![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।
বেগম জিয়ার বেশ বয়স হয়েছে, এই বয়সে আত্মীয়স্বজন থেকে দুরে, জেলে বাস করা সহজ নয়, এটা বুঝতে কারো কষ্ট হওয়ার কথা নয়; এবং সেটার সমাধানও আছে; উনাকে উনার বাড়ীতে অন্তরীণ করে রাখা হোক; কিন্তু উনাকে ছাড়া হলে, ভয়ংকর অন্যায় হবে; উনিই আমাদের রাজনৈতিক যীশু, সব দুষ্ট ও বড় বড় অপরাধী বাংগালীদের হয়ে তিনি জেলে আছেন।
বাংলাদেশে রাজনীতিবিদদেরও যে বিচার হয়, তিনি সেটার একমাত্র সিম্বল, আমরা ইহা হারাতে পারি না। উনার বয়স অনুসারে উনার রোগের পরিমাণ কম; কারণ, উনি সবচেয়ে ভালো খেয়েছেন, ভালো পরিবেশে থেকেছেন, সবচেয়ে ভালো চিকিৎসা পেয়ে এসেছেন। এখনও উনি যেই চিকিৎসা পাচ্ছেন, দেশের সেরা শিক্ষকেরা, ডলার অর্জনকারী মেয়েরা বেহেশতে যাওয়ার পরও এত ভালো চিকিৎসা পাবেন না। যারা উনার রোগের কথা বলে গুজব ছড়াচ্ছে, এরা মিথ্যুক; গয়েশ্বর রায়, আমান উল্লাহ আমান, মেয়র খোকা, প্রফেসর এমাজুদ্দিন সাহেব, ড: মোশারফ জীবনে কখনো সত্য কথা বলছে বলে মনে হয় না; এসব ভাঁড়ের দল বলছে বেগম জিয়া অসুস্হ! উনি ৭৪ বয়স্ক গড় বাংগালী থেকে অনেক বেশী সুস্হ।
গ্রামের কৃষকের ৭৪ বছর বয়স্ক বউ, দেশের সুনাগরিক, জীবনে একখানা চশমা পাননি; জীবনে একজন গাইনীকে দেখাতে পারেননি, ১ জন নার্সের সেবা পাননি ১ দিনের জন্যও। বেগম জিয়ার জন্য শতশত ডাক্তার, শতশত নার্স কাজ করে যাচ্ছেন; অথচ, উনি একজন কয়েদী, অপরাধী।
গতকাল সন্ধ্যায়, এক জায়গায় আড্ডা দিচ্ছিলাম; এক ডাক্তার বেগম জিয়াকে 'মা' বলে সম্বোধন করলেন; আমার গায়ে যেন আগুন লেগে গেলো! আমি চুপ করে থেকে ভাবছিলাম, আমি হয়তো হিংসুক মানুষ, অন্যের কষ্ট দেখলে দু:খ পাই না। ব্লগার রাজীব নুর একপোষ্টে লিখেছেন, বস্তীর এক মহিলাকে জ্বীনে পেয়েছে, মাজারের এক লোক জ্বীন তাড়ানোর জন্য মহিলার আংগুলকে উল্টোদিকে চেপে ভাংগার চেষ্টা করছে, আর অনেক মানুষজন দাঁড়ায়ে উহা উপভোগ করছে; আমিও কি তাদের মতো? আমি ওদের মতো হিংসুক ও দয়ামায়াহীন হয়ে থাকলে, শেখ হাসিনা কেমন হিংসুক হতে পারেন? ভাবনার বিষয়! আমি বেগম জিয়ার ভালো চাই; কিন্তু উনাকে ছেড়ে দেয়া হোক তা চাইনা, উনি আমাদের রাজনীতিবিদদের মাঝে একমাত্র সিম্বল, যাঁর শাস্তি হয়েছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৪
চাঁদগাজী বলেছেন:
উগান্ডায় যেতে দেবে না আপনাকে। চারপাশে যা দেখছেন, এর মাঝে বেগম জিয়ার অবদানও আছে, উনার অবদান হারায়নি এখনো
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪৮
ঢাবিয়ান বলেছেন: যাক বহুদিন পর আবার স্বমুর্তিতে ফিরলেন!
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০১
চাঁদগাজী বলেছেন:
কয়লা ধুলে ময়লা যায় না।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫২
রাজীব নুর বলেছেন: পোষ্টে যা লিখেছেন ভালো লিখেছেন। সাহসী কথাও লিখেছেন। আজকাল এরকম সাহস কারো মধ্যে দেখা যায় না। পোষ্ট নিয়ে তর্ক করার কোনো উপায় নাই। কারন পোষ্টে সব কথা মহা সত্য লিখেছেন।
আপনাকে আমি পছন্দ করি কারন আপনি অকপটে কোনো ভনিতা ছাড়াই সত্য বলেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
যা ভাবি, তাই বলি; ভুল হলে, ব্লগারেরা জানাবেন।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: এমনটা ঘটতে পারে-
বেগম জিয়ার মৃত্যু হবে জেলে।
তারেক তার মাকে শেষ বারের মতো দেখতে আসবে।
সরকার তারেককে গ্রেফতার করবে। বিএনপি চূড়ান্ত ভাবে ধ্বংস হয়ে যাবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২০
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া যদি বাংলাদেশে পরলোক গমন করেন, তারেক আসবে না।
শেখ হাসিনা যেই আনন্দ পেয়েছেন, উনি নিজে ভোট দিয়ে বিএনপি'কে বাঁচিয়ে রাখবেন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২৮
একাল-সেকাল বলেছেন:
একমত।
মরা মুরগি হালাল করার মত গনতন্ত্রের লেবাস ধরে রাখতে বিএনপিকে আওয়ামীলীগের দরকার আছে। জাতীয় পার্টি ছাগলের ৩ নং বাচ্চা হয়েই এরশাদের পথ ধরবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৭
চাঁদগাজী বলেছেন:
বিএনপি ও জাপা পঁচে এখন আওয়ামী লীগের জন্য সারের কাজ দিচ্ছে।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৮
অচল অধম বলেছেন: উনাকে জাদুঘরে রাখা যেতে পারে
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:০৬
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশে বেগম জিয়া, পাকিস্তানে ভুট্টো ও জে: মোশারফের বিচার হয়েছে; এগলো এই ২ জাতির জন্য মাইলষ্টোন
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৯
শের শায়রী বলেছেন: বিএনপি কি একটা দল! গত জাতীয় নির্বাচনে ৬ টি আসন পেয়েছে!! এই দলের নেতা নেত্রীকে নিয়ে আপনার মত জ্ঞানী মানুষের সময় অপচয় করুক এটা ঠিক কাম্য না, মুরুব্বী!!!
আচ্চা মুরুব্বী আমেরিকায় কি মানুষ কে ভুতে ধরে না? ওই দেশে কি জ্বীন পরী রাক্ষস খোক্কস আছে? কত সিনেমায় দেখি ওই দেশের মানুষ কে ভুতে ধরছে, মুরুব্বী কনজ্যুরিং সিনেমা দেখছেন? হেভভী সিনেমা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৬
চাঁদগাজী বলেছেন:
আমি আগে যেসব মুভি দেখেছিলাম, সেগুলো এখনো দেখি; আমি ভুত মুতের ছবি দেখি না।
বিএনপি এখন ৬টি আসন পেয়েছে; কিন্তু ১৯৭৫ সালে হত্যাকান্ড ঘটানোর পর জন্ম নিয়ে, আজকের ৬ আসনে আসতে গিয়ে, একটি জাতিকে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৬
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এখন দেশ মহা উন্নয়নের সড়কে,আর সেই সড়ক হল,ঘুষ,টেন্ডারবাজী,মেয়েদের নিয়ে টাণাহেচড়া বা যৌন নিপিড়ন ,ভ্যাটের
নামে জন গনের টাকা নিয়ে নিজেদের পকেট ভরা । আরো অনেক কিছু আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসবেরও বিচার
করবেন ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা রাজনীতি করারও কথা ছিলো না, আজকে উনাকে যা করতে হচ্ছে, যা করছেন, এগুলোর জন্য ১৯৭৫ সালের হত্যাকান্ডই দায়ী
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫০
ইমরান আশফাক বলেছেন: কয়েকদিন আগে কোন বিএনপি নেতা যেন বলছিলো যে বাংলাদেশে গনতন্ত্র প্রথমে উনার স্বামীর এবং পরবর্তীতে উনার হাত ধরে এসেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৪৯
চাঁদগাজী বলেছেন:
উনার স্বামী শেখ সাহেবকে হত্যা করেছে, উনার ছেলে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিলো, উনি অনেক ফ্রি কেক খেয়েছেন, এটুকু আমি জানি।; এগুলো কেন্টনমেন্টের গণতন্ত্র; এসব গণতন্ত্র বার্মা, পাকিস্তান ও মিশরে আছে।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১১
সামছুল মালয়েশিয়া প্রবাসী বলেছেন: আপনার যতো বয়স বাড়ছে, আপনে ততোই ভারসাম্যহীন হয়ে যাচ্ছেন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৮
চাঁদগাজী বলেছেন:
আপনার বয়সের সাথে জ্ঞান বাড়ছে, একদিন অবশ্যই বুদ্ধির ঢেঁকি হয়ে যাবেন; মাহাথিরের ভাতে ষ্টার্চ অনেক?
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩২
একাল-সেকাল বলেছেন:
২০৬৫ সালে '৭৫ এর মত কাঠগড়ায় উঠবে ২০২০। প্রস্ততি না থকলে পঁচে সার হবে।
"আজকে যে চুল রাখে বাবরী, লুকুবে চাঁদের টাক কাল সে" - কবির সুমন।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
কবির সুমন কুমন দিয়ে আমার কি হবে? বাংলাদেশকে যারা এখানে এনেছে, তাদের অবস্হা বেগম জিয়ার মতো হবে।
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১
অপর্ণা মম্ময় বলেছেন: আপনার কি মনে হয় "বিএনপি " এই দলটাকে খালেদা জিয়া পরিচালনা করেন , উনার পরামর্শে কাজ চলে এই দলের ? সেই মেধা বা বুদ্ধি উনার আছে ?
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬
চাঁদগাজী বলেছেন:
না, বিএনপির জন্ম কেন্টনমেন্টে, উহাকে চালাতো আমাদের মিলিটারী ও পাকী মিলিটারী।
বেগম জিয়া বেশী কেক খেয়ে ধরা খেয়েছেন।
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৪০
অজ্ঞ বালক বলেছেন: মহাভারতে কণিক বইলা এক মন্ত্রী ছিল, ধৃতরাষ্ট্রের। সে পাণ্ডবদের বিরূদ্ধে কিছু কথা বলছিল যা রাজনীতির সবচাইতে মূল কথা। সেইটা এখন কণিক নীতি বইলা বিখ্যাত। পৃথিবীর সব দেশের সরকার এই নীতিগুলা অক্ষরে অক্ষরে ফলো করে। পোস্টটা দেখে সেই কথা মনে হইলো কেনো যেনো!
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭
চাঁদগাজী বলেছেন:
আমি কণিক নীতি জানি না, ভালো কিছু?
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৯
হাসান রাজু বলেছেন: আপনার একদা বাবা তৈরি করেছিলেন। উনারা তৈরি করেছেন মা । সবারই নিজের মোসাহেবি ন্যায্য আর অন্যের ব্যাপার গুলো কুৎসিত লাগে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আমি নিজের বাবা ব্যতিত কাউকে বাবা ডাকিনি। শেখ সাহেবকে আমরা নেতা বানিয়েছিলাম, মিলিটারী উনাকে হত্যা করেছে, বেগম জিয়া উহার বেনেফিসিয়ারী; উনি কেক বেশী খেয়ে ফেলেছেন।
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: রাজনৈতিক মামলা, রাজনৈতিক রায় নিয়ে দেশের মানুষ এত ভাবে না। আওয়ামী লীগ, আপনি সহ দেশের প্রায় সবাই জানে সরকারের ইচ্ছে তেই খালেদা জিয়া জেলে আছেন। আপনি নিজেও বিভিন্ন লেখায় মামলার মেরিট না থাকলেও খালেদা জিয়ার মুক্তির বিরোধীতা করেছেন। আইন, বিচার, রায় - এগুলো কথার কথা...
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪২
চাঁদগাজী বলেছেন:
বেগম জিয়া ফ্রি কেক বেশী খেয়ে ফেলেছেন, ছোর ডাকাতদের কেক খাওয়াছেন, ইহার বিহিত হওয়ার দরকার আছে। আপনি দেখেন, ১৯৭২ সাল থেকে রাজনীতির লোকেরা দেশকে কোথায় নিয়েছে, এদের মাত্র ১ জনের লেজ আটকা পড়েছে, সেটা আটকানোই থাক।
১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চাঁদ্গাজী সাহেব তো ভুল কিছু বলেননি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫৮
চাঁদগাজী বলেছেন:
উনাকে আমরা জেলে পাঠাইনি, উনার মতো কেউ আছেন ইহার পেছনে।
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: শেখ সাহে্বের জ্ঞাতী গোষ্টির ছত্রছায়ায় দেশের লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে; কখনো কি এই পাচারকারী ও এদের মদদদাতাদের লেজ আটকা পড়বে?
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৫
চাঁদগাজী বলেছেন:
শেখ সাহেব চোর ছিলেন না; শেখ হাসিনাও কিছু করছেন বলে মনে হয় না; কিন্তু শেখদের বংশধরেরা ভালো নয়; এদের বিচার হবে।
©somewhere in net ltd.
১|
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৮
জাহিদ হাসান বলেছেন: আপনাদের এইসব রাজনৈতিক কিচ্ছা কাহিনী ভাল্লাগে না। মনে চায় উগান্ডায় গিয়ে বসবাস শুরু করি.....
কোন জগতে আছি?