নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

কসাই এখনো অপারগতা জানায়নি?

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০৭



বাংগালীরা বিবিধ কারণে মোদীকে বাংলাদেশে দেখতে চাহে না: অনেক কারণে সব বাংগালী এখন ভারত-বিরোধী, মোদীর উগ্র ধর্মীয় রাজনীতির কারণে তার দল দিল্লী ও গুজরাটে হত্যাকান্ড চালায়েছে, শেখ হাসিনা মোদীকে নিমন্ত্রণ জানায়েছে, শেখ সাহেবর মতো লোকের জন্মদিনে কসাই কেন অতিথি হবে। এটা কি মোদীর মাথায় ঢুকছে না? এই ডামী আসলে পিগমী, সে এখনো অপারগতা জানায়নি।

দিল্লী হত্যাকান্ডের পর, ভারতের বেশীরভাগ মানুষ বুঝেছে যে, বাংলাদেশের মানুষ মনেপ্রাণে মোদী-বিরোদী ও উহাকে বাংলাদেশে চাহে না, ভারতীয় মিডিয়ায় এই ব্যাপারে লেখা এসেছে, বক্তব্য এসেছে, ইডিয়ট কোন কারণ দেখায়ে অপারগতা দেখানোর কথা; কিন্তু উহা এখনো ঘটেনি, এই পিগমী ভারত চালাচ্ছে?

শুরু থেকে শেখ হাসিনা ভুল করেছেন: এনআরসি, এবং এই ধরণের আরো কি বালছালের কারণে মোদী বাংলাদেশে গত ২ বছর থেকে ঘৃনিত ব্যক্তিতে পরিণত হয়েছে; বাংলাদেশের মানুষ ভাবছে যে, ভারত থেকে রোহিংগাদের মতো মুসলমান আসতে পারে মোদী ও বিজেপি'র কারণে; শেখ হাসিনা, প্রশাসন ও আওয়ামী লীগ কি মানুষের ভাবনার কথা বুঝতে পারে না? সব লিলিপুটিয়ান মিলে কসাইকে অতিথি বানালো?

মানুষ বিদেশী বুদ্ধিমান মানুষকে নিজ দেশে দেখতে চায়; ইয়াসির আরাফাতের কিছু ছিলো না, কিন্তু উনি যখন এসেছিলেন মানুষ খুশী হয়েছিলো, ক্লিনটন আসার কথা ছিলো না, উনি আসাতে মানুষ খুশী হয়েছিলো; মাথাথির যখন এসেছিলো, মানুষ খুশী হয়েছিলো, উনি আবার এলে মানুষ খুশী হবে, ওবামা এলে মানুষ খুশী হবে; মোদী এলে, মানুষ সুযোগ পেলে জুতা মারবে!

মোদীর মতো মানুষকে অতিথি কেহ করবে না; ওর কোন জনপ্রিয়তা নেই, কোন দেশে তার যাওয়া হয় না; নেংটিপরা মহাত্মা গান্ধীকে সবাই দেখতে চাইতো, ইন্দিরা গান্ধীকে সবাই দেখতে চাইতো; ভারতের বাকী প্রাইম মিনিষ্টারেরা বিদেশ কোনদিন জনপ্রিয় ছিলো না; বিশ্বের কেহ মোদীর সুনাম করেনি। মোদী অপবিত্র আত্মা, ইহা বাংলাদেশে এলে পুরোদেশ অপবিত্র থাকবে উহার অবস্হান কালে।

মন্তব্য ৫৯ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৪

নয়ন বিন বাহার বলেছেন: এখানে আবেগ বা পাবলিক সেন্টিমেন্ট কোন বিষয় নয়। পুরাই রাজনীতি। বাংলাদেশের জনগণ বা সরকার যা করছে তা ঠিক আছে। শুধু মোদীর আচরণ ঠিক নেই। তার উচিত সফর বাতিল করা। যদি না করে বাংলাদেশ সরকারের কিছুই করার নেই। বা করার ক্ষমতা নেই।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার সরকারের উচিত উহাকে হিন্টস দেয়া যে, বাংলাদেশের মানুষ উহাকে চাচ্ছে না

২| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২০

প্রেক্ষা বলেছেন: আপনি পেঁচার ছবি দিয়ে গল্পের মতো করে যে লেখাগুলো দেন, ঐ গুলো খুব ভালো লাগে।পারলে ঐ গুলো একটু বেশী বেশী দিবেন।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


ঠিক আছে, দেবো।
মোদী বাংলাদেশে এলে মানুষ উল্লসিত হবেন না

৩| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোদীকে আমরা অপছন্দ করলেও শেখ হাসিনা পছন্দ করেন। তাই তার বাংলাদেশে আসা ঠেকানো যাবে না।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

চাঁদগাজী বলেছেন:


শেখ হাসিনার বুদ্ধি কম, উনি বারবার তা প্রমাণ করছেন।

৪| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৪১

প্রেক্ষা বলেছেন: ঠিক আছে, দেবো।
মোদী বাংলাদেশে এলে মানুষ উল্লসিত হবেন না।

হা হা,আমি বাচ্চা মানুষ।রাজনীতি করি না।তাই বলতে পারছি না মানুষ মোদী কে নিয়ে কি রিয়্যাকশন দিবে।

সময় পেলে আমার ব্লগ বাড়ি ঘুরে আসবেন।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

চাঁদগাজী বলেছেন:



ব্লগে স্বাগতম।

৫| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫১

খোলা মনের কথা বলেছেন: বাংলার জনগন বলতে আওয়ামী নেতাদের বুঝায়। তারা খুশি হলেই খুশি। সর্বোস্তরের জনগন মোদি বিরোদী স্লোগান দিলেও সেগুলো দেশ বিরোধী জামাত বিএনপি, রাজাকার বলে চালিয়ে দিবে। কিছু চাটার দল মোদিকে অভিনন্দন জানাবে।

০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



মোদীকে অন্তর থেকে শেখ হাসিনাও অভিনন্দন জানাবেন না; তবে, শেখ হাসিনার বুদ্ধি কম, শেখ সাহবের জন্মদিনে বিদেশী নেতাদের চেয়ে, সাধারণ বাংগালীদের অতিথি করার দরকার ছিলো; মোদী কি কারণে শেখকে সন্মান করবে, সে মুসলমানদের পছন্দ করে?

৬| ০৮ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

জাহিদ হাসান বলেছেন: মোদির বাংলাদেশে আগমনকে ঘৃণা করছে প্রায় সব বাংলাদেশী।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:



সেটা সব বাংগালী, সব ভারতীয় বুঝতেছে, ব্যাপারটা পরিস্কার; গর্দভ মোদীর কিছু একটা করা উচিত; দেয়ালে ধাক্কা খেয়ে নাক ভাংলেও চলতো!

৭| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: মোদীকে ঘৃণা করছেন সর্বস্তরের বাঙালী। শুধু রাজনীতির কারনে সরকারের মন্ত্রীম এমপি, আমলারা ব্যতীত। আওয়ামীলীগের বেশীর ভাগ সমর্থক ‘‘মোদী না আসুক’’ তার পক্ষে।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৩০

চাঁদগাজী বলেছেন:



শুধু বাংগালীরা নয়, ভারতীয়রাও চাহে না যে, তাদের প্রাইম মিনিষ্টার ঘৃনার পাত্র হয়ে, অযাচিত হয়ে বাংলাদেশে যাক।

৮| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৬

নীলসাধু বলেছেন: আমি যে সকল বিষয় এড়িয়ে চলি সে সব বিষয়ে আপনি লিখেন। তাই পোষ্ট পড়ে যে দু কথা বলবো তা আর হয় না। বেদনাদায়ক।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:



আমরা বিবিধভাবে অন্যায়ের বিপক্ষে

৯| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৪৭

একাল-সেকাল বলেছেন:
ট্রাম্প বযবসায়িক স্বার্থে মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেছে সাথে ভুলভাল উচ্চারনে চেষ্টা করেছে ভারতকে তুলে ধরতে। আমেরিকা গুজরাটের দাঙ্গার পর এই মোদীর প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা জারি করতে পিছপা হয়নি।

দিল্লীর দগদগে ঘা উস্কে দিতে মোদীর না আসা ই উচিৎ। করোনা ইস্যুতে কূটনৈতিক ভাষায় "না" বলে দিতে পারে। মনে হয় করবেনা। সেও চাইবে অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িকের ধোঁয়া তুলতে।

সে তো কড়া নিরাপত্তায় চলে যাবে। সমস্যা বাড়াবে সরকার দলের পায়ে কুড়াল মেরে।

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প ও মোদীর মাঝে মিল, ২ জনেই মুসলিম বিরোধী; তবে, ট্রাম্প মুসলমানদের ইমিগ্রেসন বন্ধ করেনি

০৮ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:




১৯৬৯ সালে যাঁরা শেখ সাহেবের প্রাণ বাঁচার জন্য পাকী পুলিশের বুলেটের সামনে দাঁড়ায়ে শেখ সাহেবের প্রাণ রক্ষা করেছেন, তাঁদেরকে অতিথি করার দরকার ছিলো; শেখ হাসিনা কোনদিন বুদ্ধিমান মহিলা ছিলেন না।

১০| ০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:০৪

একাল-সেকাল বলেছেন:
যতার্থ ই বলেছেন। না হলে কি আর বঙ্গবীর কাদের সিদ্দিকি রাজাকার উপাধি পায়!
আর জাসদ একাংশ গোপাল ভাঁড়ের পেত্নী সেজে ঘাড়ে বসে ?

০৮ ই মার্চ, ২০২০ রাত ৯:২৩

চাঁদগাজী বলেছেন:


স্বাধীনতা উত্তরকালে "বঙ্গবীর কাদের সিদ্দিকি"র সঠিক ইতিহাস আপনারা জানেন না; উনাকে রাজাকর বলা ঠিক হচ্ছে না, তবে জেলে রাখা দরকার; ইহা শেখ সাহেবকে মিসগাইড করেছে, টাঙগাইলের অর্ধেক দখল করেছিলো; টাংগাইলে কাউকে কনট্রাক্টটরী করতে দিতো না, একটা কাজও শেষ করতো না, সব টাকা তুলে নিতো; ইহা ডাকাত

১১| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৩

রাজীব নুর বলেছেন: এখন আমাদের সামনে ভয়াবহ বিপদ।
করোনা ভাইরাস

মুজিববর্ষ নিয়ে নাচানাচি না করে ভাইরাস থেকে কিভাবে দেশকে মুক্ত রাখা যায় সেই চিন্তা করতে হবে।
কথা ঠিক কিনা বলেন?

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৪২

চাঁদগাজী বলেছেন:


কথা ঠিক, জন্ম শতবর্ষে যেন স্কুলের বাচ্চা মাচ্চাদের কাউকে ফুলটুল দেয়ার জন্য না নেয়।

১২| ০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কসাই যাতে না আসে সে ব্যাপারে ব্যাপক আন্দোলন হৈচৈ হচ্ছে। মুজিব বর্ষের চেয়ে বিষয়টি নিয়ে বেশি তোলপাড় হচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই কসাইকে আসতে দিতেন না বলেই আমার বিশ্বাস।

০৮ ই মার্চ, ২০২০ রাত ১১:৪৩

চাঁদগাজী বলেছেন:


সবাই বুঝে কসাইর আসা উচিত নয়, কসাই বুঝতেছে না।

১৩| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:১৯

আখেনাটেন বলেছেন: সরকারের মধ্যে একটি ভয়ঙ্কর চাটুকার শ্রেণি মারাত্মক আকার ধারণ করেছে। উনারাই পিএমকে নানাভাবে জনবিমুখ কর্মকাণ্ডে উৎসাহ যোগাচ্ছেন।

অথচ পিএম চাইলেই ঐসব চাটুকারদের ডান্ডা মেরে শায়েস্তা করতে পারেন অনায়াসেই। দেশের মানুষ খুশি হবে। উনার তো কোনো পিছুটান নেই। দেশের নেতিবাচক দিকগুলোকে উনি চাইলেই সততার সাথে ইতিবাচকরূপে পরিবর্তিত করতে পারেন। কিন্তু কেন করেন না, সে এক বিরাট রহস্য!

০৯ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৭

চাঁদগাজী বলেছেন:



চাটুকারের কথা সবাই বলে আসছেন; কিন্তু আমার পরিচিত এমপি বলেন যে, উনার সামনে ভয়ে কেহ কিছুই বলে না। আমার মনে হয়, শেখ হাসিনা এতটুকুই জ্ঞান রাখেন।

১৪| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: কসাই মোদী এবং ট্রাম্পের প্রেক্ষাপট অনেক ভিন্ন | যুক্তরাষ্ট্রে ধর্মীয় উন্মাদনা নিয়ে সংর্ষে ভারতের মতো রায়ট হয় নি - যে গুটি কয়েক ঘটনা ঘটেছে তা বিচ্ছিন্ন কিছু ব্যক্তি কর্তৃক অস্ত্র নিয়ে নিরীহ জনগণকে আক্রমণ করা যাতে সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না | ট্রাম্প যতই মুসলিম বিদ্বেষী হোক না কেন সে চাইলেও অনেক কিছু করতে পারে না | যুক্তরাষ্ট্রে সরকার ব্যবস্থা জনগণের মতামতের উপর অনেক নির্ভরশীল আর মার্কিনিরা অনেক পরমত সহিষ্ণু জাতি, এদের বিশাল অংশ অভিবাসীদের মানসিকভাবে গ্রহণ করে সহজেই |

পক্ষান্তরে ভারতবাসী জেনেটিকালি চরম বর্ণবাদী এবং ঐতিহাসিক কারণে মুসলিম বিদ্বেষী | সুতরাং মোদির পিছনে এরা সবাই একতাবদ্ধ তা সে কসাই হোক না বা জল্লাদই হোক | ভারতের গণতন্ত্র যতই বিশাল হোক না কেন এখনো সেটা এখনো মধ্যযুগীয় পর্যায়ে রয়ে গেছে | তাই মোদির যেকোন পদক্ষেপ সেখানকার সংখ্যালঘু জনগণের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ |

০৯ ই মার্চ, ২০২০ রাত ২:২০

চাঁদগাজী বলেছেন:


মোদী ও তার দেশবাসী জানে যে, তারা মুসলমান-বিরোধী; বাংগালীরা জানে যে, মোদী ও বিজেপি মুসলিম-বিরোধী; এই পরিবেশে তার উচিত অপারগতা জানিয়ে না আসা।

১৫| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১:৫৬

কিরমানী লিটন বলেছেন: আফগানিস্তানে সোভিয়েত শাসনের পতনের পর তখনকার শাসকদের পরিনতি যেমন কঠিন আর নির্মম হয়েছিল- শেখ হাসিনার পতনের পর আওয়ামীলীগের অবস্থা তার চাইতেও ভয়াবহ হবে- লিখে রাখুন।

০৯ ই মার্চ, ২০২০ রাত ২:২১

চাঁদগাজী বলেছেন:



শেখ হাসিনার পরে ক্ষমতায় কে আসবে?

১৬| ০৯ ই মার্চ, ২০২০ রাত ২:৪৯

কানিজ রিনা বলেছেন: আজকে ফেচবুকে দেখলাম মোদী গরুর
শাড়ি দিয়ে বিবাহ মত করে ফুল চন্দন দিচ্ছে
দেখে মনে হচ্ছে ইহা একটা বিবাহ পর্ব মোদী
গরুটার স্বামী।
গন্ডারের চামড়া যদি থাকেতো মদীর আছে
মোদী কি কানে কম শোনে?
প্রতিবন্দি মোদী কোনও সম্মানবোধ আছে বলে
মনে হয়না।

০৯ ই মার্চ, ২০২০ রাত ৩:১৩

চাঁদগাজী বলেছেন:



ধর্ম ওকে ইডিয়টে পরিণত করেছে, সে অনেক অশিক্ষিত ভারতীয়কে ইডিয়টে পরিণত করেছে।

১৭| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৩:৪৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




অদ্ভুৎ দেশ বাংলাদেশ।
বাংলাদেশের সরকার অবকাঠামো গত ৫০ বছরে আপ্যায়ন শিখে নি। তারপরও একান্ত বিদেশী মেহমান আপ্যায়ন করতে চাইলে অবস্যই যোগ্য লোকদের মেহমান করতে হবে যাতে বাংলাদেশের প্রশংসা হয়। মুদির দোকান অবস্যই যোগ্য লোক নন। যাদের মেহমান করা প্রয়োজন ছিলো তাদের ইলেভেন্থ আওয়ার দাওয়াত দিলে তারা অপমানিত বোধ করেবন। তাদের মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন মাহাথিন মোহাম্মাদ। এই মুহুর্তে মাহাথির মোহাম্মদকে দাওয়াত করলে দাওয়াতি দূতকে শূলে চড়ানো হতে পারে !!!


০৯ ই মার্চ, ২০২০ ভোর ৫:০১

চাঁদগাজী বলেছেন:


জন্ম শতবার্ষিকী বন্ধ হয়ে গেছে করোণার কারণে।

শেখ সাহবের জন্মদিনে দাওয়াত পাবার কথা ১৯৬৯ সালের যারা শেখের প্রাণ বাঁচায়েছেন; এদের মাঝে আমিও আছি।

১৮| ০৯ ই মার্চ, ২০২০ ভোর ৪:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ১৭ মার্চের অনুষ্ঠান সংক্্ষিপ্ত করা হয়েছে। মুদি আসার সম্ভাবনা কমেছে।

০৯ ই মার্চ, ২০২০ ভোর ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


ইহা শেখদের পারিবারিক ও শেখকে যারা পছন্দ করেন, তাদের পারিবারিক অনুষ্ঠান হওয়া উচিত; সরকারী প্রশাসন, জামাত-বিএনপির জন্য এখানে কিছু নেই।

১৯| ০৯ ই মার্চ, ২০২০ ভোর ৫:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: মোদী অপবিত্র আত্মা, ইহা বাংলাদেশে এলে পুরোদেশ অপবিত্র থাকবে উহার অবস্হান কালে।
..................................................................................................................................
তার আর প্রয়োজন নাই,করোনাভাইরাস বা কোভিড-১৯ আমাদের রাজনীতির
মোড় একটু ঘুরিয়ে দিয়েছে ।

০৯ ই মার্চ, ২০২০ ভোর ৬:৫৯

চাঁদগাজী বলেছেন:



মোদী আর জীবনেও বাংলাদেশে আসতে পারবে না।

"মোদী অপবিত্র আত্মা, ইহা বাংলাদেশে এলে পুরোদেশ অপবিত্র থাকবে উহার অবস্হান কালে। "
-ইহা কি আমি বলেছিলাম?

২০| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৮:২৯

পদাতিক চৌধুরি বলেছেন: গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোদিজী গুজরাট দাঙ্গায় সুনিপুণভাবে হত্যাকাণ্ড সম্পন্ন করার পর ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণের নয়নের মনি হয়ে উঠেন। সংখ্যাগরিষ্ঠ জনগণ এমনো একজন নেতা দেশের দায়িত্বভার তুলে দেওয়ার মধ্যে দিয়ে পরোক্ষভাবে ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হত্যাযজ্ঞ চালানোর যেন অলিখিত দায়িত্ব সমর্পণ করলেন। মোদিজীও যথার্থ দায়িত্ব পালনের কর্মসূচি মেনে সদ্য সমাপ্ত দিল্লি হত্যাকাণ্ড সংঘটিত করে নিজের বীরত্বের পরিচয় দিলেন।
এখন প্রশ্ন-
এমন একজন লোককে জাতির জনকের জন্মদিনে অতিথি হিসেবে আপ্যায়ন করার মধ্য দিয়ে মাননীয়া প্রধানমন্ত্রীর ঠিক কি উদ্দেশ্য- সম্প্রীতির আদর্শ? নাকি সাম্প্রদায়িক বিষবৃক্ষকে প্রমোট করা? যদি ধরেই নেই রাষ্ট্রীয় প্রটোকল মেনে মোদিজী শেষ মুহূর্তে আসেনই বা তবে আশার যে দুই বাংলার বাঙ্গালী জাতি কোনরকম ধর্মীয় প্ররোচনায় পা না দিয়ে চিরাচরিত সম্প্রীতির ঐতিহ্য অনুসরণ করে সম্প্রীতি বজায় রাখবেন এবং অতিথিকে যথাযোগ্য মূল্য দিয়ে নিজের সম্মান রক্ষা করবেন।


০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৫

চাঁদগাজী বলেছেন:




মোদী নিজেই জল্লাদ, আরো কোটী কোটী মানুষকে সে জল্লাদে পরিণত করছে ভারতে। শেখ হাসিনা ইডিয়ট, সে এসব দেখেও বুঝতে পারে না; শেখ সাহেবের জন্মদিনে অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা ১৯৬৯ সালের বাংগালীরা, যারা শেখের জীবন বাঁচায়েছেন।

২১| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
কথা ঠিক, জন্ম শতবর্ষে যেন স্কুলের বাচ্চা মাচ্চাদের কাউকে ফুলটুল দেয়ার জন্য না নেয়।

সকালে টিভিতে খবরে দেখলাম- মুজিব বর্ষ সংক্ষিপ্ত করা হয়েছে। মাশাল্লাহ।

০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



বাংলার মানুষদের মুজিব বর্ষ পালন করতে বলুক সরকার, যাদের ইচ্ছা তারা পালন করবে, যারা করবে না, তারা না করুক।

২২| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ৯:৫৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: জেনেটিকালি চরম বর্ণবাদী এবং মুসলিম বিদ্বেষী মোদি এখন পর্যন্ত দিল্লি হত্যাকান্ড নিয়ে টুশব্দটি পর্যন্ত করেনি।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:


মনে হচ্ছে, এটা শুধু শুরু

২৩| ০৯ ই মার্চ, ২০২০ সকাল ১১:০০

জাহিদ হাসান বলেছেন: নীলসাধু দাদা রাজনীতির ব্যাপারটা এড়িয়ে চলেন। তিনি দেশ-বিদেশে কি ঘটল তা নিয়ে কিছু বলতে চান না।


কিন্তু অন্ধ হলেই কি প্রলয় বন্ধ থাকে?

আমরা সবাই যদি চাদঁগাজীর মত রাজনীতি সচেতন হতাম তাহলে পৃথিবীটা আর এমন থাকতো না।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩১

চাঁদগাজী বলেছেন:


রাজনীতিবিদরা বিশ্ব চালায়, কিভাবে চালায়, সবাইকে সেটা বুঝতে হবে।

২৪| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:০০

হাসান রাজু বলেছেন: মোদি কেন অপারগতা দেখাবে ? মোদি মিডিয়াকে দেখাতে পারছে, "এই দেখ আমি যদি মুসলিম বিরোধী হতাম তবে কি বাংলাদেশের মত একটা মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ এভাবে তাদের জাতির পিতার জন্মদিনে নিমন্ত্রণ করত? এতো সম্মান দেখাত ?" ইমেজ পরিস্কার করার এই সুযোগ কেন পায়ে ঠেলবে ?

কিন্তু আপনি মা রেখে মাসির কাছে আশা করছেন কেন ?

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, আমি ২০ বারের বেশী বলেছি যে, শেখ হাসনা জল্লাদ মোদীকে অতিথি করে কম বুদ্ধির পরিচয় দিয়েছে; আপনি কি আমার পোষ্ট বুঝেন?

২৫| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১২:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এবার বাংলাদেশই 'করোনা'র কারণে মূল অনুষ্ঠান বাতিল করেছে। মোদীর আসাতো সাময়িক ঠেকানো গেল। কিন্তু লুটপাট তো যা হওয়ার হয়ে গিয়েছে...

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনারা উপর থেকে যে লুটপাট দেখছেন, এটা আসল ক্ষতির চেয়ে অনেক কম।

২৬| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:০২

খাঁজা বাবা বলেছেন: শুধু মোদি নয়, এদেশের মানুষ ভারতীয় রাজনীতিবিদ ও প্রশাসন এবং এদের বাংলাদেশের প্রতি মনোভাব ও কাজ পছন্দ করে না।
এর সাথে যুক্ত হয়েছে এদেশের অজনপ্রিয় সরকার কে মোদি প্রশাসনের নগ্ন সমর্থন, এন আর সি এবং সাম্প্রতিক মুসলিম নির্যাতন।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহবেক হত্যা করায়, জিয়া মতো একজন মেজর, এরশাদের মতো শিয়াল, বেগম জিয়ার মতো অপদার্থ ও শেখ হাসিনার মতো ডিক্টেটর ক্ষমতায় আসার সুযোগ পেলো।

২৭| ০৯ ই মার্চ, ২০২০ দুপুর ১:৫৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
বাংলার মানুষদের মুজিব বর্ষ পালন করতে বলুক সরকার, যাদের ইচ্ছা তারা পালন করবে, যারা করবে না, তারা না করুক।

মুজিব বর্ষ পালন করে কি লাভ হবে?
বাজারে দ্রব্যমূল্যের দাম কমবে?
বেকার কমবে?
ফুটপারের মানুষ ঘর পাবে?

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯

চাঁদগাজী বলেছেন:



প্রত্যেক জাতির উন্নতির মুলে কিছু চিন্তাশীল মানুষের অবদান থাকে, সেসব অবদানকে বুঝতে হয়, সেসব মানুষকে মডেল হিসেবে রাখতে হয়, সেজন্য মুজিব বর্ষ পালন।

যেমন বেগম জিয়ার 'জন্মদিন পালন' যারা করে, তারা নিজেরাই বেগম জিয়া থেকে ভালো কিছু শিখেনি। আপনি যদি, ভাসানীর জন্মদিন পালন করেন, আপনার নিজের মাঝে একটা শান্তি অনুভব করবেন; কিন্তু আপনি যদি ড: হাছানের জন্মদিনে উপস্হিত থাকেন, আপনার নিজের কাছেই ভালো লাগবে না।

২৮| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:১৮

আতঙ্কিত মানুষ বলেছেন: মুদি একটা কশাই ।

০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


মোদী ভারতের মানুষকে দুষ্ট বানিয়ে ছাড়ছে

২৯| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:৪১

একাল-সেকাল বলেছেন:
আমার ৯ নং কমেন্ট
Indian PM cancels Dhaka trip মিথ্যা প্রমান হওয়ার পরও আমি খুশি :D

০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৫

চাঁদগাজী বলেছেন:




যাক, জল্লাদ আসছে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.