নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

চীন-বাংলাদেশ প্লেইন যোগাযোগ বন্ধ রাখা উচিত

২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৯



*** চীনের দেয়ালে ভ্রমণ বন্ধ করে দিয়েছে চীন; প্রতি শহরে বিরাট হল তৈরি করছে রোগীদের আলাদা করার জন্য; বহু শহরে ম্যাকডোনাল্ড বন্ধ করে রাখা হয়েছে। ক্রুড অয়েলের দাম কমে গেছে। ***

আধুনিক বিশ্বে চীন হলো দুনিয়ার ভেজাল মানুষ, ভেজাল দ্রব্য, ভেজাল খাবারের দেশ: এই জাতির খাবার, কলকারখানা, বাড়ীঘরের পরিবেশ নতুন নতুন ভাইরাসের জন্ম দিয়ে চলেছে। আগে ভয়ানক রোগের জন্মস্হান ছিলো আফ্রিকা, এখন চীন আফ্রিকার স্হান দখল করেছে। করোনা ভাইরাসের কারণে, চীনের ৩ প্রদেশের ৩০ শহরে ৩৫ মিলিয়ন লোকের চলাফেরা বন্ধ করেছে দেশের সরকার: সকল বাস, ট্রেন, প্লেইন, ফেরী, সব বন্ধ; সাইকেল, বাইক ও প্রাইভেট গাড়ী চলছে।

এর আগে একবার "সার" ভাইরাসের জন্ম দিয়েছিল চীন, এরার করোনা ভাইরাস। ভাইরাসটি ইতিমধ্যে জাপান, ভিয়েতনাম, আমেরিকা, কোরিয়া, থাইল্যান্ড, বার্মা পৌছে গেছে; এই সপ্তাহে যদি চীন থেকে বাংলাদেশে কোন যাত্রী এসে থাকে, উহা বাংলাদেশেও এসে গেছে; বাংলাদেশে এসে গেলে, হাসপাতালে রোগী না এলে, কেহ জানবে না। জেনেও লাভ নেই, বাংলাদেশ কোনভাবে ইহাকে কন্টোল করতে পারবে না।

বাংলাদেশের উচিত, চীনের সাথে প্লেইন যোগাযোগ বন্ধ করে দেয়া। বাংলাদেশে প্রচুর চীনা কাজ করে, ব্যবসা করে; এডের বিরাট অংশ নববর্ষ পালনের জন্য চীনে গেছে, এরা ফিরবে শীঘ্রই; এদের আসতে দেয়া ঠিক হবে না। এ ছাড়া প্রচুর বাংগালী চীনের সাথে ব্যবসা করে, এরা নিয়মিত যাওয়া-আসায় আছে; এদেরকে যেতে না করলে, এরা কখনো শুনবে না; তাই দরকার প্লেইন যোগাযোগ বন্ধ করে দেয়া।

চীনের মানুষ পঁচা মাছ, পঁচা মাংস খায়; এরা কোন কিছু ফেলে দেয় না; এটা ভয়ংকর খাদ্যোভ্যাস; এসব খাবার বিবিধ রোগের জন্ম দেয়।

চীনে কোন সৎ মানুষ আছে বলে মনে হয় না; ফলে, এসব ভাইরাস ফার্মাসিউটিক্যাল, বা মিলিটারির ল্যাব থেকেও ছড়ায়ে পড়তে পারে। চীনারা বিজ্ঞান ও টেকনোলোজীতে বিশালভাবে উন্নত, এদের অনেক স্কুল ছাত্রও এসব ভাইরাস উৎপাদন করতে সক্ষম। ফলে, চীন পৃথিবীর জন্য এক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য ৭১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ভয়ে আছি, আমি ক্যাবিং করি। চাইনিসরা আজকাল বেশি ক্যাবে উঠে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



আপনার "মাস্ক" ব্যবহার করা উচিত।

২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১২

রাজীব নুর বলেছেন: চীনের দোষ দিয়ে লাভ নাই।
চীনকে আপনি যে টাকা দিবেন, সেই টাকার অনুপাতে আপনাকে জিসিন বানিয়ে দিবে।
একজন রিকশাওয়ালাও মোবাইল ব্যবহার করতে পারছে চীনের জন্য।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


চীন টেকনোলোজীতে ভালো, মরালের দিক থেকে ভালো নয়; চীনারা বাংলাদেশের প্রশাসনের উপরের লোকদের অবস্হা কি করছে কে জানে!

৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৪

রাজীব নুর বলেছেন: চীন থেকে বাংলাদেশে যারা আসছে তাদের জন্য এয়ারপোর্টে মেডিকেল টিম বসানো হয়েছে।
তাদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তারপর দেশে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:


ভালো খবর; তবে অনেক সময়, শুরুতে ভাইরাস ধরা পড়ে না।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: একটা রোগের জন্য প্লেন যোগাযোগ বন্ধ করা ঠিক হবে না।
প্রচুর লোক চীন যাচ্ছে আসছে কথা সত্য। তবে সাময়িকভাবে বন্ধ রাখা দরকার। এটা সত্য এই রোগ আমাদের দেশে এলে অনেক বর ক্ষতি হয়ে যাবে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:


গত ঈদে ঢাকার ডেংগু সারা দেশে ছড়ায়ে গিয়েছিলো; প্রশাসনের দিক থেকে দেখলে, বাংলাদেশ এখন ঠিক আফ্রিকার কংগোর মতো হয়ে গেছে।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

নতুন বলেছেন: বড় কোন রোগ কে নিয়ন্ত্রনের ক্ষমতা বাংলাদেশের নাই এটা সত্যি।

কিন্তু বিমান যোগাযোগ বন্ধ করা সম্ভবনা। :(

চাইনিজ ব্যবসায়ীদের দোষ দেবেন না, ওরা আপনার চাহিদা মোতাবেক ১নং, ২নং, ৩ নং ৪ নং মানের পন্য বানিয়ে দেয়, আপনি যা চাইবেন তাই বানিয়ে দেবে তারা।

ওরা মানুষ হিসেবে বেশিরভাগ বাঙ্গালীদের চেয়ে বেশ ভালো।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২০

চাঁদগাজী বলেছেন:


মানুষ হিসেবে ওরা বাংগালী, ভারতীয়দের থেকে ভালো; কিন্তু ওদেরকে বাংলাদেশে বড় বড় প্রজেক্ট দেয়া ছিল ভয়ংকর অপরাধের কাজ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৯

রাজীব নুর বলেছেন: চীন প্রি্থিবীর জন্য মতেও হুমকি নয়।
অস্ট্রেলিয়া থেকে একজন এলো আমাদের বাসায়। আমাদের অনেক গিফট করলো। প্রতিটা গিফটের গায়ে লেখা মেড বাই চীন।
ইটালি থেকেসুরভির বোন এলো। অনেক কিছু গিফট করলো প্রতিটা গিফতের গায়ে লেখা মেড বাই চীন।
শুধু অস্ট্রেলিয়া বা ইটালি না সমস্ত দুনিয়াই চীন দখল করে নিয়েছে।
আমাদের দেশে সেলাই মেশিনের সুইও বানাতে পারে না। আমাদের দেশের গার্মেন্টস থেকে শুরু করে কলকারখানার সব যন্ত্রপাতি চীন থে্কেই আসছে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৪

চাঁদগাজী বলেছেন:


আমাদের শিক্ষা সায়েন্স ও টেকনোলোজীর জন্য সঠিক নয়; শিক্ষকেরা ও সরকার ইহার সমাধান করছে না

৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
চীন টেকনোলোজীতে ভালো, মরালের দিক থেকে ভালো নয়; চীনারা বাংলাদেশের প্রশাসনের উপরের লোকদের অবস্হা কি করছে কে জানে!

চীন দেশ থেকে আসা বহু লোক আমাদের দেশে কাজ করছে। সিমেন্ট, সেতু, রেল ইত্যাদি কাজের জন্য চীন ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:



চীনাদের ছাড়া আমাদের সব কিছু নিজেদের ইন্জিনিয়ারেরা করতে পারতো; সরকার সেইদিক বুঝার মতো বুদ্ধিমান নয়।

৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
গত ঈদে ঢাকার ডেংগু সারা দেশে ছড়ায়ে গিয়েছিলো; প্রশাসনের দিক থেকে দেখলে, বাংলাদেশ এখন ঠিক আফ্রিকার কংগোর মতো হয়ে গেছে।

ডেংগু তে সমস্ত দেশের অবস্থা ভয়াবহ খারাপ হয়েছিল। এটা মহা সত্য। সিটি করপোরেশন অনেক কাজ করেছে। কিন্তু তাদের কাজ ডেংগু ঠেকাতে পারে নি। যোগ্য ও দক্ষ লোক এবং পরিকল্পনার অভাবে শুধু শুধু টাকা নষ্ট হয়েছে। কাজের কাজ কিচ্ছু হয় নি।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:


সিটি কর্পোরেশন চেষ্টা করেছে ঠিকই; তবে, সেগুলো ছিলো অনেকটা বেকুবীর সমান, কোন সঠিক পদক্ষেপ ছিলো না।

৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ভালো খবর; তবে অনেক সময়, শুরুতে ভাইরাস ধরা পড়ে না।

নিশ্চয়ই ডাক্তাররা কিছু একটা ব্যবস্থা নিবেন।
সবচেয়ে বড় কথা এই ভাইরাস ঠেকানো যাবে না।
যেমন ধরুন, একজন চীন থেকে আমেরিকা গেল। আমেরিকা থেকে বাংলাদেশে এলো। এয়ারপোর্টওয়ালারা তার দিকে ফিরেও তাকাবে না। ভাববে এই লোক তো আমেরিকা থেকে এসেছে। কাজেই সমস্যা নেই।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪০

চাঁদগাজী বলেছেন:


যদি চীন করোনাকে থামাতে না পারে, ইহা বিশ্বের অর্থনীতিতে ছায়া ফেলবে। চীনারা এখন অনেক দেশে কাজ করে, ইহা বিশ্বে ছড়াবে।

বিভিন্ন দেশ হয়েও ইহা আসতে পারে; তবে, ইহা এখনো চীনের বাহিরে যায়নি বললেই চলে।

১০| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার কিন্তু শর্দিকাশি। আজ অনেকটা ভালো। আপনার মন্তব্য পড়ে সত্যি ভয়ত্রস্ত হয়েছি। একটা কিনতে হবে। ওদেরকে দেখলেই মুখে লাগাব। :(

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪১

চাঁদগাজী বলেছেন:


আপনার সর্দি-কাশি হয়তো শীতের জন্য।

উন্নত দেশসমুহে চীনারা প্রতিদিন প্লেইনভর্তি হয়ে যায়।

১১| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমাদের শিক্ষা সায়েন্স ও টেকনোলোজীর জন্য সঠিক নয়; শিক্ষকেরা ও সরকার ইহার সমাধান করছে না

আমাদের দেশে প্রশাসন দক্ষ নয়। (এটা আপনারই কথা)
কোটি কোটি টাকা ঠিকই বরাদ্দ হয়ু। কিন্তু এই টাকা যথাযথ কাজে লাগে না। এই জন্যই দেশ পিছিয়ে আছে। থাকবে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


আমাদের বার্ষিক বাজেটের টাকা খরচ করার মতো সরকারী কর্মচারীই নেই; সরকারে প্রয়োজনীয় সংখ্যক লোকবল নেই; দুষ্টরা নতুন পদে মানুষ নেয় না।

১২| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ইংলেণ্ডে এখন চিনাদের জোয়ার এসেছে যেন, ওরা এত ধনী হলো কেমনে? নাম বদলিয়ে ইংলিস নামে চলে। ভয়ঙ্কর বিপদের দিকে আমরা এগুচ্ছি।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


দেশের শতকরা ২০ ভাগ লোকজন "সোস্যালিজমের যুগে অর্জিত সম্পদ" ডাকাতী করে সবাই মিলিওনিয়ার ও বিলিওনিয়ার হয়ে গেছে।

১৩| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সত্যিই বড় ভয়ংকর কথা।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫২

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ, শ্রীলংকা, বার্মা, মরিসাসের জন্য ভয়ের ব্যাপার।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তেই আছে। আচকা মহামারি শুরু হবে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:



২০৫০ সালে বিশ্বের জনসংখ্যা ৯ বিলিয়ন হওয়ার কথা ছিলো; মনে হয়, ইহা ২০৫০ সালের আগেই ঘটবে। একমাত্র জাপান ও ইউরোপ ব্যতিত, সব দেশেই মানুষ বাড়ছে।

১৫| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভয়ের বিষয় হলো, গরিব এবং অশিক্ষিতদের বৃদ্ধির হার বেশি। জন্মনিয়ন্ত্রণ কেমনে করতে হয় ওরা জানে না। অনেকে বলে জন্মনিয়ন্ত্রণ নাকি মহা পাপ!? কিচ্ছু মাথায় কুলায় না।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


জুডাইজম, খ্রীশ্চিয়ানিজম ও ইসলামে জন্ম নিয়ন্ত্রণ পাপ হিসেবে বলা হয়েছে; ইসরায়েল , ইউরোপ ও আমেরিকান আইন জন্মনিয়ন্ত্রনের পক্ষে।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্ঞান শিক্ষার জন্য প্রয়জনে সুদুর চীনে যাও।

চীন পাশে না থাকলে সস্তায় বিজ্ঞানের সুফল
হাতের নাগালে আসতো না। চীনকে বাদ দিয়ে
চতুর্থ বিপ্লব ঘটানো যেতোনা।
নিজে সৎ হলে ভালো মানের পণ্য তাদের দিয়ে
বানিয়ে নেওয়া যায়। গুড় দিবেন কম আর চাইবেন
মিষ্টি বেশী ত কি করে হয়?

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৪

চাঁদগাজী বলেছেন:



ইসলাম ধর্মে অনেক নীতি কথা চালু আছে ঠিকই, কিন্তু সেগুলোর তেমন কোন অর্থ নেই। এখন বাংলাদেশের অনেকেই কম খরচে ডাক্তার, ইন্জিনিয়ার বানানোর জন্য ছেলেদের চীনে পাঠাচ্ছে; ওরা ডাক্তার, ইন্জিনিয়ার ঠিকই হবে, তবে অমানুষ হয়ে ফেরার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ।

কেহ ইসলামী যুগে পড়ালেখা করতে চীনে যায়নি; যদিও সেই সময় চীনে কাগজ ছিলো।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের মানুষের পড়ালেখার যেই বহর, চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশে যাবে ২০৫০ সালে।

১৭| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩

শের শায়রী বলেছেন: মুরুব্বী পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে কইলাম, সাধের আমেরিকা এই চীনের হাতেই তলিয়ে যেতে পারে। চীন কিন্তু এখন অর্থনৈতিক ভাবে আমেরিকার সাথে টক্কর দিয়াই চলছে, মানেন আর না মানেন হয়ত ১৯/২০ আছে। পরিস্থিতি মোটেই ভালো না। চীনের মানুষ পচা মাছ মাংস খায় এই সব পাইছেন কৈ? আর খেলেও সেটা স্বাভাবিক না, আপনার দেশেও অনেকে আছে ডাষ্টবিনের উচ্ছিষ্ট খায় তাই বলে সবাই খায় না, আর চাইনীজদের মাঝে ভালো মানুষ যে এক দম নাই এটা কোন জায়গায় লেখা আছে জানাবেন? নাকি চাইনিজদের সার্টিফিকেট দেয়ার দায়িত্ব আপনার?

একটা ব্যাপারে খুব ক্লিয়ার টেকনোলজিতে চাইনিজরা যেভাবে এগোচ্ছে তাতে অচিরেই আমেরিকার খবর আছে। এই সব ভাইরাস ফাইরাস কোন ব্যাপার না আমাদের কাছে কয়দিন আগে ডেঙ্গুতে লাখ খানেক মানুষ চিকিৎসা নিছে। তাই বইলা কেউ বলে নাই, এদেশের সাথে বিমান চলাচল বন্ধ হোক। মুরুব্বী এত স্বার্থ দেখলে কেমতে হবে!

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



আপনার অংক, লজিক, ভাবনা ও পর্যবেক্ষণের মাঝে ভুত-পেত্নি-জ্বীনও আছে; ফলে, আপনি যা দেখছেন, যা ভাবছেন, তা' সঠিক হওয়ার সম্ভাবনা কম।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


বাংগালী ও চীনাদের মাঝে মিল আছে; নিজের পরিবারের কেহ না মরলে, অন্যদের রোগ শোক নিয়ে মাথা ঘামায় না; ডেংগু কত পরিবারের ক্ষতি করেছে, সেটার খবর আপনি কিংবা সরকার রাখেনি।

১৮| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

ময়ূরী বলেছেন: চীন শুধু নকলেই পারদর্শী নয় আরো অনেক কিছু আছে...
চীনের দোষ দিয়ে কি লাভ? সমস্যাতো সকলের মাঝেই আছে।।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:



আমি চীনের দোষ দিচ্ছি না, চীন সম্পর্কে ধারণা দিচ্ছি; যাতে, আপনি নিজের সাথে তুলনা করতে পারেন।

১৯| ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৮

শের শায়রী বলেছেন: প্রথম উত্তরের জবাবে ;)

দ্বিতীয় উত্তরের জবাবে আপনি লিখছেন বাংগালী ও চীনাদের মাঝে মিল আছে; একটু সংশোধন হবে এক মাত্র ব্যাতিক্রম চাঁদ গাজী মুরুব্বী যিনি চলনে বলনে ভাবনা চিন্তা হাচি কাশি প্রাতঃকৃত্যাদি সব কিছুতে আমেরিকান।

মুরুব্বী আর এক খান ভুত পেত্নী নিয়া পোষ্ট রেডি করতাছি এক দম সত্যি ভুত, ইচ্ছা আছে আপনাকে উৎসর্গ করুম যদি আপনি অনুমতি দেন।

শরীরের প্রতি যত্ন নেবেন। চীনাগো কাছ থিক্কা দূরে থাকবেন।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


চীনারা উইঘুরদের কিভাব কনসেনট্রেশন ক্যাম্পে রাখছে, ও কিভাবে তিব্বতীদের থেকে তিব্বত কেড়ে নিয়েছে, সেসব আপনি কম বুঝেন।

জ্বীন কি কি উপাদান থেকে তৈরি?

২০| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: ইউরোপে তিন জন আক্রান্ত। আমেরিকায় একজন।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩১

চাঁদগাজী বলেছেন:


আমেরিকা কন্ট্রোল করতে পারবে; ইউরোপিয়ানরা নিয়ম মেনে চলে; ফলে, সমস্যা হবে না।

২১| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৭

রোকসানা লেইস বলেছেন: চীন নিজে যতটা সতর্কতা নিয়েছে। শহর বন্ধ করে দিয়েছে। নববর্ষ পালন বন্ধ করে দিয়েছে । বাংলাদেশ সেভাবে কিছুই পারবে না।
আর সবচেয়ে বড় মুশকিল ভালোর জন্য কিছু বন্ধ করে দিলেও বিভিন্ন লোকে বিভিন্ন রকম কথা বলবে।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



গতবার ডেংগুর সময়, সরকার কিছুই করেনি; প্রাইভেট হাসপাতালগুলো মানুষের পকেটখালি করেছে।

২২| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চীনারা উল্টাপাল্টা অনেক কিছুই খায় যা শরীরের জন্য মোটেও উপযোগী নয় | হয়তো জনসংখ্যার অত্যাধিক্যের কারণে এরা একসময় পঁচা থেকে শুরু করে সবকিছু খাওয়া শুরু করেছিল | এখন অর্থনতিক উন্নতি হওয়ার পরও সেই খাদ্যভ্যাস দূর হয় নি তাদের | আর পশুপাখির শরীরের ভাইরাস অনেক সময় মিউটেট করে মানব দেহে সংক্রমিত হওয়াটাও অস্বাভাবিক নয় | ফলস্বরূপ চীনের উহানে এই ভাইরাসের সংক্রমণ |

রোকসানা লেইস বলেছেন: চীন নিজে যতটা সতর্কতা নিয়েছে। শহর বন্ধ করে দিয়েছে। নববর্ষ পালন বন্ধ করে দিয়েছে । বাংলাদেশ সেভাবে কিছুই পারবে না।

সহমত | এটাই বাংলাদেশের সবচাইতে বড়ো দুর্বলতা হয়ে দেখা দিতে পারে | সতর্কতা যখন নিতে চেষ্টা করবে ইতিমধ্যে তখন অনেক দেরি হয়ে যাবে |

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


চীনারা নিউইয়র্কের কিছু এলাকাকে বস্তিতে পরিণত করেছে; পুরো এলাকার পরিবেশ বিদঘুটে। আপনি ঠিক বলেছেন, ওদের কারনে পশুপাখী থেকে বড়বড় ভাইরাস মানুষের সংক্রমনোপযোগী হচ্ছে।

বাংলাদেশ সরকার কোন কিছুই সঠিকভাবে ম্যানেজ করতে পারে না; সময়ের সাথে প্রকৃতি যা করে, সেটাই ঘটে।

২৩| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৮

রানার ব্লগ বলেছেন: চীন মুক্ত পৃথিবী ভাবতে সময় লাগবে ।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩০

চাঁদগাজী বলেছেন:


ওরা অন্যকদের ঠকিয়ে নিজেরা বড় হওয়ায় আগ্রহী।

২৪| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: WHO বসেছে। একটা সমাধান হবে। চীনারা ছাড়া বাংলাদেশ সহ অনেক দেশের অর্থনৈতিক সমস্যা হবে...

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


চীনাদের ছাড়া বাংলাদেশের প্রশাসন ও অনেক দেশের প্রশাসন ডাকা্তী করতে পারবে না।

২৫| ২৫ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
এত ভয়ের কিছু নেই।
এই ভাইরাস এয়ারবোর্ন না। খুব ক্লোজ কন্ট্রাক্ট না হলে একজনের রোগ অপরকে ছড়াবে না।
হাচি-কাশির এরোসল বাতাস থেকে একটু দূরে থাকলেই হয়।
মার্কিন CDC মহামারি বিশেষজ্ঞরা বলছেন আক্রান্ত রোগী থেকে ৬ ফিট দূরে পর্যন্ত নিরাপদ।
এনবিসি টিভিতে একটু আগে এসব বলছিল দেখছিলাম।

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকার রাস্তায় মানুষ থেকে মানুষের গড় দুরত্ব গড়ে ৬ মাইল?
আশার কথা হলো, ফেব্রুয়ারীতে বাংলাদেশে গরম কাল এসে যাবে।

২৬| ২৫ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মালয়েশিয়া তো কমপক্ষে তিনজন ধরা পড়েছে । এরা অবশ্য চায়না থেকে আগত।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


আসলে সারা দুনিয়া ছড়ায়ে গেছে; পাকিস্তান, আফগানিস্তান, মরিসাস, শ্রীলংকা ইত্যাদিরা টের পাচ্ছে না।

২৭| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২১

নজসু বলেছেন:



ছবির চ্যাং চুং ট্যাং ভদ্রলোকটি কে?

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:


চীনের আদি ধর্ম কনফুসিয়াসিজমের প্রবক্তা, কনফুসিসয়স

২৮| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১২

উদাসী স্বপ্ন বলেছেন: এটা নিয়ে দুশ্চিন্তায় আছি কারন ৩৫ এর ওপরে যাদের বয়স তাদের জন্য এই ভাইরাসটি ক্ষতিকর। বাবাকে নিয়ে তাই দুশ্চিন্তা করছি। বয়স্ক মানুষের জন্য এই ভাইরাসটি এখন মরনঘাতি। যদিও এর আরো মিউটেশন হয়েছে কিনা বোঝা মুস্কিল

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


ভাইরাসটি নিয়ে এখনো সঠিক ধারণা পাওয়া যায়নি; তবে ভয়ংকর, মাত্র ১৩০০ জন আক্রান্ত, ৪১ জন মৃত; চিন্তিত হওয়ার মতো ব্যাপার

২৯| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৩৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সবই তার ইচ্ছে তিনি ঘুড়ি যেদিকে নিবেন ঘুড়ি সেদিকেই উড়বে ।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনা ইত্যাদি মোটামুটি গার্বেজ

৩০| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

চীনারা প্রযুক্তিতে উন্নত হলেও মানুষ হিসেবে উন্নত না। চায়না নিউ ইয়ার শেষে ওরা যখন বাংলাদেশে ফিরবে তখন কি হবে কে জানে !

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


কোন চীনাকে বাংলাদেশে ফেরত আসতে দেয়া উচিত হবে না।

৩১| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
কোন চীনাকে বাংলাদেশে ফেরত আসতে দেয়া উচিত হবে না।


একমত।

চীনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। সুবিধার না। নোংরা। যা তা খায়।

২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


চীনারা মানুষ নয়, বিশ্বের জন্য আবর্জনা

৩২| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
চীনারা মানুষ নয়, বিশ্বের জন্য আবর্জনা

খুব ছোট্ট একটা উদাহরণ :

চীনের নিপীড়িত মুসলিম সম্প্রদায় উইঘুর ও ফালুন গং আন্দোলনে জড়িতদের শরীর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিচ্ছে চীনা কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়েছে। অর্থনীতিবিষয়ক মার্কিন গণমাধ্যম বিজনেস ইনসাইডারের খবরে এমন তথ্য উঠে এসেছে।

পরে এসব অঙ্গপ্রত্যঙ্গ পণ্য হিসেবে বিক্রি করে দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১০

চাঁদগাজী বলেছেন:


চীনারা বিশ্বকে ধ্বংস করবে।

৩৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৯

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার পোস্টের মন্তব্য আর প্রতি মন্তব্যগুলো সত্যিই হাসির খোঁড়াক। পোস্ট বিষয়ক কিছু বললাম না কারণ সবকিছুতেই জ্ঞান কম আমার। এর চেয়ে ভাল - পড়ি, জানা যাবে কিছু ।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১১

চাঁদগাজী বলেছেন:



আমার পোষ্টে প্রাণবন্ত মানুষদের আসর বসে।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


আমার পোষ্টে প্রাণবন্ত মানুষদের আসর বসে। যারা মৃত্যুর পর ভালো ব্লগিং করার কথা ভাবেন, তারা আমার পোষ্টে কম আসেন।

৩৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০১

আলাপচারী প্রহর বলেছেন: দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছেন।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:১৩

চাঁদগাজী বলেছেন:


বুঝলে অনেক কিছু পরিস্কার হয়; না বুঝলে, ঘুমিয়ে ভালো সময় কাটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.