নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

শতবর্ষ: শেখ সাহেব কি আজীবনের জন্য প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন?

০৬ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৫



না, তিনি আজীবনের জন্য প্রেসিডেন্ট হওয়ার জন্য কোন ধরণের প্ল্যান করেননি; এটি "বাকশাল" বিরোধীদের একটি প্রচারণা ছিল, যা শেখ বিরোধীরা আজো চালিয়ে আসছে। যারা এই প্রচারণা চালিয়ে ছিলো, তারা নিজেরা ঠিক এটা আবিস্কার করেনি, গুজবটা আওয়ামী লীগের ভুলের জন্যই বাজারে এসেছিলো; আওয়ামী লীগের যারা শেখ সাহেবকে নানা অপ্রয়োজনীয় খেতাব, মেতাব দিচ্ছিলো, তারাই উনাকে আজীবনের প্রেসিডেন্ট ইত্যাদি বানানোর কথা বলছিলো, শ্লোগান দিয়েছিলো।

উনার মৃত্যুর পর, উনার বিপক্ষে এই অপপ্রচার বেশী চালানো হয়েছিলো জাসদ থেকে; জাসদ ছিলো ছাত্রলীগের জোরালো অংশ। শেখ সাহেবের সবচেয়ে সফল সৃষ্টি ছিলো ছাত্রলীগ, শেখ সাহবের প্রাণঘাতী সৃষ্টি ছিলো ছাত্রলীগ। ছাত্রলীগ সৃষ্টি করে শেখ সাহেব আওয়ামী লীগের নেতাদের নজরে আসেন, আওয়ামী লীগে স্হান পান; এই ছাত্রলীগ শক্তিশালী হয়ে, যথাসময়ে জাসদ গঠন করে, শেখ সাহেব বিরোধী কার্যক্রম চালায়; জাসদের গণবাহিনী দেশে রাজনৈতিক হত্যাকান্ড চালিয়ে শেখ সাহবের সরকারকে অস্হির করে তুলেছিলো।

যাক, জাসদ থেকে পরে এই অপপ্রচার অন্যান্য শেখ বিরোধীরা মুখস্হ করে নেয়, এবং আজকেও সুযোগ পেলে চালিয়ে দেয়।

আরেকটা কথা: আজকে যা ঘটছে, জেনারেল জিয়া, এরশাদ, বেগম জিয়া মিলে যেভাবে দেশ চালায়েছে, সবগুলোকে যোগ করে দেখেন, শেখ সাহেব আজীবনের জন্য প্রেসিডেন্ট হলে কি খারাপ হতো? আজকের আপাকে নিয়ে জনতার বিশাল অংশ খুশী নন, জেনারেল জিয়ার হত্যাকান্ড ও বাংলাদেশ-বিরোধীদের নিয়ে সাইনবোর্ড মার্কা দল বিএনপি গঠন করা, এরশাদের মতো শিয়ালের পুরো জাতিকে দুর্নীতিবাজ করে তোলা, বেগম জিয়ার মতো অপদার্থের কেক খাওয়ার থেকে কি ভালো হতো না?

যাক, '৭০ সালের বাংগালীরা আজকের বাংগালীদের থেকে অনেক বেশী রাজনৈতিক সচেতন ছিলেন ও প্রতিবাদ মুখর ছিলেন; যদি কেহ প্রস্তাব করতো যে, শেখ সাহবেকে আজীবনের জন্য প্রসিডেন্ট করা হবে, সর্বস্তর থেকে প্রতিবাদ হতো। শেখ হত্যার পর, অনেক ধরণের প্রচারণা চালানো হয়েছিলো, তার মধ্যে এটাও ছিলো।

মন্তব্য ৬০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


উনাকে নিয়ে গতকাল একটি পোষ্ট লিখেছিলাম, সেখানে আবারো এসব অসত্য প্রচারণা দেখলাম।

২| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: মনের মাধূরী দিয়ে সাহিত্য হয়। ইতিহাস নয়!

"রাজনৈতিক অস্থিরতার কারণে সংঘাতের মাত্রা বাড়তে থাকায় মুজিবও তার ক্ষমতা বাড়াতে থাকেন। ১৯৭৪ সালের ডিসেম্বর মুজিব জরুরি অবস্থা জারি করেন।[৪০]

১৯৭৫ এ কয়েকটি দল মিলে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামের রাজনৈতিক দল গঠন করে যা সংক্ষেপে বাকশাল নামে পরিচিত। এই নতুন ব্যবস্থায় প্রেসিডেন্ট সরাসরি নির্বাচিত হবে, একটি নির্বাচিত সংসদ আইন পাস করতে পারে। মুজিব নিজেকে আমৃত্যু রাষ্ট্রপতি ঘোষণা করেন।[৪১]
বাকশাল বিরোধী রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। ৪টি বাদে সকল সংবাদপত্র নিষিদ্ধ করা হয়। "

সূত্র: শেখ মুজিবুর রহমান উইকি পিডিয়া

০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনারা ১৯৭১ সালে পরাজিত হয়ে মাথার মগজ হারায়েছেন, তারপর থেকে মিথ্যা ইতিহাস রচনা করে চলেছেন;

শেখ সাহেব ইডিয়ট ছিলেন না, উনি নিজকে কোন কিছুই ঘোষণা করেননি, উনি ও বাংগালীরা মিলে আপনাদের পাকিস্তান ভেংগে দিয়েছিলেন। উনার অধীনে বাংগালীরা আপনাদের সব দলকে পরাজিত করেছিলেন ১৯৭০ ও ১৯৭১ সালে।

৩| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: চতুর্থ সংশোধনী: ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়। সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তনে এই সংশোধনীর মূল কথা। আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংশোধনীর বিষয়টি উত্থাপন করেন। বিলটি ২৯৪-০ ভোটে পাস হয়। বিলটি পাসের সময় সরকারি দলের সদস্য এমএজি ওসমানী ও ব্যারিস্টার মঈনুল ইসলাম সংসদ বর্জন করেন। বিলটি পাস হওয়ার দিন ২৫ জানুয়ারিই তা রাষ্ট্রপতির অনুমোদন পায়।

চতুর্থ সংশোধনী আইন সংবিধান (চতুর্থ সংশোধনী) আইন ১৯৭৫ গৃহীত হয় ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি। এই সংশোধনীর দ্বারা সংবিধানে কতিপয় বড় পরিবর্তন আনা হয়। সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়; বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার স্থলে আনা হয় একদলীয় ব্যবস্থা; জাতীয় সংসদের কতক ক্ষমতা খর্ব করা হয়; বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা খর্ব হয়; সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকারসমূহ রক্ষা ও প্রয়োগের এখতিয়ার থেকে বঞ্চিত হয়। এই আইন দ্বারা (১) সংবিধানের ১১, ৬৬, ৬৭, ৭২, ৭৪, ৭৬, ৮০, ৮৮, ৯৫, ৯৮, ১০৯, ১১৬, ১১৭, ১১৯, ১২২, ১২৩, ১৪১ক এবং ১৪৮ অনুচ্ছেদ সংশোধন করা হয়; (২) ৪৪, ৭০, ১০২, ১১৫ ও ১২৪ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হয়; (৩) সংবিধানের তৃতীয় ভাগ সংশোধন করা হয়; (৪) তৃতীয় ও চতুর্থ তফসিল পরিবর্তন করা হয়; (৫) প্রথম জাতীয় সংসদের মেয়াদ বৃদ্ধি করা হয়; (৬) রাষ্ট্রপতির পদ ও এই পদের প্রার্থী সম্পর্কে বিশেষ বিধান করা হয়; (৭) সংবিধানে একটি নতুন (একাদশ) ভাগ সংযুক্ত করা হয়; এবং (৮) সংবিধানে ৭৩ক ও ১১৬ক অনুচ্ছেদ দুটি সংযুক্ত করা হয়।

বাংলাদেশের_সংবিধানের_সংশোধনীসমূহ

ভাল করে দেখে, শুনে পাঠ করে তারপর মন্তব্য করুন।
আবেগ পরিহার করে ভদ্রোচিত তথ্য ভিত্তিক কথা বলাই উত্তম।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:


আপনাদের নেতা ছিলো আইয়ুব খান ও ইয়াহিয়া খান; সেটাই আপনাদের বড় সমস্যা।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৩০

চাঁদগাজী বলেছেন:


দেশে জাসদ, সিরাজ শিকদার ও নক্সালিষ্টরা মানুষ মারাতে উনি প্রেসিডেন্ট পদ্ধতিতে গিয়ে, দেশের সব দলকে নিয়ে, সর্বদলীয় প্লাটফরম গঠন করেছিলেন; সেই অনুযায়ী সংবিধানও পরিবর্তন করেছিলেন; এগুলো সঠিক পদক্ষেপ ছিলো।

৪| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৭

জাহিদ হাসান বলেছেন: এখনকার অবস্থা দেখে কি মনে হয়?
এক যুগ ধরে আওমীলীগ ক্ষমতায় আছে। পরিস্থিতি বিবেচনা করলে মনে হয় তারা চিরকালই ক্ষমতায় থাকবে।
আর এজন্যই দেশ স্বাধীন হয়েছিল। হ

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:২১

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগের ৪ নেতাকে হত্যা করায়, আওয়ামী লীগ থেকে রাজনীতি বিলুপ্ত হয়েছে।

কেহ স্বাধীন হয়নি শেখ হত্যা করার জন্য

৫| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৮

বাকপ্রবাস বলেছেন: রাজনীতির মাল মসলা ভিন্ন,সেই মাল মসলা জিয়া খালেদা রা ব্যাবহার না করার জন্য তরকারী স্বাদ না হলে মুজিব এর তিতা করলা মিঠা হয়ে যাবেনা,ঠিম যেমন হাসি নার তেতুল ঝাল নয়

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:২২

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ফাঁসীর রশি অর্ডার দিয়েই বাংলাদেশে ঢুকেছিলো, রাজনীতি করার জন্য নিশ্চয় আসেননি।

৬| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসলেই আপনার মানসিক সন্তুলান সঠিক নয়-এমনই ব্যাক্তি মনে হয়।

প্রমাণ মন্তব্য ২ ও ৩ এর উত্তর।
কনটেক্সেটের উপর অথেনটিক কোন কিছু উত্তর দেবার মতো না থাকায় পাগলের প্রলাপ বকে যাচ্ছেন।
যা ব্লগ নীতিমালারও লংঘন।
এমনিতেই আপনাকে ইগনোর করি এই খাসলতের জন্য।
ব্লগ কর্তৃপক্ষ এসব বস্তাপঁচা তথ্য প্রমাণ বিহীন যা খুশি তাই বলা ম্যাও প‌্যাওকে কেন প্রমোট করে জানিনা।
বাক স্বাধীনতার মানেতো ইতিহাস নিয়ে যা খূশি তাই বলা নয়!
যাকগে ইল্লত যায়না ধুলে খাসলত যায়না ম'লে!!

মরার আগে অনন্ত স্বভাবটা বদলান, যাতে মরার পর মানুষ দুটো ভাল কথা বলে।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনারা বৃহৎ পাকিস্তানের পক্ষে ছিলেন; পরাজিত হওয়ায়, শেখ সাহবের হত্যাকে সাপোর্ট করেছেন, মিলিটারীর বন্দনা করেছেন; আপনারা মিথ্যা অপবাদ দিয়েছেন উনার নামে।

৭| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৩৮

এ্যাক্সজাবিয়ান বলেছেন: ব্যক্তি আক্রমণ বিদ্রোহী ভৃগু’র থেকে শিখে চাঁদগাজীকে বাঁচলে মইল্লে করতে হবে।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৬

চাঁদগাজী বলেছেন:


যারা বৃহত্তর পাকিস্তানের পক্ষে ছিলো, আজো তারা আছে; তারা সুযোগ মতো বাংলাদেশ, শেখ, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অপপ্রচারণা চলাায়। এদের লেখা পড়লে বুঝতে পারবেন, তাদের ভাবনাচিন্তা।

৮| ০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: বঙ্গবন্ধু সবাইকে বিশ্বাস করতেন- এটা ছিলো তার প্রধান ভুল।
তার সমতুল্য কেউ নেই। ৭৫ এ তাকে হত্যা করা না হলে এই দেশ ঠিকই বদলে যেত।

৭৫ এর পরে আজ পর্যন্ত আরেকজন বঙ্গবন্ধু জন্মাননি।
বঙ্গবন্ধু ছিলেন এই দেশের আত্মা। এই দেশ এখন আত্মা ছাড়া। তাই তো দেশের এখন এই অবস্থা।

০৬ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৭

চাঁদগাজী বলেছেন:


বিএনপি-জামাত, রাজাকরেরা উনার বিপক্ষে সর্ব প্রকার অপপ্রচারণা চালিয়েছে।

৯| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১০:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভারত বাংলাদেশের তৎকালীন অর্ধশিক্ষিত ইন্টার পাশ উগ্র সেনাবাহিনীকে মগজ ধোলাই দিয়ে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে।

০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:



ইন্দিরা গান্ধী শেখকে হত্যা করাতে পারে বলে আপনার মনে হয়?

১০| ০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৪০

ঠাকুরমাহমুদ বলেছেন:




আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। কিন্তু এটি সটিক।

আপনি ভালো গণিত জানেন। আপনি গণিত মিলিয়ে নিন।

১। পাক-বাংলা যুদ্ধে কোন দেশ সবচেয়ে বেশী লাভবান?
২। পাক-বাংলা যুদ্ধে যুদ্ধ দলিল কারা নিয়েছে?
৩। ভারতীয় সৈন্য বাংলাদেশে কতো তারিখে আগমন করে?
৪। ভারতীয় সৈন্য কার নির্দেশে/অনুরোধে ভারত ফিরে যায়?
৫। পাক-বাংলা যুদ্ধে স্বাধীন বাংলাদেশ ভারত কতো তারিখে স্বীকৃত দেন?
৬। মুস্তাক সরকার/জিয়া সরকার ভারত মাত্র কতো দিনে স্বীকৃত দেন?

I raise up my voice


০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:০৭

চাঁদগাজী বলেছেন:




১) পাক-বাংলার যু্দ্ধে বাংলাদেশ স্বাদীন হয়েছে, এর থেকে বড় লাভ আমাদের জন্য আর কি থাকতে পারে?
২) যুদ্ধ দলিলটা কি, সারেন্ডার প্যাক্ট? উহা করেছে পাকিস্তান ও ভারত; কারণ, পাকিস্তানে ভারতের কাছে সারেন্ডার করতে চেয়েছে! ভারত ১ম সুযোগেই যুদ্ধ শেষ করতে চেয়েছে।
৩) ৭ই ডিসেম্বর।
৪) বাংলাদেশ সরকারের অনুরোধে
৫) ৬ই ডিসেম্বর
৬) ভারত মুস্তাক সরকারকে অভিনন্দন জানায়নি।

*** এগুলো বলছে না যে, শেখ সাহেব কি আজীবনের জন্য প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন কিনা!

১১| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




শেখ সাহেব কি চেয়েছিলেন আর কি চান নি তা সাধারণ মানুষ আর কোনো দিন জানবে না। ৭১ এ শেখ সাহেব না থাকলে দেশ স্বাধীন হতে হয়তো আরো ৫০ বছর লেগে যেতো। হয়তো আর কোনো দিন স্বাধীন হতোও না। শেখ সাহেব আজীবনের প্রেসিডেন্ট হতে চান নি। তিনি ক্রাইসিস পর্ব সামাল দিতে গিয়ে নিজেকে উপস্থাপন করার আর সময় পেলেন কোথায়? শেখ সাহেব ভারতের সহোযোগিতা চেয়েছেন কিন্তু সর্বক্ষেত্রে ভারতের কুকিং চান নি। যদি চাইতেন ভারতীয় সৈন্য তিনি বিদায় করতেন না - এটি সহজ গণিত।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:



উনি আজীবনের জন্য প্রেসিডেন্ট হতে চাননি; যারা এসব এখনো বলে, এগুলো পিগমী

১২| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বঙ্গবন্ধু অমানুষদের মানুষ ভেবে ভুল করেছিলেন,
বিশ্বাসঘাতকদের ক্ষমা করেছিলেন বলেই তাঁর
্এমন নির্মম পরিণতি। তিনি সারা জীবনের জন্য
রাষ্ট্রপতি হতে চাননি, হতে চেয়েছিলেন সাধারণ
মানুষের বন্ধু
তাই সাপকে বিশ্বাস করেছিলেন,
কিন্তু সাপ তাকে দংশন করতে দ্বিধা করে না্ই।

০৭ ই মার্চ, ২০২০ ভোর ৬:১৫

চাঁদগাজী বলেছেন:


আপনি শেখ সাহেবকে জানেন। রাজাকারের বাচ্চারা উনার নামে দুনিয়ার অপ্রচার চালাচ্ছে আজো।

১৩| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১২:৫৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




@নূর মোহাম্মদ নূরু বলেছেন: বঙ্গবন্ধু অমানুষদের মানুষ ভেবে ভুল করেছিলেন, বিশ্বাসঘাতকদের ক্ষমা করেছিলেন বলেই তাঁর এমন নির্মম পরিণতি। তিনি সারা জীবনের জন্য রাষ্ট্রপতি হতে চাননি, হতে চেয়েছিলেন সাধারণ মানুষের বন্ধু তাই সাপকে বিশ্বাস করেছিলেন, কিন্তু সাপ তাকে দংশন করতে দ্বিধা করে না্ই।

- ১০০ তে ১০০ সঠিক। নূর মোহাম্মদ নূরু ভাই ধন্যবাদ।

বঙ্গবন্ধু ও তাঁর পরিবার হত্যাকান্ডে মিলিটারি ও মিলিট্যা্ন্টদের বিচার হয়েছে। বার বার রঙ বদল করা নিকৃষ্ট পলিটিশিয়ান্সদের শুধু বিচার হলো না এটাই আফসোস।

১৪| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১:৪০

ইলি বলেছেন: বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। যারা বাংলাদেশকে স্বীকার করে তারা বংবন্ধুকেও স্বীকার করবে বা করে। আর বাকশাল নিয়ে যাদের চুলকানি আমি মনে করি বাকশাল কি বা বাকশালের নীতিগুলো কি আর কাদের কে নিয়ে বাকশাল গঠিত হোত তাই হয়তো তারা জানেনা। মুজিব হত্যার পেছনে তার নিজের দলের লোকেরাই দায়ি তাদের বিচার কিন্তু হয়নি এটাই আফসোস।

০৭ ই মার্চ, ২০২০ সকাল ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


যারা ১৯৭১ সালে বাংলাদেশ চাহেনী তারা শেখ হত্যা সাপোর্ট করেছে, ও শেখ সাহবের নামে আজো অপপ্রচার চালাচ্ছে।

১৫| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৭

খাঁজা বাবা বলেছেন: আওয়ামীলিগ করলে ভুল, অন্যরা করলে পাপ।
কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা
8-|

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৭

চাঁদগাজী বলেছেন:


আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে ছিলো, অন্যেরা দেশের বিপক্ষে যুদ্ধ করেছিলো, শান্তি কমিটি করেছিলো।

১৬| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বিএনপি-জামাত, রাজাকরেরা উনার বিপক্ষে সর্ব প্রকার অপপ্রচারণা চালিয়েছে।

যদি গত দশ বছর বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে এত দিনে বিএনপি বঙ্গবন্ধুর নামধাম মুছে দেওয়ার চেষ্টা অব্যাহাত রাখতো।

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৯

চাঁদগাজী বলেছেন:


গত ১০ বছর যদি বিএনপি-জামাত ক্ষমতায় থাকতো, উলফা থামাতে ভারত বাংলাদেশের অনেক এলাকায় সৈন্য পাঠাতো।

১৭| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনকার দৈনিক পত্রিকার শিরোনাম -
একটি মাত্র রাজনৈতিক দল
একক জাতীয় রাজনৈতিক দল
পার্টির চেয়ারম্যান পদে বঙ্গবন্ধু
অন্যান্য দলের অবলুপ্তি


এগুলোর ব্যাখ্যা কী?

০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

চাঁদগাজী বলেছেন:


একটি মাত্র রাজনৈতিক দল :

আজকেও যদি 'সর্বদলীয়' প্লাট ফরমের ডাক দেয় শেখ হাসিনা, সবাই মিলে কোয়ালিশ করবেন।
তবে, তখন বড় দল ছিলো জাসদ, উহা বাকশালে আসেনি। ফলে, মিথ্যাচার করেছে ততকালীন মিডিয়া; সর্বোপরি অনেক ছোটখাট ইসলামি দল বাকশালে আসেনি।


পার্টির চেয়ারম্যান পদে বঙ্গবন্ধু:
বাকশালের সভাপতি নির্বাচিত হয়েছিলেন শেখ সাহেব।

অন্যান্য দলের অবলুপ্তি:

কোন দলের বিলুপ্তি ঘটেনি, কিন্তু মুসলিম লীগ, জামাত, ও অনেক ইসলামী দল নিজেদের থেকে কোনরূপ দলীয় কাজকর্ম করছিলো না; কারণ, তারা রাজাকার ও শান্তি বাহিনীর হোতা ছিলো।

এগুলোর ব্যাখ্যা কী?

১৮| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১১:২১

জাহিদ হাসান বলেছেন: আমার দাদারবাড়ি গাজীপুরের কাপাসিয়া। আমার শৈশব ও কৌশরের কিছুকাল কাপাসিয়া কেটেছে। তাজউদ্দীন আহমেদ বলতে গেলে আমার পাড়ায় জন্মে ছিলেন। উনাকে হত্যা আমাকে সব সময় পীড়া দেয়। শেখ মুজিবের হত্যাও। তবে তাজউদ্দিন আহমেদের জন্য মন খুব কাঁদে।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:



এখন যারা "জেনারেল জিয়া ও মিলিটারী সরকার"কে সাপোর্ট করে, তারা তাজুদ্দিন সাহেবের হত্যাকে সাপোর্ট করছে।

১৯| ০৭ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩০

রানার ব্লগ বলেছেন: বঙ্গবন্ধুর সব থেকে বড় ভুল তিনি সবাইকে সাধারন ক্ষমায় মাফ করে দিয়ে নতুন করে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তার উচিৎ ছিল দেশে এসে সময় নিয়ে একটা একটা ছাগল ধরে মেরে ফেলে দেয়া তার পর দলে শুদ্ধি অভিজান চালিয়ে রাস্ট্র পরিচালনায় মন দেয়া। কারন মুক্তিযুদ্ধ চলাকালিন অনেক বেশধারি ছাগল তাদের লেজ বের করেছিল এদের তখন সৈয়দ নজরুল ইসলাম, তাজুদ্দিন আহমেদ শক্ত হাতে চেপে ধরে রেখেছিলেন। স্বাধীনতা পরবর্তি সময় দেশ স্বাধীনের উচ্ছাসে এদের কথা ভুলে গিয়েছিলেন, কিন্তু ছাগলের দল ম্যা ম্যা করতে ভোলে নাই।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫২

চাঁদগাজী বলেছেন:


এসব ছাগলের সনখ্যা অনেক অনেক, এবং বাড়ছে

২০| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০০

হাসান রাজু বলেছেন: হা হা হা ........ পুরাই সার্কাস ।
চাঁদগাজী এন্ড ঠাকুর !!! :P
পোস্টের বিষয় কি ? সেই পোস্টের মন্তব্য কি ? আর প্রতিউত্তর তো মাসাল্লাহ ।!!! :||

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব কি আজীবন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন? আপনার বক্তত্য কি?

২১| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০৪

হাসান রাজু বলেছেন: আপনি ঠিকই বলেছেন আগের পোস্টের কোন এক মন্তব্যে। সবাই পোস্ট করে বই পড়ে, অনলাইন ঘেঁটে আর আপনি লেখেন নিজের ধারনা থেকে। আপনার আজকের পোস্ট এমনই একটা অতি উর্বর ধারণার ফসল ।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেবকে নিয়ে আপনি কার বই পড়েছেন, শেখ সাহেব কি আজীবনের জন্য প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন?

২২| ০৭ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাকশাল কী এবং কেন গঠন করা হয়েছিলো এটা বোঝার মতো মগজ এখনকার অনেকেরই নেই, পরিকল্পনাগুলোও পড়ে দেখার তাগিদ অনুভব করে না।
বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি না পাওয়া পর্যন্ত বা অন্যান্য কারণেই হোক বঙ্গবন্ধু দেরি করে ফেলেছিলেন। স্বাধীনতার অব্যবহিত পরেই যদি বাকশাল কর্মসূচি নিতে পারতেন, কোনো বিরুদ্ধাচারণ হয়ত থাকত না।
কয়েকবছরে সরকারের নিদারুণ ব্যর্থতার দরুণ কুচক্রীমহল উনার বিরুদ্ধে অপপ্রচারে সফলও হয়।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:



আপনি সঠিক আছেন

২৩| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




বর্তমানে ফেসবুকে ব্লগে যেমন মেট্রিক ফেইল লেখক আছে তেমনি ৭১ এর পর দৈনিক পত্রিকাগুলোতে ও সেই লম্পটগুলো ছিলো যাদের একমাত্র কাজ ছিলো বঙ্গবন্ধুকে বদনাম করা। আমি মাত্র একটি নাম উল্লেখ করছি “কবি শামসুর রহমান” এই লোক পাকিস্তানের আমলে পাকিস্তানের দালালী করেছে। ৭১ এর পর দেশের বুকে বসে পত্রিকায় কৌশলে সরকার বিরোধী অপবাদ করেছে। বঙ্গবীর কাদের সিদ্দিকি এখনো বেঁচে আছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকি বুট পায়ে লাথি দিয়ে ফেলে দিয়েছিলেন কবি শামসুর রহমানকে তার দৈনিক বাংলা অফিসে। - সেই পাকিস্তানের দালাল কবি শামসুর রহমানকে পরবর্তীতে একুশে পদক, স্বাধীনতা পদক দেয়া হয়। (স্বাধীনতার তুমি আর আসাদের শার্ট লেখার কারণে)

বঙ্গবন্ধুর নামে মিথ্যা বানোয়াট তথ্য উপস্থাপনকারীর অন্যতম হচ্ছে দৈনিক বাংলা তথা দৈনিক পাকিস্তান শামসুর রহমান। ও বঙ্গবন্ধুর নিজ লীগের মাথা মোটা উম্মাদ নেতানেত্রী।

বঙ্গবন্ধু কোন দুঃখে আজীবন প্রেসিডেন্ট হতে যাবেন যেখানে তার স্থান এই পদবী থেকে অনেক অনেক উপরে।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহেব আজজিবন প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন, যারা বলে এরা মিথ্যুক

২৪| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:০৮

সুপারডুপার বলেছেন: শেখ হাসিনা কি আজীবনের জন্য প্রধানমন্ত্রী হতে চান ?

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৯

চাঁদগাজী বলেছেন:


উনি সরে গেলে ভালো হবে, না'হয় অবস্হা হোসনী মোবারকের মতো হবে; তবে, উনি ভাবছেন, উনি সরে গেলে বিএনপি-জামাত কিংবা ঐ ধরণের মনোভাবের সরকার ক্ষমতা দখল করবে।

২৫| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪০

এ্যাক্সজাবিয়ান বলেছেন: বড়ই মজা পাই, জনৈক হেভি ওয়েট ব্লগারের পেছনে জনৈক ................অখ্যাত ব্লগারের দৌড়ঝাপ দেখি! হেভি ওয়েট ব্লগার কুকুর পছন্দ করেন নাকি করুণা করেনতাই জীব হত্যা মহা পাপ মায়া জাগাইছেন। তবে চাঁদ কাকু কুকুর মারতে পারেন। চাঁদ কাকুর পোস্ট মানেই হেভি ওয়েট ব্লগাররের পিছে ওই................অখ্যাত ব্লগারের ঘেও ঘেও। ঘেও ঘেও রে একটা হাড্ডি দেন গো................ হেতে পোস্ট ছেড়ে চাঁদ কাকু আরআমাগো হেভি ওয়েট ব্লগারের পিছনে জীবন দিয়া দিবো

এই দুই বুড্ডা পুরান পাপী ব্লগ গুরু চাঁদ কাকু আর হেভি ওয়েট বক্সার আফনারার কারণে আমার কয়ডা আইডি গেছেএরপরেও কই আই লাইকু মেন ইউ আর জাস্ট ব্রিলিয়ান্ট। যুগ যুগ জিও

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:



ব্লবিং করার সময় আইডি ব্যান হয়, সামুতে আমার ৬ টি আইডি ব্যান হয়েছে

২৬| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
গত ১০ বছর যদি বিএনপি-জামাত ক্ষমতায় থাকতো, উলফা থামাতে ভারত বাংলাদেশের অনেক এলাকায় সৈন্য পাঠাতো।

একদম ঠিক।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


ওরা পাকিস্তানে বোমা ফেলেছে, বাংলাদেশ তো বাংলাদেশ

২৭| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০০

ঢাবিয়ান বলেছেন: আপনার বয়স হয়েছে যথেষ্ঠ। এই বয়সে যৌক্তিক যুক্তি তর্কে না গিয়ে অহেতুক ব্যক্তি আক্রমন দেখতে খুব দৃষ্টিকটু লাগে। ছাত্রলীগের নোংরা মাস্তানী ভাষা পরিহার করন।

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০২

চাঁদগাজী বলেছেন:



ব্লগে শিবির আছে, ছাত্রলীগ আছে বলে আমার মনে হয় না, ওরা চাঁদাবাজী নিয়ে ব্যস্ত আছে।

২৮| ০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




শেখ সাহেবের জন্মের শতবর্ষে স্মৃতিচারণ এই পোষ্টে আমার দুইটি মন্তব্য নেই। ব্লগ কর্তৃপক্ষ মুছে দেননি তাহলে সেখানো নোটিশ দেখাতো আর ব্লগ কর্তৃপক্ষ মুছে দেয়ার মতো মন্তব্য তো আমি লেখি না। প্রয়োজনীয় মন্তব্য ছিলো যার ধারাবাহিক মন্তব্য আপনি নতুন পোষ্ট দেয়াতে এই পোষ্টেও চলে এসেছে। ব্লগার রাজীব নুরের ভুতের কাজ কি?

এই দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শত সহস্র আসবেন যাবেন কিন্তু বঙ্গবন্ধু একবারই এসেছিলেন আর আসবেন না। বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্রের নাম। তিনি সামান্য রাষ্টপতি নন। যারা বঙ্গবন্ধু নিয়ে মিথ্যা ভুল কথা বলেন তাদের সু চিকিৎসা প্রয়োজন মানসিক রোগ হয়তো তাতে সারতেও পারে।

বাংলাদেশের মানুষের জ্ঞান এখানে সিমাবদ্ধ যেখানে “জাতির পিতা, রাষ্ট্রপিতা, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান ও রাষ্ট্রপতি” তফাৎ ও অর্থ ধরতে পারেন না।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৫

চাঁদগাজী বলেছেন:



আপনার কিছু মন্তব্য আমি মুছে দিয়েছি, একাধিক মন্তব্যে একই ধরণের বিষয় রিপিটেড হচ্ছিলো।

২৯| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

হাসান রাজু বলেছেন: আপনার উত্তর দেয়ার ইচ্ছে আমার ছিল না। কারন আপনার প্রতিউত্তর সবসময় অবান্তর থাকে।
তারপর ও দিচ্ছি।
আপনার ধারনা বাকশাল আপনি শেখ মুজিব থেকে ভাল বুঝেন। আপনার ধারনা শেখ মুজিবের স্বাধীনতা পরবর্তী পদক্ষেপ গুলো ভুল ছিল। তাই ওইসব ধারনা গুলো যেহেতু আপনার সাথে উনার মিলে নাই অতএব এটাও মিলবে না। অর্থাৎ শেখ মুজিব আজীবনের জন্য প্রেসিডেন্ট থাকতেন। এবং আমি সেই সিদ্ধান্ত সঠিক মানতাম। কারন এ পদে উনি ই সব চেয়ে যোগ্য ছিলেন, যতদিন সুস্থ থাকতেন। উনি বেশকিছু ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন যা পরবর্তীতে ঠিক করে ফেলতেন বলে বিশ্বাস করি।
যেমন এখন বিশ্বাস করি এদেশে এই মুহূর্তে শেখ হাসিনা থেকে যোগ্য কেউ নাই। ততদিন পর্যন্ত শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী থাকা উচিত।
জিয়াউর রহমান ভাল করছিলেন। উনি অন্তত আরও ১০/১৫ বছর থাকলে ভাল হত।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "জিয়াউর রহমান ভাল করছিলেন। উনি অন্তত আরও ১০/১৫ বছর থাকলে ভাল হত। "

-জিয়া সেই কয়েকবছর ছিলো, এতে "৩০০ শত মুক্তিযোদ্ধা সৈনিককে ফাঁসী দিয়েছিলো", এজন্য উনার আরো ১০/১৫ বছর থাকার দরকার ছিলো? আপনি মুক্তিযোদ্ধা বিরোধী ভয়ংকর মানুষ।

৩০| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: তেলবাজরা উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকেন।
খাবার তেল পরিত্যাগ করা যায় কিন্তু এ তেল ভালো লেগে যায়। বঙ্গবন্ধুর নামে এসব অপবাদ তেলবাজদের কারণে।

০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবের দলের উপর মানুষের যেই পরিমাণ আস্হা ছিলো, দল অত শক্ত ছিলো না, দলের মাঝে রাজনীতিবিদের অভাব ছিলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.