নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

করোনা ভাইরাস বিশ্বকে রিসেশানের দিকে ঠেলে দিচ্ছে

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৪২



করোনা ভাইরাস ইতালী ও দ: কোরিয়ায় ত্রাসের সৃষ্টি করেছে; ইতালীতে সর্বমোট সংক্রমণ এখনো ২০০ জনের কাছাকাছি, মৃতের সংখ্যা মাত্র ৩ জন; কিন্তু এতে পুরো ইউরোপ পেনিক অবস্হায় প্রবেশ করেছে, পুরো ইউরোপের ষ্টক-মার্কেট ভয়ংকরভাবে পড়ে গেছে, গড়ে শতকরা ৪ ভাগ, ইহা পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত।

এখন আমেরিকান সময় সকাল ৫:১৫ মিনিট; আমেরিকান ষ্টক-মার্কেটের ডাও-ফিউচার ৭৬০ পয়েন্ট নীচে; ইহা মার্কেটে ভীতির সৃষ্টি করবে আজকে। মার্কেট ফিউচার ১০০ থেকে ১৫০ পয়েন্ট নীচে যাওয়া স্বাভাবিক; কিন্তু ইহা ৩০০ পয়েন্ট নীচে গেলে, মার্কেট অস্হিতিশীল হয়ে উঠে।

ইতালীর উত্তরান্চলে ভীতির সন্চার হয়েছে; মিলান শহরের কিছু এলাকা সংবাদে দেখায়েছে: মানুষজন নেই রাস্তায়, ব্যবসা ইত্যাদি বন্ধ, গাড়ী ঘোড়া চলছে না। ইতালী ইউরোপের পর্যটন এলাকা, ও ইউরপের ফল ও সবজি সরবরাহকারী। ইতালীর সরকার এই ভয়ানক রিএ্যাকশনের জন্য প্রস্তুত ছিলো বলে মনে হয় না; মনে হচ্ছে, সরকার চীনা স্টাইলে মানুষের চলাফেরার উপর নিষেধাজ্ঞা প্রয়োগের কথা বলায়, মানুষের মাঝে ভীতির সন্চার হয়েছে: ফুটবলখেলা, স্কুল ও সিনেমা হলগুলো বন্ধ করা হয়েছে।

কোরিয়ায় সংক্রমণের সংখ্যা ৯ শতের কছাকাছি; তবে, কোরিয়ার সমস্যা হচ্ছে, তারা চীনের মতো কোন এলাকাকে বন্ধ ঘোষণা করতে পারবে না; কোরিয়ার আরেকটি ব্যাপার হলো, শহরের অনেক মানুষ নিজেদের ইচ্ছা মতো দেশের অন্য এলাকায় সহজে চলে যেতে পারে, যা চীনে সম্ভব নয়।

আমেরিকার ৪২ রাজ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে; তবে, সবক্ষেত্রে সংক্রমণকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, আজ অবধি ৩৬ জন এই রোগে আক্রান্ত হয়েছে; মানুষের মাঝে পেনিক অবস্হার সৃষ্টি হয়নি। নিউইয়র্ক, বষ্টন ও কালিফোর্নিয়ার চীনা এলাকায় চীনাদের ব্যতিত অন্যদের তেমন যাতায়াত নেই বললেই চলে; স্বাভাবিকভাবে এই ধরণের নিয়ন্ত্রণ গড়ে উঠেছে; আপাতত সবকিছু স্বাভাবিক আমেরিকায়।

মন্তব্য ৫৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: মনে হচ্ছে করোনা ভাইরাস বিশ্ববাসীকে খুব ভোগাবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৭

চাঁদগাজী বলেছেন:


ইহা সহজে সংক্রামিত হচ্ছে; কিন্তু ইহা বড় ধরণের ইনফ্লুয়েন্জা মাত্র। ফ্লু সবাইকে আক্রমণ করে না, কিন্তু করোনা সবাইকে আক্রমণ করে চলেছে; বসন্তকাল এলে নিজের থেকে থেমে যেতে পারে।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২০

রাজীব নুর বলেছেন: এখন পর্যন্ত কিছু ''করোনা'' নিয়ে বিশ্ব কোনো আশাবাদী খবর দিতে পারে নি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:


টিকা বের করতে সময় লাগছে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬

খাঁজা বাবা বলেছেন: আমেরিকার ৪২ রাজ্যে ৩৬ জন আক্রান্ত।
কেমনে!!!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৬

চাঁদগাজী বলেছেন:



কয়েকটি রাজ্যে কিছু মানুষকে সিম্পটম থেকে কোয়ারিণটিনে নেয়া হয়েছিলো, শেষে দেখে গেছে যে এরা ফ্লু'তে ভুগছিলো।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
টিকা বের করতে সময় লাগছে।

এই রোগ আমাদের দেশে এলে কি হবে? লক্ষ লক্ষ লোক মারা পরবে। আমি নিজেও হয়তো এই রোগে মারা যাবো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১২

চাঁদগাজী বলেছেন:


আমরা আপনাকে রক্ষা করবো; আপনি করোনায় আক্রান্ত হলে, সামু বন্ধ হয়ে যাবে! সামুর অনেক ব্লগার আজকাল কিছু পড়ে না। সামুর বাম প্যানেলে আমি কিছু ব্লগারকে সব সময় লগ-ইন করা দেখি; কিন্তু এরা কখনো কোন পোষ্ট পড়ে বলে মনে হয় না।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভয়াবহ এক ভাইরাস।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

চাঁদগাজী বলেছেন:


ফ্লুতে বিশ্ব অনেক বেশী মানুষ মারা যায় বিশ্বে; এই সিজনে আমেরিকায় ফ্লতে মারা গেছে ৮০০০; যদি আমেরিকায় করোণা খারাপ রূপ নেয়, ৮০ জনের মৃত্যু হবে না; সমস্যা হচ্ছে, করোনা সহজেই সংক্রমিত হচ্ছে; এবং সেটাই ত্রাসের সৃষ্টি করছে, এত বেশী মানুষ অসুস্হ হলে ব্যবসা বাণইজ্য বন্ধ হয়ে যাবে।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৯

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ইরানেও বহু করোনা আক্রান্ত, ৫০ জনের উপরে মারা গেছেন। করোনা আস্তে আস্তে বিস্তার লাভ করছে। বাংলাদেশে যে চীনারা কাজ করছেন তারা ছুটি পেয়েও দেশে যাচ্ছেন না। গার্মেন্টসে কাঁচামালের মজুদ শেষ আমদানী বন্ধ। দেশ হতে যা রপ্তানী হয় তা বন্ধ। আমদানীর জন্য সরকার বলছেন বিকল্প ব্যবস্থা করবেন? কিভাবে করবেন ? চীনের পণ্য সস্তা ইউরোপ হতে আমদানী করলে দ্বিগুণ দামে আনলে তা লাভজনক হবেনা। বাংলাদেশ করোনা আক্রান্ত না হলেও অর্থনৈতিক ভাবে আক্রান্ত হতে যাচ্ছে মনে হচ্ছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে; গার্মেন্টস'এর লোকজন চাকুরী হারাবে, অনেক বেশ কইছু সময় বেতন পারে না।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার ধারনা, করোনা ভাইরাসে সারা দুনিয়ায় কয়েক কোটি মানুষ মারা যাবে। ধনী দেশগুলোর চেয়ে গরীব দেশগুলো বেশি ক্ষতিগ্রস্থ হবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


গরীব দেশগুলোতে অনেক মানুষ মারা যাবার সম্ভাবনা আছে; তবে, ভালো খবর হলো, বেশীরভাগ গরীব দেশ গরম অন্চলে; করোনা শীতের দেশের রোগ।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাপের ফল এটি।
মানুষ মারার জন্য জীবানু অস্ত্র
বানাতে গিয়ে সৃষ্টিকর্তার কোপানলে
পড়েছে চীন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২২

চাঁদগাজী বলেছেন:



মানুষ মানুষের কোপানলে পড়ে। চীনের ল্যাব থেকে বের হওয়ার সম্ভাবনা আছে, একদিন জানা যাবে।

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫১

নাসির ইয়ামান বলেছেন: ওসামা বিন যায়েদ (রা) থেকে বর্ণিত আল্লাহর রসূল (সা) বলেছেন যদি তোমরা শোনো কোন ভূখণ্ডে মহামারী দেখা দিয়েছে তাহলে সেখান যেয়ো না । আর যদি এমন কোন স্থানে মহামারী প্রকাশ পায় যেখানে তোমরা অবস্থান করছো তাহলে সেখান থেকে বেরিয়ো না । বুখারি ও মুসলিম)

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৭

চাঁদগাজী বলেছেন:


তখন আরবের বেদুইনরা কিছু জানতো না; ওদের কথা আজকের জন্য প্রয়োজ্য নয়।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: করোনা ভাইরাস বিষয়ে জনসচেতনতা আবশ্যক । বর্তমান মানব বিশ্বে সবচেয়ে বড় থ্রেট এটি ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:


গরমের সময় যদি মানুষ আক্রান্ত হয়, তখন বিশ্বর জন্য হুমকি হয়ে দাঁড়াবে

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৯

নাসির ইয়ামান বলেছেন: চাঁদগাজী ।# আপনার মগজে ধার দেয়া অতীব জরূরী ।!

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০২

চাঁদগাজী বলেছেন:




আপনারা লিলিপুটিয়ান, আপনাদের মাথায় গুহামানবের মগজ

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪২

কাছের-মানুষ বলেছেন: একসময় কোরিয়াতে থাকতাম সেখানকার আপটেড পাচ্ছি, সেখানে অবস্থা ভয়াবহ এখন। জনগন সরকারের উপর আখোজ, জনগনের ধারনা অতিরিক্ত চীনপ্রিতিই বর্তমান অবস্থার জন্য দায়ী। প্রথমেই চাইনিজ দের সাথে বাণিজ্য বন্ধ্য করা উচিৎ ছিল জনগনের মত।

সেখানে প্রথম ছরিয়েছে এক চার্চের মাধ্যম্যে খবর পেলাম। এক মহিলা সম্ভবত অসুস্থ ছিল, তিনি ভাবছিলেন এমনেই জ্বর ঠান্ডা হয়ত। মহিলা হস্পিটিলাইজড ছিল, ডাক্তারদের না বলে চার্চে গিয়েছিল, সেখান থেকে বাকিদের ছরিয়েছে। যারা আক্রান্ত হয়েছে তাদের বেশিরভাগই সেই চার্চের সদস্য। এখন আস্তে আস্তে সবার মাঝে ছরিয়েছে। কোরিয়ার দেগু শহর খুব সম্ভবত রেড এলার্ট জারি করা হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০৫

চাঁদগাজী বলেছেন:



কোরিয়ানরা ঐ এলাকায় মোটামুটি পরিস্কার জাতি; ওরা সংকট কাটিয়ে উঠতে পারবে; তবে, সমস্যা হলো, ওখানে চীনাদের মত ডিক্টেটরশীপ নেই, মানুষকে আটকায়ে রাখা সম্ভব হবে না।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের চারিদিকের দেশ আক্রান্ত !
..........................................................
ঘন বসতি পূর্ণ দেশ হিসাবে আক্রান্ত হলে আমাদের অবস্হা
হবে ভয়াবহ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:০৭

চাঁদগাজী বলেছেন:



দেশে যথাসম্ভব গরম পড়া শুরু হবে শীঘ্রই; এই ভাইরাস মনে হয় শীতকালীন।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাইরাস, জীবানু এখন আর নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ থাকেনা। তারা এখন গ্লোবালাইজেশন হয়ে গেছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


চীনা মীনা, বালছাল এনে দেশ ভরে ফেলেছেন শেখ হাসিনা।

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আমরা আপনাকে রক্ষা করবো; আপনি করোনায় আক্রান্ত হলে, সামু বন্ধ হয়ে যাবে! সামুর অনেক ব্লগার আজকাল কিছু পড়ে না। সামুর বাম প্যানেলে আমি কিছু ব্লগারকে সব সময় লগ-ইন করা দেখি; কিন্তু এরা কখনো কোন পোষ্ট পড়ে বলে মনে হয় না।

ভরসা পেলাম।
না সামু বন্ধের দরকার নাই। আপনি একাই একশো।
যারা লগিং করে চুপ করে থাকে, তাদের অন্য ধান্দা আছে। এদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

চাঁদগাজী বলেছেন:


হাজার লোকের কম্প্যউটার নেই, ব্লগিং করতে পারেন না; কয়েকজন সারাক্ষণ লগিং করে বসে থাকেন, ব্লগিং করেন না।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বাংলাদেশ প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্থ হবে। অলরেডী প্রভাব পরা শুরু হয়ে গেছে। একই সংগে পুরো বিশ্বের অর্থনীতি ধাক্কা খাবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৭

চাঁদগাজী বলেছেন:



আজকে ডাও- ইন্ডাস্ট্রিয়েল পড়েছে ১০০০+ পয়েন্ট, বিশ্ব নড়েচড়ে বসবে।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

বাংলাদেশ হানা দিলে আমি নিজেও হয়তো এই রোগে মারা যাবো। করোনা ভাইরাসে মরতে ইচ্ছা হচ্ছে না।
আগামী দশ দিনের মধ্যে হয়তো বাংলাদেশে আক্রান্ত কাউকে পাওয়া যাবে। খুবই আতঙ্কে আছি। :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১২

চাঁদগাজী বলেছেন:



দেশে আজকের তাপমাত্রা কেমন? গরম গরম ভাব হলে, ইহা ছড়াবে না

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:০৮

বোকা পুরুষ বলেছেন: আমি আপনার সাথে একমত, যেহেতু ফ্লু টাইপের রোগ তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর প্রোকপ কমে যাবে, আর আশা করি এটাই যেন হ্য়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১০

চাঁদগাজী বলেছেন:



আগামী কয়েকদিনের মাঝে বুঝা যাবে; যদি অষ্ট্রেলিয়াতে না ছড়ায়, বাংলাদেশেও ছড়াবে না।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪

নতুন বলেছেন: আগামী মাসে গড় তাপমাত্রা ৩০-৩৩ এ থাকবে তাই বাংলাদেশে ফ্লুর প্রকোপ বাড়ার সম্ভবনা নাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৩

চাঁদগাজী বলেছেন:



৩০-৩৩ হলে, মনে হয়, বাংলাদেশ মোটামুটি রক্ষা পাচ্ছে।

২০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৪৪

হাসান রাজু বলেছেন: আপনিও ভাইরাস থেকে কম না। একেকবার একেকটা প্রসঙ্গকে বেশ ফুলিয়ে ফাঁপিয়ে ব্লগে প্রকাশ করেন আর বাকিদের আতঙ্কিত করে তোলেন। এটা হয়ত আপনার লিলিপুটিয়ন চরিত্রের অংশ।
আপনার কথা সত্য হলে ইরানে আজ কয়েকটা পারমাণবিক বিস্ফোরণ হয়ে যেত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


সমস্যা হলো, আপনারা খালি চোখে সন্ধ্যা তারা দেখে যীশুর জন্মস্হান খুঁজে পান; কিন্তু উহা তারা নয়, উহা একটা গ্রহ, এবং এভাবে লাখ লাখ বছর একই অবস্হানে আছে।

ইরান ব্যাক-চ্যানেলে আমেরিকার সাথে যোগাযোগ করে, একটা সাময়িক সমাধান করে নিয়েছে; সেজন্য বোমা পড়েনি।

২১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:৫০

হাসান রাজু বলেছেন: তখন আরবের বেদুইনরা কিছু জানতো না; ওদের কথা আজকের জন্য প্রয়োজ্য নয়।
- কাকু, যান না একটু। ঘুরে আসুন না চীন, কোরিয়া, ইতালি । এটা সতিকারের গুহা মানবের মত মন্তব্য করলেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


ইসলামের সময়, ইসলামের আগে, মক্কার লোকেরা মহা বেদুইন ছিলো, ওদের লেখাপড়া, ঘরবাড়ী কিছু ছিলো না; এদের পড়ালেখা শিখানোর জন্য সৌদী সরকার হাজার হাজার বাংগালীকে নিয়েছে ১৯৭৮ সাল থেকে।

২২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪৫

বাকপ্রবাস বলেছেন: আমরা এখন পাপিয়া ভাইরাস নিয়ে মশগুল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগ এক অসৎ সমাজ ব্যবস্হা গড়ে তুলেছে।

২৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

টারজান০০০০৭ বলেছেন: "করোনা" কে বলি , তুমি কিছু করোনা লক্ষীটি !!!! :D

বাঙালি ফুচকার সাথে ইয়ে পর্যন্ত খাইয়া ফেলিতেছে আর "করোনা" তো "করোনা" !! আমার মনে হয়, বাঙালির দেহে এই ভাইরাস ঢুকিলেই মারা পড়িবে ! এমনকি বাঙালির রক্ত করোনা আক্রান্ত কাহারও শরীরে প্রবেশ করিলেও ভালো হইয়া যাইবে !! ইহা সরেজমিনে পরীক্ষা/নিরীক্ষা করার জন্য আমাদের একদল আমলাকে চিনে পাঠানো যাইতে পারে !!! :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


জোক করে সেটা আমিও বলেছিলাম, বাংগালী শরীরে ঢুকার পর, করোনা ভাইরাস মারা যাবে; তবে, আসল সত্য হলো, শতে ২০/২২ ভাগ বাংগালীর কিডনী সমস্যা আছে, করোনা হলে এই গ্রুপের বহু মানুষ টিকবে না।

২৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:১০

ইফতেখার ভূইয়া বলেছেন: মানুষের মৃত্যু ব্যাথিত হবার মতো বিষয় বৈ কি, তবে চিন্তিত হবার নয়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:



গরীব দেশে পরিবার প্রধানের অকাল মৃত্যু জেনারেশনের পথ বদলায়ে দেয়।

২৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

লেখক বলেছেন:
দেশে আজকের তাপমাত্রা কেমন? গরম গরম ভাব হলে, ইহা ছড়াবে না


আজ শীত। মেঘাচ্ছন্ন আকাশ , রোদ নাই। ২৪ ডিগ্রি সে.
আগামী শুক্রবার রোদ উঠবে। :(

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪২

চাঁদগাজী বলেছেন:


২৪ ডিগ্রি সে: আসলে শীত নয়, ইহা আরামদায়ক তাপমাত্রা; আশাকরি, মার্চের মাঝামাঝি বাংলাদেশে গরম পড়বে।

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: করোনা ভাইরাস বিশ্ববাসীকে খুব ভোগাবে সেই সংগে অর্থনীতির বারোটা বাজবে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


ইতালীর অবস্হা দেখে মনে হচ্ছে, ইউরোপ ভয়ংকর ভয় পেয়েছে; সীমিতাকারে রিসেশন শুরু হয়ে গেছে: ঘতকাল আমেরিকার ডাও-ইনডেক্স ১০০০+ পয়েন্ট পড়েছে।

২৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৩

জুন বলেছেন: কোরোনা ভাইরাস ইতিমধ্যে অনেক দেশের অর্থনীতিতে নাভিশ্বাস উঠিয়ে ফেলেছে। একে যদি জলদি প্রতিহত না করতে পারে তবে দুনিয়া এক মহা বিপর্যয়ের সন্মুখীন হবে তা হিসাব নিকাশ না করেই বলা যায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


ইউরোপের পর্যটন থেমে গেছে, সাপ্লাইচেইন সমস্যার মাঝে; বাংলাদেশ গার্মেন্টস'এর একসেসোরি পাচ্ছে না চীন থেকে।

২৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
হাজার লোকের কম্প্যউটার নেই, ব্লগিং করতে পারেন না; কয়েকজন সারাক্ষণ লগিং করে বসে থাকেন, ব্লগিং করেন না।

তারা গোয়েন্দা। তাদের ব্লগে নজর রাখতে বলা হয়েছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


এদের কয়েকজন সোনালী যুগের ব্লগার

২৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১১

হাসান রাজু বলেছেন: ইরান ব্যাক-চ্যানেলে আমেরিকার সাথে যোগাযোগ করে, একটা সাময়িক সমাধান করে নিয়েছে; সেজন্য বোমা পড়েনি।
- জনাব, পুরাতন পোস্টে গিয়ে মন্তব্যগুলো আবার ঘাঁটতে হল। আপনার পোস্ট ছিল তেহরানের রাস্তায় মানুষের সমুদ্র, ইরানের ভবিষ্যত ভালো নয়
০৬ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৬
সেখানে আমার মন্তব্য ছিল কেন আমেরিকা ইরানকে ঘাঁটাবে না। আর ইরান কেন চুপ হয়ে যাবে। যাক ২ মাসের ভিতরে আপনার মাথায় ব্যাপারটা ঢুকেছে। আপনার বুদ্ধিমত্তার হিসেবে এটা বেশ দ্রুতই ঘটল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কোন দেশে আছেন, আমি ঠিক জানি না; আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন, আমি ও আপনি ইরান সম্পর্কে সমান ইনফরমেশন পাচ্ছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.