নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা ও বিশ্বব্যাপী ষ্টক-মার্কেটে প্যানিক দেখা দিয়েছে

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৬



আপডেট:
***** নিউইয়র্ক ষ্টক মার্কেট ২১১৩ পয়েন্ট হারায়েছে ****
****নিউইয়র্ক ষ্টক মার্কেট শুরু হওয়ার ৫ মিনিটের মাঝে থামিয়ে দিয়েছিলো কম্প্যুটার; ১৫ মিনিট বন্ধ থেকে আবার চালু হয়েছে ****

এখন নিউইয়র্ক সময় সকাল ৭:৩০, নিউইয়র্ক ষ্টক ফিউচার, "ডাও জোনস" ১৩০০ পয়েনট নীচে; আরো নীচে নামার কথা কিন্তু এখানে মার্কেটকে থামানো হচ্ছে ১৫ মিনিট করে ("সার্কিট ব্রেকার" কাজ করছে); অর্থাৎ, এই অবস্হায় ষ্টক বেচাকেনা বন্ধ থাকবে। রেগুলার মার্কেট শুরু হবে ৯:৩০ মিনিটে, তখন মার্কেট ১২৫৫ পয়েন্ট নীচে শুরু হলে, কম্প্যুটার মার্কেটে বেচাকেনা বন্ধ করে দেবে (সার্কিট ব্রেকার), এতে প্যানিক আরো বেড়ে যাবে।

ইউরোপে গড়ে ৬% পড়ে গেছে বাজার আজ; ক্রুড-অয়েল ৯ ডলার পড়েছে, এখন মুল্য ৩২ ডলার; ইহা বলছে যে, তেলের ব্যবহার কমে যাবে। তেলের দাম কমার আরেকটা কারণ হচ্ছে, রাশিয়া তেল উৎপাদন কমাতে রাজী হয়নি। ইতালীর মার্কেটে যথাসম্ভব সার্কিট ব্রেকার কাজ করেছে; আমি সংবাদটা পাচ্ছি না; তবে মনে হয়, প্যানিক সেখান থেকে শুরু হয়েছে।

আমেরিকার করোনা রোগীর সংখ্যা গতকাল ৮৯ জন থেকে লাফ দিয়ে ৬০০ হয়ে গেছে; আজকের সংখ্যা জানা যায়নি: সিডিসি'র এক ইডিয়টকে একটু আগে সিএনএন প্রশ্ন করেছিলো সংখ্যাটি কত? এই ইডিয়ট বাংগালীদের মত এদিক ওদিক কথা বলার পরও সংখ্যাটি দেয়নি, সিএনএন লাইন কেটে দেয়; আমি অন্য এক এক যায়গায় ১ জনকে বলতে শুনলাম, এখন সংখ্যা ৪ হাজারের কাছাকাছি।

আমেরিকা গত ২ মাসে করোনার জন্য সঠিক প্রস্ততি নেয়নি; আমেরিকায় 'টেষ্টিং কিট' নেই বললেই চলে; সরকার বলছে, ৪০ লাখ টেষ্টিং কিট হাসপাতাল ইত্যাদিতে পাঠানো হয়েছে; কিন্তু হাসপাতাল ও "এলডার হোমগুলোর" কর্মচারীদের টেষ্ট করার জন্য ১৫/২০ মিলিয়ন টেষ্টকিট দরকার।

মনে হচ্ছে, করোনা প্রস্তুতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মিথ্যা বলে আসছে; আজকে ১ম তাকে মিথ্যাবদী বলা হয়েছে মিডিয়ায়। ট্রাম্পের মিথ্যার কারণে মানুষের মাঝে প্যানিক বাড়বে, মানুষ মনে করবে, সরকার সাহায্য করতে পারবে না, তারা প্রস্তুত নয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

জাহিদ হাসান বলেছেন: তাতে আমাদের কী? ;)

০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংগালী জাতির জন্য বোঝা হয়ে যাচ্ছেন, আপনার ভাবনাশক্তি প্রয়োজনের তুলায় কম: গার্মেন্টস রপ্তানী কমে যাবে, মানুষ চাকুরী হারাবে, অন্যান্য এক্সপোর্ট কমে যাবে; আরবের কর্মচারীরা অনেকেই বেতন পাবে না; আমেরিকা ও আরব থেকে রেমিট্যান্স কমে যাবে; বিদেশী ভিসা স্হগিত করে দেবে, নতুন করে আরব ও মালয়েশিয়া যাওয়া বন্ধ হবে, যারা দেশে এসেছে তারা যেতে পারবে না।

২| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১৬

রাজীব নুর বলেছেন: আমেরিকা আমাদের ভরসার স্থল।
এখন তাদের অবস্থাই যদি এরকম হয়- তাহলে আমাদের কি হবে?

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


ট্রাম্প করোনা প্রস্তুতি নিয়ে মিথ্যা বলায় ভয়ানক রিএ্যাকশন হয়েছে। আমেরিকা চীনের মত "কোয়ারেন্টিন" করতে পারবে না।

৩| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গুজবে কান দিবেন না।
শেয়ারের দাম যতই কমুক শেয়ার সংখ্যা ঠিকই থাকবে।
আমরা এখন ভাইরাস মোকাবেলায় ব্যস্ত আছি
স্টক মার্কেটের ব্যবস্থা পরে করুম।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩০

চাঁদগাজী বলেছেন:


জাতির অবস্হা মাপার বিভিন্ন "স্কেল আছে", ষ্টক-মার্কেটের স্কুল হলো সবচেয়ে এ্যকুরেট।

৪| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:২৫

সাগর শরীফ বলেছেন: মিঃ ট্রাম্পকে তো কোনদিনই ভরসা করিনি। এটা আবার ইলেকশন ইয়ার এই মেয়াদেও যদি ট্রাম্প ক্ষমতা পুনঃদখল করে তো আমার উচ্চ শিক্ষার জন্য আমেরিকা যাওয়া আর হবে না। শুনেছি কঠিন কিছু নীতি নির্ধারণ করতে চলেছে সে। জানি না এর সত্যতা কতটুকু তবে ট্রাম্পের উপর ভরসাহীনতার কারণে জিনিসটা গুজব হিসেবেও নিতে পারছি না।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩১

চাঁদগাজী বলেছেন:



শিক্ষার জন্য আসতে পারবেন, স্কুলগুলো ব্যবসার জন্য বিদেশী ছাত্র আনবে সব সময়।

৫| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

নতুন বলেছেন: ২০১৯ এ ফ্লুতে আমেরিকাতে কতজন আক্রান্ত হয়েছে আর মারা গেছে?

সারা বিশ্বে ফ্লুতে প্রায় ১ বিলিওন মানুষ আক্রান্ত হয় আর মারা যায় ৩ থেকে ৬ লক্ষ.... নতুন করোনা গুজবে ট্রিলিওন ডলার লস হচ্ছে, মানুষ কস্ট পাচ্ছে এই গুজব ছড়িয়ে আতংকের কারনে।

Infections
COVID-19: Approximately 107,644 cases worldwide; 437 cases in the U.S. as of Mar. 8, 2020.

Flu: Estimated 1 billion cases worldwide; 9.3 million to 45 million cases in the U.S. per year.

Deaths
COVID-19: Approximately 3,653 deaths reported worldwide; 17 deaths in the U.S., as of Mar. 8, 2020.

Flu: 291,000 to 646,000 deaths worldwide; 12,000 to 61,000 deaths in the U.S. per year.

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৭

চাঁদগাজী বলেছেন:


এটা ঠিক গুজব নয়, এর সংক্রমণ ক্ষমতা বেশী; একই সময়ে, এত মানুষের জন্য কোয়ারিনটিন হাসপাতালের ব্যবস্হা নেই আমেরিকায়; নতুন রোগ হওয়ায় সবাই হাসপাতালে যেতে যাচ্ছে। একই সাথে সবাই হাসপাতালে যেতে চাইলে সমস্যা; এখন ফ্লু হলে মানুষ নিজের ডাক্তারের কাছে যায়। যাক, প্যানিক কমে যাবে ২/১ সপ্তাহের মাঝে।

৬| ০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৮

ব্লগার_প্রান্ত বলেছেন: বাংলাদেশের পুঁজিবাজারে ৭ বছরের সবচেয়ে বড় ধস দেখা দিয়েছে।
ঢাকা এই মুহূর্তে গুজবের রাজধানী।
অনেক গার্জিয়ানরা স্কুল বন্ধ রাখার দাবি জানাচ্ছেন।
আমার এই এপ্রিলের ১ থেকে এইচএসসি, পরীক্ষা পেছালে বিপাকে পড়বো।

০৯ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৪৯

চাঁদগাজী বলেছেন:


স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ২ সপ্তাহের জন্য বন্ধ রাখার দরকার; পরে অবস্হা বুঝে ব্যবস্হা নেয়া যেতে পারে। স্কুল থেকে ভাইরাস ঘরে চলে যাবে।

৭| ০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৯

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: আপনি যে বিষয় লিখেছেন সে বিষয় আমার কোনো ধারনা নাই । আর জানার আগ্রহ তেমন নাই ।

০৯ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:



আপনার ধারণা নেই, অনেকের ধারণা নেই; কারণ, আমাদের জাতি পেছনে পড়ে আছে; জাতিকে যা পড়াচ্ছে, তা বর্তমান বিশ্বের জন্য পুরাতন বিষয়।

৮| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:২৮

জাহিদ হাসান বলেছেন: গ্রেট প্লেগ (ব্ল্যাক ডেথ) ও স্প্যানিশ ফ্লুর ইতিহাস নিশ্চয়ই জানেন। করোনা তার তুলনায় চুনোপুটিই বলা চলে।

করোনা ভাইরাস নির্মুল হয়ে গেলে আবারও পৃথিবী আগের অবস্থানে ফিরে যাবে।
বিশ্বের অর্থনীতি আবার স্বাভাবিক হয়ে যাবে। একটু সময় লাগবে। তবে সব ঠিক হয়ে যাবে।


Don't worry about a thing
'Cause every little thing gonna be alright
-Bob Marley

০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:


"গ্রেট প্লেগ (ব্ল্যাক ডেথ) ও স্প্যানিশ ফ্লু"

-ঐ সময়ে মানুষ এত জ্ঞানী ছিলো না; আজকে মানুষের জীবনের মুল্য বেশী; গড়ে প্রতিটি আমেরিকানের "লাইফ ইনস্যুরেন্স ১ মিলিয়নের বেশী"; এদেরকে বাঁচায়ে রাখতে অনেকেই অসম্ভবকে সম্ভব করবেন।

৯| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৫০

খেয়া ঘাট বলেছেন: আপনি বাংগালী জাতির জন্য বোঝা হয়ে যাচ্ছেন, আপনার ভাবনাশক্তি প্রয়োজনের তুলায় কম: গার্মেন্টস রপ্তানী কমে যাবে, মানুষ চাকুরী হারাবে, অন্যান্য এক্সপোর্ট কমে যাবে; আরবের কর্মচারীরা অনেককে বেতন পাবে না; বিদেশী ভিসা স্হগিত করে দেবে, নতুন করে আরব ও মালয়েশিয়া যাওয়া বন্ধ হবে, যারা দেশে এসেছে তারা যেতে পারবে না।


আমি মূলতঃ আপনার কমেন্টের জবাবগুলো পড়ে বেশ তৃপ্তি পাই।

০৯ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৬

চাঁদগাজী বলেছেন:



আমার কথাগুলো সঠিক কিনা, নাকি ভুল করছি, সেটাও জানাবেন।

১০| ০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: কেয়ামত এসে গেছে।

০৯ ই মার্চ, ২০২০ রাত ৯:২৯

চাঁদগাজী বলেছেন:



না, কেয়ামত আসেনি; তবে, উন্নত দেশে মানুষ কাজে যেতে পারছে না, যাতায়ত কমে যাবে; ফলে, অনেক মানুষ চাকুরী হারাবে।

১১| ০৯ ই মার্চ, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ট্রাম্প করোনা প্রস্তুতি নিয়ে মিথ্যা বলায় ভয়ানক রিএ্যাকশন হয়েছে। আমেরিকা চীনের মত "কোয়ারেন্টিন" করতে পারবে না।

আপনি সাবধানে থাকবেন।
যে ক'টা নিয়ম আছে মেনে চলবেন।

১০ ই মার্চ, ২০২০ রাত ১:২৯

চাঁদগাজী বলেছেন:


ধন্যবাদ, চেষ্টা করছি।

আপনি আপাতত বাড়ীতে থাকেন কিছু সময়।

১২| ১০ ই মার্চ, ২০২০ রাত ২:৫৫

অনল চৌধুরী বলেছেন: বাংলাদেশ এ্যমেরিকায় পোশাক রপ্তানী করে যতোটা লাভবান হয়,তার চেয়ে বেশী লাভবান হয় এ্যমেরিকা বাংলাদেশী পণ্যের রপ্তানী শুল্ক আর সুদ থেকে ।
কিন্ত চীনের ক্ষতি হলে বাংলাদেশ বেশী ক্ষতি হবে কারণ দেশের মোট আমদানী পন্য এবং শিল্পের কাচামালের প্রায় ৯০%ই আমদানী হয় চীন থেকে।

১০ ই মার্চ, ২০২০ রাত ৩:৫২

চাঁদগাজী বলেছেন:



চীন ভাইরাসকে কিছুটা ঠেকায়েছে, এখন কাজ করার শুরু করেছে; আমেরিকা বড় বড় কতা বললেও চীনের মতো ঠেকাতে পারবে না।

১৩| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ, চেষ্টা করছি।
আপনি আপাতত বাড়ীতে থাকেন কিছু সময়।

অবিশ্বাস্য হলেও সত্য- ঢাকা শহরে গতকাল থেকে রাস্তায় লোকজন কম দেখা যাচ্ছে। এমন কি জ্যামটাও কমে গেছে।
কাজের সন্ধানে আমাকে বের হতে হয়। পরিচিত লোকদের কাছে ধর্না দিয়ে হয়।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ফ্রি-ল্যান্চিং হিসেবে কাজ করছেন?

১৪| ১০ ই মার্চ, ২০২০ সকাল ৯:২১

খাঁজা বাবা বলেছেন: আমেরিকান বিনিয়োগকারীদের বাংলাদেশে পাঠিয়ে দেন
আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অসম্ভম রকমের
করোনায় আমাদের কিছু হবে না :)

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৬

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের যারা সব কিছুর চাপ সহে, আপনি সেই শ্রেণীর মাঝে পড়েননি

১৫| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১০:৫৬

কূকরা বলেছেন: মরতে ভয় লাগে পাঁদগাজি? করোনা হইয়া যদি তুমি আমি দুইজনই এইবার মইরা যাই, তাইলে কি হবে? মরার পরে ব্লগে আইসা ফাত্রামি করতে পারবা না কিন্তু আর।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:


মুরগীর আবার কিসের ভয়; সে তো একদিন প্লেইটে উঠবেই!

১৬| ১০ ই মার্চ, ২০২০ সকাল ১১:৩৪

জাহিদ হাসান বলেছেন: করোনা ঠেকাতে হলে ঢাকার অস্থায়ী লোকদের গ্রামে ফিরে যেতে হবে।

স্কুল-কলেজ এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করার জোর দাবি জানাচ্ছি।

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ২ সপ্তাহের জন্য বন্ধ করলে রাস্তায় লোকজন কমবে।

১৭| ১০ ই মার্চ, ২০২০ দুপুর ১:৪৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টে বাদুরের উপস্থিতি এনে আপনি ব্লগেও করোনা ছাড়াতে চাইছেন নাকি ভ্রাতা ! =p~

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২৩

চাঁদগাজী বলেছেন:


চীনারা অপজাতি, বাদুর খেয়ে ঝামেলা বাধায়েছে; আমি বাদুরকে স্বাভাবিকভাবে নিচ্ছি

১৮| ১০ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৪৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: চীনের রাষ্ট্রপতি 'উহান' গিয়েছেন। ধারণা করা হচ্ছে, পরিস্থিতির উন্নয়ন ঘটছে বলেই তিনি 'উহান' সফর করেছেন...

১০ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:



চীন মুল সংক্রমণ থামায়েছে, মানুষ কাজে যাবার পর সামান্য বাড়বে, তারপর হয়তো ভাইরাস মুক্ত হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.