নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকারীভাবে জন্মদিন পালন করার মত পরিবেশ বাংলাদেশে নেই

০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৩৫



বাংলাদেশের সবচয়ে বিখ্যাত ও আলোচিত জন্মদিন ছিলো বেগম জিয়ার; ইহা দলীয়ভাবে হলেও, সরকারের লোকজন ইহাতে জড়িত হয়ে গিয়েছিল; বেগম জিয়া বেশী কেক খেয়ে, অবশেষে জেলে চলে গেছেন। একা ঢাকা শহরে ৩/৪ লাখ শিশু রাস্তায় থাকে, ডাষ্টবিনে ফেলে দেয়া উচ্ছিষ্ট খেয়ে থাকে, স্কুলে যায় না, কেহ কেহ মাদক গ্রহন করে; সরকার এদের জন্য কোন ব্যবস্হা নেয়নি; দেশ স্বাধীন হওয়ার পর, কমপক্ষে কোটীর বেশী কিশোরীকে "চাকরাণী" করা হয়েছে; আজকেও কয়েক লাখ কিশোরী চাকরাণী হয়ে লাখ লাখ পরিবার চালাচ্ছে; এদের বেশীর ভাগ বস্তিবাসী হয়েছে, ও সামনের বছরগুলোতে বস্তিবাসী হবে।

দেশের এই অর্থনৈতিক অবস্হায়, যেখানে সরকার টোকাইদের দায়িত্ব নেয়নি, কিশোরীকে চাকরাণী পেশা থেকে মুক্ত করেনি, সরকারের উচিত হবে না সরকারীভাবে শেখ সাহেবের জন্মদিন পালন করা। শেখ সাহবের জন্মদিনটি ছুটি ঘোষণা না করে, সেই দিনের কাজের থেকে উৎপাদিত অর্থের কিছু অংশ সরকার অনুদান হিসেবে প্রেসিডেন্টেট ফাণ্ডে দেয়ার জন্য অনুরোধ করতে পারে; এবং সেই টাকা টোকাইদের স্কুলে পাঠানোর জন্য ব্যবহার করা যেতে পারে।

ঢাক, ঢোল বাজিয়ে, বেগম জিয়ার পাগলামীর জন্মদিন এই দেশের মগজহীনরা সমর্থন করতো, বেকুবেরা সেইদিন কেক খেতো; কয়েক কোটী মানুষ বেগম জিয়ার জন্মদিনকে ঘৃণা করতো। বেশীরভাগ মানুষ সরকারীভাবে শেখ সাহেবের জন্মদিন পালনও সমর্থন করার কথা নয়; করণ, শেখ সাহেবের সময় জন্মদিন পালন করা হতো না; এবং আজকে যখন শেখ সাহেবের জন্মদিন পালন হবে, তা্তে সাধারণ মানুষের অংশ গ্রহনের জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি। শেখ সাহেবের সময় থেকেই প্রশাসনের লোকেরা শেখ সাহবকে সহায়তা করেনি; আজকের প্রশাসনের কেহ শেখ সাহেবকে বা উনার আদর্শকে অনুসরণ করে বলে মনে হয় না; প্রশাসনের এই লোকেরাই শেখ সাহবের জন্মদিন পালন করতে যাচ্ছে!

শেখ হাসিনার উচিত, শেখ সাহবের জন্মদিন পারিবারিকভাবে পালন করা; এর বাহিরে, শেখ হাসিনার দলের লোকেরা চাইলে জন্মদিন পালন করতে পারে; সরকারীভাবে জন্মদিন পালন করা ঠিক হবে না; আমাদের জাতির শিশুরা ও কিশোরীরা যেখানে বেঁচে থাকার জন্য একা সংগ্রাম করছে, সেখানে মানুষ সরকারের এই ধরণের কাজকে পছন্দ করার কথা নয়।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৪৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

০১ লা মার্চ, ২০২০ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনা মানুষকে গণ্য করছেন না, অবস্হা হোসনী মোবারকের মতো হবে, মনে হচ্ছে।

২| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৫২

ঢাবিয়ান বলেছেন: বেগম জিয়া ১৫ ই অগাস্টে তার ভুয়া জন্মদিন পালন করত হৈ হল্লা করে। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এসব করার ফল। দিন বদল হলে আওয়ামিলীগও টের পাবে ।

০১ লা মার্চ, ২০২০ রাত ৯:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনি বেগম জিয়ার জন্মদিনে "অভিনন্দন" টবিনন্দন জানানি?

৩| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৫৪

একাল-সেকাল বলেছেন:
খালেদা জিয়া কেক খেয়ে জেলে
শেখ সাহেবের প্রতিনিধি করে কেক কাকে জেলে পাঠাবে ?
জনগন খালি চোখে দেখছে জন্ম দিনের কেক। কেকের ভিতরের ক্রিম যাচ্ছে নেতা / আমলাদের পেটে।

০১ লা মার্চ, ২০২০ রাত ৯:০৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবের সময় জন্মদিন পালন করতো না বাংগালীরা, পান্তাভাত যোগাড়ই সমস্যা ছিলো।

৪| ০১ লা মার্চ, ২০২০ রাত ৯:০৮

আসোয়াদ লোদি বলেছেন: সারা দেশে প্রত্যেকটা সরকারী অফিস মুজিব বর্ষ উপলক্ষ্যে যতগুলো ডিজিটাল ব্যানার করেছে, তাতে যে পরিমাণ অর্থ অপচয় হয়েছে, তা দিয়ে ভুখা শিশুদের খাবারের ব্যবস্থা করা যেত।

০১ লা মার্চ, ২০২০ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবের জন্মদিন পালনে যারা যা করছে, এদের কেহই নিজের পয়সা খরচ করছে না, এরা চাঁদাবাজি করছে।

৫| ০১ লা মার্চ, ২০২০ রাত ৯:১৬

ঢাবিয়ান বলেছেন: নাহ আপনার লাইফ টাইম ক্রাশের রাজত্বকালেও আমার অবস্থান ছিল তুমুল বিরুদ্ধে। তখনও ফিনফিনে শিফন শাড়ি ও মাথায় পাখির বাসা বানিয়ে ঘুরে বেড়ানো আপনার ক্রাশ এর গুষ্টি উদ্ধার করে বেড়াতাম =p~

০১ লা মার্চ, ২০২০ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:


ভালো

৬| ০১ লা মার্চ, ২০২০ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: আমরা যতই দরিদ্র হই। জাতির পিতার জন্য আমাদের সবারই কিছু করা উচিত। শেখ মুজিব তো যদু মধু কদু না। তিনি বিশাল। তার সমতুল্য এই দেশে আর কেউ নেই।
কাজেই ঢাক ঢোল পিটিয়ে আমরা উৎসব করতে চাই। আমরা জানি আমরা দরিদ্র, আমরা ভাতে কাপড়ে, প্রেমে দুঃখী।
তারপরও চাই বঙ্গবন্ধুর জন্মদিনে অন্য রকম কিছু হোক। সারা বিশ্ব দেখুক।

০১ লা মার্চ, ২০২০ রাত ১১:২৩

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার উচিত ছিলো এমনভাবে দিনটি উৎযাপন করা যাতে সাধারণ মানুষ অংশ নিতে পারেন।

৭| ০১ লা মার্চ, ২০২০ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন:

আপনি বরং আপনার পোষ্টে এই ছবিটা ব্যবহার করুন। তাতে বঙ্গবন্ধুও খুশি হবেন। সাথে অনেক ব্লগারও খুশি হবেন।

জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

০১ লা মার্চ, ২০২০ রাত ১১:২৫

চাঁদগাজী বলেছেন:



ধন্যবাদ, আমার বক্তব্য ছবিটার সাথে মিলছে না।

৮| ০২ রা মার্চ, ২০২০ রাত ১২:০৪

নুরহোসেন নুর বলেছেন: খালেদা জিয়ার পথে হাটছেন আমাদের বর্তমান পিএম।
পার্থক্য হলো,
একজন পাকিদের পক্ষে আরেকজন বিপক্ষে।

০২ রা মার্চ, ২০২০ রাত ১২:০৮

চাঁদগাজী বলেছেন:


বর্তমান বিশ্ব সম্পর্কে পিএম'এর ১ পয়সাও ধারণা নেই; উনি দেশের মানুষকে শিক্ষা ও অধিকার থেকে বন্চিত করে চলেছেন, এবং সেটা উনি বুঝেন না; হোসনী মোবরকের মত বিখ্যত হয়ে যাবেন।

৯| ০২ রা মার্চ, ২০২০ রাত ১:৩৯

সচেতনহ্যাপী বলেছেন: রশুনের গোড়া একই।। পার্থক্য শুধু সাইজে

০২ রা মার্চ, ২০২০ রাত ২:৩৫

চাঁদগাজী বলেছেন:


জাতির সাধারণ অংশকে কলোনিয়েল ক্রীতদাস বানিয়ে, স্যারেরা মাথার উপর বসে নিজেদের ইচ্ছা মতো সব করে বেড়াচ্ছে

১০| ০২ রা মার্চ, ২০২০ রাত ৩:৩৭

আবদুল মমিন বলেছেন: কালো গ্লাস আর টিকটিকির দেয়াল ভেদ করে বাহীরে আসা খুব ই কঠিন , তার পর আবার জাতী যদি শিক্ষিত হয় তা হলে নেতাদের মূর্খতার ঝুলি কোথায় ফেরী করবে ? তাই জনতা চাইলেও সহজে এই অন্ধকার ভেদ করে বাহিরে আসতে পারবে না ।

০২ রা মার্চ, ২০২০ ভোর ৪:১৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সালে, গরীবের বাচ্চাদের ১টা হাফপ্যান্ট, ১টা শার্ট কিনে দিয়ে সরকার স্কুলে পাঠায়নি; আজকে সেসব শিক্ষাহীন মানুষকে নির্বোধ নেতাদের মিথ্যা গুণগান শুনতে হচ্ছে।

১১| ০২ রা মার্চ, ২০২০ ভোর ৪:৪৯

ইলি বলেছেন: করুক না। করতে দেন শত বছর বলে কথা। করুক মাইন্ড খাইয়েন না প্লীজ।

০২ রা মার্চ, ২০২০ ভোর ৬:০০

চাঁদগাজী বলেছেন:



এসব অপ্রয়োজনীয় বিষয় নিয়ে শেখ সাহবে মাথা ঘামাতেন না; অবশ্য তিনি খুব একটা বুদ্ধিমানও ছিলেন না।

১২| ০২ রা মার্চ, ২০২০ ভোর ৫:১৫

কালো যাদুকর বলেছেন: এটি পালন করলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে( জীবনে সেটা দেখার ভাগ্য যোয় কিনা জানি না), ওরা এটা নিয়ে আওমীলীগ কে কথা শোনাবে। এটা একটা ভুল সিদ্ধান্ত।

০২ রা মার্চ, ২০২০ ভোর ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



বস্তিতে বাচ্চা জন্ম নিচ্ছে যারা বাবাকে দেখেনি, ৫ বছরের বাচ্ছা ২ বছরের ভাইবোনকে দেখাশোনা করছে, তদের মা কাজে যাচ্ছে; দেশের এই অবস্হায় রাষ্ট্র এসব বিষয়ে ভাবনাচিন্তা করে খরচ করা উচিত।

১৩| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৭:২৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি দেশের সাধারণ মানুষদের কথা ভাবেন, কিন্তু রাজনীতিবিদ ও আমলারা এদের কথা ভাবে শুধু যখন তাদের প্রয়োজন হয় তখনই | দেশের সব পর্যায়েই জনগণের সম্পদের চরম অপচয় হচ্ছে, কারো মাথাব্যাথা আছে বলে মনে হয় না |

বাংলাদেশ থেকে এক ব্যাংক ডাকাত লক্ষ লক্ষ গ্রাহকের হাজার কোটি টাকা লুটে এসে আশ্রয় নিয়েছে কানাডাতে | এধরণের সম্পদ লুটেরাদের বিরুদ্ধে বাঙালিপাড়ায় প্রতিবাদ হয়েছে, এখানকার এক বাংলাদেশী বংশোদ্ভূত এমপিপি তাদের পাশে এসে দাঁড়িয়েছেন | কিন্তু যার টাকা লুট হয়েছে সেই বাংলাদেশ সরকারের তেমন কোনো সাড়াশব্দ শুনতে পাইনি এখনো | এখানে এক কনসুলেট আছে, তারাই বা কি করছে বুঝতে পারছি না | এই হাজার কোটি টাকার মতো আরো অনেক লুটেরাই দেশের জনগণের সম্পদ লুটছে | এই সম্পদ রক্ষা করতে পারলে লক্ষ লক্ষ পিতৃমাতৃহীনদের জীবন অমূলভাবেই পরিবর্তন করে ফেলা সম্ভব |

০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫২

চাঁদগাজী বলেছেন:



কারা কত টাকা বিদেশে নিচ্ছে, কারা ব্যাংকের ঋণ-খেলাপী করে বড় বাড়ী করছে, দামী গাড়ী কিনছে, সেটর লিষ্ট শেখ হাসিনার কাছে থাকার কথা ছিলো; শেখ হাসিনার সুনাম হবে হোসনী মোবারকের মতোই

১৪| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখ হাসিনার উচিত ছিলো এমনভাবে দিনটি উৎযাপন করা যাতে সাধারণ মানুষ অংশ নিতে পারেন।

অবশ্যই সাধারন মানুষ অংশ গ্রহন করতে পারবে। কর্ন্সাট হবে, সাধারন মানুষ কর্নসাট উপভোগ করবে। বিদেশ থেকে নামি দামি মহারথিরা আসবেন- তাদের দেখে সাধারন মানুষ পুলিকিত হবেন।

০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


উনার দরকার ছিলো, মানুষকে অনুরোধ করা, যারা শেখ সাহবে বিশ্বাস করেন, তারা যেন পরিবার পর্যায়ে দিনটি পালন করেন। কেহ যেন চাঁদা তুলতে না পারে; আওয়ামী লীগ থেকে যেন খাবার বা কেক কাটার, বা মেলার ব্যবস্হা না করা হয়।

১৫| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:২০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ, আমার বক্তব্য ছবিটার সাথে মিলছে না।

না মিলুক। তবে কিছুটা সামঞ্জস্য তো আছে।

মানুষের এই যে এত আধিপত্য, তার পেছনে কিন্তু গাছের অবদান সবচেয়ে বেশী।

০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:



উনার দলকে উনি রাজনীতি শিখায়ে যাননি; উনার দল দেশে কলোনিয়েলিজম চালু করেছে।

১৬| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:২৬

খাঁজা বাবা বলেছেন: আপনি ইদানিং শেখ হাসিনার কর্মকান্ড পছন্দ করছেন না।
আপনার কি মোহ ভংগ হয়েছে?

০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৪৫

চাঁদগাজী বলেছেন:


উনার ২টি কাজ ছিলো: (১) বিএনপি-জামাত দমন (২) জাতির স্বাধীনতার স্বপ্নের বাস্তবায়ন।

উনি ২য়টা করেননি, সময় চলে গেছে।

১৭| ০২ রা মার্চ, ২০২০ সকাল ৯:৫৫

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন:
উনার ২টি কাজ ছিলো: (১) বিএনপি-জামাত দমন (২) জাতির স্বাধীনতার স্বপ্নের বাস্তবায়ন।
উনি ২য়টা করেননি, সময় চলে গেছে।


করা উচিত হয়নি কিন্তু করেছেন, এমন কিছু কি দেখছেন আপনি?

০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:০২

চাঁদগাজী বলেছেন:


উনি নিজের চেষ্টায় এতদুর এসেছেন, উনার বিপক্ষে ছিলো বাংলাদেশ ও পাকিস্তানের মিলিটারী, দেশের জামাত ও অন্য মৌলবাদী, যারা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে ও বংলদেশ চাহেনি। উনাকে অনেক উচিত ও অনেক অনুচিত কিছু করে অপশক্তিকে দমন করতে হয়েছে।

১৮| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:০০

রোকনুজ্জামান খান বলেছেন: ১০০ কোটি টাকা বাজেট এ টাকা কাদের সাধারণ মানুষের। অথচ সাধারণ মানুষেরা সেদিন শুধুই যাত্রা পালা দেখে বাড়ি ফিরবে। আর টোকাইরা নেতাদের ফেলে দেওয়া খাবার গুলো খুটে খুটে খাবে। তবুও ভালো থাকুক বাংলাদেশ।

০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব অবশ্যই জন্মদিন পালনকারীদের ১ জন ছিলেন না, সেই সংস্কৃতি উনার সময়ে ছিলো না; পারিবারিকভাবে উনার জন্মদিন পালন করা উচিত; সরকারী ১ পয়সা, কিংবা চঁদাবাজি করে ১ পয়সা খরচ করলে, উনাকে অপমানী করা হবে।

১৯| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:২৩

খাঁজা বাবা বলেছেন: উনি নিজেই এক অপশক্তি।
উনি পাকিস্তানের নামে ধুয়া তুলে, সচিবালয়, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত "র" কে ডেকে নিয়ে এসেছেন।
দেশ এখন তাদের প্রেস্ক্রিপ্সানে চলে।

০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩১

চাঁদগাজী বলেছেন:



উনি ছিলেন গৃহবধু, উনার বাবাকে যারা হত্যা করেছিলো, যারা উনার বাবার হত্যায় আনন্দিত হয়েছিলো, তাদের পুরোপুরি উৎখাত করার দরকার ছিলো। উনি গৃহবধু হয়ে হত্যাকারীদের বিনশ করেছেন, উনি অপশক্তি নন।

২০| ০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:২৯

কনফুসিয়াস বলেছেন: ব্যাংকের টাকা সব কই গেল? কিছুদিন পর পর রাগব-বোয়াল যেগুলো ধরা পড়ে তাদের মদদ-দাতাদের ধরা হচ্ছে না কেন?



বাংলাদেশের শিক্ষা-ব্যবস্থা এখন কোন কোনায় দাড়িয়ে আছে?

১.পুলিশ কেন আমাকে জিজ্ঞাসাবাদ করবে
২. মুজিব বর্ষ পালনে সারা দেশ প্রস্তুত, বিএনপির কর্মসূচি নেই: নাসিম

০২ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৩

চাঁদগাজী বলেছেন:



দেশকে যারা ধ্বংস করেছিলো ১৯৭৫ সালে, তারা সবকিছুতে ধ্বংসের বীজ বপন করেছিলো।

২১| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ১২:০৩

নতুন বলেছেন: গত মাসে বারডেমের সামনে এই জন্ম শতবাষিকি উপলক্ষে একটা বড় মন্চের সামনে কয়কজন বাচ্চাকে রাস্তায় ফুল বিক্রি করতে দেখে এই কথাই মনে হয়েছিলো।

অবশ্যই আমরা এমন সব উতসব করবো কিন্তু আগে শিক্ষা, চিকিতসা, নিরাপত্তা নিশ্চিত করে।

২২| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ১২:৩৫

খোলা মনের কথা বলেছেন: সারা বিশ্বে সাপ্তাহিক সরকারী ছুটি কি একদিন না দুইদিন?? (জানার আগ্রহ থেকে জানতে চাইলাম)

২৩| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ১:৪৫

হাসান রাজু বলেছেন: ১৯৭২ সালে, গরীবের বাচ্চাদের ১টা হাফপ্যান্ট, ১টা শার্ট কিনে দিয়ে সরকার স্কুলে পাঠায়নি ।

এটা আঃলীগ বা শেখ সাহেবের আদর্শের কোন দফার সাথে সংশ্লিষ্ট ?

২৪| ০২ রা মার্চ, ২০২০ দুপুর ২:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই উপলক্ষে আবারো বিদ্যুৎ ও পানির বিল বাড়ানো হচ্ছে। এর প্রভাব মানুষের জীবনযাত্রার উপর পড়বে। মানুষ এটা ভালোভাবে নেবে না।
এসব নিয়ে ও.কা সাহেবের বক্তব্য রীতিমত বিরক্তিকর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.