নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

সরকারের উপর অসন্তষ্টরা শেখের জন্ম শতবার্ষিকী নিয়ে বিদ্রুপ করছে, আরো করবে

০৭ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫১



শেখ হাসিনার সরকারের যেই জনপ্রিয়তা, প্রশাসনের উপর মানুষের যেই আস্হা, আওয়ামী লীগ নিয়ে মানুষের যেই ধারণা, এমন অবস্হায় যদি শেখ হাসিনা, প্রশাসন ও আওয়ামী লীগ "সরকারী টাকা" খরচ করে শেখ সাহেবের জন্ম শতবার্ষিকী পালন করে, স্বয়ং শেখ সাহেব অনেক মানুষের বিদ্রুপের শিকার হবেন।

১৯৭১ সালের দেশবিরোধীদের ও ১৯৭৫ সালের বাকশাল বিরোধীদের বাদ দিলেও, এই মহুর্তে দেশে জনসংখ্যার বিশাল অংশ আওয়ামী সরকার ও প্রশাসনের উপর ভয়ংকরভাবে অসন্তুষ্ট; এই অসন্তুষ্টির কারণে, প্রশাসনের জাঁকজমকের সাথে শেখ সাহেবের জন্ম শতবার্ষিকী পালনকে সাপোর্ট করছে না; সরকারের সমালোচনা করার সময়, শেখ সাহবেও এরা ছাড়ছে না; শেখ হাসিনা মানুষের এই পরিস্কার মনোভাবটুকু বুঝতেছে না।

বাংলাদেশে ৬৪ বছরের উপরে যাঁদের বয়স, সেই রকম ১ কোটী ৪০ লাখ মানুষ বেঁচে আছেন। এঁরা শেখ সাহেবের সময়ের মানুষ: এঁরা উনাকে জানার ও বুঝার সুযোগ পেয়েছিলেন; এঁদের মাঝে কমপক্ষে ২৮ লাখ শেখ-বিরোধী মানুষ রয়েছে। আজকের প্রায় ১৭ কোটী মানুষ শেখ সম্পর্কে শুনে শুনে জেনেছেন; বাংগালীরা বই পড়ে, ইতিহাস বই থেকে শেখ সাহেবকে মোটামুটি বুঝার মত জ্ঞানী নন; ফলে, যাঁরা শেখ সাহেবকে দেখেননি, তাঁরা আসলে উনার সম্পর্কে সঠিক ধারণা রাখেন না, আনুমানিক কিছু ধারণা রাখেন; তারা বরং শেখ হাসিনার জীবনের সাথে মিলিয়ে শেখ চরিত্রকে অনুমান করেন। কিন্তু শেখ হাসিনার সাথে শেখ সাহের রাজনৈতিক চরিত্রের কোন মিল নেই; আসলে, শেখ হাসিনার সাথে জেনারেল জিয়ার রাজনৈতিক চরিত্রের মিল রয়েছে।

'৭১ সালের পরবর্তী বাংগালী জেনারেশন রাজনীতি নিয়ে কনফিউসড, এরা দেশ ও জাতি নিয়ে সরকারগুলোর উপর হতাশ হয়ে, নিজেরা নিজ চেষ্টায় নিজেদের জীবন নিয়ে ব্যস্ত; এরা শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবের অবদান নিয়ে ভাবার মানুষ নন। এরা জেনারেল জিয়ার মতো হত্যাকারী, এরশাদের মতো বর্ণচোরা, বেগম জিয়ার মতো অপদার্থ ও শেখ হাসিনার মতো ডিক্টেটরের যুগে টিকে আছে; এরা শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবের জন্মদিন পালন করবে না; কিন্তু শেখ সাহেব, কিংবা তাজুদ্দিন সাহবের জন্য সরকারী টাকা খরচ করলে সহ্য করবে না; এরা শুধু যে সরকারকে সমালোচনা করবে তাই নয়, এরা শেখ সাহেবকে নিয়েও বিদ্রুপ করবে।

এসব বিষয় ভাবনায় রেখে, দেশের পরিবেশ বুঝে, শেখ হাসিনার উচিত ছিলো শেখ সাহবের জন্মদিন পারিবারিকভাবে পালন করা ও মানুষের উপর ছেড়ে দেয়া, যারা উনাকে স্মরণ করতে চান, তারা পারিবারিক উদ্যোগে পালন করবেন।

মন্তব্য ৩৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গত কয়েক বছর আগ থেকেই তেনার ইচ্ছে ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যেন তিনি ক্ষমতায় থাকতেই হয়। তেনার সমর্থকরাও এটাই চাইতেন। কারণ, অন্য দল ক্ষমতায় গেলে এটা করা যেত না। যাক, রাতের ভোটের মাধ্যমে তেনার আশা পূরণ হয়েছে। জনগণের আশা/নিরাশা নিয়ে ভাবার সময় নেই...

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:০৩

চাঁদগাজী বলেছেন:



নিজের অবস্হান বুঝতে হয়, দেশের মানুষকে বুঝতে হয়, নিজের অবদানকে বুঝতে হয়; শেখ হাসিনা নিজকে বুঝতেছেন না।

২| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১০

রূপক বিধৌত সাধু বলেছেন: এই জাতি এখন আর শেখ সাহেব, তাজউদ্দীনকে উপলব্ধি করার মতো অবস্থায় নেই; এরা গোলাম আজম, দেলওয়ার হোসেন সাঈদি হলে স্বতস্ফুর্তভাবে জন্মদিন পালন করতো। দায়টা যে আসলে কার বলা মুশকিল। স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা যেমন আওয়ামীলীগ সরকারের ব্যর্থতাও কম নয়।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৫

চাঁদগাজী বলেছেন:




'৭১ এর জেনারেশনের ১ কোটী ৪০ লাখ মানুষ বেঁচে আছেন, যাঁরা শেখ সাহেব, তাজুদ্দিন সাহেবকে বুঝেন, ভালো কিংবা খারাপ দিক থেকে। নতুনেরা সরকারগুলো দ্বারা বন্চিত হয়েছে, নিজেরাও ভালো মানুষ নন; ফলে, নতুনরা স্বাধীনতা ইত্যাদি নিয়ে মাথা ঘামায় না, অনেকের মাথাও নেই।

৩| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯

জাহিদ হাসান বলেছেন: নতুন প্রজন্মের প্রায় সবাই দেশের প্রতি বিরক্ত হয়ে ইউরোপ-আমেরিকা ও অষ্ট্রেলিয়ার রাস্তা ধরেছে। দায়টা কার?

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


দোষ সরকারগুলোর ও প্রশাসনের ডাকাতির।

৪| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




এসব বিষয় ভাবনায় রেখে, দেশের পরিবেশ বুঝে, শেখ হাসিনার উচিত ছিলো শেখ সাহবের জন্মদিন পারিবারিকভাবে পালন করা ও মানুষের উপর ছেড়ে দেয়া, যারা উনাকে স্মরণ করতে চান, তারা পারিবারিক উদ্যোগে পালন করবেন। - এটিই হওয়া উচিত ছিলো। সড়ক ভবন মুজিব ১০০ ছবি দিয়ে যারা সয়লাব করছেন তারা শেখ সাহেব কে কতোটা পছন্দ করেন জানি না। তবে এই সুযোগে টাকা চুরির পথ পেয়েছেন এটি সত্যি।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনা ব্যতিত আওয়ামী লীগের নেতারা কেহ শেখ সাহবের জন্য নিজের পকেট থেকে টাকা বের করে না, এরা অন্যের থেকে চাঁদা নিয়ে থাকে।

৫| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৫

ব্লগ মাস্টার বলেছেন: দেশ আর দেশের মানুষ আছে বলে মনে হয়না ।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:



দেশ অনেকটা ইয়েমেন, সুদানের মতো বিশৃংখল

৬| ০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩০

একাল-সেকাল বলেছেন:
মাত্রাতিরিক্ত প্রচারনা করে দিন কে দিন উনাকে জন বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে।

০৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


উনি হয়তো মানুষকে আর বুঝবেন না, সময় চলে গেছে।

৭| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৪৩

ঢাবিয়ান বলেছেন: আপনার উপদেশ মোতাবেক চলা কি একজন স্বৈরাচারী পিএম এর পক্ষে শোভা পায়?

০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫০

চাঁদগাজী বলেছেন:



উনি মিলিটারী, বিএনপি-জামাত ইত্যাদির বিপক্ষে সংগ্রাম করে টিকে গেছেন, সেটা হয়তো উনার ইগো হয়ে দাঁড়িয়েছে, সাথে সাথে উনার বিদ্যাবুদ্ধি এতটুকুই, উনিও বাংগালী

৮| ০৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাড়াবাড়ি চিরকালই মানুষের পতন ডেকে এনেছে।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:০৯

চাঁদগাজী বলেছেন:


উনার বেলায় পতন হিসেব করা ভুল হবে, ৪০ বছর আওয়ামী সভাপতি ৪ বারের প্রধানমন্ত্রী, শতবারের বিরোধী; পতন হয়ে গেছে জাতির: কারো বউ বাংলাদেশে, কারো বউ আমেরিকায়, কারো বউ মালয়েশিয়ায়, স্বামীরা দাস হয়ে কিছু মানুষ্বের জন্য ডলার আয় করছে।

৯| ০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:০১

রাজীব নুর বলেছেন: কিছু লোক এরকম থাকেই।
বিদ্রুপ করবেই। এটা কিছুতেই বন্ধ করা যাবে না। বিদ্রুপ করার মতো লোক এই সমাজে বহু আছে।

ধরুন একটা মসজিদ বা মন্দির বিনা কারনে ভেঙ্গে ফেলা হলো- তখন একদল লোক বলবে, ভালো হয়েছে। ভাঙ্গার দরকারই ছিলো।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:১১

চাঁদগাজী বলেছেন:


জাতির একাংশ অন্য অংশকে বিদ্রুপ করছে; মজা লুটছে প্রশাসন, দলের লোকজন, সরকারের লোকজন।

০৭ ই মার্চ, ২০২০ রাত ১০:১২

চাঁদগাজী বলেছেন:



শেখের ব্যাপারটা মসজিদ থেকে বড়

১০| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
জাতির একাংশ অন্য অংশকে বিদ্রুপ করছে; মজা লুটছে প্রশাসন, দলের লোকজন, সরকারের লোকজন।

আওয়ামী লীগ। আওয়ামীলীগের সমস্ত নেতা, পাতি নেতা এবং তাদের ছত্রছায়ার থাকা লোকজন সহ সমস্ত প্রশাসনের লোকজন ভালো আছে এই দেশে। এছাড়া ভালো আছে বড় বড় ব্যবসায়ীরা। এর বাইরে কেউ ভালো নেই।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



দেশের অবস্হা দেখলে, আওয়ামী লীগের অবস্হা দেখলে, আওয়ামী লীগের লোকজনকে ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর লোকজন বলে মনে হয়।

১১| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
শেখের ব্যাপারটা মসজিদ থেকে বড়

আমি আসলে উদাহরন দিয়েছে।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


আমারটাও উদাহরণ মাত্র

১২| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫৯

অক্পটে বলেছেন: সরকার এবং সরকারের মন্ত্রীরা বলেছে শেখ শতবার্ষিকিতে যেন চাঁদাবাজি না হয়। ওটা আসলে বলার জন্যই বলা। দেদারসে চাঁদাবাজী চলছে। ৫০ হাজার টাকার ক্ষুদে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা চাঁদা দিতে হল! কোথায় আছি আমরা?

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৫

চাঁদগাজী বলেছেন:


এখন বাংলাদেশের রাজনীতি চলে "পিরামিড ব্যবসা মডেলে", টাকা নিজের পকেট থেকে দিতে হয় না, "যোগাড়" করে দিতে হয়, এটা হলো চাঁদা আদায়ের ফাইন্যান্সিয়াল সুত্র।

১৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দিন দিন মানুষ শুধুই বিরক্ত হচ্ছে কেউ আর শ্রদ্ধা ও সম্মান করছেনা মাত্রাছাড়া ঢোল পেটানোর জন্য।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২০

চাঁদগাজী বলেছেন:


সামান্য মানুষই উনাকে সঠিকভাবে জানেন; আওয়ামী লীগের যেই আচরণ মানুষ দেখছে, মানুষের ধারণা হবে, শেখও ঐ রকম কেহ ছিলো।

১৪| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৮

আসোয়াদ লোদি বলেছেন: করোনা ভাইরাসে আক্রান্ত দেশে বৃহত্তর কোনো গণজমায়েত না করা উচিৎ।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৮

চাঁদগাজী বলেছেন:


সরকার যেভাবে জন্মদিন পালন করার প্রোগ্রাম নিয়েছে, এতে যারা আসবে, তারা দায়সারা আসবে, চাকুরী রক্ষা করতে আসবে, নিজের থেকে আসার লোকজন কমই হবে।

১৫| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:৫৫

খাঁজা বাবা বলেছেন: কাউকে খাট করে কাউকে বড় করা যায় না।
সবাই যে যার যায়গায় নিজ কর্মগুনে।
জিয়াকে ৪০০ টাকার সৈনিক বললে জিয়া যেমন ছোট হবে না, তেমনি শেখ মুজিবুর রহমান ও বড় হবেন না।
বরং এই দেশের জন্য যারা যা অবদান, শেখ সাহেব, জিয়া, ভাসানী, ওসমানী, তাজউদ্দিন এবং অন্যরা, তাদের যোগ্য সম্মান দিলে হয়তো কেউ শেখ সাহেব কে নিয়ে বাজে কথা বলত না।
শেখ হাসিনা জাতীকে বিভক্ত করে এখন নিজেই একা হয়ে যাচ্ছেন।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪১

চাঁদগাজী বলেছেন:



জিয়া ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছে, আপনি জিয়াকে কি এই কারণে সন্মান করছেন?

১৬| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৪৪

খাঁজা বাবা বলেছেন: লেখক বলেছেন:
জিয়া ৩০০ মুক্তিযোদ্ধাকে ফাঁসী দিয়েছে, আপনি জিয়াকে কি এই কারণে সন্মান করছেন?

শেখ সাহেব কে যারা হত্যা করেছে তাদের অনেকেই মুক্তিযোদ্ধা ছিলেন।
তাই বলে কি আপনি তাদের সমর্থন করেন?

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহেব হত্যায় কিছু মিলিটারী যুক্ত ছিলো যারা সিআইএ থেকে টাকা পেয়েছে ও ক্ষমতার আশ্বাস পেয়েছিলো। এদের কিছু ছিলো মুক্তিযোদ্ধ; কিন্তু এরা শেখ সাহেবকে পছন্দ করতো না; এরা হত্যাকান্ডের অপরাধে অপরাধী, আমি এদের সাপোর্ট করতে পারি না।

১৭| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৪

খাঁজা বাবা বলেছেন: জীয়ার আমলে যাদের ফাসি হয়েছিল তারা ছিল বিদ্রোহী।
কোন সসস্রবাহিনী বিদ্রোহী সদস্যদের হাতে অস্ত্র দিয়ে রাখতে পারে না।
আর এদের বিচার না হলে এরা বাকিদেরও উদবুদ্ধ করে।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:


জিয়ার বিপক্ষে মিলিটারীতে বিদ্রোহ হয়েছিল বারবার, কারণ সে আইয়ুব ও ইয়াহিয়ার মতো, পাকীদের মিলিটারীর সহায়তায়, বাংলার মিলিটারীকে অন্যায়ভাবে দেশের ক্ষমতায় রেখেছিলো; মুক্তিযোদ্ধা সৈনিকেরা সেটা মানার কথা নয়, ওরা আপনার মতো বেকুব ছিলো না।

১৮| ১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫৩

খাঁজা বাবা বলেছেন: মুক্তিযোদ্ধা সৈনিকেরা সেটা মানার কথা নয়, ওরা আপনার মতো বেকুব ছিলো না।

জীয়া কি রাজাকার ছিকেন?

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৬

চাঁদগাজী বলেছেন:


জিয়া রাজাকার ছিলো না, সে আমাদের সব অবদানকে, সব রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্বপ্নকে আইয়ুব খানের লেভেলে নিয়ে গেছে, আপনার মতো বেকুবেরা সেটা বুঝতে পারেননি।

১৯| ১১ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৬

খাঁজা বাবা বলেছেন: আপনি যুক্তিহীন অবুঝ বালক :)

১১ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:



অনেকটা।

তবে, আপনারা অনেকেই জিয়া ও এরশাদের বুটের অভাব ভোগ করছেন এখন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.