নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

বর্তমান আওয়ামী লীগকে থামাতে আসল আওয়ামী লীগের দরকার।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩৪



১৯৪৭ সালে বৃটিশ চলে যাবার পর, পাকিস্তান সরকার আসলে দেশ চালাচ্ছিলো বৃটিশের মতোই; কারণ, তারা এর বেশী কিছু জানতো না, তারা নিজেরাই কলোনিয়েল সিষ্টেমের ফসল ছিলো, মানসিকভাবে তারা ভারতীয় বৃটিশ ছিলো। মওলানা ভাসানী ও ততকালীন সামান্য পরিমাণ বাংগালী রাজনীতিবিদ স্বাধীনতার প্রাপ্তিকে কাজে লাগিয়ে জাতিকে আধুনিক বিশ্বের মতো গড়ে তুলতে, সুখে, শান্তিতে থাকতে সাহায্য করার জন্য আওয়ামী লীগ গঠন করেন। বাংগালীদের একমাত্র দল হিসেবে আওয়ামী লীগ শুরু থেকেই বাংগালীদের সাপোর্ট পেয়েছিলো, ১৯৫৪ সালে তারা পুর্ব পাকিস্তানে জয়ী হয়েছিলো।

মওলানা ভাসানীর অধীনে তারা সঠিক পথে এগুচ্ছিলো; কিন্তু নতুন স্বাধীন দেশে লোভী দখলকারীদের অভাব ছিলো না, গলাকাটা ক্যাপিটেলিজমের পক্ষের লোকেরা ভাসানীর মতো মানুষকে দলে রাখার পক্ষপাতি ছিলো না। মওলানা ভাসানী দল থেকে চলে যাবার পর, আওয়ামী লীগ ব্যবসায়ীদের দলে পরিণত হয়েছিলো। একই সময়ে পাকিস্তানে ভয়ানক ঘটনা ঘটে, আইয়ুব খানের নেতৃত্বে মিলিটারী দেশটাকে দখল করে নেয়; বৃটিশের ধারক-বাহকদের একাংশ উনার সাথে মিলেমিশে দেশ শাসনে যোগ দেয়।

১৯৬৯ সালে আওয়ামী লীগের ১ম পরীক্ষা হয়, মিলিটারী শাসক আইয়ুব খানের সরকার আওয়ামী লীগের সভাপতি, শেখ সাহেবকে আগরতলা মামলায় ফাঁসী দেয়; ব্যবসায়ীদের বেলায় যা ঘটে, সবাই শেখকে ফেলে পালিয়ে যায়; মওলানা ভাসানী রাস্তায় নেমে, মিলিটারীকে অগ্রাহ্য করে শেখ সাহেবকে প্রানে বাঁচান; সাধারণ মানুষ এগিয়ে এসে আইয়ুবের পতন ঘটায়। এরপর, মানুষ মিলিটারীর উপর বিক্ষব্ধ হয়ে, যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে ১৯৭১ সালে। আওয়ামী লীগ নির্বাচিত দল হিসেবে দেশের সরকার গঠন করে।

১৯৭৫ সালে, বাংলাদেশ মিলিটারী আওয়ামী লীগের প্রধান, দেশের প্রধান, শেখ সাহবকে হত্যা করে দেশ দখল করে নেয়; আও্যামী লীগ আবারো পালিয়ে যায়। মিলিটারী শেখের কবরের উপর বিএনপি নামের দল গড়ে তোলে; বাংলাদেশ-বিরোধীরা মিলিটারীর সাথে যোগ দিয়ে জাতিকে আগের পাকিস্তানী শাসনের মাঝে ফিরায়ে নেয়, '৭১ এর সব প্রাপ্তি শুন্য হয়ে যায়।

শেখ হাসিনা এসে মিলিটারীকে থামায়েছেন, দেশ-বিরোধীদের থামায়েছেন, এটার দরকার ছিলো; কিন্তু আওয়ামী লীগ তার আদর্শ থেকে সরে গেছে; ইহা এখন দখলকারীদের দলে পরিণত হয়েছে, ইহা ঠিক বিএনপি'র আদর্শে চলছে, ইহাতে শেখ নেই, ইহা জেনারেল জিয়ার পথ ধরে চলছে।। ইহার বর্তমান কার্যকলাপ রাজনীতির মাঝে পড়ে না; ইহা কলোনিয়েল নিয়ম-নীতি চালু করেছে দেশে, দেশকে নিজেদের বাজারে পরিণত করেছে। ইহার রাজনীতিতে ফিরার সম্ভাবনা নেই।

কিন্তু আওয়ামী লীগের আসল নীতি, মানুষকে সুখে শান্তিতে থাকার রাজনীতিতে বিশ্বাসীরা এখনো আছেন; তাদের উচিত হবে, জাতিকে সাহায্য করা; বর্তমান আওয়ামী লীগকে থামানোর সময় হয়েছে।

মন্তব্য ৫৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

পবন সরকার বলেছেন: আওয়ামীলীগের সবাই আসল নকল ভাববেন কারে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগ নকল নয়, এরা জেনারেল জিয়ার 'গালাকাটা ক্যাপিটেলিজমর অনুসারী'; আসল হচ্ছে, যারা বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখার আদর্শে বিশ্বাস করে।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৩

একাল-সেকাল বলেছেন:

দু'শ বছর আগেঃ ব্রিটিশ কলোনিয়ানরা যে পোশাকে ভয় দেখাত।
দু'শ বছর পরেঃ সেই পোশাক পরে ব্যান্ড পার্টি বিয়ে বাড়িতে বাজনা বাজায়। আর এটাই হচ্ছে বিবর্তন।

আওয়ামীলীগের নৈতিক শুন্যতা '৭১-'৭৫ সালেই সুচিত হয়। শেখ সাহেবের আত্ম অহংকার আর অতি আত্ম বিশ্বাসী মনোভাব জাতিকে অপূরণীয় ক্ষতির সামনে এনে দাঁড় করিয়েছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব জাতির সাথে এগিয়েছিলেন, উনার দক্ষতা কম ছিলো; কিন্তু উনি জাতির ক্ষতি করেননি

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১০

প্যারাসিটামল খবিশ বলেছেন: সেই সম্ভাবনা নেই।মানুষের মনে ক্ষোভ ঘনিভুত হচ্ছে।যে কোন ইস্যুতে একটা ম্যাসাকারের মাধ্যমে হাসিনার বিদায় হবে।পুরাতন শকুনেরা আবার মানুষের ঘাড়ে চেপে বসবে।শেখ হাসিনা ঘৃনিত থেকে যাবে এই প্রজন্মের কাছে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সাথে অনেক বাংগালীর মিল নেই; উনার পরিবারকে হত্যা করেছিল মলিটারী, সেদিক থেকে উনি সবার মতো নন। উনি অনেক কষ্টে বাংলাদেশ-বিরোধী ও মিলিটারীকে থামায়েছেন; কিন্তু উনার দল জাতির ক্ষতি করছে বর্তমানে, উনি সেটা বুঝার মতো অবস্হানে নেই।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

রুমী ইয়াসমীন বলেছেন: বলা তো যায়না, শেখ সাহেবের মতন মিলিটারের হাতে শেখা হাসিনার পতন হয় কিনা!!! :P

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী আর সহসা কিছু করতে পারবে না, মিলিটারীর সেই ক্ষমতা নেই; মিলিটারীর থেকে জনতা অধিক শক্তিশালী এখন।

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

নিভৃতা বলেছেন: নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমাদের হয়েছে সেই অবস্থা। কানা মামা ছাড়া আমাদের কোন অপশন নাই। কেউ কি নাই যে কানামামাকে দৃষ্টি দান করতে পারে!

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনাই কানা মামা ছিলেন; তবে, বর্তমানে অন্ধ ও বধির মামায় পরিণত হয়েছেন

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪২

খোলা মনের কথা বলেছেন: শেখের বেটির কিছু হলে আওয়ামী সুবিধাবাদীরা আবার পালাবে। শক্ত খুটি হয়ে দাড়ানোর মত শেখের বেটি ছাড়া কাউকে দেখি না। কাদের, হানিফদের শুধু কথার গার্বেজ আছে। আওয়ামীলীগ চালানোর মত মাথায় ঘিলু আছে বলে মনে হয় না।

বর্তমান আওয়ামী লীগকে থামানোর মত কাউকে দেখিনা একমাত্র শেখ হাসিনার সদিচ্ছা ছাড়া। সেই আশাও নিভু নিভু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

চাঁদগাজী বলেছেন:



তৃণমুলের সামান্য কিছু আওয়ামী লীগার শক্ত হয়ে দাঁড়ালে, ড: হাছান মাছান, হানিফ মানিফেরা পালাবে

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৬

জাহিদ হাসান বলেছেন: জয়বাংলা

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

চাঁদগাজী বলেছেন:


শ্লোগান ঠিক আছে, উদ্দেশ্য বদলে গেছে

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০

রুমী ইয়াসমীন বলেছেন: আপনি বলেছেন:
"মিলিটারী আর সহসা কিছু করতে পারবে না, মিলিটারীর সেই ক্ষমতা নেই; মিলিটারীর থেকে জনতা অধিক শক্তিশালী এখন।"

যদি মিলিটারীরা কোনদিন ক্ষোভে সাধারণ জনগণের কাতারে এসে পড়ে বা একাত্মতা ঘোষণা করে তাদের ক্ষমতা বাড়ানোর জন্য তবে হলেও হতে পারে যদিও তা সময়ের ব্যাপার স্যাপার। বলা তো যায়না মিলিটারীর পূর্ব ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে কিনা! এইছাড়া আওয়ামী সরকারের পতন কেউ করতে পারবেনা বলে মনে করি।
আপনার প্রতিমন্তব্যে অনেক ধন্যবাদ চাঁদদাদু।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


মিলিটারী আর ক্ষমতা নেবে না; আসলে, আমাদের এত বড় মিলিটারীর দরকারও নেই। গণবিস্ফোরণ হবে না, মানুষ বিএনপি-জামাতকে এখনো আপদ মনে করে।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

একাল-সেকাল বলেছেন: কিন্তু উনি জাতির ক্ষতি করেননি দুঃখিত, আমি আপনাকে বুঝাতে ব্যর্থ হয়েছি।
বুঝাতে চেয়েছি '৭৫ এর হত্যাকাণ্ড জাতিকে পিছনে টেনে নিয়েছে, যার দায়ভার শেখ সাহেবের সরলতা আর অধিক আত্মবিশ্বাস কে নিতে হবে। ইন্দিরা গান্ধী সতর্ক করেছিলেন, উনি আশপাশে নজর দেন নাই।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবের দক্ষতা খুবই কম ছিলো, সেজন্যই উনাকে হত্যা করাও সহজ হয়েছিলো

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭

বাকপ্রবাস বলেছেন: হজরত এর জামানা চালু হল মাত্র, এখনই থামানো কী উচিত হবে?

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৭

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী লীগ সরকারকে না থামালে, বাংলাদেশ-বিরোধীরা একদিন আবার জড়ো হবে

১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৪

খোলা মনের কথা বলেছেন: বাকপ্রবাস বলেছেন: হজরত এর জামানা চালু হল মাত্র, এখনই থামানো কী উচিত হবে? =p~ =p~ =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার নতুন কোন ভাবনা নেই, উনার পক্ষে এর থেকে ভালো কিছু করা সম্ভব হবে না

১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯

একাল-সেকাল বলেছেন:
"উনি আউলিয়া হয়ে গেছেন" সংসদে শামিম ওসমানের আমলের পর এবার শুনছি হজরত :) ঈশ্বর খেতাব পাইতে আর কতো দেরি পাঞ্জেরী ? =p~

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫১

চাঁদগাজী বলেছেন:


উনি যা করেছেন, এটার জন্য উনাকে ধন্যবাদ; তবে, বাংগালী জাতি এখন পেছনের দিকে রওয়ানা হয়েছে; উনার আওয়ামী লীগ জাতিকে পেছনে টানছে।

১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৫

রাজীব নুর বলেছেন: আওয়ামীলীগ আছে, তাতে মন্দ কি?
অন্য আওয়ামীলীগ এলে দেশে অশান্তি শুরু হবে। দেশ তখন বারবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছে, ইহা বর্তমান যুগের অর্থনীতি, সততা ও সুযোগের সাথে মিলছে না।

১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৯

প্যারাসিটামল খবিশ বলেছেন: ১৮ কোটি মানুষের দেশে একটা প্রফেশনাল দল বেরিয়ে আসছেনা কেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৯

চাঁদগাজী বলেছেন:


জাতির শিক্সিত অংশ অদক্ষ: রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বুঝে না।

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার সুস্থধারার রাজনীতিকরার ইচ্ছা ছিলো কিন্তু বর্তমান ক্ষমতাবানদের ইচ্ছে অন্যকি...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০২

চাঁদগাজী বলেছেন:



আপনার মতো আরো লাখ লাখ লোকের আছে; সবাই একত্রিত হলে, বিএনপি-জামাত ও ড: হাসান মাসানদের আওয়ামী লীগ ব্যবসা হারিয়ে ফেলবে।

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৪৭

খাঁজা বাবা বলেছেন: অন্ধ আওয়ামীলিগ সমর্থকগন সব সময় মুজিব হত্যা ইস্যুতে গা ঝারা দিয়ে বাচতে চায়।
শেখ মুজিবকে আওয়ামীলিগ হত্যা করেছিল। তার মৃত্যুর পর প্রথম সুবিধা ভোগীও তারাই ছিল। মুজিবকে হত্যা করে মিলিটারী ক্ষমতা গ্রহন করেনি।
শেখ মুজিবকে আওয়ামীলিগ হত্যা করেছিল এটা স্বীকার করে নিতে সমস্যা কি? দোষ সব সময় অন্যের ঘারে দিতে হবে?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৩

চাঁদগাজী বলেছেন:


আপনার মগজের পরিমাণ মুরগীর থেকেও কম। শেখ হত্যা এত উপর থেকে এসেছে যে, আপনার মাথায় উহা ঢুকবে না, আপনি কুপের বেং

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আওয়ামী লীগ যেভাবে দেশ চালাচ্ছে, ইহা বর্তমান যুগের অর্থনীতি, সততা ও সুযোগের সাথে মিলছে না।

সততা এমন এক জিনিস যা এই দেশের মানুষের মধ্যে আশা করা ভুল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

চাঁদগাজী বলেছেন:


ড: হাসান, হানিফ, বসুন্ধরা, মির্জা আব্বাস, মেয়র খোকা, জয়নাল হাজারী, শামীম ওসমান, আমান উল্লাহ আমানদের সংখ্যা কি পরিমাণ আছে দেশে? সততা কিভাবে থাকবে?

১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতদিন ভোট ছাড়া নেতা নির্বাচন হবে, ততদিন কোন দলই শুদ্ধ গণতান্ত্রিক দল হতে পারবে না...

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


ভোট ছাড়া নেতা নির্বাচন, নেতার দ্বারা প্রার্থী নির্বাচন জাতিকে ভেঁড়ায় পরিণত করেছে।

১৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২১

হাসান রাজু বলেছেন: আগে বলুন, আপনি প্যাঁদানিটা টা কোন আমলে, ক্যামনে খেয়েছেন ।?
বঙ্গবন্ধুর রক্ষীবাহিনী, নাকি জিয়ার জলপাই মামুদের বুটের তলে ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:


আপনারা মিলিটারীর বুটের নীচে থাকেন; রোহিংগাদের দেখেও মানুষ হলেন না

২০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩০

একাল-সেকাল বলেছেন:
জাতির শিক্সিত অংশ অদক্ষ: রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি বুঝে না। আংশিক সঠিক, বাকী আংশিকদের মেধা পাইপলাইনে পড়ে আছে, জাতীয় দলে আগাছায় ভরা।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


পুরো জাতিই আগাছায় ভরে গেছে: দেশে প্রশ্নফাঁস জেনারেশন, মাদ্রাসার জেনারেশন, জামাতী, রাাকারদের বংশধর, শিবির, হেফাজত; সবগুলো যোগ করেন।

২১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:৩৫

ঢাবিয়ান বলেছেন: ''আসল আওয়ামিলীগ '' জিনিষটা আবার কি?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩০

চাঁদগাজী বলেছেন:


উহা টাইপো

২২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: 'খোকন খোকন ডাক পাড়ি,
খোকন মোদের কার বাড়ি?
--- আয়রে খোকন ঘরে আয়,
দুধ মাখা ভাত কাকে খায়!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


বর্তমান আওয়ামী লীগকে থামাবে আসল আওয়ামী লীগ

২৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নকলের ভীরে সব আসল উধাও
খুঁজে পাবেন কি আসল?

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:



আওয়ামী সাপোর্টারদের শতকরা ৯০ ভাগ ভলো বাংগালী; বিএনপি সাপোর্টারদের ৮০ ভাগ বাংগালী সংস্কৃতির বাহিরের, কিংবা বাংলাদেশ চাহেনি; জামাতের ১০০ ভাগ বাংলাদেশের মানুষের গণহত্যাকারীদের অংশ।

২৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৭

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: এখন এদেশের রাজনিতি কার্তি মাসের কুুত্তার যেমন সীজন ঠিক সেরকম অবস্থা।চলছে এখন সীজনশীল রাজনীতি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



আপনার মন্তব্য ব্লগারদের মতো হয়নি; খেয়াল করে মন্তব্য করবেন।

২৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৮

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: দু:খিত চাচাজান রাগ কইরেন না, আসলে পকেটে টাকা পয়সা নাইতো তাই মাথাটাও গরম,কি বলতে কি বলে ফেলেছি নিজেও
জানিনা ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৯

চাঁদগাজী বলেছেন:


ওকে

২৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৯

কনফুসিয়াস বলেছেন: চলেন আমি আর আপনি মিলে নতুন একটি রাজনৈতিক দল খুলি। যেখানে মানুষ খেতে পাবে, উপযুক্ত শিক্ষা পাবে, সঠিক চিকিৎসা পাবে, সর্বোপুরি জনতার রাজনীতি। আমরা রাজার নীতি বানাবো না, এই কালো অধ্যায়ের যুগে আমরা নীতির রাজা প্রনয়ন করে দেশের মানুষের ইচ্ছে পূরন করব।

দেশের সকল দূনীর্তির কালো বিড়াল, সাদা বিড়াল গুলোকে দেশ থেকে উগান্ডায় বিতাড়িত করব। সংবিধানে আইন করে এদেশ থেকে এদের মূল উচ্ছেদ করে দিব। মতামত জানাবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:৩২

চাঁদগাজী বলেছেন:


রাজনৈতিক দল করা বেশ কঠিন হবে; প্রশাসন সরকারের হয়ে কাজ করছে; তবে, সম্ভব।

২৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৮

হাসান রাজু বলেছেন: জনাব, আসল আঃলীগ/বিএনপি/জামাত বলতে কিছু নাই। ছিল না । থাকবে ও না। হালুয়া রুটি বঞ্চিতরা আসল ব্লা ব্লা খুজে।

চাঁদগাজী সাহেবের মত সুবিধা প্রত্যাশীরা হালুয়া রুটির ভাগ পায় না । আবার নৌকার মোহ ছাড়তে পারে না (কখনো যদি নসিবে আসে, সেই আশায়) তখন মনে ক্ষোভ এভাবে আসল আঃ লীগ খুজে বেড়ায়।
৭১ এর পর চাঁদগাজী সাহেবরা তফায়েল, রাজ্জাক ঘেরা শেখ মুজিবের কাছে আসল আঃলীগ খুজতেন। ২০২০ সালে শেখ হাসিনার কাছে শেখ মুজিবের আমলের আসল আঃলীগ খুজেন।
সার্কাস ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:



আসলেই সার্কাস, সার্কাসের লোকেরাই জাতি গঠন করেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.