নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

ভারতে হিন্দুরাষ্ট্র গঠনের পক্ষের লোকজন অনেক বেড়ে গেছে

০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫



হিন্দুধর্ম হলো বিশ্বের সবচেয়ে পুরাতন ধর্ম; এই ধর্ম থেকে আরো ধর্মের সৃষ্টি হয়েছে, বড় ২টি হলো: বৌদ্ধধর্ম ও শিখধর্ম। ইষ্ট ইন্ডিয়া কোম্পানী কর্তৃক দখল করার সময়, ভারত ছিলো মুলত মুসলিম সাম্রাজ্য। পরে দেশটি বৃটিশ কলোনিয়েলিজমের আওতায় আসে। বৃটিশ চলে যাওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছিল, তখন ভারতের পরিচালয়নায় হিন্দুদের প্রভাব ছিল একচেটিয়া; এই কারণে, হিন্দুদের বড় অংশ ভেবেছিলো যে, এবার ভারত আবার হিন্দুদের হাতে আসছে। কিন্তু গান্ধী ও নেহেরুর সহজ মনোভাবের কারণে, অনেকটা বিনা বাধায় মুসলমানদের জন্য পাকিস্তানের সৃষ্টি হয়েছিলো। ভারতের বুকে মুসলমানদের জন্য পাকিস্তানের জন্ম হিন্দুবাদীদের আহত করে; এবং সেই কারণেই মহাত্মাকে হত্যা করা হয়।

বর্তমান ভারত হলো হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান ও বৌদ্ধদের মাতৃভুমি; ইহাকে শুধুমাত্র হিন্দুদের জন্য ধর্মীয় রাষ্ট্রে পরিণত করা কি আপনি সমর্থন করেন? আপনি কি পকিস্তান, আফগানিস্তান, সৌদী ও ইরানকে শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্র করার পক্ষপাতি? যারা ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায়, এদের সংখ্যা এখন বেশ বড়; এবং পকিস্তান, আফগানিস্তান, সৌদী ও ইরানকে শুধুমাত্র মুসলমানদের রাষ্ট্র করার পক্ষও কিন্তু ছোট নয়।

ধর্মীয় মানুষরা কেন নিজের মাতৃভুমিকে শুধুমাত্র নিজধর্মের মানুষদের রাষ্ট্রে পরিণত করতে চায়? কারণ, ধর্মীয়রা অন্য ধর্মের লোকদের চেয়ে, নিজের ধর্মের লোকদের মাঝে স্বাচ্ছন্দ বোধ করে; নিজ ধর্মের মানুষদের মাঝে স্বাচ্ছন্দ বোধ করার অভ্যাসটা ধর্ম নিজেই জন্ম দেয় মানুষের মনে। যদিও ধর্মীয়রা সব সময় বলেন যে, অন্য ধর্মকে সহ্য করা ধর্মেরই অংশ, বাস্তবতা আসলে তা নয়; যা বলা হয়, কিন্তু বাস্তবতায় যেটা স্ববিরোধী, সেটা সত্য নয়; এদিক থেকে সব ধর্মই একটা বড় অসত্যকে ধারণ করছে।

ধর্ম যদি এতবড় অসত্যকে ধারণ করে, ইহা কি কোন সুপ্রীম ক্ষমতার সৃষ্টি? অবশ্যই না, ধর্ম যদি কোন সুপ্রীম ক্ষমতার সৃষ্টি হতো, ইহাতে এতবড় অসত্য থাকার কোন সম্ভাবনাই থাকতো না। যারা ভারতে শুধু হিন্দুদের দেখতে চায়, যারা আফগানিস্তান ও সৌদীতে শুধু মুসলিমদের দেখতে চায়, তাদের মতো সাধারণ মানুষই ধর্ম আবিস্কার করেছে।

ভারতে যারা হিন্দু রাষ্ট্র গঠনের পক্ষে, ঠিক তদেরই একজন হচ্ছে মোদী। মোদী চলে যাবে যথা সময়ে, কিন্তু সে যেই বিষবৃক্ষে পানি ঢেলেছে, উহা বেশ বড় আকর ধারণ করেছে, ইহা মানবতাকে হত্যা করবে কিছু সময় ধরে; কিন্তু সকল কষ্টকে সহ্য করে মানবতাই জয়ী হবে। সময়ের কারণেই মানুষ ধর্ম আবিস্কার করেছিলো, সময়ের প্রয়োজনেই উহার বিলুপ্তি ঘটবে।

মন্তব্য ৪৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ধর্মের দোহাই দিয়ে নিরিহ মানুষকে সর্বহারা করলে ভারতের কপালে আগুন লাগবে।

ইসলাম শব্দের আসল অর্থ না জেনে গায়ের জোের অস্ত্রের জোর নিরিহ হত্যা করা হচ্ছে। চোখে বুজে দেখার চেষ্টা করলে দেখতে পাবেন পৃথিবীতে শুধু নিরিহরাই নির্যাতিত হচ্ছে।

ইসলাম ধর্ম কয়জন চর্চা করে? শুধু নামে মানুষ মুসলমান হয় না। মুসলমান হতে হলে ইসলাম ধর্ম পালন করতে হয়। কয়জনে ইসলাম ধর্ম পালন করে? শুধু গরু জবাই করে মুসলমান হওয়া যায়, আজকাল ধনী হলে গরুর মাংস খায়।

খেলতামাশা দেখে আমি মাঝে মাঝে হাসি।

০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:



ধর্মীয়রা নিজ ধর্মের মানুষের মাঝে স্বাচ্ছন্দ অনুভব করে; এরা অন্য ধর্মের মানুষকে ভালোবাসে, এটা অসত্য

২| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি ইসলাম ধর্ম চাচা করতে চাই, এখনও ১০ ভাগ চর্চা করতে পারিনি, বয়স ৫০ হয়েছে।

০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৭

চাঁদগাজী বলেছেন:


এখন, ৫০ বছরে, যদি মাত্র ১০ ভাগ পালন করে থাকেন, এবং বয়স ও ইসলাম ধর্মের বিস্তৃতি নিয়ে অংক করেন, আপনকে হয়তো আরো ২/১ বার জন্ম নিতে হবে।

৩| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৯

একাল-সেকাল বলেছেন:
মোদী একটু আধটু যোগ ব্যায়াম করে শুনেছি। সে ধর্ম যাজক নয়। কোন ধর্মই মানবতা লুণ্ঠনে উৎসাহিত করেনা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ফায়দা লুটতে মানুষ বিভিন্ন ভাবে ধর্ম কে ব্যবহার করে।

মূলত তারা অজ্ঞতাবশত রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবক্ষয় ডেকে আনে।
পুজায় যেমন কেনাকাটা বাড়ে, ঈদেও তেমনি। আবার বড়দিন কিংবা মাঘীপূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে বাবসা বাণিজ্য চাঙ্গা হয়।

অবশেধে বিদগ্ধ জনেরা রেডিওতে সিডি ঢুকাতে গিয়ে রেডিওটাই ভেঙ্গে ফেলে

০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

চাঁদগাজী বলেছেন:



ধর্ম এমন একটা বিদ্যা, যাহাকে যেভাবে ইচ্ছা সেইভবে ব্যবহার করা যায়; কারণ, উহাতে লজিক নেই।

৪| ০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

নতুন বলেছেন: গোড়ামী বেড়ে যাচ্ছে এই কারনেই এই সব হচ্ছে।

০২ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

চাঁদগাজী বলেছেন:


সমাজের অপরাজনীতি, ভুল অর্থনীতি, অধিকার হরণ ইত্যাদি ভারত ও অনেক ৩য় বিশ্বে গোড়ামী ও চরম মনোভাবের জন্ম দিচ্ছে।

৫| ০২ রা মার্চ, ২০২০ রাত ৮:১৮

একাল-সেকাল বলেছেন:
কারণ, উহাতে লজিক নেই।
লজিক আছে, মানাতে পুলিশের ডাণ্ডা নাই। আর মানতে গেলেই আধুনিক জীবনকে উপভোগ করা যায় না।
পাপিয়াকে আমরা সমর্থন করছিনা, ধর্মও করেনা। পাপিয়া ধর্ম মানেনা, জীবনকে উপভোগ করে ১২৯ দিনে ৩ কোটি ২৩ লাখ টাকা হোটেল বিল গুনতে গুনতে জেলে চলে গেল।

০২ রা মার্চ, ২০২০ রাত ৮:২১

চাঁদগাজী বলেছেন:



একা পাপিয়া ১৯ কোটী ও আপনার ধর্ম বিশ্বাসকে ভেংগে দেয়নি; হয়তো, পাপিয়া আপনার থেকেও বেশী ধার্মিক।

৬| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:০০

একাল-সেকাল বলেছেন: পাপিয়া আপনার থেকেও বেশী ধার্মিক।
ধর্মের নিষেধাজ্ঞা অমান্য করে যদি ধার্মিক হওয়া যায়, তাহলে মোদীও ধার্মিক। তাকে জল্লাদ/ ঝুনি বলে আমরাই ভুল করছি, তাই তো !

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৪১

চাঁদগাজী বলেছেন:




আমরা জানি পাপিয়া কি করেছে; আপনি কি করেছেন, সেটা আমরা জানি না।

৭| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:১৬

নতুন বলেছেন: মানুষ সাহিত্য পড়েনা, ধমের নৈতিকতা শিক্ষা মানেনা, তাই অজ্ঞতা ভর করেছে সমাজে,

মানুষ এখন ফেসবুকে বেশি সময় দেয় বই পড়েনা। তাই অজ্ঞতা কমছেনা দিন দিন বাড়ছে।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৩১

চাঁদগাজী বলেছেন:



মানুষ তো ধর্মের নৈতিকতা মানার কথা নয়, মানুষকে সামজিক নিয়ম ও নাগরিক অধিকার ও দায়িত্ব অনুসারে আইন মেনে জীবন যাপন করতে হবে; ধর্মের নিয়মে দেশ চলতে পারে না।

৮| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:২৪

ঢাবিয়ান বলেছেন: মোদীর মত একজন মানবতার শত্রু দুই দুইবার নির্বাচনে জিতে অন্য এক ভারতকে প্রতিষ্ঠিত করেছে এই বিশ্বের বুকে। এই ভারত গান্ধীজি, সুভাস বসু, রবি ঠাকুর, বিদ্যাসাগর, বিবেকানন্দের ভারত নয়।বহির্বিশ্বে ভারতবাসীদের এই জঘন্য ইমেজ কতটা গ্রহনযোগ্য হবে সেটা সময়ই নির্ধারন করবে।

০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৩২

চাঁদগাজী বলেছেন:



মোদীর মতবাদের লোকের সংখ্যা বেড়েছে ভারতে।

৯| ০২ রা মার্চ, ২০২০ রাত ৯:৪৭

একাল-সেকাল বলেছেন:
অভিন্ন ভারতের ধোঁয়াধারীদের সংখ্যাও এদেশে ক্রমশই বাড়ছে। এখানেও মোদী শ্যডো আছে।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:১৭

চাঁদগাজী বলেছেন:



জাতীয় ঐক্যকে ধ্বংস করে দিয়ে গেছে মিলিটারী; এখন কারো নেতা এরেদেগান, কারো মাহাথীর, কারো নেতা খলীফা ওমর, কারো নেতা ইমরান খান, কারো নেতা মোদী

১০| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসিতেছে শুভ দিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ।
হাতুড়ি-শাবল-গাইতি চালায়ে ভাঙ্গিল যারা পাহাড়,
পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে সেবিতে যারা পবিত্র অঙ্গে লাগল ধূলি,
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান।
তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে,
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে,
সিক্ত যাদের সারা দেহ-মন মাটির মমতা রসে,
এই ধরণীর তরণীর হাল রবে তাহাদেরি বশে।
তারি পদরজ অঞ্জলি করি মাথায় লইব তুলি,
সকলের সঙ্গে পথে চলি যার পায়ে লাগিয়াছে ধূল।

০২ রা মার্চ, ২০২০ রাত ১০:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার, নাকি অন্য কারো কবিতা, তা জানি না; তবে, ইহাতে আশা আছে।

১১| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: স্বাভাবিক ভাবেই ভারত হিন্দু রাষ্ট্র।
ভারত এখন পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র হতে চায়। ভারতে ... পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সংখ্যালঘু হিন্দুরা ইচ্ছে করলে যখন তখন ভারতের নাগরিকত্ব নিতে পারবে এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১:২২

চাঁদগাজী বলেছেন:



মানুষের মাতৃভুমি হলো সভ্যতার চিহ্ন, ধর্ম হলো প্রকৃতির ভুল ব্যাখ্যা

১২| ০২ রা মার্চ, ২০২০ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং বলেছেন, 'ভারত শিগগিরি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে এবং দেশের মুসলিমদের হিন্দু বানানো হবে।

০৩ রা মার্চ, ২০২০ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:


এইসব মানুষ সভ্যতার শত্রু, এদের শাস্তি হবে।

১৩| ০২ রা মার্চ, ২০২০ রাত ১১:৫২

শের শায়রী বলেছেন: ধর্ম না, ধর্মের অপ ব্যাখ্যাকারীরাই ধর্মকে কলুষিত করে। নূরু ভাইর দেয়া কবিতাটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আর আপনি কিনা কন আপনার, নাকি অন্য কারো কবিতা, তা জানি না; তবে, ইহাতে আশা আছে। =p~ =p~ =p~

০৩ রা মার্চ, ২০২০ রাত ১:১৯

চাঁদগাজী বলেছেন:



আমি কবি নজরুলের ভক্ত; তবে, চোখের সমস্যা থাকতে উনার লেখা খুব একটা পড়া হয়নি।

ইসলাম ধর্ম ৪৪টি মুসলিম দেশকে সভ্যতা থেকে পেছনে টেনে রেখেছে, এবার কিছু সময়ের জন্য দাদাদেরও পেছনে টানবে।

১৪| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:৫৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনার এই বুড়া বয়সে দেখি ধর্মকর্মের প্রতি অনেক অনীহা; কারণ কি? মানুষ ধর্মকে ধারণ করে সভ্য হওয়ার জন্য। তারা যা করছে তাহা ধর্মের অংশ নহে।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আমাদের আদি পুরুষদের আবিস্কারের মাঝে ভুল আবিস্কার ছিলো ধর্ম।

১৫| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
মানুষের মাতৃভুমি হলো সভ্যতার চিহ্ন, ধর্ম হলো প্রকৃতির ভুল ব্যাখ্যা

ভুল ব্যাখ্যাই দরিদ্র দেশের লোকজন বেশি বিশ্বাস করে।
ধর্ম পৃথিবীতে না থাকলে পৃথিবী আনন্দময় হতো।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৫২

চাঁদগাজী বলেছেন:


বর্তমান সভ্যতায়, একজন অশিক্ষিত মানুষ দরিদ্র থাকার সম্ভাবনা শতকরা ৯৫ ভাগ; অশিক্ষিত মানুষ যে জ্ঞনটি আহরণ করতে পারে সহজে, সেটা হলো ধর্ম

১৬| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৯:২৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
এইসব মানুষ সভ্যতার শত্রু, এদের শাস্তি হবে।

সত্য কথা বলতে কি এদের কোনো শাস্তি হয় না। নাকি আপনি পরকালের শাস্তির কথা বলছেন?

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৪

চাঁদগাজী বলেছেন:



এদের সঠিক শাস্তি হয়নি অনেক অনেক যুগ; সম্প্রতি এরা পরাজিত হয়েছে সুইডেন, জাপান, আমেরিকা, কানাডা, ফ্রান্স ও ইউরোপে।

১৭| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১০:৩৫

রানার ব্লগ বলেছেন: বিজিপি এটা করবে এটাই স্বাভাবিক নয় কি ? এটাই তাদের মূল লক্ষ । যেমন জামাতিদের মূল লক্ষ বাংলাদেশ কে তাদের মতো ইসলামি রাস্ট্র বানাবে। ভারতের বিজিপি ও বাংলাদেশের জামাত একি থালার এই পিঠ আর ওই পিঠ। এদের মধ্য ভাব ভালবাসাও বিদ্যমান।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


জামতের ইতিহাসে বড় ২টি গণহত্যা, বিজেপিও গণহত্যায় যুক্ত; বাংলাদেশে শেখ হাসিনা জামাতকে কিছুটা দমন করেছে, ভারতে বিজেপি এখনো রাজত্ব করছে।

১৮| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শের শায়রী বলেছেন: নূরু ভাইর দেয়া কবিতাটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা আর আপনি কিনা কন আপনার, নাকি অন্য কারো কবিতা, তা জানি না; তবে, ইহাতে আশা আছে। =p~ =p~ =p~

গাজীসাবের বিদ্যার বহর বোঝা গেছে!! নিজেকে খুব পণ্ডিত মনে করেন !! অথচ তার মন্তব্য পড়লে মনে হয় মোখলেছ !!
হয়তো বলবেন চোখের সমস্যা তাই বুঝতে পারেন নি এটা কার কবিতা! যা ধোপে টিকবেনা!! চোখের সমস্যা হলে
সাদা চামড়াদের দেশে বসে বাংলাদেশের বর্তমান সমস্যার ঠিকুজি করেন কি ভাবে?
আপনাকে ধন্যবাদ শের শায়রী ভাই, তার চোখে ফুঁ দেবার জন্য !!!! =p~ =p~

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



আসলে, আমি টেক্সট বইয়ের বাইরে খুবই আল্প বই পড়েছি; আমি নজরুল ইসলামকে ও রবীঠাকুরকে বুঝি। আমি এখনো টেক্ট বই পড়ি।

১৯| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ১১:৪০

খাঁজা বাবা বলেছেন: এখানে আপনার দ্বিমুখী মনভাব প্রকাশ পেয়েছে।
একদিকে বলছে ভারত বিভাগ হিন্দুবাদীরা মেনে নিতে পারেনি
অপর দিকে বলছেন স্বধর্মের লোক একত্রে থাকতে স্বচ্ছন্দ বোধ করে, অন্য ধর্মের লোক পছন্দ করে না।
আমি আপনার দ্বিতীয় মনভাবের সাথে একমত, এবং ভারত ভাগের ক্ষেত্রে তাই হয়েছে।
জিন্নার প্রচেষ্টা যতখানি ছিল তার চেয়েও বেশি ছিল হিন্দুদের মুসলিম থেকে আলাদা হওয়ার প্রচেষ্টা।
কট্টর হিন্দুরাই মনে প্রানে চেয়েছে মুসলিমদের আলাদা রাষ্ট্র।

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:


হিন্দুবাদীরা ভারতকে মাতা মনে করে; তাদের মাতৃভুমি ভারত, টেকনাফ থেকে কাশ্মীর অবধি; ওরা মুসলামানদেরই চাহেনি; ওরা মুসলমানদের হিন্দু বানাতে চায়, যাতে ভারতমাতার পরিত্ত্রতা ফিরে আসে।

২০| ০৩ রা মার্চ, ২০২০ দুপুর ১:১৭

সিস্টেম অ্যাডমিন বলেছেন: ভারতবর্ষ কোনদিনই তথাকথিত হিন্দুরাষ্ট্রে পরিণত হবে বলে আমার মনে হয় না কারন হিন্দু একটি পরিচয় কোন ধর্ম নয় । আর ভারতীয়রা যে সনাতন ধর্মের (কালচার )এর অনুসারী তাতে সাম্পদায়িকতার কোন স্থান নেই। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম সম্পর্কে আপনাদের কী অভিমত.।।

০৩ রা মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


সব ধর্মই মানুষের ভুল আবিস্কার, হিন্দু ধর্ম সবচেয়ে পুরাতন ধর্ম, এবং সবচেয়ে বেশী সময় টিকে থাকবে; তবে, হিন্দু ধর্ম মানুষের ব্যক্তিত্ব কময়ে দেয়। খৃষ্টান ধর্ম মানুষকে অধিক সুযোগ দেয়।

২১| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:১০

পদাতিক চৌধুরি বলেছেন: জানিনা অন্ধকার কবে কাটবে! তবে আমরা সেই আশায় বুক বেঁধে আছি একদিন মানবতার জয় হবেই হবে...

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:




ধর্ম ভরতের প্রচুর মানুষকে অসুস্হ জীবন উপহার দিচ্ছে।

২২| ০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: বিশ্বের জনসংখ্যা কমা দরকার। ভারতবর্ষে জনসংখ্যার চাপ তো আরও অনেক বেশি।

০৩ রা মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


সভ্যতার এই যুগে যেই বাচ্চাটি ভারতে জন্ম নেবে, সে হতে পারে খুবই সৌভাগ্যবান, কিংবা সবচেয়ে হতভাগ্য; ২য় টার সম্ভাবনা শতকরা ৮০ ভাগ। নতুন বাচ্চার আদর্শ জন্মস্হা হলো সুইডেন, কানাডা, পুরো স্কানডেনেভিয়া।

মানুষ কমে যাচ্ছে ভালো জাতিতে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.