নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

৩ দিনে ৫ ট্রিলিয়ন ডলার গিলে ফেলেছে করোনা ভাইরাস একা?

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩



গত ৩ দিনে আমেরিকার ষ্টক-মার্কেটের 'ডাও-ইন্ডাষ্ট্রিয়েল' ইনডেক্স ৩২০০ পয়েন্ট (১৩%) পড়ে গেছে; এর সাথে সাথে ইউরোপের সব দেশে ষ্টক-মার্কেট গড়ে ১৫% পড়েছে; ইহার মুল্য ৫ ট্রিলিয়ন ডলার। আজকে শুক্রবার সকালে (ভোর ৪:৫৬), 'ডাও-ইন্ডাষ্ট্রিয়েল ফিউচার' ৬০০ পয়েন্ট নীচে আছে, এবং ইউরোপের মার্কেটগুলো ৩% নীচে আছে। আজকের দিন এভাবে শেষ হলে, আরো ১.৫ ট্রিলিয়ন বাতাসে মিশে যাবে।

আজকে সকালে সিএনএন বললো, ১৪ দেশে নতুন করে করোনা ধরা পড়েছে; ইহা ইউরোপে ও আমেরিকায় কিছুটা প্যানিকের সৃষ্টি করেছে। এদিকে ট্রাম্প নিজের ভাইস প্রেসিডেন্টকে আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণ কন্ট্রোল করার দায়িত্ব দিয়েছে। ইতিমধ্যে, চীন মানুষকে কাজে যোগদান করার জন্য বলেছে। ইতালীর মিলানের লোকজন নিজের থেকে কাজে যাচ্ছে না, পশ্চিমা দেশগুলোতে এটি একটি সমস্যা, এরা সরকারের জন্য অপেক্ষা করে না।

করোনা ভাইরাস ব্যতিত, ক্যাপিটেলিষ্ট আমেরিকা আরেক আতংকে ভুগছে, সিনেটর বার্ণি সেন্ডার্স মোক্রেটদের প্রসিডেন্ট প্রার্থী হওয়ার সম্ভাবনা বাড়ছে; ওয়ালষ্ট্রিট এসব আমেরিকান সোস্যালিষ্টদের পছন্দ করে না। ডেমোক্রেটরা আশা করেছিলো, প্রসিডেন্ট ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবার ট্রাম্পের সাথে প্রতিযোগীতায় নামবে; কিন্তু সেটার সম্ভাবনা কমে আসছে। আগামীকাল, সাউথ ক্যারোলিনায় প্রাইমারী; বাইডেন এখানে জয়ী হওয়ার কথা; যদি বাইডেন এখানে জয়ী না হয়, সে আউট হয়ে যাবে। আগামী ৩রা মার্চ, আমেরিকার 'সুপার টুইসডে প্রাইমারী', ইহাতে পরিস্কার হয়ে যাবে, সেন্ডার্স নাকি বাইডেন প্রার্থী হতে যাচ্ছে।

বাংলাদেশ, পাকিস্ত্যান, ভারত, ইন্দোনেশিয়া, ব্রাজিল, এবং এই ধরণের ৩য় বিশ্বের মানুষ সভ্যতার এই যুগে, যেই ধরণের নীচু মানের ও কষ্টকর জীবন যাপন করছে, তারা সমাধান হিসেবে সোস্যালিজমের কথা ভাবছে না; কিন্তু বিশ্বের সর্বোচ্চ ক্যাপিটেলিষ্ট দেশ, আমেরিকায় বার্নি সেন্ডার্স (আধা ও বেকুব সোস্যালিষ্ট) অনেকটা প্রার্থী হয়ে যাবার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইউরোপের ষ্টক-মার্কেট ও ফাইন্যানসিয়াল সিষ্টেম আমেরিকার সেন্টাল ব্যাংক ও ওয়াল ষ্ট্রীটকে অনুসরণ করে থাকে। তারা কিছুটা করোনার ভয়ে থাকলেও, আসলে তারা ওয়াল ষ্ট্রীটের দাস; কারণ, তাদের বিপুল পরিমাণ অর্থ আমেরিকায় বিনিয়োগ করা আছে। আমেরিকা ২ কারণে কাঁপছে; আর, ইউরোপ অকারণে সেটার ভাগী হচ্ছে; আসলে, ইউরোপ সোস্যালিজমের ভয়ে ভীত হওয়ার কথা নয়, তারা সোস্যালিজম দেখেছে।

মার্কেট পড়ে যাওয়া নিয়ে ট্রাম্প কিছু বলছে না; মনে হয়, সে মানুষকে বুঝতে চাচ্ছে, মার্কেট পড়ছে সেন্ডার্সের কারণে; দেখ, সেন্ডার্স এখনো প্রার্থীই হয়নি, এতেই এই অবস্হা, সে প্রেসিডেন্ট হলে কি ঘটবে?

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

জাহিদ হাসান বলেছেন: আমরা মানুষেরা কতটা অসহায় ও দূর্বল একটা প্রাণী এইবার চিন্তা করেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


মানব সভ্যতার ইতিহাস কি? মানুষ ক্রমাগতভাবে ভালো জীবনের সন্ধান করেছেন এবং সফল হয়েছেন।

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

শাহিন-৯৯ বলেছেন:


আমাদের দেশের পোশাক শিল্পের সূতাসহ বিভিন্ন উপকরণ প্রায় ২৬% চীন থেকে আমদানি হয়, এই মূহুর্তে আমদানি বন্ধ ফলে বিকল্প দেশ থেকে যা টুকটাক আনছে তবে চীনের পণ্যের মূল্যের চেয়ে প্রায় ৫-৭% দাম বেশি ফলে উৎপাদন খরচ বেড়ে গেছে, ক্রেতারা দাম বেশি দিতে অপারগ ফলাফল শ্রমিকের বেতন নিয়ে অনিশ্চিয়তা তৈরি হচ্ছে। পোশাক শিল্প চালানো মনে হয় মালিক পক্ষের অসম্ভব হয়ে পড়বে এভাবে আরো ছয় মাস চললে।

শেষের দিকে সমাজতন্ত্রের বিজ্ঞাপন ভাল হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


আগামী ২ মাসের ভেতর চীন ঠিক হয়ে যাবে; চীনাদের কাজে যেতে বলেছে দেশের প্রেসিডেন্ট; ১ সপ্তাহের মাঝে ইতালিয়ান ডাটা পেলে, আমেরিকা ও ইউরোপ বুঝতে পারবে সমস্যা কোন লেভেলের হতে পারে; চীনা ডাটায় মিথ্যা আছে; ফলে, আমেরিকা ও ইউরোপ ঠিক বুঝতে পারছে না করোনাকে।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: চীনারা কাজে যাওয়া শুরু করেছে, আমার এক বন্ধু অফিস শুরু করেছে।

১-২ সপ্তাহেই চীন ঘোষনা দেবে যে নতুন আক্রান্ত হচ্ছে না এবং মারা যাচ্ছে না।

গরম শুরু হলেই করনা বনবাসে যাবে এই বছরের জন্য।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, সেটাই ঘটবে।
আমেরিকা মোটামুটি চীনের উপর নির্ভরশীল হওয়ায়, এখানে সমস্যা শুরু হচ্ছে ও বেশ কিছু সময় থাকবে।

আবার, আমেরিকা তার ইলেকশানের সমস্যাও করোনার কাঁধে তুলে দিচ্ছে।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নতুন বলেছেন: ট্রাম্পের উছিলা দরকার পাবলিক সেন্টিমেন্ট তার দিকে নিতে।

যত বেশি সরকারী ফান্ড খরচ হবে তত বেশি ভালো তাই বিভিন্ন সংস্থা এটাকে বেশি প্রধান্য দেবে....

সবই ধান্দা.... সবই বানিজ্য...

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:


ষ্টক-মার্কেটের পতন নিয়ে সে কিছু বলছে না; সে চাচ্ছে দোষটা সেন্ডার্সের উপড় ফেলবে।

করোনা নিয়ে বেশী আতংক ছড়াচ্ছে সিডিসিও

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪০

রাজীব নুর বলেছেন: গতকাল রাতে করোনা ভাইরাস সংক্রান্ত স্বপ্ন দেখেছি। প্রচন্ড ভয় পেয়েছি। মন খুব খারাপ হয়েছে।
এই স্বপ্ন নিয়ে আমি একটা পোষ্ট দিব।

আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি গত কয়েকদিন ধরে কোনো পোষ্ট দিচ্ছি না?
আমার বিরুদ্ধে অভিযোগ (সত্য অভিযোগ) আমি নাকি অনেক গুলো পোস্ট দেই যা কিনা অনেকেই বিরক্ত হয়। আমার কাউকে বিরক্ত করতে ইচ্ছা করে না।

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনার পোষ্টের বিরোধিতা করতে তো কাউকে দেখিনি; ব্লগে, সবকিছু শুবনেন, বুঝবেন, শিখবেন; কিন্তু লিখবেন নিজের ভাবনা থেকে।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৯

শের শায়রী বলেছেন: স্যান্ডার্সের কয় সন্তান মুরুব্বী? সুপারী টুইসডে নিয়া খুব টেনশানে আছে বাংলাদেশের সব মানুষ। চায়ের দোকানে রিক্সাওয়ালা সবাই ওদিকে তাকিয়ে আছে, কি হয় কি হয়? আপনি কিন্তু কাইন্ডলি দেইলি আপডেট দিয়েন আমরা সবাই মানে জাতি আপনার দিকে তাকাইয়া আছি। তবে প্রতি দুই ঘন্টা পর পর বিশ্লেষান দিলে আরো ভালো হয়।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচন প্রসেস একটু কমপ্লিকেইটেড; ফলে, ইহা বুঝা অনেক বাংগালীর জন্য খুবই কঠিন হতে পারে, এমনকি আপনার জন্যও; সুতরাং, আমাদের দেশের কর্মজীবি রিকসা ড্রাইবার, কিংবা কৃষকেরা তা বুঝবেন না। আমেরিকান ষ্টক মার্কেটে ধ্বস নেমেছে কয়েকটি কারণে: ১টি অবশ্যই করোনা ভাইরাস, অন্যটি সেডার্স এ্যাফেক্ট।

আমি জানি, বেশীরভাগ ব্লগার এই ধরণের পোষ্ট পড়েন না; আমাদের দেশে গণতান্ত্রিক প্রসেস নেই, ব্লগারদের এসব ধারণার দরকার আছে।

৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২০

শের শায়রী বলেছেন: দেব ভুমির রঙ্গলীলা বুঝার ক্ষমতা আমাদের কিভাবে থাকে? থাকলে এক মাত্র রাশিয়ানদের আছে যা গত নির্বাচনে ট্রাম্পকে নিয়ে দেখাইছে। আর ব্লগারদের নিয়ে আপনার ধারনা মোটেই ঠিক না, সবাই সব কিছু বুঝে কিন্তু কেউ প্রকাশ করে কেউ করে না, আর শেয়ার মার্কেট আমাদের থেকে বেশি বুঝে এমন জাতি বিরল কারন অনেকেই আত্মহত্যা পর্যন্ত করছে এই মার্কেট নিয়া :||

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩৯

চাঁদগাজী বলেছেন:



আমেরিকার শেয়ার মার্কেটে বিশ্বের প্রায় দেশের সিকিউরিটি আছে; ফলে, ইহার থেকে বিশ্বের 'রিসেশনের' একটা পুর্বাবাস পাওয়া যায়।

ব্লগারেরা হয়তো অনেক কিছু জানতে পারেন; কিন্তু লেখায় সেটা প্রকাশ পাচ্ছে না।

৮| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গিলে খা যত খুশি টাকা মাকা করোনা
জানি তুমি রাক্ষস সাদা কালো মানোনা।
মারিতে মানবেরে বানিয়েছে যে জনা
সাজা দাও যত পারো তাকে তুমি ছেড়না!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪১

চাঁদগাজী বলেছেন:


সুযোগ পাইলে ছন্দ মিলাতে চেষ্টা করেন আজকাল। বিশ্ব কঠিন হয়ে যাচ্ছে, বাংগালীদের জন্য ইহা হবে কঠিনতর; কারণ, বাংগালীরা নিজ পায়ে দাঁড়াতে পারছে না।

৯| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজীব খান বলেছেনঃ আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি গত কয়েকদিন ধরে কোনো পোষ্ট দিচ্ছি না?
আমার বিরুদ্ধে অভিযোগ (সত্য অভিযোগ) আমি নাকি অনেক গুলো পোস্ট দেই যা কিনা অনেকেই বিরক্ত হয়। আমার কাউকে বিরক্ত করতে ইচ্ছা করে না।

একই ম্যাও প্যাও আর কত ? আপনাকে কেউই বলেনাই আপনার পোস্টে বিরক্ত হয়, তবে আপনার স্ববিরোধী মন্তব্যে
আমি বিরক্ত হই। কথা সত্য !!

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৩

চাঁদগাজী বলেছেন:



মন্তব্যের বেলায় ব্লগার রাজিব নুরকে সঠিক হতে হবে; ব্লগে, সঠিক মন্তব্য না করলে, লেখক বিভ্রান্ত হতে পারেন।

১০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:২২

আহত মেঘফুল বলেছেন: সভ্যতার এই যুগে সত্যিই আমরা আক্রান্ত, ভাইরাস শুধুমাত্র একটি আক্ষরিক কেন্দ্র মাত্র

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২৮

চাঁদগাজী বলেছেন:


প্রতিদিন হাজার হাজার মানুষ একদেশ থেকে অন্য দেশে যাচ্ছে, সংক্রামক রোগ ভয়ের ব্যাপার হয়ে দাঁড়ায়েছে।

১১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: আগামীকাল থেকে নতুন উদ্যোমে পোষ্ট দিতে শুরু করবো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:


ব্লগারেরা আপনাকে নিশ্চয় মিস করেছে।

১২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১১

হাসান রাজু বলেছেন: এই বয়সে বিলিয়ন, ট্রিলিয়নের ডিম গননা শেখার সুবিধা পুরোটাই উশুল করে নিচ্ছেন। পোস্টে এখন সেগুলোর হিসেব।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৪

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ট্রিলিয়ন নিয়ে হিসেবে করে, আপনি লাখ নিয়ে হিসেব করেন; এইজন্য ট্রাম্প উন্নত বিশ্বের মানুষ, আর আমরা ৩য় বিশ্বের মানুষ।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:১১

ঢাবিয়ান বলেছেন: বিশ্ব আরেকটি ভয়াবহ রিসেশনের দিকে আগাচ্ছে। করোনায় আর কত মানুষ মরবে, জব হারিয়ে যে কত ফ্যমিলি পথে বসবে সেটাই এখন বরং অধিক চিন্তার বিষয় হয়ে দাড়াচ্ছে উন্নত বিশ্বে।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:১৬

চাঁদগাজী বলেছেন:


জাপান, কোরিয়া ও ইতালীর কেহ মরতে চাহে না; সবাই কাজে যাওয়া বন্ধ করে দিচ্ছে!

১৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
আপনার পোষ্টের বিরোধিতা করতে তো কাউকে দেখিনি; ব্লগে, সবকিছু শুবনেন, বুঝবেন, শিখবেন; কিন্তু লিখবেন নিজের ভাবনা থেকে।

ফেসবুকে কয়েকজন নক করে বলেছেন, পোষ্ট কম কম দিতে। কোলকাতার একজন ব্লগারও বলেছেন।
এছাড়া জাদিদ ভাই, ফেসবুকে সামুর গ্রুপে আমাকে নিয়ে লিখেছেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩

চাঁদগাজী বলেছেন:



ব্লগে আপনার অনেক পাঠক; আপনার দেখা ও অভিজ্ঞতার ভিত্তিতে লিখতে থাকুন; ধর্মীয় পোষ্টে কমেন্টের বেলায়, আপনাকে নিজের ভাবনার উপর দৃঢ় হয়ে থাকতে হবে, ওখানে 'সবদিকে অবস্হান' নিয়ে কমেন্ট করবেন না।

আমার পোষ্ট নিয়ে সমস্যা হয়, আমার পোষ্ট ভুল ধারণার উপর লেখা হয়ে থাকলে, আমি পোষ্ট সরায়ে নিই।

১৫| ০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: ব্লগে আপনার শুভাকাঙ্ক্ষী যেমন আছে, তেমনি আপনার শত্রুও আছে।

০৩ রা এপ্রিল, ২০২০ রাত ১২:৪১

চাঁদগাজী বলেছেন:



একটা দল আছে, এরা ব্লগিং'এর সুযোগ নিয়ে অপধারণা প্রচার করে বেড়ায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.