নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

গতরাতে যুদ্ধ শুরু হয়নি; তবে, যুদ্ধ হবে

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩

***

*** এখন সময়: জানু ৭, সকাল: ১০:৫০; কিছুক্ষণের মাঝে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প ভাষণ দেবে।

*** ট্রাম্প ভাষণ দিয়েছেন; ইরানকে এটম বোমা বানাতে দেয়া হবে না; ইরানকে সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন ও আফগানিস্তানে "শিয়া মিলিশিয়া" বন্ধ করতে হবে।

গতকাল রাতে ইরান ১ ডজনের বেশী বেলাস্টিক মিসাইল ছুঁড়েছে ইরাকের ২টি বিমানঘাটিতে; কোন হতাহতের ঘটনা ঘটেনি; এটা ইরানীদের দক্ষতার প্রমাণ, তারা কাউকে হত্যা করার জন্য মিসাইল ছোঁড়েনি, আমেরিকাকে হুশিয়ার করেছে। এটা ছিলো ভুল হুশিয়ারী; ভালো যে আমেরিকা ইরান আক্রমণ করেনি। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটির লোকজন, ডিফেনস ও ষ্টেইট সেক্রেটারী হোয়াইট হাউজে একত্রিত হয়েছিলো, আমেরিকা অর্ডার দিলেই যুদ্ধ শুরু হয়ে যেতো; ভালো যে, ট্রাম্প অর্ডার দেয়নি; ষ্টেইট সেক্রেটারী, পম্পেও যুদ্ধের পক্ষে ছিলো।

মিসাইল পড়ার পর, ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়ার কথা ছিলো; পরে ভাষণ দেয়নি, তখন আমেরিকা হাঁফ ছেড়ে বেঁচেছে, যুদ্ধ শুরু হয়নি, আমেরিকান সাধারণ মানুষ কোন অবস্হায় যুদ্ধ চাচ্ছে না। কিন্তু আমেরিকানরা যুদ্ধ এড়াতে পারবে না, ইরান হয়তো আমেরিকাকে যুদ্ধে নিয়ে যাবে। এমন কি আমেরিকা আবার ইরাক দখল করার জন্য যুদ্ধে যেতে পারে।

আজকে ট্রাম্প জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে; হয়তো, কেন যুদ্ধে যায়নি তা ব্যাখ্যা করবে; তবে, ইরান যা করছে আমেরিকা যুদ্ধ ব্যতিত তার নিষ্পত্তি করতে পারবে না।

গতকাল যুদ্ধ শুরু করলে, ইরান ১ম ১০ মিনিটে সৌদীর সব রিফাইনারী ও দুবাই শহর ধ্বংস করে দিতো; তারা ইজরায়েলও আক্রমণ করতো; কিন্ত ইজরায়েল প্রস্তুত ছিলো। সৌদী ও ইজরায়েল কিছু পরিমাণ মিসাইল থামাতে পারতো, কিন্তু দুবাই ও আমিরাত পুরোপুরি ধ্বংস হয়ে যেতো। সামনে কোনদিন আমেরিকা যদি ইরান আক্রমণ করে, ইরান প্রথমে আক্রমণ করবে দুবাই, সৌদ, ইজরায়েল ও জর্ডান।

ইরানকে না থামালে, ওরা কখনো বুঝতে পারবে না যে, তারা "শিয়া মিলিশিয়া" গঠন করে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনকে আজীবনের জন্য পংগু করে দিয়েছে, প্যালেষ্টাইনের স্বাধীন হওয়ার পথ বন্ধ করে দিয়েছে। তা, ছাড়া ইরান এটম বোমা বানানোর চেষ্টা করলেও যুদ্ধের দরকার হবে।

এই অবস্হায়, সৌদী, দুবাই, জর্ডান ও ইজরায়েলকে রক্ষা করে যুদ্ধ করতে হলে আমেরিকাকে যুদ্ধ শুরুর প্রথম ৩/২ মিনিটের মাঝে ইরানকে থামাতে হবে; সেটার উপায় কি? উপায় একটা, এটম বোমা।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইরান ৩য় বিশ্বযুদ্ধের দায়ভার নিতে চাইবে না বলেই মনে হয়...

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


ইরানের পক্ষে ৩য় বিশ্বযুদ্ধ কে করবে? রাশিয়া আমেরিকার সাথে আছে; চীন এখনো (হয়তো কখনো) আমেরিকার বিপক্ষে অস্ত্র ধরবে না।

২| ০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

জুন বলেছেন: এখন এটম বোমার অপেক্ষায় সারা দুনিয়া ।
পৃথিবীটাকে ধ্বংস না করে ছারবে না মনে হচ্ছে :(

০৮ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ ব্যতিত ইসলামী রেভোলিউশনারী গার্ড'কে সরাতে পারবে বলে মনে হয় না; যুদ্ধ করলে প্রথম ২/৩ মিনিটে ইরানকে থামাতে হবে, না'হয়, সৌদী, দুবাই, আম্মান থাকবে না।

৩| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুঝেছি খেলা হবে।
তবে খেলার সাথে
আপনার লৈখায় প্রদত্ত
ছবির সম্পর্ক কি?

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:



এটি একটি ছোট ইরানী শিশু, যার জীবন-মরণ নির্ভর করছে কিছু মগজহীন মোল্লাদর হাতে।

৪| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
কোন যুদ্ধ হবেনা। লিখে রাখেন।
এটম বোমা কখনোই আর ব্যাবহার হবে না।

কোন যুদ্ধ হবেনা। তবে মাঝে মাঝে ছোট বড় 'মাইর' হবে। অগুলারে যুদ্ধ বলে না।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


ইরান আমেরিকার ছোট মার খেয়ে, সোদী, দুবাই, ইজরায়েল ও আমিরাতকে বড় মার দেবে।

৫| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৯

রামন বলেছেন: উন্মাদ বা বর্ণবাদি যাই বলা হোক না কেন ট্রাম্পের মতো প্রাণী যে দেশে জন্মে সে দেশের হাতে পারমাণবিক অস্ত্র থাকা মানে সারা বিশ্বের মানবতার জন্য একটা ভয়ানক হুমকি!

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প নিশ্চয় সবচেয়ে জ্ঞানী বাংগালী থেকে কোটীগুণ বেশী বুদ্ধিমান।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

বক বলেছেন: ইরান আমেরিকা যুদ্ধ হয়েই যাচ্ছে? আমার মনে হয় না। আমার মনে হয় এই ধোয়া কেটে গেলে দেখা যাবে , কিল একটাও ইরানের পিঠে পরে নাই, আশে পাশে পরেছে। ইরানের ৩ স্তরের আন্ধারের জিগরী দোস্ত আমেরিকা ও ইসরায়েল। আলোতে বাইরের এসব ঘটনা। দুনিয়াবী যুক্তি/ ধোকা / গুরুর তৈরিতে খুবি চালু মাল এরা।
আপনার কি মনে হয়?

এসব ঘটনার মাধ্যমে ইরান যে ইসরাইল আমেরিকার শত্রু সেটা আর একটু দুনিয়াকে বিশ্বাস করানো গেলো। ওদিকে ইরানের সাথে অন্য মুসলমানদের আর একটু ঘনিস্ঠতা বাড়ানো গেলো ( ইরান-ইরাক-ফিলিস্তিন - আহা কি ছায়া ) প্রতিপক্ষের ভিতরে নিজের লোক থাকলে একটু আরামেই থাকা যায়। ইসরাইল সেটা হাত ছাড়া করতে চায়না। বেচারা সোলায়মান ! তোমাকে তো আগেই জানায় দিছিল তোমার নিজের লোকেই যে তুমি জীবন্ত শহীদ :)

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:



ইরানীরা এশিয়ার লোক, এরা দয়ামায়াহীন, উগ্র জাতি; এরা পারশিক, এরা যোদ্ধা ও জল্লাদ। ওরা সব শিয়াকে অস্ত্র দিয়েছে; ফলে, লেবানন, সিরিয়া, ইরাক ও ইয়েমেন আর রাষ্ট্র হিসেবে গণনার মাঝে নেই, সরকার থেকে মিলিশিয়ারা বেশী শক্তিশালী

৭| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ইরান যে মিসাইলগুলো ছুড়েছে আমেরিকার কাছে সেগুলা আতসবাজি। আমেরিকানরা আর্মাড প্রটেকশনে চলে, থাকে।
মিসাইল নামের আতসবাজিগুলো রাস্তার চল্টা উঠানো বাদে কোন ক্ষতির ক্ষমতা নাই।

২০ মিনিট আগেই জানা গেছে রাডারে। এছাড়াও স্যাটেলাইট সার্ভেলন্সে লাঞ্চ হওয়ার সংগে সংগেই জানতে পারছে। প্যাট্রিয়টের চেয়ে আরো উচ্চ মানের এন্টিমিসাইল রেডি ছিল,
দামি জিনিস, মশা মাইরা নষ্ট করে নাই।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬

চাঁদগাজী বলেছেন:



আপনি মিলিটারী টেকনোলোজীর গুরু তো, সব বুঝেন। সৌদী রিফাইনারীতে গতবার যে হামলা করেছিলো, উহা হিট করার পরে টের পেয়েছে।
আমেরিকা নিজের জন্য ভীত নয়, উহা সৌদী, কুয়েত, ইজরায়েল, দুবাইর জন্য চিন্তিত।

৮| ০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২২

বক বলেছেন: "ইরানীরা এশিয়ার লোক, এরা দয়ামায়াহীন, উগ্র জাতি; এদের পারশিক, এরা যোদ্ধ ও জল্লাদ। ওরা সব শিয়াকে অস্ত্র দিয়েছে" -- আর শিয়া জন্মের পিছনে ইতিহাস তো ঐ ইহুদিরাই।

০৮ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:২৮

চাঁদগাজী বলেছেন:


মিডিলইষ্টে সবাই কোন না কোনভাবে পরস্পরের সাথে যুক্ত; ইহুদীরা শিক্ষিত হয়েছে, আরবেরা ও শিয়ারা শিক্ষা পায়নি।

৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০২

হাসান কালবৈশাখী বলেছেন:
পেট্রলিয়াম রিফাইনারীতে আগুন লাগাইতে 'মিসাইল' লাগে নাকি?
একটা ম্যাচের কাঠিই যথেষ্ট।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


আপনি সব কিছুর গুরু, মনে হচ্ছে!

১০| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১:০১

ঠাকুরমাহমুদ বলেছেন:




চাঁদগাজী ভাই,
যুদ্ধ হলে ভয়ঙ্কর হবে। এটি আমরা ব্লগে কল্পনাও করতে পারছি না বলে যে যেমন লিখে যাচ্ছি। ইরাক বিপর্যয় হয়েছে এবার কি তাহলে ইরান? ইরানের দোষ কি?

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:


ইরানের দোষ হলো তারা ইরাক, লেবানন, ইয়েমেন, সিরিয়ায় মিলে ১০ লাখ শিয়াকে "সৈন্য বাহিনী" হিসেবে পালন করছে, এরা স্হানীয় সরকারগুলোকে অকেজো করে দিয়েছে; যেমন ইরাকে সুন্নী তরুণদের হত্যা করেছে, সিরিয়ার তরুণেরা জার্মানীতে পালিয়েছে, লেবাননে সরকার ওরা চালায়, ইরাককের বড় অংশকে ইরানের অংশ হিসেবে চালায়; ইরাকের সোন্য বাহিনী "শিয়া মিলিশিয়ার" ভয়ে থাকে।

১১| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১:২৯

নতুন বলেছেন: ইরানীরা নরম সরম মানুষ, আস্তে আস্তে কথা বলে, তারা এতো কেন ক্ষেপ‌ে গেলো কেন?

যুদ্ধে সাধারন মানুষের ক্ষতি হয় বেশি, এখনকার বিশ্বে কেউই যুদ্ধ করতে চায় না।

চীন শেষ কবে যুদ্ধ করেছে? তারা তাদের ব্যবসা বানিজ্য নিয়েই আছে।

আমেরিকা যুদ্ধে গেলে অথ`নিতি চাপে পরবে, তাতে লাভ হবে চীনের ।

মাঝখান দিয়ে সাধারন জনগন মারা যাবে।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা যুদ্ধে গেলে ৬/৭ মিলিয়ন মানুষের চাকুরী চলে যাবে; ২/৩ ট্রিলিয়ন ডলার নষ্ট হবে। ইরানীরা জন্মগতভাবে সন্ত্র্রাসী; ওরা সর আরবদেশকে পংগু করতে চায়; কারণ, সব আরবেরা শিয়া নয়।

১২| ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ২:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




১। ইরনাকে ডুবে মরার জন্য লক্ষ দোষ দেখতে পাচ্ছি নির্দোষ আমেরিকার কি কোনো দোষ নেই? আমেরিকা ইরাকে কি করছে এতো এতো দিন? ইরাক কি আমেরিকার অঙ্গরাষ্ট্র?

২। ইরান আমেরিকা পাশাপাশি দেশ নয় তাই যুদ্ধ শুরু হলে আমেরিকার সাধারণ জনগনের একজন ও মরবে না কিন্তু ইরানের সাধারণ জনগণ মারা পরবে হাওড় বিলের মাছের মতো - তাতে আমেরিকার লাভ ?

০৯ ই জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪২

চাঁদগাজী বলেছেন:


ইরাকে সাদ্দাম ২৪ বছর থাকার ফলে অনেকগুলো সমস্যার সৃষ্টি হয়েছিল; ১টা হলো, শিয়ারা মেজোরিটি হওয়া সত্বেও ক্ষমতায় ও প্রশাসনে ছিলো না; সাদ্দাম অপসারিত হওয়ার পর, তারা ইরাককে ইরানের অধীনে নিয়ে যাওয়ার পক্ষে ছিল, আজো আছে। ইহা আমেরিকার জন্য ভয়ংকর সমস্যা

আমেরিকান সৈন্যরা কোথায় সাধারণ মানুষের উপর গুলি চালায় না; লোকজন মারা যাবে নিজেদের ভুলে।

১৩| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

খাঁজা বাবা বলেছেন: ট্রাম্পের চেয়ে আপনারই পারমানবিক হামলায় আগ্রহ বেশি মনে হচ্ছে। :P
আমার ধারনা রাশিয়া আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আর একটা যুদ্ধে টেনে আনতে চাচ্ছে। দূর থেকে মজা দেখবে।
তবে চীন যুদ্ধের বিপক্ষে।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০২

চাঁদগাজী বলেছেন:


উ: কোরিয়ার কিমের হাতে এটম থাকায় দ: কোরিয়া ও জাপানের মানুষ জিম্মি হয়ে আছে; ইরানের কাছে এটম গেলে সব আরবদেশ ও ইজরায়েলকে গাজা বানিয়ে দেবে ইরান।

১৪| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৩৪

রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের দেশগুলোই বাংলাদেশের বড় শ্রম বাজার।
আসলে দিন শেষে সব সময় গরীব মানুষেরাই বিপদে পড়ে।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৪

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা গতকাল বলেছেন, দেশে বেকার থাকবে না, উনি ব্যবস্হা নিয়েছেন। উনাকে উনার বক্তব্য শুনালে, উনি নিজেই হতবাক হয়ে যাবেন।

১৫| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৩

জুন বলেছেন: ইরান বলেছে তাদের প্রতিশোধ নেয়া শেষ ইরাকের মার্কিন ঘাটিতে মিসাইল মেরে। সুতরাং যুদ্ধ হবে না। ট্রাম্পও যুদ্ধে যাবে না এত পয়সা খরচ করে আর ইরান জানে তাদের অবস্থা হবে ইরাক লিবিয়ার মত। আনবিক বোমাটি শেষ পর্যন্ত অব্যবহৃত থেকে গেল সেই সাথে লক্ষ মানুষের প্রান বাচলো

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৭

চাঁদগাজী বলেছেন:


সবচেয়ে বেশী লাভবান হয়েছে সাধারণ আমেরিকানরা; ২০০৮ সালের পর, ২০১২ সাল অবধি পুরো জাতি কষ্ট করেছে; এখন আবার একই অবস্হা ওরা চাহে না। ইরানীদের জন্য সবই সমান, সেই ১৯৮০ সাল থেকে জল্লাদ মোল্লাদের অধীনে।

১৬| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০২

জুন বলেছেন: আরেকটি কথা তাহলো ইরান নাকি ইরাককে জানিয়ে মিসাইল মেরেছে সেখানে মার্কিন ঘাটিতে। তার অর্থ ইরাক যেন আগেভাগেই মার্কিন সৈন্যদের সতর্ক করে দেয়। ইরান খালি ঘাটিতে মিসাইল মেরে প্রতিশোধ নিল। শেষ হলো দু পক্ষের ইগো, আর সে সাথেই শেষ হতে যাচ্ছে ইরান মার্কিনীদের অবশ্যম্ভাবী তৃতীয় মহাযুদ্ধ। উভয়ের বোধোদয়ে অনেক নিরীহ মানুষের প্রান রক্ষা হলো।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৯

চাঁদগাজী বলেছেন:


ইরাকের শিয়ারা আসলে ইরানে বাস করছে, ওরা নিজদের আর ইরাকী মনে করে না; সেজন্য নতুন করে, আমেরিকা আবার জোর করে থাকবে।

১৭| ০৯ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৯

রক্তহীন বলেছেন: ইরানিদের সম্পর্কে আপনি কিভাবে এত জানলেন.. ..?

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০

চাঁদগাজী বলেছেন:


এখনকার দিনে আপনি চাইলে, সবার সম্পর্কে জানতে পারবেন।

১৮| ০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪২

নূর আলম হিরণ বলেছেন: আপনাদের ধারণা মোটামুটি সঠিক। তবে ইরান যদি এর বেশি করতে চায় ডেমোক্রেটরা ট্রাম্পকে সমর্থন দেওয়া শুরু করে দিবে।

০৯ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৭

চাঁদগাজী বলেছেন:


ইলেকশান বছর, সেজন্য ডোমোরা আবোল তাবোল বকছে; ওদের ভালো প্রার্থীও নেই; সোলেমানী হত্যা নিয়ে তারা প্রশ্ন তুলছে, ইডিয়টদের ছেলেমেয়ারা "শিয়া মিলিশিয়ার" হাতে মরেনি।

১৯| ০৯ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনা গতকাল বলেছেন, দেশে বেকার থাকবে না, উনি ব্যবস্হা নিয়েছেন। উনাকে উনার বক্তব্য শুনালে, উনি নিজেই হতবাক হয়ে যাবেন।


মাইক হাতে পেলে অনেকেই বেশি কথা বলেন। অবাস্তব কথা বলেন।
আজ থেকে ১১ বছর আগে শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দিবেন। আজ তো ঘরে ঘরে বেকার।

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:



উনি শেখ সাহেব থেকে কিছুটা বুদ্ধিমান; কিন্তু ঐ পরিবারটি পুরোপুরি বকবক, কথার ফুলঝুরি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.