![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
ঢাকায় মেয়র-ভোটে ইভিএম ব্যবহার করার প্রস্তাব করেছিলো সরকার; সরকারের উদ্দেশ্য যাই থাকুক, বিশ্বে এখন ভোট হচ্ছে ইভিএম'এ; ফলে, সরকার এই ঘোষণা দিয়ে ভালো অবস্হানে গেছে! বিএনপি'র ইশরাক বিদেশী দুতাবাসগুলোতে ইভিএম-বিরোধী নালিশ করেছে, দুতাবাসের লোকজন হাসছে! আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছে, বিদেশীরা পছন্দ করছে না, বাংগালীরাও পছন্দ করছে না; তবে, বিদেশীরা বিএনপি'-জামাত জেতার পক্ষে নন।
সরকারের এই পদক্ষেপের (ইভিএম) বিরোধীতা করেছে বিএনপি, এবং সাথে সাথে ইভিএম'এ "ফলাফল বদলে দেয়া যায়" বলে প্রচারণা করেছে! এর ফলে, কম শিক্ষিত ও অশিক্ষিত বিএনপি ভোটারদের অবস্হা কি হয়েছে? উত্তর সোজা, ওরা বিভ্রান্ত হয়েছে ও ধরে নিয়েছে যে, ভোট দিয়ে লাভ নেই, ভোট অন্য পক্ষে চলে যাবে! বেকুবদের অবস্হা বুঝেন।
সরকার বলেছে ইভিএম'এ ভোট হবে, আওয়ামী লীগের ভোটারেরা খুশী; ভাবছে, সরকার জিতার জন্য মেকানিজম বের করেছে হয়তো, সমস্যা নেই জেতার দরকার, এরা উৎসাহিত।
ইভিএম'এর সফটওয়ার'কে কি কোনভাবে সেটআপ করা যাবে যে, ভোটার কাকে ভোট দিক ব্যাপার না, ভোট আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে চলে যাবে? এই সম্পর্কে বুয়েট কথা বলতে পারে! ইভিএম'এর সফটওয়ারের কোড কাহারা বানাচ্ছে, এক্সেকিউটেবল কোড কাহারা কন্ট্রোল করে, এসব সম্পর্কে বুয়েট মানুষকে জানাতে পারে।
যাই ঘটুক, বিএনপি জয়ী হলেও লাভ নেই, তাদের প্রার্থী আওয়ামী লীগ থেকে ভালো নয়; বিএনপি যদি সত্যি জাতীয় অংগনে বিশাল ব্যক্তিদের প্রার্থী করতো, পরাজিত হলে, মানুষ ক্ষুব্ধ হতো, চিন্তিত হতো; খোকার ছেলে, বা মিন্টুর ছেলে পরাজিত হলে, খুশী হওয়ার মানুষ বেশী হবে।
বিএনপি'র মাথা ছিলো কেন্টনমেন্ট, বেগম জিয়া অফিসে বসে আড্ডা দিতেন, কেকের সাথে গ্রীন-টি খেতেন, রিজভী প্রেস বিজ্ঞপ্তি লিখতেন, এই ছিলো বিএনপি'র রাজনীতি; মওদুদ, গয়েশ্বর, বটেশ্বরেরা ছিলেন বেগম জিয়ার নবরত্নরা; সেইদিন আর নেই, ডিজিএফআই বিএনপি অফিস থেকে বেতন নেয় না আজকাল।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৩৪
চাঁদগাজী বলেছেন:
ইভিএম সম্পর্কে বুঝতে হলে, আপনাকে স্কুলে পড়তে হবে, মাদ্রাসায় পড়লে জ্ঞানবুদ্ধি কমে যায়।
২| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৮
রাজীব নুর বলেছেন: আপনি কি ঢাকার ভোটার?
আগামীকাল ভোট দিবেন?
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫৬
চাঁদগাজী বলেছেন:
না, আমি ঢাকার ভোটার নই; তবে, এভিএম প্রয়োগের পক্ষে।
৩| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৯
নুরহোসেন নুর বলেছেন: ইভিএমে ভোট চুরির সহজ উপায় কি?
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
ইভিএম হচ্ছে কম্প্যউটার ভোটিং মেশিন; সফটওয়ার কিভাবে লেখা হয়েছে, ও কিভাবে উহা সেট-আপ করছে, সেটা বুয়েটের লোকেরা জানে। তবে, যারা কেন্দ্রে বসে ভোটে সাহায্য করছে, তারা কোনভাবে কিছু চুরি করতে পারবে না।
যদি ভোটারের বদলে, ভোটারের উপস্হিতিতে অন্য কেহ মেশিনে আওয়ামী লীগের হয়ে, আওয়ামী প্রার্থীর বোতামে চাপ দেয়, তখন সমস্যা হবে।
৪| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০১
একাল-সেকাল বলেছেন:
মাদ্রাসার ছাত্রদের ভোটার তালিকা থেকে অব্যাহতি দেয়া উচিৎ। ইঞ্জিনিয়ার আমেরিকা, ফ্রান্স, জার্মানি, কানাডায় মাদ্রাসা ছাত্র ও নাই, ইভিএম ও নাই। যত শিক্ষিত সব বাংলাদেশে।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৪
চাঁদগাজী বলেছেন:
সেটা হলে, শেখ হাসিনা হয়তো অবাধে ভোট দিতে ভয় পেতেন না।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২০
আকন বিডি বলেছেন: বাআলীদের বিশ্বাস করা আর মিথ্যাবাদী বিশ্বাস করা এই বিষয়।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:২৬
চাঁদগাজী বলেছেন:
আওয়ামী লীগের কর্মকান্ড জাতিকে পেছনে নিয়ে যাচ্ছে, জাতির সাধরণ মানুষ বন্চিত হচ্ছেন; তবে, অন্যরা অনেক বাংগালীদের বিহারী ও পাকিস্তানীদের মতো বানায়ে ফেলেছে।
৬| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৩৬
আকন বিডি বলেছেন: পিছানের চেয়েও বরং মানসিক সমস্যাযুক্ত এক রাষ্ট্র তৈরি যেখানে ন্যায়কে অস্বীকার অন্যায়কে লালন এবং অন্যায়রে পক্ষে সাফাই গাওয়ার তীব্র চেষ্ঠা।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬
চাঁদগাজী বলেছেন:
১৯৭৫ সালে, শেখ সাহেবকে মেরে ফেলাকে অনেকে "ন্যায়" বলেছে; বসংলাদেশে ন্যায়কে হত্যা করেছে মিলিটারী, বিএনপি-জামাত; আওয়ামী লীগ শেখের বদলে, জেনারেল জিয়াকে অনুসরণ করে চলছে।
৭| ৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৪
আকন বিডি বলেছেন: যারা দেশ পরিচালনায় যুক্ত, ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্ন ভাবে মানুষ গুম, খুন করে।এটা নতুন কিছু নয়।কেউ বেশী কেউ কম।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংগালীদের রাজনীতি জ্ঞান এতটুকুই; যারা দেশ চালাচ্ছে, এদের শিক্ষা দীক্ষা, দক্ষতা কম, এদের বেশীরভাগ চোর-ডাকাত টাইপের বাংগালী। ব্যুরোক্রেটরা চোর, ব্যবসায়ীরা অসৎ, শিক্ষকেরা পড়ায় না, ছাত্ররা পড়ে না; চীনারা আমাদের সেতু বানায়, রাস্তা বানায়, আমাদের ইন্জিনিয়ারেরা হাদিস ব্যাখ্যা করে।
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: না, আমি ঢাকার ভোটার নই; তবে, এভিএম প্রয়োগের পক্ষে।
সকালে বেশ কিছু কেন্দ্র ঘুরে দেখার ইচ্ছা আছে। আমার জন্য দোয়া করবেন।
০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৮
চাঁদগাজী বলেছেন:
দেখেন, অভিজ্ঞতা হবে
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৩
একাল-সেকাল বলেছেন:
আওয়ামীলীগ যা দিচ্ছে দেশে বিদেশে তাতে ডিজিএফাই বি এন পি থেকে আগামী তেও বেতন নেয়া লাগবে বলে মনে হয়না। সাংবিধানিক সকল প্রতিষ্ঠানে ই বেতন ভুক্ত দলীয় কর্মী বসানো হয়েছে। এদেশে ফেয়ার নির্বাচন নির্বাসনে পাঠানো হয়েছে।আর লাইলাতুল ইলেকশন অপমানজনক তাই ইভিএম এসেছে কর্মীদের কে নৈশকালীন বিড়ম্বনা থেকে মুক্তি দিতে।