নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বাংগালীরা আমেরিকানদের চেয়েও ভোট কম দিচ্ছেন

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৬



সাদ্দাম হোসেনের সময় ইরাকে ভোট সংগ্রহ হতো শতকরা ৯৯ ভাগ, সাদ্দাম পেতেন শতকরা ৯৮ ভাগ; বাংলাদেশেও শতকরা ৯০ ভাগের বেশী ভোট সংগ্রহ হতো এক সময়; এখন ভোট সংগ্রহ হয় শতকরা ২৫ ভাগ, বা তারও কম। ঢাকার ২ মেয়র ভোটে ভোট সংগ্রহ হবে ১৩/১৪ লাখ, ভোটার ৫৪ লাখের বেশী: শতকরা ২৫ ভাগের আশেপাশে। ভোট এত কম কেন আসছে বাক্সে? মানুষ তো আমেরিকানদের চেয়েও রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছেন; আমেরিকায় সংগৃতিত ভোটের সংখ্যা শতকরা ৪২ ভাগ থেকে ৪৭ ভাগের ভেতরেই থাকে।

বাংলাদেশে ভোটের সংখ্যা এত কমছে কেন? সবচেয়ে বড় কারণ হচ্ছে, প্রার্থীর উপর মানুষের আস্হা নেই: এবারের ঢাকার মেয়র প্রার্থীরা দুনিয়ার সব প্রতিশ্রুতি দিয়েছে, কোন কিছু বাকী ছিলো না; কিন্তু দরকারী কোন কাজের কথা বলেনি; আর যেগুলোর কথা বলেছে, সেগুলো করবে বলেও মানুষ বিশ্বাস করেনি; কারণ, বেশীরভাগ মানুষ জানে যে, এরা অসৎ, এরা মিথ্যুক, এরা অদক্ষ।

প্রার্থীদের পরে হচ্ছে সরকারের ভুমিকা; দেশের বেশীর ভাগ মানুষ মনে করে যে, সরকার ও প্রশাসন যা করছে, সেটা তাদের নিজ প্রয়োজনে, মানুষের জন্য সেখানে কিছুই নেই; সরকার প্রার্থী দিচ্ছে সরকারের সুযোগের জন্য, মানুষকে সাহায্য করার জন্য নয়। তাপস পুরোপুরি অদক্ষ এক এমপি, সে পার্লামেন্টে আছে কিনা কেহ তা জানেও না। আর পার্লামেন্টে থাকলে, সে মেয়র হতে চাইবে কেন? মনে হয়, শেখ হাসিনা উনার গোত্রের থেকে কাউকে ঢাকার মেয়র করতে চেয়েছেন; ইহা ভোটারদের জন্য উৎসাহজনক কিছু নয়।

বিএনপি'র ভোটারেরা ভোটে খুবই কম আসছে; সরকার ঢাকায় ইভিএম ব্যবহার করার প্রস্তাব করার সাথে সাথেই বিএনপি ইভিএম'এর বিরোধীতা করেছে; এবং সাথে সাথে প্রচারণা করেছে যে, "ইভিএম'এ ফলাফল বদলে দেয়া যায়"! এর ফলে, কমশিক্ষিত ও অশিক্ষিত বিএনপি ভোটারদের অবস্হা কি হয়েছে? উত্তর সোজা, ওরা বিভ্রান্ত হয়েছে ও ধরে নিয়েছে যে, ভোট দিয়ে লাভ নেই, ভোট অন্য পক্ষে চলে যাবে! বিএনপি'র বেকুবদের অবস্হা বুঝেন।

ঢাকায় মহিলা ভোটারদের উপস্হিতি পুরুষ ভোটারদের চেয়ে বেশী হওয়ার কথা; কিন্তু সম্প্রতি মহিলা ভোটারেরা ভয় পাচ্ছেন, ক্যাডারেরা টার্গেট করে কিনা! ক্যাডারেরা টার্গেট করলে, পুরো ঢাকায় না হয় ৫ জনকে জিং জিং করতে পারবে; কিন্তু কেহই ৫ জনের একজন হতে চাচ্ছেন না।

সর্বোপরি, আওয়ামী লীগের তৃণমুলের ভোটারেরা আওয়ামী লীগকে সৎ ভাবে না এখন; বিএনপি'র তৃণমুলের সাপোর্টাররা আওয়ামী লীগ-বিরোধী, কিন্তু তারা রাজনীতিতে বা বিএনপি'তে বিশ্বাস করে না।

মন্তব্য ৬০ টি রেটিং +২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে অধিকাংশ সময়ই ভোট নিয়ে তামাশা হয়, এবারও তার ব্যতিক্রম নয় |

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৫

চাঁদগাজী বলেছেন:


তামাসা করে দলেরা, এখন মানুষ সেই তামাসায় যোগ দিচ্ছেন?

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:২৩

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র সব জাতি বা দেশের জন্য সমার্থক নয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


গণতন্ত্রহীন জাতিরা আসলে অজাতি, কুজাতি

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩০

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভোটাভোটির অর্থ আমি আর জানতেও চাই না। ওরা যা চায় তা-ই হয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি ঢাকায় থাকলে ভোট দিতেন?

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৫৯

শুভ্রনীল শুভ্রা বলেছেন: ভোটারদের ভোট নাকি বিশেষ দলীয় এজেন্টরা জোর করে দিয়ে দিচ্ছে। কেউ কেউ এমন ক্ষোভ প্রকাশ করেছে। সত্যি যদি এমন হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ ভোট দিতে যাবে কেন !

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ 'ভোটার গার্ডিয়ান' পদ সৃষ্টি করেছে, এরা আপনার উপস্হিতিতে আপনার হয়ে ভোট দিয়ে থাকেন; শেখ হাসিনার নতুন আবিস্কার।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২৭

শুভ্রনীল শুভ্রা বলেছেন: এই 'ভোটার গার্ডিয়ান' ট্র্যাডিশনের জন্য অনেকেই ভোট দিতে যায়না। আজ পর্যন্ত কখনো আমার ভোট দেবার সুযোগ হয়নি। প্রথমবার ভোট নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু ৫ জানুয়ারির সেই নির্বাচনে ভোট দিতে যাওয়া হয়নি। তারপর তো বাইরে চলে আসলাম। তবে এমন অবস্থা দেখলে দেশে থাকলেও ভোট দিতে যেতাম না হয়তো।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৯

চাঁদগাজী বলেছেন:


মুল সমস্যা হচ্ছে, এসব ভোটে সরকার, প্রশাসন ও দল অসৎভাবে লাভবান হচ্ছে, মানুষকে ক্ষতিপুরণ গুনতে হচ্ছে; এটাই বড় কারণ। আর খুবই জনপ্রিয় প্রার্থী না হলে, মানুষ রিস্ক কেন নেবে? আতিক, তাপস, তারিথ, ইসরাকের জন্য বস্তির কোন টোকাইও রিস্ক নেবে না।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: দেশ নিয়েও মানুষের আগ্রহ কমে যাচ্ছে মনে হয়। সিরাজ উদ-দৌলার আমলে ফিরে যাচ্ছি আমরা। জনগণের সাথে সরকার ও তৎসংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের সম্পর্ক কম।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:১৬

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: যারা ভুমিহীন, দেশ নিয়ে তারা উৎসাহী নন; বেকারেরা দেশের ব্যাপারে উৎসাহী নন, যারা দীর্ঘদিন বিদেশে কাজ করেন, তারা দেশ নিয়ে উৎসাহী নন, বিধবারা দেশ নিয়ে উৎসাহী নন; অপরাধীরা দেশ নিয়ে উৎসাহী নন; যারা ভাবছেন দেশ থেকে চলে যাবেন, তারা দেশ নিয়ে উৎসাহী নন, যারা ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেন না, তারা ভোট দিতে উৎসাহী নন; প্রাশসনের লোকেরা ভোট দেন না।

কাহাদের সংখ্যা বাড়ছে?

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দীর্ঘ সময় অর্থাৎ বলতে গেলে পুরোসময় তাদের লোকজন লাইনে দাড়িয়ে থাকে তারা ভোটও দেয়না লাইনও ছাড়েনা মাঝ খান থেকে কে বা কাহারা ভোট ঠিকই দিয়ে দেয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০২

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের নেতা মেরে ফেলায়, ওরা শয়তানের সাগরেদ হয়ে গেছে

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৭

খাঁজা বাবা বলেছেন: মনে হচ্ছে আমরা আমেরিকানদের থেকেও এখন উন্নত জাতী
:)

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


সম্ভবত:, আমি বাংগালীদের মুখে আমেরিকান গণতন্ত্রের যত সমালোচনা শুনেছি, ট্রাম্পের যত সমালোচনা শুনেছি, অন্য কোন জাতির কাছে থেকে এত বেশী শুনিনি

৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১২

রাজীব নুর বলেছেন: জনগন অনেক সচেতন। তারা জানে তাদের ভোটের কোনো মূল্য নেই।
ফল যা হবার আগেই হয়ে আছে। এর বাইরে যাবার কোনো উপায় নেই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০০

চাঁদগাজী বলেছেন:


জনগণ আগে ভোট দেয়ার সময় বুদ্ধি খাটিয়ে ভোট দেয়নি, এটাও বর্তমান অবস্হর জন্য দায়ী

১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজীব নুরের সাথে সহমত। এই সরকারের অধীনে আর কোন ভোটেই মানুষ স্বতস্ফূর্ত ভাবে ভোট দিবে না। তাছাড়া বর্তমানে ধনী-মধ্যবিত্ত-গরীবের পার্থক্য এত বেশী বেড়ে গিয়েছে যে, সবাই নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে চিন্তিত। রাজনীতি নিয়ে ভাবার সময় কই?

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


অর্থনীতি এমন রূপ ধারণ করেছে যে, দরিদ্র ও ধনীরা সম্পর্ণরূপে আলাদা শ্রেণী হয়ে গেছে; ক্ষমতা চলে গেছে অসৎ ধনীদের হাতে।

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৮

হাবিব ইমরান বলেছেন:

চাঁদগাজী প্রত্যুত্তর করেছেন: (৪ নং মন্তব্য)

আওয়ামী লীগ 'ভোটার গার্ডিয়ান' পদ সৃষ্টি করেছে, এরা আপনার উপস্হিতিতে আপনার হয়ে ভোট দিয়ে থাকেন; শেখ হাসিনার নতুন আবিস্কার।


ভোট কেন কমেছে আপনিই যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন। এর পরেও না জানার ভান করাটা ন্যাকামি, এমনকি চরম হাস্যকরও।
নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করাটাকে জনগণ ভালো চোখে দেখছেনা। সাধারণ মানুষ ভাবছে, ‘নিজের জীবন হুমকির মুখে রেখে এরকম ভোট তাদের প্রয়োজন নেই, যার যা ইচ্ছে করুক’।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:


ন্যাকা ও বোকা হচ্ছেন আপনি; ভোট কমার ব্যাপারে আমি নিজের ধারণা তুলে ধরে, বাকীদের সাথে মিলিয়ে নিচ্ছি।

নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ কারা ও কখন থেকে শুরু করেছে, সেটা আপনার লিলিপুটিয়ান মাথায় থাকার কথা নয়।

১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫

নতুন বলেছেন: দেশে সন্ত্রাসীর পরিমান বেড়েছে বোঝা যায়?

সাধারন মানুষের ভোট দিতে পারেনাই, দলের সবাই মিলে মেনে নিয়েছে যে এই ভাবে ভোট দিয়ে দেওয়া ঠিক আছে।

এমন ভাবে একটা জাতীর সবাই পচে গেলে দেশ কিভাবে বেচে থাকবে?

এখন যেমন আয়ামীলীগ মানুষের ভোট দিয়ে দিয়েছে, তেমনি আগামীতে বিএনপি ক্ষমতায় থাকা কালিন সময়েও তারা এমনটাই করবে।

যারা অন্যের ভোটটা দিয়ে দেওয়া সমুচীন মনে করেন তারা তো সকল অন্যায়ই করতে পারবে।

আমেরিকাতে কিভাবে এমন সমস্যা থেকে বত`মানের অবস্থায় এসেছে? আমেরিকাতেও কি এক কালে ভোট কাটাকাটি হতো?

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:


বিএনপি থাকবে না।

আগামীতে একটা নতুন আওয়ামী লীগ বর্তমান আওয়ামী লীগকে পরাজিত করবে।

আমেরিকায় ভোট নিয়ে সমস্যা হয়েছে ১০০ বছর, বা তার আগে; তবে, আমেরিকানরা পড়ালেখায় ও গণতান্ত্রিক ব্যবস্হায় আস্হা রাখাতে তারা নিজেদের সমস্যা সমাধান করতে পেরেছে। আমেরিকায়, আফ্রিকান আমেরিকান, হিসপানিক ও দরিদ্র সাদারা ভোট খুবই কম দেয়।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৪৮

নতুন বলেছেন: জনগন ভোট দিতে না পারলে রাজনিতিক দলে কখনোই জনগনকে মুল্যায়নের মনভাব সৃস্টি হবেনা।

আয়ামীলগে ৭-৮ লাখ ভোট দিয়েছে, তার বড় একটা সংখ্যা তাদের নেতা কমী` আর টাকা খাওয়া সুবিধা ভোগী।

বিএনপির সমথ`ন মানুষ করছে আয়ামালীগের উপরে বিরক্ত হয়ে।

বিএনপি থাকবেনা যদি তারা জনগনের কথা বলা শুরু না করে। বিএনপিকে নতুন করে শুরু করতে হবে।

খালেদা জিয়ার মুক্তি আর তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর চিন্তা বাদ দিয়ে যদি নতুন করে শুরু করে তবে হয়তো টিকি থাকতে পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


খালেদা জিয়ার মুক্তি চাইলে সে ভোট না পাওয়াই উচিত। খালেদ জিয়ার মুক্তি চাওয়ার কারণে বিএনপি'র প্রার্থীরা সহজে হেরে যায়।

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

খাঁজা বাবা বলেছেন: এই সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থায় মানুষ আস্থা হারিয়েছে

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:



১৯৭৫ সালে নির্বচিত প্রেসিডেন্টকে আপনার মতো মানুষের সমর্থ করায়, ১৯৭৫ সালেই নির্বাচন বিদায় নিয়েছে

১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০২

অপর্ণা মম্ময় বলেছেন:
জিং জিং কী ?

সেই কবে প্রথম ভোট দিয়েছিলাম মনেও করতে চাই না। এরপর তো আর দেয়ার দরকার পড়েনি। মনে হয় না আর কখনো ভোট দিব। জনগন জানে ক্ষমতায় আসার জন্য এরা সবাই মিথ্যা বলে। যেখানে ভোট দিতে লোকজন যাই নাই ভোট কেন্দ্রে সেখানে লাখ লাখ ভোট এবং হারজিতের ব্যবধানে ১-১.৫ লাখ দেখানো হলো, সেই ভোট গুলো কারা দিল! আমি নিজে সিটি কর্পোরেশএনের ভেতরে পড়িনি, ইভেন নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের সময়েও ভোট দেয়ার সুযোগ নাই ( থাকলেও দিতাম না ) । আমাদের ছেলে মেয়েগুলোকে ভোট বিমুখ বানিয়ে দিচ্ছি , খারাপ লাগছে। ভাল কিছু দেখে ওরা বড় হচ্ছে না আসলে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

চাঁদগাজী বলেছেন:


জিং জিং মানে, নারী পুরুষের মিলন।

বাংগালীরা ভোট হত্যা করেছে ১৯৭৫ সালে।

১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪

খোলা মনের কথা বলেছেন: ন্যাকা ন্যাকা পোষ্ট দিয়ে দুই কানের পাশ দিয়ে পোষ্ট নিয়ে গেলেন। ভোট কেন কম হচ্ছে সেটা আপনার হস্তি মস্তিকে জানেনা?? হাসিনা সরকার জনগনের ভোট অধিকার কেড়ে নিয়েছে। কাউকে ভোটের মাঠে যেতে দেওয়া হয় না, আগের রাতেই ভোট হয়ে যায়, এজেন্টদের কেন্দ্রের ভিতর দিয়ে ঢুকতে বা থাকতে দেওয়া হয় না আর ইভিএম তো আর এক জালিয়াতি। এগুলো বলেন না কেন??

নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ কারা ও কখন থেকে শুরু করেছে, সেটা আপনার লিলিপুটিয়ান মাথায় থাকার কথা নয়। যারা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে সেটা তাদের দায়। নতুন জেনারেশন সেটা থেকে কেন বঞ্চিত হবে?? আওয়ামীলীগের হাসিনা থেকে শুরু করে আতিপাতি নেতা সবাই কোন সমস্যাই পড়লেই বিএনপি এটা করেছে, জামাত, জাতীয় পার্টি ওটা করেছে বলেই শাক দিয়ে মাছ ঢেকে দেওয়া হয়। এগুলো লিখে ব্লগে তো মনে হয় হাসিনা সরকারের নানা কর্মকান্ড বৈধ করার জন্য পোষ্ট গুলো দেন.....

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


নির্বাচিত প্রেসিডেন্টকে হত্যা করে, জে: জিয়া ভোট কেড়ে নিয়েছে, শেখ হাসিনা সেটাকে অনুসরণ করছে

১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৫৮

একাল-সেকাল বলেছেন:
ইভিএম আর ব্যালট বাক্স মুদ্রার এপিঠ ওপিঠ ! Proved

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:


আপনি হচ্ছেন "হাত তুলে ভোট" দেয়ার যুগের মানুষ।

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওরাতো নিজেরা ভোট দিয়ে দেয়, যেমন এখানে হয়েছিল একবার।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:



কেহ কেহ রাইফেল নিয়ে হত্যাকান্ড চালিয়ে এসেছিলো, এখন অবস্হা একটু ভালো, নিজের ভোটে নিজে আসছে।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

রানার ব্লগ বলেছেন: এই দেশের সাধারন জনগন এই সবই মেনে নিয়েছে কারন তারা জানে মুদ্রার দুই পিঠ সমান। শুধু মাত্র বেটার টা বেছে নিছে । এই কারনে সবাই নিরব। সমস্যা হচ্ছে বি এন পি ও জামাতের বাকি সব ঠিক ঠাক !!! আর বি এন পি এবং জামাত বাংলাদেশের ২৫ ভাগ জনগোষ্ঠী কে নেতৃত্ব দেয়।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫

চাঁদগাজী বলেছেন:



সধারণ মানুষ ক্ষমতাসীন সরকারের ভয়ে লুকিয়ে আছে; কারণ, তাদের একাংশ ১৯৭৫ সলে অন্যায়কে সাপোর্ট করেছিলো

২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯

আসোয়াদ লোদি বলেছেন: জনগণ হতাশ। এই ক্রান্তিকাল সহজে কাটবে না।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগের মানউষও জনগণ; তাদের ছোট অংশ হতাশ। বিএনপি'র মানুষজনকে ভোট দিতে দেয়া উচিত নয়।

২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১২

ঢাবিয়ান বলেছেন: মানুষ এখন আর ভোট ফোটে আগ্রহী নয়। যে কোন মূল্যে নিজে বা ছেলে মেয়েদের বিদেশ পাঠিয়ে দিতে বদ্ধপরিকর।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:


মানুষ নিজ দেশের সরকার ও রাজনৈতিক দলগুলোর অত্যাচারে বিদেশের নাগরিক হতে ইচ্ছুক।

২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভোট দেবার আগ্রহ দিন দিন ব্যারো মিটারে নিম্নগামী।
এর কারন ভোটারের পছন্দের প্রার্থীর বিজয় অবস্যম্ভাবী
জেনেই কষ্ট করে ভোট দেবার বিড়ম্বনায় পড়তে চাননা।
জানে বিজয় তার সুনিশ্চিত!!

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১১

চাঁদগাজী বলেছেন:


যারা ১৯৭৫ সলে শেখ মুজিবের হত্যাকে সাপোর্ট করেছে, তারা বর্তমান অবস্হার জন্য দায়ী

২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

শের শায়রী বলেছেন: মুরুব্বী আপনি যেভাবে দেশের খবর সেই অলিম্পাসে বসে দেবতার মত দেখছেন, আফসুস আমাদের মানুষ্য চোখ দিয়ে আমরা তার সিকিভাগ ও দেখি না, অবশ্য আপনারা দূর দেব লোকে থাকা দেবতা, সবই আপনি জানেন। মুরুব্বী ওই দেব লোকের সাথে এই গরীব অধম মনুষ্যভুমির তুলনা করিয়া কেন লজ্জা দেন? তবে দেবতা হিসাবে আপনি হয়ত আপনার দায়িত্ব পালন করছেন। মুরুব্বী চিনাদের খবর কি দেব লোকে? অগো কি আটকাইতে পারছেন কোয়ারানটাইন না কি যেন কয়? না কি দেব লোকে গিয়া তারাও দেবত্ব পায়?

মুরুব্বী এইবারও কি জিউস পার পাইয়া যাবে? তাই তো মনে হচ্ছে। যতদুর জানি দেবতাদের মস্তিস্ক থাকে হাটুতে :P

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১০

চাঁদগাজী বলেছেন:




যেসব বাংগালী আমেরিকায় ৫ বছরের বেশী আছেন, তাঁরা বাংলাদেশের মানুষ থেকে অধিক প্রগ্রেসিভ ও তাঁদের মনোভাব ভালোর দিকে গেছে। অনেক অশিক্ষিত বাংগালী, যাঁরা ইউরোপ, আমেরিকায়, কানাডায় দীর্ঘ সময় আছেন, তাঁদের জ্ঞান, ধারণা আপনার থেকে ভালো হওয়ার কথা

২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪০

শের শায়রী বলেছেন: আপনি লিখেছেন যেসব বাংগালী আমেরিকায় ৫ বছরের বেশী আছেন, তাঁরা বাংলাদেশের মানুষ থেকে অধিক প্রগ্রেসিভ ও তাঁদের মনোভাব ভালোর দিকে গেছে। অনেক অশিক্ষিত বাংগালী, যাঁরা ইউরোপ, আমেরিকায়, কানাডায় দীর্ঘ সময় আছেন, তাঁদের জ্ঞান, ধারণা আপনার থেকে ভালো হওয়ার কথা

মুরুব্বী সাধে কি আপনাকে অলিম্পাস বাসী দেবতা বলি? ইউরোপ আমেরিকার জন্ম সুত্রে অনেক মানুষ দের দেখছি তারা অনেক টা আমাদের মতই দোষে গুনে মিলিয়ে কিন্তু আপনি বা আপনার মত মানসিকতার অভিবাসীরা যে ৫ বছর হলেই দেবত্ব যে পেয়ে যান তা নিয়ে আমি তো কোন সন্দেহ প্রকাশ করি নাই ;) দেবতারা সর্বজ্ঞানী

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৬

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের লেখকদের লেখা বইয়ের ৯০ ভাগ মানহীন, এবার বুঝার চেষ্টা করেন।

ব্লগ হচ্ছে আলাপের যায়গা, নিজকে অন্যদের চোখে দেখার যায়গা; সেটার সুযোগ নেন।

২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৪

শের শায়রী বলেছেন: ব্লগ হচ্ছে আলাপের যায়গা, নিজকে অন্যদের চোখে দেখার যায়গা; সেটার সুযোগ নেন। চোখে ছানি পড়া মাইনষের চোখে নিজেকে দেখা বড় দুর্ভাগ্য জনক। মাফও চাই দোয়াও চাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


আপনি রাস্তার বাংগালীর মতো, কথার পিঠে কথা বলে, কথা লম্বা করেন; আপনাকে নিয়ে আমি হতাশ।

২৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভোট এখন বড় একটা হাস্যকর এবং রম্য উতসব মনে হয় । =p~ =p~

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


আমি জানি না, আপনার বয়স কত? ১৯৭৫ সালে মিলিটারী আসার পর, আপনি কি আশা করেছিলেন?

২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫০

কালো যাদুকর বলেছেন: আপনি আমেরিকান ভোটের সাথে বাংলাদেশের তুলনা করলেন??
বাংলাদেশে আমার পরিচিত লোকজন ভোট দিয়েছে, তবে জানে যে, কোন লাভ নেই।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


যখন শতকর ২৫ভগ ভোট পড়ছে, মানে শেখ হাসিনার দলের লোকেরাও ভোট দিচ্ছে না

২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

খাঁজা বাবা বলেছেন: ১৪ সালে নির্বাচিত সরকার কে আপনার মত মানুষ সমর্থন করায় নির্বাচন পুনরায় বিদায় নিয়েছে
:-B

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা যদি বিএনপি-জামাতকে জোর করে ভোট থেকে বের করে দেয়, আমি সেটাও সাপোর্ট করবো।

২৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৬

আলাপচারী প্রহর বলেছেন: এবারের ভোটে আওয়ামী যুবলীগ কর্মী বেচারারা বড় বেকায়দায় পড়ে গিয়েছিলো। যেহেতু গুন্ডামি করে দিন গুজরান করেছে, অশিক্ষিত ফলে প্রযুক্তি ভোটে কিভাবে জোচ্চুরী করবে বুঝে উঠতে পারছিলো না। তার উপর নেই মেধা।

ফলে করেছে দাড়োয়ানগিরি। ভোটারের ঘাড়ের উপর দিয়ে উকিঁ দিয়ে দেখে নিচ্ছিলো কে কোন জায়গায় ভোট দিলো। জায়গা বিশেষে নির্দেশনাও দিলো কোথায় টিপ মারতে হবে।

শুনেছি যারা মনমতো যায়গায় ভোট দেয় নাই আগামীতে তাঁদের রোহিঙা বানিয়ে ছাড়বে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ ভেংগে যাবে।

৩০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আওয়ামী লীগ জামাত/বিএনপি জুজুর ভয়ে তাদের ঠেকানোর জন্য সর্বাত্মক অন্যায় ও জোরজবরদস্তি করে ক্ষমতায় থাকবে - তা আরো পাঁচ, দশ বছর বা কুড়ি বছরও হতে পারে | তখন বিএনপি বা জামাতের অস্তিত্ব হয়তো থাকবেও না, বা থাকলেও তা টিমটিমে বাতির মতো ।

কিন্তু যে বিএনপি/জামাত জুজুর ভয়ে তারা সারাক্ষন অস্থির তার হাতে আওয়ামী লীগের পতন নাহয়ে আরো কোনো দল বা নেতার নেতৃত্বে জনবিক্ষোভে তার পতন হবে অকল্পনীয় ও মর্মান্তিকভাবে | এটাই ইতিহাসের অমোঘ নিয়ম |

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা বিএনপিকে সহজ প্রতিপক্ষ হিসেবে পছন্দ করেছেন, ও তাদেরকে লালন পালন করছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.