নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রধানমন্ত্রী পদত্যাগ করলে জাতির জন্য ভালো হবে

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২



দেশে পরিস্কার ২টি সরকার চলছে: আওয়ামী লীগ ও প্রশাসন; প্রশাসনের ব্যুরোক্রেটরা, ডিসি, এডিসি, ইএনও (নাকি টিএনও) , সবাই আওয়ামী লীগের ভয়ে থাকে; ফলে, কোন কাজ করে না। আবার, খুব সহজ কাজ থেকে জটিল বিষয়ে, সবাই বলে শেখ হাসিনাই সিদ্ধান্ত দেবেন, এবং সব ব্যাপারে শেখ হাসিনাই সিদ্ধান্ত দিচ্ছেন: পুরো আওয়ামী লীগের কেহ, পুরো ব্যুরোক্রেসীর কেহ, পুরো ক্যাবিনেটের কেহ দরকারী কোন সিদ্ধান্ত নিচ্ছে না, সবাই শেখ হাসিনার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে।

আসলে দেশ ও দল, শেখ হাসিনা একাই চালাচ্ছেন, ইহা ভয়ংকর ব্যাপার! যদিও শেখ হাসিনা বিএনপি-জামাতকে সাময়িকভাবে থামিয়ে দিয়েছেন, উনি কিন্তু আসলে সুপারওমেন নন; উনি আমেরিকা গেলে, সর্বাধিক কোন কফিশপ, কিংবা গ্রোসারীর ক্যাশিয়ারের চাকুরী পাবেন, এর থেকে বড় কিছু সম্ভব হবে না। উনি বিএনপি-জামাতকে থামালেন কিভাবে? কারণ, ওরা রাজনীতির লোকজন নহে, এবং ওরা অপরাধী, এরা বাংলাদেশ চাহেনী, বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করে পরাজিত হয়েছিল, এবং শেখ হত্যার বেনেফিসিয়ারী।

দেশ যেভাবে চলছে, ইহাকে বর্তমান বিশ্বের দেশ বলা চলে না; আওয়ামী লীগ, সরকার ও প্রশাসন দেশের সব সুযোগ ও সম্পদ দখল করে বসে আছে; সাধারণ মানুষ শিল্প-কারখানা, ব্যাংক, ইনস্যুরেন্স'এ বিনিয়োগ করতে পারছে না; শিক্ষিত বেকারে দেশ ভরে গেছে, মানুষ চাকুরী করেও চলতে পারছে না; সুযোগহীনরা প্রায় গত ৪ দশক স্ত্রী-পরিবার ফেলে বিদেশের রাস্তাঘাটে পড়ে আছে; শেখ হাসিনা দেশের মানুষের শ্রম দেশের জন্য ব্যবহার করতে পারেনি; কারণ, তিনি অর্থনীতি, ফাইন্যান্স কিছুই বুঝেন না; নিজে না বুঝলেও জ্ঞানী লোকদের এসব কাজে নিয়োগ দেয়া যেতো; কিন্তু তিনি বলদ ও গাধাদের নিয়োগ দিয়ে আসছেন, যারা সব সিদ্ধান্তের জন্য উনার দিকে তাকিয়ে আছে।

উনার সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগ সব যায়গায় ভোটে জয়ী হচ্ছে; কিন্তু উনি গর্দভদের জয়ী করাচ্ছেন, এরা দেশ চালাচ্ছে না, ৮ ঘন্টা কাজ করে না; নির্বচিতরা ও প্রশাসনের লোকজন মানুষের জন্য কিছু না করে, সারাদিন নিজেদের পরিবারের ভালোর জন্য কাজ করে যাচ্ছে। এভাবে দেশ চালানো সম্ভব নয়।

শেখ হাসিনা একাই সরকার, একাই দল; শেখ হাসিনা এখন মিথে পরিণত হয়েছে; উনি মিথে পরিণত হলেও, উনি মার্কেল নন, ইন্দিরা গান্ধী নন, উনি আমাদের শেখ হাসিনা, যিনি বর্তামন বিশ্বের অর্থনীতি, ফাইন্যান্স ও আসল রাজনীতি বুঝেন না। উনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে গেলে, সরকারের লোকেরা, প্রশাসনের লোকেরা নিজেদের মাথা খাটানোর শুরু করবে, ওরা শেখ হাসিনার সিদ্ধান্তের জন্য বসে থাকবে না।

মন্তব্য ৮৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৮৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০২

সকাল রয় বলেছেন: :D

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


এই হবুর রাজ্যে থাকলে একদিন 'সন্ধ্যা রয়' হয়ে যাবেন

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৫

শোভ বলেছেন: শেখ হাসিনা কিছুই বুঝেন না !!!!??????

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



উনি হয়তো বেগম জিয়া ও ফখরুল থেকে বেশী জানেন; তবে, বর্তমান বিশ্বের জন্য অচল মুদ্রা!

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:২৮

একাল-সেকাল বলেছেন:
আমলা নির্ভর মিড নাইট গভর্নমেন্ট হলে এই অবস্থাই হয়।
মূলত দেশ চালাচ্ছে আমলারা, শেখ হাসিনা বাংলাদেশের অং সাং সুচি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


উনার লোকেরা জাতির জন্য ভালো কিছু করছে না, সবাই উনার মন রক্ষা করে চলেছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না।

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়াতে এই মুহূর্তে কোন মন্ত্রী নেই। অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ একাই দেশ চালাচ্ছেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

চাঁদগাজী বলেছেন:


মালয়েশিয়া অনেকটা থেমে যাবে, ভবিষ্যত আগের মতো হবে না।

৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০

জাতির বোঝা বলেছেন:
নতুন করে আইন তৈরি হতে যাচ্ছে রাঘববোয়ালরা ব্যাংক লুটের লাল বাতি জ্বালিয়ে দিলেও গ্রাহকদের যত টাকাই থাকুক এক লাখ টাকার বেশি পাবেনা ।এই ভাবেই আমানতকারীদের আমানত মেরে খাবে ব্যাংক থেকে লুটেরারা।


২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

চাঁদগাজী বলেছেন:



বিশাল পরিমাণ মানুষ ব্যাংকে টাকা জমা রেখে, ইন্টারেষ্ট দিয়ে চলছে; কারণ, মানুষ বিনিয়োগ করতে পারছে না; ব্যাংকগুলো ডাকাতি করে বেড়াচ্ছে। উনি সরে গেলে, প্রশাসন হয়তো কাজ করবে, এখন ওরা উনার মন রক্ষায় ব্যস্ত

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫২

একাল-সেকাল বলেছেন:
সবাই উনার মন রক্ষা করে চলেছেন যাতে করে আইনের ভিতরে ঢুকে নিজেদের আখের গুছানো যায়। তারা বুঝে গেছেন, সংসদে না গিয়েও পিতা, মাতা, কন্যার স্ততি পাঠ করে অনেক কিছুই করা সম্ভব।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮

চাঁদগাজী বলেছেন:


সেটাই ঘটছে, উনি বুঝতেছেন না, উনার সরে দাড়ানোর দরকার।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


অধিকাংশ সময় বাংলাদেশকে কেউ চালায় না।
অধিকাংশ সময় ad hoc ভিত্তিতে, বা তাৎক্ষণিক ভাবে বা অনুমানের উপর নির্ভর করে সিদ্ধান্ত নেয়া হয়।
মূল চালিকা শক্তি আমলাদের হাতে ("চালিকা শক্তি" কথাটা আসল অর্থ বহন করে না তবে যুতসই শব্দ আমার জানা নাই বলে "চালিকা শক্তি" কথাটা ব্যবহার করলাম।) তাদের মূল কাজ প্রাকৃতিক নিয়মে বা স্বাভাবিক গতিতে যে কাজ চলছে তাকে জটিল থেকে জটিলতর করা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১০

চাঁদগাজী বলেছেন:



আমাদের ব্যুরোক্রেটরা আধুনিক বিশ্বের কিছুই বুঝে না; অনেকে সামান্য ইংরেজী ভাষাও জানে না; এদের অধিকাংশই অথর্ব

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২০

মহসিন ৩১ বলেছেন: একটি গাড়ি; প্রস্তুতকৃত ভোটের বাক্সে , আর তার মেশিন টা বিদেশ থেকে আমদানি করা। কিন্তু সব ঠিকঠাক চললেও গাড়ির চাকায় তেল দিতে হয় প্রতিদিনই, তার জন্য সদা সতর্ক থাকতে হবে- নইলে দুর্ঘটনা। এখানে ব্যুরো ক্রাসির যন্ত্রণাই বড় কথা।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৩

চাঁদগাজী বলেছেন:



উনি বুঝতে পারছেন না যে, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংগালী জাতি ভালো করছে না, ভবিষ্যত খারাপ; উনি সবকিছু একা চালাতে চাচ্ছেন; কিন্তু উনার মগজ বর্তমান বিশ্ব মানের নয়।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শিরোনামে জাতি ( জাতী ) বানানটা আসলে "জাতি" হবে

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


আমি দীর্ঘ ই-কার দিয়ে জাতি'কে একটু দীর্ঘ/শক্ত করতে চাইছিলাম।
ধন্যবাদ

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

ডার্ক ম্যান বলেছেন: উনি পদত্যাগ করলে কী হবে ???
সব রাজনৈতিক দল তো উনি পরিচালনা করছেন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:



উনি পদত্যাগ করলে, কেহ বলবে না, "আপা জানেন"।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৪৮

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



"আমাদের ব্যুরোক্র্যাটরা আধুনিক বিশ্বের কিছুই বুঝে না; অনেকে সামান্য ইংরেজি ভাষাও জানে না; এদের অধিকাংশই অথর্ব"

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কর্তৃক বিসিএস পরীক্ষা বা বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা পাস করার পর সহকারী সচিব হিসাবে যোগ দেয়ার পর প্রতিটি কর্মকর্তাকে সাভারে অবস্থিতি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (Bangladesh Public Administration Training Centre) সংক্ষেপে PATC পাঠানো হয়। বুনিয়াদি প্রশিক্ষণ বা বেসিক ট্রেনিঙের পর তারা কর্মক্ষেত্রে যোগ দেয়। তারপর দফায় দফায় প্রশিক্ষণ চলতে থাকে।

এখানে শিখানো হয় --
১. আমলারা জনগণের অভিভাবক এবং শাসন কর্তা।
২. জনগণ তাদের ভাল মন্দ সম্পর্কে কিছু বুঝে না।
৩. যেহেতু তারা শাসক তাই সবসময় কেতাদুরস্ত থাকতে হবে।
৪. সবসময় ফুল হাতা শার্ট পড়তে হবে।
৫. স্যুট পরে অফিস করতে হবে।
৬. ইংরেজিতে কথা বলতে হবে।
৭. যেহেতু তারা জনগণের শাসক তাই জনগণের সাথে সবসময় ভাবগাম্ভীর্য বজায় রেখে মেপে মেপে কথা বলতে হবে। ইত্যাদি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০

চাঁদগাজী বলেছেন:


সাভারে ট্রেনিং দেয়, সাধারণ মানুষকে ইডিয়ট বানাতে, ওদের মেয়েগুলোকে চাকরাণী বানাতে; বালছালদের থেকে রবার্ট ক্লাইভ তৈরি করে সাভারে।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৬

একাল-সেকাল বলেছেন:
৬ নং রিপ্লাইয়ে সহমত।

চাটুকারঃ সব ঠিক আছে , মহামান্য নবাব।
সিরাজ নিশ্চিন্ত, ফলাফল সবাই জানি।
চাটুকারঃ এভ্রিথিং ইজ ওকে, মাই লর্ড।
বড় লাট সাহেব নিশ্চিন্ত, ফলাফল সবাই জানি।
চাটুকারঃ সব কুচ ঠিক হ্যাঁয়, জনাব
ইয়াহিয়া নিশ্চিন্ত, ফলাফল সবাই জানি।
মুজিব,জিয়া, এরশাদ, খালেদা সবাইকে নিশ্চিন্ত করেছিল যারা তারাই নিশ্চিন্তদের অনিশ্চিত ভবিষ্যৎ রচনা করবে। এটাই ইতিহাস।

মুজিব কে সজাগ থাকতে বলেছিলেন ইন্দিরা, সজাগ হন নাই, হাসিনা সবাইকে বিভিন্ন সময় সজাগ থাকতে বলেন, নিজে কি সজাগ আছেন, সেটাও উনাকে ভাবতে হবে।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব ছিলেন প্রতিবাদী নেতা; দেশ চালনা শিখছিলেন; উহাকে হত্যা করাতে সাধারণ মানুষের হয়ে কথা বলার কেহ আর থাকেনি।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৬

মহসিন ৩১ বলেছেন: হাহা ! এটা তো আসলে পুড়াই বুনিয়াদী ভাবধারা। চমৎকার বলেছেন ! ! @ মোহাম্মদ আলী আকন্দ ।

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনার দোকানের ক্যাশিয়ার হওয়ার দরকার নাই। উনার যে পরিমান সম্পদ আছে উনি শুয়ে বসে খেয়ে জীবন পার করে দিতে পারবেন।

এই মুহুর্তে উনার চেয়ে যোগ্য কেহ নেই। উহা প্রশাসন জানে। তাই প্রশাসন আগ বাড়িয়ে কিচ্ছু করতে সাহস পায় না। গত দশো বছর যদি বেগম জিয়া থাকতেন মেট্রোরেল, পদ্মাসেতু হতো না।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



উনি প্রশাসন জানতে আপনি ও কবি "রূপক বিধৌত সাধু" বেকার; ও আমাদের গ্রামের মেয়েরা রাতে স্বামীহীন চৌকিতে ঘুমায়, স্বামীরা সৌদীতে উট চরায়।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: কিছু কিছু প্রানী আছে একবার কামড়ে ধরলে সহজে ছাড়ে না।
শেখ হাসিনা আমৃত্যু পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। ভুলেও স্বেচ্ছায় অবসর নিবেন না।
সবচেয়ে বড় কথা রাজনীতিতে অবসর বলে কিছু নেই। কখনও দেখেছেন, শুনেছেন রাজনীতিবিদরা অবসর নিয়েছেন?

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

চাঁদগাজী বলেছেন:


উনি রাজনীতি, অর্থনীতি ও ফাইন্যান্স জানেন না বলে, ৩ কোটী কিশোরী "চাকরাণী ও ঝি" হয়েছে; এরা উনার মতোই নারী হওয়ার কথা ছিলো।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:২১

একাল-সেকাল বলেছেন:
@ রাজীব নুর গত দশো বছর যদি বেগম জিয়া থাকতেন মেট্রোরেল, পদ্মাসেতু হতো না। সত্য, সাইবার কানেক্টিভিটি ইস্যু কে এখানে প্রমান হিসেবে আনা যায়।
চলমান ১১ বছরে দেশ যতটা অগোছালো হয়েছে, স্বাধীনতা পরবর্তী পুরো সময়েও এতটা লাগামহীন হয় নাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:


বেগম জিয়া ২ বার প্রাইম মিনিষ্টার আফ্রিকার কোন দেশেও হতে পারতেন না, উনাকে জেলে গার্মেন্টস'এর কাজ করানো উচিত।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৪

একাল-সেকাল বলেছেন:

১৯৯১ আর ২০০১ এর ভোটাররা কি তৎকালীন আফ্রিকান দের চাইতেও মুর্খ ছিল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৬

চাঁদগাজী বলেছেন:


২০০১ সালে ভোটে কি হয়েছে, মিলিটারীরা জানতো; তবে, যেসব ইডিয়টরা ভোট দিয়েছিলো, আজকে তারা সুখে নেই।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২০

সোহানী বলেছেন: দেশে যে পরিমান বেকার জনগোষ্টি আছে তা দিয়ে অনায়াসেই দেশকে মধ্যম সারির দেশ গড়া যায়। কেউ কি আছে তাদের নিয়ে একটু সময় ভাবার???

২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৮

চাঁদগাজী বলেছেন:



সেই অংক বাংলাদেশের কেহ জানে না। ওরা জানে , কাথীর (স: ) উট চরাতে গিয়ে দার্শনিক হয়ে গেছে।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পুকুর পাড়ে বসে অনেক ঢিল ছোড়াঁ যায়, ব্যাঙ থাকলে র্টাগেট প্রাকটিসও করা যায় ।
...................................................................................................................
কিন্ত ক্ষমতায় বসে দেখুন বাঘের পিঠে সওয়ার হলে কত যন্ত্রনা !
একদিনে সবাই সাধু হয়ে যাবে না , শুদ্ধি অভিযান চলতে দিন,
সুসময় আসবে ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৯

চাঁদগাজী বলেছেন:


কিসের শুদ্ধি অভিযান? বর্তমানে কেহ এইভাবে জমিদারীও চালায় না, মগজহীন ভাবে দেশ চালনা হচ্ছে।

২০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫২

নতুন বলেছেন: আপনার কথার সাথে অনেকটাই সহমত।

বত`মানে দেশের মানুষও কিন্তু ভাল না। ভালো কিছু করতে হলে কিছু ভালো মানুষ দরকার, শেখ হাসিনার পাশে দূনিতিবাজ ইডিওট আছে । তাদের নিয়ে দেশে ভালো কিছু সম্ভবনা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১০

চাঁদগাজী বলেছেন:



উনি কোন কিছুই করছেন না, মানুষ নিজ চেষ্টায় চলছে।

২১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৬

নতুন বলেছেন: সেটা অবশ্য ঠিক। উনি এতোটাই প্রধানমন্ত্রীত্বে অভস্ত যে হঠাত করে তার সিডিউলের বাইরে কোন অফিস বা কোন কিছু কখনোই দেখতে যান না।

আর এখন তো মনে হয় সবকিছুই টেলিকন্ফারেন্সেই করেন।

দেশের ভালো করতে হলে কাজ কিভাবে হচ্ছে তার তদারকি করতে হবে। তাকে যা সবাই মিলে দেখাচ্ছে বোঝাচ্ছে তার বাইরের ঘটনাগুলি তাকে দেখতে হবে, বুঝতে হবে।

সেটার কিছুই তিনি করছেন না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১২

চাঁদগাজী বলেছেন:



উনার সরাকরের কোন ডেভেলপমেন্ট প্ল্যান নেই, উনি মেইটেন্যান্স মোডে দেশ চালাছ্ছেন।

২২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৬

কনফুসিয়াস বলেছেন: আমি বেকার। নিজেকে দাঁড় করানোর জন্য কি করতে পারি? আমি রাজশাহীতে থাকি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



আশেপাশ নদী, খাল থাকলে, আপনি হাঁসের ফার্ম করার চেষ্টা করেন; পারলে, গরুর ফার্ম করেন।

২৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিসের শুদ্ধি অভিযান? বর্তমানে কেহ এইভাবে জমিদারীও চালায় না,
মগজহীন ভাবে দেশ চালনা হচ্ছে।

...................................................................................................
দেশের উচ্চ পদের বহু সংখ্যক শিক্ষিত সমাজ যখন অসৎ আর মেরুদন্ডহীন হয়ে পড়ে তখন
শক্ত হাতে শাসনের দরকার আছে । ১/১১ এর শাসন ও দেখেছি সেখানে কম দূর্নীতি হয় নাই ।
এই মর্হুতে বিরোধী দল থেকে এমন কোন নেতা আছে যিনি যোগ্য নেতা আর ধোঁয়া তুলসীপাতা ???

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০৪

চাঁদগাজী বলেছেন:


বিরোধীদল, বিপক্ষদল কোন কিছু নেই; অসততা করছে উনার দলের লোকেরা। প্রশাসনের কেহ ৮ ঘন্টা কাজ করে না।

২৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: উনি সরে গেলেও উনার বোন বা ছেলেকে দিয়ে পরিবারতন্ত্র জারি রেখে যাবেন। ঐ দিকে খালেদাতো আছেই, তার দল ক্ষমতায় আসলে তিনি না হলেও তার পরিবারের কেউই হয়তো মসনদে বসবেন। বাংলাদেশীরা আগামী কয়েক দশকেও আমার মনে হয়না এই পরিবারতন্ত্র থেকে বের হতে পারবে। নারীর ক্ষমতায়নের নাম দিয়ে কিছু অযোগ্য দলকানা মহিলাদেরকে সংরক্ষিত মহিলা আসনের নাম দিয়ে সংসদে বসিয়ে রাখা আর স্তুতি শোনানোই উনাদের কাজ। দু'একজন বাদ দিলে আজব আজব লোকজন সংসদে বসে আছে, বেশীরভাগেরই কমন সেন্স আর উচ্চ শিক্ষার মারাত্মক অভাব। দুনিয়া কিভাবে চলে তা তাদের ধারনার বাইরে। এসব শুধু বাংলাদেশেই সম্ভব।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের কোন অধিকার নেই দেশের উপর।

২৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০০

গরল বলেছেন: উনি পদতয়াগ করলে উনার চেয়েও অথর্ব একজন আসবে এবং ফলাফল আবার সামরিক শাসন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:০৮

চাঁদগাজী বলেছেন:


মানুষ বাড়ছে, শিক্ষার মান বাড়ছে না; সবাইকে উনি শিক্ষিত করেননি; কেন সবাইকে শিক্ষিত করেননি, এটা আমার মাথায় ঢোকে না; উনি উনার দলের মানুষকে ইডিয়টে পরিণত করেছেন।

২৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:২৩

গরল বলেছেন: শিক্ষিত মানুষজন উনার আবর্জনাসম কথা গিলবে না তাই, খুব সোজা হিসাব।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:৪০

চাঁদগাজী বলেছেন:



ঢাকায় কয়েক লাখ বাচ্চা (টোকাই ) রাস্তায়, উনি ওদের জন্য কিছুই করেনি, এটা বড় ধরণের অপরাধ।

২৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উনি প্রশাসন জানতে আপনি ও কবি "রূপক বিধৌত সাধু" বেকার; ও আমাদের গ্রামের মেয়েরা রাতে স্বামীহীন চৌকিতে ঘুমায়, স্বামীরা সৌদীতে উট চরায়।

সৌদিতে আর কত বাঙ্গালী আছে?? ৫ লাখ।
এই পাঁচ লাখ লোকের স্ত্রীরা ভালো আছে। খেয়ে পড়ে আরামে বেঁচে আছে। নরম কম্বলের নিয়ে ঘুমাতে পারে। মাথার উপর ছাদ আছে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২০

চাঁদগাজী বলেছেন:




সৌদীতে ২০ লাখ বাংগালী আছে।

স্বামী বাড়ীতে না থাকলে, স্ত্রীর কোন জীবন থাকে না।

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
উনি রাজনীতি, অর্থনীতি ও ফাইন্যান্স জানেন না বলে, ৩ কোটী কিশোরী "চাকরাণী ও ঝি" হয়েছে; এরা উনার মতোই নারী হওয়ার কথা ছিলো।

এটা শুধু আমাদের দেশে না। পৃথিবীর সব দরিদ্র দেশ গুলোতে এমনই হয়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:২২

চাঁদগাজী বলেছেন:



উনার সৌভাগ্য যে, বাংলাদেশে আপনার মতো স্বনির্ভর নাগরিক অনেক।

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩০

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বিকল্প কাকে দেখছেন ? সৎ কোন লোকের নাম বলতে পারবেন ? সে রকম লোক বাংলাদেশে আছেন ? আওয়ামীলীগ লুটে পুটে খেতে পারেন কিন্তু শেখ হাসিনা নয়। যেখানে শতকরা ৯০ জন চুরিতে লিপ্ত সেখানে ওনার একার পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না, হচ্ছেনা। উনি না থাকলেও অন্য যারা আসবেন তারা কি সামাল দিতে পারবেন বলে আপনি মনে করেন? তারা কি চুরি করবেন না? অবশ্যই করবেন। এগুলো এদেশের মানুষের দোষ নয়। এগুলো এদেশের মাটি ও আবহাওয়ার দোষ। এ হতে পরিত্রাণ পাওয়ার সম্ভানা খুবই কম। জাতি সম্মুখে অন্ধকার দেখছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



উনার কৃষিমন্ত্রী হয়তো কিছুটা যোগ্য ব্যক্তি; বাকীগুলো চোর-ডাকাত

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫

বোকা পুরুষ বলেছেন: শেখ হাসিনা এখন পদত্যাগ করলে তার জায়গায় বসার জন্য উপযুক্ত কেউ নেই, আমার মনে হ্য় শেখ হাসিনা যদি অবসর নেন বা তিনি যদি মারা যান তাহলে আও্য়ামিলিগ অনেক গুলা ভাগে বিভক্ত হয়ে যাবে, এবং পরবর্তি প্রধানমন্ত্রির পদের জন্য অনেক রক্তপাত হবে

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


সেজন্য, এই কাজ এখুনি করার দরকার; উনি অবস্হা বুঝতে পারবেন।

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১৫

খাঁজা বাবা বলেছেন: শেখ হাসিনার পরে আপনি চেয়ারে কাকে দেখতে চাচ্ছেন? আপনি তো বি এন পি কে পছন্দ করেন না।
সেনাবাহিনী দেখতে চাচ্ছেন নাকি শেখ রেহানা?
নাকি চাচ্ছেন মোদিজি কোন গভর্নর পাঠাক?
এই পরিবার দেশ চালাচ্ছে না, ধ্বংশ করছে। গত ১১ বছরে তারা দেশ থেকে ১০ লাখ কোটি টাকা পাচার করেছে।
পেয়াজের মূল্য বৃদ্ধি এই পাচার কারীদের জন্য একটা আশির্বাদ ছিল। পেয়াজ আমদানীর নামে আরো হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে।
এরা দেশের প্রশাসনিক ব্যবস্থা ধ্বংস করেছে। প্রতিটি মন্ত্রনালয় এখন চলে "র" এর নির্দেশনায়।
আপনি যদি ভেবে থাকেন দেশ শেখ হাসিনা একাই চালাচ্ছেন, তবে ভুল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:


উনার কৃষিমন্ত্রীকে প্রধানমন্ত্রী বানিয়ে দেখা যেতে পারে।

৩২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:২৩

খাঁজা বাবা বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: নারীর ক্ষমতায়নের নাম দিয়ে কিছু অযোগ্য দলকানা মহিলাদেরকে সংরক্ষিত মহিলা আসনের নাম দিয়ে সংসদে বসিয়ে রাখা আর স্তুতি শোনানোই উনাদের কাজ।

সংরক্ষিত মহিলা এম পি দের কথা শুনলে মনে হয় ওরা বুয়ার কাজ করারও যোগ্য না

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশ এখন যেভাবে চলছে, উনি নমিনেশন দিলে যেকোন কোন মহিলা জয়ী হবে; ফলে, সংরক্ষিত পদের ব্যবস্হা করে, আবর্জনাদের পার্লামেন্টে অকারণে আনছেন।

৩৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক এতদিন গুণগান গাওয়ার পর আপনি বলছেন পদত্যাগের কথা। ভূতের মুখে রাম নাম নয়তো ?

মত পালটানো কোন ব্যাপার নয়। গবেষণা করে তথ্য বের করাই আসল ব্যাপার।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



গবেষণা কি, উহা কিভাবে করে, সেটা আপনি বুঝেন? আমার মনে হয়, আপনার নিক বদলায়ে "জাতির বোঝা" রাখার দরকার।

শেখ হাসিনাকে ধন্যবাদ যে, যারা বাংলাদেশ চাহেনি ও শেখ সাহেবের হত্যার সাপোর্টারদের উনি থামায়েছেন; কিন্তু উনি জাতিকে সঠিকভাবে পরিচালনা করছেন না, জাতি অকারণ কষ্ট করছে।

৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৩

একাল-সেকাল বলেছেন:
২০০৮ সালের বুদ্ধিমান ভোটার রা দিন বদলের সনদে ভোট দিয়ে এখন স্টুপিড বনে গেছে।
নৌকা তীরে ভিড়লে মাঝি শালা। দিন বদলের ভোটার রা এখন শালা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


আপনাদের মতো ভোটারকে থামানোর জন্যই উনি এসেছিলেন।

৩৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫

রুমী ইয়াসমীন বলেছেন: শেখ হাসিনা কিছু বুঝুক বা না বুঝুক কিন্তু ক্ষমতার লোভ কি ও ক্ষমতার লোভ কাহাকে বলে উনি ঠিকই তা রপ্ত করেছেন। :P

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:


উনি দুষ্টদের থামায়েছেন, এখন দরকার জাতির সমস্যাগুলো সমাধান করার; কিন্তু উনি নিজেই নতুন সমস্যার জন্ম দিচ্ছেন।

৩৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দেশ ও দল শেখ হাসিনা একাই চালাচ্ছেন ইহা বরই ভয়ানক। উনি গর্দভদের ভোটে জেতাচ্ছেন এবং অর্থনীতি না বুঝলেও অর্থনীতির উপর সরি ঘোরাচ্ছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:


উনার মুল এজেন্ডা কার্যকরী করার পর, জাতির উন্নয়নে কাজ করার দরকার ছিলো; উনি এখন যা করছেন, এতে জাতি পেছনে পড়ছে।

৩৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রধানমন্ত্রী কেন পদত্যাগ করবেন না , তা তেনার সম্পর্কে আপনার লেখার ভেতরেই বলা আছে...

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:



উনি জাতিকে এমন যায়গায় নিচ্ছেন, জাতি ইয়েমেনীদের মতো হয়ে যাবে।

৩৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: একটা ৪র্থ সারির নেত্রীকে গ্রেফতারও নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে করানো হয় এবং সেটা আবার গর্ব করে বলে বেড়ানো হয় - এই হল দেশের অবস্থা...

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৩

চাঁদগাজী বলেছেন:


উনার সুনাম হোসনী মোবারকের মতো স্তরে চলে যাচ্ছে

৩৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০০

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: শেখ হাসিনা ষোল কোটি মানুষকে নিয়ন্ত্রণ করছেন এটাই বা কম কিসের।

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


আজকের বিশ্ব কি কন্ট্রোল করার বিশ্ব, নাকি মানবাধিকারের বিশ্ব?

৪০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৪৩

সাহাদাত উদরাজী বলেছেন: উনার ফিরে যাবার কোন পথ খোলা নেই!

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:১৫

চাঁদগাজী বলেছেন:


সব পথ খোলা, সামান্য মগজের দরকার।

৪১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৩

কিরমানী লিটন বলেছেন: উনি ছাড়া দেশ চালানোর মতো আর কেউ নেই। কোনদিন জন্মাবেও না। বোধাই ভেড়া বাঙালির জন্য উনার মতো একজন স্বৈরাচার- লেন্দুপ দর্জি খুব দরকার। অবশ্য আপনি দায়িত্ব নিতে চাইলে সেটা ভিন্ন কথা। আমার মনে হয় আপনি দায়িত্ব নিতে রাজি হলে উনি পদত্যাগের বিষয়টা অবশ্যই বিবেচনা করতেও পারেন। সেক্ষেত্রে ব্লগার রাজীব নুর ভাইকে সেতু মন্ত্রীর দায়িত্ব দিলে- তিনি নিশ্চিত ওবায়দুল কাদের সাহেবকে পিছনে ফেলবেন নিশ্চি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:১১

চাঁদগাজী বলেছেন:


আমি যদি রাজনীতি করতে চেষ্টা করি, উনার চেলারা আমাকে নিজের নাম ভুলায়ে দেবে।

৪২| ০৪ ঠা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪০

সপ্তম৮৪ বলেছেন: মোল্লারা বলগ দিয়া ইন্টারনেট চালায় আর ফার্মার সব ব্লগ দিয়া দেশ চালাইতে চান।

০৫ ই মার্চ, ২০২০ রাত ৩:১৬

চাঁদগাজী বলেছেন:


ব্লগে যারা আসেন, তারা কিছু কিছু বিষয় বুঝতে পারেন; বাকীগুলো বানর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.