![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
গতকাল সন্ধ্যায়, সুপরমার্কেট থেকে ফিরে, পার্কিং করার জন্য বাসার আশেপাশে কয়েক রাুউন্ড দিলাম, কোন পার্কিং নেই; শেষে মিটারে রেখে দিলাম; মিটারে, সন্ধ্যা ৭:০০ থেকে সকাল ৮:০০ অবধি ফ্রি; সকাল ৮:০০'টার পর গাড়ী মিটারে রাখলে, পার্কিং টিকিট কিনে গাড়ির ডানপাশে ডেসবোর্ডের উপর রেখে দিতে হয়; পার্কিং টিকিট না কিনলে, ট্রাফিক পুলিশ টিকেট দেয়, জরিমানা ৫০ ডলার। রাতে দেরীতে বাসায় ফিরলে, আমি অনেক সময় মিটারে রাখি, সকাল সকাল সরায়ে ফেলি; সমস্যা হয় না, আমি ভুলে গেলে, তখন টাকা গুনতে হয়।
আজ ভোর ৪:৩০'এ ঘুম থেকে উঠে গাড়ী সরানোর জন্য তৈরি হয়ে গেলাম; বাহিরে অন্ধকার; ভাবলাম, ব্লগটা একটু চেক করে যাই, বাহিরটা একটু আলোকিত হোক। ২/৩ টা পোষ্ট পড়ে কমেন্ট করলাম; তারপর নিজের ব্লগ এলাকায় গেলাম, ৮'টি কমেন্ট আছে; উত্তর দেয়ার দরকার। সবগুলো কমেন্ট করেছিলো একজন মাত্র ব্লগার, "দাগন ভুইয়া"; মনে হয়, ব্লগার গিয়াসুদ্দিন লিটনের কাজিন মাজিন হবে; হয়তো, আমাকে চিনে। পোষ্টে গিয়ে দেখি, এডমিন সবগুলো মুছে দিয়েছেন; ভালো, এডমিন আমার আগেই পড়ে ফেলেছেন, উনার উত্তর দেয়ার সময় ছিলো না, মনে হয়; সবগুলো কমেন্ট মুছে দিয়েছেন। আমি গিয়ে ব্লগার "দাগন ভুইয়া" সাহেবের খোঁজ-খবর নিলাম, উনি কাপুত, ফিনিতো; এখন উনি ব্লগার নুরু সাহেবের খাতায় আছেন, মনে হয়।
যাক, তারপরেও একজন আসল ব্লগারের ১'টা কমেন্ট ছিলো; উহার উত্তর দিলাম। দেখলাম, এখনো অন্ধকার, আরেকটু ব্লগিং করি; একটা পোষ্ট টাইপ করার কথা ভাবলাম; কিসের উপর লেখা যায়? আজকাল, বেশীরভাগ ব্লগার রাজনৈতিক পোষ্ট পছন্দ করেন না, তাঁদের জন্য ভুতের কাহিনী, ধর্ষণের কঠোর শাস্তি, কেয়ামতের নিদর্শন কিংবা বেরমুডা ট্রেংগেল নিয়ে লিখলে কেমন হয়? শেষে, এসব ধারণা বাদ দিলাম, আমি নিজে যা ভালোবাসিনা, সেসব নিয়ে লিখে কি হবে?
শেষে গতকালের সুপারমার্কেটের ২টা মহুর্ত নিয়ে একটা পোষ্ট লিখলাম। আমি পোষ্ট প্রকাশ করার আগে, ব্লগে কয়জন ব্লগার লগিন করা আছে দেখি; সামুর বাম প্যানেলে দেখলাম ১৮ জন ব্লগার লগিন করে আছেন, পোষ্ট পড়ার মতো আছেন ২ জন; বাকীগুলো সোনালী ও প্লাটিনাম ব্লগার, সব সময় লগিন করে বসে থাকেন, কিছু পড়েন বলে মনে হয় না। তারপরও পোষ্টটি প্রকাশ করলাম; ভাবলাম, একটা বড় কাজ হয়ে গেছে পুরো দিনের জন্য, এখন ১ কাপ চা বানিয়ে খাই। খালি চা কি করে খাই? ২'টা প্যানকেকও বানালাম; সেগুলো নিয়ে টিভির সামনে বসলাম, সিএনএন চলছে, দেখি! ৭'টার দিকে স্ত্রী উঠে নাস্তা বানাতে লেগে গেলেন, আমি মনোযোগ দিয়ে সিএনএন দেখছি; নাস্তা টাস্তা করে, একটু ফাইন্যানসিয়াল নিউজ টিউজ দেখলাম। ৯টার পর মনে পড়লো, গাড়ী তো মিটারে! গিয়ে সরায়ে ফেললাম, ৫০ ডলারের টিকিট দিয়েছে।
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:০৯
চাঁদগাজী বলেছেন:
আমি মোটামুটি ভুলি না; তবে, ২/৪ মাসে ২/১ বার ঘটে। এখানেও টোয়িং করে; তবে, আমি এখনো ওদের হাতে পড়িনি
২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার জন্য দোয়া রইলো, আমার জন্য মঙ্গলকামনা করবেন। আমার গাড়ি একবার তুলে নিয়েছিল, মাত্র ৫ টা মিনেটের জন্য। রুজি ভালো হয় কিন্তু খরচ বেশি, টিকেট লাগলে খাস্তা হয়। মাসে দুই একবার মানে ১০০ ডলার। আপনিতো সাহেব অনেক ধনী লোক। আমি দিতে পারব না।
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
আমি রিটায়ার করেছি, নতুন করে আয় নেই; এসব এড়িয়ে চলতে হয়। আপনি সন্চয় করার চেষ্টা করেন।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: হাঁ হাঁ হাঁ,
আপনাদের বলছি, এত কষ্ট আমার দেশের মাটিতে নাই,
..........................................................................
চলে আসুন এই সুজলা সুফলা সবুজ বাংলায়
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১৫
চাঁদগাজী বলেছেন:
আমি যাওয়া-আসায় আছি।
৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার এখনও ১৬ বছর কাজ করতে হবে। সঞ্চয় করতে চাই কিন্তু কাজই করতে পারি না খালি ঝামেলা লাগে। লেখালেখি আমাকে ফতুর করেছে। তবে এখনও ভালো আছি।
আমার পার্মিড আছে, তাই চিন্তা একটু কম। তবে কাজের সময় খুব ভয় হয়
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:২২
চাঁদগাজী বলেছেন:
ভয়ের কিছু নেই, ১৬ বছর ভালো সময়; মনোযোগ দিয়ে কাজ করবেন।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, আপনার সাথে মন্তব্য বিনিয় হলে সত্যি ভালো লাগে, উৎসাহিত হই। আজ কাজে যাইনি, তাই ব্লগে সময় দিচ্ছি। ঠাণ্ডা লেগে শর্দি হয়েছে।
আপনার লেখা পড়ে অনেক অজানা জানি।
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৩
চাঁদগাজী বলেছেন:
আমি তেমন কিছু নিয়ে ব্যস্ত হই না, চলমান ঘটনা ইত্যাদি বুঝার চেষ্টা করি, এতটুকুই
৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৩
ডঃ এম এ আলী বলেছেন:
অল্পের উপর দিয়ে গেছে ।
শিক্ষা থাকে এমন ব্যয় হওয়া ভাল।
সচেতনতা আপডেট হয় ।
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
পুলিশগুলোর সর্দিকাশিও হয় না, সকাল সকাল এসে উপস্হিত হয়।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৪৮
শের শায়রী বলেছেন: খারাপ না ৫০ বাঁকস! মুরুব্বী এই দাগনভুইয়া আমারেও কিসব লিখছে কিন্তু দেখার আগে মডু হেরে খাইয়া দিছে।
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৫
চাঁদগাজী বলেছেন:
"দাগন ভুঁইয়া" সাহেব অল্পতেই কাপুত; বেচারা ব্লগিং করার সময়ই পেলো না।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:১২
অনল চৌধুরী বলেছেন: আপনি তো এখানে ব্লগ লিখে প্রতি সপ্তাহে ৫০ ডলারের চেয়ে অনেত বেশী আয় করেন !!!!!
লাভ করলে লোকসান তো দিতেই হবে !!!!!!!
২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
আপনার মতো অনেক কোটী বেকুব লোক আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেনে
৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:৪১
স্বপ্নওয়ালা বলেছেন: চাঁদ্গাজী সাহেব,
হয়তো আপনি বলতে পারবেন।
আমি এই ব্লগে নূতন, ৩ টা লেখা পোষ্ট করেছি, একটাও পাবলিশড হয় নাই।
আমার অপরাধ কি জানতে পারলাম না। কোনপ্রকার যোগাযোগ করতে পারছি না।
সহযোগিতা' য় কোন ইমেইল যায় না। বলে …
"আপনার অনুরোধটি কার্যকর করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে তথ্যগুলো পর্যালোচনা করে আবার চেষ্টা করুন।"
এটা কোন ধরনের ব্লগ/ব্লগ অ্যাডমিনেস্ট্রেশ্ন !!!
বলে ই-মেইল পাঠাতে, বাট ই-মেইল যায় না।
বাট, আপনে আছেন বহাল তবিয়তে -- কিভাবে ??
২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
[email protected] এ ইমেইল পাঠান।
১০| ২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার ভয়াবহ ভুলোমন - দুএকবার এর জন্য ভালোই মাশুল দিতে হয়েছে |
একবার গাড়ির প্লেট নাম্বার রিনিউ করতে বেমালুম ভুলে গেলাম | সপ্তাহ দুয়েক এক্সপায়ার্ড প্লেট দিয়ে দিব্যি গাড়ি চালিয়ে বেড়াচ্ছি |
কিন্তু কথায় আছে না চোরের দশ দিন আর সাধুর একদিন | আমার কন্যা একদিন গাড়ি নিয়ে বেরিয়েছে - আর বেচারি পড়বি তো পর মালির ঘাড়ে | তাকে পুলিশ পিছন থেকে সাইরেন দিয়ে পুল ওভার করলো - তাকে টিকিট দিলো ১১০ ডলারের, আর লাইসেন্স এটার রেকর্ড থাকে ৩ বছর | মনটা খারাপ হয়ে গেলো আমার দোষে বেচারিকে টিকেটটা খেতে হলো |
২৪ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৯
চাঁদগাজী বলেছেন:
আমি নিজেও রেজিষ্ট্রেশনের জন্য টিকিট পেয়েছি; গাড়ী একটা সমস্যা
১১| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: মিটার জিনিসটা কি সেইটা আগে কন
২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
আমেরিকায় খুব অল্প মানুষের গাড়ী রাখার মতো নিজস্ব যায়গা আছে; যাদের গাড়ী রাখার যায়গা নেই, তারা গাড়ী রাস্তায় রাখে; ব্যবসায়ী-এলাকায়, মানুষ যাতে বেশী সময় গাড়ী পার্কিং করে, কাষ্টমারদের যায়গা দখল না করে, সেখানে গাড়ী রাখতে পয়সা দিতে হয়; পয়সা দেয়ার জন্য মেশিন আছে; রাস্তার যেসব যায়গায় পয়সা দিয়ে গাড়ী রাখা হয়, সেসব যায়গাকে মিটার পার্কিং বলা হয়।
১২| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আবদুল হাক ভাই লেইখা ফতুর হইছে, আমি ঘুইরা। আসলে ফতুর হওয়াটা সোজা, খালি একটা উপলক্ষ পাইলেই হইল।
২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২০
চাঁদগাজী বলেছেন:
আপনাকে এই ব্যাপারে আমি প্রশ্ন করেছিলাম ৪/৫ বছর আগে; আপনি উত্তরে জানায়েছিলেন যে, ব্যবসা আছে!
১৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেমন কর্ম তেমন ফল.
পরের জন্য কাটলে খাল।
সর্বনাস করে তারি জল
পানির বদলে উঠে মল।
সকাল সকাল উঠেই আমার পিছে লাগেন
এবার ৫০ ডলারের জালায় ভোগেন !!
২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২২
চাঁদগাজী বলেছেন:
সকালে উঠে ব্লগে গেলেই দেখি, ২/১ জনের মৃত্যুদিবস; আমি আপনার পোষ্ট পড়ে, ৫ মিনিট ভাবি, ইহা কি মৃতুদিবস, নাকি জন্মদিবস?
১৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: আপনি একজন সুখী মানুষ।
ভোরে ঘুম থেকে উঠেছেন। ব্লগিং করছেন, আলো ফুটলে গাড়ি আনতে যাবেন, চা বানিয়ে খাছেন। স্ত্রী নাস্তা বানাচ্ছেন।
৫০ ডলার আপনার জন্য কিছুই না।
দাগনভূইয়া মনে হয় নোংরা কোনো ছবি মন্তব্য হিসেবে ব্যবহার করেছেন। তাই মুছে দেওয়া হয়েছে। আমার পোষ্টেও তার মন্তব্য মুছে দেওয়া হয়েছে। কিন্তু দাগন ভূইয়া কি ছবি দিয়েছেন দেখতে পারি নি। তবে আপনার নূরু ভাই সাহেব দেখেছেন। উনি অনুরোধ করেছেন মন্তব্যটি মুছে দিতে।
২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৫
চাঁদগাজী বলেছেন:
দাগন ভুঁইয়া ফেনীর কাছে, তাই আমি ভেবেছিলাম যে, ব্লগার গিয়াসুদ্দিন লিটনের কাজিন মাজিন হবে; উহা তো আসলে পঁচা লোক ছিলো! যাগকে, উহা শেষ, কাপুত!
নুরু সাহবের চোখে পড়লে শেষ!
১৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫
রুমী ইয়াসমীন বলেছেন: যারা দাঁগন ভূঁইয়ার কমেন্টগুলো দেখেননি তারা ভালই করেছেন। একজন ব্লগার আপুর পোস্টেও সমানে কমেন্ট চালিয়েছে। এই ব্লগে এতো জঘন্য নোংরা কীট আছে ভাবতেই অবাক হচ্ছি।
২৪ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
চাঁদগাজী বলেছেন:
এগুলো মনে হয়, সোনালী যুগের ব্লগার; এদের সংখ্যা কমে এসেছে; শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে।
১৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৩
সাদা মনের মানুষ বলেছেন: ব্যবসার লাভ তো ঘুইরাই শেষ করলাম, জীবনে তো আর উন্নতি করতে পারলাম না ভাই।
২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪১
চাঁদগাজী বলেছেন:
আপনি স্বচক্ষে দেখেছেন, মানুষ কেমন আছেন, এটা বিঢাল অভিজতা
১৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১
নিভৃতা বলেছেন: হা হা হা। আমিও ভাই বড্ড ভুলোমনা। এই ভুলো মনের কারণে কতবার যে ভাত হয়েছে জাউ, তরকারী হয়েছে ছাই!
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৬
চাঁদগাজী বলেছেন:
তাই? আজকেও আমার স্ত্রীর বসানো ভাত পোড়ার উপক্রম হয়েছিলো, আমি আগুন কমায়ে ঠিক রেখেছি।
১৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৬
নতুন বলেছেন: গাড়ীর পাকি`ং না থাকলে বড়ই ঝামেলা হয়।
এই পাকিং এর ঝামেলাতে অনেক জায়গায় যাইনা।
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৭
চাঁদগাজী বলেছেন:
এটা এখন ভয়ংকর সমস্যা
১৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: সকালে উঠে ব্লগে গেলেই দেখি, ২/১ জনের মৃত্যুদিবস; আমি আপনার পোষ্ট পড়ে, ৫ মিনিট ভাবি, ইহা কি মৃতুদিবস, নাকি জন্মদিবস?
ভাবুন !! চা-শিঙাড়া নয়, ভাবুন নিজেকে নিয়ে।
নিজের দেশের কথা ভাবুন।
জীবনের অর্থ খুঁজে বের করুন।
শ্বেতাঙ্গ মেয়েদের থেকে চোখ সড়ান !!
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৫৮
চাঁদগাজী বলেছেন:
শ্বতাংগ মেয়েরা দেশ চালায়, কেহ ওদের থেকে দুরে থাকতে পারার কথা নয়।
২০| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১:২৯
মেঘলা আকাশ বিষন্ন মন বলেছেন: খুব ভালা হৈসে
২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৩
চাঁদগাজী বলেছেন:
এখন থেকে সন্ধ্যায় পোষ্ট দেবো, ভাবছি
২১| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আরো সতর্ক থাকুন।
২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
ব্লগে বসলে ভুলে যাই, সময় চলে যায়।
২২| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার নানার বাড়ি দাগনভূইয়া। তিনিও আমার পোস্টে মন্তব্য করেছিলেন। যাক, দাগনভূইয়া বেশীদূর এগুতে পারেনি...
২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, পরিচিত কোন ব্লগার; অনেক বাংগালীর মাথায় মগজ নেই।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৪৭
অনল চৌধুরী বলেছেন: [sb]আপনার মতো অনেক কোটী বেকুব লোক আছে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ইয়েমেনে যুক্তি ছেড়ে মেয়েলি ঝগড়া করা কি সন্ত্রাসী এ্যামেরিকার নাগরিকদের বৈশিষ্ট?????
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি বিশ্ব সম্পর্কে অজ্ঞ; আসলে, আপনি ঢাকাকেও সঠিকভাবে বুঝেন বলে মনে হয় না
২৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:৩৩
অনল চৌধুরী বলেছেন: আপনি একটা ভিমরতি ধরা গন্ডমূর্খ।
তাই কার সাথে কিভাবে কথা বলতে হয়,সেটা জানেন না।
আমার লেখা বই না পড়েন,এখানকার লেখাগুলি ভাল করে পড়েন। তাহলে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন।
আমার জন্ম,বেড়ে উঠা আর পড়াশোনা -সবকিছু ঢাকায়।
চট্রগ্রামে না।
২৭ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:৩০
চাঁদগাজী বলেছেন:
ব্লগে সবার পোষ্ট পড়ছি নিয়মিতভাবে
২৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১১
অপর্ণা মম্ময় বলেছেন: এই পোস্টটা পড়ে মজা পাইলাম খুব। একটা কড়কড়া ভুতের কাহিনী লেখেন দেখি, ভয় টয় পাই কিনা।
দাগন ভুঁইয়া আর আসে নাই দাগাইতে ?
২৮ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:০৫
চাঁদগাজী বলেছেন:
দাগন ভুঁইয়াকে বাস্পীভুত করে দিয়েছেন এডমিন। আপনি লেখছেন না?
আমি ভুতের কাহিনী লিখলে ব্লগের পাঠকদের তাবিজ কিনতে হবে।
২৬| ৩০ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৬
মিরোরডডল বলেছেন: খুবই মজা পেলাম পোষ্ট পড়ে : -)
এরকম আমারো হয়েছে । বেশী লেইট নাইট হলে নো পারকিং এ রেখে চলে আসি । খুব সকালে সরিয়ে রাখি । একদিন ভুলে গিয়েছিলাম । সাথে সাথেই ধরা । ফাইন এখানে অনেক । যতটুকু মনে পড়ে $154
সামান্য ভুলের জন্য যখন ফাইনটা দিতে হয় খুবই কষ্ট লাগে :- (
আমি যে এযাবৎ কত ফাইন দিলাম ! শুধু অর্থের ওপর দিয়েই যায়না , পয়েন্টস যেগুলো যায় ইট টেইকস লঙ টাইম টু গেট ইট ব্যাক । তিন বছর তিন মাস ।
৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:০৬
চাঁদগাজী বলেছেন:
এখানে শুধু ফাইন। ছোট শহর গুলোতে অনুরোধ করলে ফাইন মাফ করে দেয়, বা কমিয়ে দেয়; আমি আগে ছোট শহরে ছিলাম।
বর্তমানে যেখানে আছি, সেখানে জজরা ফাইন মাফ করে না; একদিন ১ টার সাথে রেগে গিয়ে তাকে এটা সেটা বলেছি।
২৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৭
মিরোরডডল বলেছেন: পার্কিং এর জন্য এখানেও শুধু ফাইন । রিসেন্ট যেটা খেয়েছি রেড লাইট ক্যামেরায় । অনেকি ফাইন $485 আর থ্রী পয়েন্টস । প্রথম লেটারটা সামহাউ মিসড অ্যান্ড দেন আনাদার লেটার উইদ এক্সট্রা ফাইন $65 নট টু পে অন টাইম । রিভিউ করতে চেয়েছিলাম । হয়নি । টাইমস আপ ।
I learned two lessons. Check mailbox time to time.
Not to drive in intersection when big car in front. That’s why missed to see light.
সামটাইম্স কিছু করার থাকেনা । পেছন থেকে অন্য গাড়িগুলো হর্ন দিয়ে প্যানিক করে দেয় ।
Though it's my fault. I should’ve wait.
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৯
চাঁদগাজী বলেছেন:
ওখানে ভয়ংকর বেশী ফাইন! এখানে মোটামুটি ৫০ ডলার, তেমন পয়েন্ট নেই।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০
চাঁদগাজী বলেছেন:
অন্যদের কারণে ব্যস্ত হবেন না, ওরা নিজের পথ খুঁজে নেবে।
২৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০
মিরোরডডল বলেছেন: ঠিক বলেছেন ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনিও আলাভোলা হয়েছেন? আমিতো ১০ বছর ঘরে বেসে কাটিয়ে এক্কেবারে ফতুর হয়েছিলাম! হায়রে ব্লগিং! আমিও দুই ঘণ্টা আগে গাড়ি দেখে এসেছি। জানে কাঁপ থাকে। আমিতো আলাভোলা গাড়ি একখানে রেখে অন্যখানে যেয়ে খুঁজে পাই না। আমার এখানে ৬৫ পাউণ্ড। কপাল বেশি খারাপ হলে তুলে নিয়ে যায়, আনতে হলে প্রায় ৫ শো খরচ হয়।