নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস মানুষের থেকে অর্থনীতি ও ফ্যাইন্যান্সকে ধরেছে শক্ত করে

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:০৪



**** উহানে ভ্রমন ও চলাচল বন্ধ করার পর, ৫০ লাখ মানুষ চলাচল করে নববর্ষে যোগদান করায়, শহরের মেয়রকে পদত্যাগ করতে বাধ্য করেছে চীন সরকার। ****

চীনের উহান শহর কত্তৃপক্ষ মাত্র ১৬ ঘন্টায় ১০০০ বেডের হাসপাতালের বিল্ডিং তৈরি করে, মিলিটারীর হাতে তুলে দিয়েছে; মিলিটারীর হেলথ বিভাগ উহাকে আগামী কয়েক ঘন্টায় হাসপাতালে পরিণত করবে; আরো একটি বিল্ডিং শেষ হবে আগামী কয়েক ঘন্টায়; সর্বাধিক ৬ দিনের মাঝে তারা মোট ২টি হাসপাতাল বানাবে; সব করোনা ভাইরাস রোগীকে এই ধরণের হাসপাতাল নিয়ে আসা হবে; এগুলো বিশ্ব রেকর্ড; সাথে সাথে করোনা ভাইরাসও একটা রেকর্ড হবে, মনে হচ্ছে! এখন অবধি ৮১ জন মারা গেছে চীনে।

চীনের মিলিটারীর হাতে যদি রোগীরা পড়ে, তাদের কি অবস্হা হবে কে জানে! চীনের হাসপাতালে পংগু সন্তান জন্ম নিলে প্রায় শোনা যায় উহা মৃত জন্ম নিয়েছিলো!

এখন নিউইয়র্ক সময় সকাল ৭:১৫ (১/২৭/২০২০), আমেরিকান ষ্টক-মার্কেট ইনডেক্স-ফিউচার, ডাও জোনস প্রায় ৫০০ পয়েন্ট নীচে, নাসডাক প্রায় ২০০ পয়েন্ট নীচে, নাইযি ১০০ পয়েন্ট নীচে। মার্কেট এই অবস্হায় থাকলে আজকেই ষ্টক-মার্কেট থেকে ৩০০/৪০০ বিলিয়ন ডলার বাস্পীভুত হয়ে যাবে। সারাদিনে জাপান ও ইউরোপিয়ান সকল মার্কেট নীচে নেমেছে।

আমেরিকান সব এয়ার লাইনস ষ্টক আজকে ৩/৪ দিন পড়ছে; সাথে সাথে আমেরিকান মার্কেটে চীনের ষ্টকগুলো বেশ পড়েছে। ইতিমধ্যে তেলের দাম ৪ ডলার নীচে নেমেছে; আজকেও ১ ডলারের কাছাকাছি পড়বে।

জার্মানীসহ পুরো ইউরোপ রিসেশানের দ্বারপ্রান্তে আছে এই বছর, করোনা ভাইরাস ইউরোপের রিসেশানকে ত্বরান্বিত করবে। গত ১ বছর চীনের অর্থনীতি বেশ খারাপ অবস্হায় ছিলো; এখন চীনের রপ্তানী আরো কমে আসবে। রপ্তানী কমলে, চীন নিজেই আমদানী কমিয়ে দেবে। লাভের মাঝে থাকতে পারে কানাডা, চীনে শুকরের মাংস রপ্তানীর সুযোগ বেড়েছে।

ঢাকায় করোনা ভাইরাস ধরা পড়েছে নাকি? কোন ১ ব্লগারের পোষ্টে কমেন্ট করতে গিয়ে আমি বলেছিলাম যে, বাংলাদেশের মানুষের শরীরে এত বেশী কেমিক্যাল, ভেজাল ও ভাইরাস ঢুকেছে যে, এঁরা অনেকটা ভাইরাস-প্রুফ; বিশেষ করে ঢাকার মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যেতে পারে।

মন্তব্য ৫৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৩৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বলেছেন ঠিকই।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:


ধনী দেশগুলোতে মানুষ হয়তো খুব বেশী মরবে না; কিন্তু অর্থনৈতিক সমস্যা হবে।

২| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমি ভাবছি অন্য কথা।
এই সব ক্ষুদ্র জীবাণু ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আমাদের ধর্মীয় গ্রন্থ গুলোতে কি উল্লেখ আছে?
থাকলে সেগুলো নিয়ে ইসলামিক ব্লগাররা কেন পোস্ট করছেন না ?
সেগুলো জানতে ইচ্ছা করছে।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



আজকের বাংলাদেশে কতজন ভাইরাসের সংজ্ঞা জানেন? ৫০০ বছর আগে সারা বিশ্বে ১০০ জন মানুষ ভাইরাস সম্পর্কে জানতেন।

৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৩

নিভৃতা বলেছেন: এমনিতেই ভাইরাসের যন্ত্রণায় নাজেহাল অবস্থা। মশা তাড়াইতে তাড়াইতে জান শেষ। এরপর মুরগী তাড়াইতে তাড়াইতে মরণদশা। এখন আপনি শুরু করেছেন করোনা করোনা। বাঁচার তো কোন পথ দেখি না। :(

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:


করোনা বাংলাদেশের জন্য সমস্যা হবে না; সমস্যা হবে, নতুন ২ জন মেয়র ও ডেংগু

৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আল্লাহ সুবহানাতায়ালা আমাদের কে হেদায়েত দান করুন।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



প্রতিটি শিক্সিত মানুষই সৃষ্টি সম্পর্কে কিছু সঠিক কিংবা ভুল জ্ঞানের অধিকারী

৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

একাল-সেকাল বলেছেন:
আগামী বিশ্ব জবরদস্তি ফ্যাইন্যান্সকে উৎসাহিত করবে। কম্পিউটারে যেমন ভাইরাস ইঞ্জেক্ট করে এন্টি ভাইরাস এ্যপ বিক্রির ধান্দা চলে, তেমনি তৃতীয় বিশ্বের মানুষ নিয়েও খেলা করবে ১ম বিশ্বখ্যাত দেশগুলি। ঠিক সিনেমার মত।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১২

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বের লোকদের নিজের জাতির মাঝেই অনেক হায়েনা আছে, বাহিরের কেহ এসে কিছু করার দরকার নেই। দরিদ্র দেশের মানুষের জন্য ধনী দেশ সমুহের মানুষের অনেক হানুভুতি আছে; অনেকেই বেতনের চেক থেকে সরাসরি দান করেন।

৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩১

একাল-সেকাল বলেছেন:
সহমত।
অভাবে স্বভাব নষ্ট, এই প্রবাদ বাক্য তো আছেই কু কর্ম হালাল করতে।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

চাঁদগাজী বলেছেন:


৩য় বিশ্বের অনেক সরকারের লোকেরা নিজের মানুষকে অশিক্ষিত করে রেখে ডাসের মতো খাটাচ্ছে।

৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৬

ঢাবিয়ান বলেছেন: ব্যবসা , বানিজ্য , টুরিজম প্রতিদিন লাখ লাখ টাকা লোকসান দিচ্ছে। তবে চায়না করোনা কন্ট্রোল করার সর্বাত্মক ব্যবস্থা নেয়ায় এখনও এই ভাইরাস সেভাবে বিিশ্বব্যপীী ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: ভাইরাসটি হতে পারে মিলিটারী ল্যাব থেকে; সেটা চীনের অপরাধ; তবে, তারা উহাকে অন্য যে কোন দেশের থেকে সহজে কন্ট্রোল করেছে, সেই দিকটা ভালো

৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশেষ করে ঢাকার মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যেতে পারে।
আমি মনেপ্রাণে দোয়া করি আপনার কথাই যেন সত্য হয়।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



আমার মনে হয়, আপনার দোয়া কাজ করবে

৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫২

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই যেন হয়, অন্তত গিরবা নিস্তার পােব।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

চাঁদগাজী বলেছেন:


আপনার বাংলা বুঝা যাচ্ছে না ।

লন্ডনে একটা ১০০০ বেডের ইমারজেন্সী হাসপাতাল করতে কত সময় লাগতে পারে?

১০| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটা করোনা ভাইরাসের বাই প্রোডাক্ট !!
তবে আমেরিকা আমেরিকা ভেকসিন বানিয়ে
তৃতীয় বিশ্বে বিক্রি করে তাদের অর্থনীতি ও
ফ্যাইন্যান্সকে চাঙ্গা করবে। আমেরিকা গো টু হেল ।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


কম জেনে বেশী চিৎকার দিয়েন না।

তৃতীয় বিশ্ব আমেরিকান ভেকসিন কিনে না, সস্তার জন্য তারা অন্যদের থেকে কিনে। বাংলাদেশ কিনে ভারত, জার্মানী, ফ্রান্স ও চীন থেকে

আমেরিকান ভেকসিন যদি বাংলাদেশে বা ৩য় বিশ্বে যায়, উহা হয়তো "দান"।

১১| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: " তাই যেন হয়, অন্তত গরিরা নিস্তার পােব। "

কম হলেও তিন মাস লাগবে।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৩

চাঁদগাজী বলেছেন:


গূগল ট্রান্সলেটর কাজ করবে?

১২| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ঢাকার মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যেতে পারে।

জব্বর কইছেন!

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:১৪

চাঁদগাজী বলেছেন:



আমার তাই মনে হয়।
দেখছেন, ব্লগার রাজীব সারা ঢাকা চষে বেড়ায়, ডেংগুর খবর নেই।

১৩| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আজ বানানে বেশি সমস্যা হচ্ছে, চোখে তো চশমা আছে।

যাক, "গরিবরা হবে"

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:



সমস্যা নেই

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঢাকায় করোনা ভাইরাস ধরা পড়েছে নাকি?
............................................................................
ঢাকার মানুষের রােগ প্রতিরোধ ক্ষমতা বেশী
অতএব, চিন্তার কিছু নাই ।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


ভালো, ভালো খবর

১৫| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:১৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চাচাজান এটা মনে হয় খুব মারাক্তক ভাইরাস ।

২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

চাঁদগাজী বলেছেন:


আপনার আশেপাশে কাউকে আসতে দেবেন না।

আসলেই ভয়ংকর, মৃতয়ুর হার বেশী

১৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৫১

শের শায়রী বলেছেন: এই সব ভাইরাস ব্যাকটেরিয়া আমরা থোড়াই পড়োয়া করি মুরুব্বী, ওগুলো যারা উন্নত বিশ্বে আছে তারা ভাববে তাদের বিলাসিতা, আমাদের পেটে দুবেলা ভাত পড়াই অনেক কিছু আর হায়াত মউত! সে তো যখন আসবে তখন, এই করোনা টরোনা নিয়ে বাংলাদেশেও ভাবে যাদের অনেক টাকা আছে তারা, আমাদের হলে আল্লাহ বাচাইলে বাচব না হলে মরে যাব :)

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



আপনি নিশ্চয় ঢাকার ৪০ লাখ বস্তিবাসীর রিপ্রেজেন্টেটিভ নন; ভাইরাস এলে, ওরা মরবে, আপনি ইউনাইটেডে গিয়ে উঠবেন; আর অসুস্হ না হলে, দজ্জালের উপর নতুন পোষ্ট দিবেন।

১৭| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৭:৩২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী বলেছেন:
.... আর অসুস্হ না হলে, দজ্জালের উপর নতুন পোষ্ট দিবেন।
:)

এই দুঃসময়েও না হেসে পারলাম না চাঁদগাজীর চরম রসবোধের নমুনা দেখে !

আমার কেন জানি মনে হয় চীনারা বায়োলজিকাল অস্ত্র নিয়ে গবেষণা করতে গিয়ে ল্যাবে উল্টাপাল্টা ভাইরাস বানাচ্ছে এবং কোনো কারণে তা নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বাইরে বেরিয়ে পড়ছে |

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



আমারও মনে হচ্ছে, এটা ওদের ল্যাব থেকে কন্ট্রোলের বাইরে চলে গেছে

১৮| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:২৪

রাজীব নুর বলেছেন: আমেরিকা আজকালের মধ্যে ঘোষনা করবে তারা করোনা ভাইরাসের ওষুধ আবিস্কার করেছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


ওদের কাছে কাছাকাছি ধরণের ঔষধ আছে; তবে, এত মানুষের জন্য বানানোর জন্য অনেক সময় লাগবে।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৬

মাকার মাহিতা বলেছেন: "বাংলাদেশের মানুষের শরীরে এত বেশী কেমিক্যাল, ভেজাল ও ভাইরাস ঢুকেছে যে, এঁরা অনেকটা ভাইরাস-প্রুফ; বিশেষ করে ঢাকার মানুষের শরীরে করোনা ভাইরাস প্রবেশ করলে, ভাইরাস নিজেই মারা যেতে পারে।"

এটা ভালো লেগেছে। আপনার কথার সত্যতা আছে।

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



না'হয় ঢাকার মানুষ বেঁচে আছে কিভাবে, সেটাই ভাবনার বিষয়

২০| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কফ থুথু হাঁচি কাশি আর পলিথিনে মোড়ানো মিথ্যা কথার এই শহরে আতঙ্কে আছি। :(

জ্বর–কাশি নিয়ে রাজধানীর হাসপাতালে চীনা নাগরিক ভর্তি

২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


এয়ারপোর্টে জ্বর দেখে ভাইরাস বুঝা যাবে না। ঢাকায় ঠান্ডা কেমন?

২১| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
লেখক বলেছেন:
এয়ারপোর্টে জ্বর দেখে ভাইরাস বুঝা যাবে না। ঢাকায় ঠান্ডা কেমন?


শুনেছি ভাইরাস সংক্রমিত হবার ১২-১৪ দিন পর নাকি সনাক্ত করা যায়। ( সঠিক তথ্য যাচাই করতে হবে ) ফলে চীন ফেরত নাগরিকদের মধ্যে তাৎক্ষণিক ভাবে ভাইরাস পাওয়া যাবে না।

আর ঢাকায় শীত বেশ কম।

২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:


শীত কমে গেলে, এই ভাইরাস খুব একটা ভয়ের হবে না, নিমোনিয়ার দিকে যাবে না।
১২/১৪ দিনের আগে ভাইরাস টের পাওয়া যাবে না, সেটা সঠিক।

২২| ২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: কম জেনে বেশী চিৎকার দিয়েন না।
আমেরিকান ভেকসিন যদি বাংলাদেশে বা ৩য় বিশ্বে যায়, উহা হয়তো "দান"।


পৃথিবীতে কিছুই ফ্রি বা মুফতে পাওয়া যায়না একমাত্র আল্লাহর নেয়ামত ছাড়া।
আমেরিকা উপরে দান দেখালেও অন্যদিক থেকে তার দশগুন উসুল করে নেয়।
এটা প্রমান করে দেখাতে হবে?

২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যাদেরকে যা দিয়েছেন, তারা হয়তো জানেন; কিন্তু বাংলাদেশের দরিদ্রদের, ভিখেরিদের, চাকরাণী ও ঝি'দের যে কিছু দেননি, সেটা আপনি ও আমি দেখছি।

২৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৯

জাহিদ অনিক বলেছেন: শেষের কথাগুলো শুনতে মজার হলেও কথা মিথ্যে নয়। তবে ঢাকার মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা কম । দুর্বল immune system

২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:



অবশ্যই ঢাকার লোকেরা অনেকেই ভয়ংকর স্বাস্হ্য নিয়ে বাস করছেন; প্রতিদিন মানুষ ভারত যাচ্ছেন চিকিৎসার জন্য; ভারত তো গ্রামের মানুষ যাচ্ছে না

২৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আগে প্রায় সময় খবরে শুনতাম, চীনের কয়লাখনিতে শ্রমিক নিহত হওয়ার সংবাদ। ইদানিং আর শুনিনা। হয়তো, তারা আগের চেয়ে বেশী সচেতন হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের পর চীনাদের জঘন্য খাদ্যাভ্যাস নিয়ে কথা উঠেছে। আশা করা যায়, এবারও তেনারা কোন সমাধান বের করবেন...

২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আজকের চীনে যা দেখছেন, সবকিছুর গোড়াপত্তন করেছে সোস্যালিজম; এখন সরকার সোস্যালিজমের ভান করছে, কিন্তু ওরা সবাই বিলিওনিয়ার ও মিলিওনিয়ার; মানুষকে সোস্যালিজমের ভাবের ভেতর রেখে অধিক খাটাচ্ছে। সরকারের লোকেরা আমেরিকার ব্যবসায়ীদের থেকে প্রমোদী জীবন যাপন করছে। ওদের সাপ, বানর, ইঁদুর খাওয়ার অর্থনীতিটা সরকারের লোকেরা কৌশলে চালু রেখেছে

২৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চীনারা পয়সা ছাড়া কিছুই বুঝে না।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৪

চাঁদগাজী বলেছেন:


ওরা শুধু সম্পদ আয়ে সুখী, শ্রমিক মৌমাছি; অন্যদের জন্য বিপদ

২৬| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮

নুরহোসেন নুর বলেছেন: চীনারা মারা যাবে, কারন চীনারা ঢাকাবাসীর মত বাসে ঝুলে যাতায়ত করতে পারেনা।

২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:১৫

চাঁদগাজী বলেছেন:


কেয়ামতের পর জীবিত থাকবে তেলেপোাকা ও চীনারা

২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫০

মাকার মাহিতা বলেছেন: সারাবিশ্বের সামগ্রিক অর্থনীতি হুমকির মুখে, সেটা আর বলার অপেক্ষা রাখছে না। বিশেষ করে আমাদের মতো চীন নির্ভর দেশের অর্থনীতি এই প্রাণঘাতি করোনা ভাইরাসের কারনে মারাত্নক ক্ষতিগ্রস্থ হবে সেটা এখন বোঝা যাবে না। আর দুই মাস সময় গেলে বোধগম্য হবে।

জায়ান্ট পদ্মা সেতু ও পায়রা সমুন্দ্র বন্দরের নির্মাণ কাজ ব্যাহত হবে, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। কোন না কোন ভাবে পদ্মা সেতুর কাজ থমকে গেছে। মিডিয়ার বিশ্লেষনে জানা যায়।

চীন নির্ভরতা কমিয়ে দেশীয় প্রযুক্তির উন্নয়ন ও পণ্যের উৎপাদন কিভাবে বাড়ানো যায় সেই পদক্ষেপ নেওয়া অতি জরুরী।

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

চাঁদগাজী বলেছেন:


আমাদের ইডিয়ট সরকারের লোকেরা বুঝে না যে, বাংগালীরা নিজেরাই পদ্মাসেতু বানাতে পারতো, পো্র্ট করতে পারতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.