মদদে ছিল বর্তমান ইরাক সরকার। সৌদি আরবের সাথে ইরানের সমস্যা অনেক পুরানো, স্বাভাবিক ভাবে সৌদি আরব চাইবে না ইরান কোন ভাবে ইরাকে নিজের ক্ষমতা বাড়াক , এর পরিপ্রক্ষিতে এই সব ঘটোনা অনিবার্য ছিল। আমরা যারা বাংলাদেশী লোক অতি উত্তেজিত ধর্ম রক্ষায় মনে রাখবেন আমাদের দেশের একজন মানুষ নিয়েও ইরান সৌদি আরবিয়দের কোন মাথা ব্যাথা নাই। আসুন আমাদের মাথা খানা আমাদের নিজেদের সমস্যা নিয়া ব্যথা বানাই। সৌদি ইরান তুরস্ক আমেরিকা এরা হোল সন্ত্রাসের জন্মদাতা এদের থেকে দূরে থাকাই ভালো।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



আসলে, ইরাকের শিয়ারা "ইরাক" নামে কোন দেশ রাখার পক্ষে নেই; ইরাক সেনা বাহিনীর শিয়ারা ও ইরাকের ভেতরে সৃষ্ট শিয়া মিলিশিয়ারা ইরানের অধীনে নিয়ে যাবে ইরাককে; কুর্দিরা উত্তরাংশ দখল করার চেষ্টা করবে; আমেরিকা আটকে গেছে ইরাকে।

১৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৩

জাহিদ হাসান বলেছেন:

ভালোবাসি আমেরিকা যুক্তরাষ্ট্রকে। পাশে আছি।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকার পাশে থাকার দরকার নেই, বাংগালীদের সাহায্য করেন পারলে।

১৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রেসিডেন্ট ট্রাম্প সকলের দৃষ্টি অন্যদিকে নেবার জন্য এই কাজ করছে,
সে অনেক বড় এবং শক্তিশালী নেতা প্রমানে ব্যস্ত।
কিন্ত বিশ্ব মানবতা তা কখনো মানবে না ।
........................................................................................
প্রযুক্তি নির্ভরতা তাকে দাম্ভিক বানায়াছে, এই প্রযুক্তি যখন বুমেরাং হয়ে
ঘুরে যাবে তখন আমেরিকা বিপদ কেমন বুঝতে পারবে ।
শুধু মাত্র এই কারনে সে হাক ডাঁক দিলেও উত্তর কোরিয়ায় কিছুই করতে পারে নাই ।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:


উত্তর কোরিয়া সৃষ্টি করেছে চীন ও রাশিয়া; আমেরিকা ২ কোরিয়াকে ১ হতে সাহায্য করবে; জাপান, রাশিয়া ও চীন চাহে না ২ কোরিয়া এক হোক।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৩৪

ঢাবিয়ান বলেছেন: ইরানে একটা বিমান দেখলাম বিধস্ত হয়েছে, নিহত হয়েছে প্রচুর মানুষ। সাম্প্রতিক উত্তেজনার সাথে সেটার যোগসুত্র আছে কিনা কে জানে! যে কোন যুদ্ধে সবচেয়ে তিক্ততার বিষয় হচ্ছে '' রাজায় রাজায় যুদ্ধে, প্রান যায় প্রজা সাধারনের।'' ট্রাম্প নামক চুরান্ত বর্নবাদী, যুদ্ধবাজ এবং নির্বোধ ইরানী শাষকের হটকারিতার মাশুল যে কত মানুষকে দিতে হবে ভাবতেই শংকিত বোধ করছি। সবচেয়ে বেশি রাগ হচ্ছে '' জাতিসংঘ'' নামক বানর সংস্থাটার ওপড়। এরকম উত্তেজনাকর পরিস্থতিতে বানরের দলেরা বসে বসে কলা খাচ্ছে আর তামাশা দেখছে!!

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



ইউক্রেনের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে, এখনো পরিস্কার নয়, কিভাবে উহা ধ্বংস হয়েছে। ইরানীরা লেবানন, িয়েমেন, সিরিয়া, ইরাক ও অন্যান্য আরব দেশের শিয়াদের হাতে অস্ত্র তুলে দিয়েছে; ইরান যদি না থামে, এটম বোমা ব্যতিত ওদের থামাতে পারবে না। ওরা এটম বোমা বানানোর চেষ=টা করলে, এমনিতেই এটম বোমা পড়বে ইরানে।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৬

অক্পটে বলেছেন: ইস! কি ভয়াবহ একটা গল্প রচিত হতে যাচ্ছে। এত এত মৃর্ত্যু! অচথ এড়ানো সম্ভব। হ্যা অবশ্যই সম্ভব। কিন্তু সেডিস্টরা এসব বোঝেনা।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

চাঁদগাজী বলেছেন:


ইরানের মানুষের ভুল ধারণা, মিডলইষ্ট চালাবে শিয়ারা; গতকাল যুদ্ধ শুরু হয়নি সৌদী ও দুবাই রক্ষা করার জন্য। তবে, ইরান না থামলে যুদ্ধ হবে।

২০| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই ভুল করে। আর আমেরিকা সাধু। আপনাকে এভাবে একতরফা আমেরিকার সাফাই মানায় না।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

চাঁদগাজী বলেছেন:



আপনাকে আমি ব্লগে অনুরসরন করছি; আপনার মগজ কম, আপনাকে আফগানিস্তানের প্লেইনে তুলে দেয়া বাংলাদেশ সরকারের কর্তব্য।

২১| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০০

প্রািন্ত বলেছেন: ভাই আমি আপনার প্রতিটি কথার সাথে সহমত। না বুঝে পাকিস্তানী গুহামানবদের মত কথা বলে এদেশের কিছু মাথামোটা মানুষ। তারা মনেকরে ইরান-মার্কিন যুদ্ধ হলে আমেরিকা ধ্বংস হযে যাবে। এখানে অনেকে প্রায় সেই রকমই মন্তব্যও করেছে। কিন্তু তাঁরা বোকার স্বর্গে বাস করছেন। আমেরিকার সামরিক সক্ষমতা ও প্রযুক্তিগত ক্ষমতা সম্পর্কে কোন ধারণা্ নেই এদের। আবেগ তাড়িত হয়ে বড় বড় কথা বলে ক্ষণস্থায়ী সুখ অনুভব করা যায় কিন্ত বাস্তবতা বড়ই কঠিন। একজন সন্ত্রাসী ইরাকে গিয়েছিল কিছু মানবতা বিরোধী সংগঠনকে সহায়তা দেয়ার জন্য। আমেরিকা মওকা বুঝে সেই সন্ত্রাসীকে খতম করে দিয়েছে। আমার মতে এতে হয়তো ট্রাম্প কিছুটা অন্যায় করেছে কিন্ত বাস্তব পরিস্থিতি বিচার করলে ট্রাম্প কোন অন্যায় করেনি। বিশ্বের শান্তির জন্য আমেরিকা ক্ষমতার ভারসাম্য রক্ষা করে চলেছে। ধন্যবাদ ভাই। আপনার এ ধরণের আরও লেখা আমি প্রত্যাশা করি।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:



ওবামার সময় সোালাইনমানী ও সুপ্রীম লিডারকে সরায়ে দিয়ে ইরানকে সাহায্য করার দরকার ছিলো।

২২| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

হাসান রাজু বলেছেন: @ কূকরা , আসলে তুমি একটা অপদার্থ। আমি বুঝিনা কেন এটা তোমাকে কেউ জানায় নি এখনো ।

২৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

হাসান রাজু বলেছেন: ইরাক হচ্ছে আমেরিকা কর্তৃক সম্পূর্ণ ভাবে কুক্ষিগত একটা রাষ্ট্র(!) এখান থেকে আমেরিকা বহুত ফায়দা লুটছে। আরও লুটার বাকি আছে। সলাইমানিকে ইরাকে আসা এবং আমেরিকাকে সরাসরি আঘাত করার ইচ্ছা হওয়াটা উচিত হয় নি। তুমি সৌদির তেলের ট্যাংকিতে আগুন দাও, সিরিয়ায় আইএস মারো পারলে ইসরাইলকে ধমকাও। সৌদি, কাতার, আমিরাত ভয় পাক । এতে আমেরিকার অস্ত্র বিক্রির ব্যাবসা রমরমা হবে। কিন্তু বাবা সলাইমানি তুমি এমন জায়গায় কেন চুলকাইতে যাও যেখানে নাগাল পাও না।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনি সাধারণ বাংগালী মানুষ, কোন কিছু সম্পর্কে সঠিক ধারণা নেই; ইরাকে যুদ্ধ করে আমেরিকা ২.৫ ট্রিলিয়ন ডলার, সাড়ে ৪ হাজার সৈন্য হারায়েছে।

আমেরিকান ক্যাপিটেলিষ্টরা এখান থেকে ২ ট্রলিয়ন লাভ করেছে।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
লেগে যাক যুদ্ধ। আমেরিকা অপেক্ষা করছে কার জন্য রাশিয়ার সাপোর্টের জন্য যাতে রাশিয়া ইরানের পক্ষ না নেয়? মনে হচ্ছে বাংলাদেশে যুদ্ধ লেগে যাচ্ছে !!! বাংলাদেশ আক্রান্ত !!!

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:



গতকাল যুদ্ধ আমি থামাইনি; যুদ্ধ থামায়েছে সৌদী ও দুবাই।

২৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই যুদ্ধে কার লাভ আর কার ক্ষতি হবে?
তবে এই যুদ্ধ যদি শুরু হয় তা হলে এর
পরের যুদ্ধের জন্য হাতিয়ার থাকবে শুধু
ইট, আর পাথরের ঢেলা !

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

চাঁদগাজী বলেছেন:


এই যুদ্ধ হলে, সৌদী, ইজরায়েল, ইয়েমেন, সিরিয়া, ইরাক, লেবানন, জর্ডান, আমিরাত লাভবান হবে; বিষাক্ত "শিয়া মিলিশিয়া বাহিনীর" অবসান ঘটতে পারে। এতে ২/৪ লাখ ইরানী, ২/১ লাখ ইরাকী ও আমিরাতে মানুষ মারা যাবে।

২৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

জুন বলেছেন: এখনো তো যুদ্ধ শুরু হলো না চাদ্গাজী ! ইরান এত ছাগল না আর আমেরিকাও না । একটু হুমকি ধামকি দিয়ে ইরান নিজ দেশের জনগনকে শ্বান্ত রাখছে । নাহলে আয়াতুল্লার পতন অনিবার্য্য । একদা অনেক অগ্রসর ইরানি জাতি এতদিন ধরে আমেরিকার অবরোধ আর গুহা জীবন মেনে চলছে শুধু মাত্র একদিন কিছু হবে ভেবে।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:


ইরানের মানুষ জানে কিনা, ইরান নিজের মানুষকে বেকার রেখে, কম বেতন দিয়ে, ৪/৫টি দেশে ২০ লাখের বেশী মানুষকে ডলারে বেতন দেয়? এরা হচ্ছে, "শিয়া মিলিশিয়া", হেজবুল্লাহ, হুতি বাহিনী, হামাস।

ইরানীদের উচিত, সুপ্রীম লীডারকে বাদ দেয়া।

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প সিভিলিয়ান ব্যবসায়ী, সে সহজে যুদ্ধে যাবে না; সে আমেরিকার টাকা পানিতে ঢালবে না।

২৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:০৭

অখ্যাত নবাব বলেছেন: বিশ্বের ভিতরে আমেরিকা এবং ইরান উভয় সন্ত্রাস বাহিনী। তবে শক্তির দিক দিয়ে উভয় সমান।
একটা কথা মনে রাখবেন, এটা এখন আর ১৯৪৫, ৫০ সাল নয়!
এটা ২০২০ সাল। প্রতি মিলি সেকেন্ডে যোগাযোগের হাজার হাজার মাধ্যম আছে। তাই পারমানবিক বোমার ভয় কোন দেশ করে না। বর্তমানে পারমানবিক বোমা ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারতসহ এশিয়া, ইউরোপ, আমেরিকাসহ দেশেই পারমানবিক বোমা আছে। কেউ প্রকাশ্যে মিডিয়ায় ঢোল পিঠায়! আবার কেউ মাটির নিচে বসে গোপনে পারমানবিক বোমা সাজায়!
তো ভাই! কথা হইলো, যুদ্ধ শুরু হওয়ার সময় এখনও হয় নাই। এখন যা চলতাছে সেটা হলো ঠান্ডা মাথার স্বায়ু যুদ্ধ। যারা কৌশলে এগিয়ে থাকবে তারাই বিজয়ী হবে প্রতি মূহুর্তে। গোলা, বারুদ, পারমানবিকের ভয় কোন দেশের নাই এখন।

সম্প্রতি ইরান চাচ্ছে সৌদি আরবের সাথে মণমালিন্য দূর করে এক হয়ে যেতে। কিন্তু সেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় না। সৌদি আরব এবং ইরানীদের মধ্যে যোগসূত্রে মূলত বেশী কাজ করছিলো কাশেম সুলাইমান। উক্ত কারণসহ আরো কয়েকটা কারণেই তাকে হত্যা।

জানেন কি? এই কাসেম সুলাইমান যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলিত হয়েই সিরিয়া, মিশর, ফিলিস্তান, আফগানিস্তানে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে? না জানলে ইন্টারনেটে জেনে নিয়েন।

সাধারণত, তাকে হত্যার কৌশল সফল করার জন্য ইরানী গোয়েন্দাসংস্থাই দায়ী। কেননা, তাদেরই দূর্বলতার কারণে আমেরিকা সুযোগ বুঝে কোপ মেরে দিয়েছে।

কাসেম সুলাইমানকে হত্যার ফলে কোন ধরণের যুদ্ধ হবে না। কেন জানেন? এই হত্যার ইস্যু নিয়ে কোন দেশ যুদ্ধ আগ বাড়ালেই এবং যুদ্ধ গড়ালেই বিশ্ব দুই ভাগ হয়ে যাবে।

যুক্তরাষ্ট্রের শত্রুরা সব ইরানীদের পাশে দাঁড়াবে এবং ইরানীদের শত্রুরা এবং যুক্তরাষ্ট্রে মিত্ররা এককাতারে চলে আসবে। এবং সবাই সবার সর্বশক্তি দিয়ে যুদ্ধ করবে।

বর্তমান বিশ্ব সবাই যুদ্ধের চাইতে অর্থনীতিকেই প্রাধান্য দেয় বেশী। এবং এটাই যুদ্ধ না হওয়ার অন্যতম কারণ।

কিন্তু ইরান কেনো পালটা হামলা করলো? কারণ, এটা আমেরিকা চেয়েছিলো!! কেননা, এই হামলার কারনেই আপাতত ইস্যুটা দামাচাপা দেওয়া যাবে।
কিন্তু, ইরান এক হামলাই থেমে যাবে? না, তারা থেমে যাবে না। ঠিক আমেরিকার মতই সময়, সুযোগ এবং কৌশলে ইরান কাসেম সুলাইমান এর মতই কাউকে হত্যা করবে। আর এটা আমেরিকাও জানে।

কিন্তু সবচেয়ে বড় কথা! আমেরিকা এবং ইরান উভয় পূরো মানব্জাতীর জন্য একটি সন্ত্রাসবাহিনী। তারা একে উপরের প্রয়োজনে পরম বন্ধু সাজে আবার স্বার্থ শেষ! সবচেয়ে বড় শত্রু হয়ে যায়।

০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনাকে বুদ্ধিমান মনে হচ্ছে, এটমবোমা টোমা বানায়েছেন টানায়েছেন নাকি?

২৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমেরিকা ঠিক নির্বোধ নয়; ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, লেবাননের লোকজন জন্মগতভাবে জল্লাদ ও সন্ত্রাসী।

আপনি কি আমেরিকা থাকেন বলেই, আপনার আমেরিকার প্রতি টান বেশি?
মধ্যপ্রাচ্যের দেশ গুলোর জন্য আপনার মায়া নেই কেন??

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৪

চাঁদগাজী বলেছেন:


মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সরকারেরা আমাদের সরকারগুলোর মতো, মানুষকে মানুষ হতে দিচ্ছে না: সব অধিকার থেকে বন্চিত করে রাখে। ইরান পড়ায়, কিন্তু বালছাল পারস্যের ইতিহাস, গোমেনীর বিপ্লব।

২৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমাকে আফগানিস্থানে পাঠিয়ে কোন লাভ নেই বরং আপনার মত মহান জ্ঞানী গুনী ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনাই লাভজনক।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


আপনারা কিছু পড়েননি, কিছু শেখেননি, চাইলেও জাতিকে সাহায্য করতে পারবেন না।

৩০| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

হাসান রাজু বলেছেন: ঠেলে ঠেলে অসাধারন ও অবাঙ্গালি হতে পারেন নি এখন ও। জোর করে অসাধারন হতে গিয়েছিলেন।
গত কয়দিন যাবত আপনাকে এটা মানাতে চেয়ে ছিলাম যে ইরাক আমেরিকার ইনভেস্টমেন্টের পরের মুনাফা বের করার জায়গা। আপনি ছিলেন সেই অসাধারন চিন্তায় " এখনই ইরাকে জনগণের হাতে রাষ্ট্রভার দিয়ে গণতন্ত্র কায়েম করা উচিত হবে আমেরিকার "। ।কি ছেলের হাতের মোয়ার গল্প রে বাবা।! যাক, অবশেষে স্বীকার করে নিয়েছেন আমেরিকান ক্যাপিটেলিষ্টরা এখান থেকে ২ ট্রলিয়ন লাভ করেছে।
বাহ ! একটা কথা মানতেই হয় । আপনি আসলেই অসাধারন। ট্রাম্প ও স্বীকার করে নিয়েছে ইরাক থেকে টাকা না হাতিয়ে নড়বে না কিন্তু আপনাকে স্বীকার করাতে অন্তত ৪/৫ দিনে ১০্ টার মত মন্তব্য করতে হয়েছে আমাকে ।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক মন্তব্য করেছেন, আমিও হয়তো চেষ্টা করেছি; কিন্তু আপনি আমেরিকার ক্যাপিটেলিজমকে সঠিকভাবে না জানলে, যত ধরণের ধারণাই করুন না কেন, কোনটাই পুরোপুরি সঠিক হবে না।

যুদ্ধে আমেরিকান সরকার টাকা হারায়, কিন্তু কয়েকটি আমেরিকান কোম্পানী যুদ্ধ থেকে লাভবান হয় সব সময়।

৩১| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি যেমন যুদ্ধে অবদান রেখেছেন। জাতীকে সাহায্য করেছেন। আমিও আমার জায়গা থেকে জাতিকে সরকারি সেবা দিয়ে যাচ্ছি।

কিন্তু আপনি যেভাবে আমেরিকা আমেরিকা যপ করছেন তাতে জাতি পুরাই হতাশ।

ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

চাঁদগাজী বলেছেন:



আমাদের জাতি আমেরিকা সম্পর্কে বা কানাডা সম্পর্কে কিছুই বুঝে না; বুঝলে, আমরা এভাবে ধুলার মাঝে পড়ে থাকতাম না।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:



স্যরি, আপনাকে হয়তো অপ্রয়োজনীয় কথা বলেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.